এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:৩৪ | 59.93.220.138
  • সে এক জমানা ছেল। কত লোকে একসঙ্গে ভাট কত্ত। বালাপোষ মুড়ি দিয়ে বসে, চা-মুড়ি -বদাম খেতে খেতে...

    এখন পাঁচজন লোক একসাথে একত্তর হয় কি না সন্দ। ছ্যাঃ !
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:৩১ | 59.93.220.138
  • আরো একজন জীবু ছিল। লম্পটমতম। শরচ্চন্দ্রের ছা।
  • Sayantan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:৩১ | 159.53.46.141
  • স্যার টিকেন্দা, হামি ম্যাগ্যানলাল মেঘরাজ না আছি।
  • Sayantan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:৩০ | 159.53.46.141
  • ইন রিয়্যালিটি, পাখীর নীড়'এর মত চোখঅলা কেউ কটমট করে তাকালেই আত্মারাম খাঁচাছাড়া হবার প্রভূত সম্ভাবনা।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২৬ | 204.138.240.254
  • কী আবার করিব? নিভৃতে দারুচিনি দ্বীপ সন্ধান করিব!
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২৬ | 59.93.220.138
  • বনলতা তো তোমার নাম শুনলেই পেলিয়ে যাবে হে পোন্দি !
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২৫ | 122.173.186.215
  • মিলিলে তুমি কি করিবে তা আগে ঠিক করিয়া লও। আর, তুমি যে জীবু এইটা এদ্দম শিওর কি?
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২৪ | 216.52.215.232
  • * সাক্ষাৎ
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২৪ | 122.173.186.215
  • সায়ং যতবার এই ঘন্টা গোনাটা বলছে ততবারই আমার মনে হচ্ছে হাতের পাঁচ আঙুলে পাঁচটা আঙটি পরে চেয়ারের হাতলের ওপর হাত রেখে একবার আঙুলের ঢেউ খেলিয়ে নিচ্ছে বলার পরে...
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২৪ | 204.138.240.254
  • আজ দুটো টেলিফোনিক। কাল মুখোমুখি বসিবার দিন। হায় আমিও কি তেমন জীবু যে বনলতার সক্ষাৎ মিলিবে?
  • Sayantan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২২ | 159.53.46.141
  • পোন্দি আজ ক'টা ইঃভিঃ নিলে?

    আর সাড়ে সাতাশ ঘন্টা ...
  • aka | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২২ | 168.26.215.13
  • পোন্দা এবং পোন্দি দুটোই কেমন বাজে নাম। ছ্যাঃ।
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২০ | 122.173.186.215
  • ঃ-((((((
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২০ | 204.138.240.254
  • এঃ "এতদ্বারা' লিখিতে ভুলিয়াছি!
  • Samik | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:২০ | 219.64.11.35
  • এ মা, রবীন্দ্রনাথ পটিও কত্তেন? ঃ-)
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:১৯ | 216.52.215.232
  • তো, প্রমাণিত হইল যে টিকেন্দার অনুরোধ < রাঙাদির চ্যালেঞ্জ।
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:১৩ | 59.93.220.138
  • হুঁ। কানারাম। ইংরাজী করে বল্লে শ্রবণসুখ।
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:১২ | 122.173.186.215
  • ঃ-)
    তাতে কি কিছু আরাম হইল?
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:১১ | 216.52.215.232
  • উচ্চারণদোষে কেমন অসুব্যমতন শোনাইবে তাহা তদ্‌গতচিত্তে ভাবিতেছি।
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:১১ | 59.93.220.138
  • নিমের বড়া পাইয়া নিমাই নাচিতে লাগিল
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০৯ | 59.93.220.138
  • স্যরি, পোন্দি।
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০৭ | 122.173.186.215
  • এদিকে ইন্দোদি কি নিমডালে মন দিলেন!!
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০৭ | 59.93.220.138
  • হ্যাঁ, রাঙাদি অমন চ্যালেঞ্জিলে লিখব বৈ কি ! অবিশ্যি লিখব !

    আর উলটপুরাণ চালু কত্তে চান? এই যেমন স্যান্দা আর সান্দি,অপ্পন্দা (ছোট করে কইলে পোন্দা)... এইসব আর কী !
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০৬ | 122.173.186.215
  • নেক্ষট ইয়ারে নেক্ষট বাড্ডেদ্দিন ঃ-))
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০৫ | 204.138.240.254
  • টিকেঞ্জির নেক্ষট হেপি বাড্ডে যেন কব্যে?
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০৩ | 122.173.186.215
  • টিকেন্দাও ! ঃ-)
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০১ | 204.138.240.254
  • তবে, কূটপ্রশ্ন হইল আমরাও কি তব্যে ইন্দোদি বলিয়া পুকারিব?
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০০ | 122.173.186.215
  • শখা-আহ্লাদ থাকতে আছে
    জানলা খোলাও রাখতে আছে
    এই কতাই তো কইছে ইন্দোদি, নাকি?

    আহা, ওই উদ্ধৃতিটা কোত্থেকে পাইলেন! সেখান থ্যাকেল ল্যাকেন না আরো খানিক!
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২০:০০ | 216.52.215.232
  • আহা, উদ্ধৃতি লিখতে কয়েছে, উদ্ধৃত করতে তো কয় নাই। ঃ-)))
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৬ | 216.52.215.232
  • হ্যা, ব্যাচিলর মানুষের যেন শখ-আহ্লাদ থাকিতে নাই!
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৩ | 59.93.220.138
  • আরে , অত বই কি হাতের কাছে আছে না কি? বই পাঠ্যে দেন, তবে তো লিখব !
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৫২ | 122.173.186.215
  • আপনি আরো খানিক এমন উদ্ধৃতি ল্যাখেননা ক্যানো ইন্দোদি? পড়তে সাধ হয়...
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৫০ | 59.93.220.138
  • তাছাড়া গণনাথ ছিলেন ইয়ে, যাকে বলে ব্যাচিলর মানুষ। তাঁর আবার অত ইসে কী?
    ছিঃ, আম্নেরা এ-ও খবর রাখেন না? উনি তো আজীবন বে-ই করেন নি!
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৯ | 122.173.186.215
  • সেই, গুরুদেবেরও যে পেটে পেটে এতো তা কে জানতো!
    তবে রাতে জানলা খুলে শোয়া মানে মশার আধিক্যও ছিল না! আহা, কি সব দিন ছেলো!
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৮ | 59.93.220.138
  • ওঃ ! শুনছেন না গরমকাল ! সওয়া বারোটা আর কী এমন রাত্তির ! তাছাড়া শান্তিনিকেতনে অত কেউ লোকলৌকিকতার ধার ধারতো না। তার ওপরে গুরুদেবের পেটের ব্যামো বলে কথা। কারো মাথার ঠিক থাকে?
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৫ | 122.173.186.215
  • অপ্পন, হয়ত দরজা ঘুর পথে ছিল, জানলা ছিল হাতের কাছে.. এখন এই সব বাক্সবাড়িতে কেউউ অমন করে ডাকে না ঃ-((
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৪ | 122.173.186.215
  • এই তো এই তো আছি আছি ঃ-) দুটো কাজ সেরে এক্কাপ কফি নে এলুম, বলেন..
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪০ | 204.138.240.254
  • ভালোই। তবে তখন দরজায় কলিং বেল কি নিদেনপক্ষে কড়া ছিল না? রাত সওয়া বারোটায় লোকের বাটির জানলা হইতে সদলবলে মুখ বাড়ানোটা কেমন ইসে মত!
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৩৬ | 59.93.220.138
  • ও কি, সবাই চুপ মেরে গেলেন কেন? ও গোল্লাজী, ও টিকেন্দা, ও ভুতোবাবু!
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৩০ | 59.93.220.138
  • তব্ব্যে?;-)
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:১৯ | 59.93.220.138
  • আলবত ছিল। রায়বাহাদুর গণনাথ সেনশর্মা-র "বায়োকেমিকের বিস্ময়' বই থেকে উদ্ধৃত করছি শোনো ঃ

    "... গুরুদেব তৎকালে শ্যামলী গৃহে অবস্থান করিতেন; একদিন রাত্রি সওয়া বারোটার সময় আমার বাটির সম্মুখস্থ জানালা হইতে মুখ বাড়াইয়া প্রমথ বিশী, সুরেন কর, নগেন আইচ ও আরো কয়েকজন ব্যস্ত-সমস্ত হইয়া হাঁক দিয়া বলিলেন-"গণবাবু জাগিয়া আছেন নাকি? শীঘ্র চলুন, গুরুদেব পেটের ব্যথায় কেমন যেন ছটফট করছেন।' আমিও তৎক্ষণাৎ একখানি উড়নি গায়ে জড়াইয়া বায়োকেমিকের বাক্সটি হাতে লইয়া রওয়ানা হইলাম। গ্রীষ্মের রাত্রি, শালবীথি হইতে মৃদুমন্দ হাওয়া আসিয়া শরীর স্নিগ্‌ধ করিতে লাগিল...
    গিয়া দেখি গুরুদেব ব্যথায় অত্যন্ত কাতর; গৌরবর্ণ মুখশ্রী পাণ্ডুর হইয়া উঠিয়াছে। আমাকে দেখিয়া বলিলেন- গণ, এলে? এই দেখো না, নাভির কাছটাতে অসহ্য বেদনা বোধ কচ্ছি; সন্ধ্যের থেকেই এমন, রথী পুলটিশ লাগিয়েছে, কয়েক দাগ বেলেডোনা খেলুম, কিছুতেই কাজ হচ্চে না... আমিও তৎক্ষণাৎ নাড়িতে হাত রাখিয়া প্রয়োজনীয় পরীক্ষা শুরু করিলাম। পরীক্ষান্তে উপযুক্ত ঔষধটি বাক্স হইতে বাহির করিয়া দুই দাগ গুরুদেবের মুখে দিলাম, গুরুদেব অত্যন্ত ক্লেশের সহিত তাহা গলধঃকরণ করিলেন।

    .... বলিলে প্রত্যয় হইবে না, রাত্রি দেড় ঘটিকার সময় গুরুদেব বাহ্যত্যাগ করিলেন। মলের সহিত এই বড় বড় দুইটি রক্তাভ গোলকৃমি বাহির হইয়া আসিল। কেঁচোদুইটি কয়েকবার কিলবিল করিয়া, ইংরাজিতে যাহাকে writhing movement বলে-স্থির হইয়া গেল।... দশ মিনিটের মধ্যে গুরুদেবের পেটের পীড়া সম্পূর্ণরূপে নির্মূল হইল... গুরুদেব হাসিয়া বলিলেন, গণনাথ, কী ওষুধ দিলে হে, আবার যে নতুন বল পাচ্চি, বিশাল বাতকর্ম হল, মনে হল সব গ্লানি ওরই সঙ্গে বেরিয়ে গেল-তুমি একবার এসো তো হে কাল সকালে তোমার ঐ বায়োকেমিকের বাক্স নিয়ে, ও জিনিষ নিতান্তই শেখা দরকার দেখতে পাচ্চি!

    .... সংক্ষেপে এই হইল গুরুদেবের বায়োকেমিক চর্চ্চার পশ্চাদিতিহাস।"
  • tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:০৮ | 122.173.186.215
  • অরিজিৎ, ভোলিনি স্প্রে করে হাঁটো, অতটা বেদনা টের পাবে না। এক্‌দম ফার্স্ট হ্যান্ড/লেগ অভিজ্ঞতা ঃ-)
  • o | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:০৬ | 125.18.104.1
  • বহোৎ গাজর খায়া। অব দোসা খা।
  • Bhuto | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৯:০০ | 203.91.207.30
  • দেখি এবার বেরই। অনেকদিন পরে বেঙ্গালুরুর উইকেন্ডের বাজার কেমন দেখি ঃ)
  • Bhuto | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৯ | 203.91.207.30
  • হায় হায় ডাগদারদাদা ভুগে ভুগে কেমন 'আমি কোথায়' টাইপ হয়ে গেছে। ফুটকি যেন কে- শুনে মনে হচ্ছে।

    ওদিকে ফুটকি শুনলে বাচ্চা মেয়ের কথা মনে পড়ে শোনার পর ফুটকি পাল্টে গোল্লা এসে গেছে ঃ)
  • o | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৮:৫০ | 198.96.180.245
  • স্যারের ছিল না। অধ্যাপক বিধুভূষণ চক্রবর্তীর লেখা "চিকিৎসকের সান্নিধ্যে রবীন্দ্রনাথ" বইটাতে পড়েছি।
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৫ | 59.93.220.138
  • গুরুদেবের পেটে কী কৃমি ছিল? ক'হাত লম্বা? কেমন রং? তাই নিয়ে কি কোনো উৎকৃষ্ট গবেষণা হয়েছে কোথাও?
  • o | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৩ | 198.96.180.245
  • বসন্তে কি শুধু কেবল কুচোকৃমির খেলা!
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৮:৪০ | 59.93.220.138
  • সুতো না ফিতে? টোপ না টেপ? টেপওয়ার্ম বলছো তো? না হে, আমার কুচো-ই পছন্দ।
  • I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৮:৩৮ | 59.93.220.138
  • কয়েকদিন ধরেই একটা কথা মনে হচ্ছিল-গুরুতে আমরা এত কিছু করি, অনুবাদ কিন্তু কেউ খুব একটা সিরিয়াসলি চর্চা করি না। আসলে মার্কেজের strange pilgrims পড়তে পড়তেই মনে হচ্ছিল কয়েকটা গল্প অনুবাদ করতে পারলে দারুন হবে।
    আজকে অন্য একটা সাইটে গিয়ে একটা অনুবাদ-গল্প পড়তে পড়তে আবার সেকথা মনে পড়ে গেল।
    এতজন তো আছেন-কেউ একজন শুরু করুন না !
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত