এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২২:১৯ | 59.164.188.47
  • ঘোর কলি!

    থর (হেয়ারডাল তো?) বাবুরা সেই কাণ্ডটি করার কালে যা সকল ভিডিও তুলেছিলেন সেসব জুড়ে Kon-Tiki নামে একটা ডকুও হইছে। সেটা আমি দেখেছি। অ্যামেজিং।
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:১৭ | 12.163.39.254
  • দীপু কি আমাকে খিল্লি করল? নাকি ভুল শুধরে দিল?

    প্রথমটা হলে ঠ্যাং ভেঙে দেব। দ্বিতীয়টা হলে থ্যাঙ্কু।
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২২:১৫ | 59.164.188.47
  • কন-টিকি। Kon-Tiki
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:১৪ | 12.163.39.254
  • ভালো কথা। গুরুর ইস্পিড এখন কেমন? ভারত থেকে?
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২২:১৪ | 123.201.53.3
  • আমাকে ভোডাফোন সারাদিনে শ খানেক কুইজের প্রশ্ন পাঠাচ্ছে। জ্বালিয়ে খেল। এর কোনো প্রতিকার করা যায়না?
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:১২ | 12.163.39.254
  • কিন্তু আমি কনটিকি পড়েছি। বালসা কাঠের ভেলা পেরু থেকে ভাসিয়ে দেওয়া হল। সে ঠিক চিনে চিনে পলিনেশিয়ায় চলে গেল।

    ভেলার মাথায় চাট্টি লোকও ছিল অবশ্য। এখানেও আসাম থেকে গুঁড়ির মাথায় কাঠকলের মালিকও আসে কিনা সেটা জানা না গেলে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছেনা।
  • dd | ২৩ নভেম্বর ২০০৯ ২২:০৯ | 122.171.4.186
  • সিংগল ডি কথিত ভাসমান কাঠের রুপকথাটি বিশ্বাসযোগ্য নয়। আমি আসামে গেছি- প্রায় দেড়দিন ছিলাম আর কালনাতে আদবেলা,সুতরাং আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা পোচুর, শুদু পুঁথিগত সৌখীন বিদ্দে তো নয়। কাঠের অমন সুবুদ্ধি ব্যবহার, নদীর পাড়বর্ত্তী মানুষের অমন সততা - সব ই সন্দেহজনক।

    তবে এও ও ঠিক, আমি তো কোন্নগরে যাই নি, তাই এই কহানী নিয়ে শেষ কথাটি খুব জোর দিয়ে কইতে পাল্লেম না।
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:০২ | 12.163.39.254
  • টাচস্ক্রিন বল্লে হবে? তাহলে টাইপ করে কিকরে?

    রুবি অন রেল এখন প্রোচোন্ডো ইন থিং। কিন্তু মালটা যে আসলে কি সেটা ঠিক জানিনা।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৫৭ | 117.195.41.69
  • এই মেনফ্রেম বলতে মনে পড়ল, আচ্ছা গুরুর সরব ও নীরব পাঠাকদের মধ্যে কেউ এক্সক্যালিবার সার্ভার ও এক্সক্যালিবার ক্লায়েন্ট সম্পর্কে কিছু জান/জানেন? তাহলে আমাকে কোন লিঙ্ক দিয়ে সাহায্য করতে পার/পারেন?

    এছাড়াও রুবী-অন-রেইল বলে কি নেটওয়ার্কের পারফর্ম্যান্স মাপার কোন সফটওয়ার আছে? সেটা ভাল না খারাপ?
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৫৪ | 117.195.41.69
  • এইবারে ভীষণ রেগে যাব। বলছি যে স্যামসাং স্টার! পুরো টাচস্ক্রীন। এন্টারের কোন গপ্পই নেই।
  • dd | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৫৪ | 122.171.4.186
  • ফান্নিচার কিনবেন তো আমার জিগান। আশ্চজ্জি তো।

    শোনেন বেশী পহা খচ্চা কইরেন্না। ("বেশী" পহা মানে আপনের কাছে যেটা বেশী)। ভারী আসবাব মোটেও কিন্নেন্না। মিস্তিরি খুঁজেন্না। সেতো ভগমানেরে খোঁজার মতন। মিস্তিরির সখ চাগলে আপ্নেরে দ্যাখা দিবে, আপ্নে তাকে ডাকবার কে হে?

    জীবন অনিত্য, ফ্ল্যাটবাড়ী চলমান, চাগরী বহুগামী। আইজে কলকেতা তো কইলে মিনিয়াপুলিশ তো পশ্‌শু ইস্তাম্বুল আর তার পর পরেই কোন্নগর। গোদা গোদা চিরকালীন আসবাব তো লায়াবিলিটি। ফান্নিচার কেনেন যেনো মোবাইল হ্যান্ডসেট কিনবেন। পরের মডেল আসলে আর ট্যাঁকে পোষালে তখনই দুদ্দুর।
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৫২ | 12.163.39.254
  • কম্যান্ড টাইপ করে এন্টার মারতে হয়। মেনফ্রেম মোবাইল হলে অবশ্য জানিনা। ঃ)
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৫০ | 117.195.41.69
  • দুরবাবা আমার IMEI নং নিয়ে কোন চিন্তা নেই। কথা হল কোন কম্যান্ড চালায় কী করে? অজ্জিত নির্ঘাৎ জানবে।
  • Samik | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৪৭ | 219.64.11.35
  • স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ।

    এদিকে আজ তো দিল্লি সরগরম। লিবারহান কমিশনের অংশ নাকি লিক হয়ে গেছে। আর তা ছাপিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাতে বাবরি মসজিদ ভাঙার জন্য বাজপেয়ী আদবানী মুরলী মনোহর জোশী এদেরকে দায়ি করে রিপোর্ট দেওয়া আছে।

    চিদু বলেছে এই সেশনেই লিবারহানের রিপোর্ট পেশ করে দেবে।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৪৬ | 117.195.41.69
  • আমাদের কোন্নগরের "পূজারী ফার্নিচার' আসাম থেকে খুব সস্তায় কাঠ কিনে কেটে চিরে নদীতে ভাসিয়ে দিত। তারপর সে কাঠেরা সব বিভিন্ন নদীনালা ঘুরে কোন্নগর অবধি এলে তুলে নিয়ে ফার্নিচার বানাত। পরে গঙ্গার নাব্যতা কমে গেলে ও মাঝপথে কাঠ চুরি হয়ে যাওয়া শুরু করলে ওদের লোক আর একটু উজিয়ে গিয়ে কালনা না কোথা থেকে যেন কাঠ ঘাটে তুলে ত্রাকে চাপিয়ে নিয়ে আসত।

    এই গোটা ব্যপারটা আমার কাছে চিরকাল খুব রহস্যময় লাগে। কালনা অবধি আসে কী করে? তার আগেই কেউ তুলে নেয় না কেন? আর আসাম মানে তো প্রায় সরাসরি কোন জলপথ নেই, কাঠেরা নিজে নিজে রাস্তা চিনে চিনে ভেসে ভেসে আসে কেমনি করে?
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৪৬ | 204.138.240.254
  • তবে কমান্ড প্রম্পট-ফম্পট জানি না। বেসিকালি নন-গিক মানুষ।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৪৪ | 204.138.240.254
  • কীপ্যাড দিয়েই তো হয়। তোমার একটা * বাদ গেছে।

    *#06# এইটা টাইপাও।
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৪০ | 143.111.22.23
  • এই দুখে লোকটা মাইরি যা-তা ঃ-))
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৩৯ | 168.26.215.13
  • ওয়ালমার্ট তো ওদিক থেকেই কোথাথেকে জানি কাঠ আনে। কোথায় পড়েছি ভুলেই গেছি।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৩৯ | 117.195.41.69
  • ভাল কথা অপ্পন, স্টারে এই কমান্ড প্রম্পট কোথায়? ধর ঐ #06# দিয়ে যদি দেখতে চাও, সেটাও কোথায় করবে? কীপ্যাডে গেলে তো যাই দাও অ্যাড্রেসবুকে পাঠিয়ে দেয়।

    এটা জানলে মনে হয় বাংলা সেট করার দিকে একটু এগোতে পারব।
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৩৮ | 12.163.39.254
  • মনিপুরে নাকি সস্তায় কাঠ পাওয়া যাচ্ছে। আবাপতে না টেলিগ্রাফে পড়লাম।
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৩৭ | 12.163.39.254
  • কদ্দিন ভাট দেখিনা। পেজমেকিং আমারে ভিখারি করেছে। ঃ)

    কি কি যেন সব বলার ছিল। একটাই মনে পড়ছে। দু এর ছেলের ফুটবল। আমি এমনিতে ঐ খেলাটা দেখতে বসলেই ঘুমিয়ে পড়ি। কিন্তু এইরকম গোল দেখলে? উফ এ ছেলে বড়ো হয়ে বিশ্বকাপ পাবে। নির্ঘাত।
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 12.163.39.254
  • মুম্বাইওয়ালি।

    এসব হল তারকেশ্বরের জলযাত্রীদের স্লোগান।
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 123.201.53.3
  • কিম্বা সোফার বদলে একটা তোষক কিনে রাখো যেখানে অরিজিত গিয়ে সকলকে ফুটবল শেখাবে ;-)
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৩৩ | 143.111.22.23
  • তেকোনা ভালো মিস্তিরি ধর, তাকে নিয়ে গিয়ে কাঠ কেন। তারপর দুজনে মিলে ডিজাইন কর। ইন্টারনেটে প্রচুর আইডিয়া পাবে।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২৯ | 117.195.41.69
  • কলকাত্তাওয়ালি? না তারাপীঠওয়ালি?
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২৭ | 59.164.188.47
  • ?
  • Ishan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২৬ | 12.163.39.254
  • ব্যোম কালী।
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২৫ | 123.201.53.3
  • সিকি, এক সহপাঠী রয়েছে বটে, কিন্তু তার সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক। তাই স্পিকটি নট।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২৫ | 117.195.41.69
  • আমান্নেই সেটা জানি। কিন্তু সেটুকু তো তুমিও জানো।

    যাগ্গে মেল চেকিও। একজনের আছে। তাকে বলে দিচ্ছি।
  • Samik | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২১ | 219.64.11.35
  • কিন্তু কেউ বল্লো না আবাপতে কারুর ঠেক আছে কিনা।
  • Samik | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২১ | 219.64.11.35
  • ঃ?

    এর মানে দাড়ি চুলকোচ্ছে। রাবিং চিন।

    কেউ পড়াশোনা করে না। এই ভাটপাতাতেই দুদিন আগে লেখা হয়েছিল।
  • Binary | ২৩ নভেম্বর ২০০৯ ২১:২০ | 198.169.6.50
  • আর মদের দোকানে, একটা নতুন রকম ব্যাগ দিচ্ছে। মেটিরিয়ালটা কি জানিনা, জুট টাইপ হবে, কিন্তু দারুন শক্ত-পোক্ত, আর ছ-ছটা বোতোল নেওয়ার জন্য খোপ-খোপ আছে, আর ডলার দাম। সে ব্যাগ একবার কিনলে,' থাকবে সম্বৎসর তাজা'
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৯ | 216.52.215.232
  • আঃ! গ্রহণের ছবি মনে নেই? উহা উদ্যত খাঁড়ার ছায়া। চোখ বাদে সব ঢেকে গেছে।
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৯ | 168.26.215.13
  • বুঝলাম ওর মানে মেরে থোবড় বিল্লা করে দেওয়া। চোখের পরেই গলা। ঃ(
  • Sayantan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৯ | 159.53.110.144
  • ইমার্জেন্সী কল না। ইনফ্যাক্ট এটা কোনও কল না। ঐ বিল্ট-ইন ফ্ল্যাশলাইটের একটা সেটিং। SOS সিলেক্ট করলে ফ্ল্যাশটা "dot dot dot dash dash dash dot dot dot' এই কোডে ব্লিংক করতে থাকে। ফিরে গিয়ে ডেমো দেবো।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৮ | 216.52.215.232
  • হুম, এই কনসেপ্ট বিলেতে লিডলে ছিল। সস্তায় সব্জি আর জিনিসপত্র বেচত, কিন্তু ক্যারিব্যাগ কিনতে চাইলে ১০ পেনি নিত।
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৭ | 123.201.53.3
  • চোখের পরেই গলা? এ কিরকম চেহারা?
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৬ | 117.195.41.69
  • ব্রাসেলসে তো ২০০২ সালেই দোকান থেকে ব্যাগ নিলে কত সেন্ট যেন দিতে হত। পল্লভী আবার আলদি থেকে গোছধরে অমনি ব্যাগ কিনে এনেছিল লোককে উপহার দেবে বালে। অমন পেল্যাস্টিকের ব্যাগ পেয়ে উপহার প্রাপকরা কি বলেছিল কে জানে!
  • Binary | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৫ | 198.169.6.50
  • যেমন 'লবলস' চেইন-এ ফিরিতেই পলিমার ব্যাগ দেয়। তবে লবল্‌স একটু এক্সপেন্সিভ বলে লোকে বেশি, 'ফুড বসিক' -এ যায়।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৩ | 204.138.240.254
  • ওর মানে গলার উপরে মাকালীর খাঁড়া নামিয়া আসিতেছে!
  • Binary | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৩ | 198.169.6.50
  • আকা দুই হপ্তা কানাডা থেকে, পচ্চুর জ্ঞানার্জন করেছে ঃ)))

    টুবিপ্রিসাইস, পলিমার ব্যাগ কেনা সব দোকানে কপ্‌মালসারি নয়। 'সুপার টোর, ফুড বেসিক' -এ দাম দিয়ে কেনতে হয়, বাকি কোথাও নয়।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:১৩ | 204.138.240.254
  • সে তো Emergency Call, রাইট? সব ফোনেই থাকে।
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২১:০৯ | 168.26.215.13
  • পলিমার খুব খারাপ জিনিষ। কানাডায় অভিনব পদ্ধতি নিয়েছে। দোকানীর কাছ থেকে পেলাস্টিকের ব্যাগ নিলে পয়সা দিয়ে কিনতে হয়। এই মুভটা আমার ভালো লেগেছে। লোকে জেনারালি নিজের ব্যাগ নিয়ে বাজার করতে যায়।
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২১:০৮ | 123.201.53.3
  • মুখ তোম্বা করে আছে তো
  • Sayantan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:০৭ | 159.53.110.144
  • একটা জিজ্ঞাসাচিহ্ন খেয়ে ফেলেছে। সিম্পিল।
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২১:০৫ | 123.201.53.3
  • আজ্জোদা, ওর মানে বোধ হয় 'চিন্তায় রত'
  • Sayantan | ২৩ নভেম্বর ২০০৯ ২১:০১ | 159.53.110.144
  • কবে ফিরবো এখনও জানি না। গত শুক্কুরবার তো ফিরে যেতাম কিন্তু। আজ দেখি কি হয়। মাঝখান থেকে ডিডিদার চিলি কিচেনটা মায়া হয়ে গেল! কোনও মানে হয় ঃ((

    SOS মোড একটা লাইট সেটিং। মাঝরাতে কেউ গলাটিপে ধরলে ঐ মোড অন করে সাহায্য ডাকা যেতে পারে। আর দু-একদিনের মধ্যে না ফিরে গেলে আল্টিমেটলি ফেরার পর এই মোডটার প্রয়োজন পড়লেও পড়তে পারে।
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২১:০১ | 168.26.215.13
  • ""ঃ?"" ইহার মানে কি?
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২১:০০ | 117.195.41.69
  • আর পলিমারের দশ টাকার নোট সম্পর্কে কেউ কিচ্ছুটি জানে না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত