এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১০:৫৬ | 122.252.231.12
  • ঃ)
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ১০:৫৬ | 70.64.19.80
  • মামী ঝিলের ধারে বসেনি কোনোদিন, তাই জানেনা
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১০:৫২ | 122.252.231.12
  • আর মামী সল্লেকের মশা দেখাচ্ছো। যাদবপুরের ঝিলের ধারে কখনো সন্ধের দিকে বসলে দেখতে মশা কারে কয়।
  • tkn | ২১ নভেম্বর ২০০৯ ১০:৫১ | 122.162.42.221
  • দ, আমাদের এখানে, মানে বাইপাসে মশা আছে, তবে তার ওষুধ টষুধ ছড়ানো হয় বলে ম্যানেজবল। আর এদিকে তো গাছপালাও ভালোমত আছে
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ১০:৪৮ | 70.64.19.80
  • আরে তিনি তো, জল নিকেশ আর গাছ কাটা নিয়ে-ই ব্যাস্ত আছেন, মাশার কিছু জানেন না।
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১০:৪৭ | 122.252.231.12
  • মনমোহন সিং কেন? নিকাশরঞ্জন ভটচাজ হবে তো।
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ১০:৪৫ | 70.64.19.80
  • দ-কে,
    শুধু মশা আছে কি নেই সেটা জিগালে হবে না, ভল্যুম বলতে হবে। মশা একদম নেই কোলকাতার কোথাও এ গ্যারান্টি মনমোহন সিং -ও দিতে পারবে না। তবে নতুন পল্লী গুলোতে, য্যামোন বাইপাসের ধারের অট্টালিকা গুলোতে মশা কম-ই বলতে হবে।
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১০:৪২ | 122.252.231.12
  • সল্লেকের ইউএসপি তো অন্যত্র। ভিড়ভাট্টা নাই। পলুশন কম। প্রত্যেক ব্লকে খেলার পার্ক আছে। সব রাস্তা কমপক্ষে চোদ্দ ফুট চওড়া। হাঁটতে গেলে রিকশা এসে ধাক্কা মেরে পাশের খোলা ড্রেনে ফেলে দেয় না।
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১০:৩৯ | 122.252.231.12
  • সল্লেক জায়গাভেদে ডিপেন করে। এজে ব্লক তো খালপাড়ে, জানলা খোলা রেখে ম্যাট জ্বালালে তাকে আহাম্মুকিই বলে। তবে ওই বাইনারিদা যা কইলেন, সত্তরের দশকের সেই গৌরবময় দিন আর নাই।
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ১০:৩০ | 71.62.121.158
  • গল্ফগ্রীন হলেও হতে পারে।
  • d | ২১ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 117.195.36.163
  • কিন্তু আমার 10.18 র কোচ্চেনটার কেউ একটু উত্তর দিও। হেলাফেলা করে ছেড়ে দিও না যেন।
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ১০:২৫ | 71.62.121.158
  • মাঠটা খুব বড় ছিলো, এই মাথায় নালা তো ঐমাথায় সল্লেক।
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ১০:২৫ | 70.64.19.80
  • সত্তরের শেষে আমরাও সল্লেকে আসি, আর ঐ দশটা মশার রেকর্ড-ও সেই গৌরব ময় যুগে। এখন আর সল্লেকের সে গৌরব নাই, দিব্যি গুডনাইট জ্বালিয়ে ঘুমোনো যায়।
  • d | ২১ নভেম্বর ২০০৯ ১০:২১ | 117.195.36.163
  • তুমি টালিনালা থেকে সল্লেকে খেলতে যেতে কেন? পাড়ার ছেলেরা তোমার সাথে খেলত না বুঝি?
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ১০:১৯ | 71.62.121.158
  • হ্যাঁ, এইটা পষ্ট মনে আছে। অপ্পন যখন ছোটো ছিলো তখন প্রায়ই মশারা ওকে টানতে টানতে মাঠের দিকে নিয়ে যেত। কতদিন খেলে ফেরার সময় ওকে আমরা কোলে করে বাড়ি পৌঁছে দিয়েছি।
  • d | ২১ নভেম্বর ২০০৯ ১০:১৮ | 117.195.36.163
  • তারমানে সল্লেকট খুব একটা বাসযোগ্য নয়। তা কলকাতায় মশাছাড়া অথচ খোলামেলা গাছপালাওলা বসতি কোথায়ও আছে কী? থাকলে কোথায়?
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ১০:১৭ | 71.62.121.158
  • আমাদের ওদিকেও কি ভয়ানক মশা হতো। টালিনালা হলো মশাদের আঁতুড়ঘর। রক্তবীজের মত মশারা আসা যাওয়া করতো।
    মশা মেরে মেরে মামী কেমন হিংস্রটাইপ হয়ে গ্যাছে। সর্বক্ষণ কানের দিকে চোখ।
  • d | ২১ নভেম্বর ২০০৯ ১০:১৫ | 117.195.36.163
  • মিঠু,

    এবারে দেশে কবে আসছো?
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১০:১৫ | 122.252.231.12
  • তবে এ আর কী মশা দেখেছ। সত্তরের দশকের শেষে আমরা সল্লেকে চলে আসি। আমি খুব ছোট তখন। তখন শুনেছিলাম হাত মুঠো করলেই এক খাবলা মশা মারা পড়ত।
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ১০:১৩ | 122.252.231.12
  • বোঝো। জানলা খোলা রাখলে মশা আসবে না!
  • m | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৫৩ | 173.26.17.106
  • আরে বাইনারি,মশা সম্পর্কে আমার একটা ভয়ংকর অ্যালার্জি আছে।চোখের সামনে দেখলেই হাত নিশপিশ করে, মারতে না পারলে রক্ত টগবগ .. ইত্যাদি।
    পিতৃদেবের কড়া পাহারায় আমাদের বাড়িতে মশা দুর্লভ।
    বিয়ে হয়ে থাকতে গেলাম এজে তে- কি বলবো সন্ধ্যে হলেই, সেকি ভনবন।এক এক থাবড়ায় সাত আটটা কুপোকাত, ঘরে এদিকে নানাবিধ ম্যাট,কয়েল ইত্যাদি জ্বলছে, এদিকে খোলা জানলা দিয়ে তারা আসছেন যাচ্ছেন।একসঙ্গে অনেককটাকে সাবাড় করার জন্যে একটা হাত বা পা খাটের পাশে ঝুলিয়ে রাখতাম কোনো কোনো দিন। এক চড়ে একসঙ্গে দশ কুড়িটা ফৌত।
    আমার দিদি এসেছিলো বেড়াতে- প্রেগন্যান্ট।কি লজ্জার কথা , তাকে মশারি টানিয়ে খেতে দিলাম । সেতো এখনো বলে,তোর বাড়ি গিয়ে যে ম্যালেরিয়া হয় নি এই ঢেরঃ(
    কাটে উঠে জুতোর বাড়িতে মশা মারা, মশারির চালে দুহাত দিয়ে পিষে পিষে মশা মারা- অভিজ্ঞতার ঝুলি ভর্তিঃ)
  • aka | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৩৬ | 24.42.203.194
  • তীর্থং দা শুভ জন্মদিন। কোয়েলীদির অর্কূটে চোখ রাখছি।
  • dipu | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৩৫ | 59.164.98.10
  • অ! সুভোদিস্টি!
  • m | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৩৪ | 173.26.17.106
  • তিমি আরো কানমোলা লাগবে?
  • aka | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৩৪ | 24.42.203.194
  • আজই তো শুক্কুরবার, মানে আজই তো ওনাদের রাম খাবার দিন?
    জুজু দাদা জুজু, ঢালুন, শুঁকুন, নাড়ুন চাড়ুন, অগত্যা কাটিয়েই দিন।
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৩১ | 71.62.121.158
  • আজ্জোদা , ঃ-)))

    বল্লেই হলো! বনেবাদাড়ে ঘুরে ঘুরেই তো বড়ো হলাম। ঃ)
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৩০ | 70.64.19.80
  • এরা জানেনা একহাতে কি করে মশা মত্তে হয় ... সন্দেবেলা বনে বাদারে ঘোরে নি তো ...
  • aka | ২১ নভেম্বর ২০০৯ ০৯:২৬ | 24.42.203.194
  • আঃ বুইলে না তো? ফুড চেনটা মাথায় রাখতে হবে। এর বেশি ক্লু ক্লুলেসেও দেয় না। ঃ)
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ০৯:২৫ | 71.62.121.158
  • কার হাত ছিলো সেটা? ;-)
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ০৯:২৪ | 70.64.19.80
  • ইয়ে, মাইমা, একহাতে মশা মারেন ? না দুহাতে .... আমার একহাতে দশটা মশা একসাথে মারার রেকর্ড আছে ....
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ০৯:২২ | 70.64.19.80
  • উঃ দীপুটা কি ভয়ঙ্কর নিষ্ঠুর, মশার বাচ্চাকে রক্ত খাইয়ে খাইয়ে পেট ফাটিয়ে মাত্তে চায় !!!!
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ০৯:২১ | 71.62.121.158
  • ওরে দীপু, ঐটে আদিখ্যেতা না, শুভদিষ্টি।
    সারা ঘরে মামী বাজপাখির মত লাফালাফি কচ্ছে এইটা ভিসুয়ালাইজ কত্তে খুউব ভাল্লাগলো।
  • dipu | ২১ নভেম্বর ২০০৯ ০৯:১৩ | 59.164.98.10
  • অমনি লোকেদের আদিখ্যেতা! পাইদি সারাদিন মশাদের দিকে ঠায় তাকিয়ে বসে থাকে। তার ব্যালা!
  • m | ২১ নভেম্বর ২০০৯ ০৯:০২ | 173.26.17.106
  • মশা সম্পর্কে লোকেদের এই সব আদিখ্যেতা দেখলে বাঁচি না! সৈকত গায়ে মশা বসলে হাত দিয়ে আলতো হাওয়া করে তাকে বিদেয় করে, আর আমি ঘরের অন্যপ্রান্তে মশা দেখলেও বাজ পাখির মত লাফিয়ে পড়ি। নেহাত বেঁটে বলে কটা নাগালের বাইরে রয়ে যায়!!
  • m | ২১ নভেম্বর ২০০৯ ০৮:৫৮ | 173.26.17.106
  • তীর্থ, শুভ জন্মদিন।একটা জলপাই সবুজ ঝর্না কলম দিলামঃ)
  • dipu | ২১ নভেম্বর ২০০৯ ০৮:২২ | 59.164.98.10
  • ওইজন্যিই আমি কিচুটি বলিনি।

    এই য্যামন অ্যাকন হাঁটুতে একটা মশা বসে আছে, আমি যতটা সম্ভব জোরে ফুঁ দিচ্ছি। তাতে উড়লি ভালো, না উড়লি বয়ে গ্যালো। তাই বলে কী আমি হাত চালাবো!
  • ranjan roy | ২১ নভেম্বর ২০০৯ ০৮:১৪ | 115.184.109.146
  • যত্তোসব রিভিশনিস্ট জালি ল্যাদ্‌খোর। আসলিরা নিজেকে ল্যাদখোর ঘোষণা করতেও ল্যাদ খাবে।
    শুধু কমরেড অক্ষ ল্যাদ ইন্টারন্যাশনালের ট্র্যাডিশনের অনেকটা ধরে রাখতে পেরেছে বলে আমার বিশ্বাস।
    আরেকটা মেজারমেন্ট হতে পারে--- কার্ডিনাল মেজারমেন্ট। ল্যাদের জন্যে কে কতটা স্যাক্রিফাইস্‌ করেছে বা রিস্ক্‌ নিয়েছে।
    এই যেমন চাকরির শুরুতে নাটকের রিহার্সাল দিয়ে ল্যাদ খেয়ে পরের দিন ব্যাংকের তালা খুলিনি। ক®¾ট্রালিং অফিসের বাঙালী অফিসারের ভাষাগত সাম্প্রদায়িকতা জেগে না উঠলে--।
    বা ল্যাদ খেয়ে বউকে রিসিভ করতে স্টেশনে গেলাম না। ল্যাদ খেয়ে মেয়েদের জামাকাপড় কিনতে না গিয়ে হাতে টাকা ধরিয়ে দিয়ে বল্লুম-- নিজেরাই কিনে নাওগে বাছারা। 'লুরু বা দিল্লিতে মেয়েরা পড়তে বা চাকরি করতে গেল। ল্যাদ খেয়ে সংগে গেলাম না।
    -- নিজেরাই বাড়ি খোঁজো, ব্যবস্থা দেখে নাও।
    হায়ার সেকন্ডারির পর প্রেসিডেন্সি আর মৌলানায় পরীক্ষে ও কাগজ জমার পর ল্যাদ খেয়ে ঘরের কাছের যাদবপুরের পরীক্ষার দিন শুয়ে রইলাম।
    পদ্মশ্রী সিনেমা হলের সামনে জি এফ কে দাঁড় করিয়ে রাখলাম, সে মাপ করেনি।
  • ranjan roy | ২১ নভেম্বর ২০০৯ ০৮:০১ | 115.184.109.146
  • রাবণ্‌দার রচয়িতাকে হ্যাপি বার্থ ডে! সঙ্গে হার্ডি ও রামানুজম এর আসলি হাতে লেখা পান্ডুলিপি।
    মাস্টারমশাই! অংক কষাতে কষাতে অনেকদিন কবিতার পাড়ায় আসেন না।
    একটু অনুযোগ।
  • dipu | ২১ নভেম্বর ২০০৯ ০৫:৪৬ | 59.164.98.10
  • ল্যাদাড়ুর বোম্বাচাক ভাল্লাগ্লো।
  • Sayantan | ২১ নভেম্বর ২০০৯ ০২:৪১ | 159.53.46.141
  • হার্লে ডেভ দেশে নামছে। দীপু, অপ্পন্দা, ভুতো - যাও টেস্ট রাইড দিয়ে এসো।
    http://www.harley-davidson.in/bengaluru-bootcamp.html
  • Du | ২১ নভেম্বর ২০০৯ ০২:১৮ | 65.124.26.7
  • আগে না তো, জন্মভূমির সময় অনুযায়ী জানালাম ঃ))
  • Tirthang | ২১ নভেম্বর ২০০৯ ০২:১৫ | 140.247.29.207
  • বেশ কিছুদিন ধ'রে গুরুতে যাওয়া-আসা খুবই অনিয়মিত, কিন্তু ভাট এবং টাইয়ের সব গুরুত্বপূর্ণ খবর দাবানলের মত দিগ্বিদিকে ছড়িয়ে প'ড়ে। কোয়েলী তো আজকাল ভাট প'ড়েই সব ব্যাপারে নিজেকে আপডেটেড রাখে। ওবামার নোবেল পাওয়া, মুজিবের হত্যাকারীদের ফাঁসি বহাল থাকা - সব খবরই নাকি ভাট থেকে প্রথম পাওয়া যায়।

    তাই সবাই একদিন আগেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে শুনে একছুট্টে চ'লে এলাম। তা হোক না একদিন আগে, জন্মদিনের শুভেচ্ছা পেতে এত্ত ভালো লাগে যে কি বলব। আর ডিডিদার চিমটি পাওয়া (খাওয়া) - সে তো মহা সৌভাগ্যের ব্যাপার :)। চাট্টি পদধূলিরও আগাম অর্ডার দিয়ে রাখলাম - যা ডিম্যান্ড, হঠাৎ ক'রে চাইলে তো পাওয়া খুবই মুশকিল।

    দু, অপ্পন, সায়নকবি, বাইনারি, টিম এবং ডিডিদা - হগ্গলেরে অনেক অনেক থ্যাংকু। আর গত এক বছরে যাদের যাদের হ্যাবাড্ডে ছিল সব্বাইকে বিলেটেড শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। যাদের ছিল না, তাদেরও। ভাটিয়ালি জিন্দাবাদ। গুরুচন্ডালী জিন্দাবাদ। মামুর ফ্রেঞ্চকাট অক্ষয় হোক।
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ০১:০৪ | 71.62.121.158
  • তীর্থদাকে হ্যাপি বাড্ডে। সাথে গাণিতিক ও ছন্দময় শুভেচ্ছা। ঃ)
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ০১:০৩ | 71.62.121.158
  • উফ্‌ফ কি কষ্ট করে খেয়ে এলাম। এবার মামী হাজমোলা দিলেই হয়। এখানে দিব্যি ফুটফুটে রোদ উঠেছে, আর প্রবল ঘুম পাচ্ছে। কতদিন বাদে টানা দুদিন ছুটি পেইছি। ঃ-)
  • Binary | ২১ নভেম্বর ২০০৯ ০০:৫৫ | 198.169.6.50
  • তীর্থকে শুভ জন্মদিন ....
  • Monkhushi | ২১ নভেম্বর ২০০৯ ০০:৪৩ | 98.221.52.119
  • ল্যাদ খাবার জন্যে বৌ ছেলেকে কোল্কেতা যেতে হবে? আপ্নি মশাই amateur
    ল্যাদ খোর। যারা real ল্যাদ খোর তারা কারুর তোয়াক্কা রাখে না। জমানা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ল্যাদ খেতে হয়।
  • dd | ২১ নভেম্বর ২০০৯ ০০:৪৩ | 122.166.135.63
  • তীর্থং এর বাড্ডে ? এই ত্তো দুএর কথা শুনে ঝাঁ করে অক্কুটে ঘুড়ে অ্যালাম। কিছু তো দ্যাখলাম না। তাইলে বোধয় তীর্থং আমার বন্ধু না।

    পষ্টাপষ্টি কই। ঐ সেই জম্মোদিনে ভার্চুয়াল খাবার পাঠানোর ই-ন্যাকামিতে আমি নেই। কাউরে উইশ করি না আমি।

    আমার, আমার না, খুব ইচ্ছে ছ্যালো একটা অংকের মাস্টাররে রাম চিমটি দেই। সে জেই ই হোক। ডাজ নট ম্যাটার। অংকের ম্যাস্টর - সে যে খানেই হোক। লাগাও চিমটি।

    মিতেরে কয়েছিলাম, তীর্থংএর লগে দ্যাখা হলে, আমারে মনে রেখে একটা রাম চিমটি য্যানো দ্যায় তারে। কিন্তু মিতে কথা রাখে নি, কেউ রাখে না।

    তো, তীর্থংএর বাড্ডেতে আমি একটা ই- চিমটি পাঠালাম। বৌমা যদি ভাটচত্তরে এসে এ সব পরে টরে চিমটিট দিয়ে দ্যায় তো খুব খুসী হবো।

    ওঃ, হাবার্ট কালেজের অংকের মাস্টারেরে চিমটি !! আ হা হা, ভাবতেই রোমাঞ্চ হয়। আ হা হা আ।
  • Sayantan | ২১ নভেম্বর ২০০৯ ০০:৪২ | 159.53.78.142
  • হ্যাপি বাড্ডে তীর্থংগদা!
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ০০:৩৪ | 122.252.231.12
  • রাবন্দাকে হ্যাবাড্ডে। আমি সেকেন। ঃ-)
  • Arpan | ২১ নভেম্বর ২০০৯ ০০:৩৩ | 122.252.231.12
  • রিপ্লায়েছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত