ইদানিং আমাদের বাড়িতে মুসুড্ডালে চিনি দিয়ে রান্না হচ্ছে ঃ-((( কেউ আমার জন্য দুফোঁটা চোখের জল ফেল হে।
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:৩০ | 122.173.185.75
আগে কেমন করে খেত?
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৮ | 61.95.144.122
সে আমার বউও কৎবেল খায় এবং আমি খাইনা বলে আমাকে আওয়াজ দেওয়ার চেষ্টা করে। তাই বলে কি আমার বউ খাদ্যরসিক? ধুউউউর। তারে হাতে ধইর্যা মিষ্টি খাওন শিখাইলাম - যদুপুরে - হিন্দুস্তান সুইটসে লাঞ্চ করে।
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৮ | 122.173.185.75
সরি সরি, দুটোই ইন ট্রানজিটে একটা পয়েন্টে মিট করেছে নির্ঘাৎ। থাংকু ঃ-)))
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৭ | 122.173.185.75
কৎবেল গুড় তেল লঙ্কা নুন দিয়ে মেখে দুকুরবেলা, উল্স্স্স্স। কিঁউ কি এখন সিজন চলছে, তাই প্রায়ই খাচ্ছি ঃ-))
ব্যানানা লিফ কি কলকাতায়? কলকাতায় হলে সেটা কোথায় বলা যাবে কি? এই নিয়ে তিনবার জিগালুম ঃ-((
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৬ | 61.95.144.122
পাট্টিকুলার একটা দুটো অপদার্থ জিনিস না খেলে খাদ্যরসিক হয় না নাকি? খাদ্যরসিক উপাধি দেয় যারা খাওয়ায় তারা - তাদের গিয়ে জিগাও।
না না। অরিজিতেরটা অরিজিতকেই বলেছি। বহু বহু ঘটি খুব ভালবেসে কৎবেল খায়, আমি জানি। ঘটি বলে কি আর অতই ইয়ে নাকি?
baps | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৪ | 203.199.41.181
আমি এখন এক্টা মিটিং এ যাচ্ছি। ফিরে এসে এক্টা সম্বর রসম গপ্প বলব।
r | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৪ | 125.18.104.1
আমার আপিসের সামনে কৎবেল মেখে সেটা আবার ভাঙা কৎবেলের মধ্যে ঢুকিয়ে জোড়া লাগিয়ে বিক্রি করে। ফ্যান্টাস্টিক!
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৩ | 61.95.144.122
আমার কি যেন সেই হাইপোথিসিসটা ছিলো? যারা কাঁঠাল অপছন্দ করে তারা মাঃসঃ এবং আবাপকেও অপছন্দ করে না কি যেন - ধুর ভুলে গেলুম। এইজন্যে আমি কোনোদিনও নোবেল পাবো নাঃ-(
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২৩ | 122.173.185.75
বোঝো! বাঙালের বৌ কিছু না খেলে তারে কয় পার্সোনাল প্রেফারেন্স। আর ঘটির পোলাপান কিছু না খেলে সেটা হয় জেনারেল প্র্যাকটিস!!!
r | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২২ | 125.18.104.1
মতবাদের মধ্যে স্পেসিফিক কেস ঢুকিয়ে জেনেরিক ফিলোজফিটাকে ঘাঁটবেন না। মার্ক্সবাদ নিয়ে আলোচনা করতে বসে ধপধপি লোকাল কমিটির কেস আলোচনা করলে হবে?
san | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২২ | 121.50.4.240
কৎবেল খায়না। নিজেকে বলে খাদ্যরসিক। জাস্ট ভাবা যায়না।
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:২১ | 216.52.215.232
পার্সোনাল প্রেফারেন্স। আমার বউ যেমন স্ট্রবেরি খায় না।
কিন্তু সবেদার কেসটা অ্যামেজিং। সবেদা না খাওয়ার কী আছে?!!
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৮ | 61.95.144.122
তাইলে ধনেপাতা এবং কাঁঠাল মিউচুয়ালি এক্সক্লুসিভ - এই থিওরি যাঁরা অক্ষরে অক্ষরে মানেন তাঁরাই ঘটি অথবা বাঙাল। বাকিরা কি?
dipu | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৭ | 207.179.11.216
baps কে ডিট্টো ঃ-))))
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৭ | 216.52.215.232
আমাদের বাড়িতে সবাই খায়, খোকা। সসুরবাড়িতেও তাই।
dipu | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৬ | 207.179.11.216
কোনো একজন দুটোই খেলে তাঁরে কয় এক্সেপশন ;-)
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৬ | 122.173.185.75
অরিজিৎ-কে ডিট্টো। ক বলে এখানে কেউ কেউ, কেন বলে বুঝিনা, তাই বললাম না
baps | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৬ | 203.199.41.181
চেট্টিনাড চিকেন খেলে পরের দিন শুধু ভেলিগুড় নয় একটুকরো বরফ নিয়ে ও বাত্থুমে ঢুকুন। ভেলিগুড় টা চাটতে থাকুন আর বরফ টা........ @))
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৬ | 216.52.215.232
আর এই পাতায় আমি মনে রেখেছি আমি বাদে আর কারা একই জিনিস বলেছে। র, স্যান আর দমু।
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৫ | 61.95.144.122
তাইলে কি হল? ধনেপাতা খেলে ঘটি না বাঙাল? কাঁঠাল খেলে ঘটি না বাঙাল? দুটোই খেলে বা না খেলে তাইলে কি? ধনেপাতা খেলে আর কাঁঠাল না খেলে কি? আমি তাইলে কি? অপ্পন ঘটি না বাঙাল? কি মুশকিল!!!
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৫ | 216.52.215.232
আব্বে, আমিও তাই বলি বটে। কিন্তু আজ আমি বলি নাই। উত্তেজনার চোটে চোকের মাতা খেয়েচ নাকি?
r | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৪ | 125.18.104.1
মাকু-নকু কেসটা একটু বাঙাল সেমসাইড টাইপের। ;-)
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৪ | 122.173.185.75
ধুস্স্স্স। এতে আর কিছু বলার নেই। মানে, দুধ ভাত চিনি ব্যাপারটা মানলাম না, তবে ঐ লুচি বানিয়ে 'রাতে ময়দা হবে" বলাটা, ইয়ে, মানে, আমাদের বাড়িতে কাউকে কাউকে বলতে শুনেছি। কিন্তু সে তো বলার ডিফারেন্স ঃ-((
আর এদিকে একখান কলাপাতা শুঁকিয়ে চলে যায় কিন্তু কলাগাছের ঠিকানা দেয় না যারা তারা ঘটিও না বাঙালও না, তাদের কয় হিংসুটে
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৪ | 61.95.144.122
ফের অপোপ্পোচার। আমাদের বাড়িতে পায়েসকে পায়েস বলে আর দুধভাতকে দুধভাত। অপ্পন কবে কার বাড়িতে ভুলভাল খেয়ে জেনারেলাইজ করছে।
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১৩ | 216.52.215.232
আমি সুদু ধনেপাতা। নো কাঁটাল। নো সবেদা।
san | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১২ | 121.50.4.240
আব্বে কোন একজন ধনেপাতা কি কাঁঠাল না খেলে তাকে বলে পার্সনাল প্রেফারেন্স। এত এত বাঙালের মধ্যে কজন ধনেপাতা খায়না রে? আমি তো দিব্যি দুটৈ খাই।
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১২ | 204.138.240.254
কয়লা চিকেন? ঝরিয়া স্পেশাল নাকি ডিডিদা? ঃ P
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:১২ | 61.95.144.122
সত্তরের দশকে সিদ্ধার্থ রায়ের জন্মদিনের পার্টিতে ইলিশের ঝাল অথবা সর্ষে ইলিশ নিয়ে মাকু-নকু কলহ এবং ফলশ্রুতি হিসেবে বাজারে ইলিশের মূল্য-নিয়ন্ত্রণ। দ্যাখেন ওপেন ফর অল;-)
r | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০৯ | 125.18.104.1
এবং ভাইসি ভার্সা। দুধ ভাত ও চিনি মাখলেন, অথচ বললেন পায়েস। এটাকে বলে মায়াবাদী রান্না। যাকে যা ডাকেন, আসলে সে কিন্তু তাই নয়। যদিও সবার ভিতরেই রয়ে গেছে সেই অমর অজর অবিনশ্বর আত্মা- এক থাবা চিনি।
আচ্ছা র বাবু, এমন একটা টই আবিষ্কার কত্তে পারো না যেটাতে খাওয়া আছে প্লাস নকু মাকু ও আছে? তাইলে ঐ এক্লটা টই ই অর্জুনের অক্ষয় তুনের মতন যতোদিন চন্দো সুজ্জো থাকবে,ততোদিন অমর রহেগা।
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০৮ | 216.52.215.232
সে তো আমাদের বেঙ্গালুরুর ফ্ল্যাটের চারতলায় এক সুড়ির ঘটি থাকেন। যে মাছই বাজার থেকে আসুক না কেন, সব কিছুরই ঝাল হয়। রুইয়ের ঝাল, ট্যাংরার ঝাল, এমনকি সেদিন শুনলাম ইলিশেরও ঝাল বানিয়েছে।
ঝালটাও একপ্রকার জঁর।
r | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০৬ | 125.18.104.1
ওটা রান্নার একটা বিশেষ জঁর। ইন ফ্যাক্ট, মতবাদও বলা যায়। ময়দা, তেল ইত্যাদি দিয়ে বানালেন লুচি, অথচ ডাকলেন ময়দা। এটা এই বিশেষ মতবাদের একটি ধ্রুপদী উদাহরণ।
এই রে, ওভাবে হলে আমার মা হাফ বিহারী হাফ কলকাত্তাই। জামালাপুর/শোভাবাজার। বাবা হাফ বিহারী হাফ কলকাত্তাই - গিরিডি/হাজারীবাগ-ভবানীপুর। তবে আমি কি?????? হ্যাঁ, খেতে ভালো হলে আমিও সব খাই, না ভালো হলে রাঁধুনীর দোষ দিই, ডিশের সম্বন্ধে কোনো কতা কই না। খাবার হল প্রেমের মতই, পাত্রবিশেষে এবং ক্ষেত্রবিশেষ ভালোমন্দ ভ্যারি করে
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০৪ | 216.52.215.232
করলা দিয়ে ভেটকিমাছ। না, এমন অদ্ভুত রান্না আমাদের বাড়িতে কখনো হয় না। গুরুর বাকি বাঙালদের বাড়িতেও এমন কিম্ভুত রান্না হয় কিনা সন্দেহ। পুরোটাই অপপ্রচার।
san | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০৪ | 121.50.4.240
ঃ-)))
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০২ | 122.173.185.75
স্যান কলকাতায় পরের বার যখন আসবি অতি অবিশ্যি আমার বাড়ি আসিস। মুড়ি এবং ঘন্ট আলাদা করে, মুড়ি ঘন্ট একসাথে, দুধভাত জলখাবারে, পায়েস শেষপাতে এবং বাকি যা যা খেতে ভালোবাসিস ইনক্লুডিং রসম এবং সম্বর, সব খাওয়ার নেমন্ত রইল আর দীপু, তুমি দয়া করে খেতে শেখ নয় ঘটিত্ব বর্জন করো। এ আর সইতে পারছি না ঃ-(((
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০২ | 61.95.144.122
আমার মা হাফ বাঙাল। বাবা সিকিভাগ বিহারি, সিকিভাগ মারাঠি (দুটোই বসবাসসুত্রে)। কাজেই ভেবে দেখলুম আমি পিওর ঘটি নই। খেতে ভালো হলে আমি সব খাই (শুঁটকি, কাঁঠাল, সবেদা, চিংড়ি, কাঁকড়া, নেবু সন্দেশ, চন্দ্রপুলি, কঢ়ি বাদ দিয়ে)।
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১৪:০০ | 216.52.215.232
দীপু নাকি বাঙাল! খ্যা খ্যা খ্যা।
ঘটিগুলান কী ছেমছাইডই না করে। ঃ D
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১৩:৫৮ | 122.173.185.75
ঃ-))) @ 1.56
san | ০৪ নভেম্বর ২০০৯ ১৩:৫৭ | 121.50.4.240
হ্যাঁ, দুরকম জিনিস মিশিয়ে রান্নাটা ঘটিরা ঠিক নিতে পারেনা , জানি। পায়েসের বদলে দুধভাত বানায় কেউ নইলে? ;-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন