এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:১৭ | 117.195.36.129
  • আর পুণেতে সোয়াইনে মৃতের সংখ্যা ৮০ হল। কে বলেছে কমে গেছে?
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:১১ | 216.52.215.232
  • লিখে বোঝানো টাফ আছে। ছোট করে বলছি। তুমি যেটা অ্যাচিভ করতে চাও সেটা তো এক বা একাধিক কি কম্বিনেশন দিয়ে হবে। এইবার সেইটা একবার রেকর্ড মোডে ম্যানুয়ালি করলে ম্যাক্রো তৈরি হয়ে যায়। তোমাকে সেইটা ওই ফাইলের বাকি লাইনগুলির জন্য চালাতে হবে। একই জিনিস তালে বাকি লানইগুলির জন্য রিপিট হবে।

    টেক্সটপ্যাড হেল্প দেখতে বল। বা তুমিও দেখতে পারো। এইভাবে বোঝার থেকে একটা সিম্পল এক্স্যাম্পল নিয়ে করা খুব সোজা।
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:০৯ | 117.195.36.129
  • ঐশিক প্রায় ঠিকই বলেছেন। কোন্নগরে "বাটার চপ' বলে একটা চপের দোকান আছে (বাটার দোকানের কাছে), সেখানে অমনি করেই ভাজে। পুরো দোলমা স্টাইলে স্টাফিং ভরে বেসনে ডুবিয়ে ভেজে দেয়। তবে গোটা কোন্নগরে আর কোথায়ও অমনি করে ভাজে কিনা জানি না। ঐ দোকানের মাংসের ঘুগনিটাও সুপার ডুপার।
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ১৯:০৫ | 117.195.36.129
  • ওফ্‌ এই রাঙাটা একটা হা. হা. :X
  • M | ১৫ অক্টোবর ২০০৯ ১৮:৫৯ | 59.93.215.21
  • আমাদের এখানে কি একটা পুজা না কি মন্দির কেজানে উদ্বোধন হচ্ছে,তার কি মারাত্মক চিল্লামিল্লি, আর তারামামায়ের বলছে, তারা কেন মামা হবেন বুঝতে পাচ্ছিনা।
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ১৮:৪১ | 173.33.234.215
  • এই স্পেশাল কেসটা ওয়ার্ডে সহজে সামলানো যায়। ওয়ার্ড - > ফাইন্ড অ্যান্ড রিপ্লেস - > স্পেশাল। নোটপ্যাড বা ওয়ার্ড প্যাডেও করতে পারা উচিত। এক্টু দেখে বলতে হবে।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১৮:২৫ | 61.95.144.122
  • মানে সে হতচ্ছাড়াকে একটু আগে দেখে এলুম ব্যাকস্পেস দিয়ে দিয়ে লাইন জুড়ছে আর স্পেস মুছছে। টেক্সপ্যাডে আমি মা-গঙ্গা, কাজেই...
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১৮:২৩ | 61.95.144.122
  • কিন্তু আমার তো এসকিউএল নয়। এসকিউএল এডিটরও নাই। একখান গাম্বাট এসকিউএল কোয়্যারিকে hive QL-এ কনভার্ট করছিলুম - টাইপ বদলানো, স্পেস ইত্যাদি ঠিক করা, পুরোটাকে এক লাইনে ফেলা - অনেক কাজ।

    বাই দ্য ওয়ে - এডিটপ্লাস বা টেক্সটপ্যাড জাতীয় জিনিসে অনেক লাইনকে একটা কম্যান্ডে একটা লাইনে করা আর একাধিক স্পেসের জায়গায় একটা স্পেস দেওয়ার কায়দাটা কেউ জানলে শিখিয়ে দাও তো। আমি না হয় vi-তে করতে পারি - একটা ছানাকে বেশ কিছু ফাইল ধরিয়েছি এই সব করার জন্যে। তাকে বলে দেবো...
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ১৮:১৬ | 173.33.234.215
  • অজ্জিতের জন্য এফ ওয়াই আই, পৃথিবীর সমস্ত এস্কিউএল এডিটরে ফাইন্ড এবং রিপ্লেস অল, রিপ্লেস এইসব আছে। এমনকি একাধিক ফাইলে একসাথে সার্চ করে রিপ্লেসের বন্দোবস্তও আছে। জানালায় কাজ করার আর্ট রপ্ত হলে দেখা যায় টিডিয়াস কাজ সহজে করার অনেক অপশন।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১৮:০৮ | 61.95.144.122
  • অনেকদিন পর গাঁতিয়ে কোডিং করে বেশ স্যাটি লাগছেঃ-)
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৭:১৭ | 160.103.2.224
  • পড়লাম-- 'আ ম্যাটার অফ শক ভ্যালু'। মাসিমার নাম তো বহু অ্যাকাডেমিক্সের লোক ও শোনেনি বলে লিখেছে। আর উইলিয়ামসন যে কাজের জন্য পেয়েছেন, সেটা সেভেন্টিসে করেছেন, ইদানীং তেমন কোন কϾট্রবিউশান নেই বলে লিখেছে।
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৭:০২ | 198.96.180.245
  • আজ টেলিগ্রাফের ওপিনিয়ন পেজের লেখাটা পড়িস। কেউই মাসিমার নাম বিশেষ শোনে নি।
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৭:০১ | 160.103.2.224
  • ঃ-))
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৫৯ | 198.96.180.245
  • সারা বছর নাক বন্ধ থাকায় আমি যা বলি তাই কেমন ফরাসী ফরাসী লাগে। ঃ-P
  • Blank | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৫৭ | 170.153.65.102
  • উফ, সেই ফ্রেঞ্চ পরীক্ষার ওরালের সময়, আমার কিস্যু উশ্চারন ঠিক হয় নি
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৫২ | 160.103.2.224
  • Champs-Élysées শঁজেলিজে। এটার অ্যাকচুয়্যাল উচ্চারণে ঐ 'জ' এর জায়গায় 'z' বলতে হবে। হেব্বি কেত শোনাবে। ;-)
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৪৬ | 160.103.2.224
  • Musée d'Orsay মুসে দোর্সে
    Toulouse-lautrec তুলুস লোত্রেক

    ইত্যাদি। ;-)
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৮ | 203.99.212.224
  • ১। মুজি হবে - মিউজিও নয়।

    আর গুলো বলো, আমরা এট্টু শপাঞ স্বাদ পাই।
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৭ | 203.99.212.224
  • এবং বেস্ট হল তাতে কোন অ্যাব ক্রাঞ্চ হয় না। উদা, আমি ও শান্তিদেব ঘোষ মশাই।

    স্লিপ কর্ডনের কথা ভেবে, কীরকম বিউটি অফ স্টাম্পের বাইরে দেখে শুনে লিভ করলাম।
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৬ | 160.103.2.224
  • হনু, তোমার প্যারী নিয়ে ল্যাখাটা জবর হয়েছে। কেবল ফরাসী উচ্চারণ ইজ স্টিল আ বিট রাস্টি। ;-)
    আমি অবশ্য সে সব কারেক্ট করতে যাচ্ছি না। লোকে ছিদ্রান্বেষী বলে গালি দেবে তাইলে।
    তা ল্যাখা থামালে ক্যান ? কোন্তিন্যু সিল ভু প্লে। ঃ-)
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৪ | 122.161.63.145
  • স্টৈক ঃ-))
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৪ | 122.161.63.145
  • দোলাটা ট্রাই করে দেখলুম ওটা আসলে একটা অ্যাব ক্র্যাঞ্চ এক্সারসাইজ। কোনো মানে হয়!!!
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:৩২ | 203.99.212.224
  • স্টৈক, পরশু প্যারিস গেসলাম। ভালই ঘুরলাম, তারপরে এসে সজোরে নাকতলা ঃ-)
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:২৯ | 203.99.212.224
  • ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল নাকের আহ্বান।

    জাস্ট এই গানটা কেউ শান্তিনি স্টাইলে দুলে গাইলে ব্যাপক হবে। দোলাটা স্পেসিফিক একটা রকমের হবে। ধর কেউ বসে আছে। দ এর একটা ভার্টিকাল ফর্ম। সেক্ষেত্রে হাঁটুর উপরে আর্ম রেখে নিউটনের তৃতীয় সুত্র মেনটেন্ড হচ্ছে। এবার যদি কেউ মনে মনে গানটার সঙ্গে দোলে, তাইলে, দেখবা শুধু ঘাড় না শুধু ঘাড় ও কাঁধ না, গোটা টর্সো দুলছে। অ্যায়, এইটা হল শান্তিনিকেতনের প্রপার দোলা, বডি ল্যাঙ্গুএজে এর অর্থ হল , গান শুনছি, তাকাচ্ছো বুজছি, কিন্তু গান শুনে নিয়ে তার পরে তাকাচ্ছি। ওকে?

    ঃ-)
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:২৯ | 160.103.2.224
  • গন্ধরাজ নেবু আর আলু-পোস্তর ব্যাপারে তেকোনার সঙ্গে একদম ক। ঃ-)
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:২৬ | 122.161.63.145
  • joie de vivre তো বটেই, তবে একা না। সঙ্গে গন্ধরাজ লেবু আর এক হাতা পোস্ত চাই ঃ-) নইলে ইনকমপ্লিট ঃ-)

    স্যান, বৈজ্ঞানিক ইট ইজ দেন ঃ-)। আগে হলে সাংবাদিক অপশনটাও রাখতুম, তবে যা দিঙ্কাল, ওটা বাদ্দিলুম তাই ঃ-)
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:২৫ | 160.103.2.224
  • ভাটে হঠাৎ কান্নাকাটি কেন ?
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:২১ | 121.50.4.240
  • না না। পরে কান্না পেলে আউটকাম জনহিতার্থে জানাব। নয়তো এক্ষুনিই একটু কেঁদে জানিয়ে দিতে পাত্তাম।
  • stoic | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:১৬ | 160.103.2.224
  • ওটা piece de resistance না, ওটা joie de vivre !!
    ঃ-))
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:১৬ | 122.161.63.145
  • "জনহিতার্থে" কাঁদবি? না জানাবি?
    প্রথমটা হলে তোর মধ্যে অভিনেত্রী হওয়ার সম্ভবনা আছে
    দ্বিতীয়টা হলে, বৈজ্ঞানিক

    এদিকে আমি হাতে একটা কালোজাম নিয়েও রেখে দিলাম। কামড়ালেই ভেতরে নরম নরম সাদা সাদা ব্যাপারটা ভেবেই। ঃ-( আজ, আম্মো মনে হয় উপোসেই। ম আর র নে মার ডালা বিলকুল ঃ-((
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:১৫ | 207.179.11.216
  • ভদ্দলোককে জোর করে পুদিনার রসে মাখা কাঁঠাল খাওয়ানো হোক। আর সারাক্ষণ নাকের কাছে কেউ ধনেপাতা (কোরিয়্যান্ডার) চটকাক।
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:১২ | 121.50.4.240
  • কনফিউজড হয়ে যাচ্ছি। ঠিকাছে নেক্সট টাইম কান্নার পরে ঠিক জানিয়ে দেব চোখের জল, নাকের জল । জনহিতার্থে।
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:১১ | 122.161.63.145
  • উঃঃঃঃঃঃঃ
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:১০ | 198.96.180.245
  • বিউলি'জ ডাল উইথ আ ফিস্টফুল অফ চিনি- piece de resistance de la ghoti। ;-)
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:১০ | 121.50.4.240
  • এই কপাৎ করে গিলে ফেলার ডিটেলটা পড়ে না আমার মাইরি পানীয় জলের বোতলের দিকে হাত বাড়াতেও ভয় লাগছে। কোনকিছু গিলতে হলেই না মনে পড়ে সব উঠে আসে। বাপরে।
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:০৮ | 122.161.63.145
  • আর, গলায় স্বাদ বোঝা যায়?? জিভ কি গলা অবধি??
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:০৭ | 122.161.63.145
  • লইট্যা দিয়ে দারুন মাছের চপ হয়। শুঁটকির আচার বলে একজন একবার কিছু একটা খাইয়েছিল। অমৃতে লঙ্কাবাটা টেস্ট। যদিও ঘটির মেয়ে বলে সে অনেক ক্ষ্যামা ঘেন্না করেই খাইয়েছিল।
    অ্যান্ড, সত্যি, কান্নার সময় নাক আর চোখের জল আলাদা কি করে করিস? আমি তো ভাবতাম দুটোরই এক টেস্ট।
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:০৫ | 122.161.63.145
  • আর কি কখোনোই কিছু খেতে পারব? বিউলির ডাল, কুলের টক, চানাচুর, ডাবের জল, মালাই, পাঁঠার নলি (এটাও এখনই মনে পড়তে হল ঃ-((( )
    আপাতত চা-টুকুই বোধহয় পাতে পড়ল। বাকি স--------ব গেল ঃ-(((( ছ্যাঃঃঃঃঃঃঃঃঃ
  • Blank | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:০৪ | 170.153.65.102
  • লইট্যা মাছের গুঁড়ো ও ভালো খেতে। শুঁটকি অতি বাজে জিনিস
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:০২ | 207.179.11.216
  • বিউলির ডালও ভালো খেতে।
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:০১ | 121.50.4.240
  • এইও। লইট্যা মাছ হেবি খেতে। লইট্যা শুঁটকি আরো চমৎকার। জাস্ট কোন কথা হবেনা।
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ১৬:০০ | 207.179.11.216
  • যেমন বাঙাল স্পেশালিটি ওই হড়হড়ে মাছটা, লেটো না লোটো কি য্যানো নাম।
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৯ | 203.99.212.224
  • আজ আমার পুরো একাদশীর উপোস যাবে। এই ডিটেলটা জাস্ট ক্ষণে ক্ষণে মনে মনে এলে আর রক্ষে নেই।
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৮ | 203.99.212.224
  • কান্নাকাটির মত একটা তীব্র ইমোসনাল ব্যাপারের মধ্যে চোখের জল আর নাকের জল আলাদা করতে পারিস, তার মানে তোর ইমোসন ইজ নট তীব্র ঃ-) মানে এই মর্মে তোকে যারা কাঁদাচ্ছে তারা অভিযোগ করতে পারে, অন্য কোন ইমোসন-ক্ষণে। জাস্ট প্রিপেয়ার করে দেওয়ার জন্য বললাম ঃ-)
  • r | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৭ | 198.96.180.245
  • যেমন ঘটি স্পেশালিটি বিউলির ডাল। যেমন টোপা কুলের আচার। প্রথমটা খাই না, দ্বিতীয়টা খাই। তবে হড়হড়ে জিনিষ বাইরে বের করে খাবেন না। নাকটা জোরে টেনে গলার কাছে এলে কপাৎ করে গিলে ফেলবেন। গলায় একটা বিটনুনের মত স্বাদ থেকে যাবে।
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৫ | 121.50.4.240
  • সে কান্নাকাটির মধ্যে চোখের জল আমিও হামেশাই খেয়ে থাকি। কিন্তু তা বলে শিকনিফিকনি খেতে পারবনা। ওই যে বড়ম যা বলেছে। হড়হড়ে - ছিঃ। ম্যাগো।
  • M | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৩ | 59.93.198.197
  • না কাঁদলে যেটা বেরোয় সেটা হড়হড়ে মতো নয়, হড়হড়ে কোন কিছু খেতেই আমার পোবোল আপত্তি, (ওয়াক), যেমন ভিন্ডি। একবার একটা কাক অমন কিছু করছিলো তাপ্পর থেকে কাক দেখলেও ঘেন্না পাইতো।
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৫২ | 216.52.215.232
  • ১। ইউনিকোড ভার্সনে পোস্টটি খুলুন
    ২। কপি করুন
    ৩। নতুন থ্রেডে ইউনিকোড ভার্সনে পেস্টিয়ে পোস্টান
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৪৯ | 122.161.63.145
  • এই জন্যে স্যান রেগে যায়। আপনারা কেন যে ভাবেন যে আপনারা যা জানেন আর সকলেই তা জানে ঃ-(((
    ইঙ্গিতে আমি প্রেম ছাড়া কিছুই বুঝি না ঠিকঠাক। ডিটেলান
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:৪৮ | 122.161.63.145
  • বাব্বা!!! তুমিও!!! কি সর্দিখোর ভাটুরে সব। এদিকে পর্শু আই একটু গরম ছাদে খালি পা নিয়ে দাঁড়াতেই স্যান আওয়াজ দিয়ে দিল ঃ-((((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত