এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ১২:২৩ | 121.50.4.240
  • আবার সিপিএম, ডান এবং বাঁয়ের কনফিউশন চলে এসেছে !
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:২১ | 61.95.144.123
  • উবুন্টু না ফেডোরা সেইটে আবার বড় কোশ্চেন।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:২০ | 61.95.144.123
  • হুঁ - এইটে নিয়ে আম্মো ধন্দে আছি। ফিলোজফিক্যালি গ্নু-লিনাক্ষের কনসেপ্টের সাথে ক। কিন্তু ওই - একটা porsche হলে ভালো - এই আর কি;-)
  • lcm | ০৮ অক্টোবর ২০০৯ ১২:১৮ | 69.236.166.235
  • সরি, বাঁ দিকে...
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ১২:১৭ | 220.225.245.130
  • আমি বলি কি, প্রাইসও হাই নয়, মানে নেইই। সাধারন হার্ডওয়ারের সঙ্গে আরামসে ফিট হয়ে যাবে। অসাধারন গ্রাফিক্স। দুরন্ত কম্যুনিটি সাপোর্ট। একবার উবুন্তু ট্রাই করে দ্যাখেনই না। ঠকবেন না ;-)
  • lcm | ০৮ অক্টোবর ২০০৯ ১২:১৭ | 69.236.166.235
  • যবে থেকে বিল বাবু ডান দিকের নীচে একটা "Start" বাটন লাগিয়েছেন ('৯৫ থেকে), তখনই বোঝা গেছে ওনার কি বুদ্ধি.. আর, আহা ম্যাংগো পিপল (dd-র ভাষায়) দের জন্য কি দরদ, শুরুটা দেখিয়ে দিয়েছেন ঃ)
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:১৫ | 61.95.144.123
  • ন্যাড়াদাকে সেদিন বলে দিলুম যে...লুক অ্যাণ্ড ফিল বাদ দিলেও, পারফরম্যান্স/সিকিউরিটি/স্টেবিলিটিতে উইন্ডোজকে কয়কশো মাইল পিছনে রাখবে। হ্যাঁ - লিনাক্ষ না ম্যাক - সেখানে আই-ক্যান্ডি কোশ্চেন আসে।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:১৩ | 61.95.144.123
  • স্যানকেঃ ওইখানেই তো মুশকিল। উইন্ডোজ নিজে একটা ভাইরাস - মানে এমন ভাইরাসের মতন ছড়িয়েছে, যে লোকে কোনটে ঠিক, কোনটে ভুল, কোনটে ভালো, কোনটে মন্দ সেই নিয়ে মাথা ঘামায় না। যা চলছে তাই ঠিক! সিপিএম নিয়ে এত মাথা ঘামায় কেন? সেখানেও যা চলছে তাই ঠিক বলে দিলেই ঝামেলা মিটে যায়;-)
  • lcm | ০৮ অক্টোবর ২০০৯ ১২:১২ | 69.236.166.235
  • ওহো! ভয়ে ভয়ে যে কথা ম্যাক নিয়ে কইতে পারি না, dd সে সব কথা কয়ে দিছেন...
  • nyara | ০৮ অক্টোবর ২০০৯ ১২:১১ | 64.105.168.210
  • আসলে ম্যাক হল গিয়ে হাই-প্রাইসড পিসি। এখন আই-ক্যান্ডি ছাড়া আর কি ভাল জিগেস করছি, কেউ সদুত্তর দিতে পারছে না।

    এককালে মিডিয়া প্রডাকশনে রাজা ছিল। (হাই এন্ড এসজিআই বাদ দিলে)। এখন মেমরি, প্রেসসিং পাওয়ার সস্তা হয়ে যাওয়ায় সেই মৌরসী পাট্টাও গেছে। বাকি আছে কাল্ট ফলোইং।
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ১২:০৯ | 121.50.4.240
  • কাকে কি বললে ভাল হয় তার কম্পুটারোলা রা কি বুঝবে? যা বললে নন-কম্পু লোকেরা সহজে বুঝবে সেটাই বলা উচিত। যথা এন্টার ঃ-)

    এবারে ডিডিদার একটা ম্যাকবগলে ছবি তুলতেই হবে ঃ-)
  • Samik | ০৮ অক্টোবর ২০০৯ ১২:০৯ | 122.162.75.11
  • হে হে হে।

    হটমলে সেইজন্য \r লেখা হয় রিটার্ন বোঝাতে। আসলে এন্টার মারা হয়।
  • dd | ০৮ অক্টোবর ২০০৯ ১২:০৪ | 122.167.33.170
  • না,না, ব্যাক বাটনেও নানান গ্যাঁড়াকল আছে।
    সব গুলোতেই একটু করে ক্যালকুলাস ঠুকে দিয়েছে।

    আসলে,বিল গেটসরে হিংসে করে। তাই অমন গায়ের জোরে "আমি কিন্তু অন্য রকম" কয়।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:০২ | 61.95.144.123
  • কিন্তু কি এন্টার করবে লোকে? লাইনব্রেক তো? বেস্ট হত "লাইনব্রেক' নাম দিলে। নইলে এন্টার বল্লে যা খুশি এন্টার হতে পারে;-)
  • nyara | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৫৭ | 64.105.168.210
  • ক্যারেজ রিটার্ন তো টাইপরাইটার থেকে এসেছে। কম্পিউটারে ক্যারেজই নেই তো তার রিটার্ন। এন্টার নামটা অনেক সুপ্রযুক্ত।

    টেকনিকালি যদিও দুটো আলাদা CR আর NL
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৪৯ | 61.95.144.123
  • কিন্তু লে-আউট তো একই - মানে পিসি-তে যা হয়, এখানেও তাই। রিটার্ন তার নিজের জায়গাতেই আছে।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 61.95.144.123
  • এন্টারের আসল নাম ক্যারেজ রিটার্ন;-) কিন্তু আমার তো কিছু লেখা নাই, শুধু একটা কাত করা অ্যারো-ওয়ালা এল-এর মতন চিহ্ন আছে।

    ডিডিদা - ক®¾ট্রাল কী-টাও ভুলে যান। কপি পেস্ট ইত্যাদি করতে হলে কম্যাণ্ড/অ্যাপল সি আর ভি। অ্যাপলের লোগোওয়ালা কী-টা হল কম্যাণ্ড কী। মাউসটা সিঙ্গল বাটন। রাইট ক্লিক করতে হলেই ওই ক®¾ট্রাল কী টা লাগে।
  • dd | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৪৩ | 122.167.33.170
  • আরে ম্যাকে আমি এই প্রথম লিখলাম। ফার্স্ট টাইম।

    দেখি ব্যাটা পি পাকা আঁতেল চুড়ামনি কী বোর্ডে এন্টার নামে কিছু রাখেন নি। সরল সাদাসিদে ভালোমানুষদের হেনস্থা করার জন্য আহ্লাদ করে নাম রেখেছেন "রিটার্ন"।

    আরো কতো যে প্রচ্ছন্ন বদময়েসী আছে সেটা কাল বার দুয়েক পোস্টিং করতেই বুইতে পাল্লাম।
  • em | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৪০ | 117.99.33.142
  • লুচি দেখে মনে পড়লো, তুমরা কেউ চিতই বা চিতল পিঠা খাইসো? মাটির হাঁড়ি পাই না বলে এদ্দিন বিনা চিতলে জীবন কাটাইতেসিলাম, চাটু মানে তাওয়ায় হয় কিনা টেরাই নিয়া দেখলাম, আরে হয় তো!! দিব্য হয়!
    ফুলো ফুলো ভাপ ওড়া চিতই, সাথে একটা মাছ বা মাংসের ঝোল! বা শীতকালে তাজা সব্জির একটা নিরামিষ তরকারি, চেরা কাঁচা লংকা আর ধনেপাতা ছড়ানো!
  • M | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৩৭ | 59.93.214.8
  • নাঃ আর পারা গেলোনা, এবার গুটি গুটি মনজিনিসের দিকে ধাই.........
  • M | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৩৬ | 59.93.214.8
  • কিসব ছেলেপিলে!!!!!!!! ঃX
  • em | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৩৬ | 117.99.33.142
  • অপ্পণ,
    মিতারে কইয়া দিও, মিঠাইয়ের শনিবারেও ৬টা পজ্জন্ত আপিস, সে যাইতে পারবে না। আমি ফোনে পাইলাম না মিতারে, তাই এখানে জনাইলাম।
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৩৪ | 121.50.4.240
  • ফুলতেন শুনে এইবারে বড়ম এর আবার না লুচির কথা মনে আসে। কিন্তু লুচি বেগুনভাজার সঙ্গে তো আরো কিছু খেতে হয়। ছানার পায়েস ? ;-)
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৩৩ | 216.52.215.232
  • ব্যারিকেড কমরেড। ব্যারিকেড। বহিরাগতরা যাতে হুটহাট ঢুকে পড়তে না পারে। ঃ-)
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৩২ | 65.194.243.232
  • পুজো ইস্পেশাল সত্যি ঝড়ের গতিতে ইস্টিশানে ইন করেছে। রেলমন্ত্রী জানলে জ্বলতেন আর ফুলতেন। ঃ-)
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ১১:৩০ | 121.50.4.240
  • এ বাবা। আমরা তো কাল রাত্তিরেই রুটি-বেগুনভাজা-ডিমের ডালনা খেলাম।

    আর অপ্পন তুমি বাড়ির সামনে এত ট্র্যাফিক জ্যাম সাজিয়ে রাখো কেন হে? তোমার বাড়ির স্টপ থেকে আমার অফিস আসতে আজ পুরো চল্লিশটি মিনিট লেগেছে ঃ্‌(((((
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১১:২৪ | 65.194.243.232
  • ভালো প্ল্যান। আজ রাতে নামিয়ে ফেলব। আর বড়এমকে মনে করে খেয়ে নেবো। ;-)
  • M | ০৮ অক্টোবর ২০০৯ ১১:২৩ | 59.93.214.8
  • হুম্‌ম্‌ম !!!!! আমারো খুব গাড়ী চালানো শেখার শখ চেগেছে, আরো কতো কতো গাড়ীর সব কিছু নতুন হয়ে যাবে সে সব মুখ গুলো মনে করে আমি কেমন যেন অভিভুত হয়ে যাচ্চি।
  • M | ০৮ অক্টোবর ২০০৯ ১১:২২ | 59.93.214.8
  • এখন শ্যামল মিত্র উজিয়ে এই পথে যায় চলে গাইছে আর আমার কি লম্বা বেগুনভাজা খিদে পাচ্চে, লোকে কি করে যে নিষ্ঠুরের মতো খাওয়া আর বেড়াতে যাবার গল্প বলে, সামনে পেলে খ্যাচাৎ করে কামড়ে দেওয়া উচিৎ।।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১১:০২ | 216.52.215.232
  • সে ঠিক আছে। তবে আমাকে একবার কল করিস। রিক্যোয়ারমেন্ট ফ্রিজ করে দেব।
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ১১:০০ | 220.225.245.130
  • ঐটে শুরু করে দিয়েছি অপ্পন্দা ঃ-)

    সামনে একটাই মুশকিল হল, সামনের এক-দেড়মাস বেশ একটা স্থান-কাল পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। দেখি তার মধ্যে কতটুকু কি হয়।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৫৮ | 65.194.243.232
  • গত মাসে আমার গাড়ির পেছনের বাম্পারে এত বড় ডেন্ট করে দিয়েছিল। সেও আইটিওলা। সিগন্যালে আমাদের গাড়িকে পেছন থেকে এসে গুঁতো মারে।

    তবে লোক ভালো। বেশি কিছু তক্কাতক্কির মধ্যে যায়নি। হাজার দুয়েক টাকা দিয়ে দিল। বাকিটা ইন্স্যুরেন্স থেকে ক্লেম করে পেয়ে গেলাম। পরের বছর আর নো-ক্লেম বোনাস পাবো না। কী আর করা যাবে! এই সুযোগে নতুন বাম্পার হয়ে গেল। আগেরটায় গোটাদুয়েক স্ক্র্যাচ ছিল। সেইগুলি উধাও।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৫৪ | 216.52.215.232
  • ন্যাড়াদা। আমিও আছি। জে এস হলে লড়ে দিতে পারি।

    ইন্টেলিখোকা, অন্য কাজটা ভুলিস না বাপ। ঐটা আরো জরুরি।
  • nyara | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৪৬ | 64.105.168.210
  • হনু, তোমার মেল অ্যাড্রেস নেই। আমাকে sambit অ্যাট basus.net-এ মেল পাঠাতে পার। শিবুদার-টা মেলে দিয়ে দেব।
  • aishik | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৩৭ | 122.166.22.73
  • তেকোনা তুমি নাকি মধ্যমগ্রাম এ গিয়েছিলে? ওখেনেই তো আমার বাসা।
  • h | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৩৬ | 203.99.212.224
  • ন্যাড়া তোমার মেল অ্যাড্রেসটা একটু দেবা। জরুরী কথা আছে। বা আমার মেল অ্যাড্রেস টা থাকলে ইমেল করবা?

    আর কেউ শিবুদার ইমেল অ্যাড্রেসটা একটু দিবি?
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৩৪ | 220.225.245.130
  • ন্যাড়াদা মেল করেছি ঃ-)
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২৯ | 220.225.245.130
  • ফাফতে প্রেফারেন্স -- কন্টেন্ট -- ফন্ট অ্যান্ড কালার্স অ্যাডভান্স অপশানে একটা চেকবাক্সো থাকে Allow pages to choose their own fonts... বলে। সেটা চেক্‌ড থাকতে হবে। আমি দেখেছি কোন কোন মাইনর ভার্সান চেঞ্জে ওটা ডিফল্ট আনচেক্‌ড হয়ে যায়।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • খুলে ঝুলছিলো - আমি ঠেলেঠুলে লাগিয়ে আপিসে এসেছি। কাল ওয়ার্কশপে নিয়ে যাবো। আর গাড়ি রিক্সাতে মেরে খুলে দিচ্ছে বলছিস - এক বছরের মধ্যে রিক্সা আর অটোতে গুঁতিয়ে/ঘষে সামনে পিছনে ক্ষতবিক্ষত করে দিয়েছে। কিন্তু কাউকে কিছু বলা যাবে না - কারণ দোষ সবসময় গাড়িওয়ালার!

    আর মারুতি তো - লোকে বলে কখনো কুকুর-টুকুরকে ধাক্কা মরে ফেল্লে দেখবে কুকুরটা খুঁড়িয়ে রাস্তা পেরিয়ে চলে গেলো, গাড়ি বসে গেলো...
  • nyara | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২৫ | 64.105.168.210
  • এইত্তো, জ্জিও। ইন্টেলির আস্তানা কোথায়?

    আমার কিছু ট্রায়াল কোড আছে, সেগুলো শেয়ার করব। সবচেয়ে ভালো হয় যদি একখানা মেল করেন bongolipi অ্যাট বোঙ্গোলিপি।ওর্গ-এ।
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২৪ | 220.225.245.130
  • এইসব লাখ লাখ টাকার অফার কত যে আসে কি আর বলবো। এই তো সেদিন একটা মেলে লিখলো আমি নাকি একটা পোর্শ বক্সটার জিতে গেছি। কেলেংকারিয়াস ঃ-)
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২২ | 220.225.245.130
  • বাম্পার তো অমনই লুজলি কানেক্টেড হবে। ওর কাজই তো ধাক্কা সামলে নিজে লটকে যাওয়া। যাতে গাড়িতে চোট না লাগে।
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২১ | 220.225.245.130
  • ন্যাড়াদা চইলে একখানা জোয়ান আমি আছি। জে এসে অল্প কাজ করা আছে। ইনফ্যাক্ট, আপনার কাজটা প্রথম দেখে আমি ভাবছিলাম ওটাকে আরেকটু এগিয়ে নিয়ে ব্রাউজার বেসড রিচ টেক্সট এডিটার বানানোর কথা।
  • Bhuto | ০৮ অক্টোবর ২০০৯ ১০:২১ | 203.91.193.7
  • খুলে গেছে ? না রিক্সাওলা খুলে নিয়ে গেছে ঠিকঠাক করে ফেরত দেবে বলে?

    আজকালকার গাড়ি রিক্সাতে মেরে খুলে দিচ্ছে। এচ্চেয়ে ভাবছি সাইকেল ভ্যান কিনব (ভবিষ্যতে যদি ক্ষ্যামতা হয়) ঃ)
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১০:১৫ | 61.95.144.123
  • সামনেরটা। ধার থেকে খুলে গেছে পুরো। বাম্পারের ক্লিপগুলো একদম পলকা - সেগুলো কেটে গেছে।
  • nyara | ০৮ অক্টোবর ২০০৯ ১০:১৪ | 64.105.168.210
  • বছর পাঁচেক আগে কবি মৃদুল দাশগুপ্ত সম্বন্ধে একটা খারাপ খবর শুনেছিলাম। সেটা কি সত্যি নয়? নইলে তো কল্লোলদার জানার কথা।

    নইলে আমি অন্য কারুর সঙ্গে গুলিয়ে ফেলছি।
  • nyara | ০৮ অক্টোবর ২০০৯ ১০:১২ | 64.105.168.210
  • রিচ টেক্সটে করনোর ইচ্ছে আছে, কিন্তু ওটায় খাটনি আছে। আমি কয়েকদিন খেলা করে দেখেছি, ধর-তক্তা-মার-পেরেক চলছে না। ট্রায়াল-অ্যান্ড-এরর মেরে বুঝতে হচ্ছে। আমাকে ইন্দোডাক্তারের মতন 'কে আছ জোয়ান' বলে হাঁক পাড়তে হবে। তবে জাভাস্ক্রিপ্টে কোড লেখা।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১০:০৯ | 122.252.231.12
  • পেছনেরটা? খুলে গেল একেবারে? ঃ-((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত