এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৬ | 125.18.104.1
  • পাগলা, সিটি মার্‌। ঃ-))

    (রেফঃস্যান, তিনটে পনেরো)
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৬ | 163.244.63.120
  • আচ্ছা , অজ্জিতের জন্যে একটা সিরিয়াস কোচ্চেন।
    তুমি আর সুমনা কি বিয়ের পরে কোলকাতা বা দেশে একসাথে কিছুদিন সংসার করে তারপর বিদেশ গেছিলে ?

    অমার সামহাও মনে হয় সেটা হলে ফেরত আসাটা যেন একটু সোজা হয় , ঐ রাঙ্গার কথামত ইউ নো হোয়াট টু একস্পেক্ট !
  • Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৬ | 219.64.11.35
  • হ্যাঁ, ট্রেড ফেয়ারে আম্মো গেছিলাম। সেই উনিশ তারিখেই, এবং আমরাই প্রগতি ময়দানের ভেতরে পা রাখা প্রথম পাবলিক, এ বছরের ট্রেড ফেয়ারে।

    সকাল সাড়ে আট্টায় পৌঁছে গেছি, না-জানি কী ভিড় হবে ভেবে। গাড়ি রেখেছি হু-ই ইন্ডিয়া গেটে। সেখানে তখন কটা পুলিশ আর মিলিটারি হাই তুলছে, আর একগাদা তেঁতুল টুরিস্ট সুটকেস জলের বোতল সোয়েটার হনুমান টুপি পরে ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে ফোটো তুলছে। পার্কিং অ্যাটেন্ড্যান্টের দেখা নেই।

    তা ইন্ডিয়া গেট অতি নিরাপদ জায়গা, গাড়ি ভালো করে লক টক করে ওখন থেকে হাঁটতে হাঁটতেই চলে গেলাম প্রগতি ময়দান। তখন নটা কুড়ি বাজে। পার্ক অ্যান্ড রাইডের প্রথম বাস ইন্ডিয়া গেট থেকে ছাড়বে সকাল দশটায়। অতক্ষণ কে বসবে?

    গিয়ে দেখি জন কুড়ি লোক সামনে দাঁড়িয়ে। তাদের কেউই ভিজিটর নয়। সব স্টল ওনার, এমপ্লয়ি ইত্যাদি। ওদের পেছন পেছন আমরা যেই গেটের মুখে এলাম, অমনি সাড়ে নটা বাজল, আর আমরা ঢুকে গেলাম।

    ক্রমশ ঃ
  • stoic | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৫ | 160.103.2.224
  • এইতো সেদিন বললি অতিশয়োক্তি অলংকার হিসেবে শাস্ত্রে গ্রাহ্য। ঃ-)
    তবে দেশে ফেরা নিয়ে আমার কোন খোঁয়াড়ি নেই। এখনো পর্যন্ত।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৫ | 170.252.160.1
  • অঃ আবার পড়ে বুঝলাম। সে তো হবেই। পামিতাদিরা তো বড়লোক। আমি কি আর এনারাই আইটিওলা ? গরীব মানুষ। সুতরাং গ্ল্যামার কোশেন্ট অবশ্যই বাড়বে তাতে সন্দেহ কি ঃ-)
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৪ | 216.52.215.232
  • তবে কলকাতায় ফিরতে হবে ভাবলেই আমার গায়ে কম্প দিয়ে জ্বর আসে।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৪ | 163.244.63.120
  • যারা কাষ্টোমারদের ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করে তাদের শিকিয়ে পড়িয়ে দিই কি করে কিচু না জেনে কি করে কাস্টোমারদের টুপি পরিয়ে সার্ভার-স্টোরেজ-অ্যাপ্লিকেশান ইত্যাদি বেচতে হয়।
    খুব কঠিন কাজ , বাওয়া !
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৩ | 216.52.215.232
  • ১। অজ্জিত অনেকদিন পরে ফিরেছিল।

    ২। অজ্জিত কলকাতায় ফিরেছিল।

    ৩। মাঝের ক'বছর অজ্জিত মনে হয় বেশি ট্রিপ মারেনি।
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১২ | 125.18.104.1
  • অজ্জিতের লেখাটা অতিশয়োক্তিদোষে দুষ্ট। কলকাতায় ফিরে আমাদের কোনো আশাভঙ্গও হয় নি, আবার আশাতিরিক্তও কিছু হয় নি। যে রকম ভেবেছিলাম, ঠিক সেই রকম। তবে অজ্জিত বিলাত থেকে ফিরেছিল। সেটা একটা কারণ হতে পারে।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১১ | 163.244.63.120
  • আমি খুব পড়েচি। এট্টু লুকিয়ে। পরের ব্যাটা পড়লে দেড় বছর সেই প্লাস ওয়ান সিন্ড্রোমে গে আতাকে যাবার রিস্ক ছিল কি না।
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১০ | 216.52.215.232
  • হ্যা, পাল্লিন তুমি সার্ভার দ্যাখো না? নাকি সার্ভার ব্যাচো?

    হামি মুখ্যু লেবার ক্লাস জন্‌তা, হামি কী করে জানিবে হায়?
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১০ | 170.252.160.1
  • কিছুই বুঝতার্ছিনা। কিসের পাত্তা, আমি তো অপ্পনকে কিছু জিগাই নি ? এমনতেও হাজার হাবিজাবি চক্করে পড়ে হাবুডুবু খাচ্ছি এর্মধ্যে গুরুতে কুইজ দিওনা।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১০ | 163.244.63.120
  • এই শ্রা , খুব বুক ঠুকে এট্টা মালয়ালী রেসিপি লিখে এসেচি টইতে। খাতা চেক করে পাশ/ফেল মার্ক নাম্বার দিয়ে দিও তো।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৮ | 61.95.144.122
  • অজ্জিতকে দেখে ইনস্পিরিত হলে আগে এট্টুস "...ফর ডামিজ' পড়ে নিস - খোঁয়াড়ি কেটে যাবে।
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৮ | 125.18.104.1
  • আমার দুই নাইজিরিয়ান সহকর্মী ছিল। একজন চার্লস হেগোবামিয়েন, আর একজন আল্লাদে বেঙ্গা। দুজনেই যন্তর জিনিষ।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৮ | 163.244.63.120
  • দাদুর ঐ হাল্কা মেয়েলী গলার গান আর এই গানের লিরিক্স। অসইব্য এক্টা লজিক মাথায় আসচে!
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৭ | 216.52.215.232
  • ক্লাস সিক্সের পড়ুয়ার আবার গ্ল্যামার কী! এখন তো মন দিয়ে পড়াশোনা করার বয়স।
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৭ | 124.30.233.102
  • ভুতো,
    সন্ধ্যেয় বসব, যদি আটকাই তোকে জিজ্ঞেস করব।

    ট্রেড ফেয়ারে গেলাম শনিবার। প্রতিবারেই তাই যাই, রবিবারের ভীড়ের ভয়ে। তাহলেও শনিবারের ভীড়ও কিছু কম ছিলনা।

    আমার স্টেট প্যাভিলিয়ন গুলোই দেখতে ভালো লাগে, আগে তো ওগুলোই প্রধান আকর্ষণ ছিল, ইদানীং এইসব ফরেন, গুড লিভিং এসব এসে স্টেটের কদর যেন একটু হালকা করে দিয়েছে, ভীড় অপেক্ষাকৃত কম!

    পশ্চিমবঙ্গ দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু পৌঁছতে পৌঁছতে দেরী হয়ে গেল, বন্ধ করে দিল। বাইরে থেকে বাঞ্ছারামের সন্দেশ নিয়ে ফিরে এলাম। স্টেট প্যাভিলিয়নের বাইরে সারস টারসে যেখানে অন্যান্য রাজ্যের সারি সারি স্টল, সেখানে পঃ বঙ্গের একখান টিমটিম করছে।

    ব্রহ্মখ্যাপার অনুষ্ঠান কেমন হয়েছিল জানিনা, উইকডে তে যাওয়া টাফ! একবারই শনিবার দেখেছিলাম একই জায়গায় বাংলা (দোহার, দেবারতি) শেষ হয়ে কেরালা। অনেক রাত অবধি বসেছিলাম সেবার। এবারে ওদিন ঘুরে ঘুরে কোথাও তেমন ভাল প্রোগ্রাম চোখে পড়লনা। ট্রেড ফেয়ারে গিয়ে সন্ধ্যেয় বসে কোথাও প্রোগ্রাম না দেখলে কেমন কি যেন বাকী রইল মনে হয়, মন ভরল না!
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৭ | 163.244.63.120
  • আহ রাঙ্গা , স্যান এক আর আদিরা দুই প্লাস হাফ প্লাস হাফ।
    কোশেন্ট বাড়ল কি না ?
  • Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৬ | 219.64.11.35
  • এমংকি দাড়িদাদুও ছোটোবেলায় ফুটবল খেলতে গিয়ে সাইডলাইনের বাইরে বসে বসেই একটা গান লিখে ফেলেছিলেন ঃ বল দাও মোরে বল দাও।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৬ | 163.244.63.120
  • অপ্পনের এই কথায় কথায় কোচ্চেন দেখলে গা জ্বলে যায়।

    অমুক পড় নি , লগ ফাইল চেকাও নি ঃ-@

    লগ ফাইল চেকাবো কেন , হামি কি আইটিয়ালা কোড লেবার ? ঃ)
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৫ | 125.18.104.1
  • স্যানকে অপ্পন কোনো পাত্তা দিল না।
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৪ | 216.52.215.232
  • বোঝো! আমরা শক্তি/আমরা বল - ছোটবেলায় পড়নি?
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০৩ | 163.244.63.120
  • অরে সেদিন ই তো এক আপিসের অফসাইটে আলাপ হল মাইকেল বলের সাথে।

    আর পোড়া ডুবলিনে সবচাইতে পশ জায়গার নাম হলে " Ball's Bridge"। মরণ ! ব্রীজ বানাতে বল ছাড়া আর কোনো ইঞ্জিনীয়ার জোটে নি ব্যাটাদের।
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০২ | 216.52.215.232
  • লুরুর গ্ল্যামার কোশেন্ট বেশ বেড়ে যাচ্ছে। ভাবছি আর ক'টা বছর হেথায় কাটিয়েই যাই।
  • dipu | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০২ | 207.179.11.216
  • যেমন আমি সুচেতনা নাম্নী সমবয়স্কদের পুরো নাম ধরে ডাকি না।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০১ | 163.244.63.120
  • ন্যাড়াবাউ আর আদি সত্যি সত্যি লুরু আসচে ? পার্মানেন্টলি ? হেব্বি তো। হাম ভি আসবে , দেড় বছর পর। অজ্জিত-আদি এদের দেখে বেশ ইনস্পিরিত হচ্চি এবং কচ্চি।
  • M | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০০ | 59.93.169.188
  • ইকি! আজকাল ছেলেরাও বড়মা হচ্ছে? কি দিঙ্কাল!!!!!!
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:০০ | 125.18.104.1
  • কোন একটা সিনেমায় ডায়েলগ ছিল- আয়াম মিশ্‌টার বল। উইথ ডবল এল।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৯ | 163.244.63.120
  • রাঙ্গা , ঃ-)
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৯ | 125.18.104.1
  • পপুতে মন দিয়ে প-টা ভাগ্যিস লিখলা। এইজন্য আমি এইরম বিপজ্জনক শব্দ ইউজ করা ছেড়ে দিয়িচি। লাইক ঝাঁটা।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৮ | 163.244.63.120
  • অ মা , লিখবো না কেন। দ্যাখ গে কেমন কেরলা-স্টাইলে- গরুর মাংসর রেসিপি টাইপে এলুম আপিসে এসেই।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৭ | 163.244.63.120
  • ই বাবা , অপ্পন কি অসইব্য সব কথা বলতে লেগেচে। মামু ক্যালাও ব্যাটা অপ্পনকে। বলে কিনা বল দাও !
  • Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৬ | 219.64.11.35
  • কিন্তু আমি তোকে গুঁতোবই গুঁতোব। তুই আর লিখিস না ক্যানে রে? বড় ইয়ে হয়েছে, না?
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৬ | 163.244.63.120
  • সো বড়মাও আসলে মহিলা। গুড! গুরুতে মহিলা পপু বেশ বেড়েচে। গুড গুড।
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৫ | 216.52.215.232
  • ভীতু? ওরে বল দাও! ;-)
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৩ | 163.244.63.120
  • মামুটা কি ভীতু , কাল বলদ বলে যেই না এরোর কাছে কোচ্চেন খেয়েচে অমনি ঘবড়ে-টাবড়ে গে কলিম খানের পেছুনে লুকিয়ে দমাদ্দম উভলিঙ্গ-ইত্যাদি বুলশিট পোস্ট ফেলে যাতা করেচে !
  • M | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৪৮ | 59.93.169.188
  • হে হে।
    মাঝে মাঝে বড় গন্ডোগোল লাগে, মনে হয় মাসী হয়তো সামনে খাড়াইলে দেখবো সেই আমারে মাসী ডাকতে পারে। যাকগে।
  • M | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৪৬ | 59.93.169.188
  • আয়
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৪৪ | 203.91.193.50
  • ওয়ে, আমার মাসি ভার্চুয়্যাল কে বলেছে, দিব্বি ফিসিক্যাল। মিতাসি ই তো আছে।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৪৩ | 203.91.193.50
  • ওহ হো, আরে ভুলে মেরে দিয়েছিলাম। সে আমি কপি করে রেখে যাচ্ছি। তোর বাড়ি গিয়ে দিয়েও আসতে পারি। দেখি কাল, পরশু সময় আছে।
  • M | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:৩৮ | 59.93.169.188
  • আচ্ছা, রঞ্জনদার লেখাটা আমি তিনবার পড়লাম কেন? আর ভুতু নেহাত মাসী কে সামলাচ্ছি, ইয়ে ভার্চুয়াল নয়, নিজের, নইলে তোর যে কি দুর্দশা বানাতুম, আমায় জনি সোকো না দিয়েই কেটে যাচ্ছিস, যাকগে ফিরে আয় , দেখে নেবো।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:২২ | 170.252.160.1
  • ছোটদের জন্য অনুবাদ করে একটা টই ছিলনা? কেউ একটু নামটা বলতে পারে?
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:১৯ | 203.91.193.50
  • অ , তা ঘোরবারই তো কথা ছিল । পুরোনো হলো তো।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:১৮ | 203.91.193.50
  • মাঠে ? না...
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:১৮ | 204.138.240.254
  • হু।
  • quark | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:১৭ | 202.141.148.99
  • বল কি ঘুরছে?
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:১৪ | 216.52.215.232
  • আমি অহিংস আন্দোলনকে সমর্থন জানিয়ে অনির্দিষ্টকালের জন্য পশ্চাতে লাগা থেকে বিরত থাকছি। ঃ P
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:১৩ | 203.91.193.50
  • আর পশ্চাৎ এখন সামনে পেছনে লেগে আছে রাজনীতি ঃ(
  • lcm | ২৫ নভেম্বর ২০০৯ ১৪:০৭ | 69.236.190.107
  • পশ্চিমবঙ্গের রাজনীতি হল পশ্চাৎধর্মী।
    ...এতদিন পশ্চাৎ-এ রেখেছো যারে
    আজি পশ্চাৎ-এ লাগিছে সে...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত