না না বুড়ো কই বল্লাম? আমাদের ছোটোবেলাতেও তো শুধুই দূরদর্শন ছিলো। তারপ্র মেট্রো এলো, তাতেও বেশি কিছু দেখাতো না। একবার মনে আছে, বেশ পড়ায় ফাঁকি দিয়ে রোব্বারে হিন্দি সিনেমা দেখছি ( কি একটা পুজো ছিলো)। পাশের বাড়ির বাবিদি ও এসেছে। কয়েক বছরের বড়ো দিদি, তায় ইংলিশ মিডিয়াম। সবই ঝটপট বুঝে ফেলতো। একটা কাচের গেলাসে কালো কালো কিসব খাচ্ছে দেখে আমি একটা গুঁতো মেরে বল্লাম, ""দেখেছো, নর্দমার জল খাচ্ছে"!! বাবিদি খুবই আহত গলায় বল্লো, ""নর্দমার জল! বুদ্ধু, ওটা হুইস্কি। "" বলা বাহুল্য এসবই ফিসফিস করে হচ্ছিলো, যাতে আমাদের পাকামি বড়োরা শুনতে না পায়। তারপর অনেকদিন অবধি আমি জানতাম মদকে ইংরেজিতে হুইস্কি বলে।
আচ্ছা, aka বলে একজন লিখচে এখানে। জিগাই, এর আগে পরে দুটো নাম থাকার কথা না? মানে সত্যবান ওঝা aka ভইঁস। সাধারণতঃ দুস্টু লোকেদের নাম এ ভাবে খবরের কাগজে দেখি।
dd | ১৭ অক্টোবর ২০০৯ ০১:১৮ | 122.167.47.211
অক্ষ নেট সার্চ করে জানতে পারি কতো,কতো,কতো রকমের সাইকেডেলিক গাছ পালা,মাশরুম পাওয়া যায়। সব স্টেটে নয়। তবে অনেক স্টেটে। ক্রেডিট কার্ড দিয়ে দিব্বি কেনা যায়। আম্রিগায়। পারফেক্টলি লিগাল। শুধু কিলিক মারুন।
এই সবের জন্যেই শ্যামল আর আমি অ্যামন আম্রিগাপন্থী। না, না। শুধু আমি।
অ্যামন পেশাদারী দেশ আর কোথায়?
d | ১৭ অক্টোবর ২০০৯ ০১:১৮ | 117.195.39.227
ইশ! আমি অত বুড়ো নই রে তিমি।
d | ১৭ অক্টোবর ২০০৯ ০১:১৬ | 117.195.39.227
তবে হাইট হয়েছিল আমার এক বন্ধুর। বিয়ের পর ওর বরকে অনসাইট পাঠাবে, আম্রিকা। বন্ধুকে দেখে যেতে এসে তার এক সম্পর্কে মাসি না পিসি কে যেন উপদেশ দিলেন "শোন্ কক্ষণো সায়েবদের বাড়ি যাবি না। ওরা বাড়িতে ন্যাংটো হয়ে থাকে আর হুশহুশ করে গাঁজা খায়'।
তারপর ওর বর ওকে বহুকাল আওয়াজ দিয়েছিল এই নিয়ে।
Tim | ১৭ অক্টোবর ২০০৯ ০১:১৫ | 198.82.24.42
পাইন্যাপ্ল এক্সপ্রেস বলে একটা ক্যাও সিনিমাই আছে এইসব নিয়ে। কিন্তু দমদিদের সময় সেসব কোথা? তখন তো নেশা মানেই কেষ্ট মুখার্জি।
ধুস এত ঠেক হয় আর একটা গাঁজার ঠেক বসাতে পারেন না বেঙ্গালুরুতে?
Tim | ১৭ অক্টোবর ২০০৯ ০১:০৩ | 198.82.24.42
অক্ষ ঠিকই বলেছে। মদ জিনিসটার সাথে কেমন একটা বুর্জোয়া, ভিলেনমার্কা চরিত্র জুড়ে গেছে অনেকদিন আগে থেকেই। (এটা লিখতে গিয়েই বাংলা হিন্দি সিনিমার সব সিনগুলো মনে পড়ছে আর বেজায় হাসছি)। বরম টুকটাক সিগারেট/গাঁজা অনেকেই খায়। এবং কেউ অতটা রাগ করেনা।
dd | ১৭ অক্টোবর ২০০৯ ০০:৫৮ | 122.167.47.211
ম বৌমা
(১) আমরা জাতে তুল্লাম। মানে ৫০এর জাতক। এটা ঐতিহাসিক সত্য। তর্ক কইরো না। মুন্ডু খসে যাবে। গার্গীরও যেতো। হ্যাঁ।
(৩) হুম। এ ব্যাপারে বিশদ কইতে পারেন আজ্জোদা। যদি কইতে চান। তবেই।
(৪) অবশ্যি। অবশ্যি। পেলেই খাবো। হেথায় পাওয়া যায়। কিন্তু ছেলে ছোগরার ভীড়। পাকা চুল নিয়ে যেতে লজ্জা করে। লজ্জা।
হা আমার মধ্যবিত্ত ভীতু ন্যাশা।
d | ১৭ অক্টোবর ২০০৯ ০০:৫৮ | 117.195.39.227
সা®?Ñ লিখতে গেলেই কিরম ? এর মাথায় রেফ আসে কেন?
m | ১৭ অক্টোবর ২০০৯ ০০:৫৭ | 173.26.17.106
লেখা পোস্ট করতে একটু দেরী হলো, ডিডি র উত্তর দেখলাম,উনি ধোঁয়াকে বেছে নিয়েছেনঃ)
আজ্জো,এখন নেশার চরিত্র বদলেছে অনেক। তবে গেঁজেল চেনায় আমি একশোয় একশোঃ)আর লিখলাম তো,শুকনো নেশা দীর্ঘদিন চালানো চাপ।
a x | ১৭ অক্টোবর ২০০৯ ০০:৫৫ | 143.111.22.23
আরে নাহ ডিডি দেখি একেবারেই নাদান। শুনুন শুনুন, যত আপনি প্রান্তিক মানুষদের জিনিসপত্র গ্রহণ করতে পারবেন, আপনি তত আঁতেল। মানে আপনি ওলিপাব না গিয়ে খালাসিটোলা গেলে। আপনি গড়িয়াহাটের হকারের জামা না পরে ফ্যাবইন্ডিয়া পরলে। আপনার ঘরে রবিদাদুর ছবি না থেকে ছৌ এর মুখোশ থাকলে। বুঝলেন এবার? কাজেই গাঁজা ইস ভেরি মাচ ইন। মদ ইস ভুঁড়ি ওয়ালা বুর্জোয়া চিজ। স্বয়ং সা®?Ñ বলে গেছেন। আমি সিওর বলেছেন।
আর সিগারেট খেলে রাগ করব কেন, আমিও তো খাই। কিন্তু আমার সামনে খেলে রেগে যাব। বা আমার মেয়ে বা অল্প বয়সী বাচ্চা বা প্রেগন্যান্ট মহিলা বা হাঁপানীর রুগি ইত্যাদি।
aka | ১৭ অক্টোবর ২০০৯ ০০:৫৩ | 173.33.234.215
ম রে কই এইসবই স্টিরিওটাইপিং এরর। শুধু এই বলি চোখ কান খোলা রাখলে সেক্টর ফাইভের ধেড়েদের মধ্যেও চিনে নিতে অসুবিধা হয় না। তাদের চোখে কালো চশমা, লুই ফিলিপের প্যান্টু, ভ্যান হুসেনের জামা। বাড়ি যাওয়ার আগে একটা ক্লোজড সার্কেলে তিন টানে রাজা হয়ে ফিরে যাওয়া। আর কিছু বলা গুরুর বারণ। ;) তবে বেরিয়ে আসার কায়দা না জানা থাকলে খুব কঠিন কেস হয়ে যায়। এও দেখা। আর ডিডির জেনারেশন নাকি জাতে তুলেছে। ছেল তখন সেক্টর ফাইভ?
kd | ১৭ অক্টোবর ২০০৯ ০০:৪৯ | 59.93.207.40
আমি প্রেস থেকে ফেরার সময় মৌলালির মোড়ে দেড় ঘন্টা আটকে। ভালোই হলো - গুরু ৩ বেশ খানিকটা পড়ে ফেল্লুমঃ)
m | ১৭ অক্টোবর ২০০৯ ০০:৪৬ | 173.26.17.106
ডিডি,
১)জাতে তোলা মানে কি? তোমাদের ছাত্রাবস্থায় তোমরা খেতে,ছেলেপিলেরা এখনো তাই খায়ঃ)আমার সে সময় মনে হতো গাঁজা একটা বিশেষ চিন্তাধারা,একটা বিশেষ অবস্থান এবং আরো কিছু বিশেষের প্রতিনিধিত্ব করে।(ওরাও তাই বলতো বটে),যা কাঁধে ব্যাগ, উড়োখুড়ো চুল, চপ্পল ইত্যাদির সঙ্গে দিব্যি যায়ঃ)
২) মদ সম্পর্কে লোকেদের(বিলিতি) মনে কোথাও একটা শ্রদ্ধাভক্তি আছে।বড়ো হয়ে চাকরি বাকরি কল্লে লোকে মদ খেয়ে ফূর্তি করে, মদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা আছে,গাঁজার নেই।
৩)গাঁজা সস্তা,ফলে তথাকথিত গরীব লোকেরা সহজে কিনতে পারে।'আমরা-ওরা'র গপ্পো ও থাকতে পারেঃ)
আর বড়ো হয়েও যারা গাঁজা খায়, তারা সম্ভবত অন্যান্য শুকনো নেশাও শুরু করে।সেগুলো থেকে বেড়িয়ে আসা কঠিন।শখের নেশাড়ু হয়ে দীর্ঘদিন গাঁজা চালিয়ে যাওয়া মুশকিল।
তোমার কাছে প্রশ্ন তুমি কি এখনো গাঁজা খাও? জদি না হয়, পেলে কি খাবেঃ)
(৪) গ্যাঁজা নিয়ে ম্যাচিওরড সমাজে কোনো ইসে নেই। ক্যানো ? ক্যানো? ক্যানো ? শুনি?
dd | ১৭ অক্টোবর ২০০৯ ০০:১২ | 122.167.47.211
যারা যারা মইদ্দ আন করেন না, তাগো সি ই ও হওনে মোশকিল আসে।
এই টাই কই। (সুগভীর দীর্ঘশ্বাস)
Arpan | ১৭ অক্টোবর ২০০৯ ০০:১১ | 122.252.231.12
ব্রতীনকে তালে বাংলা খাওয়াতে হবে। ৩০০০% আরওআই।
m | ১৭ অক্টোবর ২০০৯ ০০:১১ | 173.26.17.106
ডিডি সত্যিকারের প্রবাসী বাঙালিঃ) নয়ের দশকে ছাত্রসমাজে( ছাত্রীরাও আছেন)গাঁজার রমরমা নিয়ে একটা ছোটমত প্রবন্ধ লেখা যায়.. হাতে গোনা কিছু লোকজন ছাড়া প্রায় সব বন্ধুরাই গাঁজা খেতো ।নিয়মিত নাহলেও শখে। যারা নিয়মিত খেতো, তারা নিমতলা, ভবানীপুরে, আরো বিভিন্ন ঠেকে যেতো। তাছাড়াও বিভিন্ন রিক্সাস্ট্যান্ডেও তাদের দিব্যি যাতায়াত ছিলো। শেয়ালদা স্টেশানে ২নং প্ল্যাটফর্মে এক মধ্য বয়সী মাসি(তাই বলেই তাকে লোকে খুঁজতো) হাতে হাতে পাঁচ টাকায় এক প্যাকেট তুলে দিতোঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন