এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১১ অক্টোবর ২০০৯ ১০:৪৮ | 115.118.225.174
  • না অক্ষ, সেটা অর্কুটে নেই। জানি না, আমার নিজের বিশ্রী লেগেছে, কিন্তু বমি আসার মত গা গুলোয় নি। কিন্তু আমার মা দেখলাম বইটা প্রথম পাতা খুলে ভাঁজ করে রাখছে। আরো ২-১ জন গা গুলানোর কথা বলেছে। সবচেয়ে চরম হল আমার এক সহকর্মী। তার নাকি প্রবল গা গুলোচ্ছে। আর বই বাড়ী নিলে নাকি তার ছেলে অসুস্থ হয়ে পড়তে পারে, কারণ ছেলেরও সাপ দেখলে গা গুলোয়। আমি বল্লাম বইয়ের প্রচ্ছদে তো সাপ নেই। তাতে সে বললো, তার নাকি সাপ দেখার মতই লাগছে।
  • a x | ১১ অক্টোবর ২০০৯ ১০:১৮ | 75.53.198.45
  • কাগুজেগুরু'র প্রচ্ছদ কি ওর্কুটে গুরুচন্ডালীর অ্যালবামে যেটা সেটাই? ওটা দেকে লোকের বমি পাচ্ছে কেন? মানে এত স্ট্রং রিয়াকশন হচ্ছে কেন?
  • a x | ১১ অক্টোবর ২০০৯ ১০:১৬ | 75.53.198.45
  • হ্যাঁ রোজই ভাবি আর এই মাওবাদী মাওবাদী, সিপিএম সিপিএম করে ভুলে যাই। অরণ্য, হাতিম দেও'র গল্পটা শুনতে চাই।
  • d | ১১ অক্টোবর ২০০৯ ০৯:৪৬ | 121.245.187.252
  • অরণ্য,

    বেশ জম্পেশ করে একটা "পায়ের তলায় সর্ষে' চাই কিন্তু।
  • aranya | ১০ অক্টোবর ২০০৯ ২১:৫৭ | 216.169.67.160
  • আর দশ মিনিট পর ব্রাইসে ঢুকছি। মোটেলের জানলায় পাহাড়, গত দুদিন আর্চেস,ক্যাপিটল রীফ - যেদিকে চাই পাহাড় আর পাহাড়, লাল পাথর, কালো পাথর, পাথরের দূর্গ, চীনের প্রাচীর, গবলিন, হাতির শুঁড় - আর পাহাড় - খাদ, জংগল,ধূ ধূ প্রান্তর - দিগন্তে পাহাড় - পাহাড় ঢুকে গেছে রক্তে, মস্তিষ্কে ভাইরাসের মত
  • sinfaut | ১০ অক্টোবর ২০০৯ ২১:৩৯ | 117.194.202.254
  • পেলুম
  • Blank | ১০ অক্টোবর ২০০৯ ২০:৩৪ | 59.93.192.101
  • মেলালুম
  • Blank | ১০ অক্টোবর ২০০৯ ২০:১৪ | 59.93.192.101
  • এই বন্ধু করার সাজেশান টা খুব ই বাজে, প্রাইভেসির বিরুদ্ধে
  • Blank | ১০ অক্টোবর ২০০৯ ২০:১৪ | 59.93.192.101
  • তোকে মেলাচ্ছি সিঁফো, একটু ওয়েটা
  • d | ১০ অক্টোবর ২০০৯ ১৯:৩৬ | 59.161.57.202
  • আচ্ছা অর্কুটে এই বন্ধু করার সজেশান দিতে লেগেছে কেন? কি যন্ত্রণা!! যত রাজ্যের আবুলমার্কা লোকজন এসে ফ্রেন্ডস রিকো দিতে লেগেছে। ঃ( কোথায়ও কিছু সেট করা যাবে, যাতে আমার প্রোফাইল আমার কোন বন্ধুর বন্ধুর কাছে না দেখায়?
  • dipu | ১০ অক্টোবর ২০০৯ ১৯:০৫ | 59.164.98.20
  • এ হাতি পেন ড্রাইভে ধরে যায়।
  • d | ১০ অক্টোবর ২০০৯ ১৮:৪৯ | 59.161.57.202
  • অ্যাঁ!! তুমি আজকাল হাতি সাপ্লাই করো? ব্ল্যাঙ্কি হাতি পুষবে?

    ভাল কথা, সিঁফোর ছবি দেখে মনে হল সিঁফোও হয়ত কালেদিনে কেডির মত স্টেডিয়ামের মালিক হবে।
  • sinfaut | ১০ অক্টোবর ২০০৯ ১৮:৩৩ | 117.194.192.40
  • ব্ল্যাঙ্কি, হাতি ছাড়া আর কী লাগবে চটপট জানা। অনেক জায়গা আছে তো।
  • Bratin | ১০ অক্টোবর ২০০৯ ১০:৪৩ | 117.194.97.43
  • এ কি,সক্কাল সক্কাল মার্কেট ফাঁকা?...
  • h | ১০ অক্টোবর ২০০৯ ০৫:৫০ | 61.95.144.10
  • এ বাবা লুজ বল দিয়েছে। চাঁদে ল্যান্ড মাইন না ফাটা অব্দি চাঁদের একটা বুর্জোয়া ভাব আর কমবে নাঃ-)

    আমারো ধারণা কোন একটা অস্ত্রপরীক্ষা করছে। শালারা। চাঁদের মুল্লুকে।
  • Tim | ১০ অক্টোবর ২০০৯ ০১:৪১ | 198.82.18.166
  • ঃ-))
  • Blank | ১০ অক্টোবর ২০০৯ ০১:৪০ | 59.93.255.73
  • হিন্দুস্থানির কমল হাসান। খালি হাতে প্রোমোটার দের ধরে পেটাবে। স্ট্যালোন মার্কা মাসকল ঃ(
    সেসব কিস্যু নাই, কেমন ভালো লোক মার্কা
  • Tim | ১০ অক্টোবর ২০০৯ ০১:১৮ | 198.82.18.166
  • কেন, কিরকম দেখতে হবে ভেবেছিলি? জোয়ান বয়েসের প্রেম চোপড়ার মত?
  • Blank | ১০ অক্টোবর ২০০৯ ০০:৩১ | 59.93.255.73
  • আমি রঞ্জন দার ছবি দেখে খুব হতাশ হলুম। কেমন ভালো লোক মার্কা দেখতে ঃ(
  • a x | ১০ অক্টোবর ২০০৯ ০০:২৯ | 143.111.22.23
  • চাঁদে বোমা মেরে কি পাওয়া গেল? আচ্ছা যে কোনো দেশ চাইলেই গিয়ে চাঁদে বোমাবাজি করে আসতে পারে?
    আমার এটা কেমন অদ্ভূত লাগছে।
  • Arpan | ১০ অক্টোবর ২০০৯ ০০:২৬ | 122.252.231.12
  • এত চিন্তা কইরেন না। কাল সকালে (দশটার পরে) ফোনামু।

    আমি রই হতাশ সোসিতের দলে।
  • Arpan | ১০ অক্টোবর ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
  • ঘুম আমার আসে না ডিডিদা, পিপিটি বানাচ্ছি।ঃ(
  • dd | ১০ অক্টোবর ২০০৯ ০০:২০ | 122.167.31.134
  • কমরেড অপ্পন, তুমি নিশ্চিন্তে ঘুমাও
    লুরুভাটে কে কতো বীয়ার নেবে,ছোটো কিংবা বড়ো
    কজন মদ্যপ,কে বা খাবে কোল' ড্রিং'
    আমি তো জাগ্রত,দ্যাখো, চ্যাং ব্যাং খাও
    হিসেব মেলে না, পোচ্চুর দুশ্চিন্তারা
    আমাকে আকুল করে। নিত্যানন্দ ,আমাকে ধরো ,ধরো।।
  • dd | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 122.167.31.134
  • সিংগাল ডি
    উঁহু, রাত বারোটার কাছাকাছি সমস্কিত শোলোক আমি লিখি না।
  • Tim | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 198.82.18.166
  • অপ্পনরেই বলা, এখানে অপ্পন আর "তুমি" একই লোক।

    একটু খুঁজেই পেয়ে গেলাম তো রঞ্জনদাকে। এর আগে একবার অন্য একজনকে রঞ্জনদা ভেবে ছড়িয়েছিলাম। তাপ্পর থেকে একটু সতর্কবত হয়ে গেছি।
  • Tim | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 198.82.18.166
  • ঘোড়দৌড়ের সময় মাঠে বসতে দ্যায়? সবাই তো দেখি গ্যালারিতেই বসে।
    নাহ্‌ দেখি নাই। ঃ-)
    আর্শোলা খাওয়ার নেমন্তন্ন? তাইলে ব্ল্যাঙ্কিকে নিয়ে যাবো। কাসুন্দি দিলেই ও খেয়ে নেবে।
  • kc | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 89.203.49.18
  • আমি মাঠে গিয়ে ঘোড়দৌড় দেখেছি। খুবই বোরিং ব্যাপার। কিস্‌সু বুঝিনি।
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৩৬ | 59.161.54.108
  • এই যে ডিডি, দেওয়ালি বা আলোর উৎসবের জন্য একটা সমোসকিত শোলোক লিখে দিন না।
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৩৫ | 59.161.54.108
  • তোমরা কেউ মাঠে বসে ঘোড়দৌড় দেখেছ?
  • dd | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:৩০ | 122.167.31.134
  • সিংগল ডি গোঈন্দা প্রধান হওয়া ইস্তক অত্যন্ত সন্দেহ প্রবন হইয়া গ্যাসে গিয়া, কি ই মোশকিল।
  • Arpan | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:২৮ | 122.252.231.12
  • দিসি। কল চলতাসিলো। ঃ-(
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 59.161.54.108
  • *বাক্যাংশের
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 59.161.54.108
  • এই "অপ্পনেরে, তোমারে, স্যানেরে, দীপুরে' ব্‌ক্‌য়াংশের "তোমারে' কে? তাহলে বোঝা যাবে কে এস এম এস পেয়েছে। এমনিতে লজিক্যালি ওটা অপ্পনকে বলা উচিৎ ..... কিন্তু এই "তোমারে'টা সন্দেহজনক। :o
  • dd | ০৯ অক্টোবর ২০০৯ ২৩:০১ | 122.167.31.134
  • হ্যাঁ।
    তাছাড়াও, ইপ্পি এক চুড়ান্ত ফোটোগ্রাফার। ক্যানো যে মশার পিছনে দৌড়ায় ?

    আর অপ্পনেরে, তোমারে,স্যানেরে,দীপুরে য্যামন ভাবছিলাম ত্যামনেই তোমরা। না, না, হাইট,ওয়েট,নাকে তিল আছে কিনা, এই সব নয়। পোলাপানে য্যামনে হয়, তেমনি। রনজনেরে অ্যাজ এক্সপেক্টেড।

    (চুপিচুপি) এস এম এস পইড়া উত্তর দ্যাও।
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 59.161.54.108
  • * "আমার অর্কুটে আছে'
  • Arpan | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 122.252.231.12
  • সেটা ঠিক। তবে ঘুমচোখে বাঘের জায়গায় পোলার বিয়ার হয়ে যেতে পারে। সেইটুকু ডিসকাউন্ট দেওয়াই যায়। ঃ-)
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৫৩ | 59.161.54.108
  • বাজারে চালু আছে যে, বাঘের দুধ দরকার হলেও ইপ্পিকে বললেই হবে। ইপ্পি ঠিক বলবে "হ্যাঁ আমি একজন বাঘের দুধওয়ালাকে চিনতাম .... আর অর্কুটে আছে, কনট্যাক্ট করিয়ে দিচ্ছি'
    ;-)
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৫১ | 59.161.54.108
  • ভ্যাট! ডিডিদাদা যে কি কয়!! আমার মোট্টে ৮৬টা বন্ধু। আমি নিয়মিত ব্যবধানে লিস্টি ধরে ছেঁটে দিই তো। বেশী বাড়তে দিই না। যান না ইপ্পির প্রোফাইলে। ওরে বাবা মশার ঝাঁকের মতই বিনবিন করছে শয়ে শয়ে বন্ধু।
  • Arpan | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৪৯ | 122.252.231.12
  • রঞ্জনদাকে দেখলাম। যেরকম ভেবেছিলাম একেবারেই মিলল না। কেই বা মিলেছে! ঃ-)
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৪৯ | 59.161.54.108
  • এই যে তিমি,

    তোমার জন্য একটা অবারিতদ্বার নেমন্ত দিয়ে রেখেছি, দেখেছ তো? এসো কিন্তু সময় করে।
  • dd | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৪৭ | 122.167.31.134
  • টিম্ভাই এক্কেবেরে সেকেলে। তায় গোয়েন্দাবুদ্ধি নাই। আরো আই টি স্যাভি নয়। ছি ছি ছি।

    সিংগল ডি'র প্রোফাইলে যাও। হ্যাদায় অজস্র ফ্রেন্ডস। বাটন টিপ্পা টিপ্পা হাত ব্যাথা কইর‌্যা খুইঁজ্জা বাইর করো রঞ্জনেরে।
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৪৫ | 59.161.54.108
  • "রঞ্জন রায়' নামেই আছেন। আমার বন্দুকদলে আছেন তো।

    সত্যি রঞ্জনদা একজন লোক বটে!! যেভাবে লড়ে যাচ্ছেন .............. ওঁর আর বৌদির ছবি আসলে লিফলেটের মত বিলি করা উচিৎ।
  • Tim | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৪৪ | 198.82.18.166
  • পেয়েছি। ঃ-)
  • Tim | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৪২ | 198.82.18.166
  • রঞ্জনদা কি নামে আছেন? আমি দেখতে পাচ্ছিনা। ঃ-(
  • dd | ০৯ অক্টোবর ২০০৯ ২২:৩০ | 122.167.31.134
  • অ রঞ্জন

    তোমার ,বৌঠান,আর ভাইঝির ছবি দ্যাখলাম। কি ভালো যে লাগলো। আম্মো ও পাড়ায়,স্বনামে। ছবিও সপরিবারের। দেইখ্যো 'খনে।

    ফ্রেন্ডস রিকোয়েস্ট কত্তে গিয়ে কি বাটন টিপলাম কে জানে।
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ২১:৫৪ | 59.161.54.108
  • আবার এক জায়গায় আলোচনা দেখলাম যে না একটু আগে হয়ে গেছে বটে, তবে উনি আশা করা যায় পুরস্কার সার্থক করবেন। :-P

    যাগ্গে, জনতা, শীগগিরি অর্কুটে গিয়ে রঞ্জনদার সপরিবার ছবি দেখে এসো। এইমাত্র লাগালেন দেখলাম।
  • dipu | ০৯ অক্টোবর ২০০৯ ২১:৪৫ | 59.164.99.129
  • First, I voted for Obama. So when I say that the entire United States is waking up this morning to a collective "WTF!" its not because I am in any way "anti-Obama".

    Yes, it looks like he got the Nobel Peace Prize for not being George Bush. Hey, I'm not George Bush, where's my award?


    ঃ-))))
  • Tim | ০৯ অক্টোবর ২০০৯ ২১:৩৪ | 198.82.18.166
  • প্রভাকরণ বেঁচে থাকলেও নোবেল পিস পেতো। আরো কত নাম মনে আসছে।

    আর্শোলারেসিপিগুলো দমদি যদি আমাদের সাথে বসে খায় তো আমরাও অকুতোভয়ে খেতে পারি। ঃ-)
  • a x | ০৯ অক্টোবর ২০০৯ ২১:৩০ | 75.53.198.45
  • ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত