এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:২৩ | 122.162.42.205
  • সিঁড়ি আর সাইকেলে জমজমাট ঃ-))
    সিঁড়িতে ফাঁকি দিলে সাইকেল সাইকেলে ফাঁকি দিলে সিঁড়ি ঃ-))
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:২২ | 170.252.160.1
  • ও ভাল কথা। আমারও ভোদাফোং এবং সারা ব্যাঙ্গালোরে সিগন্যাল থাকে, শুধু হোয়াইটফিল্ডে লোকের বাড়ি বেড়াতে গিয়ে সিগন্যাল উবে যায় ঃ-) আসলে গন্ডগ্রাম তো একেবারে।
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:১৯ | 170.252.160.1
  • তেকোনাদির ফুটবল থুড়ি সিঁড়ি দিয়ে দৌড়োদৈড়ি ক্যামন চলছে? না ফাঁকি মাচ্ছ?
  • r | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:০৯ | 125.18.104.1
  • জানি। দীপ্তেনদার হাতের কাছে চরকসংহিতা থাকলে কিছু বলত পারেন হয় তো। কিন্তু সে আবার সাধারণ মানুষ নাও বুঝতে পারে।
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:০৫ | 207.179.11.216
  • মিউকাস অনেককিছু বোঝাতে ব্যবহার হয়। কফ, শ্লেষ্মা ইত্যাদির ব্যবহার শুধু মুখনিঃসৃত জিনিস বোঝাতে।
  • rokeyaa | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:০০ | 203.110.243.221
  • মিউকাস এর বাংলা "ঝিল্লি' না?
    তবে কফও বেশ হড়হড়ে হয়।
  • r | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:০০ | 125.18.104.1
  • হয় কফ নয় শ্লেষ্মা। এ ছাড়া খুব একটা চলতি শব্দ নেই।
  • sumeru | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৮ | 117.99.38.237
  • r ঠিক।
    মিঊকসটা হচ্ছে না।

    রোকেয়া নো ঝামেলা। কাজ করছি।
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৬ | 207.179.11.216
  • সকল কফই মিউকাস বটে, তবে সকল মিউকাস কফ নয়;-)
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৫ | 204.138.240.254
  • স্টারে সিগনাল দিব্যি আসে। আমার সার্ভিস প্রোভাইডারের সমস্যা।
  • r | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৪ | 125.18.104.1
  • কফ। ;-)
  • rokeyaa | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৪ | 203.110.243.221
  • সৃষ্টিশীল কিছু শুন্তে চাই!
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৩ | 207.179.11.216
  • কিন্তু মিউকাসের কি কোনো বাংলা প্রতিশব্দ আছে?
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫২ | 207.179.11.216
  • হুঁ, অসাবধানীর চেয়ে অরক্ষিত অ্যাপ্ট।
  • r | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৪৮ | 125.18.104.1
  • অরক্ষিত যৌনসম্পর্ক। এটাই কেতাবী অনুবাদ।

    সৃষ্টিশীল অনুবাদ আরও অনেকরকম হয়। ;-)
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৪৭ | 207.179.11.216
  • এটা চাপ। ডাক্তাররা বলতে পারবে।
  • sumeru | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৪৫ | 117.99.38.237
  • lubrication mucus
    এর বাংলা?
  • sumeru | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৩৮ | 117.99.38.237
  • @ dipu ভাল।

    আরেকটু খুলে, গ্রাম শহর মাথায় রেখে।
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৩১ | 207.179.11.216
  • অসাবধানী যৌনসম্পর্ক
  • sumeru | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:২৬ | 117.99.38.237
  • unprotected sex এর বাংলা কোনটা?
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:২৫ | 122.162.42.205
  • আমার প্রথম মোবা স্যামসুঙ ছিল, ক্যামেরা, এফ এম কিচ্ছু ছিল না, কিন্তু সব জায়গয় সিগন্যল থাকত। পরেরটা সোনি এরিকসন, ব্যাপক গান বাজে, মানে আওয়াজ খুব ভালো, তবে মাঝে মাঝেই কেমন হ্যাং করে যায়, বিশেষ করে তাদের সঙ্গে কথা বলার সময় যাদের সাথে কথা বলতে ভাল্লাগে
  • a | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:১৯ | 59.161.114.177
  • এই কারনেই কাল পোচ্চুর লোভ সামলে স্যাম্‌সুং কে বাদ্দিয়ে নোকিয়া নিলুম ঃ)
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:১২ | 207.179.11.216
  • তা জানি না। নয় মোনয়।
  • Arijit | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:১১ | 61.95.144.122
  • স্টার কি?
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:১০ | 207.179.11.216
  • আমার স্যামসুং ও বটে।
  • Arijit | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:০৭ | 61.95.144.122
  • আমাট্টা তো প্রোভাইডারের জন্যে নয় - ওটা হ্যান্ডসেটের দুর্বলতা। আমাদের দুজনেরই এয়ারটেল। কিন্তু তাও একই জায়গায় (দুই হাতে দুটো ধরে দেখেছি) নোকিয়া বিনদাস সিগন্যাল পাচ্ছে, স্যামসুঙ স্টার নীরব।
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:০৫ | 207.179.11.216
  • আমারও ভোদাফোন। সর্বত্র সিগন্যাল থাকে।

    ইয়ে, মানে হোয়াইটফিল্ড একটু ইসেমত কিনা, ওইজন্যে ঃ-P
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:০০ | 216.52.215.232
  • আমি ভোদাফোনের খপ্পর থেকেও বেরুবো। আমার বাড়িতে ব্যালকনিতে না গেলে সিগন্যাল থাকে না। কী বিরক্তিকর। জানুয়ারিতে ট্রাই মোতাবেক নতুন রেগুলেশন চালু হবে যে তুমি প্রোভাইডার বদলালেও নাম্বার একই থাকবে। দেখা যাক!
  • Arijit | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৫৪ | 61.95.144.122
  • একশো কোটি টাকা চাঁদা তোলার ভালো উপায়ঃ-(
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৪৪ | 204.138.240.254
  • ভালো তো অরিজিত, তোমাকে মনে করে দু বেলা। ঃ P
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৪৩ | 204.138.240.254
  • সে তো বটেই। কিন্তু হয়ত ভুগবে তুমিই। প্রোভাইডার/রেগুলেটর/ম্যানুফ্যাকচারার আমার কেসে বা** ছেঁড়ারও প্রয়োজন বোধ করেনি।
  • Arijit | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৪০ | 61.95.144.122
  • ক্লোন করা যায়ই তো। কিন্তু সেটা ধরার বা আটকানোর দায় কি আমার না প্রোভাইডারের বা রেগুলেটরের? আমি কেন তিন টাকা খচ্চা করে এসএমএস করবো?
  • Arijit | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৩৯ | 61.95.144.122
  • আম্মো করতুম। ওদের স্টার কিনে পস্তাচ্ছি। রোজ আওয়াজ দেয় - কি জিনিসই গিফ্‌ট করলে বলে...

    একই জায়গায়, নোকিয়া ৬৬৮০ পুরো সিগন্যাল, স্যামসুঙ স্টার - সিগন্যাল নেই। গাড়ি চলাকালীন ফোন করলে মিনিটে দুইবার করে কেটে যায় - আমি বলি গাড়ির স্পীডের সাথে ওটা তাল রাখতে পারে না। মলের মধ্যে ফোন করলেও মিনিটে দুইবার করে কাটে - সিগন্যাল থাকে না। অথচ সব কেসে আমার নোকিয়াটা আরামসে চলে। স্যামসুঙ শুধু দেখনসার, কাজের বেলায় পুরো মাগঙ্গা...
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৩৮ | 122.162.42.205
  • স্যান, ঃ-) দেখা যাক

    পাই, মশাটশারা চুক্কি দিতে হলে বলে এই আমি বাড়ি থেকে বেরোলুম... যাই, কিছু খেয়ে আসি... ঃ-))

    মনোগ্যামাস-এর ওপর চুক্কি নির্ভর করছে? তবে যে ছোটো থেকে "এনে দে রেশমী চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি"-টাও একটা চুক্কিমূলক গান জান্তুম!!!
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৩৫ | 216.52.215.232
  • তো, অরিজিত, যা বুঝলাম তোমার ফোনের নং ইচ্ছে করলে ক্লোন করে দেওয়া যায় অন্য ফোনে। সবই সম্ভব। ঃ)
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৩৪ | 204.138.240.254
  • সময়, অর্থ ও ধৈর্য থাকলে স্যামসুঙের এগেইনস্টে মামলা ঠুকতাম।
  • Arijit | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৩৩ | 61.95.144.122
  • অ্যাডে লিখেছিলো তো - তিন টাকা করে।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৩২ | 204.138.240.254
  • কী করে জানলে তিনটাকাই? আরো বেশি না? ঃ)
  • Arijit | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৩১ | 61.95.144.122
  • বারো টাকা হল।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১২:২৯ | 204.138.240.254
  • আর্শোলারা জানিয়ে দিয়েছে বিটি বেগন ওরা খাবে না। ঃ)
  • pi | ২৩ নভেম্বর ২০০৯ ১২:২৯ | 72.83.98.106
  • ঃ)
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ১২:২৬ | 76.247.246.200
  • :-o দেখেছ, আমি যা নিয়েই কাজ করব ভাবি, দেখি কেউ না কেউ করে ফেলেছে, আর ইনভেরিয়েবলি সেগুলো সব নেচার পেপার!
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ১২:২৬ | 216.52.215.232
  • যাক। নিশ্চিন্তি। দুটোই ভ্যালিড দেখাচ্ছে।

    এবার বলি কী ভোগান্তি গেল। জয়িতার আগের ফোনটা স্যামসুঙের ২০০৫ সালের মডেল, অথরাইজড ডিলারের থেকে কেনা। দিব্যি চলছিল সে ফোন। হঠাৎ করে মাস তিনেক আগে নেটওয়ার্ক ডিটেক্ট করা বন্ধ করে দিল। খালি দেখাত লিমিটেড সার্ভিস। অথচ সেই এক সিমকার্ড আমার ফোনে দিব্যি চলল। এদিকে তখন কাগজে রোজ দেখাচ্ছে সস্তার চাইনিজ হ্যান্ডসেট যাদের আইএমিআই নম্বর জালি/নেই তাদের সার্ভিস দেওয়া ৩০ নভেম্বরের পরে আটকে দেবে। কাগজ পড়েই জানলাম কী করে হ্যান্ডসেটে আইএমইআই নং চেক করতে হয়। করে দেখি ফোনে আইএমইআই নং-এর সবকটা ডিজিট শূন্য দেখাচ্ছে!!

    ফোনটা নিয়ে এদিক ওদিক দেখালাম, কেউ কিস্যু করতে পারল না। বলল স্যামসুঙের সার্ভিস সেন্টারে নিয়ে যেতে। এই তল্লাটে তাদের সার্ভিস সেন্টার নেই, নিয়ারেস্ট সেন্টার ডোমলুরে। স্যানকে দিয়ে খোঁজ নেওয়ালাম। ডোমলুরের সাঃসেঃ বলল এইটা কোন সমস্যা না। আইএমইআই নং মুছে গেছে, ঐটা বিটিএম লেআউটের সাঃসেঃ তে নিয়ে গেলে ঠিক করে দেবে। দশ মিনিটের নাকি কাজ। তো, সে আমার বাড়ি থেকে বহুদূর। উপায় নেই দেখে তাই গেলাম এক উইকেন্ডে। দেড় ঘন্টা বসিয়ে রাখার পরে ফোন নিল আর বলল এক হপ্তা পরে কল করে জানাবে ঠিক হব কিনা! দেড় হপ্তা কেটে গেলেও বা**গুলো ফোন করে না। তারপরে চেঁচামেচির পরে জানায় ফোনের নাকি মাদারবোর্ড ঠিক করতে হবে, তো, ওই ফোনের যে দাম ছিল প্রায় সেই টাকা দিলে ঠিক করে দেবে। তো, গাড়ির তেল পুড়িয়ে আবার যেতে হল সেই বিটিএমে। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে চাইলাম, বলে এখন হবে না সবাই লাঞ্চে গেছে। মালগুলোকে একপ্রস্থ খিস্তি মেরে ফোন নিয়ে এলাম। এবং বাধ্য হয়ে গাঁটের টাকা খসিয়ে আরেকটা ফোন কিনলাম। পুরনো ফোনটাকে ভাবলাম ট্র্যাশবিনে ফেলে দেব, কিন্তু কী ভেবে রেখে দিলাম।

    ইতিমধ্যে একদিন ভোদাফোনের অফিসে যেতে হয়েছিল একটা কাজে। সেইখানে ওদের বললাম এই রকম হয়েছে ওরা হেল্পাতে পারবে কিনা। একটা মেয়ে বলল গান্ধীনগরে যেতে ঐখানে এসব ঠিক করে। একটা দোকানের কার্ড দিল। এই শনিবার শেষে গেলাম গান্ধীনগর। ম্যাজেস্টিকের কাছে। দোকান খুঁজে বার করলাম। তারা জানিয়ে দিল পারবে না। হতাশ হয়ে ফিরে আসছিলাম প্রায়। হঠাত মনে হল বাকি দোকানগুলিতেও চেক করে দেখি। চাঁদনির মত সারিসারি দোকান সব। কোথাও মোবাইল ঠিক করছে, তো কোথাও ক্যামেরা, কোথাও আবার শুধুই পার্টস বেচছে। খুঁজতে খুঁজতে শেষে একটা দোকানে বলল করে দেবে। সফটওয়্যার রি-ইনস্টল করতে হবে। আর তিনশ টাকা লাগবে। তবে হাতে অনেক কাজ আছে, ঘন্টাদুয়েক ঘুরে আসতে হবে। কাছে সপনা বুক হাউস ছিল। সেইখানে ঘুরেটুরে যখন ফিরলাম দেখি ফোন দিব্যি চলছে। ব্যাটারির পেছনের আইএমইআই নং ঠিকঠাক ডিসপ্লেও করছে।

    ব্যস, হয়ে গেল। দিব্যি সেই ফোন দু'দিন ধরে চলছে। অরিজিতের পোস্ট পড়ে মনে হল ওই আইএমইআই নং আসল ডেটাবেসে না থাকলে সব এফোর্ট জলে গেলে। শেষমেষ এসেমেস পাঠিয়ে নিশ্চিন্ত হলুম। ঃ)
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ১২:২৫ | 170.252.160.1
  • আমি জানতে চাই ব্যাংকুমারীর বাকিটা লেখা হবে কি হবে না !
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ১২:২৩ | 76.247.246.200
  • তার আগে জানা দরকার মশারা কি মোনোগ্যামাস? এর ওপরেই সব নির্ভর করছে।
  • pi | ২৩ নভেম্বর ২০০৯ ১২:২০ | 72.83.98.106
  • কেন, আরশোলা/মশাদের বুঝি বর/বৌ কে চুক্কি দেবার কোনো প্রয়োজন নেই ?
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ১২:১৮ | 122.162.42.205
  • অক্ষ ঃ-)
    বেগন বেগমদের জন্য
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ১২:১৭ | 207.179.11.216
  • ফলিডল, ইঁদুর মারার সেঁকোবিষ এখনো খায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত