এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০৩:০৭ | 198.169.6.50
  • আকা এক্কেবারে ঠিক, আমিও এই মাত্তর ব্ল্যাক খফি নে এলুম, কলোম্বিয়ান, বড় পাত্তর। ঘুম তাড়ানোর জন্য।
  • aka | ২৪ নভেম্বর ২০০৯ ০৩:০৫ | 168.26.215.13
  • লোকের ঘুম আসে না, আর আমি ঘুম তাড়ানোর জন্য এই একটা ইয়া বড় কফি খেলুম। যা চাই তা পাই না, যা পাই তা চাই না।
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০৩:০১ | 198.169.6.50
  • গরু-ও হতে পারে, আবার মশাও হতে পারে, বরং সেইটা বেশী রিয়ালিস্টিক হবে।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৫৭ | 122.162.42.205
  • ভয়ে ঘুম!!!!!!!! কার আসে????????
    খাটের নিচ থেকে ওরম কিছু উঠে আসছে ভেবে আমার আগামী তিনদিনের ঘুম হরে গেল ঃ-((
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৫৫ | 122.162.42.205
  • ঘরময় ভেড়া নিয়ে কি করে যে লোকে ঘুমোয়! তাছাড়া ওসব করতে গেলেই আমার ইচ্ছে করে ভেড়ার বদলে হাতি বা গাংশালিক গুনতে। কিন্তু গাংশালিক গুনতে গেলে ট্রেনে চড়ে জানলার ধারে বসতে হয়। ট্রেন আসার আগে জানলা পাবো না কি সে চিন্তাও আছে। এত চিন্তার মধ্যে ঘুম হারিয়ে যায় ঃ-((
    আচ্ছা, ভেড়াই কেন? গরু কেন নয়?
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৫৪ | 159.53.110.144
  • অথবা ভাবো খাটের নীচে একটা বিশাল মহাজাগতিক শুঁয়োপোকা, তার বড় বড় দাঁড়া, বুশি লোমরাজি, ধীরে ধীরে খাটের পায়া বেয়ে ওপরে উঠে আসছে - ভয়ে আপসে ঘুম্পেয়ে যাবে।
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৫১ | 198.169.6.50
  • চোখবুজে, একটা ভেড়া, দুটো ভেড়া ...... একশ ভেড়া, আবার ব্যাকওয়ার্ডস .... গুনলেই হল ঘুমপেয়ে যাবে।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৪৯ | 122.162.42.205
  • জিহ্বাশীর্বাদ ঃ-))
    এত ঘুম্পায় কি করে অ্যাঁ?? আমার কেন পায় না? ঃ-((
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৪৮ | 198.169.6.50
  • আমার-ই বলে দিনে-দুপুরে অপিশে বসে ঘুম পেয়ে গেল, আর তেকোনা রাতদুপুরে ভাটাচ্ছে ? ???

    আরেট্টা আমি-ই দেখেছিলাম। ন্যাড়া গোয়ালা,গোমাতার সামনে মাথা নিচু করে করজোড়ে দাঁড়িয়ে, আর গোমাতা গোয়ালার ন্যাড়া মাথা চেটে দিচ্ছেন।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৩৯ | 122.162.42.205
  • ঃ-))) কি আর করবে! ভাটাচ্ছে
    এইটা আমিও দেখেছি। গিরিডিতে গৌরীমাতা আশ্রমে বেশ বড় বড় পাটনাই গাই ছিল। আশ্রমের মন্দিরে সক্কাল সক্কাল দুচারজন ভক্ত আসতেন, পেন্নামটেন্নাম সেরে সোজা গোয়ালে গিয়ে ... ইত্যাদি ইত্যাদি। আর কি অসাধারণ টাইমিং ভক্ত ও ভগবানের ইয়ের যে কি বলব! বিহারের রাস্তাতেও আমি এক দুবার এটা দেখেছি।
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৩৬ | 198.169.6.50
  • কিন্ত তেকোনা এত রাতে কি কচ্ছে ?
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৩৪ | 198.169.6.50
  • আরো আছে। আমার বাবা একবার উত্তর ভারতের কোনো অজ পাড়া গাঁয়ে, পথের ধারে ধুলো মাখা মিস্টির দোকানে মিষ্টি খেতে যাইতে ছিলেন। তো, বাবা এঘুচ্ছেন গুটি গুটি, আর দোকানের পাসে একটি গোমাতা কলাপাতা চিবুচ্ছে। এরপর তেনার ছোটো বাইরে পেল, আর তিনি ন্যাজতুলে .....। এপজ্জন্ত ঠিক ছিলো। কিন্তুক এরেপরে, দোকানীর ইসারায়, একটি হুচো চাকর লম্ফ মেরে গোমাতার পেছনে দাঁড়িয়ে অঞ্জলি ভরে গোচোনা ধরে, পরম আবেগে, দোকানে মিষ্টিতে ছিটিয়ে দিলে।

    বাবা, পেছন ফিরে গুটিগুটি বাসের রাস্তায়।

    পেরসাদের কি কম ভ্যারাইটি ???
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৯ | 198.169.6.50
  • আরে, জেনারালি ঠোকরানো হয়, এখানে পায়েস, ব্যাপারটা একই হল।
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৯ | 159.53.110.144
  • যে কোনও ঠাকুরকে খাইয়ে বোঁ বোঁ করে ঘুর্পাক খাইয়ে ছাড়লে পরসাদ তেমন এফেক্টিভ হবে না। কুকুর ঠাকুর পিরামিডের অনেক নীচে। তাই সেফ।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৬ | 122.162.42.205
  • এটাও বুঝড এবার ঃ-)। এত সবুজে সবুজ চাদ্দিক যে সবুজে রং নেই আর ঃ-)
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৫ | 198.169.6.50
  • এগস্যাক্টলি। তবে ছাগলের-ও পায়েস প্রসাদ হয় কিনা জানিনা।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৫ | 122.162.42.205
  • আমার কুলুঙ্গিতে তেমন কেউ নাই ঃ-((
    কিন্তু ঠুকরে ফেরত দেওয়া তো বলেন নাই। বলা হল কুকুরকে খাওয়ায় তারপর বোঁ বোঁ করে ঘোরানোর পর সেগুলো পায়েস হয়ে বেরোয় ... ঠোকরানোর কথা ছিল না মোটেই
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৪ | 198.169.6.50
  • দ্বিতীয়টা, এখানে বর্ষালাকের সবুজ পাতা ডাকযোগে সবুজ খামে সবুজ গুরু হয়ে এসেছে , তাই বললুম
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৩ | 159.53.110.144
  • ঃ-O
    যে কোনও ঠাকুরকে খাবারদাবার অফার করলে ঠাকুর একটু ঠুকরেই তো ফেরত দেন। নইলে আর প্রসাদ হল ক্যামনে! বিশ্বাস না হলে কুলুঙ্গিতে ঘুমন্ত কাউকে জিগিয়ে দেখো।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২৩ | 122.162.42.205
  • মানে পাঁঠা যেমন মাক্কালীর পেসাদ, তেমন? বুঝড..
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২২ | 122.162.42.205
  • না, 2.17 ধুত ঃ-(
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২১ | 198.169.6.50
  • আরে কুকুর ঠাকুর নয়, কুকুর ঠাকুর নয়, কুকুর-ই ঠাকুরের পেরসাদ। আর পায়েসতা স্পেসাল প্রসাদ।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:২০ | 122.162.42.205
  • সম্পোক্কের প্রশ্ন অ্যাট 2.18
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৯ | 122.162.42.205
  • দুটো লাইনের মধ্যে পারস্পরিক সম্পোক্কোটি কি???
    আর, কুকুর কবে ঠাকুর হল। হলেও খেয়ে দেয়ে তা ফেরত দেওয়া কোনো পেসাদ আমি কোনো ঠাকুরেরই খাইনি কখোনো ঃ-(
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৯ | 159.53.110.144
  • হুঁ, সাইপক চিরকালই গন্ডগোলের।
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৮ | 198.169.6.50
  • ওঃ তাহলে ইন্‌পুট-আউটপুটে গন্ডগোল করে ফেলেছি।
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৭ | 198.169.6.50
  • আরে রেসিপি কোথা ঠাকুরের পেরসাদ।

    তাইতো শীতকালে সবুজ খাম এলতো !!!
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৬ | 159.53.110.144
  • পায়েস খাওয়ায় না তো! কুকুরের পছন্দ"সই' খাবারদাবার খাওয়ায়, সেগুলো একেবারে পায়েস হয়ে বেরোয়।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৬ | 122.162.42.205
  • মাঝরাতে এরকম বাজে রেসিপি দিলে হেব্বি রেগে যাব ঃ-X
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৫ | 122.162.42.205
  • বোঝো! গোটা বর্ষাকালটা ভিজে ভিজে পাতাটাতা গজিয়েও গাছগুলো কেমন রংহীন ঃ-(( আহারে
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১৪ | 198.169.6.50
  • সে আমি মনে লয় জানি। কুকুরকে পায়েস খাওয়ায়, তারপর চ্যাংদোলা করে পাঁইপাঁই করে ঘওরানো হয়। তার্পর সে উল্টি করলে, তাহা পেরসাদ হিসাবে খাওয়া হয়।
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১২ | 159.53.110.144
  • সবুজ রং নয়। উহা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিনেসের প্রতীক। ঃ-P
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১২ | 198.169.6.50
  • তাইতো, আমি ভেবেছিলুম কলকাতা থেকে মনে হয় কোনো চাগরীর চিঠি এল।
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১১ | 159.53.110.144
  • তবে উত্তর-পূর্ব ভারতে কুকুরের অন্য যে ডিশটি খাওয়া হয় সেটার ব্যাপারে কাল র আসুক বলবে।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:০৯ | 122.162.42.205
  • সবুজ খাম রঙিন না???
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:০৯ | 198.169.6.50
  • সঙ্গে রেড লেভেল।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০২:০৮ | 122.162.42.205
  • এঃ, মাংসাশী প্রাণী খেতে হলে কুকুর খাবো কেন? বাঘ বা সিংহই খাবো একেবারে, সেদ্ধটেদ্ধ করেই
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০২:০৮ | 159.53.110.144
  • গরমাগরম কুকুর তো ভালোই খেতে।
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:০৫ | 198.169.6.50
  • হঁ, খামত রঙ্গীন নয় অবশ্য, সবুজ।
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০২:০৪ | 198.169.6.50
  • কুকুর খেতে ভাল হতে পারে, তবে শুনেছি নাকি ভাল করে সেদ্ধ করতে হয়, নিলে নাকি বিপদ। মাংসাসী প্রনীর মাংস খেতে গেলে তাইই কত্তে হয়।
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৫৮ | 159.53.110.144
  • খাসি!! রেড মিট!!!
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৫৮ | 159.53.110.144
  • রঙীন খামে যত্নে লেখা বাইনারি নাম?
  • Binary | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৫৩ | 198.169.6.50
  • আজ দুপুরের ডাকে গুরু পেলাম।
  • aka | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৪৩ | 168.26.215.13
  • RV? না না SUV। তবে হ্যাঁ RV চালানোর সখ আমার ছোটবেলার। কোন এক নদীর ধারে দাঁড়িয়ে তাঁবু খাটিয়ে খাসী রোস্ট করব। আহা।
  • ranjan roy | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৪২ | 115.184.45.169
  • দ,
    আর্শোলা নিধনে পেস্ট ক®¾ট্রাল খুব কাজ করে। প্রায় ন'মাস এফেক্টিভ ছিল।
    আমি আর্শোলার ভয়ে বিপ্লবী হতে পারলাম না। যদি আমার শার্টের ভেতরে গোটাকয়েক আর্শোলা ছেড়ে দেয় তবে আমি সব কনফেস্‌ করবো।
    গরমকালে যখন ওরা পাখা তুলে হেলিকপ্টারের মত ট্রায়াল দেয়? উঃ । বা চিৎ হয়ে ব্যায়াম করে?
  • Sayantan | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৩৯ | 159.53.110.144
  • আজ্জোদা কি ধরণের গাড়ি খুঁজছো? RV?
  • a x | ২৪ নভেম্বর ২০০৯ ০১:১৭ | 143.111.22.23
  • থ্যান্‌কু AB। হ্যাঁ এই তথ্যটাই বেশ চমকপ্রদ - ঐ পোর্টেবিলিটির ব্যপারটা।
  • AB | ২৪ নভেম্বর ২০০৯ ০০:৫৪ | 135.214.154.100
  • আমি vonage ব্যবহার করি সেই ২০০৫ সাল থেকে, আজ পর্যন্ত downtime বলতে দুই কি খুব বেশী হলে ঘন্টা তিনেক, এক যদি না router বদল করতে হয়...

    সে ক্ষত্রেও মোটামুটি দিন সাতেকের মধ্যে ওরা replacement পাঠিয়ে দেয়, in fact আমি পুরোনো customer বলে পয়সাও reimburse করে দিয়েছিল (minus shipping and handling)

    এই মূহুর্তে আমরা $24.99 এর global package use করি..., মাসে bill আসে ৩০-এর আসেপাশে..., India-er যেখানে খুশী unlimimted call, NA বা Canada -এর কথা তো ছেড়েই দিলাম (অন্য বাকি ৫৭ টি advertized দেশের কথা বলতে পারি না, তবে মনে হয় না সমস্যা হবে বলে)

    আর একটা interesting ব্যাপার হল portability, যেটা আমার initial ধারণা কে ভুল প্রমাণ করেছে..., আমার at leaset দুই বন্ধু India ফেরার সময় router টি সাথে করে নিয়ে যায় এবং এখনো দিব্বি use করছে, হ্যাঁ US number ই অটুট রয়েছে

    শুধু একটাই ব্যাপার, আপনার ISP টি যেনো cable based হয়, DSL-এ performance degrade করতে পারে...

    এই মোটামুটি যা experience...
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০০:৩৬ | 122.162.42.205
  • ঃ-)))
  • a x | ২৪ নভেম্বর ২০০৯ ০০:৩৫ | 143.111.22.23
  • আবার বাড়ি মুভ করতে হবে। ভাল্লাগে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত