এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪২ | 70.64.19.80
  • আচ্ছা, অনেকটা ওয়্যার্লেস -এর মত। কিন্তু এখানে পেন্ড্রাইভ কানেকশ পাওয়া যায়, যেটা-র জন্য আলাদা মোডেম লাগেনা, যেখানে সেখানে ল্যাপটপে গুঁজে দিলেই হল।
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪১ | 117.195.40.85
  • বাইনারি,

    আমার একপিস টাটা ইন্ডির ইউ এস বি কানেকশান আছে। এমনিতে ব্যবহার করি না। কিন্তু কোন কারণে bsnl ডাউন হলে লাগে। আর লাগে যখন কোন্নগর এ যাই। মহানন্দে ব্যবহার করি। স্পীড দারুণ কিছু নয়। তবে দিব্বি কাজ চলে যায়।

    কৌশিক কলকাতা থেকে একটা রিলায়েন্সের ডেটা কার্ড নিয়ে এসেছিল। সেইটা তো ও হরিয়ানার রোহ্‌তকে, পুণেতে, লখে্‌ন±তে, আম্বালায় দিব্বি ব্যবহার করে। ঐ স্পীড একটু কম, তবে কাজ চলে যায়।

    bsnl এর এমন ৫ কিমি রেডিয়াসের অদ্ভুত আব্দার কেন বুঝছি না।
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩৯ | 61.95.144.122
  • সল্লেকে এবাড়ি ওবাড়ি এঘর ওঘর করলে মনে হয় চলবে - সিগন্যাল পেলে। কিন্তু ডালহৌসী স্কোয়্যারে নিগ্‌ঘাত চলবে না।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩৫ | 70.64.19.80
  • থ্যাঙ্কু, আচ্ছা জিগাসা করতে বলব। তবে, মানে ব্যাপারটা পোর্টেবল নয় ? মানে আমি সল্লেকে-ও থাকতে পারি, আবার আমার অন্য ঠেকে-ও থকতে পারি, কিন্তু আমি কি একজায়গা-ই ব্যবহার করতে অ?
  • pi | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩৩ | 72.83.98.106
  • সেদিন আমার পঞ্চম হার্ড ড্রাইভটি দেহ রাখলেন। পতন, মস্তকে আঘত ও মৃত্যু। ও না না, মাঝে মূর্চ্ছা স্টেজেও ছিলেন আড়াইদিন। তখন প্রচুর চেষ্টা চরিত্তির করে থিসিসের চারটে চ্যাপ্টারের ব্যাকাপ নিলুম ,বাকি চার ভোগে। সে নিয়ে তেমন দুক্‌খু নাই, ও আর মশা ছাড়া আর কাদের কোন কাজেই বা লাগবে। কিন্তু গুচ্ছ ছবি গেলো। ঃ(
  • sinfaut | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩২ | 203.91.193.50
  • ভাড়া নেওয়া যায় কিনা মনে নেই। ৪ হপ্তার জন্য কেনার কোনো মানে নেই তাইলে।
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩২ | 61.95.144.122
  • ব্রডব্যান্ড নিলে এই অপশনটা দেয় - তখন মান্থলি রেন্টাল দিতে হয়। আবার কিনেও নেওয়া যায়।
  • sinfaut | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩১ | 203.91.193.50
  • বাইনারিদা, কলকাতায় এখন কেউ আছে? তাহলে কাঁকুড়গাছি প্যান্টালুন্স এর উল্টোদিকে bsnl shoppe তে গেলে যদি ওদের থাকে তো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, অ্যাক্টিভেট করতে একদিন সময় লাগতে পারে। ফোংঃ ৯৪৩৩২২২১১১ (আগরওয়াল)। লোকেশনটা বলে জেনে নেবেন, কেমন সিগন্যাল পাওয়া যাবে।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩১ | 70.64.19.80
  • ডাটা মোডেম কি রিটার্নেবল ? আমার খালি ৪ হপ্তা-র জন্য দরকার।
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩০ | 76.247.246.200
  • ওকে, দেখব। থ্যান্‌কু।
  • dipu | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৩০ | 207.179.11.216
  • সিগেট হলে টইতে সোমনাথদা গুছিয়ে লিখে রেখেছে।
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৯ | 61.95.144.122
  • হার্ডওয়্যার কনফিগ দ্যাখো - কাদের হার্ড ড্রাইভ পাবে - মোস্ট লাইকলি সীগেট। তাপ্পর তাদের সাইটে দ্যাখো। কিছু না কিছু টুল পাবে। কম্পু বাওয়ালির টইয়ে ওমনাথ এমন কিছু একটা সম্ভবতঃ লিখেছিলো।
  • sinfaut | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৮ | 203.91.193.50
  • সল্ট লেকের টেলি এক্সচেঞ্জের ৫ কিমি রেডিয়াসে থাকলে bsnl evdo নিতে পারে। fixed 600/- unlimited, ] 2.4Mbps স্পিড। স্পিডটা একদম ঠিক মনে নেই, প্রায় ওরকমই হবে। data modem এর দাম ২৬৪০/- (ছিল)।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৭ | 70.64.19.80
  • কি রকম দাম ? আর দোকানে গেলেই পাওয়া যাবে ?
  • sinfaut | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৬ | 203.91.193.50
  • সৈকত, অবশ্যই দেখব সিনেমাটা। থ্যাঙ্কু।
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৬ | 76.247.246.200
  • না এসব কিছু দেখি নাই। কম্পুর ব্যপরে ডিডি ঠিক আমার এক স্টেপ আগে।

    কাদের হার্ড ড্রাইভ জানিনা। ডেলের কম্পু।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৪ | 70.64.19.80
  • হ্যাঁ সল্টলেক চত্তরেই, কাদের আছে ?
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৩ | 61.95.144.122
  • এয়ারটেল, টাটা ইন্ডি, রিলায়েন্স আছে। বিএসএনএল সিওর নই। তবে ডেটাকার্ডের ফীডব্যাক খুব ভালো না। ইউএসবি ডিভাইসে আজকাল ব্রডব্যান্ডও নাকি বলছে - অ্যাড দেয় প্রচুর।
  • sinfaut | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২২ | 203.91.193.50
  • আছে। সল্ট লেক চত্বরে না থাকলে নিয়ে কোনো লাভ নাই, স্পিড পাবেননা। আর টাটা ফোটন বের করেছে, দাবী ৩ Mbps, কত দেয় জানিনা। রিলায়েন্স যেকোনো বিষয়েই মোস্ট আনরিলায়াবল....
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২১ | 70.64.19.80
  • কেউ পেন ড্রাইভ নেট কানেকশন সম্বন্ধে আইডিয়া দিতে পারে ? কলকাতায় গেলে ব্যাবহার করতে চাই ? বিএসএনএল -এর আছে ?
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২১ | 61.95.144.122
  • ডিস্ক রিকভার করার টুল পাওয়া যায়। সেগুলো দেখেছ?
  • dipu | ২৭ নভেম্বর ২০০৯ ১১:১৯ | 207.179.11.216
  • কাদের হার্ডডিস্ক? আজকাল তো সহজেই রিকভারি করা যায় শুনেছি।
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ১১:১৭ | 117.195.40.85
  • লালুর আমলে অপ্পনের নেট হইহই করে চলত। দিদির আমলে এমন খারাপ হয়েছে যে কবে ঠিক হবে তারই ঠিক নেই। এটা নিয়েও আলোচনা হওয়া উচিৎ।

    আমি মেলটা আবার তোমার আপিসের আইডির দিকে ধাবিত করিতেছি।
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ১১:১৭ | 76.247.246.200
  • এবং সঙ্গে গেছে পিএইচডি কালীন প্রচুর র' ডেটা এবং যৌবন কালীন আবৃত্তি রেকর্ড। তা নিয়েও দুঃখ নাই।
  • dipu | ২৭ নভেম্বর ২০০৯ ১১:১৫ | 207.179.11.216
  • ঃ-(
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ১১:১৪ | 76.247.246.200
  • দীপু কম্পুর হার্ড ড্রাইভ গেছে। মিনি ম্যাক্সি সুপার কোনো নোভার জন্য আমার দুঃখ নাই।
  • dipu | ২৭ নভেম্বর ২০০৯ ১১:১১ | 207.179.11.216
  • ভোগে যায়নি। অন্যত্র দ্যাখো। এর আগেও সুপারনোভা বন্ধ করে দিয়েছিল, তখন মিনিনোভা খুলেছিল। এবারও ওরম কিছু হবে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০৯ | 204.138.240.254
  • কাল একটা থাই সিনেমা দেখে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ইদিকে কতজনের অ্যাপ্রাইজাল কত্তে হবে। লাস্ট ডেট কাল পেরিয়ে গেছে। ঃ(
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০৯ | 76.247.246.200
  • ধুর বার্লিন আলেক্সান্দারপ্লাৎস, স্যাটানট্যাঙ্গো থেকে শুরু করে প্রচুর ভালো ও মেগা সাইজের সিনেমা ভোগে গেল।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০৪ | 204.138.240.254
  • দৌড়য়।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০৩ | 204.138.240.254
  • স্পেস।
  • san | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০৩ | 170.252.160.1
  • কষ্ট না করে এমনি ফোং করলে চলে ?
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০২ | 122.173.178.83
  • ও আর যা যা জানবার ছিল-র মাঝে কি কিছু আছে (দাঁড়ি ছাড়া) ? পড়তে পাল্লুম না ঃ-(
  • san | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০২ | 170.252.160.1
  • ছবি তুলেছে মিতামাসি, অনামিক আর সুহাসিনী। ভুতো ফিরলে হোপফুলি একটা ব্যবস্থা হবে ঃ-)
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০১ | 204.138.240.254
  • ও।

    যা যা জানাবার ছিল।

    ১। আমার বাড়ি নেট কানেকশন ভোগে গেছে। আপাতত ক'দিনের মামলা জানি না। অতএব জিমেল চেক করা বেশ চাপের। জরুরি দরকার থাকলে সুধীজনেরা যেন কষ্ট করে একবার ফোন করেন।

    ২। আমি গত লুরু ভাটে কোন ছবি তুলিনি।

    ৩। হনু, বেলকাম।
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ১১:০০ | 117.195.40.85
  • অজ্জিত,
    হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা। পোচ্চন্ড মজা পেলাম। কেন নিজে বুঝে নাও, আমারে জিগাইয়ো না।
  • dipu | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৫৫ | 207.179.11.216
  • মিনিনোভার কেসটা নিয়ে দ্রিয়ের বক্তব্য শুনতে চাই। গত ক'মাসের ব্যাপারস্যাপার ক্রমশ একটা কনস্পিরেসির চেহারা নিচ্ছে। সিরিয়াসলি।
  • M | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৪৭ | 59.93.194.32
  • কিম্বা দুটো ডিম সিদ্ধ, আমি হামেশা ঐ খেয়ে কাটিয়ে দি সকাল থেকে বিকেল পজ্জন্ত । এখন আমি ৫১ হয়ে গেছি, কি আনন্দ! আবার পোচ্চুর চকো আর আস্ক্রিম।।।।।
  • M | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৪১ | 59.93.194.32
  • কিম্বা ম্যাগী
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৪১ | 117.195.40.85
  • কে জানে! আছে নিশ্চয়। কিন্তু আমার হোম ডেলিভারি পোষায় না। কেরম কেরম লাগে খেতে।

    ফ্রীজে আছে কিছু খাবারদাবার, কিন্তু ঐ তাহলে আবার রাতের ব্যবস্থা করতে হবে। মানে আমি তো শুধু শনি রবিবারে রান্না করি কিনা। আর এমনভাবে করে রাখি যাতে শুক্কুরের রাত অবধি চলে। আর কিছু না হোক পিৎজা হাট তো আছেই।
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৩৭ | 61.95.144.122
  • হোম ডেলিভারি নাই?
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৩৬ | 122.173.178.83
  • ফ্রিজ হাঁটকাও
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৩৩ | 117.195.40.85
  • নাঃ কিস্যু নিই নি। পাতি গেলাম না আর নেটে ঢুকে একখান আউট অফ অফিস সেট করলাম অফিসের মেলটায়।
    ব্যাস।

    কিন্তু বাড়ীতে থেকে গেলে আবার দুপুরের খাবারের ব্যবস্থা করতে হয়। এ ভারী জ্বালাতন। ঃ(
  • M | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৯ | 59.93.194.32
  • জি এল নিলে?
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৮ | 117.195.40.85
  • আমি আজ বেশ গুছিয়ে আপিস কাটলাম।
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৭ | 117.195.40.85
  • ডাবল ডি কোথায় তোর ডাক্তারী করেছেন? আর এখেনে ছোঁয়াচ দিসনে যেন।
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৬ | 61.95.144.122
  • ইন্ডোর ছানা ভাগ্যিস এরাগন দেখে নাই - দেখলে ইন্ডো মুশকিলে পড়তো;-)
  • I | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৪ | 59.93.209.90
  • ছিঃ, কুকথা ভাবতে নাই, লিখতে নাই।
  • dipu | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২২ | 207.179.11.216
  • ঘটিদের প্রথম বাক্যে কোনো পবলেম নেই।
  • san | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২২ | 170.252.160.1
  • ড্রাগনিন্দোদা এইচে ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত