এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৫০ | 216.52.215.232
  • হাঃ ডিঃ দেহ রেখেছেন। ঃ)
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৫০ | 121.50.4.240
  • গুজিয়া একটি সাবঅল্টার্ন মিষ্টি হলেও, আমি হেবি ভালবাসি। মানে কোলকাতারটা।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৪৬ | 122.163.79.38
  • প্লেনের জানলা দিয়ে ফোন পড়ে গেছে???
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৪৪ | 216.52.215.232
  • ক্যানো? সেখানে কী কত্তে গেছিলি?

    শোন, আমাকে একটা এসেমেস করিস। তোর নংটা খুব সম্ভবত আমার পুরনো ফোনের সাথেই মহাশূন্যে বিলীন হয়েছে।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৪৪ | 61.95.144.122
  • একখান পেয়ারা আছে।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৪৩ | 122.163.79.38
  • খালি হাতে যাবে? চাট্টি গুজিয়া নিয়ে যাও &&&&
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৪১ | 61.95.144.122
  • যাই এবার অ্যাম্বার স্পাইগ্লাস শেষ করি গে। কাল ভগমানের মরে যাওয়া অবধি পড়েছি।
  • Sayantan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৪০ | 125.22.97.34
  • হুঁ, ফিলাডেলফিয়া। এই শনিবার।
    যখন তোমরা কার্লসবার্গে মনে-প্রাণে-দেহে মিলিয়ে লীন হয়েছিলে, আমি ত্যাকন মেডিক্যালায়িত হচ্ছিলাম র‌্যানব্যাক্সির ল্যাবে। ঃ((((
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৪০ | 122.163.79.38
  • ঃ-)))
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩৮ | 61.95.144.122
  • আমি মিষ্টির দোকান খুল্লে সে চলবে না। কারণ বিক্রির জন্যে কিছু থাকবে নাঃ-(

    তেকোনা - আইই ৮ করো আর যাই করো, আবাপ-র ফন্ট আলাদা করে পাওয়া যায় না। বরং সকাল বিকেল অভীক সরকারের ছবিতে ধূপধুনো দিলে কখনো সখনো আবাপ খুলে গেলেও যেতে পারে;-)
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩৭ | 121.50.4.240
  • উফ্‌ফ, অরিজিত কেন ময়রা হবে। সিইও , থুড়ি মালিক হবে। আমরা শেয়ারহোল্ডার হব। ময়রা কে হবে সে দেখা যাবে, সে বা তারা মিষ্টি খাবেনা। আমাদের না খাবার কি আছে?
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩৭ | 122.163.79.38
  • খেতে নেই****
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩৪ | 122.163.79.38
  • স্যান, এ প্রস্তাবে অরিজিৎ এমনিতেই লাল হয়ে যাবে। রাগে। ময়রা হলে মিষ্টি খেতে শোনো নাই!!!!
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩২ | 216.52.215.232
  • কবে আসবি জানা। আরো দুজন ভিড়ে যাবে তালে লাঞ্চে।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩২ | 122.163.79.38
  • কি নেই কলকাতায়? শুনি শুনি (কোমর বেঁধেছি ঃ-)) )

    অরিজিৎ, পিছিয়ে পড়তে পড়তে ডায়মন্ড হারবার পেরিয়ে গেলুম মনে হয়। আগে দিব্যি সবই আসত। একবার ফর্ম্যাট করালাম। তারপর IE 8 ডাউনলোডালাম, তারপর থেকে কেবল হেডলাইনস বাংলায় আসে ঃ-((
    পুরো টাইমসেভার .........

    অর্পণ, জানাবো ঃ-))।
    আসতে মানা করলে না বলছ? 'মানা জনাবনে পুকারা নেহি' শোনালো কিন্তু ঃ-)))))। তবে, ইয়ে, ভাটের মধ্যে কম্পু ঢুকলে আপত্তি অথচ কম্পুতে ঢুকে ভাট বিন্দাস। কাঁহাকা ইনসাফি ঠাকুর???
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩২ | 216.52.215.232
  • ঃ-)
  • Sayantan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩২ | 125.22.97.34
  • অপ্পন্দা, কাল অথবা পশশু ইপিআইপি যাচ্ছি। লাঞ্চের দিকে খালি থাগলে বোলো পিং করবো।
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩১ | 121.50.4.240
  • আই মিন, আরো লাল হয়ে যাবে ঃ-)
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩১ | 121.50.4.240
  • অরিজিত, তাচ্চেয়ে ব্যাঙ্গালোরে এসে একটা মিষ্টিদ্দোকান খোলো না । লাল হয়ে যাবে।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:৩০ | 216.52.215.232
  • ডিঃ সান্দাকে বলেচি।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৯ | 216.52.215.232
  • * তোমাকে
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৯ | 216.52.215.232
  • ব্যাটাচ্ছেলে তোমকে নাকি আবার পুলিশে ধরতে চলেছে?? এলি না সেদিন বড়!
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৯ | 61.95.144.122
  • হ্যাঁ - আম্মো শুনি। আমাদেরও শুনছি সিএমেম আসিতেছে। এবার আমি চাকরি ছেড়ে দেবো - আমার কলেজ/ইউনিই ভালো।
  • Sayantan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৭ | 125.22.97.34
  • বেঙ্গালুরুতে মশা, পিমড়ে, পিরানহা, টি-রেক্স ... কি নেই!
    হ্যাঁ, মনে পড়েছে, ওভারহাইপড মিষ্টিদ্দোকান, মাছেরঝোলভাতেরহোটেল, সিপিএম একদম নেই। আরও কি কি যেন নেই। তবে সে সব থাক।
    কিন্তু কোলকতা! নাহ্‌, থাক।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৭ | 216.52.215.232
  • হ্যা কী কী ট্রেনাও শুনি একটু। দেখি সেগুলো করা কি না।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৭ | 61.95.144.122
  • আবাপ-র ফন্ট তো পাওয়া যায় না। ও যদি হবার হয় তাইলে এম্নিই হবে - নর্মালি অ্যাডমিন হলে ভালো - বিটস্ট্রীম ফন্ট ইনস্টল হয়ে যাবে। নইলে অনেক সময় ঝামেলা করে। ওর ফন্ট আলাদা করে নামানো যায় না।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৬ | 216.52.215.232
  • আজকের দিনে এইটা কোন দাবি হল? জিটকের মাধ্যমেই হয়ে যাবে।

    তাই বলে আমি আসতে মানা করলাম না কিন্তু। ভাটফাটের মধ্যে কম্পুটম্পু না ঢুকলেই ভাল। ঃ)
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২৫ | 122.163.79.38
  • তোদের ওদিকে মনে হয় সব্বাই ট্রেনড অলরেডি ঃ-))

    গেলে ল্যাপীটা নিয়ে গিয়ে অর্পনকে অর্পণ করব। আবাপ-র ফন্টটা ম্যানেজ করে দেবে। দেবে না? ঃ-)) । কি করে করতে হয় জানি কিন্তু করতে পারছি না কিছুতেই ঃ-((
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২২ | 121.50.4.240
  • হ্যাঁ, একটুস এদিকে এলেও তো পারো।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২১ | 122.163.79.38
  • পেলেই যাই। তবে কম্পাই ঃ-)
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২১ | 122.163.79.38
  • এম্মা!! ওটা ইন্টেলিকে তাক করে ছিল?? আমি খামোখাই উত্তরালাম ঃ-))

    ঝাল?? এই জন্যেই পরের মুখে খেতে বলেছে কারা যেন সেই কব্বে....
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:২১ | 216.52.215.232
  • ইদিকপানে আসেন না সফ্‌ট স্কিল ট্রেনাতে?
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:১৯ | 122.163.79.38
  • দিল্লী থেকে কলকাতা ফেরা.. হয়ে গেছে.. ঃ-))
    তোমার ওদিকে গেলে আগেই "হাঙ্গামা বরপায়েঙ্গে"। এত্ত এত্ত ভাটেবল বন্দুকস ঃ-))
  • P | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:১৯ | 163.244.62.142
  • কি কপাল রে ভাই !
    পরপর চাট্টা মীটিন ক্যানসেল। ভিন্ন ভিন্ন পাব্লিকের সাথে !
    শুনলুম গুরুতে কি সব খুব সুখাদ্য লেখা-জোকা বেরিয়েচে। পড়ি গে।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:১৮ | 216.52.215.232
  • বেথের, উল্‌স, ঝাল লেগেছিল কিনা খুব!
  • intellidiot | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:১৭ | 220.225.245.130
  • নাঃ, পুণের দিকে ঃ-)
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:১৫ | 207.179.11.216
  • তা কোথা যাওয়া হচ্চে দিল্লী ছেড়ে? ইদিকে নাকি?
  • intellidiot | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:১২ | 220.225.245.130
  • তেকেনা, আরে এড়াই বলেই তো দেখিনা ;-)

    প্রোফাইল ছবির দীপু আসল নয়। ওটা একটা কমুনিটি থেকে ঝেঁপেছে ব্যাটা।
  • intellidiot | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:১০ | 220.225.245.130
  • বিটিডাব্লু, দিল্লী মেট্রোতেও পোচ্চুর বিচুটিফুল লেডিস দেখা যায়...
  • Ri | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৯ | 121.241.218.132
  • দিল্লী নতুন রূপ দেখিনি,হায়দ্রাবাদ RGIA এয়ারপোর্ট খানাও উল্লাট হয়েছে,GMR দের তৈরি এয়ারপোর্ট গুলোর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন,বরং আমার ব্যাঙ্গালোরের টা তেমন ভাল্লাগেনি।পুঁচকে কিন্তু কিউট স্টাইলের এয়ারপোর্টের মধ্যে ভাইজাক এবং চন্ডীগড় টাও রাখা যায়
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৯ | 122.163.79.38
  • না দেখলে এড়াও কি করে?

    আর .... অর্কুটে "বন্দুক" দীপুই কি ডিডিদার ছবির দীপু? দুজনেই এক দীপু হলে কোনটা আসল দীপু?
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৮ | 122.163.79.38
  • দিল্লীতে বসে অত জল খাওয়াই বা কেন শমীক??
  • intellidiot | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৭ | 220.225.245.130
  • আমি আবার সেলিব্রিটিদের সযত্নে এড়িয়ে চলি। তাই বিশেষ দেখি না তাদের ঃ-)
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৫ | 122.163.79.38
  • অ্যামস্টারডামে চকলেট কিনছি মেয়ের পছন্দমতো। পাশে একজন ধুতি পরা ভদ্রলোক এসে দাঁড়ালেন। ডার্ক চকলেট খুঁজছেন। কপালে তিলক কাঁধে চাদর। দেখেই প্রণাম পেল - হরিপ্রসাদ চৌরাসিয়া

    আর একবার দিল্লী অ্যামস্টারডাম ফ্লাইটে মাঝরাতে সকলেই ঘোরে বেঘোরে। আমার আড়াআড়ি বাঁদিকের সিটে সারি দিয়ে একপাল ছেলে হ্যা হ্যা করছে। একসময় দেখি একজন এসে ওদের সিটের হাতলে বসে হাত থেকে কি সব দিচ্ছে বন্ধুদের - সোনু নিগম।

    আর একবার বম্বে এয়ারপোর্টে অনেক ভীড়ের মধ্যে কিং খানকে না, তবে তাঁর বৌকে দেখলুম। "না দেখা ছিল যে ভালো"
  • intellidiot | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৪ | 220.225.245.130
  • সব ঠিক থাকলে দিল্লী/এনসিআরে আর একদিন আছি...
  • r | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৩ | 198.96.180.245
  • তার উপর দিল্লিতে যেদিন ইউ-স্পেশালে চড়তুম, উ লা লা। কে জানত ভিড়ও এত্ত ভালো ব্যাপার!

    ভুবনেশ্বর জানি না, কিন্তু চেন্নাইয়ের ব্যাপারে আই ক্যান এম্প্যাথাইজ।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০৩ | 216.52.215.232
  • ইসে, বাইরের সুলভটা বেশি পোষ্কার। পরের্বার ওখানেই যেও।
  • intellidiot | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০২ | 220.225.245.130
  • পুণের এয়ারপোর্টটার দোতলাটা সত্যিই ঘ্যামা। পুরো কাজকম্মো দেখা যায় বসে। সময় কেটে যায় ভালো।
  • Samik | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০১ | 219.64.11.35
  • হুঁ। দিল্লি এয়ারপোর্টে ঐ ঝিন্‌চ্যাক দেখে লেট করা প্লেনে চেপে অবশেষে রাত ১টায় যখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছলাম, খুব হিসি পেল। ম্যাগো, টয়লেটে ঢুকে দেখি কী নোংরা কী নোংরা। এটা এয়ারপোর্টের টয়লেট? নোংরা জল উপচে পড়ছে, অ্যামোনিয়ার গন্ধ। মাইরি বলছি, হাওড়া স্টেশনের টয়লেট এর চেয়ে হাজারগুণ পরিষ্কার।
  • aishik | ১৩ অক্টোবর ২০০৯ ১৫:০১ | 122.166.22.73
  • দিল্লি তে সুন্দোরি মেয়ে দের density ওনীঈঈক বেষি ঃ)আহা... এখনো চোখে ভসে... সে এয়ার্পোর্ট ই হক আর ডিটিসি বাস ই হক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত