"কোথায় লেখা আছে যে সিপিএম ক্ষমতায় থেকেই যাবে' - নিরূপম সেন। মোটামুটি সিমিলার লাইনেই সুশান্ত ঘোষ। আজকের টাইমসে দিয়েছে।
Samik | ১২ নভেম্বর ২০০৯ ১৩:১৯ | 219.64.11.35
কিরণময় নন্দ আর আনিসুর রহমান কাল নিজেরাই এ কথ অবলেছেন শুনেছি। ইটিভি বাংলা নিউজ।
Arijit | ১২ নভেম্বর ২০০৯ ১২:৫৬ | 61.95.144.122
সেরকম তো খবর নেই। তবে ইন জেনারেল সবাই এটাই করা উচিত বলে বলছে। চিদুবাবু বলেছেন সিপিএম জনসমর্থন হারিয়েছে, সিপিএম কিছু একটা রিয়্যাকশন জানিয়েছে।
Samik | ১২ নভেম্বর ২০০৯ ১২:২৫ | 122.162.75.75
ঃ-) ভাইকিং পচে গেছে। আমি এখন টিভি দেখছি। আট্টু পরেই নয়ডায় মেট্রো রেল ঢুকছে।
কিন্তু একটা স্ক্রোলিং দেখলাম, বুদ্ধদেব সরকার নাকি হোম মিনিস্টারের কাছে আর্জি জানিয়েছে সরকার ফেলে দিয়ে আর্লি নির্বাচনে যাবার জন্য? (IBN7)। কেউ জানে?
de | ১২ নভেম্বর ২০০৯ ১২:২১ | 59.163.30.3
শুধু প্রিয়া না, পূজা, পিংকি ও খুব কমন -- প্রতি পাঁচজনে একজন শিওর পাওয়া যাবে।
de | ১২ নভেম্বর ২০০৯ ১২:১৯ | 59.163.30.3
থ্যাঙ্কু ঃ)
dipu | ১২ নভেম্বর ২০০৯ ১২:১৭ | 207.179.11.216
brahma = ব্রহ্ম
de | ১২ নভেম্বর ২০০৯ ১২:১৩ | 59.163.30.4
এক পাড়াতুতো কাকুদের তিন ভাইয়ের নাম -- আত্মদর্শন দত্ত, সত্যদর্শন দত্ত, ব্রম্হদর্শন দত্ত (এটা টাইপাতে পারলাম না)-- সবাই বলতো আরেকটা ভাই থাকলে বেশ হতো -- নাম হতো দূরদর্শন দত্ত!
nitai | ১২ নভেম্বর ২০০৯ ১১:৫৫ | 152.2.94.251
কিন্ত ওদিকে 'প্রিয়া' তো বেশ কমন।
Bratin | ১২ নভেম্বর ২০০৯ ১১:৫১ | 125.18.17.16
আর যার নাম 'প্রাননাথ'। ভাবুন সব্বাই নাকে ঐ নামে ডাকছে...
Bratin | ১২ নভেম্বর ২০০৯ ১১:৫০ | 125.18.17.16
শমীক নিশ্চয় ব্যস্ত। না হলে এত ক্ষনে.... ঃ-))
Arijit | ১২ নভেম্বর ২০০৯ ১১:৪৫ | 61.95.144.122
ভাইকিং কখন আইবো? ;-)
Arpan | ১২ নভেম্বর ২০০৯ ১১:৪৪ | 216.52.215.232
ড্যাফোডিল দত্ত।
nitai | ১২ নভেম্বর ২০০৯ ১১:৪২ | 152.2.94.251
আমার ঐ লিরিক চ্যাটার্জি, ট্রিনে্কট গাঙ্গুলি, মিল্ডিউ মিত্তির, এই নামগুলো হেব্বি লাগে। কলোনিয়াল হ্যাং-ওভার দায়ী হতে পারে।
nyara | ১২ নভেম্বর ২০০৯ ১১:৪২ | 98.210.221.19
পদবী নিয়ে মুজতবা আলীর একটা চমৎকার গল্প আছে।
খেয়া নৌকোয় নদী পেরোচ্ছে কজন। ভদ্দরলোক ধরণের কিছু লোক ছইয়ের ভেতর জয়গা করে নিয়েছেন। বাকিরা বাইরে, কাঠফাটা রোদে বসে। গপ্পগাছা চলছে। নামধাম শুধনো চলছে। জানা গেল ছইয়ের আড়ালে বসা একজনের নাম গোবিন্দ পাল, একজনের হরিপদ হালুই আর অন্যজনের নিত্যানন্দ মাজি। সেই শুনে বাইরে বসা একজন বললেন, 'আজ্ঞে আমার নাম শ্রী দুলাল বৈঠা।" সেই শুনে ছইয়ের ভদ্দরলোকেরা চোখ কুঁচকে জিগেস করলেন, 'বৈঠা! বৈঠা আবার পদবী হয় নাকি!' লোকটি মাথা চুলকে বলল,' কী করব বলুন? পাল, হাল, মাঝি সব যদি ছইয়ের আড়ালে থাকে নৌকো চলবে কী করে?'
অরিজিতের বা অন্য কারুর হয়তো আলীসাহেবের ভাষায় গল্পটা মনে আছে। আমার অতি আবছা স্মৃতি থেকে বললাম।
b | ১২ নভেম্বর ২০০৯ ১১:৩৯ | 203.199.255.110
বর্ধমান বিশ্ববিদ্যালয়-এ রাষ্ট্রবিজ্ঞানের হেড ছিলেন রাধা-রমণ চক্রবর্তী। নামটা এখন একটু ইয়ে মনে হয়।
Arijit | ১২ নভেম্বর ২০০৯ ১১:৩৬ | 61.95.144.122
আমার ঠাকুমা প্রায়সই নিজের নাম পাল্টে ফেলতেন। কখন কি নাম থাকতো সেটা তিনি ছাড়া আর কেউ জানতো না। তো শুনেছি বিয়ের আগে দাদুর বাড়ি থেকে ঠাকুমা দেখতে গেছে - নাম জিগ্গেস করেছে - তো ঠাকুমা কি একটা কৃষ্ণসুন্দরী না কি যেন বলেছে। ঠাকুমার বাবা অবধি শুনে হাঁ - এই নামটা আবার কবে হল। তো সেদিনই পাকা কথার সময় নাম ফিক্স করে দেওয়া হল - সতিরাণী - সেটাই রয়ে গেলো শেষ অবধি;-)
b | ১২ নভেম্বর ২০০৯ ১১:৩৩ | 203.199.255.110
১। আমার মায়ের দিকের দাদু-দের চার ভাই ছিলেন খ্যাঁদা, নদা, গুন্তু, গদা। ডাকনাম অবিশ্যি।
২। জ্যেঠুর নাম নির্মাল্য, সেই সাথে মিলিয়ে আমার বাবার নাম দেয়া হয়েছিলো নীলোৎপল। এখন বাড়ির লোকাল গার্জেন ছোটোদাদু, বাচ্চাদের সামলানো, মেলায় নিয়ে যাওয়া,ইস্কুলে ভর্তি করা এসবের দায়িত্বে। ইস্কুলে ভর্তি করার মুহূর্তে তিনি আবিষ্কার করলেন যে, ভাইপো-র ভালো নামটা উনি স্রেফ জানেন না। আদিকবিজনোচিত অনুপ্রেরণায় মনে এল 'দাশরথি', সেটাই রয়ে গেল।
maashaa | ১২ নভেম্বর ২০০৯ ১১:৩০ | 72.83.213.179
আরে নীল আকাশের তারা তো আমাদের ই ইস্কুলের ছেল বলে শুনেছিলাম। কিন্তু সে তো বসু না, নীল আকাশের একটি তারা ব্যানার্জী। এখন মনে হচ্ছে, এই নামটি বোধহয় একটি মিথ। সবাই শুনেছে তাদের ইস্কুল কালেজে এরকম এক পিস তারা ছিল।
nitai | ১২ নভেম্বর ২০০৯ ১১:৩০ | 152.2.94.251
'নীল আকাশে একটি তারা' র অস্তিত্ব আছে? ওটা একটা মিথ না? ছোট থেকেই শুনে আসছি নাম টা। ঐ যেমন গপ্পোটা আছে যেখানে মাস্টার নাম জিগেস করছে, ছেলেটির নাম 'বলাই' আর পদবী 'বাহুল্য'-- তো মাস্টার আর ছাত্র একট লুপে পড়ে যায়।
de | ১২ নভেম্বর ২০০৯ ১১:২৪ | 59.163.30.4
হ্যাঁ, আরো একজন তাঁর যমজ পুত্রদের নাম রেখেছেন "রামানুজন" আর "রামমোহন"! আর পদবী আরো শুনেছি--- এমনকি "বালতি, গামলা-ও " শুনেছি।
Arpan | ১২ নভেম্বর ২০০৯ ১১:২৩ | 216.52.215.232
বসু।
rokeyaa | ১২ নভেম্বর ২০০৯ ১১:২০ | 203.110.246.22
যদুপুরে একজন ছিলো, "নীল আকাশে একটি তারা", পদবী জানি না। কিন্তু, পাইদির নাম পাই না?
dipu | ১২ নভেম্বর ২০০৯ ১১:১৯ | 207.179.11.216
ধোঁ, গাঁতাইত, গুছাইত, হুতাইত .....এই পদবীগুলোর উৎপত্তি কী করে হল? বহুত ক্যামনক্যামন শোনায়। অভিজিত গাঁতাইত কিংবা সুকন্যা ধোঁ।
de | ১২ নভেম্বর ২০০৯ ১১:০৮ | 59.163.30.3
নাম নিয়ে আম্মো এট্টু বলি! এটা কিন্তু ডাকনাম নয়, ভালো নাম, ইশ্কুলে ডাকা হয়!
আমাদের এক বন্ধু তার ছেলের নাম রেখেছে "দেবশিশু"। মানে তাকে ইশ্কুলে ডাকে "দেবশিশু দাস", এখানকার মারাঠী ভার্সানে আরো ভালো শোনায় -- "দেবসিসু দাস" -- আমরা কতো করে বল্লাম বন্ধুকে যে বড়ো হয়ে তোকে গালি দেবে, তো সে ব্যাটার আর্গু -- দেবতার কাছে সবাই শিশু -- নামের পিছনে এমন কারণ আর কখনো শুনিনি!
আরেকটা উদাঃ -- আরেক বাপ তার দুই পুত্রের নাম রেকেছেন --- "অরিৎ অরিবান দাস" (Arit Arivan Das) আর "রিদিৎ রেহান দাস" (Ridit Rehan Das)। কচি কচি ফুলের মতো শিশুদের উপর এই অত্যাচার ধম্মে সইবে?
Tim | ১২ নভেম্বর ২০০৯ ১০:১২ | 71.62.121.158
ফেনিচ্কা, ইপ্পির ডাকনাম। একজন হুমদোমতন রাশান এসে কানে কানে বল্লো। সিনিমা দেখে নি একটা। ভারি কেলান্তো হয়ে পড়েছি।
Ishan | ১২ নভেম্বর ২০০৯ ১০:০৮ | 173.26.17.106
মিল দিয়ে গুটি গুটি "পা-পা' অন্য নামও এই কারণেই শামুক।
nitai | ১২ নভেম্বর ২০০৯ ১০:০১ | 152.2.94.251
মাস্টরমশাই আর মেয়ের এই স্নেহ-মাখা ইন্টার-একশান কে চির-স্মরনীয় করে তুলতে এক্জন গোটা সাহিত্যকি জন্ম নিয়ে নিলেন- পা-মুখ।
Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৫৭ | 173.26.17.106
বেহ্মদত্যি তো। ঃ)
আর অজ্জিতের প্রাণে শখ কত।
Arijit | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.122
ওকে বলে "বড়া পাও'
aka | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৫৫ | 24.42.203.194
মাস্টারমশাইয়ের কি বড় পা!
Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৫০ | 173.26.17.106
রাজীব গান্ধীর মেয়ে। খুশি?
ইপির ডাকনাম জানি তো। মশা। রাশিয়ানে মাশা বলে।
dipu | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৪৯ | 207.179.11.216
ভন্তুসিদির আসল ডাকনাম অবিলম্বে প্রকাশ করা হউক।
aka | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৪৭ | 24.42.203.194
কার মেয়ে?
Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৪২ | 173.26.17.106
আব্বে। বউকে না। মেয়েকে।
nitai | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৩৮ | 152.2.94.251
বউকে???
Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৩৭ | 173.26.17.106
শুধু লেবেল করেই ক্ষান্ত দেয়নি, ভাটে এসে সেটাকেও আবার লেবেল করে দিয়ে গেল, যদি কেউ বুঝতে না পারে। ঃ)
Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৩৬ | 173.26.17.106
আমাদের ইশকুলের ফিজিক্সের স্যার বউকে ডাকতেন ব্রাহ্মণী বলে। আর মেয়ে শুয়ে থাকলে পাশে দাঁড়িয়ে পায়ে করে গালে সুড়সুড়ি দিয়ে আদর করতেন। ঃ)
pi | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৩৬ | 128.231.22.89
যাবার আগে ক্ষণেক দাঁড়িয়ে গেলুম। টই য়ে নিজের লেখা শেষ পোস্টটা নিজেই খানিক মুগ্ধ হয়ে দেখলুম। তারা এঁকে নিচে কেমন তারা লিখেছি। সেই ছোটোবেলায় জীবনবিজ্ঞানের আঁকার পর এইরকম লেবেলিং বহুকাল করিনি। কিম্বা করেছি, মনে নেই।
pi | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৩১ | 128.231.22.89
বৎস নিতাই, ঐ আশাতেই থাকো। ঃ) তবে, এই একটু আগে যা ফাঁড়া গেল ! আরেকটু হলেই ফোনে ম দি নামটা জেনে নিচ্ছিল আর কি , আর তারপর আমি নিশ্চিত , ভাটে হাঁড়ি ভাঙ্গতো। কি সব ডেংজারাস লোকজন। কেটে পড়ি বাবা।
আর হ্যাঁ, তিমিখোঁখার পোস্ট পড়িয়া খুব ই হাঁসি পাইলো ঃ)
nitai | ১২ নভেম্বর ২০০৯ ০৯:২৯ | 152.2.94.251
একটু অফ-টপিক: প্রেমিক-প্রেমিকা র নাম ডাকা প্রসঙ্গে:- ভাল নাম, ডাক নাম, ওগো, হ্যা গো, হানি, ডার্লিং আরো নানাবিধ লভি-ডাভি নাম ছাপিয়ে একটা নাম অমার সবচে মনে ধরে আছে। সেই নামে অমার বাড়ির বহুদিনের কাজের লোক , তার বউকে ডাকতেন। দুজনেই বিহরের। সেটা হল 'সিমড়ি-ওয়ালি'। সিমড়ি গ্রামের নাম। 'ও সিমড়ি-ওয়ালি' র মত রোমান্টিক টাচ আর কোথাও পাইনি। এটা যদিও ঐ খান্কার অনেক গ্রামেই খুব কমন।
Samik | ১২ নভেম্বর ২০০৯ ০৯:১৯ | 122.162.75.175
পাই-য়ের ডাকনামের তো বেশ নামডাক দেখছি!
nitai | ১২ নভেম্বর ২০০৯ ০৯:১০ | 152.2.94.251
বলরাম শুনে হাসি পায় ঠিকি, কিন্তু নিতাই, কানাই এইসব নামের মধ্যে একটা 'কুল ডিউড' ব্যাপার আছে, খেয়াল করেছি।
Tim | ১২ নভেম্বর ২০০৯ ০৯:০২ | 71.62.121.158
ঐতো বলেইছে। ডাক নাম। মানে নাম ছিলো হাঁস। সতি্য়্য় নামটা ভালোনা। ব্যকরণসম্মতও নয়। হাঁসি হওয়া উচিত।
Tim | ১২ নভেম্বর ২০০৯ ০৯:০০ | 71.62.121.158
ইপ্পিদের ইশকুল সম্পর্কে কি পরশুরামের কোনো ল্যাখা আছে? মানে নাও থাকতে পারে , এমনি কৌতূহল। ঃ-)
nitai | ১২ নভেম্বর ২০০৯ ০৮:৫৯ | 152.2.94.251
ডাক নাম অবিলম্বে জনসমক্ষে প্রকাশ হউক।
pi | ১২ নভেম্বর ২০০৯ ০৮:৫৩ | 128.231.22.89
নিতাই, :D
তবে আমার বর্তমন ডাকনাম নিয়ে যতই দুঃখ পেয়ে থাকিনা ক্যানো, যত ক্ষোভ অভিমান ই জমা হয়ে থাকুক না ক্যানো, আমি বাপ মা কে ক্ষমা করে দিয়েচি, অন্য একটা কারণে। যা শুনেছি, হাসপাতালে পুঁটুলায়িত শিশুকন্যার মুখ অবলোকন করে আমার পিতৃদেবের মনে কি জানি কি ভাবের উদয় হয়, হাসপাতাল চঙ্কÄরে কেউ তপোবন ধূপ টূপ জ্বালিয়েছিল কিনা আর সেই গন্ধ ডেটল জনসনের গন্ধকে ওভারকাম করতে পেরেছিল কিনা জানা নেই, মোদ্দা কথা, সেই ক্ষণে আমার পিতা স্থির করেন, কন্যার নাম দেবেন বনতোষিণী। এই প্রচন্ড রকম লাইফলং ডিসাস্টারের হাত থেকে আমি বেঁচে যাই মায়ের একটি মহত্তর রিয়েলাইজেশনের ফলে। মা র মনে হয়েছিল, বনতোষিণীর ইনএভিটেবিল সংক্ষিপ্ত ভার্শন, অর্থাৎ অপভ্রংশ জনিত ডাকনাম হবে ভন্তুসি। ওটি বাতিল হয়। বনতোষিণী, ভন্তুসি, বলরাম, উফ্ফ, জীবনটা যে আরো কত ভয়ঙ্কর হতে পারতো। এইসব ভাবলে ল্যাবের মশা ও প্যারাসাইটদের চরম অযৌক্তিক আচরণ নিয়ে জেরবার হয়ে যাওয়া জীবনেও ঈশ্বরে বিশ্বাসী হয়ে যেতে ইচ্ছে হয়, তাঁকে থ্যাঙ্কু বলতে ইচ্ছে হয়।
huhu | ১২ নভেম্বর ২০০৯ ০৮:৪৩ | 131.95.30.233
চিন্তা নেই, আনাল হয়ে যাবে।
dipu | ১২ নভেম্বর ২০০৯ ০৮:২৮ | 59.164.191.93
অনল ঃ-))))))))))
nitai | ১২ নভেম্বর ২০০৯ ০৮:২৩ | 152.2.94.251
'জগন্নাথ' নাটক টা দেখে খুব ভাল লাগবর পর, ঠাকুর দা কাজিন দাদার নাম 'জগন্নাথ' রাখেন। দাদা ক্ষমা করে নি, আজও। তবে সবচে করুন অবস্থা একজনের শুনলাম, যার নাম রাখা হয়েছে 'অনল' । সবি ঠিক ছিল, কিন্তু ছেলেটি আমেরিকা আসছে কিছুদিন পরে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন