না না , সিরিয়াসলি। ইন্দিরানগর হল বেঙ্গালুরুতে থাকার বেস্ট জায়গা। শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু শহরের মাঝখানে। হোয়াইটফিল্ড এমনি ফাঁকা টাকা আছে কিন্তু একে মশা তারপরে শহরের যেকোন জায়গায় যেতে মারাথাল্লি ব্রিজ ক্রস করতে হয় সেখানে আধঘন্টা লেগে যেতে পারে ঃ-)
nyara | ১৯ নভেম্বর ২০০৯ ১১:২৫ | 24.4.99.4
তিনটে প্যারামিটার নিয়ে খেলতে হচ্ছে। মনে হচ্ছে সমবাহু ত্রিভুজের তিন কোণ হয়ে যাবে।
Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১১:২৪ | 61.95.144.122
জো কিনিয়ার কোনো কালে ভারতের কোচ হয়েছিলো নাকি? মনে পড়ছে না তো! নাকি লোকটা অন্য কিছু বলতে গিয়ে ইন্ডিয়া বলে ফেলেছে? এনজগবিয়া তো এরকম কারণেই খচে গিয়ে নিউক্যাসল ছেড়ে চলে গেসলো - জো কিনিয়ার ওর নাম "ইনসমনিয়া' বলেছিলো ক্যামেরার সামনে।
ম্যাক্স ঘন্টাখানেক লাগবে। এমনিতে রাস্তা ফাঁকা থাকলে দশ মিনিটও লাগে না। মারাথাল্লির ক্রসিঙে দাঁড়াতে হলে আরো মিনিট কুড়ি লাগবে। মিনিমাম।
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১১:২০ | 207.179.11.216
মহল্লি না, হাল্লি, মানে গ্রাম।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৯ | 204.138.240.254
কোথায় থাকবেন সে তো বাচ্চাদের স্কুল ভালো কোথায় সেসবের উপর নির্ভর করবে। ঃ))
ইন্টারন্যাশনাল স্কুল-টুল তো হোয়াইটফিল্ডে প্রচুর।
nyara | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৮ | 24.4.99.4
আমি নিজের সব শব্দতাত্বিক বিশ্লেষণ করে দেখেছি, ওখানে এককালে প্রচুর মহারাষ্ট্রের লোক থাকত বলে মরাঠা মহল্লি > মারাঠাহল্লি।
যাকগে, আসল প্রশ্নে উত্তর দাও। ব্রিজের কোন গল্প জানিন। এদিকে-ওদিকে কত তফাত?
san | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৮ | 170.252.160.1
এঃ মারাথাল্লি ভীষণ ঘিঞ্জি জায়গা প্লাস বেজায় ট্রাফিক। অবশ্য ব্রিজ পেরোলে হোয়াইটফিল্ডের দিকটা ফাঁকা কিন্তু সেখান থেকে তো সিভিরমন্নগর বা এম্ব্যাসি গল্ফ লিংক অনেক দূর। ইন্দিরানগরের দিকে থাকলে হয়না? বা কোরমঙ্গলা?
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৮ | 204.138.240.254
* মারাথাল্লি
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৮ | 207.179.11.216
মারাথাল্লি তে বড্ড ধুলো, ধোঁয়া, তাতেই লোক গিজগিজ করছে। ওচ্চেয়ে সি ভি রমন নগরের ওদিকে থাকাই ভাল।
ইদিকে আমাদের আপিসটা নাকি কোরমঙ্গলায় চলে যাবে ঃ-(((
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৬ | 204.138.240.254
ভালদেররামা রাজার মত খেলত। আর্জেন্টিনা বা ব্রাজিলে জন্মালে অনেক ট্রফি জিতত।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৫ | 204.138.240.254
মারাঠাহাল্লি নয়। মারাতাহাল্লি, অথবা সংক্ষেপে মারাতাল্লি।
শেষে ওখানে থাকবেন নাকি? মারাথাল্লির কোথায়? ব্রিজের এপারে না ওপারে?
aranya | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১৩ | 192.128.166.68
আজ্জো, হাত মেলাও। ভালদেরামার খেলা আমি লাইভ দেখেছি, রাটগার্স স্টেডিয়ামে, একটা প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিল। তখন বয়স হয়ে গেছে, কিন্তু তখনও ও-ই দলের গেমমেকার, আহা কি মাপা সব পাস দিত।
nyara | ১৯ নভেম্বর ২০০৯ ১১:১১ | 24.4.99.4
এইও বেঙ্গালুরুর জনতা, মারাঠাহল্লি থেকে সিভি রমন নগর বা এম্ব্যাসি গল্ফ লিংক যেতে কিরকম সময় লাগে? আপিস টাইমে?
san | ১৯ নভেম্বর ২০০৯ ১১:০৫ | 170.252.160.1
সে করিস যখন হোক। কিন্তু আর যাই করিস কোন ডিরেকশন চাস না আমার থেকে। শেষে হয়ত বানের্ঘাটা যেতে গিয়ে মাইসোর চলে গেলি ! বলা কি যায় !
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১১:০০ | 204.138.240.254
আমি চিনি।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১১:০০ | 204.138.240.254
ও, হারিয়ে গেছে। ঠিক। আমি আজকাল সব কেমন ভুলে যাই। সোসনের ফল।
পাঠাচ্ছি নং। রোসো।
san | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৫৮ | 170.252.160.1
তোমার নং, আবার কার? আমার ফোং হারিয়ে গেছে না ?
ও ভাল কথা। শরজাপুরে সিফো-ভুতোদের অপিসের একখান ব্রাঞ্চ আছে। কেউ চেনে ? দোদ্দাকন্নেল্লি।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৫৬ | 204.138.240.254
কার নং পাঠাবো?
san | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৫৪ | 170.252.160.1
ফোং করতে বলি নি রে ভাই, নং পাঠাতে বললুম ! নয়তো ফের ঐশিকের মতন কেস হবে সে কি ভাল হবে ! ঃ-)
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৫১ | 207.179.11.216
স্যান্দিকে আজ রাত্তিরে ফোনাব। কি য্যানো একটা জানার আছে।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪৯ | 204.138.240.254
করছি ফোন। একটু ব্যস্ত। নয়ত তুমিও করতে পারো ঘন্টাখানেক পরে।
san | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪৮ | 170.252.160.1
দিপু যে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেল, এতে আমার একটা কুটিল সন্দেহ হইছে।
অপ্পন, ফোন্নং !
aka | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪৮ | 24.42.203.194
আর একটা প্লেয়ারের খেলা আমার খুব ভালো লাগত সে হল ভালদেরামা। একটাও মিস পাস করতে দেখি নি কখনো।
aka | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪৭ | 24.42.203.194
ঐ যে ডেনিলসন না কে একটা আছে না, বলের ওপর পা ঘোরায় খালি, তার থেকে একটু বেটার। ঃ)
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪৪ | 207.179.11.216
এ কে রে! বলে ছোট রোনাল্ডো পদের প্লেয়ার নয়!
কালকে অঁরি কাণ্ডের নাম দেওয়া হয়েছে "হ্যান্ড অব ফ্রগ' ঃ-)
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪৩ | 204.138.240.254
আয়ার্ল্যান্ডটা ভালো ফাইটিং টিম। মূলপর্বে উঠলে একটা দুটো আপসেট করতই।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪৩ | 204.138.240.254
ফ্রান্সিসকোলি।
aka | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪২ | 24.42.203.194
ছোট রোনাল্ডোটা মোটেই পদের প্লেয়ার নয় এত বেশি কাটায় যে জড়িয়ে ফেলে। লুই ফিগোকে আমার অনেক বেশি ভালো লাগত।
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৪১ | 207.179.11.216
নাঃ, এইবার কাগজ পড়ে মনে হল অঁরি কাল রাত্তিরে ওটা ইচ্ছে করেই করেছে। দুবার ঃ-)
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৩৮ | 207.179.11.216
হুঁ, উরুগুয়ে ওঠায় আম্মো খুশি।
Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৩৭ | 61.95.144.122
যাদের নাম বল্লুম তারা প্রত্যেকে ইচ্ছে করেই হাত লাগাতে অভ্যস্ত, অযথা ডাইভ দিতে পোক্ত। এক কথায় cheats
aka | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৩৭ | 24.42.203.194
উরুগুয়ে ছেলেবেলার প্রেম - র্যামোস।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৩৬ | 216.52.215.232
আমি আরো খুশি হয়েছি উরুগুয়ে উঠেছে বলে।
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৩৬ | 207.179.11.216
অঁরি ইচ্ছে করে তো আর বক্সের মধ্যে হাতে বল লাগায় নি! রেফারি দেখতে না পেলে কি করা যাবে! খেলায় অমন রোজই হচ্ছে, নামীদের হাতে লাগলে পাবলিক একটু চেঁচামেচি করছে।
Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 61.95.144.122
আমি এই টাইপের প্লেয়ারগুলোকে একদম পছন্দ করি না - ছোট রোনাল্ডো, মারাদোনা, অঁরি, মিলান বারোস, দ্রোগবা...ট্যালেন্টেড, অথচ তাতেও চুরি বন্ধ হয় না।
san | ১৯ নভেম্বর ২০০৯ ১০:২৪ | 170.252.160.1
দিপু, ব্যাং আজকেও আসেনি?
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১০:২২ | 207.179.11.216
এই যে ফ্রান্স মূলপর্বে গেল, এতে আমি খুব খুশি হয়েছি। সে হ্যান্ডবল করুক আর যাই করুক।
dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১০:১৪ | 207.179.11.216
কালকে স্পোর্টসসেন্টারে দেখাল কোন একটা কাগজে "Rub-In Van Persie' লিখেছে।
pi | ১৯ নভেম্বর ২০০৯ ১০:১১ | 72.83.213.179
ও, কেন ছাড়বেন বলেছেন, সেই প্রশ্নে আপত্তি ? ওয়েল, আজ (আমাদের) সকালে যখন কথা হচ্ছিলো উনি কেন সবকিছু ছাড়বো বলেও ছাড়লেন না , তখনো শুনেছি সব গিমিক মাত্র। এই আর কি ঃ) আর কিছু বলার নেই। ঐ শাঁখের করাত ইত্যাদি আগেই বলা হয়ে গেছে। 'কাজের কাজ' নিয়ে একটি দুটি কথা বলার ছিলো। পরে লিখছি।
তবে, পঃবঙ্গে থেকে সিপিএম যাক এই প্রশ্ন কেন তুলছেন এই নিয়ে প্রশ্ন তুল্লে সে আলাদা আলোচনা, আলাদা তক্কো ঃ)
আর হ্যাঁ, উনি তো গুরু পড়েন না নিশ্চই, আর আমি ওনাকে স্নেহ দিলেও উনি আমার কথা শুনবেন না (দিদির মতই স্বভাব, আগেই বলেছি ঃ-)) তবু, একটা প্রশ্ন করতে চাই ওনাকে - কেন চান পঃবঙ্গে "সিপিএম গিয়ে মমতা আসুক?"
tkn | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:৩৯ | 122.162.42.221
না, ওনার নিজের জবানীতে বলা দাবীগুলোই জাস্ট শেয়ার করলাম। আমার লেখা দুটো লাইনের মধ্যে কোনো ভিজিবল লাইন/স নেই, ইনভিজিবল-ও না।
তাও যখন তোমার মনে হয়েছে আমি নমুনা বোঝানোর উদ্দেশ্যে ওটা শেয়ার করলাম তখন বলি ঃ এই যে "কিছু পছন্দ না হলেই কিন্তু চলে যাবো, বলে দিলুম" এ রোগ ওনার নেত্রীরও ছিল, ওনারও আছে হয়ত। তবে ওতে কাজের 'কাজ' তেমন কিছুই হয় না। তাই ওনার মত আপাত স্মিতহাসি-কুল-অথচ জেহাদী একজন মানুষের থেকে এ হেন আচরণ... খারাপ লাগায়। এই পুরো ব্যাপারটার মধ্যে কি ঠিক কি ভুল, কতটা সত্যি আর কতটা মিডিয়ার মশলা মাখানো সে নিয়ে অনেকই তর্ক চলতে পারে। তেত্রিশহাজার বাঙালী তেত্রিশহাজার রকম অ্যাঙ্গেলে দেখতে পারে যে কোনো ইস্যুই কিন্তু সব কিছু সরিয়ে রেখেও একটা কথা মনে আসে- 'দলে' থাকলে তার মধ্যে থেকে তার ভালো মন্দ ফেস করে নিজের কাজ করতে পারাটা হয়ত কঠিন কিন্তু প্রয়োজনীয়। ওনার বক্তব্য অনেক বেশি জোরালো হত যদি না "এখোনো সাংসদ পদ ছাড়ার কথা গুরুত্ব দিয়ে ভাবার কথাটুকু থাকত"। ঐ কথাটাই বড্ড খোরাকি। লড়তে গেলে লড়াকু হওয়াই ভালো। এই সব সেন্টি ছিঁচকাঁদুনেপনা সত্যিই নাটকীয়। "আমি ওনাকে স্নেহ করি উনি আমাকে মমতা দেখান, অথচ উনি আমায় একটুও বোঝেন না, সময় দেন না..." এ সব বক্তব্য তো "হলেও হতে পারত প্রেম"-এ যাওয়ার যোগ্যতা রাখে। ঃ-) অবশ্য এভাবেও ভাবা যেতে পারে যে উনি নিজে খুব অ্যাপলিটিক্যাল মানুষ এবং কাজ করতে এসে এসব ঘোরপ্যাঁচের মধ্যে ওনাকে ঘোল খেতে হবে এটা উনি জানতেন না, এখন জেনেছেন তাই প্রতিবাদ করছেন। কিন্তু সেটা ভাবতে গেলে ওনার প্রতি অপত্য স্নেহ থাকতে হবে আমাদেরও। কারণ উনি এতদিনে নিজের যে ইমেজ তৈরী করেছেন সুরে এবং বেসুরে তাতে এটা ভাবতে পারা খুউউউউউউব চাপের।
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:০৩ | 128.231.22.89
এই লিংক টা কি তেকোনাদি নেগেটিভ পাবলিসিটি পাওয়ার আকাঙ্ক্ষার আরেক নমুনা হিসেবে পেশ করলে ? ঃ)
সে যা হোক, আমি তো এখেনে যা পড়লাম তা হল, উনি স্পষ্ট করে বলেছেন, উন্নয়ন, আদিবাসীদের উপর রাষ্ট্রের যুদ্ধ ঘোষণার ব্যাপারটাকে উনি পঃবংগে সিপিএম গিয়ে মমতা আসুক, এই ইস্যুর থেকে আলাদা করে দেখতে চান। এবং গুরুত্ব দিয়েই দেখতে চান। এবং, এবং, দল ও সাংসদ পদ ছাড়ার কথাও এখনো গুরুত্ব দিয়ে ভাবছেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন