এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 117.195.36.136
  • এহেহে। তেকেনার এই লেখাটা অন্যগুলোর থেকে একদম অন্যরকম। যারা পড়তে পারছেন না, তারা বেশ মিস করলেন। দ্যাখেন এইটা হয়ত ব্যাঙ্গালুরুতেই খোলা যাচ্ছে না।
  • Tim | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 71.62.121.158
  • এইটা ক্লাসিক। ঃ-)))))
  • dipu | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 59.164.188.51
  • http://www.meatgoats.com/cookbook.pdf

    Chevon may be goat from 48 to 60 pounds and 6 to 9 months of age.......
  • dd | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৩৮ | 122.167.46.242
  • হ্যাঁ, হ্যাঁ।

    আমি ও স্যর তেকোনার ল্যাখাটা পত্তে পাল্লাম না। আবাপে।
    বোধয় অতো ভালো ল্যাখা ছেপে ওদের লোম টোম সব পরে গ্যাছে। সহ্য হয় নি।

    এক্কেবারে পেটরোগা পাব্লিক।
  • d | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৩৬ | 117.195.36.136
  • এই যে কমরেড, chevon কী? কোম্পানির নাম? না বোকাপাঁঠা? নাকি রামছাগল?
  • dipu | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৩৫ | 59.164.188.51
  • ইদিকে আনন্দবাজার খুলতে গেলেই আমার মেশিন প্রচণ্ড রাগারাগি করে ব্রাউজার বন্ধ করে দিচ্ছে।
  • aka | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:২৮ | 173.33.234.215
  • আর গতকালই এই প্রথম আমি কোনো সিট ইন গ্রীক রেঁস্তোরাতে খেলাম। যাকে বলে আমি ফিদা। রোস্টেড ল্যাম্বটা মনে হচ্ছি স্বগ্গে রান্না হয়েছে। সাথে বড় বড় করে কাটা আলু, গাজর আর ব্রকোলি। শুধু ব্রকোলিটা আস্তে করে কাটিয়ে দিয়েছি।
  • aka | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 173.33.234.215
  • ভুল বোঝাবুঝি নিয়ে এত রাইগেন না কত্তারা। কেসটা এত জটিল নয়। সামারি ঃ-

    ১। যে যা খুশি লিখতে পারে

    ২। কারুর পছন্দ না হলে সেও লিখতে পারে

    এই অবধি আমি বাইনারিদার সাথে একমত। খোয়াব লেখা চেয়েছে বেশ করেছে। দ, এর পছন্দ হয় নি বলেছে বেশ করেছে। ব্যাস এখানেই শেষ।

    ৩। আনমডারেটেড সাইট হলেও ""আতাকেলানে"" র পোস্টটা পড়তে ভালো না। তবে তাই নিয়ে এত কচলেও লাভ নাই। একটাই কথা ডিসএগ্রিয়েবল না হয়েও ডিসএগ্রি করা যায়।

    ৪। হানুদা আর অক্ষর তক্কো বিতক্কো টার একটা ভালো পোটেনশিয়াল আছে শুধু রাগারাগিটা থামলেই হয়।

    ৫। শনিবারের বারবেলায় রাগ করলে তেনারা খচে যান। আসেন তক্কো করি/ তক্কো এনজয় করি।

    তবে এসব কথা কেউই শুনবে না যা রেগে আছে সবাই। তাও ঢেঁকি কানাডা এসেও পোস্ট করে। ঃ) ও হ্যাঁ ছবিও তোলে। ;)
  • h | ২৪ অক্টোবর ২০০৯ ২২:৪৫ | 61.95.144.10
  • সমস্যাটা কেরিয়ারে নয় ভাই ন্যাড়া। নীচ ডিসকোর্সে স্বাগতম। সমস্যা সমবেদনায় কেরিয়ারে। কম্যুনিস্ট দের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল, এরা নিজেরা মিরান্ডা হাউজ আর বালিগঞ্জ প্লেস, এরা গ্রাম বস্তি কি বোঝে? এক-ই রসিকতা এনি্‌জও দের নিয়ে ব্যবহার করা যাবে না কেন? এটা আমার আন্তরিক নীচ প্রশ্ন? ভোটে না দাঁড়ানো টা যখন আত্মত্যাগের প্রতীক, তাইলে, অ্যাকাউন্টেবিলিটি ও যে নাই, সেটা বলা যাবে না কেন? বা অন্তত আপিসিয়াল নীচ ব্যক্তি রা, কেরিয়ারে ব্যর্থ ব্যক্তিরা অন্ততঃ বলবেন না কেন? ঈর্ষা তো নীচতার ডেফিনিশনে অ্যালাউড ঃ-)
  • tkn | ২৪ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 122.163.79.7
  • না না, এক পদবীওয়ালায় ভর্তি তো। একাধিক বোধহয় তোমার বন্দুকের (ই-এবং বাকি স----ব স্বরবর্ণজনিত) আর তোমার ক্রাশেরই শুধু ঃ-)))))
  • Samik | ২৪ অক্টোবর ২০০৯ ২২:৩৮ | 122.162.75.34
  • ঐ আমার ক্রাশকে দেখলাম, তাপ্পরে আমার ই-বন্দুককে দ্যাখলাম। বাকিদের চিনিন তো, তাই রুল অফ জেনারেলাইজেশন ফলো কর্বো কিনা ভাবছি।
  • tkn | ২৪ অক্টোবর ২০০৯ ২২:৩৭ | 122.163.79.7
  • সকলেরই? কই? কেন? নাতো!
  • nyara | ২৪ অক্টোবর ২০০৯ ২২:৩৭ | 64.105.168.210
  • 'কেরিয়ার করা' ব্যাপারটা বাঙালী লব্জে একটা অপমান করা আর অপমানিত হবার কল হয়েছে। কেন রে বাপ? কেরিয়ার করা মানে যে জিনিসটা করছি সেটা প্রফেশনালি - ইন টার্মস অফ স্কিল, ডেকিকেশন ইত্যাদি - করছি। তো খারাপটা কি? নইলে আমাদের সবাই রচনা বইয়ের মতন ভার্সেটাইল জিনিয়াস হতে গিয়ে আধাখ্যাঁচড়া জিনিস হয়েছি। কোডিং-ও ভাল পারিনা; কবিতা-প্রবন্ধ পড়ার-মতন করে লিখতে পারিনা তাই নিজেই লিটিল ম্যাগাজিন বের করে ছাপাই; সেও দু সংখ্যার বেশি চলে না; যখন কলেজে সময় ছিল উত্তেজনার উস্কানিতে রাজনীতি চেখেছি, এখন প্রাক্তন-বিপ্লবী ভাব করে ঘুরি আর কর্পোরেটে চাগরি করি; পাড়ার পুজো-কমিটিতে নাম লেখাই জ্ঞান দেবার জন্যে, ভাল করে বারোয়ারি পুজো নাবাবার স্কিল নেই। আমি ভার্সেটাইল জিনিয়াস, কেরিয়ার করি না! কী বালের লাভ?
  • Samik | ২৪ অক্টোবর ২০০৯ ২২:২৬ | 122.162.75.34
  • তেকোনাদের হাউসিংয়ের সকলেরই কি দুটো তিন্টে করে পদবী হয়?
  • Ishan | ২৪ অক্টোবর ২০০৯ ২২:২৩ | 173.26.17.106
  • আমি মিস করেছি কিনা জানিনা। হনু কেরিয়ার-টেরিয়ারের কথা বলেনি বলেই তো মনে হল।

    এই তক্কতক্কি টা মোটেও এনজয় করছিনা। হনু আর অক্ষর পুরোনো তক্কাতক্কির মতো লয় এটা।

    এখন সময় নাই। পরে লিখছি।

    আর রঞ্জনদা লিখুন। অপেক্ষা করে আছি।
  • h | ২৪ অক্টোবর ২০০৯ ২২:২০ | 61.95.144.10
  • কটা স্ল্যান্ডার গুণে পেলে? 'সংহতি করে' কেরিয়ার কেউ বানাচ্ছে আমি একবারো বলিনি, একটু পড়ে দেখো প্লিজ।

    না পড়ে দেখলে অবশ্য ক্ষতি বিশেষ কিছু নেই। আফটার অল সদ্য মুখোশ খোলা নীচ ব্যক্তির লেখা।
    এন জি ও ইন্ডাস্ট্রি সম্পর্কে এটা জেনেরাল বক্তব্য আমার। আগেও বলেছি। নানা ভাবে বলেছি। সমবেদনা হ্যাঁ সত্যি ই আজ একটা কেরিয়ার অপশন।

    পরিষ্কার করে বলি, আমি মনে করি, গুটি কয় এনজিও বাদ দিলে আজকে এটা বাংলা ঘটনা, যে তৃতীয় বিশ্বের ইলেকটোরাল প্রসেস গুলো কে ডি লেজিটিমাইজ করার একটা জেনেরাল প্রসিডিওরে পরিণত হয়েছে। গণতন্ত্রের উপরে নজরদারীর যে মহান দায়িঙ্কÄ এন জি ও রা নিজেদের হাতে তুলে নিয়েছেন, তার বিস্তৃতি বাড়তে বাড়তে এমন একটা জায়্‌গায় দাঁড়িয়েছে, ওয়েলফেয়ারের সঙ্গে সমবেদনায় কাতর জড়িত উপকার প্রবৃত্তির উপরে নির্ভর সংস্থা গুলোকে ছাড়া আর কাউকে ডোনোরেরা বিশ্বাস করে না। কে না জানে, ডোনরেরা সারা পৃথিবীর জন্য চিন্তায় আকুল।অথচ আকাউন্টেবিলিটির দায় তাদের নেই, কারণ উপকারের কোন আকাউন্টেবিলিটি হয় না।

    যাঁর উদাহরণ দিয়েছো, তিনি কে জানিনা, জানার প্রয়োজনও নেই, নাম কখনো বলে ফেলো না, আমার মত নীচ লোককে মহামানব দের নাম শুনিয়ো না।

    তাঁর পায়ের ধুলির আমি যোগ্য নই, আমি ছোটো মুখে বড় কথা বলি একটা। আজ যদি সংহতি একটা ওয়েলফেয়ার এজেন্সী হত, এই আলোর মত মানুষেরা কাজ যদি না করতেন, বা যতটা ঘোষিত ততটা না করতে পারতেন, জনতা কি তাঁদের কান ধরতে পারতো? পারতো না। কারণ উপকার আর মহঙ্কেÄর সুবিধে হল কোন দায় নেই, য গণতন্ত্রের জন্য এত কান্নাকাটি, অ্যাটলান্টিক লজ্জা পাচ্ছে যার উচ্ছ্বাস দেখে, সেই গণ তান্ত্রিক দায় উপকার ইন্ডাস্ট্রি তে কারো নেই। আজ যদি কেউ ক্যাঁক করে ইউ এন কে চেপে ধরে বলে, বল কটা যুদ্ধ থামিয়েছিস, তো তারা মিহি গলায়, অনেক রিজোলিউশন দেখাবে, কিন্তু কারো চাগরি যাবে কী? বা গেলেও সেটা কর্তার ইচ্ছের বাইরে হবে কী কিছু?

    আজ যদি সংহতি তার-ই ঘোষিত পথ থেকে সরে আসে, ধরো অন্য একটা মিডিয়ার চোখে, তাহলে কী তাদের একটা ইন্টার্নাল বা এক্‌স্‌টার্নাল ইলেকশন সামলাতে হবে?

    আরেকটা বিষয় আছে। সেটা হল, বিভিন্ন ওপিনিয়ন মেকিং সাইট, যাদের স্ট্রাকচার ঠিক এনজিও র মত। অর্থকরী না হলেও। অনেক সময়েই একেকটা রাজনৈতিক দলের মতই বায়াসড। তাইলে আর এগুলো কী, প্রগতি সংহতি সকলেরি বিভিন্ন দুর্গতি চলছে মাত্র। লেজিটিমেসী পাওয়ার প্রথম ধাপ, বেসরকারী হওয়া, সেটা পেরোনোর পরেই অবজেক্টিভিটির দায় তাঁরা হারিয়েছেন। অবজেক্টিভিটির যে মৃত্যু ঘটেছে তার জন্য দায় শুধু সরকারী বা বেসরকারী মেনস্ট্রীম মিডিয়ার কী?

    যে কোন ফ্র্যাংক ডিবেটের প্রথম শর্ত অবজেক্টিভিটি। সেটা কোথায় সংহতি তে? হ্যাঁ আমার স্ট্যান্ডার্ড একজ্যাকটিং। হ্যাঁ আমি নাড়া না বাঁধা লেখক লেখিকা চাই, চাই তাঁরা এমার্জ করুন। কোথায়, সংহতি আমাকে দেয় নি।

    আর আমার সম্পর্কে তোমার খারাপ ধারণা শুরু হল এটা শুভারম্ভ। স্বাগতম। আরো আগে হলে ভালো হত। অনেকে এর চেয়ে অনেক অল্প সময়েই আমার যাবতীয় চক্রান্ত ধরে ফেলেছেন ঃ-))

    কিন্তু সংহতি সম্পর্কে শ্রদ্ধা আমার কম নেই, আগেও বলেছি, শোননি, বা ভুল বুজেছো। ডিবেটে একটা ইম্পর্টান্ট দিক, এবং পরিচয়ের ডকুমেন্টেশনের জন্য সকলেই তাঁরা সকলের ধন্যবার্দাহ।

    আমি কথা ঘোরাতে পারি বলে আমাকে লেবেলিং করেছো অনেক্বার। (এবং অর্পণ হিসেব রাখে নি ঃ-) ) আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি তোমার ডিফেন্সের দুর্বলতায়। সংহতির কোয়ালিটি অ্যাসিওরেন্সটা আমাদের তর্কের বিষয় ছিল না। প্রশ্নটা ছিল গুরুতে বিজ্ঞাপণ দেওয়া যাবে কিনা। আমি বলেছিলাম, এত চাপের কিসু নেই দেওয়াই যায়, অনেকেই দেন, যেমন অক্ষ। তো তুমি বলেছিলে, তুমি বিজ্ঞাপণ দাওনি, আলোচনায় রেফারেন্স দিয়েছো, আমি কাউন্টার অভিযোগ এনেছিলাম, যে ক্রমাগতঃ একটাই সোর্স কে রেফারেন্স হিসেবে খুঁজে পেলে সেটা কে রেফারেন্স আর বলা যায় না, প্রচার বলার সুযোগ বাড়ে। এটাতে তোমার ডিফেন্স নেই, তুমি শুধু আমার চরিত্রের ডার্ক দিক সমূহ আবিষ্কারে ব্যস্ত। ফাইন।

    বল্লে বিশ্বাস করবে না, আমি সত্যি খুব খারাপ লোক, নীচ অধম অতি। একদম সমবেদনা নাই, এই পরিচয় আবিষ্কার করতে বিচক্ষণ ব্যক্তি সময় নেবে সত্যি আশ্চর্য্যের, প্রবন্ধ লেখার ব্যান সঙ্কেÄও এটা বলে ফেল্লম, মুর্খ সৈকত নীচ লোকদের আইপি ধরার প্রোগ্রাম লেখে নি ঃ-)
  • Abhyu | ২৪ অক্টোবর ২০০৯ ২১:২৯ | 97.81.85.99
  • এত কিছুর মাঝখানে রঞ্জনদার ব্যাপারটা কেমন চাপা পড়ে গেল। রঞ্জনদা আপনাকে বিলাসপুর ছাড়তে হল শেষ পর্যন্ত? পরে আবার পুরোনো বাড়িতে ফেরার কোনো চান্স আছে? জানি হয় তো কিছু করার নেই, কিন্তু শুনে খারাপ লাগল।
  • a x | ২৪ অক্টোবর ২০০৯ ১৯:৫০ | 75.53.200.70
  • হনু, তোমার অসংখ্য স্ল্যান্ডারের মধ্যে থেকে একটা কথারই উত্তর দেব। এটা bb বলাতে অবাক হইনি। তুমি বলাতে সিরিয়াসলি অবাক হলাম। এবং তোমার সম্বন্ধে আমার এতকালের যাবতীয় ধারণা ভুল প্রমাণিত হল, রাজনৈতিক মতানৈক্য মানুষকে কোথায় নামিয়ে দেয় সেটাও দেখলাম।

    সংহতি করে ক্যারিয়ার বানাচ্ছে?

    সংহতিতে যারা সবচেয়ে বেশি কϾট্রবিউট করেছে, অ্যামং মেনি আদার্স, তাদের একজন নেচারে পাব্লিশ করা সায়েন্টিস্ট, এখানে একটি অত্যন্ত নামী ল্যাবে কাজ করত। সে এগুলো সব ছেড়ে দেশে গেছে, রাজনৈতিক কাজ করবে বলে।
    একজনের লেখা মাঝে মাঝে বেরোয় সংহতিতে সেই লেখা সে চাইলেই যেকোনো জার্নালে বের করতে পারত, নিজের সিভি বাড়াতে পারত। করেনা।
    অন্যজন যার নাম কোথাও দেখোনা, গত প্রায় তিনবছর ধরে সংহতির জন্য দিনে ৫-৬ ঘন্টা দিয়েছে, তার নিজের ক্যারিয়ার সম্পূর্ণ স্যাক্রিফাইসড হয়েছে। আরও অনেকেই অনেক সময় দিয়েছে, যার বিনিময়ে তারা খ্যাতি বা পয়সা কিছুই পায়নি।
    এগুলো কেউ জানেনা, জানার কথা না, দেয়ার'স নো গ্লোরি ইন ইট।অসংখ্য মানুষ এর থেকে অনেক বেশি দিয়েছেন, দিয়ে যাচ্ছেন বিভিন্ন স্ফিয়ারে। কিন্তু অ্যাটলিস্ট করে কেউ খায়নি এখনও। আর বিনা সাব্‌সটান্সে কথা বললে, লোককে আঘাত করা যায়, কিন্তু নিজের পরিচয়টাও পরিষ্কার হয়।
  • d | ২৪ অক্টোবর ২০০৯ ১৭:৩৯ | 117.195.36.136
  • রঞ্জনদা,

    আপনার যে সেই কব্বে "কাল' নেট লাগিয়ে দেবে বলেছিল ..... এখনও দেয় নি? আপনি একটা ঐ ডেটা কার্ড বা ইউ এস বি কানেকশান নিয়ে রাখুন। এরকম কেসে খুব কাজে দেয়।
  • d | ২৪ অক্টোবর ২০০৯ ১৭:২৮ | 117.195.36.136
  • চম্‌কানো!!!???? মচৎকার।
    আমার মুখে অন্য কথা বসানোর প্রতিবাদ করলে সেটা চম্‌কানো হয়!

    এই গোটা এপিসোডে এই প্রথম অত্যন্ত অপমানিত বোধ করছি। জানি এটার জবাব আরও হিংস্রভাবে আসবে, তবুও ছিঃ!
  • h | ২৪ অক্টোবর ২০০৯ ১৭:০৯ | 61.95.144.10
  • ওকে, রঞ্জনদা। থ্যাংকু। বাকি আলোচনাটা মেলে হলেই ভালো ঃ-)
  • Pintu | ২৪ অক্টোবর ২০০৯ ১৬:১৬ | 84.75.101.196
  • আমি এই মন কষা-কষি নিয়ে থিসিস লিখবো। ইউনিভার্সিটি তে যে কতোজন potential বন্ধু কে এই ভাবে হারিয়েছি! এখোনো ফোনে বা সামনাসামনি দেখা হলে স্বতস্ফুর্ততা কিছুতেই আসে না। অগত্যা, একাই আমি বাঁচতে থাকি - একাই আমি দুজন হয়ে যাই।
  • bb | ২৪ অক্টোবর ২০০৯ ১৬:০৮ | 117.195.168.110
  • মাওবাদী প্রতিবাদ নিয়ে আপত্তি নেই, প্রতিবাদের পন্থা নিয়ে আছে। ব্যক্তিহত্যা করে কিছু আদায় করা যায় না বলে মনে করি।
    আর কতদিন আমরা এইসব মানুষকে 'নীচে' রাখব?
  • ranjan roy | ২৪ অক্টোবর ২০০৯ ১৫:৫০ | 117.198.2.154
  • অ্যাদ্দিন বাদে ভাটে এসে থই পাচ্ছিনে। অসহায় লাগছে।
    মাগো! কেন যে এত মন কষাকষি!
    তারপরেই মনে হল হরিদাস পালকে খিস্তি করি।
    শালা! নিজে কি করতে? হঠাৎ জ্ঞানচক্ষু খুলেছে বুঝি?
  • ranjan roy | ২৪ অক্টোবর ২০০৯ ১৫:৪৭ | 117.198.2.154
  • পাই,
    আমাকে বিলাসপুর শহর ছেড়ে সপরিবারে রায়পুরে শিফট হতে হয়েছে। নতুন পাড়া, নতুন অ্যাপার্টমেন্ট। ওখানে এখনো এয়ারটেল এর ল্যান্ডলাইন ও নেট লাগে নি। আগামী সপ্তাহে লাগবে। তদ্দিন আমার মোবাইল ০৯৯৮১০-৮৩৭৩৬ এ কাজ চলতে পারে।
    আমি এয়ারটেল এর নিন্দায় অরিজিৎ এর সাথে গলা মেলালাম।
    পাক্কা একমাস নেট এর ধারে কাছে নেই। কাল অফিসে লাগায় ওখান থেকে করছি। এটা আমার পছন্দ নয়, কিন্তু ক্ষিদে পেলে?

    বোধি,
    ফৈজ আহমেদ ফৈজ ও দুষ্যন্তকুমারের ওপর জম্পেশ করে লেখা আগামী ১৫ নভেম্বর নাগাদ পাঠাতে পারবো আসা করছি। নইলে আমার নামে কুকুর পুষো।
  • kallol | ২৪ অক্টোবর ২০০৯ ১৫:৩৯ | 115.184.71.14
  • তা সে কথা বল্লে তো মাওবাদীরাই এক্মাত্র প্রতিবাদ করলো।
  • aka | ২৪ অক্টোবর ২০০৯ ১৫:৩৮ | 173.33.234.215
  • আরে এদের ভোটে লাগে না। যে রাজ্যের পুরো পলিটিকাল অ্যাজেন্ডাটাই ভোটে জেতার অ্যালগো হয়ে গিয়েছে সেখানে এর থেকে বেশি কিছু আশা করা অন্যায়।
  • bb | ২৪ অক্টোবর ২০০৯ ১৫:৩০ | 117.195.168.110
  • এই অসহায় প্রান্তিক মানুষদের প্রতি সরকারের এই ব্যবহারের প্রতিবাদ করা উচিত। গরীব বলে তাদের হয়ে কথা বলার কেউ নেই, এই বৈষম্য কেন এত বছর বাম শাসনের পরে ?
    http://www.anandabazar.com/24med1.htm
  • h | ২৪ অক্টোবর ২০০৯ ১১:৫০ | 61.95.144.10
  • আমাকে চমকে লাভ নেই বস। আতাক্যালানে কে যদি ট্রেস করেই থাকো, পুলিশে কেস করো।
  • pi | ২৪ অক্টোবর ২০০৯ ১১:৩৩ | 72.83.213.179
  • আরে রঞ্জনদা, সব ঠিকঠাক তো ? আপনাকে তো কোনো ফোনেই আর পাওয়া যায় না।
  • ranjan roy | ২৪ অক্টোবর ২০০৯ ১১:২৩ | 117.198.5.107
  • আবার সে এসেছে ফিরিয়া।ঃ)))))
    যদি সাঁকরাইলের উনি বাড়ি ফিরতে পারেন তা'লে হরিদাস পাল কেন ভাটে ফিরবে না?
    মাইরি, ভগা এতোটা একচোখো নয়। বুড়ো বয়সে আস্তিক হবো দেখছি, যেমন সব বুড়োরাই হয়।
    যাকগে, কাল থেকে আমার অনুভবের ব্ল্যাক কমেডি বন্ধুদের সংগে শেয়ার করবো--- "" বাস্তুহারা'' বলে একটা থ্রেড খুলে।
    তাহাতে নক্‌শাল- নিধনের বড়কত্তা ডিজিপি বিশ্বরঞ্জনের সঙ্গে দেখা, ভয়ের ত্রি-মাত্রিক চেহারা, নারীর নানান চেহারা, আইন-কানুনের বিচিত্রগতি, কেন তিনোমূল-সুশীলসমাজ এক মঞ্চে যায়--- সবই পাইবেন।
  • Arpan | ২৪ অক্টোবর ২০০৯ ১১:১৫ | 122.252.231.12
  • এইরে, হনু চাপ নিও না। পোস্টটা করেছিলাম ভারি হয়ে যাওয়া আবহাওয়াটাকে লঘু করতে। অন্য কোন উদ্দেশ্য ছিল না। সেইটা যে হয়নি বুঝতেই পারছি।
  • baps | ২৪ অক্টোবর ২০০৯ ১০:৩৯ | 203.199.41.181
  • আম্মো রাত্রে পড়ব। আপিসে আবাপ খোলে না ঃ((
  • d | ২৪ অক্টোবর ২০০৯ ০৯:৫৫ | 117.195.33.123
  • আইয়ো! তেকোনার গপ্প বেরিয়েছে আগামী কালকের রবিবাসরীয়তে। জনতা, পড়ে ফেলো। (আমি অবশ্য রাতে পড়ব)
  • d | ২৪ অক্টোবর ২০০৯ ০৯:১৪ | 117.195.33.123
  • উফ্‌!!! কতবার বলতে হবে? খোয়াবের অ্যাড দেওয়া নিয়ে আমি কিচ্ছু বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি বলি নি। লেখা চাওয়া নিয়ে প্রশ্ন রেখেছি। সেটা অক্ষ, শমীক ইত্যাদিরা ইতিমধ্যেই বলে দিয়েছে। এটা বেনামী খিস্তিবাজরা ইচ্ছে করে মিশিয়ে দিতে পারে, তুমি কেন এক করে দিচ্ছ??
    অদ্ভুত তো!
  • Binary | ২৪ অক্টোবর ২০০৯ ০৯:১১ | 70.64.19.80
  • ইসে, দ বোদহয় খোয়াব নিয়ে চাপ খায়নি। অ্যাড দেওয়া আর লেখা চাওয়া আর তারপরের পোস্ট-ও কোনো ঝামেলা ছিলো না। ঝামেলা হল, কোন এক আতাক্যালানে-র আচমকা বিলো দি বেল্ট হিট করা। ইট ওয়াস ইন্টেনশনাল, নাথিং টু ডু উইথ খোয়াব, এটা এক্টা আমার মত গবেট-ও বুঝতে পারে।

    আর, টিম, ব্ল্যাংকি-কে মনে হয় তোপসে-র ক্যারেক্টার টা বেশী মানাবে, বয়সে।
  • h | ২৪ অক্টোবর ২০০৯ ০৮:৪৮ | 61.95.144.10
  • সংহতি নিয়ে গাত্রদাহ, ফ্র্যাংঅকলি, সংহতি অতটা ইম্পর্টানট নয় ঃ-) শিক্ষিত লোক কেউ, হ্যাঁ অল্প বিস্তর শিক্ষিত, কেউ সিঙ্গুর নন্দীগ্রাম ক্রাইসিএর সময়ে হঠাৎ ফ্যাশনেবল হয়ে ওঠা ইনটারনেট এর বিতর্কে একটি পক্ষ অবলম্বন কারী সাইট , তাকে নিয়ে কোন শিক্ষিত লোক নিজের ওপিনিয়ন ফর্ম করবে না। নিজে একটু ঘাঁটাঘাটি করবে।

    সংহতি নিয়ে গাত্রদাহ যদি করতে হয়, তাইলে তো আজকাল,প্রগতি,গণশক্তি নিয়ে গর্ব করতে হয় ভাই।সিফি আর রেডিফ নিয়েও গর্ব করতে হতে পারে ঃ-) কী করে করি। ম্যাকার্থির ঘরের জারজ আমি, আমার একটা ব্লুব্লাড নাই?

    গাত্রদাহ টা আমাদের আমলের রাজনীতির ট্রেনিং এর পার্ট ছিল না, ওটা একটু পরে এসেছে, যখন থেকে ছাত্র-যুব রাজনীতির রাস্তা কাঁপানো অ্যাকটিভিজমের ট্র্যাডিশন টা ইনটারনেট কাঁপানো ব্লগে পর্যবসিত হয়েছে। কেরিয়ার করা যাচ্ছে, সমবেদনায়।

    আর ও অ্যাডের ব্যাপারে সম্পূর্ণ একমত। তোমার অ্যাড টা জাস্ট একটা উদা, বিশেষ কিসু না, সংহতি অতটা ইম্পর্টান্ট কিসু হয় নি। অনেকেই অ্যাড দেয়, প্রচুর। তাই খোয়াব নিয়ে এত কিসের চাপ খাচ্ছে দমু, অফ অল পিপল, আমি ঠিক বুঝি নি। বেসিক বিষয়টা হল, তোমার তাইলে অ্যাড দেওয়া নিয়ে আপত্তি নেই, গুড। আমারো নেই, একটা ফোরামকে আরেকটা ফোরাম মই হিসেবে ব্যবহার করেই থাকে, ঠিক। সাইট বড় হলে এগুলো হবেই। ইয়েস ফাইন।
  • Tim | ২৪ অক্টোবর ২০০৯ ০৮:৪৩ | 71.62.121.158
  • বাইনারিদা, ওটা আসল কিনা ক্যামনে বুz লে? ;-)
    অবিশ্যি টাক না থাকলেও বানাতে আর কতক্ষণ। এমনিতেই কে কে যেন দায়িত্ব নিতে চেয়েছিলো চুল খামচাবার।
  • h | ২৪ অক্টোবর ২০০৯ ০৮:৩১ | 61.95.144.10
  • অর্পণ কোট করেছিশ, কিন্তু কন্টেকস্ট টা চেপে গেছিশ। ভালো। থ্যাংকু।
  • h | ২৪ অক্টোবর ২০০৯ ০৮:২২ | 61.95.144.10
  • অক্ষ র কেস টা হল, ক্লাসিক কেস অফ ফ্যাশনেবল প্যারানৈয়া এবং মিসপ্লেসড পার্সিকিউশন ম্যানিয়া। তবে ভালো, অন্ততঃ নিজে প্রবন্ধ লিখছে। কত লোককে যে রাগিয়ে প্রাবন্ধিক বানালাম, বাংলা সাহিত্য একদিন কৃতজ্ঞ ইত্তে স্মরণ করবেঃ-)

    আজব গল্প, আমি যেটা মেনলি করি, একটা ওয়েব সাইটের লিংক দি আর কোটেশন দি আর কথায় কথায় একটা ওয়েব সাইটের প্রকাশিত বিভিন্ন স্টেটমেন্টের রেফারেন্স দি, কিন্তু আমাকে একটা ওয়েব সাইটের ওপিনিয়নের রিপ্রেজেন্টেটিভ কেন বল্লো, ম্যাকার্থির ছানা, কারণ লিমক দেওয়া আর কোটেশন দেওয়া, আর বিভিন্ন স্টেটমেন্টের ফরে কথা বলা তো রিপ্রেজেন্টেশন ও নয়, এনডোর্সমেন্ট ও নয়, ওগুলো শুধু আর্গুমেন্ট এর বিভিন্ন পদ্ধতি। হ্যাঃ-)

    মোনোলিথিক আর হোমোজিনিয়াস হওয়ার ভয়? তাইলে আরেকটু বৈচিত্র আনতে হবে যে বক্তব্যে এবং চিন্তা ভাবনা টা নিজে করতে হবে, একটা সাইটে আউটসোর্স করে দিলে হবে?

    অর্পণ, হ্যাঁরে ভাই, ক্যালি আছে তাই প্রবন্ধ লিখি, তোর ক্যালি আছে, পড়িসনা। আমি কী পড়র জন্য আবেদন জমা দিয়েছি নাকি? আরো কাছেই দি ই নি।

    লেবেলিং সকলেই করে, কটা প্রতিবাদ করিস ভাই? হিসেব রাখবো তাইলে এবার থেকে।
  • Binary | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:৫৬ | 198.169.6.50
  • আহারে ব্ল্যাংকি কে জটায়ু বলল। যার মাথায় এমন ঝাঁকড়া চুল ..... এঃ
  • Paramita | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:৪৬ | 63.82.71.141
  • তাই বলুন অরণ্য। এইবার ঝপ করে আমি ফেলুদা হয়ে যেতে পারবো।
  • Tim | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:৩৫ | 198.82.25.98
  • নাহ্‌ বাড়ি যাই। হ্যাপ্পি উইকেন্ড। সব্বাইকে।
  • Tim | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:৩৩ | 198.82.25.98
  • ব্ল্যাংকি তো জটায়ু হবে। পেন দিয়ে গোঁফ এঁকে দেবো। নয়ত নকল ডক্টর হাজরা।
    আমাকে আবার কষ্ট করে পরিচালনাটাও কত্তে হবে। দ্রিদা থাকলে শান্তিতে অভিনয়টা করা যেত।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:১৪ | 59.93.222.10
  • ছি ছি সান্দা। আপিসে বসে পেটা বেটি দেখা?
  • Sayantan | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:১২ | 159.53.110.144
  • "লিকার' আবার কী?
    "লিক্যিওর'। হনুদা এসে বকা দিল বলে।
    যাগ্গে। কিন্তু "পেটা'র ইমেজ সার্চ বেশ একটা কেলো করল। ঃ((
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০৯ | 59.93.222.10
  • এনার বই অমি আমাদের আপিসের নীচের ক্রসওয়ার্ডে পাই নি খুঁজে।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০৮ | 59.93.222.10
  • থ্যাংকু পারমিতা দি। এই উইকের শেষে সত্যি ইনো লাগবে ঃ-)
  • aranya | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০৮ | 144.160.98.31
  • পারমিতা, আমিই ভুল বলেছি। বাংলা newsgourp নয়, soc.culture.india-তেই লিখতাম মনে হয়, subject লাইনে Bengali Poem-লেখা থাকত, যাতে অন্য ভাষাভাষী-রা ইগনোর করতে পারে।
  • Paramita | ২৪ অক্টোবর ২০০৯ ০৩:০৫ | 63.82.71.141
  • ব্ল্যাংকি, একটু দেরী হল। আমি দিলাম শুধু একটু মিষ্টি পান, হজমোলা, ইনো আর ২০ পেন্টাবাইটের স্টোরেজে লেখা "হ্যা বা! হ্যা বা!! হ্যা বা!!!"
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত