এ কাপ্তান সে কাপ্তান নয়, এখানে কাপ্তান = দায়িত্বশীল নেতা।
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:০৭ | 61.95.144.122
চন্দ্রলেখা সম্ভবতঃ একটা পুরনো হিন্দি সিনিমাও আছে - যাতে একটা বিখ্যাত ঢাকের ওপর নাচার সীন ছিলো - আর সেই ঢাকের মধ্যে থেকে হিরো অ্যাণ্ড হিজ গ্যাং বেরিয়ে আসবে।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:০৬ | 24.4.99.4
না না ইয়ার্কি না, "স্টুডেন্ট আইডি" আর "এনরোলমেন্ট নং" দুটোই চেয়েছে। আমি ধরে দিয়েছি রোল নং দিলেই হবে।
a | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:০৫ | 122.162.15.176
আমি Nation skill registry করিয়েছি, আইবিএমে সবাইকে করাতে হয়। বেশ ভালো জিনিস
Bhuto | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:০৫ | 203.91.207.30
তামিল এও আছে শমীকদা। কিন্তু যতদূর শুনেছিলাম। মালয়ালমটাই অরিজিনাল। বাকিগুলো সব ঝাড়া। যেমন ভুলভুলাইয়া ঝেড়েছিল চন্দ্রমুখী থেকে।
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:০৪ | 198.96.180.245
কোনো কাপ্তানি নেই।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:০৩ | 204.138.240.254
ধোনি পুরো কাপ্তানসুলভ ইনিংস খেলছে।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৭ | 216.52.215.232
কলেজের রোল নং টা আমি মাকালি আগে শুনিনি। প্রথমে ভেবেছিলাম পামিদি সার্কাস্টিকালি বলছে।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৬ | 204.138.240.254
রেফারেন্স চাই না। দরকার পড়লে তাদের মেল করে জেনে নেই তাদের রেফারেন্স দেবো কিনা।
Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৬ | 170.153.65.102
লিংকডিন টা কি অর্কুটের ন্যায়?
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৪ | 61.95.144.122
হুঁ - কিন্তু আমি কারো কাছ থেকে রেফারেন্স চেয়ে উঠতে পারি না - কেমন একটা লাগে।
দিলে একটু তাড়াতাড়ি হয়। ব্যক্তিগত অভিজ্ঞতা। না দিলে একটু দেরি হয়। আর কোন অসুবিধা নাই। ঃ-)
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৩০ | 216.10.193.21
না, দেশে যে কাউকে SSN দেবার মত সাহস এখনও অর্জন করে উঠতে পারি নি। ঐটা ফাইট ব্যাক করব। যদি নিতান্তই বলে না দিলে জয়েন করতে পারবে না(মনে হবে না অদ্দূর যাবে বলে) তখন দেখা যাবে।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:১৭ | 204.138.240.254
SSN টা দিয়ে দিতে পারো। অনেককিছু ভেরিফিকেশন সোজা হয়ে যায়।
I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:১৪ | 59.93.208.59
হনুদা, মেল চেক কোরো।
dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০৭ | 207.179.11.216
ঃ-P ঃ-D
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০৬ | 198.96.180.245
আমার এক বন্ধু ফেসবুকে লিখেছে- finding a good HR professional is such a pain। তার উত্তরে আর এক বন্ধু লিখেছে- its nothing compared to the pain after you have found one।
dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০৫ | 207.179.11.216
হুঁ, ক্যাম্পাস থেকে। ক্যাম্পাসে মনে হয় প্লেসমেন্ট সেল লোড নিয়ে এইসব ভেরিফিকেশনাদি কাজকম্মো করে দ্যায়।
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩ | 61.95.144.122
এখানে একটা আইটি স্কিলস রেজিস্ট্রিও আছে - সেখেনে একবার সব ডকুমেন্ট দিয়ে দিলে একখান আইটি-পিন দেয় - অনেক কোং সেটা চায়। সেটা থাকলে আর এত কিছু কগজপত্র লাগে না। কারণ অলরেডি তোমার সব কিছু ভেরিফায়েড।
আমি করাইনি। আর কেউ করিয়েছ?
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০২ | 198.96.180.245
অনেক কোং বাবা-মায়ের পেশা জিজ্ঞাসা করে।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০২ | 216.10.193.21
সে কি ক্যাম্পাস থেকে বলে? ক্যাম্পাস থেকে জয়েন করে দেশে দু বছর চাকরি করেছি - কেউ কিচ্ছু জিগেস করেনি। প্রথম দিন ফাইল বন্দী সব মার্কশিট নিয়ে গিয়েছিলাম যদিও। তবে এখন দিনকালও পাল্টে গেছে।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০০ | 216.10.193.21
আজকাল এখানেও ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান ভালোমত হয় কিন্তু তারজন্য এমপ্লয়িকে এতকিছু দিতে হয় না। বাবার নামের ব্যাপারটা রিডিকুলাস। মাথা না ঘামিয়ে দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু ঐ, কেন কেউ জানে না।
dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯ | 207.179.11.216
আমাকে ঝ্যাঁক করে অ্যাপনমেন লেটার ধরিয়ে জিগাল কবে জয়েন করবে? আমি বল্লুম পয়লা জুলাই। জিগায় ওটা আরেট্টু এগোনো যায় না? আমি বল্লুম গাইড স্বল্প তেএঁটে। তখন বল্ল ঠিক হ্যায়, ওক্কে, পয়লা জুলাই ওদিকে য্যানো না হয়।
কাগজপাতি নিয়ে কোনো ফ্যাচাং, আব্দার করেনি।
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫১ | 61.95.144.122
ও - আমি আবার যখন আমার ওই টিসিএসের বন্ধুর মেল পেয়ে বলতে গেলুম যে তোমরা আমার ব্যক্তিগত ডেটা অন্য কোম্পানিকে দিয়েছ আর আমাকে জিগ্গেস না করে কনট্যাক্ট করেছ - তখন বলে এগুলো পলিসির মধ্যে পড়ে, অফার লেটারে লেখা আছে দ্যাখো। দেখলুম - সত্যিই আছে - বলেছে তোমার দেওয়া সমস্ত তথ্য আমরা একটি নিরপেক্ষ কোং কে দিয়ে পরীক্ষা করাবো।
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৬ | 61.95.144.122
বাবার নামও চেয়েছিলো। আর আমার অনুমতি ছাড়া কাউকে কনট্যাক্ট করা যাবে না এই অপশনটাও ছিলো না। এটা বিলেতে চাকরির ক্ষেত্রে দেয় দেখেছি।
কলেজের রোল নং চায়নি বটে, তবে মাধ্যমিক অনওয়ার্ডস সব পরীক্ষা - সব ইয়ার/সেমেস্টারের মার্কশীট চেয়েছিলো। এবং সমস্ত চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার।
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৩ | 198.96.180.245
এ দেশে সবকিছুতেই বাবার নাম বলতে হয়। ক্ষেত্রবিশেষে অভিভাবক বা স্বামী। কেন বলতে হয় এটা কেউ জানে না।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৩ | 216.10.193.21
আমার তো বাবার নাম আরো বাড়াবাড়ি লাগছে। লোকাল গার্জিয়ান হিসেবে কারুর নাম যে চায় নি এই ভাগ্যি।
শমীক, আমাদের দুজনের চাকরির ক্ষেত্রেই দেখলাম এই গাদাগাদা ইনফো চাওয়াটা নর্ম।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩০ | 216.10.193.21
আমার লাস্ট কোং-এর লাস্ট ম্যানেজার-এর লাস্ট নেমের বানান ভুলে গেছি। সে আবার রিটায়ার করেছে। লিংকড ইন-এও নেই। লাস্ট টু লাস্ট কোং-এর লাস্ট ম্যানেজারের পুরো নামই ভুলে গেছি, অল্প কয়েকদিনের জন্য ম্যানেজার ছিল। নাম ভুলে যাওয়ায় সার্চ করাও সম্ভব না। ইমেল তো নেই-ই।
রেফারেন্স হিসেবে যাদের নাম দিচ্ছি তাদের ছাড়া কাউকে কক্ষনো আমার অনুমতি ব্যতিরেকে কনট্যাক্ট করা উচিত নয়।
Samik | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৯ | 219.64.11.35
এত কিছু কাউকে তো কখনো জিজ্ঞেস করতে দেখি নি।
ভূতো,
চন্দ্রলেখা বোধ হয় তামিল মুভি। আমার কাছে ওর গানের ক্যাসেটটা আছে, একপিঠে চন্দ্রলেখা, অন্য পিঠে থিরুদা থিরুদা। এ আর রহমানের সুর। প্রথম দিককার। চন্দ্রলেখার টাইটেল সংটা অসাধারণ।
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৫ | 125.18.104.1
কলেজের রোল নাম্বারটা একটু বাড়াবাড়ি।
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৩ | 61.95.144.122
কেপিএমজি টাইপ কাউকে দিয়ে ভেরিফিকেশন করায়।
আমার কাছ থেকে আমার আগের চাকরির ডিটেলস চেয়েছিলো - কে প্রোজেক্ট লিড ছিলো ইত্যাদি সব। মজাটা হল সে লোকের সাথে আমার এখন যোগাযোগ নাও থাকতে পারে এবং তার যে মেল আইডি আমি জানি - ধরো তখনকার কোং আইডি - সেটাও না থাকতে পারে - যদি সে সেই কোং ছেড়ে দিয়ে থাকে।
আমি এগুলো দিয়েছিলুম - এই ভেবে যে ওরা নিজেরাই খোঁজ নেবে। আমার দায় নেই। হঠাৎ টিসিএসে আমার যে পিএল ছিলো - ঘটনাচক্রে তার সাথে আমার যোগাযোগ ছিলো - সে আমাকে একটা মেল ফরোয়ার্ড করে বলে - এটা কি ব্যাপার। দেখি কেপিএমজি কে-কি-কেন-কবে-কোথায় টাইপের কোনো ই®¾ট্রা না দিয়ে সিধে বলেছে অমুকের সম্পর্কে তুমি কি জানো ইত্যাদি।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:১৮ | 216.10.193.21
দেশে চাকরির জন্য যা ইনফো দিতে হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে। কলেজের রোল নাম্বার, শ্বশুরবাড়িতে কদিন থেকেছি(পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছি বলে), বাবার নাম - অদ্ভুত! তারসঙ্গে আবার এখানকার সোশাল সিকিওরিটি নাম্বারও চেয়েছে। দিই নি।
dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৩ | 207.179.11.216
হুম্ম। আম্মো দেখব ওই viaje।
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৪০ | 125.18.104.1
আদৌ পাওয়া যায়? কোথাও দেখি নি।
nyara | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৩ | 24.4.99.4
মাইমা, জ্ঞান গোঁসাইয়ের বাংলা গান প্রচুর আছে, কিন্তু বড়া খেয়াল কিছু নেই আমার কাছে। আপনি কি খুঁজছেন?
sinfaut | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১৭ | 203.91.193.50
দিপু দেখিনি।
আমি এখন সোলানাসের প্রেমে। ক্ষমতা আর সময় থাকলে El Viaje নিয়ে দু-চার কথা কইতাম। উফফ, কী ভালো সিনেমা!
Bhuto | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১২ | 203.91.207.30
বই ... নারী !!!!!!
Bartin | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০৫ | 125.18.17.16
বইনারী দা,SAP তে আগে কাজ করি নি। সেখানে নলেজ লাভ করছি
Bhuto | ০৪ ডিসেম্বর ২০০৯ ১২:৫৪ | 203.91.207.30
আর চন্দ্রমুখী বোধহয় মালয়ালম .... মুভি ;) মানে অজ্জিনালি। আর হ্যাঁ সায়নদার লেখা পড়ে বুঝতে পারলাম। দীপুর ইংলিশে লেখাটা দেখে ঠিক ধরতে পারিনি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন