এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ২১:০৮ | 122.252.231.12
  • পার্টি? সে তো প্রায়ই হয়। তুই ছাড়া সবাই আসে।
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ২১:০৩ | 159.53.78.142
  • সে গোটাক (?)।
    তুমি যে সেই একটা নিখিল ব্যাঙ্গালোরে পার্টির বন্দোবস্ত করবে বলেছিলে সেটা মনে আছে তো?
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ২০:৫৬ | 122.252.231.12
  • আবার গোটাচ্ছে দেখো!
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ২০:৩৯ | 59.164.188.221
  • আঃ! ইন্দিরানগর আদতে সাউথ-ইস্ট। সাউথের ভাগ বেশী, ইস্ট কম। কসবা টাইপের লোকেশন।
  • san | ১৯ নভেম্বর ২০০৯ ২০:৩৬ | 123.201.53.3
  • তা দিপুবাবু সুজ্জোদয় বা সুজ্জাস্ত দেখতে হলে কোন দিকে তাকান? নর্থ না সাউথ? ;-)
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ২০:৩৬ | 159.53.78.142
  • এদিকে একটা মহাজাগতিক উইচিংড়ের জন্য যে এত ভালো একটা কন্নড়া পেমপত্র লিখে এলাম সেই নিয়ে কোনও হিলদোল নেই!
    দেখা হোক একবার ঃ-{
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ২০:৩০ | 59.164.188.221
  • ঃ-)

    যাহা নর্থ নয়, তাহাই সাউথ, এতো সব্বাই জানে!
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ২০:২৬ | 159.53.78.142
  • আমি বলছি নাকি, সকালের কোনও একটা পোস্টে দীপু লিখেছে দেখলাম।
    ফিরছি সপ্তা দুই এর মধ্যে, মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। কন্ডিশনস অ্যাপ্লাই।
  • san | ১৯ নভেম্বর ২০০৯ ২০:২৩ | 123.201.53.3
  • সায়ন্দা ফিরছো কবে!
  • san | ১৯ নভেম্বর ২০০৯ ২০:২২ | 123.201.53.3
  • মানে! ইন্দিরানগর তো ইস্টে! সাউথ হবে কেন। সে তো বানের্ঘাটা ইত্যাদি !
  • janoiko | ১৯ নভেম্বর ২০০৯ ২০:২০ | 12.191.136.3
  • ঠিক না হইলেই খুশি হইব। ঃ-)

    আর ইয়ে, আপনি বা d, কেউই আমার নাম বা ধাম সম্বন্ধে সঠিকভাবে অবগত হন নাই। আমি সে নহি।
  • Sayantan | ১৯ নভেম্বর ২০০৯ ২০:১৮ | 159.53.78.142
  • ক'টা মাত্র দিন ব্যাঙ্গালোর ছেড়েছি তার মধ্যে দীপু ইন্দিরানগরকে সাউথ ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিলো!
  • aka | ১৯ নভেম্বর ২০০৯ ১৯:৩৫ | 168.26.215.13
  • 'এসব' সম্পর্কে আপনার ধারণা সঠিক হয় নাই। আবার পড়িয়া আসিতে অনুরোধ করিলাম। আর ঠিকানা পাল্টাইয়া নাম ও পাল্টাইয়া ফেলিলেন। নাম ও ধাম একই সাথে।
  • janoiko | ১৯ নভেম্বর ২০০৯ ১৯:১৩ | 12.191.136.3
  • অনেকগুলো পাতা পড়ে উঠলাম, আজ সারাদিন ছিলাম না আপিসে।

    একটাই কথা। আজ ভোর বারোটা সাত গতে (এখন বোধ হয় ৭৬৫৫ পাতায় আছে) আকাবাবু বলেছেন, সুমন সম্পর্কে, একটা দলের এমপি হয়েছেন এসব একটু সহ্য করতেই হবে।

    মানে একটা দলে "এসব' "একটু' চলাটাই স্বাভাবিক। সেটা কারুর পক্ষে, বিশেষত সেই দলের কারুর পক্ষে সেইটা নিয়ে আপত্তি করাটাই অস্বাভাবিক। তাই তো? মানে ঐ, পুলিশের ঘুষ খাওয়াটাই স্বাভাবিক। কোনও পুলিশ কনস্টেবল যাদি পুলিশের চাকরি করেও পুলিশের ঘুষ খাওয়ার বিরুদ্ধে প্রশ্ন তোলেন, আপত্তি জানান, ধরে নিচ্ছি সেই পুলিশ ব্যক্তিগত জীবনে বৌ পেটানো লোক, তা হলেও সেই আপত্তি জানানো, সেই প্রশ্ন তোলাটাই অস্বাভাবিক। পুলিশের ঘুষ খাওয়াটা অস্বাভাবিক নয়।

    খানিকটা এ রকম কনসেপ্ট। তাই তো?
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৪৬ | 122.162.42.221
  • ঃ-(((
  • kd | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৩৪ | 59.93.209.73
  • তাহ'লে ফাইনালি সার্চ কাজ করছে। ঃ)
    মানে এগুলো 'জোক' টই না? অ্যাটলিস্ট প্রথমটা (মানে ওভারঅল দ্বিতীয়টা)?
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৩২ | 59.164.188.221
  • মানে জোক সার্চ দিলে।

    এ এক বৈপ্লবিক সার্চ ইঞ্জিন।
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৩১ | 59.164.188.221
  • জোকসের টইয়ে আনন্দবাজার এসেছে, আবার ক্যানো কী?!!
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:২৬ | 122.162.42.221
  • এ ছাড়াও "আনন্দবাজার, বাঙালীর একমাত্র আশা ভরসা", হাজারোঁ খোয়াহিশে অ্যায়সি, পুজোর নস্টালজীয়াও আসে। ক্যানো ও!!
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:২১ | 122.162.42.221
  • টইপত্তরে "জোকস" বলে সার্চ দিলে জিরো রেজাস্ট দেখায়, আর "জোক" বলে সার্চ মারলে একটা জোকটই আরো গোটা পাঁচেক পুজোর ধারাবিবরণীর টই এবং একটা "ছেড়ে যাওয়া"টই আসে। কেন?????
  • stoic | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:১৬ | 160.103.2.224
  • মারাদোনার হ্যান্ড অফ গড এও ব্যাপক খচেছিলাম।
  • r | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:১২ | 125.18.104.1
  • মারি অঁরি পারি যে কৌশলে। কবি বলে গিয়েছেন।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:০৯ | 61.95.144.122
  • আমার ঠগ-লিস্টে মারাদোনার নামও ছিলো - সে যতই ফুটবলের রাজপুত্তুর হোক না কেন।
  • ranjan roy | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:০৪ | 117.198.0.38
  • আচ্ছা! মারাদোনা করলে ""ঈশ্বরের হাত''? আর গোবেচারা অঁরি, বুড়ো বয়সেও লড়ে যাচ্ছে, খানিকটা বুড়ো হরিদাস পালের মত।
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:৩৮ | 216.52.215.232
  • একটাই দুঃখ। রাশিয়া কোয়ালিফাই করতে পারেনি। ইউরো ২০০৮-এ দারুণ খেলেছিল ওরা।
  • stoic | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:৩৪ | 160.103.2.224
  • কাল মনে প্রাণে চেয়েছিলাম ফ্রান্স যেন কোয়ালিফাই করতে না পারে। বসে বসে পুরো খেলা দেখলাম। ঐ অঁরির হ্যান্ডবল অ্যাসিস্টেড গোল দেখে এমন মেজাজ গরম হয়ে গেল যে সারারাত ঘুম ই হোলো না। ঃ-(
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১৭ | 122.162.42.221
  • ক্যামুনে????? অরিজিৎ এখোনো আছে, ভুলো না ভুলো না ভুলো না...
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১৭ | 122.162.42.221
  • তাইলে ধন্যিমেয়েকে দেখে নিও.. ইনি তিনি।
  • M | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১৬ | 59.93.246.225
  • ক্যামুনে থাকি ঘরে?
    মনো যে ক্যামন করে!
    ক্যামুনে কাটে গো দিন..........ঃ(
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১৫ | 207.179.11.216
  • হ্যাঁ, জলসা আসে।
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১৪ | 122.162.42.221
  • নিয়ম ভাঙলে হিমালয়া লিপবাম, নিভিয়া জেলস্টিক ইত্যাদিকেও কনসিডারিও

    নাইকাকে চিনিনা। বাং হিং কোনো সিরিয়ালেরই নায়িকাদের চিনিনা আমি ঃ-((। তুমি স্টার জলসা দেখতে পাও কি ওখানে? তাইলে টিভি খুলে দেখতে পাবে মনে হয়
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১১ | 207.179.11.216
  • নাইকাটি কে?
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:০৯ | 61.95.144.122
  • ভেসলিন। ভিক্স ইনহেলারও হতে পারে। পিতার তৈরী নিয়ম মানছি না।
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:০৭ | 122.162.42.221
  • এরে কয় অভিজ্ঞতা ঃ-)
    গ্লিসারিন
  • kd | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:০৬ | 59.93.209.73
  • কাঁদতে চোখে ভেসলিন না গ্লিসারিন?
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:০২ | 61.95.144.122
  • এইত্তো সব সেই পিতার শেখানো বুলি বলছে। আমরা কান্নাকাটির সীন তোলার সময় চোখে না, ঠোঁটে ভেসলিন লাগাবো। ফর্মকে প্রত্যাখ্যান করুন;-)
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:০২ | 122.162.42.221
  • আর্ধুর ঃ-( কি ভুলভাল লিখেছি এখন দেখলাম..
    মেয়েটা ব্যাগ থেকে ভেসলিন বার করে সেই ভেসলিন ঠোঁটে লাগাচ্ছিল। কান্নার সিন নয় মনে হয়। খুব মেজাজ নিয়ে ব্যাগ খোলা, ভেসলিন বার করা, ঠোঁটে বোলানো, ফেরত রাখা তারপর রাস্তা পেরিয়ে ডিভাইডারে ওঠা, এই অবধি ছিল আগে। সেটা ফাইন্যালি হয়ে গেছে মনে হচ্ছে। এবার ডিভাইডার থেকে নেমে হেঁটে সামনের মল-এ ঢোকা চলছে। আর এত্তো জনতা হাঁ করে দেখছে ভীড় করে, মেয়েটা হাঁটাটাও ঠিক করে নামাতে পারছে না। কি করে ভুলভাবে রাস্তা পেরোনো যায় এটাই শেখাচ্ছে মনে হয়
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:৫৪ | 207.179.11.216
  • ঠোঁটে ক্যানো?
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:৫৪ | 207.179.11.216
  • ইয়ে, মানে কান্নাকাটির সিন হলে তো চোখে লাগানোর কথা!
  • quark | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:৫৩ | 202.141.148.99
  • প্রশ্ন হ'ল ঃ ব্যাগ থেকে ঠোঁটে ভেসলিন লাগিয়ে, তারপর(ঠোঁটে?) কী লাগালো?

    অথবা

    ব্যাগ থেকে কীসে ভেসলিন লাগিয়ে (সেইটা) ঠোঁটে লাগালো?
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:৫২ | 122.162.42.221
  • না না, মায়ের অ্যাটেন্ডেন্ট জানলা দিয়ে অনেক্ষন দেখে কনফার্ম করল "ধন্যি মেয়ে" নামে কোনো সিরিয়ালের শ্যুটিং চলছে। পাত্র পাত্রী সকলেই নাকি ঐ সিরিয়ালটার। আর মেয়েটাও অতবার ভেসলিন লাগাচ্ছে আর রাস্তা পেরোচ্ছে কিন্তু ঠিক করে লাগাতে পারছে না নাকি পেরোতে পারছে না বুঝলাম না....
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:৪৬ | 216.52.215.232
  • ভেসলিনের অ্যাড? ঃ)
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:৪১ | 122.162.42.221
  • বাড়ির নিচে কোন এক সিরিয়ালের শ্যুটিং চলছে। মেয়েটা শুধু ব্যাগ থেকে ভেসলিন লাগিয়ে ঠোঁটে লাগালো ৮/৯ বার। কি বোরিং!! বাপরে।
  • kc | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:২১ | 213.132.250.2
  • মামা / মামু ক্রমে আসিতেছে। ঃ)
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:১৩ | 216.52.215.232
  • মাছভাত বনাম মার্ক্সবাদ। ঃ-))
  • quark | ১৯ নভেম্বর ২০০৯ ১৫:৫৯ | 202.141.148.99
  • হুম, মালদা, মামা, মাইনে, মাছভাত - অন্য কিছু ভাবার দরকার কী?
  • r | ১৯ নভেম্বর ২০০৯ ১৫:৪৩ | 198.96.180.245
  • মামার তো বিখ্যাত গল্প আছে। তখন মামা রেলমন্ত্রী। মালদহের ছেলে হলেই মামার কোম্পানিতে চাকরি বাঁধা। শেয়ালদা স্টেশন ভর্তি হাতে ফেট্টি বাঁধা ছেলেছোকরা। সবাই রেলের ভলান্টারি করছে। মামা তো বিলিয়েই খুশি। কিন্তু সরকারি কর্তাদের তো এদিক ওদিক দুদিকই দেখতে হয়। তারা মামাকে গিয়ে বললেন- স্যার, এত ছেলেকে বসাব কোথায়? চেয়ার টেবিলেরও তো একটা ব্যবস্থা করতে হয়। মামা বললেন- বসার কি দরকার? বাঙালীর ছেলে, মাইনে নেবে, মাছভাত খাবে। ও নিয়ে অত চিন্তা করবেন না।
  • kc | ১৯ নভেম্বর ২০০৯ ১৫:৩১ | 213.132.250.2
  • মৌসম নুরের বিয়েতে আবার কীঈ বা এমন খাওয়াবে? ওঃ সে খাইয়েছিল মৌসমের জন্মের পর, তার মামাভাতে, মালদা মুর্শিদাবাদের সীমান্তের দুটো গ্রাম জুড়ে তাঁবু খাটিয়ে দিনের বেলায় খাওয়া, পাত পেড়ে, পরদিন আবাপতে লিখেছিল মালদা থেকে মুর্শিদাবাদ অবধি লোকে বসে খেয়েছে, সে অনেক আগের কথা,.... তবে ওরা লোক ভাল, আমাদের তিন পুরুষের সিপিএম ঘরকেও আদর করে খাইয়েছিল।
  • tkn | ১৯ নভেম্বর ২০০৯ ১৫:২৫ | 122.162.42.221
  • ঃ-)))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত