এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • santanu | ১৩ নভেম্বর ২০০৯ ১১:৫৩ | 82.112.6.2
  • হ্যা নভেম্বর, যতোটুকু ঠান্ডা পড়ে তাই লাভ।
  • Samik | ১৩ নভেম্বর ২০০৯ ১১:৩৫ | 122.162.75.39
  • ১৮ নভেম্বর? এত তাড়াতাড়ি কী ঠান্ডা পড়বে? সবে তো শুরু!

    ব্রতীন, ডাংকেশোয়েন। হয়ে গেছে।
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ১১:৩১ | 125.18.17.16
  • শমীক ডান দিকের কোনে 'older version' link এ ক্লিক করলেই হবে...
  • de | ১৩ নভেম্বর ২০০৯ ১১:২৮ | 59.163.30.4
  • samik থ্যাঙ্কু! ঃ))

    ইয়ে মানে m কে একটা আসনের কথা বলবো করতে -- আমার বাবা খুব উব্‌গার পেয়েছেন ---
    কিন্তু দুঃছাই নামটাই মনে পড়ছে না --- ঐ যে বজ্রাসনে বসা অবস্থায় শুয়ে পড়ে, উপরের দিকে হাতদুটোকে গুটিয়ে -- কি যেন নামটা!

    এই ফ্যাং-টা পুরো একটা ঢপ --- তাড়াতাড়ি আপিস থে বার করে দিলো তাড়িয়ে-- বলে কিনা উড়িয়ে নে যাবে -- কত্তো অপেক্ষায় রইলাম উড়বো বলে-- তুৎ !!
  • santanu | ১৩ নভেম্বর ২০০৯ ১১:২১ | 82.112.6.2
  • দুগ্গা দুগ্গা।।।দিল্লিতে শীতটা জমিয়ে পর বাবা,

    ১৮ রাত্তিরে ১০ টা থেকে ভোর ৪ টে অব্দি IIT Delhi তে আড্ডা দেবার প্ল্যান, জমিয়ে ঠান্ডা থাকলে, আর বরফ লাগবে না।
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৯ ১১:২১ | 204.138.240.254
  • লুরুতে ভোরের দিকে জমিয়ে শীত এখন।
  • baps | ১৩ নভেম্বর ২০০৯ ১১:০৯ | 203.199.41.181
  • বরফ পচে না, জল পচে। যাতে না পচে তাই ভগমান জল কে জমিয়ে বরফ করে রাখেন দুঃসময়ের জন্নি। আমরা যেমন ডিপ ফিরিজে খাবার জমিয়ে রাখি ঃ)
  • Samik | ১৩ নভেম্বর ২০০৯ ১১:০৭ | 122.162.75.39
  • ওক্কুটের চেহারা বদলে গেছে, কিন্তু সেই চেহারা আমার পছন্দ হচ্ছে না। কী করে পুরনো চেহারায় [ফিরে আসা যায় কেউ বলতে পারবে?
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ১১:০৬ | 125.18.17.16
  • ধুর ধুর এখানে এখন ও জমিয়ে শীত পেলাম না। একটা পাতলা চাদরেই কাজ চলে যাচ্ছে। এদিকে আবহাওয়া দফতর রোজ ই ভয় দেখাচ্ছে শীত এই বার আসবে...
  • dipu | ১৩ নভেম্বর ২০০৯ ১০:৫১ | 207.179.11.216
  • বরফ পচলে কি হয়?
  • Samik | ১৩ নভেম্বর ২০০৯ ১০:৪৯ | 122.162.75.39
  • এহানে কাশার দরকার হয় না। আমাদের সব সাপ্লাই আসে নেবারিং রাজ্যগুলো থেকে। গরমকালে রাজস্থান থেকে বালি ধূলো আর লু আসে। শীতকালে হিমেল হাওয়ার জোগান দেয় কাশ্মীর হিমাচল আর উত্তরাখণ্ড। কাশ্মীরে জমিয়ে বরফ পচ্চে।
  • baps | ১৩ নভেম্বর ২০০৯ ১০:৩৯ | 203.199.41.181
  • মুম্বাইতে ও ঝেড়ে কাশল কই!
  • Samik | ১৩ নভেম্বর ২০০৯ ১০:৩২ | 122.162.75.39
  • ফ্যাং মুম্বই ছেড়ে ড্যাং ড্যাং করে দিল্লি এসে গেল। কাল থেকে ঝিরিঝিরি টিপিটিপি বিষ্টি, আকাশের মুখ হাঁড়ি, হালায় ঝেড়ে কাশেও না, পরিষ্কারও হয় না।

    ব্ল্যাঙ্কেটগুলো বের করতে হল।
  • aranya | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:৫২ | 144.160.98.31
  • আমি নিজেও বাঙাল, কিন্তু বাঙাল বলে কি মানুষ নই ? এই সুললিত কৃত্রিম ভদ্র ভাষার বন্ধন মন আর মানতে চাইছে না, মুক্তি চাই, মুক্তি চাই
  • dipu | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:৫০ | 207.179.11.216
  • উত্তম কুমার, কমল মিত্তির আর ছায়াদেবীর সংলাপকে ইসে করে একটা ইয়েমত ইউটিউব লিংক দিকে দিকে ছড়িয়ে পড়ছে। সকাল থেকে দুবার এল।
  • aranya | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:৪৬ | 144.160.98.31
  • সোসনের কোন শেষ নাই
    মুক্তির চেষ্টা বৃথা তাই
    সব জানি, তাও স্বপ্ন দেখি
    উইকেন্ডের আশায় থাকি

    এই বলে আপিসের মুন্ডপাত করতে করতে আমি আজকের মত শিকল খুলে ফেললাম।
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:৪৫ | 125.18.17.16
  • এই খানে বাঙ্গাল রা বেশ দলে ভারী। কাজেই খাপ না খোলা ই ভালো ঃ-))
  • Bratin | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:৪২ | 125.18.17.16
  • ঃ-)))
  • aranya | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:৪১ | 192.128.167.68
  • বাঙাল-রা কিছুতেই পরিশীলীত রাবীন্দ্রিক সংস্কৃতি থেকে বেরোতে পারছে না ঃ(
  • d | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:১৭ | 117.195.34.50
  • ওনার নামে একটা এস বাদ গেছে ভুলক্রমে।
    আহারে মিঠু, তোমার জন্য পোচ্চুর সহানুভুতি রইল গো।
  • Ishan | ১৩ নভেম্বর ২০০৯ ০৯:০৪ | 173.26.17.106
  • ভাট দেখলেই বোঝা যায় যে বাঙালরা ইয়ে নিয়ে কোনো কথাই বলেনা।

    বাঙালের মরণ।
  • Sayantan | ১৩ নভেম্বর ২০০৯ ০৮:৪৯ | 76.160.41.66
  • ঃ-)))
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ০৮:২৯ | 173.26.17.106
  • আরে দময়ন্তী,
    রোজ সকালে ছেলের সঙ্গে পটি সংক্রান্ত আলোচনায় যোগ দিতে হয়, তারসঙ্গে ঘটি বর- বেনোজল হুহু করে ঢুকছেঃ((
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ০৮:২৭ | 173.26.17.106
  • থামিয়া যায় নাই, সুধী দর্শকমন্ডলী আরেসের"সানন্দ নৃত্য "দেখিতেছে।'নিষিক্ত' হইবার ভয়ে কেবলমাত্র বাক্যিহারা...
  • d | ১৩ নভেম্বর ২০০৯ ০৮:২৩ | 117.195.34.50
  • এৎ ত্যু মিঠু!!?

    যাই সোসিত হতে যাই।
  • aranya | ১৩ নভেম্বর ২০০৯ ০৮:০৮ | 144.160.98.31
  • আমি এখনো সোসিত হচ্চি, আর সব অবনীরা কখন বাড়ী গেচে ঃ(
  • Tim | ১৩ নভেম্বর ২০০৯ ০৭:৫২ | 198.82.22.155
  • ঠ্যালা দিলুম
  • Sayantan | ১৩ নভেম্বর ২০০৯ ০৫:৪৫ | 159.53.78.142
  • সব থেমে গেছে!
  • RS | ১৩ নভেম্বর ২০০৯ ০৪:২৪ | 59.93.219.63
  • অথ নারী স্বাধীনতা

    অদ্যকার রমণীগণ বড়ই স্বাধীনতাকামী। নারীস্বাধীনতার এই স্বরূপটি কিঞ্চিত বিশ্লেষণের অপেক্ষা রাখে। শোনা যায় মার্কিনদেশীয় ললনাগণ স্বাধীনতার দাবিতে নাকি তাঁহাদের অন্তর্বাস-সকল অগ্নিতে আহুতি দিয়াছিলেন। স্বাধীনতা-প্রাপ্তির এরূপ উপায় মহাত্মাজির জানা থাকিলে তাঁহাকে আর দেশ-স্বাধীন মানসে অশেষ কষ্ট করিয়া অনশনব্রত পালন করিতে হইতো না, তাঁর আহ্বানে দেশের নাগরিকগণ তাহাদের অন্তর্বাস-সকল অগ্নিতে অর্পণ করিলে অচিরেই স্বাধীনতা মিলিত। বিজ্ঞাপনে প্রদর্শিত নারীদেহ তো নারীস্বাধীনতারই প্রতীক। ক্রীড়াজগতেও নারীস্বাধীনতার এই প্রতীকটির অবস্থান আজ লক্ষ্যনীয়। ক্রিকেট খেলার প্রদর্শনে অত্যল্পবাস সুন্দরী আজ বিশেষ শোভাবর্ধন করেন। স্বল্পকাল পূর্বে সুনামী-বিদ্ধস্ত মনুষ্যবর্গের সাহায্যার্থে বিখ্যাত টেনিস ললনাগনের নগ্নচিত্র বিক্রয়ের মাধ্যমে প্রচুর অর্থ সংগৃহীত হইয়াছিল। নগ্ননারীদেহ যে মনুষ্যকুলের অনেক হিতসাধন করিয়া থাকে ইহা তাহার একটি প্রামাণিক দৃষ্টান্ত। ফিফা-সভাপতি যোসেফ ব্লাটার মহাশয় একবার মন্তব্য করিলেন - নারী-ফুটবলে রমণীগণ আরও স্বল্পবাসপরিহিত হইয়া করিলে আমাদের চক্ষু সার্থক হয়। প্রতিবাদের সংবাদ যখন পাওয়া যায় নাই তখন নারীবাদীগণ এরূপ স্তুতিতে যে আপ্লুত হইয়াছিলেন তাহাতে সন্দেহ নাই।

    সুসাহিত্যিক মহাশ্বেতাদেবী কিন্তু একবার বলিয়াছিলেন - "প্রকৃতি নৃত্যের স্বরূপ দেখাইয়া পুরুষের নিকট নিজেকে প্রকাশ করেন; পুরুষ নিত্যশুদ্ধবুদ্ধমুক্ত স্বভাব, প্রকৃতিযোগ ভিন্ন তাহার বন্ধন অসম্ভব'। সুতরাং নারীর এই প্রসাধন তো পুরুষের জন্য, তাকে বশীভূত করিবার মানসে। তাই কটিমাত্র আবৃত নারীদেহের এর বিচারক কোট-টাই পরিহিত পূর্ণবস্ত্রাবৃত পুরুষ। অধুনা আবার 'লিভ টুগেদার'এর প্রচলন ঘটিয়াছে, ইহাতে যে উদাসীন পুরুষজাতি দায়মুক্ত হইয়া আহ্লাদিত হইয়া উঠিবে তাহা সন্দেহবর্জিত হইয়া বলা চলে।

    অতএব আইস হে পুরুষজাতি, নারী-স্বাধীনতার এজাতীয় স্বরূপপ্রত্যক্ষে এক্ষণে বক্তাসব নিষিক্ত হইয়া সানন্দে নৃত্য করি।
    ঃ)
  • a x | ১৩ নভেম্বর ২০০৯ ০৩:৫৮ | 143.111.22.23
  • হ্যাঁ সেদিন দেখলাম তো। কিন্তু বুঝলাম কিনা জানিনা।
  • Du | ১৩ নভেম্বর ২০০৯ ০৩:৫৫ | 65.124.26.7
  • অর্পণ আর আমি দুজনেই তো তোমাকে পোলের রেজাল্টে হোম টিম ভার্সাস অপোজিট সাইড দিলাম শর্টে। বুঝে গেলে তো ঃ-)
  • a x | ১৩ নভেম্বর ২০০৯ ০৩:৪৫ | 143.111.22.23
  • ক্যালকাটা ওয়েব খুললেই প্রথম দুটো নিউজ-


    Yechury has close links with Maoists: Mamata
    Many Naxalites have joined Trinamool Congress: Mamata

    :-|
  • Du | ১৩ নভেম্বর ২০০৯ ০২:৪৭ | 65.124.26.7
  • জেলা পরিষদ নির্বাচনের কথা কি কোন কাগজে বেরোয়নি? নাকি পুরোনো নিউজ?
  • Ishan | ১৩ নভেম্বর ২০০৯ ০২:৩০ | 12.163.39.254
  • মাটি বাদ নেই তো। ফিলিমের নামই তো মাটি ও মানুষ। ঃ)
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৫৯ | 168.26.215.13
  • জনগন কি পরীক্ষা করে দেখছে ভরকেন্দ্র বাইরে গেল কিনা? ঃ))

    যাক চল্লুম বাব্বাই।
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৫৫ | 168.26.215.13
  • **(প্রুভড)
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৫৪ | 168.26.215.13
  • উদ্বাহু হয়ে বাংলা মতে বাংলা হাগা অসম্ভব। সেন্টার অফ গ্র্যাভিটি দেহের বাইরে চলে যাবে। তারপরে যা হবে সেটা ঠিক বলার মতন নয়।

    উদ্বাহু হয়ে ইংরিজি মতে বাংলা হাগা চলতেও পারে। খুব কমফরটেবল নয়।

    উদ্বাহু হয়ে ইংরিজি মতে ইংরিজি হাগা বাই ডেফিনিশন অসম্ভব।

    তিনটের মধ্যে দুটো কেস অসম্ভব অতএব আমার পূর্ববর্তী বাক্যবন্ধনী দুই তৃতীয়াংশ ক্ষেত্রে সত্য। আর কে না জানে দুই তৃতীয়াংশ মানেই কোরাম মানে ভয়েস অফ দা হাউস। অতএব উদ্বাহু হয়ে হাগা টেকনিকালি অসম্ভব।
  • Sayantan | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৫৩ | 159.53.110.144
  • উদ্বাহু হয়ে বাংলামতে হাগা অসম্ভব কেন! ভরকেন্দ্র ঠিক থাকবে না বলে? না কি অন্য কোনও টেকনিকাল ডিফিকাল্টি?
  • Tim | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৪৭ | 198.82.22.155
  • সে প্রশ্ন থাক থাক। ঃ-)
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৪৬ | 173.26.17.106
  • বিশেষজ্ঞ র মতামতের জন্যে আজ্জোর দিকে হাঁ করে তাকিয়ে আছিঃ)
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৪৪ | 168.26.215.13
  • বাংলা না ইংরিজি?
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৪৪ | 173.26.17.106
  • উদ্বাহু হলে সম্ভব কিন্তু তার সঙ্গে দোদুল্যমানতা যোগ হলে অসম্ভব- এইবার উদ্বাহু বল্লেই আমাদের পথিমধ্যে নদের চাঁদের কথা মনে পড়েঃ)
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৪৪ | 168.26.215.13
  • রেস্ট দাও। শিরদাঁড়া সোজা করে বসলে কিন্তু পেশিতে জোর বেশি লাগে। আমার গত দুই বছর ধরে শুরু হয়েছে। স্ট্রেচিং করলে বেটার থাকে ছেড়ে দিলেই বাড়ে।
  • a x | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৪০ | 143.111.22.23
  • আমি অনেকক্ষণ ধরে ভাবছি উদ্বাহু হয়ে হাগা অসম্ভব কেন। এবং প্রশ্নটা করা উচিৎ হবে কিনা তাও ভেবে পাচ্ছিনা।
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৩৮ | 173.26.17.106
  • আজ্জো, ব্যথাটা পেশিতে।আমি গতপরশু ছেলেকে বাথটাব থেকে খেদিয়ে তোলার চেষ্টা করছিলাম, তখন ই খচ্‌করে লেগেছিলো। তবে এইটা আগেও হয়েছে। দেখেছি একটা নির্দিষ্ট জায়গাতেই লাগে।কমে যায় দু তিন দিনে বলে বেশি পাত্তা দেইনা।
  • aka | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৩১ | 168.26.215.13
  • ম, ব্যথাটা কোথায়? শিরদাঁড়া সোজা করার থেকে মনে হয় একটু রেস্ট বেশি প্রয়োজন। ডাক্তার দেখাও, আমাদের ছোটবেলা থেকে শিরদাঁড়াকে কষ্ট দেবার যা যা নিয়ম শিখেছি সেগুলো মনে হয় ঠিক নয়।

    সমস্যা যদি হাড় হয়। তার একরকম ট্রিটমেন্ট।

    সমস্যা যদি মাংসপেশির জন্য হয় তাহলে স্ট্রেচিং হেল্প করবে।

    ডাক্তার দেখিয়ে নাও একবার।
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ০১:৩০ | 173.26.17.106
  • উদ্বাহু হয়ে হাগ দেওয়া কি সম্ভব? উদ্বাহু হয়ে এগিয়ে এসে তো একদেহে হল লীন গোছের একটা ব্যাপার হবে..
  • m | ১৩ নভেম্বর ২০০৯ ০১:২৮ | 173.26.17.106
  • অক্ষ,কাল রাতে ব্যথা করছিলো না দেখে বিছানায় ঘুমিয়ে আজ সকাল থেকে আবার ব্যথা। এখন শিরদাঁড়া সোজা করে বসে আছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত