আরশোলারা সব বিষ খেয়ে পেটউল্টে মরে পড়েছিল। আমি তাদের ঝেঁটিয়ে বাইরে ফেললাম। একটা লম্বামত কাক অনেককটা খেল। তাও একগাদা পড়েছিল। তারপর কুড়িয়ে কাচিয়ে নিয়ে ক্যাম্পাসের পেছনের সবুজ উপত্যকায় ফেলে দিয়েছি। তারপরেও একসপ্তাহ পর্যন্ত মাটিতে ডিম পড়ে থাকত, কেমন শুকনোমত। বোঝা যেত কিছুর গায়ে লেগেছিল, খসে পড়েছে। তাদেরকে ঝেঁটিয়ে বাইরে ফেলে দিয়েছি।
P | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৩ | 163.244.62.120
আমার অবিশ্যি টার্কি অন্য কারণে ভাল্লাগে না। আমাগো কলেজের প্রিন্সিপালের বৌ এর এক পোষা টার্কি ছিল , ব্যাটা আমাকে দেখলেই উড়েতেড়ে ঠোকরাতে আসত।
আর তার দেখাদেখি কলেজের পুকুরের হালার রাজহাঁসগুলো ও ।
dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫২ | 59.164.188.47
IE8 এ নতুন কলে কি পবলেম? ওপরে ডানকোণে লালঢ্যাঁড়ার তলায় একটা কম্প্যাটিবিলিটি ভিউয়ের অপশন আসছে না? ওটাতে ক্লিক করলে তো ঠিকঠাক হওয়া উচিত।
aka | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫২ | 168.26.215.13
৩। কখনোই খাওয়া যায় না। (এটি ডায়েট করিবার উপকারিতা)
san | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫১ | 123.201.53.3
ঘাবড়ে যেও না। অরিজিত বলেছিল ফার্নিচার বিহীন ফাঁকা ঘর সবচেয়ে ভাল, একটা তোষক থাকলেই চলে দরকারে যা গুটিয়ে রেখে ফুটবল খেলা যাবে ঃ-)
tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫০ | 122.162.42.205
হামারে আকা, মুর্গীর যথেষ্ট উপকারীতা আছে ১। যখন তখন রাঁধা যায় ২। যখন তখন খাওয়া যায়
P | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 163.244.62.120
ঐ যে ডাগদার , বাঙ্গালের গোঁ!
aka | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 168.26.215.13
টার্কি আর ভদকার মধ্যে এই পার্থক্য। ভদকার স্বাদ বদলে যার মধ্যে ঢালা হয় তার স্বাদ হয়। কিন্তু টার্কির ক্ষেত্রে? অন্যটাও টেস্টলেস হয়ে যায়।
tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৮ | 122.162.42.205
আরশোলাটা আধখানা না ডিম্টা আধখানা?
I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৭ | 59.93.210.36
আশ্শোলা ডিম সুদ্দু খেয়ে ফেল্লে?
Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৭ | 12.163.39.254
টার্কি তো ভালই। কোনো টেস্ট নাই। যে পাত্রে ঢালিবে তাহার আকার ধারণ করিবে। ঃ)
d | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৬ | 117.195.41.69
ও হ্যাঁ অক্ষ'র জন্যঃ আমার বাড়ীতে আর একটাও আরশোলা নেই। আধখানা আরশোলার ডিমও নেই। সব নির্মূল করে ফেলেছি। হুঁ হুঁ বাবা! একে বলে বাঙালে গোঁ। একেবারে ঝাড়েবংশে সাফ।
I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৬ | 59.93.210.36
কী কনসিডারেট ! পুঁটের বাপ।
tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৬ | 122.162.42.205
উঃ, এক ফার্ণিচার কিনতে গিয়ে এই শীতের মুখে কোন্নগর থেকে তাহিতি হয়ে আসাম ঘুরে এলুম, কোথাও কোনো কাঠ ভাসছে না। তাছাড়া ঐ ফার্নিচারওয়ালা (দোকান নয় আদমী) আমার এক আছে, তার নাম সুমঙ্গল। কিন্তু এখ্ন তাকে ডেকে ডিজাইন বুঝিয়ে জিনিস বানাতে ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে (যা মজুরী!!!!)। তাছাড়া আমি অমন টিকাও, আজন্ম মায়া ফেলে বাড়িতে বসে থাকবে টাইপের কেঠো ফার্নিচার চাইনে চাইনে চাইনে এ ঃ-(( স্যান! অরিজিৎ এত জায়গা থাকতে আমার বাড়িতে এসে কেন ফুটবল খেলা শেখাবে? কাকেই বা শেখাবে!! কেনই বা সে শিখবে?? (এটা স্যানের সাজেশন না হয়ে আর কারোর হলে তার দিকে প্রশ্ন গেল, আমি আর পিছিয়ে দেখতে পারছি না ঃ() দ, দীপু নিজেই আমার খোঁচাখুঁচিতে জানিয়েছে যে সে রাগ করে নি কিন্তু এটা নিয়ে এতো ওকে চাটা হয়েছে যে ও এট্টু বোর হয়েছে, তাই ঃ-)))
P | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৬ | 163.244.62.120
IE8 এ নতুন কল খুলতে এরর দিচ্চে। কি করন কাম ?
I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৫ | 59.93.210.36
গোটাসেদ্ধ, না কাঁই করে? মিছরি দিয়ে, না বীটনুন-লেবু দিয়ে? না এম্নি এম্নি?
P | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৫ | 163.244.62.120
এইবার পুঁটের দাদু-দিদা ক্রীষ্টমাসে পোড়া ডুবলিনে থাগবেন। তাই আমি মনে অনেক পুলক নিয়ে বল্লুম যে আমি সে রাতে একটা টিপিক্যাল ক্রীস্টমাস ডিনার হোস্ট করব , পুঁটের বাপ সে শুনে আমার দিকে রক্তজলকরা এক চাউনি দে বল্লে ঘরে টার্কি ঢোকালে সে নাকি তার বাপ-মা শুদ্দ হোটেলে গে থাগবে সে রাত।
থ্যাংগ্গড , আমাকে ঘথে্থকে দুর করে দেবে বলে নাই।
san | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৪ | 123.201.53.3
না না, আর্শোলাসেদ্ধ খেলে হাঁপানি সারে ;-)
Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৪ | 122.252.231.12
দমু, তুমি বরং স্যামসুঙে আরএনডিতে চাগ্রি করে এমন কাউকে ধর। সে বলে দেবে হয় কি হয় না।
I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪৩ | 59.93.210.36
যেমন আরশোলা।
d | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪২ | 117.195.41.69
এঃ টার্কির মত তুচ্ছ বিষয়ে মনোনিবেশ করবেন না কমরেড। অন্য গুরুত্বপূর্ণ কাজে মন দিন।
Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪০ | 122.252.231.12
এর জন্য কোন নম্বর নেই।
aka | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৪০ | 168.26.215.13
ফুড চেনে টার্কি আর মুর্গির বিশেষ কোন উপযোগীতা নেই বলেই মনে হয়। ধরে ঝাড়ে বংশে উড়িয়ে দিলে হয় একেবারে। এই অত্যাচার থেকে রেহাই।
san | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৯ | 123.201.53.3
সরি টু সে, ব্ল্যাংকির লেখাটা এডিট করার আগে পড়তে (আমার) বেশি ভাল লাগছিল।
aka | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৯ | 168.26.215.13
ডাগদার হয়ে কূপরামর্শ দেন, আপনে মশয় লোক ভালা না। জানেন না তেল আনহেলদি।
Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৯ | 12.163.39.254
স্ক্রিনে টাচ করে করে? :-o
d | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৯ | 117.195.41.69
পিপির একটা মারাত্মক ভাল গল্প ছিল "অলিন্দ'তে। যাদের হাতের কাছে আছে, উল্টে দেখতে পার। "কোপেনহাগেন ..' পড়েই মা জিগ্যেস করেছিল ঐ গল্পটাও ওরই লেখা না? সেইটা আবার পিপিকে বলতে সে মেয়ে গোলাপী লাল হয়ে লজ্জাটজ্জা পেয়ে একশা কান্ড
Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৭ | 12.163.39.254
আমার ছেলে মাঝে মাঝেই একটা জোক শোনায় আমাকেঃ
প্রশ্নঃ হুইচ কি ক্যান ওয়াক অ্যান্ড ইভন ফ্লাই?
উত্তরঃ টার্কি। হি হি হি হি।
A | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৬ | 122.252.231.12
ঈশেনের যেমন কথা! টাচস্ক্রিন কম্পিউটারে টাইপ করে কী করে?
I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৬ | 59.93.210.36
এট্টু কড লিভার ত্যাল খে' নাও।
Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩৫ | 12.163.39.254
কোপেনহাগেনও খুবই ভালো। কিন্তু ওতে কোনো রোমাঞ্চ নাই।
ভালো কথা পিপিকে আরও ভ্রণকাহিনী না লেখার জন্য জনতা ক্যালাতে পারো। আর ইন্দোকে কোনো কারণ ছাড়াই।
আমার মা ব্ল্যাংকির লেখাটা পড়ে ব্ল্যাংকির ছবি দেখতে চেয়েছে। ঃ)
dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩১ | 59.164.188.47
অ্যাল! পড়া।
d | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩০ | 117.195.41.69
ঈশানের লিস্টিতে এরপরে নিশ্চয় আছে "আড়িয়াদহে আড়াই দিন'।
Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৩০ | 12.163.39.254
হ্যাঁ। নিজেই দিই। কনটিকির (মানে কন-টিকির) ঠিক পরেই থাকবে ব্ল্যাংকির শিকাগো ভ্রমণ। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এক থ্রিলার।
কাছাকাছি যেতে পারত আমার বকখালি ভ্রমণ। কিন্তু সেটা পুরোটা এখনও লেখা হলনা। হায়। ঃ(
d | ২৩ নভেম্বর ২০০৯ ২২:২৯ | 117.195.41.69
ঠিক কাঠের মাথায় চড়ে না হলেও আমার ধারণা ঘাটে ঘাটে নিশ্চয় লোক থাকে বা থাকত ওগুলোকে নজরে রাখার জন্য। হতেও পারে তারা রীতিমত এজেন্সি নিয়ে অনেক কাঠগোলার মালিকের কাঠই নজরে রাখত।
আমাকে কেউ না বললে আমিও কাউকে বলব না এক অ্যা-ম্যার ব্ল্যাকবেরীতে কেমন করে ইউনিকোড ঠিকঠাক খুলেছিলাম।
dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২২:২৬ | 59.164.188.47
ঃ-)
ভেসে ভেসে তাহিতি না কোথায় য্যানো গিয়ে পৌঁছেছিল। কিন্তু গোটা ব্যাপাট্টার টার্গেট ছিল ইস্টার আইল্যান্ডের ওই সব আজব মূর্তি চিলি থেকে লোক গিয়েই বানিয়েছে, এলিয়েনদের কম্ম নয়, এমন কিছু প্রমাণ করা।
I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:২৬ | 59.93.210.36
এগলা ডি পুরো লীলা মজুমদার ইস্টাইলে কোন্নগরী কাঠের গপ্পো লিখেছে। জিতা রহো। আচার হও। আর ডাবল ডি যেন দাড়িকাটা বেদব্যাস। কেমং ফস করে লিখে দেছেন-জীবন অনিত্য, চাগরী বহুগামী, ফ্ল্যাটবাড়ি চলমান। বাহা ! এইটে মহাভারতে ঢুকিয়ে দ্যান। জাগা না থাগলে মান্ডুক্যোপনিষদে। টিকেন্দা তুলে নিয়ে ব্যাঙের চপ বানিয়ে দেবেন খন।
dd | ২৩ নভেম্বর ২০০৯ ২২:২৬ | 122.171.4.186
নিজের নিজের পোশ্নের উত্তর নিজে নিজেই দ্যান।
Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:২৪ | 12.163.39.254
তবে আমার পড়া রোমাঞ্চকর ভ্রমণকাহিনীর লিস্টে ঠিক এরপরই কি আছে বল দিকি?
Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:২২ | 12.163.39.254
বইটা আরও বিশদ। এইরকম ভ্রমণকাহিনী হলে পড়তে ব্যাপক লাগে। ঃ)
আমার সবচেয়ে প্রিয় জায়গা হল "সহজে হাঙর ধরুন' জায়গাটা। ল্যালা ম্যানিফেস্টোয় ঢুকিয়ে দিলে হত। ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন