কয়েকদিন আগে নচিকেতাকে কোন একটা চ্যানেলে গাইতে শুনলাম, যখন গাইছে তখন মনে হল কথা বললেই ভালো ছিল যখন কথা বলছিল মনে হল ........ ঃ-(((
dipu | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৩৪ | 207.179.11.216
ওক্কে
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:৩২ | 203.91.193.50
হ্যাঁ হতে পারে। টিকিটটা হলে জানাচ্ছি।
dipu | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:২৬ | 207.179.11.216
২৮-২৯ শনি-রবি।
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:২৩ | 203.91.193.50
হ্যাঁ দীপু, আশার আলো ইঙ্গিত করেছে ২৫ এ ছাড়পত্র পাবার। ২৯শে -র মধ্যে পৌঁছনো সম্ভব। আমার রিপ্লসমেন্টটা আজ আসে নি,এলে তার ইন্টারভিউ নিয়ে নিত ।
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:২৩ | 61.95.144.122
এখানে কি গরম কি গরম বাবারে। কালকে সেই প্যাকিং বাক্সো ঘাঁটতে গিয়ে পুরো ঘেমে চানঃ-(
dipu | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:২১ | 207.179.11.216
কাল রাত্তিরে আমার হেবি শীত পেইচিলো। কম্বল চাপা দিয়ে ঘুমোলাম।
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:২০ | 216.52.215.232
রাইটো। তদুপরি মেয়েরা মাথায় স্কার্ফ ও শিশুরা হনুমান টুপি। ঃ P
dipu | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:১৯ | 207.179.11.216
ভুতোদা, আজ সোম্বার। কবে?
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:১৩ | 61.95.144.122
পুশ্ছো/কাঁশ্চ-টাইপ উচ্চারণ না করে যদি গেয়ে থাকে আর গানগুলো শুনতে ভালো হলে অসুবিধা নাই। কিন্তু "পাগলা হাওয়ার বাদল দিনে'-র সাথে "জিলেল্লে জিলেল্লে আয়ো আয়ো জিলেল্লে'-র পাঞ্চ হলেই মুশকিল। বদহজম হবে।
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:১২ | 203.91.193.50
@অপ্পনদা , তাও ফুল হাতা :P
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:১১ | 203.91.193.50
@ ছিঁফো
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:১১ | 203.91.193.50
তবে নামটা ভারি অসইব্য ঃ(
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:১০ | 204.138.240.254
শীতকালে ভিড় কই? দক্ষিণের লোকেরা এমনিতেই রোদ না উঠলে সোয়েটার পরে বেরোয়।
r | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:০৯ | 198.96.180.245
একটা নতুন রবীন্দ্রসঙ্গীতের সিডি বেরিয়েছে। কালপুরুষ নামে একটা ব্যান্ডের। সিডিটার নাম- রবি Rocks। ভাবছি সবাই মিলে অজ্জিতকে প্রেজেন্ট করলে কেমন হয়। ঃ-P
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:০২ | 61.95.144.122
তিন নং উত্তর দিলো, কিন্তু কোশ্চেনটা নাই;-)
sinfaut | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৫৫ | 203.91.193.50
কোদাই নাকি ভীড়ভাট্টা নেই!
৩। ধনৌলটি।
de | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৫১ | 59.163.30.2
নীল নীতিন মুকেশ তো middle name (বাপের নাম) সহকারে, এদের তো হয় বাবা নয় পতি মাঝখানে যে কোন একটা চাই --- তবে ভদ্রলোককে দেখতে মন্দ নয়---
Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৩৪ | 216.52.215.232
(২) কোদাই/মুন্নার - এই সময় থেকে অফ সিজন শুরু হয়।
Z | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৩৪ | 220.227.6.42
tknঃ ২। মামা ভাগ্নে পাহাড়
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৩৪ | 203.91.193.50
অ , রেল্লাইন, তালে তো আরো গ্যাঁড়া। আর ঘুরিয়ে রেল্লাইনে বসানোর পয়সা? ট্যাক্সো দিচ্ছো তো অজ্জিতদা? রেল্লাইন ঘুরিয়ে বসালে আর দিবা না ঃ)
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৩৩ | 61.95.144.122
(২) রিশপ - ভীড় নেই। পাহাড়ে ঘেরা। ঘরে বসে চাঁদমুখ দেখা ছাড়া কিস্যু করার নেই। হানিমুন কাপলদের জন্যে আইডিয়াল।
Z | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৩৩ | 220.227.6.42
৬০০ মিটার ওভারব্রিজ হবে। নয়ত পরিবারপিছু একজনের রেলের চাকরী ঃ-)
tkn | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৩০ | 122.173.182.109
১। নীতিন মুকেশের কোন প্রজন্মের নাম রামধনু মুকেশ হবে?
২। ভারতের মধ্যে ছোটো সুন্দর পাহাড়ে ঘেরা কিন্তু বেশি ভীড় ভাট্টা নেই এমন কোন কোন জায়গা আছে ফর হানিমুন কাপল্স?
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:২৫ | 61.95.144.122
শিল্প না - রেল্লাইন। আজকের প্রবলেম স্টেটমেন্ট হল ওই ধরো এক বা দুই কিলোমিটার স্ট্রেচের রেললাইনের কেসটা। সেরকম কেস হলে কি পলিসি হবে? রেল্লাইন কি ঘুরিয়ে বসানো হবে? সেখানে গ্যাঁড়াকলটা আরো বেশি হবে ওই সাইজের জন্যে - ওই মাপ হলে রেল্লাইন ঘুরিয়ে বসানো মানে ডাইনামিকসের গুষ্টির তুষ্টি করা।
আমি কি এম্নি এম্নি এদ্দিন ক্লুলেস করছি নাকি অ্যাঁ?
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:২২ | 203.91.193.50
কি লিখলো, কি শর্তে ঐ মাঝের জমির মালিক জমি দেবে? আরে সে তো অনিচ্ছুক, দেবে কেন সে? তার সম্পত্তি সে দেবে কেন? দু পাশে সিল্প হোক মাঝে তার জমি ছায়ায় থাকবে। ছাড়বে কি শর্তে সেটা বলো ঃ)
কেন - মুকেশের পোলা নীতিন মুকেশ, তার পোলা নীল নীতিন মুকেশ, তার পোলা (হলে) হবে লাল নীল নীতিন মুকেশ, তার পোলা (হলে) হবে...
dipu | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:১৪ | 207.179.11.216
আমার এক তেলুগু ক্লাসমেটের এইরকম বড় নাম ছিল, ছ'টা না সাতটা শব্দ। তার জন্মের আগে তার দিদিমা যত ঠাকুর-দেবতার কাছে মানত করেছেন, তাঁদের সবার নাম নাতির নামে ঢোকানো হয়েছে। কুড়িজনের কাছে মানত করলে কী কেলেঙ্কারিটাই হত!
Bhuto | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:১৩ | 203.91.193.50
ইয়ে ব্রতীনদা কি জমি দেখতে গেল? না শর্ত খুঁজতে? ঃ)
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:০২ | 61.95.144.122
নিজের নামটা জোরে জোরে বলতে বলতে বল করে নিগ্ঘাৎ। ব্যাটসম্যান ভয়ে আউট হয়ে যায়;-)
dipu | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:০১ | 207.179.11.216
শ্রীলঙ্কার একজন বোলারের নাম Uda Walawwe Mahim Bandaralage Chanaka Asanga Welegedara। আজকে তিনটে উইকেট পেয়েছে। এরম নাম মনে রাখে কী করে!
stoic | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:৫৯ | 160.103.2.224
ফরাসী 'র' উচ্চারণ করা অতো সোজা নয়। 'র' এর উচ্চারণ অনেকটা 'হ্র' এর মত। তাই henry উচ্চারণ হবে 'অঁহ্রি'। আর genre হবে 'জঁহ্র'। আর দ্রি যেমন বলেছেন, 'জ' এর উচ্চারণ 'প্লেজার' এর 'জ' এর মত, অনেকটা শ্রেয়া ঘোষাল ইস্টাইলে। ;-)
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:২৬ | 61.95.144.122
উইন্ডোজ সেভেনে টাচস্ক্রীন করেছে না? যে কোনো স্ক্রীনে টাচস্ক্রীন চলে?
de | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:৫২ | 59.163.30.4
আমার কেমন সন্দ হচ্চে, সুমনের সাথে কি কিষেণজির দেখা হয়েছিলো?
de | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:৪৯ | 59.163.30.4
আরে, একি জমির প্লট না জিগ্সস পাজ্ল? টিমদিদি ভেবলে গিয়ে থেবড়ে মাটির ওপর বসে ভ্যাঁ করে কাঁদছে আর 'হচ্ছে না' বলে মাকে ডাকছে!
lcm | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:২৯ | 69.236.190.107
windows 7 - ভালো ই চলছে। শুধু, ইউসার অ্যাকসেস/ক®¾ট্রাল ... - মাইক্রোসফট কেন যে এই সব ঝামেলায় যায়।
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:০১ | 61.95.144.122
কি রকম? একটু শুনি। প্রবলেম স্টেটমেন্টটা আগের পোস্টে আছে।
a | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:০০ | 115.117.144.98
যথা? আর কি কি শর্ত existing শর্তগুলো থেকে আলাদা?
Bratin | ১৬ নভেম্বর ২০০৯ ১২:৫৫ | 125.18.17.16
নিশ্চয় ই জমি নেওয়া হবে। কিন্তু তা কতগুলো শর্ত মেনে।
a | ১৬ নভেম্বর ২০০৯ ১২:৪৫ | 115.117.144.98
পলিসি তো একটাই। মানুষ ইচ্ছুক নয়=উন্নয়নের দরকার নেই=মাটি নেওয়া হবে না=সবই মায়ের ইচ্ছা=মা-মাটি-মানুষ(পলিসি)
b | ১৬ নভেম্বর ২০০৯ ১১:৫২ | 203.199.255.110
সামরান, নিয়ামত-এর টুকরো খাবার অসাধারণ। এটার জন্যে কোনো টই নেই কেন?
kc | ১৬ নভেম্বর ২০০৯ ১১:৫১ | 213.132.250.2
ক্লুলেসটা শেষ হয়ে মহা গ্যাঁড়াকল হয়েছে দেখছি।ঃ)
Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১১:৪৫ | 61.95.144.122
http://www.telegraphindia.com/1091116/jsp/bengal/story_11745766.jsp - শুধু ইচ্ছুক কৃষকদের থেকেই জমি নেওয়া হবে (মমতা)। তো এবার ধরা যাক পূর্ব থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার একটা স্ট্রেচে প্রথম দুশো মিটারের জমি আর শেষের দুশো মিটারের জমি পাওয়া গেলো - মানে কৃষক ইচ্ছুক। মাঝেরটুকু নয়। মাঝেরটুকু পাওয়া যাবে, তবে আরো দেড় কিলোমিটার দক্ষিণে উজিয়ে গিয়ে তাপ্পর। তখন দেবী কোন পলিসি নেবেন সেটা জানতে পারলে ভালো হত।
a | ১৬ নভেম্বর ২০০৯ ১১:৩৬ | 115.117.144.98
ওসব আইন-ফাইন are for lesser mortal। উনি হলেন কবীর সুমন, সো-ও-ওজা গিয়ে স্পীকারকে বলবেন আর অমনি ওনাকে একটা আলাদা Box seat দেওয়া হবে। তবে icing of the cake হল, " আমি (মমতাকে) কয়েক বার বলার চেষ্টা করেছি। উনি বলেছেন এসব নিয়ে মাথা না ঘামিয়ে ওনাকে কবে গীটার শেখাবো জানাতে"
রাম রাম বলেও পুরো সুখ হয় না, বলতে ইচ্ছা করে তোবা তোবা!!!
আর জান্তে ইচ্ছা করে ওনাকে "একরকম জোর করে" ভোটে খাড়া করা হল, তাও উনি FIR না করে প্রচার করলেন কি করে!!!
de | ১৬ নভেম্বর ২০০৯ ১০:৫৮ | 59.163.30.4
by parts এর একটা rule ছিলো না, LIATE, ওটা শুদু এট্টু উল্টে TEALI করে দিতে হবে--- T for Tongue। বাকি গুলো??
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন