এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৫ | 198.82.17.155
  • এইত্তো অবশেষে একখান বাঙালী স্ট্রাইকার পাওয়া গ্যাছে। দু দি, ওরে খ্যালাটা চালিয়ে যেতে দিও। বড়ো হয়ে বাইচুং হবে। ঃ)
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৩ | 173.26.17.106
  • ডিডি,
    সত্তরের রাগি যুবক রা এই সব পাড়া,কমল মিত্তির ইত্যাদিতে ভয় পেতো?- কেজানে বিশ্বাস কত্তে মন চায় নাঃ)
  • dd | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৫০ | 122.166.132.30
  • উরিঃ।
    বৌমাও পদ্দি ল্যাখে। চমৎকার। সিংগল ডির লগে লগে। বাঃ।

    দুগা পোশ্নো ছ্যালো। কুমড়ো খেতে না কুমড়ো ক্ষেতে? আর "ধরা যাক নাম তার মীনা শ" এইডা কি? টাইপো? আমি যে বুঝলাম না?
  • M | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৫ | 59.93.240.217
  • বাপরে! রাতদুকুরে হেথায় ব্যান্ডপার্টি বাজিয়ে মাত কচ্ছে।

    না, ঘুমুতে যাই।
  • dd | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৪২ | 122.166.132.30
  • দু
    দ্যাখলাম তো। অ্যা বিগ বয়!!!!! বাঃ বাঃ
    তো, তোমার আর জামাইয়ের ছবিও দ্যাখাইতা .....
  • M | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৪১ | 59.93.240.217
  • হুম, কুঁচোটাকে আমি ও একটু চটকে পটকে দিলুম।
  • M | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৪০ | 59.93.240.217
  • না ঠিক হয়নি, মনিটরটাকে উল্টে রেখে ভিতরের সব কিছু খুলে নিয়ে সেই যে গেলো, গেলো তো গেলো হয়ে গেছে!ঃ(

    হুম মানিকটা ফিরেছে বলেই তো ওর ল্যাপি থেকে, কিন্তু সে সুখ ও আর বেশীদিন নাই।।

    তোমার ব্যাথা সারলো?
  • d | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৪০ | 117.195.37.174
  • ডিডির হৃদয়ে হাফসোলের দাগ ..... ঃ))

    দূ, তোমার ছেলে তো রীতিমত জেন্টলম্যান গো। আমার হয়ে একটু পিঠ চাপড়ে দিও।
  • dd | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৬ | 122.166.132.30
  • বৌমা
    আমাদের সময়ে পেম ছ্যালো পেম। উঃ। স্বরনযোগ্য। তোমাদের পেমকাহানী শুনলে হাসি পায়। উহারে পেম কয়? হাঃ হা হাঃ।

    পাড়ার দাদা ছ্যালো? প্যাঁদিয়ে বেন্দাবন দ্যাখাবে? পাড়ার বোনটির মনে য্যানো কলংক না লাগে?

    বাপেরা ছ্যালো কমল মিত্তিরের মতন? অ্যাখন তো শ্বশুররে সবাই কাকু ডাকে। বা মেসো। ওয়েস্ট্রানাইজড লিবারেল ফক্কুরে ? এঁআরা শ্বশুর?

    না। শুক্কুরের রাতে পদ্য পায়, ভিন্টেজ হাবসোল। এ তো হিস্টরীর সময় নয়।
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৬ | 173.26.17.106
  • এই যে এম, কম্পু ঠিক হলো, মানিকবাবু বাড়ি ফিরেছেন?ঃ)
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৫ | 173.26.17.106
  • দু, উরি বাবা, এতো রীতিমত সকার প্লেয়ার গো,
    আমিও তোমার ছেলেকে অনেক আদর দিলামঃ)
  • M | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:৩১ | 59.93.240.217
  • হুম! ডীডীদাকে আঁখো টাখো নিয়ে কেউ কিছু কয়েছিলো কিনা? আত্তা ক্যামন করে?
  • Du | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:২৯ | 65.124.26.7
  • ডিডিদার -প্রথম চুমু মায়েরে পড়েই আমার ভীষণ বেবি আদোল পেল। বেবি অবশ্য এখন একটু ব্যক্তিত্বময় হয়ে উঠছে, লোকেদের সাম্নে আদর করলে লজ্জা পায়।
    তোমরা বরং আমার বেবির গোল দেখো। দ্যখনপনা দেখে রাগ করো না।
  • M | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:২৮ | 59.93.240.217
  • বাপ আর ব্যাটার দুটো সিন্মাঃ প্রতিদ্বন্দী/নিশিযাপন, ক্যামন লাগলো বুঝলামনা, তবে হুঁ , বড্ড ক্যামন ক্যামন য্যানো।

    N.B.বানাম জনিত কোনো কথা শুনবোনা ঠিক করেছি।

    আচ্ছা আমার এতো ঘুম্পায় কেন?
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:২৭ | 173.26.17.106
  • দীপ্তেন্দা, ঐ সব স্মৃতিকথাতে লিখবোঃ)রুমাল নিয়ে পত্তে হবে- শেষ টায় খুব ব্যাদনা আছে কিনা।
    আর দাড়ির সঙ্গে প্রেম আমার আজীবন। আর দাড়ি হলো গিয়ে কমলি ছোড়তি নেহি কেসঃ)

    তুমি শিগ্গিরি তোমাদের সময়ের প্রেম নিয়ে কিছু লেখো.. আমি এই কথাটা কিছুতেই তোমাকে সাহস করে বলতে পারি নি,এখন বলেই ফেল্লাম।
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 173.26.17.106
  • স্যান, ডাক্তার বলেছে, ব্যথা কমে যাবেঃ)
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:১৯ | 173.26.17.106
  • দীপ্তেন্দা, এখানে শুক্রবার সন্ধ্যে থেকে রবিবার রাত নটা পর্যন্ত বাঙালি সবাই(অন্য প্রদেশের লোক ও থাকে, তবে সব সময় না)সবার সঙ্গে খুব মেলামেশা,খানাপিনা( শেষাংশ বাদ)ইত্যাদি করে থাকে। তাতে সংস্কৃতি থেকে শিমচচ্চড়ি,বুদ্ধ মমতা থেকে ঋতুপন্নো সমস্ত বিষয়েই সকলে বিশেষজ্ঞ র মতামত দেয়- ঐ টা কে আমি বলে গুষ্টিসুখ,যূথবদ্ধতার পরাকাষ্ঠাও বলতে পারোঃ)- এ ই হপ্তায় এখনো কিছু নেই, তাই পড়ে পাওয়া চোদ্দ আনা ছুটিতে ভাবছিলাম কটা সিনেমা দেখে ফেলবোঃ)
  • san | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০৭ | 123.201.53.3
  • মিঠুদি ডাক্তার দেখাবে না?
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 173.26.17.106
  • আমি ভাবছি কেউ একটা শুরু করলেই বীরদর্পে ঐ থ্রেডে গিয়ে লিখতে শুরু করবোঃ)
  • dd | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০৫ | 122.166.132.30
  • বৌমার ধাঁধা তো বুঝলাম না। অ্যাকে আমার মোটা বুদ্ধি তায় শুক্কুরের রাত।

    অ বৌমা। তুমি বরম স্মৃতিচারন করো না ক্যান ?
    তুমি চুলে কি মাখতা, কোন বাসে যাইতা, হ্যাদায় কে কে টপাশ কইরা পরতো পাকা হত্তুকীর মতম। তার কি সদ্দ যৈবনেও দাড়ি ছ্যালো?

    এইসব। আমরা সগ্গলে মিল্লা হ্যা হ্যা হ্যা করি। হাসি। খুব খুসী হই।

    এই তো জেবন, কালিপিসী।

    আর শোনো, রাগ টাগ কইরো না য্যান। "এইসব পাসে্‌সানাল কোশটেন জিগান? অ্যাতো দুঃসাহস?" স্রেফ ইগনোর কইরো। নাপসন্দ হইলে।।
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০৫ | 117.194.98.88
  • আরে সব কিছু তে কি হাইজিন মানা যায়?
    উদাহরণ হল ফুচকা ঃ-))
  • san | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০৩ | 123.201.53.3
  • ও বলে দিয়েছে

    আর একটু পিছিয়ে গিয়ে - চুমু একটি অত্যন্ত আনহাইজিনিক খাবার
  • san | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০২ | 123.201.53.3
  • সন্তোষ কি যেন
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০২ | 173.26.17.106
  • জয় কি ভালো একটা টপিক দিয়েছেঃ)))

    রঞ্জনদার চোয়াল লক হয়ে গেছে,ঃ)))))))))
    বন্ধুবর্গ আগে বাড়ো..
  • kk | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 76.114.64.110
  • সন্তোষ সমাদ্দার।
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 117.194.98.88
  • হ্যাঁ। ঠিক বলেছো মনে হচ্ছে। চিংড়ি র মেসো, দেশ-ভক্ত সেই ভদ্রলোকের যেন কি নাম?
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৫৯ | 173.26.17.106
  • *চিংড়ির মেসো
  • san | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৫৯ | 123.201.53.3
  • ওটাই মগ্নমৈনাক
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৫৭ | 173.26.17.106
  • ব্রতীন,
    মীনা ই তো হেনার মা- যার কাছে চিংড়ি মেসো দেশের সব নথি পত্র পাচার করতো।ঐটাই তো, দাঁড়াও দেখে বলবো।
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৫৫ | 173.26.17.106
  • দীপ্তেন্দা,ঃ)))))
    এখানে উইকেন্ডে মোটামুটি গুষ্টিসুখ উপভোগ করে কাটানোটাই 'নিয়ম' তো- এহপ্তায় কিছু এখনো পর্যন্ত নেই তাই ভেবে অবাক হলাম।

    আর আমাদের গৃহে বলিউড তো কোকের মত, শক্ত সিনেমার ঢিবি গেলার পর ,ঐটা ম্যাজিকের কাজ করে;)
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৫৩ | 117.194.98.88
  • হেনা তো ছিল। মীনা আবার কোথা থেকে এল? সেই black mailing র গল্প টই মনে হচ্ছে।
  • kk | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 76.114.64.110
  • ও, আকাকে আরেকটা সিনেমা সাজেস্ট করব (যদি আগেই না দেখে থাকো), 12 monkeys। একটু পুরোনো আছে। সাই-ফাই। ব্র্যাড পিট দুর্দান্ত।
  • d | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৪৭ | 117.195.37.174
  • কই আমি তো নতুন অর্কুট দেখতে পাচ্ছি না। লগাউট করে লগালাম, তাও তো পুরানোই দেখছি।
  • d | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৪৫ | 117.195.37.174
  • এদিকে আমি আই পি দেখি থিকই, কিন্তু না দেখলেও অনেকেরই লেখা দেখে দিব্বি চিনতে পারি। এই তেকোনা শুধু কবিতা লিখলে মোটেই চিনতাম না, আর শুধু লেখা নয়, লোকের রিয়্যাক্ট করার ধরণ থেকেও তো চেনা যায়।

    ঈশান,
    ফন্টটাও কেমন বিচ্ছিরিমত। নির্ঘাৎ অনামিকের ফেভারিট "বৃন্দা'। ঃ)) কিন্তু ঠিকঠাক গুচ কি মোবাইলে অধরাই থেকে যাবে?
  • kk | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৪৪ | 76.114.64.110
  • আকা, সে তো তোমার ওমনি সিনেমা ভালো লাগে বলে দেখতে বলেছিলাম। 'knowing'। আমি মোটে শখ করে ভয় পেতে ভালোবাসিনা।
  • Ishan | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৪৪ | 12.163.39.254
  • ধুত এইগুলান কবেই দেখে ফেলেছি তো। ঃ)
  • dd | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৪২ | 122.166.132.30
  • অ বৌমা
    তুমি আশ্চজ্জি কিসে হলে ? যাগ্গে।

    অ্যা ওয়েডনেসডে দ্যাখেসো? আমার বিস্তর ভাল্লাগ্লো। তাপ্পর হোম শান্তি হোমের ফাস' হাফ দ্যাখতে পারো। উত্তাল। হ্যানককের মতোম। শেষটা মিলাইতে পারে নাই।
    দাঁড়াও। (মানে খাড়াও) আরো বেশ কয়েকটা ছিনেমা*** বড্ডো ভাল্লোগছিলো। কমু খনে।

    *** ইসে ওগুলান আমাদের ঈশেন, অক্ষ,ছিঁফো, ভিকিদা .... অ্যাপ্রুভ করবো না। ড্রি টৃর কথা বাদ ই দ্যাও ।
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৩৮ | 173.26.17.106
  • না, এই বুড়ো বয়সে ধর্মেন্দ্র র মাতলামি দেখতে পারবো না।খুব হাসি পাবে, আর 'এপিক' কে কমেডি বল্লে তুমি নিশ্চয় খুব রেগে যাবেঃ)
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২২:৩৫ | 173.26.17.106
  • মগ্ন মৈনাক কোন গল্প টা? যেটাতে হেনা -মীনা আছে?
    ঐটা হলে গল্প টা আমার খুব একটা প্রিয় নয়ঃ(
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ২২:২৯ | 168.26.215.13
  • তাইলে বরম এই সুযোগে শোলেটা দেখে নাও।
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ২২:২৭ | 173.26.17.106
  • কটা ভালো ভালো হিন্দি সিনেমার নাম বলো- এই উইকেন্ডে মনে হচ্ছে ফাঁকা আছি।
    (কি আশ্চর্য)
  • dd | ১৩ নভেম্বর ২০০৯ ২২:২১ | 122.166.132.30
  • আমাদের ঈশেনের সাথে আমার কি মিল । আমি কারুর ল্যাখা পড়ে বুইতে পারি না (খুব,খুব ইসে মিসে না হলে) কোন্টা কে।

    আর এ জন্মে বোধোয় "আই পি দেখে চিনুন" এই প্রত্যয় আমার আর জানা হোলো না।
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ২২:১৯ | 168.26.215.13
  • কেকে একি বলল। অথচ এই কদিন আগে অন্য একটা (কি যেন নামটা) শেষের সেদিনের সিনেমা দেখতে বলল। দেখলাম, খুব খারাপও লাগল না। এখন একদম ভুলে গেছি। আমার আবার এইরকম সিনেমা দেখতে খুব ভালো লাগে। তীব্র রোমাঞ্চ হয়।
  • Ishan | ১৩ নভেম্বর ২০০৯ ২২:১৪ | 12.163.39.254
  • দু,
    আমি মোট্টে এম টেম বুঝিনা। ঃ) ট্যান হল গুরুর প্রথম লোক, যে, ভাটে লিখতে শুরু করেছিল। পুরানো সেই দিনের কথা।

    দমু,
    মোবাইলে তারমানে ইউনিকোড হ্যাজ, কিন্তু কমপ্লেক্স এশিয়ান স্ক্রিপ্ট এনেবল করা নাই। কিকরে করে বলতে পারবনা। সেদিন একটা আইফোনেও একই কেস দেখলাম।
  • d | ১৩ নভেম্বর ২০০৯ ২১:৫৩ | 117.195.37.174
  • মোবাইল থেকে গুচ'র ইউনিকোড ভার্সানটা খুলছে, কিন্তু আ'কার ই'কার সব পরে চলে যাচ্ছে। কী করব? হ্যায় কৈ সাহায্য করনেওয়ালা?
  • Du | ১৩ নভেম্বর ২০০৯ ২১:১৬ | 65.124.26.7
  • কাল আমি ঠিক চিনতে পেরেছিলাম তা নয়, কিন্তু আমার মনে হয়েছিল যে যেন চেনা কেউ। এই ব্যাপারটা সত্যিই এত আশ্চর্য্যের যে আমরা নিজেদের লেখা দিয়ে চিনি বলে নাম নেই, চেহারা নেই তবু যেন একটা ছাপ পড়ে যায়, সেই ছপ দিয়ে চেনা। যেমন কেউ কানে শুনে, কেউ বা গন্ধে চেনে। ভাবতে গিয়ে মনে হল চেনা থাকলে এই সেন্সটা কি তাও কাজ করে? রিমি কি অন্য নামের মধ্যে চট করে খুঁজে পেয়ে যায় আর্জ্জোকে? মিঠু এই m আমি নই বলার আগেই কি ঈশান বুঝে যায় যে এটা অন্য m। এইসব আবোলতাবোল ভাবলাম বসে।
    ট্যান যদি ফিরে আসে রেগুলারলি সত্যিই, গুরুর ভালই হবে। কত টই, কত নানাত রকম বিষয় নিয়ে লেখা! বছর দুবছর - অনেক বড় সময় - -- এখন জীবনে উৎরাই শুরু করে মনে হয় - সময় নেই, সময় নেই, কোন কিছু নিয়েই অনেক দিন বসে থাকার।
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ২০:৫৬ | 117.194.97.1
  • আচ্ছা, 'মগ্ন-মৈনাক' নামে একটা বাঙ্গলা সিনেমা হয়েছে 'ব্যোমকেশ' র গল্প অবলম্বনে। কেউ দেখেছো নাকি?
  • Du | ১৩ নভেম্বর ২০০৯ ২০:৪৪ | 65.124.26.7
  • ২০১২ বানালো কেন? মাত্র দু বছর ব্যবসা করার শখ?
  • kk | ১৩ নভেম্বর ২০০৯ ২০:২৯ | 76.114.64.110
  • আকা, ২০১২ দেখিনি। আমি আবার শেষের সেদিন টাইপের সিনেমা একদম ভালোবাসিনা। তার চে বরং 'আপ' দেখলাম। 'অ্যাসিড ফ্যক্টরী'ও দেখলাম,কিছু জিনিষ বাদ দিলে খুব মন্দ লাগলো না।
  • stoic | ১৩ নভেম্বর ২০০৯ ১৯:৪৫ | 160.103.2.224
  • ফরাসী চুমুর ব্যাপারে আমি অপ্পনের সঙ্গে ক। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত