এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৪:১০ | 216.52.215.232
  • তাও খালি পায়ে!
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১৪:০৯ | 121.50.4.240
  • কি সব লোকজনের সঙ্গে আমরা ভাটাই রে ভাই। কেউ এই জাস্ট একটু ষোলোটা মিষ্টি খেয়ে এসে বসে, কেউ পাখির ল্যাজ না বেড়ালের কান কিসব দেখবে বলে গরম দুপুরে ছাদে হাঁটাহাঁটি করে বেড়ায়। উরি বাবা রে। পারিনা।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৪:০৮ | 61.95.144.122
  • হায় স্নো লেপার্ডের নাম শুনলে দুষ্কু হয়ঃ-(
  • quark | ১৩ অক্টোবর ২০০৯ ১৪:০৫ | 202.141.148.99
  • হুম, লেপার্ড অথবা স্নো-লেপার্ড!
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৪:০২ | 216.52.215.232
  • ডিডিদার বন্দুক না হলে ঐশিক কি ছবি দেখতে পাবে? জানি না।
  • r | ১৩ অক্টোবর ২০০৯ ১৪:০১ | 125.18.104.1
  • ম্যাক-খিদে।
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:৫৯ | 207.179.11.216
  • বইতে পড়েছি অনেকদিন আগে শ্রীলঙ্কায় একজন এরকম খেয়েছিল। তাও মাস ছয়েক টানা ঘুমিয়ে ওঠার পর।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:৫৪ | 122.163.79.38
  • দুটো পুলিশের ইউনিফর্ম কুড়মুড়ে করে ভেজে খেয়ে নাও। পুলিশোলাও ভয় পাবে, পাবেই ঃ-))
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:৫১ | 61.95.144.122
  • আজকের লাঞ্চ মেনু - ছটা মালাই চমচম, চারটে কালাকাঁদ, চারটে সরপুরিয়া, দুটো রাজভোগ। মিষ্টিওয়ালা লোকটা ভয় খেয়ে গেসলো।

    এখন এক প্যাকেট আম-পাচক নিয়ে বসেছি।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:৪৭ | 122.163.79.38
  • স্যানের "চতুর্থতঃ"টা পড়ে হাসি মুছছেনা ঃ-))))))))
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:৪৬ | 122.163.79.38
  • "ম্যাকমোহনকে" এমনিতে ভয় না পেলে ট্রাক কিনে ভয় দেখাও অরিজিৎ। পুলিশে ধরবে কেন জানিনা যদিও...

    স্যান, সুপারী নেওয়া বালিকারে বহেনজী কয় ঃ-))

    অপ্পন, ছিল, সবই। কোলে ল্যাপী, বাতাসে ওয়াইফাই, ইঁদুর টেপা বন্ধু.... তবু চোখদুটো আর কানদুটো কেমন আলাদা করে ডানা মেলে "কিছু" শুনতে আর দেখতে। গোয়া এয়ারপোর্ট এই জন্য সবসময় ভালো লাগে আমার।
  • h | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:১৯ | 203.99.212.224
  • মাঝে জাস্ট একবার তিব্বত ঘুরে আসতে হবে।
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:১৬ | 121.50.4.240
  • লিংকের কি আছে? অর্কুটে পৌঁছে যান, গোয়েন্দাগিরি করে বার করে ফেলুন, মজাসে ছবি দেখুন। গোয়েন্দাগিরিতে পটু না হলে আগাথা ক্রিস্টি কি শার্লক হোমস কি ব্যোমকেশ এইধরণের কিছু পড়ে অভ্যেস করে নিন। ব্যাস। জলের মত সহজ ঃ-)
  • aishik | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:০৭ | 122.166.22.73
  • *ছবি
  • aishik | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:০৬ | 122.166.22.73
  • ডিডি-দার অর্কুট প্রোফাইলে কিভবে খুঁজবো?আমি লুরুভাট এর চবি দেখতে চাই, আমায় কেউ লিন্‌ক দিচ্ছে না।ঃ(
  • rokeyaa | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:০২ | 203.110.246.230
  • লেটেক্ষ আর কটাক্ষে কি কি মিল?
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১২:৫১ | 121.50.4.240
  • বা , একইরকমভাবে, জলপুলিশেরা কি লেটেক্ষকে ভয় পায়না? বল্লেই হল?
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১২:৫০ | 61.95.144.122
  • নেই তো দেখাই যাচ্ছে - নইলে একসাথে আমাকে আর ব্ল্যাংকিকে টার্গেট করে? দুজনেই তো ম্যাক।
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১২:৪৯ | 121.50.4.240
  • আরে মুশকিল। ভাল লাগলেও সুপারি নেওয়া ডনেদের বালিকা বলতে হয়না ;-)

    কিন্তু অরিজিতকে পুলিশে কেন ধরবে? পুলিশের প্রাণে কি ম্যাক-সম্পর্কিত ভয়ও নেই ? ঃ-)
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১২:৪৩ | 61.95.144.122
  • ধুর মাইরি - এত্ত সেন্টি খায় না। কখনো "কোথাওকার' না হওয়াই ভালো, অন্ততঃ আমরা অমুক ওখানকার বলে পার্টিসান ভাব দেখাই নে। শুধু যেখানকার সাবজেক্ট সেখানে রাখাই ভালো। তুমি কি ICSOC-র একটা পেপার নিয়ে তক্কোটা EUROPAR-এ গিয়ে করবে? অথচ জেনারেলি এগুলোর খবর সবাই রাখে - কাগজ পড়ার মতন।
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 59.93.176.56
  • কিন্তু সেদিন তোমায় কেউ বালিকা বলেছিলো, আর আমার কথাটা বেশ ভালো লেগেছিলো।
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ১২:৩৯ | 59.93.176.56
  • আর আমার যেকোনো নিয়ম মানতে যাচ্ছেতাই রকম বাজে লাগে।তালে কি ক্যামন একটা হ্যাটা দিলাম টাইপ করে কথা বলবে না? আর আমি কোথাওকারই হবো না? আমার অবশ্য কোথাওকার হতে ভালো ও লাগবে না। যাকগে হেভি কুল গাছে ইত্যাদি করে গেলাম, এবার গিয়ে রধাবল্লভী খাবো, আর আজকে বিকেলেও নেমন্তো আছে।
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ১২:৩৮ | 121.50.4.240
  • প্রথমতঃ, আমি বালিকা নই।

    দ্বিতীয়তঃ , ভুতো তোকে সবাই খুব মিস করেছি। কবে ফিরছিস কিছু ঠিক হল?

    তৃতীয়তঃ, মিতামাসি মোটেও আদপেও কক্ষনো এরকম মধ্যযুগীয় মহিলা নয় যে সিনিয়র বললে রেগে যাবে।

    চতুর্থতঃ, এইমাত্র আমার বস এক খানা ফাইল আপলোড করতে বলল শুনেই মনে পড়ল। সেদিন ডিডিদাকে কিকি যেন সব ডাউনলোড করতে বলা হয়েছে। ডিডিদা রেগেমেগে বললেন , সারাদিন শুধু আপলোড আর ডাউনলোড করব ক্যানো, আমি কি মুটে না কুলী ? ঃ-)))))))
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১২:২২ | 61.95.144.122
  • আরে কিছু না হোক দুটো ভালো মেশিন তো দেবে! গালভরা নামের কাজ - মাসিভলি প্যারালাল প্রসেসিং - তার জন্যে একটা পুরনো ডুয়াল কোর ২ জিবি র‌্যামের মেশিনে কি কাঁচকলাটা হবে? একটা মেশিনে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম!
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ১২:২১ | 207.179.11.216
  • ক্যালিওলা পরিচালক এয়ারপোর্টে ঘন্টাতিনেক বসে থাকলে আর খুঁটিয়ে মানুষ দেখলে হেব্বি সিনেমা তৈরী হবে।
  • kd | ১৩ অক্টোবর ২০০৯ ১২:২১ | 59.93.214.38
  • ওরে ভুতো, বড়ম্ম খচে যাওয়ার ভয় পাচ্ছিস? আসলে তোর মিতামাসিকে যে খচিয়ে দিলি, তার খেয়াল আছে? জেনে রাখ, মেয়েদের সিনিয়র/টিনিয়র বলতে নেই, নইলে বয়স হওয়ার আগেই আমার মতো মাথার (external) অবস্থা হবে।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১২:১৮ | 216.52.215.232
  • আপনের সাথে ল্যাপি ছিল না? আর অ্যারপোর্টে ওয়াই-ফাই নাই? তারপরে তো মাউস বাড়ালেই বন্ধু!
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১২:১৬ | 122.163.79.38
  • দিল্লী এয়ারপোর্টটা এখন কেমন পোলট্রির এয়ারপোর্টের মত হয়ে গেছে ঃ-((((
    সবাই হয় বই পড়ছে, কাজ করছে ল্যাপী খুলে (হয়তো বা গুচই পড়ছে), অথবা কানে ফোন নিয়ে outlook-এর পাতা উল্টে উল্টে গোঁফওয়ালা রাণী মুখার্জীর ছবি দেখছে। এমন আপনমগন জনতা দেখে মনে হয় আর কখোনো "আপনি কোন ফ্লাইটে?" শুনব না পাশ থেকে। একঘন্টা ডিলেড ফ্লাইট নিয়ে কাউকে তেমন গজগজ করতে দেখলাম না। শুধু কয়েকটা বিরক্তিসূচক "চুক চাক" শব্দমাত্র। একটি মেয়ে তার বন্ধুকে বলল "ডিলেইড!!! ওঃ শিট! লেট্‌স চেক আউট সোয়রস্কিজ"। ফোর্সড অবসরের সুসম বন্টনে জানলা শপিং ভাগ বসাচ্ছে কেমন তাই দেখতে দেখতে কফি শেষ করলাম । কত্ত লোক, কিন্তু কি একা!!!!
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১২:১২ | 216.52.215.232
  • ডেলিভারির সময়ই বিদেশি ক্লায়েন্টগুলি করে!
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১২:০৬ | 61.95.144.122
  • ঃ-)

    প্রোটোটাইপটা ঠিকঠাক নামাতে গেলে হার্ডওয়্যার চাই, লোক চাই। অথচ আউটপুট না দেখালে সেগুলো পাওয়া যাবে না। এ এক অদ্ভুত ডিম-মুর্গী কেস। রিসার্চের নামে দেশি কোংগুলো বড্ড কিপটেমি করে।
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ১১:৫৮ | 59.93.176.56
  • না, খচি নাই তো,কিন্তু এদিককার মানুষতো শুদু নয়, সব দিককার মানুষ ই তো বলচে, সেই জন্যই তো, ট্যান খাবার কি হলো অজ্জিত? বিশেষতঃ যারা কাগজ পড়েই কেবল সব কিছু বলে।

    আর ভুতু,তোর দেখি বেজায় সাহস হয়েচে।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১১:১৮ | 61.95.144.122
  • দমুর দেওয়া আবাপ-র লিংক নিয়ে - এঁরা বলি-টলি দিতে যান নাই। সিলভার গিলোটিনে অন্যজনের ডেমনটাকে আলাদা করে বিশাল অ্যামাউন্টের এনার্জী তৈরী করতে গেসলেন;-)
  • Bhuto | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৫২ | 203.91.193.7
  • ইয়েস, আশা করি বম্মা খচবে না ।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৪৮ | 61.95.144.122
  • না সিরিয়াস কিছু না। তবে এই টুকটাক ঘটনা থেকেই কেস সিরিয়াস হয়। আসলে কয়েকদিন ধরে লক্ষ্য করে আজ বলেই ফেল্লুম। বম্মা হয়তো খচে যাবে - কিন্তু এই জিনিসটা যখন ফলো করা হচ্ছে (যদিও মাঝে মাঝে আমরাও ভুল করে ফেলি) তখন সেভাবেই চলুক।
  • Bhuto | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৪৭ | 203.91.193.7
  • বম্মা একটা পুঁচকে খুকী আসলে। মিতামাসি তো সিনিয়র ঃ)
  • Tim | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৪১ | 71.62.121.158
  • অজ্জিতদা,
    সিরিয়াস কিছু নাকি?

    আমি এতদিন ভাবছিলাম মিতাদি বড়ম হয়ে লিখছে। মিসটেক মিসটেক! :p
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১০:২০ | 61.95.144.122
  • ওহে বম্মা - গুচ আর মজলিশের মধ্যে কিছু কমন এলিমেন্ট থাকলেও প্রচুর মিউচুয়ালি এক্সক্লুসিভ এলিমেন্টও আছে। এদিককার কোন তক্কের রেশ ওদিকে নিয়ে গেলে বা ওদিককার কিছু এখানে নিয়ে এলে অনেকের ট্যান যাবার চান্স আছে, আর এর ইতিহাসও খুব সুখকর নয়। তাই একটা অলিখিত নিয়ম আছে - ওদিককার কোনো তক্কের জের এদিকে না আনা, এবং উল্টোটাও। এটা বার বার গুলিয়ে ফেলো না। মহাশ্বেতাদেবীর কেচ্ছা অর হোয়াটেভার প্রসঙ্গটা এখানেই রাখা উচিত ছিলো - এখানেই না হয় প্রশ্নটা করতে।
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ১০:১৮ | 59.93.194.239
  • শেষে পুঁচকে বুনুটাকেও? আহাহা!!!!!!!!! আর পান্তোভুত কি? ওরা কি পান্তা খেতে খুব ভালোবাসে?
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১০:১৩ | 61.95.144.122
  • এম্নি এম্নি না - পুরো UAPA কেস। আমাকে আর ব্ল্যাংকিকে।
  • Samik | ১৩ অক্টোবর ২০০৯ ১০:০৭ | 122.162.75.221
  • নাকি মিনিয়া পুলিশ?
  • h | ১৩ অক্টোবর ২০০৯ ১০:০৬ | 203.99.212.224
  • অসংখ্য অদৃশ্য পান্তোভুত রয়েছে। একদম একলা বোধ কোরো না।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১০:০৫ | 216.52.215.232
  • কোন পুলিশ? অ্যাঁ? জলপুলিশ?
  • h | ১৩ অক্টোবর ২০০৯ ১০:০১ | 203.99.212.224
  • কী হল খোলসা করে বলো।
  • h | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:৫৯ | 203.99.212.224
  • অ্যাঁ? কি কেস বাবা?
  • kc | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:৫২ | 213.132.250.2
  • তো, ধর্ছেনা কেন?
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:৪০ | 61.95.144.122
  • ধর্বে ধর্বে কর্ছে।
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:৩৪ | 59.93.194.239
  • আমি যখন ই ভাটাই কেমন যেন একলা ভাটাই।
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:৩৩ | 59.93.194.239
  • এইরে, এখনো ধরেনি, মানে ধরতে পারে, কি মুস্কিল!
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:৩২ | 59.93.194.239
  • আর অজ্জিতকে পুলিশ কেনো ধরলো? এই জন্যই বলি খুব বেশী পড়াশুনা করো না।
  • M | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:৩১ | 59.93.194.239
  • অক্কুটের আপডেটে রোজ ই শুচিদির গুচ্ছো সুখাদ্যের ছবি।কোনো মানে হয় এ ভাবে লোক জ্বালানোর?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত