এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ২৮ অক্টোবর ২০০৯ ২২:৩১ | 59.93.244.244
  • হ্যাঁ, গপ্পোগুলি শুনতে চাই। একটু পনিপচ হোক।
  • I | ২৮ অক্টোবর ২০০৯ ২২:৩০ | 59.93.244.244
  • ঋতা তেমন মুখভঙ্গি করেন না। অন্ততঃ দেখিনি।

    তবে চোখ বুজে শুনলে স্বর্গের দেবী। আমি গীতা'র কথা বলছি। শুনলেই মনে হয় একজন একলা মানুষ গাইছে।
  • aga | ২৮ অক্টোবর ২০০৯ ২২:২৫ | 168.26.215.13
  • অ্যালফাবেটিকালি সর্ট করে মানে পত্রপ্রেরকদের নাম অ্যালফাবেটিকালি সর্টেড। ওরিঙ্কÄ¡রা।
  • Sayantan | ২৮ অক্টোবর ২০০৯ ২১:৫৮ | 159.53.110.144
  • পুরনো চিঠিপত্তরের, যেগুলোর কিছু সূর্যের আলো দেখলে প্রভূত চাপের সম্ভাবনা, অ্যালফাবেটিকালি সর্ট করে বান্ডিলায়িতাবস্থায় প্রাচীণ এক ড্রআরের অন্তর্বর্ত্তী রয়েছিল। অন্তত ভাবতাম সেরকমই আছে, থাকবে। কিন্তু সেটার চাবি কে কোথায় গেল সেই ভেবে ভেবে হাতের তেলোয় ঘাম ইত্যাদি। আরও মুশকিল, ওটার ওপরের ক্যাবিনেট খুলে হাতের সামান্য কসরতে পুরো বান্ডিল হস্তগত করতেও বেশী বেগ পেতে হবে না। সেটাই আরও ভাবাচ্ছে। কারণ, চাবি হারিয়েছি, রিসেন্টলি, এটা অলরেডী প্রচারিত। এবার বাড়ির ছোটগুলো, যাদের মনে কৌতূহল এবং কেস খাওয়ানোর ইচ্ছা অসীম, তারা ব্যাপারটা নিয়ে একটু নাড়াঘাঁটা করলেই চিত্তির। কিভাবে যে সামাল দিই। ঃ((
  • kc | ২৮ অক্টোবর ২০০৯ ২১:৫১ | 89.203.49.18
  • bb ছেলের নাম জানিনা, তবে প্রফেসরটা ঠিক।
    ইন্দো, ঠিকই। কিন্তু গীতা ঘটকের গান সামনে বসে শোনা কিন্তু বেশ চাপের, ঐ বিচিত্র অঙ্গভঙ্গির জন্য। গীতা ঘটকের খেয়াল গান অসাধারন।
    বহরমপুরে এই ঘটকদের বাড়ির পাশেই আমাদের বাড়ি। এনাদের নিয়ে অনেক গল্প আছে, একটু গুলগাপ্পা অ্যালাউ করলে "অকচলিত"তে ছড়ানো যায়।
  • d | ২৮ অক্টোবর ২০০৯ ২১:৩৬ | 117.195.38.133
  • তেকোনার প্রস্তাবটা আমি কপাৎ করে লুফে নিলাম। তবে কোদিং রিলেতেড ব্যপারস্যাপার হতে মনে হয় টাইম লাগবে একটু।
  • I | ২৮ অক্টোবর ২০০৯ ২১:২৮ | 59.93.244.244
  • kc-রে গাদাগাদা fc। গীতা গাঙ্গুলী ছিলেন তো , না? গীতা গাঙ্গুলি ও ঋতা গাঙ্গুলী।
    আসলে এখন গীতা ঘটক শুনতেসি। এ কী এ সুন্দর শোভা। চিরসখা। কী ধ্বনি বাজে। ইত্যাদি।
  • bb | ২৮ অক্টোবর ২০০৯ ২১:২৭ | 117.195.166.83
  • @kc মৈত্রীশ (যে LSE তে প্রফেসর) কি এদেরই ছেলে নাকি?
  • Bratin | ২৮ অক্টোবর ২০০৯ ২১:১৭ | 117.194.99.73
  • অস্ট্রেলিয়া ১৬৬/৫, ৩৫ ওভারে। জামা-কাপড় খুলে নিয়েছে মোটোমুটি.....
  • kc | ২৮ অক্টোবর ২০০৯ ১৯:৩৬ | 89.203.49.18
  • রঙ্গন, ইন্দো ইত্যাদিদের জন্য, ঋত্বিক ঘটকের দাদা, মনীশ ঘটকের বড় ছেলে, অনীশ ঘটকের বউ হলেন গীতা ঘটক।
  • stoic | ২৮ অক্টোবর ২০০৯ ১৯:৩১ | 160.103.2.224
  • ইন্ডিয়া ৩৫৪/৭ অর অস্ট্রেলিয়া ৪৫/২। খেলা জমে গেছে।
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৮:৫১ | 125.18.104.1
  • ধোনি কি খেলেছে রে পাগলা!
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৮:১৯ | 122.163.79.7
  • ছোটোবেলায় ফুচকা খেতে এত্তো ভালোলাগত। এখন খেতে গিয়ে তিনটে খেয়ে আর ভাল্লাগলোনা। কেবল মিষ্টি খেতে ভালোলাগে আজকাল। কালবেলা এসে গেল ঃ-(((
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৮:১৭ | 122.163.79.7
  • আজ্জিত, তুম রসগুল্লেকা রস পি লো ঃ-))

    তেকেনা তো কী কে কি লেখে কারণ সে জানে শমীক জাগাতে keyওয়ার্ড ওটাই ঃ-)
  • Bhuto | ২৮ অক্টোবর ২০০৯ ১৮:০৫ | 203.91.193.7
  • ক্যায়া বাৎ ক্যায়া বাৎ
  • stoic | ২৮ অক্টোবর ২০০৯ ১৮:০৫ | 160.103.2.224
  • ওকে, পয়েন্ট টেকেন। ঃ-))
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:৫৭ | 61.95.144.122
  • ছোঃ হুইক্সিতে কি হইব? "গম্‌হি অগর শরাব পি লেতি তো হম কেয়া পিতে'?
  • stoic | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:৪৬ | 160.103.2.224
  • নাহ, আমি অজ্জিতকে হুইস্কি ধরতে অ্যাডভাইস করতে যাচ্ছিলাম, কিন্তু 'উপদেশ দেওয়া বাঙালী' বলে গালি দেবে বলে মৌনতা অবলম্বন করছিলাম। ;-)
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:৪০ | 121.50.4.240
  • ওহে আমি অনেক দিন আগে ডিঃ দিয়ে রেখেছি যে কি-কীর বিষয়ে আমি যখন যা ইচ্ছে তাই লিখি। নতুন কিছু না।

    কিন্তু সবাই কি অরিজিতের অধঃপতনের জন্য শোকপালন করছে? ঃ-)
  • Samik | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:৩৭ | 12.191.136.3
  • একুশখানা বানাম্ভুল নিয়ে কথা কয়। ৫ঃ০৮-এর পোস্টে সেই যে স্যান নিজেই ঘুমচোখে কী-কে কি লিখেছে, তাপ্পর থেকে তেকোনা অজ্জিত সব্বাই কী-কে কি লিখছে।
  • shrabani | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:২৩ | 124.30.233.102
  • কান বদলায় নি তো? একতরফা দেখলে চলবে কেন, সবদিক দেখতে হবে। ঐ কানের টেস্টটায় তখন কত লেভেল যেত এখন কত সেটাও জানতে হবে!!!!
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:২৩ | 122.163.79.7
  • বেশি আবার কি? টিনেজ তো ঃ-)
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:২২ | 61.95.144.122
  • ঘটনা। বড্ড বেশি।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:২১ | 61.95.144.122
  • ping টোন টা হ্যামার-টোন হয়ে গেলে যা হয় আর কিঃ-(
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:২০ | 121.50.4.240
  • সতেরো বছর তো ভীষণ বেশি !
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৯ | 122.163.79.7
  • সময়ের সঙ্গে সঙ্গে স্কিনটোন বদলায়, রিংটোন বদলায় আর pingটোন বদলাবে না?
    ঃ-))))
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৭ | 61.95.144.122
  • তখনকার "অ্যাই শুনছিস' আর এখন "এই শুনছো' শুনলে মনে হয়...

    যাউগ্গাঃ-((((
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৬ | 122.163.79.7
  • ঃ-))
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৫ | 121.50.4.240
  • খিক !
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৫ | 61.95.144.122
  • সেই সময়ের টোন আর এখনকার টোন কম্পেয়ার করলে অধঃপতন তো শিশুঃ-(
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৪ | 122.163.79.7
  • অধঃপতন কেন? বুকপকেটে রাখবে ঃ-)
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৪ | 207.179.11.216
  • যাদবপুরে পড়ার সময় দেখতাম, ট্রেনগুনো পজ্জন্ত পাঁচিলের বাইরে ল্যাদ খেয়ে দাঁড়িয়ে যেত।
  • shrabani | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৩ | 124.30.233.102
  • জ্বরটর হলে বেশ নির্ঝঞ্ঝাট ঘুমনো যায়। এবার কলকাতায় দুদিন জ্বরে ঘুমোলাম, কেউ পরেশান করলনা, সময়ে সময়ে খালি খেতে ডাকল। ফোনটোন অফ, বেশ ভাল। দুদিন পরে খুব ফ্রেশ লাগছিল।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৩ | 61.95.144.122
  • আহা - মোটে তো চার বছর। তামাদি হয়নি। একুশ মনে থাকতে পারে আর সেই একুশটা কি সেটা মনে থাকবে না?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৩ | 122.163.79.7
  • ঘুমোনো আর ল্যাদখাওয়ার মধ্যে তফাৎ হ্যাজ। ঘুমোলে আর বোঝা যায় না ল্যাদের আনন্দ।
    স্যান, মরার আগে অবধি ঘুমিয়ে থাকলে মরার সময় জাগবি না ঘুমিয়ে ঘুমিয়েই লীলা সাঙ্গ করবি সেটা আগে ঠিক করে নে। নইলে কাউকে ডেকে দিতে বলতে ভুলিস না

    না, উনি নাকি ঘুমোতে পারতেন গাড়িতে বসে, কিন্তু দাঁড়াতে পারছেন না গাড়ির মধ্যে তাই হাতে পায়ে কেমন বেদনা বেদনা ভাব বলে মুখ মচকাতেন খুব ঃ-))
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১২ | 125.18.104.1
  • তবে এই ল্যাদফ্যাদ আমার একদম পছন্দ নয়। সবসময় কাজের মধ্যে থাকবে। এনার্জিতে একদম টগ্‌বগ্‌ করবে। তবেই না।
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৮ | 207.179.11.216
  • ভিড়থিকথিকে পাঁচ নম্বর বাসে বা শেওড়াফুলি লোকালে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ....স্বচক্ষে দেখা।
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৮ | 121.50.4.240
  • মাইরি, অরিজিত কি করে ভাবল আমি প্রেমপত্তর ট্যাঁকে করে অফিসে নিয়ে এসেছি !

    এবং মরে যাওয়ার আগে অব্দি টানা একটা লম্বা ঘুমোতে পারলে ভালই হয়। এত লোক জন, চেঁচা মেচি, হৈ চৈ , কী দরকার !
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৬ | 61.95.144.122
  • নাঃ ট্যাঁকে থাকলে অধঃপতন দেখে ফ্রাস্টু খেয়ে আরোই মরে যেতুমঃ-(
  • shrabani | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৬ | 124.30.233.102
  • গাড়িতে বসে ল্যাদ খাওয়ার টেকনিকটা রপ্ত করতে পারেননি বলছ?
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৪ | 122.163.79.7
  • একমত ঃ-))
    আমার চেনা এক ভদ্রলোক শিয়ালদা থেকে ট্রেন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাদ খেয়ে বাড়ি ফিরে এমন অভ্যস্ত হয়ে গেসলেন যে গাড়ি কিনলেন যখন তখন তার মধ্যে দাঁড়াতে পারছেন না বলে আরাম হচ্ছেনা এই নিয়ে দুঃখ করতেন
  • r | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০২ | 198.96.180.245
  • ল্যাদের টেকনিক জানলে দাঁড়িয়েও ল্যাদ খাওয়া যায়।
  • shrabani | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০১ | 124.30.233.102
  • আর লোক? এই যে নানা লোকের সঙ্গে দেখা ফোন কথাবার্তা হয় আমার তো এটাও ভাল লাগে। শুয়েবসে দু দশদিন ভাল লাগে, বেশী না।
  • tkn | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০১ | 122.163.79.7
  • অরিজিতের কি সাজেশন!!!! রোজ প্রেমপত্তর ট্যাঁকে করে অফিস যায় নিজে নির্ঘাত ঃ-))
  • Bhuto | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৫৬ | 203.91.193.7
  • না রে, একেবারে শুয়ে বসে থাকাটা বড় বোরিং ঃ(
    এই যে আপিসে ইন্টারনেট অ্যাকসেস , ঠান্ডা হাওয়া, জল , চা পায়চারির উঠোন, গাছের হাওয়া-ছাওয়া , ডাক্তারখানার স্ট্রেচার এইসব আরামের কথা ভুলে যাস না। কথায় আছে দাঁত থাকতে লোকে দাঁতের মর্য্যাদা দেয় না। আপিস খুব ভালো ঃ)))))
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৫৪ | 207.179.11.216
  •          
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৫২ | 121.50.4.240
  • বা কাজকম্ম শিকেয় তুলে সারাদিন শুয়েবসে থাকতে পাল্লে আরো ভাল হত ঃ-)
  • dipu | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৫১ | 207.179.11.216
  • শুয়ে শুয়ে কাজ করা গেলে ভাল হত।
  • san | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৪৯ | 121.50.4.240
  • আমাদেরও কদিন আগে এই কেলাস হয়েছে। আমি অবশ্য জুতো খুলে চেয়ারে পা তুলে আরাম করে বসি সবসময়।
  • Arijit | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৪৭ | 61.95.144.122
  • ইস্‌স্‌স্‌স এদ্দিন বাদে অরোরা-ওয়াচ একখান রেড-অ্যালার্ট দিচ্ছে গো। এখন আমি কি করে হাইল্যান্ডস যাই?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত