এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ৩০ নভেম্বর ২০০৯ ১২:২৬ | 61.95.144.122
  • না বস্‌। ওইটে আমি কখনো ব্যাভার করিনি। বেশি "বেতার' হলেই আমার কেমন মনে হয় এই খারাপ হয়ে গেলোঃ-)
  • Sibu | ৩০ নভেম্বর ২০০৯ ১২:২৩ | 71.106.234.63
  • থ্যাংকু অজ্জিত। আর ওয়্যারলেস প্রিন্টার নিয়ে কিছু জান নাকি?
  • Bratin | ৩০ নভেম্বর ২০০৯ ১২:২২ | 117.194.101.6
  • যাক গে!! যে কোন খারাপ জিনিশের ই কিছু ভালো দিক থাকে আজকে হঠাৎ পাওয়া ছুটি তে ,অনেক দিন পরে মন দিয়ে শেয়ার কেনা/বেচা করতে পারছি ঃ-))
  • M | ৩০ নভেম্বর ২০০৯ ১২:২২ | 59.93.183.24
  • ২০১২ দেখে এলুম, নোয়ার নৌকা কেসটা বাদে বাকি ভালৈ লাগলো।
  • M | ৩০ নভেম্বর ২০০৯ ১২:২০ | 59.93.183.24
  • X
  • Arijit | ৩০ নভেম্বর ২০০৯ ১২:২০ | 61.95.144.122
  • লিংকসিসের নাম আছে - এদিক ওদিক সবারই দেখি ওইটে - আপিসেও। আমার একটা ছিলো বাফেলো বলে - মন্দ চলেনি - জানলা, লিনাক্ষ আর ম্যাক সব কিছুর সাথেই দোস্তি ছিলো।
  • Arpan | ৩০ নভেম্বর ২০০৯ ১২:১৯ | 216.52.215.232
  • অলরেডি বে-হাল। ঃ P
  • M | ৩০ নভেম্বর ২০০৯ ১২:১৭ | 59.93.183.24
  • যারা শুনলা তাদের ধন্যযোগ।
    কিন্তু আমি তো এই মাত্র রাস্তায় ঘুরে ফিরলুম, কোনো ঝামেলা নেই তো। একি! বেহালা বলে কি মানুষ নয় নাকি?
  • Sibu | ৩০ নভেম্বর ২০০৯ ১২:১২ | 71.106.234.63
  • বন্ধুগন, সাহায্য চাই।

    ১। আমার যুগপুরাতন ওয়্যারলেস রাউটারটি কাল রাত্তিরে দেহ রেখেছেন। একটি কিনতে চাই। কি কিনব? আমি লিংকসিস আর অ্যাপেলের মধ্যে ভাবছি। তবে অন্য কোন ব্র্যান্ডের পক্ষে কোন জোরদার যুক্তি থাকলে তাও শুনতে চাই। আমার বাড়ীতে দুটি অ্যাপেল ল্যাপি, ও দুটি প্রাচীন জানালা। একটি জানালাকে নতুন লিনাক্ষ দিয়ে রিপ্লেস করার সদিচ্ছা আছে।

    ২। একটি ওয়্যারলেস প্রিন্টারও কিনতে চাই। এনি সাজেশন?
  • Arpan | ৩০ নভেম্বর ২০০৯ ১২:০৯ | 216.52.215.232
  • আচ্ছা, appraisee কথাটা কি ইংলিশে হয় না? ওয়ার্ডে এরর দেখায় ক্যানো?
  • Arpan | ৩০ নভেম্বর ২০০৯ ১২:০০ | 204.138.240.254
  • ঃ-)
  • quark | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৫৯ | 202.141.148.99
  • স্টারানন্দের রিপোর্ট সল্ট লেকের বন্ধুর কাছ থেকে শোনা অভিজ্ঞতার সঙ্গে খাপে খাপে মিলে যাচ্ছে। সল্ট লেকে নাকি পরিবর্তনকামী তৃণমূলীরা বিজেপির বন্ধের সক্রিয়া বিরোধিতা ক'রে সব দোকানদারদের দোকান খোলা রাখার হুমকি, থুড়ি, আবেদন করেছে।
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৫৬ | 59.93.219.77
  • স্যান, এট্টু ভালো।
  • Samik | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৫৩ | 122.162.75.93
  • স্টারানন্দ থেকে লাইভ ঃ

    হেডলাইন ঃ ব্যর্থ বন্‌ধ। হাওড়া ময়দান থেকে একটাও বাস ছাড়ে নি। হাওড়া ব্রিজে অবরোধ হয়েছে। ৪২ জন গ্রেফতার। অনেক ট্রেন পানাগড় বর্ধমান দুর্গাপুরে আটকে আছে। হাওড়া বাসস্ট্যান্ডে বাসে আগুন দেওয়া হয়েছে। ভিআইপি রোডে রাস্তা আটকে গাড়ি ভাঙচুর করেছে।

    পরিস্থিতি নাকি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।

    শিয়ালদা স্টেশন ডেজার্টেড। কোনো ট্যাক্সিও নেই।
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৫২ | 114.31.249.105
  • pi, কথাটা খুব সিরিয়াসলি বলিনি, চাপ নেবেন না ঃ-)
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৫০ | 114.31.249.105
  • হ্যাঁ, ওরা একটা করে লোকাল ইস্যু জুরে দিচ্ছে আজকাল। দিল্লিতে কদিন আগের বন্ধের সময় ওরা মেট্রো আর বাস ভারা বেড়ে যাওয়ার ইস্যু জোগ করেছিল। এখানেও তাই করেছে।

    কদিন আগে কোথায় যেন পড়লাম, কয়লার দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, বিদুৎ এর দামও বোধয় ঐ জন্যেই বাড়ছে।
  • pi | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৪১ | 72.83.98.106
  • SB, ঐ এক্সট্রিমিস্ট আইডিয়া ই আবার আপনার 'সবথেকে ভাল' লাগলো। হুম।
  • quark | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৩৭ | 202.141.148.99
  • SB

    A 12-hour Bengal bandh called by the BJP to protest the hike in power tariff .....
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৩৬ | 114.31.249.105
  • বাইদাওয়ে, ঐ বাসের আগুনে ছুড়ে ফেলে দেওয়ার আইডিয়াটা খুবই এক্সট্রিমিস্ট, শুনেছিলাম ঐরকম অবস্থার মধ্যে পড়ে যাওয়া এক ভদ্রমহিলার কাছে, ওনার তখন ওরকম মনে হচ্ছিল!!

    Bratin, নিউজ চ্যানেল তো আপিসে দেখা যাবে না, আর কি বলছে সেখানে? আর কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে?
  • tkn | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৩১ | 122.162.42.97
  • আমি আপাতত গড়িয়াহাটের দিকে যাচ্ছি। শুনলাম গন্ডোগোল হয়েছে ওদিকে সকালে একটু। এখন জানিনা না কি অবস্থা, কিন্তু যেতেই হবে। তীব্র বিরক্ত হই প্রতিটি বন্ধের দিন কিন্তু কিভাবে প্রতিবাদ করব সেটা বুঝে উঠতে পারি না। বন্ধ, যে কোনো পার্টিরই ডাকা হোক না কেন, সফল হয় কবজির জোরে, আর সেই কবজি আমার মত সাধারণের ধরা ছোঁয়ার বাইরে
  • Bratin | ৩০ নভেম্বর ২০০৯ ১১:৩০ | 117.194.101.6
  • SB , এটা ও একটা কারন হিসাবে বলা হচ্ছে।
  • dipu | ৩০ নভেম্বর ২০০৯ ১১:২৯ | 207.179.11.216
  • ঃ-O !!
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১১:২৬ | 114.31.249.105
  • সবথেকে তো ভাল হয় যদি ঐ বাসে আগুন লাগানো গুন্ডাগুলোকে ঐ বাসের আগুনেই ছুড়ে ফেলা যায়। এইসব ফালতু কাজ বন্ধ হয়ে যাবে।

    ওদিকে ৩৫৬ হবে কিনা দেখতে জনতা আজই বোধয় আসছে দিল্লি থেকে, তাদের সামনে সরকার শক্ত হবে না এটাই বোধয় স্বাভাবিক। এখন তো এখানে যা অবস্থা, তাতে এনার্কি তৈরী করে ৩৫৬ চাওয়া হচ্ছে, নিজেরাই ক্যাল দিয়ে মেরেছে - - মেরেছে বলে চেঁচামেচি করছে, সেখানে এনার্কি দমন করতে কিছু করাটা বোধয় বোকামি, সুইসাইডাল ঃ-))
  • Bratin | ৩০ নভেম্বর ২০০৯ ১১:২১ | 117.194.101.6
  • News channel গুলো দেখতে একটু অনুরোধ জানাচ্ছি
  • dipu | ৩০ নভেম্বর ২০০৯ ১১:২০ | 207.179.11.216
  • কিন্তু আমারে কেউ বললোনি গ্ন, শ্ন, প্ন, ত্ন এইসবের পরে একখান স্পেস আসছে কেন। ম্ন, ঘ্ন, ন্ন এইসবের পরে আসছে না।
  • Bratin | ৩০ নভেম্বর ২০০৯ ১১:১৯ | 117.194.101.6
  • আচ্ছা আরো 'স্পেসিফিক' হওয়া যাক ।আমি শাসক দলের বন্ধ দমনে 'অনীহা' র দিকে দৃষ্টি আকর্ষন করতে চাইছিলাম ঃ-))
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১১:১৭ | 114.31.249.105
  • Bratin, খুব একটা সাক্সেসফুল বোধয় নয়, প্রায় সব অফিসই খোলা। এখানে দুটো ব্যাপার ঘটে দেখেছিঃ

    ১। একবার কংগ্রেসের ডাকা বন্ধে একটা বাস পুড়িয়ে দিয়েছিল, কিছু যাত্রি পুড়ে মারাও গেছিলেন। তারপর থেকেই সব্বাই ভয় পায়।

    ২। বন্ধ সফল করতে বেশী জনসমর্থনের দরকার হয় না, কয়েকজন গুন্ডা থাকলেই হোয়ে যায়, ট্রেন আটকানো তো সবথেকে সহজ। তাছারাও এই মুহূর্তে এখানে প্রায় এনার্কি চলছে। বাজে সিচুয়েশন!
  • Arpan | ৩০ নভেম্বর ২০০৯ ১১:১৩ | 204.138.240.254
  • এতে সাফল্য-ব্যর্থতা খুব একটা প্রমাণ হয় কি? শহরের কয়েকটা স্ট্র্যাটেজিক জায়গায় গুন্ডামি করলে এরকম অবস্থাই তৈরি হবে। আমরা বাঙ্গালী টাইপের দলগুলি করলেও হবে।
  • . | ৩০ নভেম্বর ২০০৯ ১১:১২ | 219.64.79.84
  • এটাকে "সফল" বলে নাকি?!
  • Bratin | ৩০ নভেম্বর ২০০৯ ১১:০৭ | 117.194.100.52
  • SB, আমি বাংলা তে BJP সমর্থনে ডাকা বন্ধ কেন এত সফল সেই নিয়ে বলেছিলাম ঃ-)).....
  • Bratin | ৩০ নভেম্বর ২০০৯ ১১:০৫ | 117.194.100.52
  • আমি বালীখাল থেকে এয়ারপোর্ট হয়ে রাজারহাট হয়ে DLF যাই
  • san | ৩০ নভেম্বর ২০০৯ ১১:০৫ | 123.201.53.3
  • ইন্দোদা, ক্যামং আছ?
  • tkn | ৩০ নভেম্বর ২০০৯ ১১:০১ | 122.162.42.97
  • আমি ঐ রাস্তার ওপরেই। তেমন কিছু তো দেখছি না। তবে বাস বোধহয় একটু কম মনে হচ্ছে। গাড়িটাড়ি তো চলছেই
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৫০ | 114.31.249.105
  • হ্যাঁ! আমিও ঐ রাস্তায় এলাম ঘন্টাখানেক আগে।
  • Arijit | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪৮ | 61.95.144.122
  • আমি যখন এসেছি তখন তো ঠিকই ছিলো - পাটুলি টু রুবি।
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪৬ | 114.31.249.105
  • আজ নাকি সকাল ছটার আগেই বাসে আগুন জ্বালিয়ে দিয়েছে, এমনকি ডিএলএফ বিল্ডিং এর সামনের রাস্তাও বন্ধ! আমি তো নির্বিঘ্নেই অফিস পৌঁছে গেলাম সকালে, চিংড়িঘাটা কুলকাল। মেয়ের ইস্কুল খোলা, স্কুলেও গেছে, একটু চিন্তায় পড়ে গেলাম ঃ-(

    করোর কাছে রুবির দক্ষিন দিকের বাইপাসের খবর থাকলে জানিও প্লীজ --
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪৫ | 173.26.17.106
  • এম, এইমাত্র ছেলের গান শুনলাম, ছেলে তো দিব্যি গায়ঃ)
  • Bratin | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪৫ | 117.194.100.52
  • BJP সমর্থিত এই প্রথম বন্ধ ও যেতে পারলাম না। VIP অবরোধ। বাস পুড়ছে। ট্রেন বন্ধ। DLF bldg এ ভাঙ্গচুর । এ রাজ্যে যে দল র অস্তিত্ব দেখার জন্যে 'দূরবীন' ব্যবহার করতে হয় তাদের বন্ধে এই রকম সাড়া really interesting ঃ-))
  • san | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪৪ | 123.201.53.3
  • তুই আর গেছিস !
  • dipu | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪৪ | 207.179.11.216
  • একদিনে নেমে গ্যালো? তাইলে তো যাওয়াই যায়। (এখনো নন্দী হিলস যাওয়া হলনি ঃ-()
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪২ | 59.93.207.237
  • লুরু থেকে বেলুর যাবে ক্যান? ইদিকে তো গঙ্গা পেরোলেই বেলুর। দুপুরে গেলে ভোগ খাওয়ায়।
  • san | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪১ | 123.201.53.3
  • কাল চমৎকার বেলুর-হ্যালেবিডু-শ্রাবণবেলাগোলা ঘুরে এলাম। বেলুর দেখে আমি জাস্ট বাকরুদ্ধ, কোনো বিশেষণই যথেষ্ট নয়। যারা লুরুতে থেকেও ল্যাদ করে যাচ্ছেন না ( যেমন আমি গত সাড়ে তিন বছরে গিয়ে উঠতে পাচ্ছিলাম না) তারা জানেন না কি মিস করিতেছেন !
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৪০ | 59.93.207.237
  • পাবলিক ছারাও আমি ভয় খাই। গ্যানাগ্যান ভয় পায়। গাড়ি ভাঙলে কি হবে অ্যাঁ?
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩৯ | 59.93.207.237
  • আমি আপাতত অ্যান্টি আপিস আর প্রো বন্ধ প্রচার চালাচ্ছি ঃ)
  • . | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩৭ | 219.64.79.84
  • পাবলিক বন্ধ নিয়ে খামোখা ভয়ও পায়! গত সাড়ে তিন বছরে দুটো বন্ধ ছাড়া সব বন্ধেই আপিস গেছি। একটু অসুবিধে হয়। কিন্তু যাওয়াই যায়।
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩৫ | 173.26.17.106
  • ব্ল্যাংকি তুমি আপিশের পথে নাকি রাস্তায় ঘুরে ঘুরে চাদ্দিকে দেখছো?
  • . | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩৫ | 219.64.79.84
  • বাস ভাঙতে বা জ্বালাতে দশ বারোটা লোক জোগাড় করলেই তো এনাফ। সমস্যা কি? ট্রেনলাইনে দেখলাম মাঙ্কিটুপি পরা মাফলার জড়ানো দশ বারোটা বাঁদর একটা প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েছে। কলার টোপ দেখালেই হল।
  • dipu | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩৪ | 207.179.11.216
  • হেথা মুখপোড়ারা কেউ বন্ধও ডাকে না। একদিনও এমন হলনি যে রাস্তাঘাটে কেউ উটকো ঝামেলা পাকালো আর আমি অফিস যেতে পাল্লুম না ঃ-(
  • Arijit | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩৩ | 61.95.144.122
  • না সেরকম নয় বলেই শুনলাম - রেডিওতে। আর ভাজপার কে একটা যেন বলেছিলো চ্যালেঞ্জ নিয়ে বন্‌ধ করবে...

    আসল কথা হল এখন এখানে যা হালত তাতে "অল কলকাতা পিপিলীকা-প্রেমী সংগঠন' বন্‌ধ ডাকলেও সেটা নেমে যাবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত