এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩০ | 173.26.17.106
  • স্ক্রু,নাটবল্টু এগুলো দেখুন তো,ঠিক আছে কিনা@ handbill.
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:৩০ | 59.161.16.117
  • উফ! আমার শিফ্‌ট কীটাকে মনে হয় ধাঁই ধাঁই করে পেটাই।
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২৭ | 59.161.16.117
  • বুঁচির কথা শুনে পরম পুলকিত হইলাম। বেশ হয়েছে। অক্ষর ঐ হিটলারি স্টাইলে রোজ খিচুড়ি খাওয়ানোর বিরুদ্ধে গর্জে উথেছে নবীন শৈশব।
  • hand bill | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২৫ | 110.172.174.18
  • aamar jabha, sumatra, multimedia, kichui thik nei.... birodhider chokranto....
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২৫ | 143.111.22.23
  • এই বুঁচিটাও মহা শয়তান হয়েছে। পাস্তা আর ঐ বিচ্ছিরি স্প্যাগেটি সস খাবে, আলু সেদ্ধ খাবে, ভাত, রুটি, লুচি খাবে, মাছ খাবে। কিন্তু তরকারী, মাছের ঝোল এসব খাবেনা। চিকেন খাবে প্রায় স্ট্যুর মত, একটু মশলা ইত্যাদি দিলে খাবেনা। তরকারি খাওয়ানোটা একটা যুদ্ধ।
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২৫ | 173.26.17.106
  • আরে এলসিএম,আমাদের বাড়িতে যে গান একবার শোনা শুরু হয়,কোষে কোষে চারিয়ে না যাওয়া পর্যন্ত থামে না- যে খাবার একবার দিব্যি বলে মনে হয়, দিব্যি গেলে খেতে চাই না বলা পর্যন্ত আমরা সেটা প্রায় ই খেয়ে ফেলি- মেক্সিকানের এখন সেই রাহুদশা চলছে।
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 59.161.16.117
  • এইরে! তাহলে আপনি ডানকানা হয়ে আছেন হ্যান্ড বিল। ডানদিকে একটা তিউটোরিয়াল টাইপের ব্যপার দেখতে পাওয়ার কথা। তারমানে আপনার জাভা ঠিক নেই।
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:২০ | 173.26.17.106
  • দীপ্তেন্দা, এইসব ভালোমন্দ মাংস মাছ শুধু তুমি একা খাবার জন্যে রাঁধো? কি কান্ড!তোমার আর ফেমেলির মাঝের তিনজন অন্তত খায় নিশ্চয়..

    ছেলে আমার পুউউউরো সায়েব বাঙাল।পিৎজা,সাব ,বার্গার ইত্যাদি খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন,অন্যথায় ভাতমাছ- রুটি,লুচি এসব দিলে তিনি বলেন,এরপরে একটু ভাত খেয়ে শুয়ে পড়তে হবে।

    সেই ভেবে দেখলাম,ভাত ছাড়া বেঁচে কি লাভ।যাই ভাত খাই গেঃ)
  • hand bill | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:১৯ | 110.172.174.18
  • colony paratei to thaki, tyaag korbo ki kore? e to r shopping mall noe, je tyaag korlei holo....
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:১৭ | 128.48.7.120
  • বাংলায় হ্যন্ডবিল লেখো না... আর কি কম্পুটার লাগিয়েছ, বাংলা দেখাই যায় না! এই কলোনিয়াল কম্পুটার ত্যাগ করো।
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:১৬ | 128.48.7.120
  • সে কি! মেক্সিকান খাবারের ঝাল নিয়ে অনেক গল্প আছে ঠিকই.... জিভ জ্বলে-ও যায়.... কিন্তু, তা বলে এত কঠিন প্রতিক্রিয়া ...
  • hand bill | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:১৬ | 110.172.174.18
  • koi.... na to.... daan dike to kichui nei.... aamar computer tao ki tahole baa dik ghasa?
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:১৪ | 216.52.215.232
  • এনচিলাডা। এনচিলাডা।

    মামী তুমি খাও না?
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:১৩ | 173.26.17.106
  • মেক্সিকান খাবারের নাম শুনলে এখন আমার গা জ্বলে যাচ্ছে,জ্বালা আরো মাস দুয়েক থাকবে-তারপর আবার ভালোবাসা জন্মাতে পারেঃ)
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:১২ | 59.161.16.117
  • হ্যান্ড বিল,

    আপনি তো দেখছি "বাংলায় আপনার মতামত দিন' দিয়েই লিখছেন, আপনার কি ডানদিকে বাংলা আসছে না?
  • hand bill | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০৮ | 110.172.174.18
  • durbhagyo.... aktao show case e sajanor moto noe....
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০৮ | 59.161.16.117
  • ডিডি রোজ হাত পোড়ান কেন? অ্যাদ্দিনেও অভ্যেস হয় নি ভাত রাঁধা? তালে রাইস কুকার ব্যবহার করুন।

    এই তিমি, সেই রোমহর্ষক অ্যাডভেঞ্চারের গপ্পো কই?

    শপিং মল বা এমনি ছোট ছোট দোকান বা হাট --- আমি সবরকম দোকানে ঘুরতে ভালবাসি।
  • dd | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০৭ | 122.167.12.80
  • বৌমা

    দাঁড়াও দাঁড়াও। আগেট্টা পোস্ট করেই দ্যাখলাম ওটা তোমার কোনো অভিযোগ নয়। তোমার রোটি খাওআ "দরকার"।

    "দরকার"? হা হা হা। কে কয়? কোন শালা কয়? কোন পুংগীর পুত?

    ডাগদার?

    তো ডাগদার বদলাও। খবদ্দার ডায়েট নয়।
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০৫ | 128.48.7.120
  • কি কেস? যদি সুটকেস হয়, একটু ভালো কোয়ালিটিত... বা ব্রিফকেস হলেও .... আর জদি এক কেস ওয়াইন দেয়... - ডিপেন্ড করছে...
  • dd | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০৪ | 122.167.12.80
  • বৌমা
    আমার আর তোমার মতামত অবিশ্বাস্য ভাবে একরকম।

    আমি নিজেই নিজের ভাত রেঁদে নেই। নিজেরই হাত পুড়িয়ে। ফেমিলি রোটি আর সবজী খায়। আমি ভাত আর আর নন ভেজ। কোনো বিরোধ নেই।

    তুমি রান্নাঘর থেকে ছেলে আর ছেলের বাপরে বাইর কইর‌্যা দাও। ভাত খাও। মটন। মুগ্গী। গরু। শোর।

    অন্যেরা পুস্তু দিয়া রুটি খাউগ্গা। সগলের জন্য এক বিধান খাওয়ার ব্যালা মানবা ক্যান?

    সিরিয়াস ও সুচিন্তিত উত্তর। (য্যানো আমি কখন ও ছ্যাবলমো করি)
  • Sayantan | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০৩ | 159.53.110.144
  • ওক্কে।
  • hand bill | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০২ | 110.172.174.18
  • ekti bisesh bigyopti.... bondhura (biseshoto bandhobira) chata niye rastae berono bondho korun.... pulish naaki chotrodhor bole case diche....
  • lcm | ৩০ অক্টোবর ২০০৯ ২৩:০১ | 128.48.7.120
  • টিমের সাজেশন মতন... বুরিতো নিয়ে... রুটিটা চিবিয়ে ফেলে দেবে, আর ভেতরের ভাতটা গিলে নেবে। রুটি চেবানো হল, ভাত খাওয়াও হল।
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 198.82.18.11
  • মেক্সিকান খাও, রুটির মধ্যে ভাত ভরে (ক্যামন অযাচিতভাবে উপদেশ দিলুম। আমার দয়ার শরীর)।
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫৭ | 198.82.18.11
  • মামী মাতুলদত্ত নামে ডাকবে এতে আশ্চর্যের কি আছে? ঃ)
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫৬ | 173.26.17.106
  • দীপ্তেন্দা,আমার কেবলি ভাত খেতে ইচ্ছে করে,এদিকে দরকার রুটি চেবানো, কি করি?

    এইটা সিরিয়াস কোশ্চেন।
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫৬ | 198.82.18.11
  • অ্যানেকডোটধর্মী, শিক্ষামূলক ঘটনাবলী। ঃ-)
  • aga | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 168.26.215.13
  • অ্যালগো এফিশিয়েন্ট করতে গিয়ে এই হয়েছে। আমি নাম বদলাই আর যাই করি সবাই আমার মাতুলদত্ত নামেই ডাকে। কি মুশকিল। নাম বদলানোর একটা গপ্পো আছে। কিন্তু সেটা বলব না। ঃ)
  • dd | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫৪ | 122.167.12.80
  • আমি ছোটোদের জন্য শিক্ষামুলক ফেবেলস লিখছি আর টিম্ভাই কয়ে দিলো ডিডির "গপ্পো"। গপ্পো। বুঝুন এগবার।

    আরে ঈশপ গপ্পো লিখতেন ? লিখতেন ? হিতোপদেষ কি গপ্পোকথা?

    যাও,যাও। পদ্দ লেখো গে যাও।
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫২ | 198.82.18.11
  • আজ্জোদা এত ঘনঘন নাম পাল্টাচ্ছে ক্যানো? প্রেম? ;-)
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫১ | 173.26.17.106
  • আজ্জো, এই অগা র থেকে আকা নামটা ঢের ভালো ছেলোঃ(
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৫০ | 198.82.18.11
  • ডিডিদার গল্পগুলো নিয়ে একটা সংকলন হওয়া উচিত।
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৪৮ | 173.26.17.106
  • না তিমি, বরফ পড়েনি এখনো,তবে দুদিন ধরে সুজ্জিমামার দেখা নেই, ঠান্ডা,ঘ্যানঘ্যানে বৃষ্টি চলছেঃ(
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৪৭ | 216.52.215.232
  • অগা কি একই বিষয়ে একাধিকবার হাসে? ঃ P
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৪৬ | 198.82.18.11
  • ঃ-)
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 143.111.22.23
  • ইয়ে অগা, টিম বোধহয় ঐদুটোর কথা বলেনি। মনে হয়।
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৩৭ | 216.52.215.232
  • টইতে দুদির লেটেস্ট পোস্টের অ্যালগো দুরূহ if else goto লজিকে কন্টকিত। কোডে ফেললে কম্পাইলার কেঁপে যাবে। ঃ)
  • aga | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৩৫ | 168.26.215.13
  • অর্ডারটা বদলে দিলাম। ঃ))
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ২২:৩৩ | 216.52.215.232
  • ঃ-)
  • P | ৩০ অক্টোবর ২০০৯ ২২:২৫ | 163.244.62.139
  • টিম ঃ))
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২২:২২ | 143.111.22.23
  • টিম ঃ-)) তবে একটু আগে পরে হয়ে গেছে।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২২:২১ | 143.111.22.23
  • যাহ্‌ পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে হাতে হাতে সেল ফোন হচ্ছে স্কুলের বাচ্চাদের, মল হচ্ছে, আইনক্স হচ্ছে, আর আসল জিনিসগুলোর বেলায়, আমাদের দেশে তো এরকম হয় বললে হবে?
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:২১ | 198.82.18.11
  • টইয়ের লিস্টিতে পরষ্পর ঘনিষ্ট সম্পর্কযুক্ত দুটি বিষয়ের পারম্পর্য রেখে সহাবস্থানে যারপরনাই আহ্লাদিত হইলাম। ঃ)
  • Du | ৩০ অক্টোবর ২০০৯ ২২:১৮ | 65.124.26.7
  • ক্লাস ইলেভেনের ছেলে দিল্লীতে স্কুলের বাইরেই পিজি ছাত্রীকে আওয়াজ দিয়েছিল, কমপ্লেন জানাতে গেলে স্কুলেই তাকে অপমান করেছে। এই ধাপটাই গেল না উল্টে আরও ভয়ংকর হচ্ছে, মেয়েরা খেলাধুলো করলো না বড় হবার পথে, রেস্তোরায় খাটলো না হাতখরচের জন্যে - সেখানে পাশ্চাত্যের ছেলে মেয়েদের সাথে তুলনা করে কি লাভ ?
  • Tim | ৩০ অক্টোবর ২০০৯ ২২:১৭ | 198.82.18.11
  • ঋজুর গল্পটা গোলা। ঃ-)))
    মামী, বরফ পড়ছে নাকি?
  • dd | ৩০ অক্টোবর ২০০৯ ২২:১৬ | 122.167.12.80
  • সবাই, সব্বাই, পোত্যেকে মাথাপিছু আটটা দশটা দেশে হরেক কিসিমের জিনিস দদ্দাম করে কিনেছেন। কতো তাদের গপ্পো।

    অথচ, আমারে দ্যাখেন। কোন্নোগরের হাটেও যাই নি।

    মরি হায় হায় রে।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২২:১০ | 143.111.22.23
  • আহা ঝাউগাছ নিয়ে কিছু বলিনি। ঝাউগাছের পাতাদের নিয়ে বলেছি।
    শুধু মেয়েদের কলেজ কেন, গড়ের মাঠেও তো ভোর ভোর ঘুরে বেড়ায় শোনা গেল!
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ২২:০৬ | 173.26.17.106
  • অক্ষ,দীপু মেয়েদের কলেজের সামনে চক্কর কেটে হেঁদিয়ে পল্লো, আর তুমি ওর নতুন নতুন পুং বন্ধু হবার আশ্বাসবানী শোনাচ্ছো- তোমার পরাণে কি একটু দয়ামায়া থাকতে নেই বাছা!!
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ২২:০০ | 143.111.22.23
  • দুখে ভদ্রলোক/লোকি বেসিকালি খুবই সুখে ঃ-))
  • d | ৩০ অক্টোবর ২০০৯ ২১:৩৯ | 59.161.16.117
  • আজ পারমিতার সাপ্তাহিক প্রশ্ন করার দিন। আর সব কবিদের কবিতা লেখার দিন।

    ঋজুর মেলটা ঃ)))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত