শমীক - ওটা স্মল পক্স - জলবসন্ত। সে আর কারো হয় না। আমাদের চিকেন পক্সের ভ্যাকসিনেশন হত না। এখন হয়। ঋতিকে দিয়েছে - সে চিকেন পক্স হয়ে গিয়ে থাকলেও এখন দেয়, কারণ ওই একই ভাইরাসে হারপিস হয়।
Arijit | ০৩ ডিসেম্বর ২০০৯ ১০:১৯ | 61.95.144.122
ওরে ওটা তামিল। একটা ছুন্দরী মেয়েকে বলে আয় গিয়ে;-)
Binary | ০৩ ডিসেম্বর ২০০৯ ১০:১৮ | 70.64.19.80
আরে সমীক এ টীকা সে পক্সের লয়, ওটা যে পক্সের টীকা সে আর প্থিবীতে নেইকো।
Samik | ০৩ ডিসেম্বর ২০০৯ ১০:১৭ | 122.162.75.204
আচ্ছা, তোংরা কেউ পক্সের টীকা নাও নাই? সেই যে, বাহুমূলে একটা গোল চাক্তি? আমার্তো আছে। শুনেছি ঐ চাক্তিই নাকি আমাকে সারাজীবন পক্স থেকে বাঁচাবে। আমার এখনো পজ্জন্ত পক্স হয় নাই।
পক্সো-টক্সো- আলোচনা দেখে, মনে হল, সেই কবে কোন হাপপ্যান্টু বয়সে হয়েছিলো, কি করে হয়েছিলো, কি হয়েছিলো মনে নেইকো। ইউরোপের কোনো কোনো শহরে, রেওয়াজ ছিলো পক্সপার্টি। কোনো বাচ্চার পক্সো হলে, তার বাড়ীতে অন্য বাচ্চাদের এনে পার্টী হত। যাতে সক্কলের হয়, ছোটোবেলায় ল্যাটা পক্সের শেষ হয়।
নইলে, আমার সেই মাদ্রাজী সহকর্মীর মতন হবে, ধাড়ি বয়সে পক্স হয়েছিলো তার, ২১ দিন পরে অপিশে এলে তাকে আমরা চিনতে পারিনি, মাথা-মুখ-হাত-পা ঘন দাগে ভর্তি
h | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৬:৪৬ | 61.95.144.10
শ্রাবণীদির লেখাটা বেশ ভালো লাগলো।
aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ০১:০০ | 168.26.215.13
ভুল জানালা থেকে কপি করছিলাম। ঃ(
Du | ০৩ ডিসেম্বর ২০০৯ ০০:৫২ | 65.124.26.7
আগে কেন হয়নি জানতে চাই।
aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ০০:৫১ | 168.26.215.13
ও হ্যাঁ হয়েছে। ঃ)
aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ০০:৪৬ | 168.26.215.13
আচ্ছা মতামতের জানলা খুলে লেখা কিছু ওপেন অফিসে ট্রান্সফার করে কি করে? কপি এবং পেস্ট করলাম, তারপর সিলেক্ট করে বাংলাপ্লেন করলে অক্ষমভড় দেখায় আর ইউনিকোড করলে উড়িয়ে দেয়। আমি আগে করেছি কিন্তু এখন কিছুতেই মনে পড়ছে না কি করেছি। ঃ((
vikram | ০৩ ডিসেম্বর ২০০৯ ০০:০১ | 86.42.4.243
বাবু ইন্দো ডাগদার, তাও এগটা কথা - একটা সিংটম কেউ লেকে না - আমার হইচিলো বলে বলছি। প্গসের সিংটমের শেষ্হ লম্বর হলো - ইউ গেট ভেরি ইরিটেবল। সত্য নাকি?
সেরে গেলে যা দুর্বল লাগবে না, ভাবা যায় না। না খেয়ে নাচুনি পুরো।
aka | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৩ | 168.26.215.13
খুব খারাপ। সবার সামনে বলার মতনই না। ;)
Bratin | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 117.194.97.236
আর্য্য কি খবর? দেশ এবং দশের?
aka | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:২৭ | 168.26.215.13
হোয়াট ডু ইউ মিন বাই ঢুকুঢুকু।
বিটিডব্লু আমি বেশ ভালো আছি, শুধু একটু কাশি বাদ দিয়ে।
tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:২৫ | 122.163.79.91
ভাগ্যিস আর কেউ নেই এখন ঃ-)))
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:২০ | 143.111.22.23
ঘুম হলেও বহু কারণে রক্তচক্ষু হয় তো। রেতের বেলা ওনার একটু ঢুকুঢুকু হয়। আপনারে বললাম, আর কাউরে বলবেন না।
tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:০১ | 122.163.79.91
কিন্তু তুমি তো কালও ঘুমোতে গেছিলে! তাইলে রক্তচক্ষু কোত্থেকে পেলে!!!
tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:০১ | 122.163.79.91
অক্ষর জন্য ঘরভরা গার্বার প্রেসক্রাইব কল্লুম
d | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:০০ | 117.195.39.105
এদিকে আমার আগে হার্পিস, পরে পক্স, এখন কিচ্ছু না। ঐজন্য আমারে পাত্তা দিল না। যাই ঘুমোতে যাই। রোজরোজ এই রক্তচক্ষু আর তিরিক্ষি মেজাজ নিয়ে অফিস যাওয়া ঠিক নয়।
Bratin | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৫৪ | 117.194.97.236
রঞ্জন দা, ঐ সময় একটা ভাট হবে । আমি একটু চাপে আছি। সেটা কাটিয়ে সবাই কে যোগাযোগ করছি
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৪৩ | 143.111.22.23
আর আমার এখনও পক্সও হয় নাই। এরপর আসবে হার্পিস, তারও পরে নাকি ব্রণ।
I | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৪০ | 59.93.245.4
নাঃ, আমি সত্যি ছেলেমানুষ। এমনকি সেদিনের ছুঁড়ী টিকেন্দারো হার্পিস হয়ে গ্যালো। আর আমি এই সবে পক্স দিয়ে শুরু করলাম। কিন্তু ডিডি-ও তাইলে ছেলেমানুষ। জয় গোঁসাই তো আমার বয়সী।
tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৪০ | 122.163.79.91
হ্যাঁ, টিউটোরিয়ালের ছেলের জবানীও আছে তো একটা
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৩৯ | 143.111.22.23
ঃ-(
I | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৩৬ | 59.93.245.4
টিউটোরিয়ালের একটা উত্তরকান্ড আছে না? ছেলের জবানী! সায়ন্দা লিখে দিলে পারে তো।
অক্ষদা, ঐ সার সার মায়েদের মধ্যে আমার ছেলের মা-ও বসে আছে।
tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৩৬ | 122.163.79.91
হায়ার সেকেন্ডারী পরীক্ষা শুরু হল। প্রথমদিন পরীক্ষার হলে, লিখছি, হঠাৎ তিনি পড়লেন হুড়মুড়িয়ে। জ্বর ছিল একটু আগের দিন রাত থেকে, তবে বসন্তসমাগমের আঁচটিও পাই নি। এলেন যখন, সারা শরীরে আলোড়ন তুলেই এলেন। বাকি সব পরীক্ষা একা একা একটেরে ঘরে বসে। তারপরেও কিন্তু হার্পিসও হল, এই তো বছর পাঁচেক আগেই। সবই হয়ে গেল, এখন বাকি আছে শুধু ব্রন। ওটা হলেই ল্যাঠা চুকে যায়
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:২৯ | 143.111.22.23
ঐ টিউটোরিয়াল কবিতাটা প্রথমবার পড়ার সাথে সাথে আমার চোখের সামনে সাউথ পয়েন্টের উল্টো দিকের বাড়ির সিঁড়িতে বসা সারি সারি মা'র ছবি ভেসে উঠেছিল।
dd | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:২৭ | 122.167.14.188
ইন্দোদা
আর আমারে আমার চোখের ডাগদার কইলো ক্যানো বয়সকালে ফক্স হয় নাই? আপুনের?এ জন্নেই চোখ গ্যালো চোখ গ্যালো ঐ সব। মিছে কথা কইলো। সে যাগ্গে।
দ্যাখ ইন্দোদা, জয় গোঁসাই আর আমি প্রায় সমবয়সী। শুদু তাই ই নয়, অল্মোস্ট সেম এজ। তো জয় ভাই এট্টু ডায়ারী টাইপের কবি। রোজের টা রোজ পদ্দ ল্যাখে। আমি কিন্তু খুব রিলেট কত্তে পারি।
ঐ, x বয়সে ব্রণ y বয়সে প্রথম গাঁজা Z বয়সে পোথোম গেঁটে বাত (সে কি রোমাঞ্চ) q বয়সে শ্বেত সন্তাসের শুরু। পোথোম পাকা চুল। ..... ইত্যাদি। এবং ইত্যাদি।
তুই তো আমার থেকেও ছোটো। বিচ্চিরি রকমের ছেলে মানুষ। কি করে টের পাস জয় গোঁসাই এক্কেরে মনের কথা কইলো ?
তাইলে তুই বোধয় খুব ইনটেলিজেন্ট, অ্যামন কি বুদ্ধিমান। তাই ?
ranjan roy | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:২৬ | 115.184.75.156
অক্ষ, রোয়াল্ড ডাহল্ কি সেইছোট গল্পের কলেকশন, যাতে চাঁদের কাছে নৌকো নিয়ে নায়ক সিঁড়িতে করে বৌকে চাঁদে তুলে দিয়ে সেই মইটা সরিয়ে নিচ্ছে?
ranjan roy | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:২৩ | 115.184.75.156
আচ্ছা! শেষমেষ কোলকাতায় রিয়েলিটি ভাটের কী হলো? কেডিদার প্রোপোজাল ফাইনাল হোলো কি না? আমি ৮ থেকে ২০ জানুয়ারী থাকবো ভাবছি। যদি জামাতাসদৃশ "'অভ্যু'' বাবাজীবনের সঙ্গে দেখা হয়ে যায়, সেই আশায়। আর এই ক'দিন একটা সাদা লোমঝোলা বুড়ো ছোট্টখাটো লাসা কুকুর কোথায় পয়সা দিয়ে রাখা জায়, তেমন কোন সন্ধান কারো জানা আছে কি? তাহলে মা ও গিন্নি সবাইকে নিয়ে কোলকাতায় আসবো। চুঁচড়ো ও যেতে হবে।
d | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:২৩ | 117.195.39.105
এদিকে আমার আগে প্রায় প্রত্যেক গরমে হার্পিস হত। ডাক্তার ক্যালাড্রিল লোশান লাগাতে দিত। কিরকম অদ্ভুত জ্বালা করত আবার ভেতর থেকে ব্যথাও করত। ঃ( তারপর পক্স হয়ে যাওয়ার পর থেকে আর হয় নি কখনও।
I | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:১১ | 59.93.245.4
হার্পিস ফক্স হলেও হতে পারে, না হলেও হতে পারে। ফক্সের জীবাণু শরীরে ঢুকলেই হল।
d | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:০৬ | 117.195.39.105
বড়ম'র অর্কুটে আপানো আছে।
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:০৫ | 143.111.22.23
M'র ছেলের গানের লিংকটা কোথায় ছিল, আর খুঁজে পাচ্ছিনা। আরেকবার দেবেন M?
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:০৪ | 143.111.22.23
রোয়াল্ড ডাহ্ল্- পড়ে ফেল মায়ে পোয়ে একসাথে। আমার খুবই পছন্দের।
Du | ০২ ডিসেম্বর ২০০৯ ২১:৫৯ | 65.124.26.7
লিখেছে মানে একটা ফিল্ম রিভিউতে পড়লাম।
শেয়ালকে শুধু উপেন্দ্রকিশোরই পক্ষপাত করেননি।
Du | ০২ ডিসেম্বর ২০০৯ ২১:৫৭ | 65.124.26.7
আমার হয় প্রবল চকোলেটস্পৃহা - যখন তখন। কাল ভর বৃষ্টি ঘনঘটায় গিয়ে fantastic Mr Fox দেখে এলাম। অন্যরকম অয়ানিমেশন ভালো লাগলো আর আমি রোল্ড ডাহ্ল পড়িনি - ছেলের খুব প্রিয় - লিখেছে এই সিনেমাটা নাকি লেখার ওপর বেশি সুবিচার করেছে আগেরটার চেয়ে।
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২১:৫০ | 143.111.22.23
এই টার্কিপরব আর যীশুপুজো মিলে বেশ একটা পুজো পুজো ভাব হয় এখানে এখন। ছুটি থাকে ভাঙ্গা ভাঙ্গা অল্পকদিন কিন্তু ছুটির মেজাজ থাকে প্রায় দুমাস। হাজারটা হলিডে পার্টি, আলোর খেলা, আকাশ জোড়া বাজি। কিন্তু আমার ছুঁকছুঁকানি অন্যত্র। নানারকমের শীতকালীন কফি পাওয়া যায় স্টারবাক্সে। কাল খেলাম পিপারমিন্ট মোকা। আজ খাব জিঞ্জারব্রেড ফ্রাপুচিনো।
a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২১:৪৩ | 143.111.22.23
পরম স্নেহভাজনেষু ইন্দোবাবা,
তোমার পত্র পাইয়া বড়ই আনন্দ পাইলাম। কাশীতে আসা অবধি আমার মনে সুখ নাই। সংসারের মায়া কাটাইতে পারি নাই বুঝিয়াছি। আনন্দনাড়ুতে আনন্দ নাই। ও নাড়ু পাঠাইলে তোমার দন্তস্খলন হইবে, আনন্দ আসিবেনা। তোমার জন্য আমি বড় বাজার হইতে চাকর কে দিয়া বিলিতি বিস্কুট আনাইয়ছি। এরা কি বলে বিটানি না কি, সেই বিস্কুট। মাঝে২ খাইয়া দেখ, বল পাইবে।
আং
dd | ০২ ডিসেম্বর ২০০৯ ২১:৪১ | 122.167.14.188
ইন্দোদা ফক্স হয়েছে তো ভালো হলো। জানিস, আমার কখনো ফক্স হয় নি। তাতেই শেষ বয়সে (সাত বছর আগে) চোখে হার্পিস হয়ে এক কেলেংকারি। প্রায় অন্ধ হয়ে যাচ্ছিলাম। বাংলা সাহিত্যের কি ভাগ্গি, শেষ মেষ অন্ধ হলাম না।
বয়স কালে ফক্স না হলে না কি অম্নি হয়। ভাইরাসেরা ঘাপটি মেরে বসে থাকে। তারপরে সময় বুঝে ..... উহু হু। সত্তি না কি রে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন