কিন্তু ছত্রধরের কেসটায় টেনসন খেয়ে গেছি। তিন তারিখে আমার ফেরার ডেট।
Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০১ | 122.252.231.12
আজ্জো। মেল করব। দাঁড়াও। মনে হয় অন্য আরেকজন নামিয়ে দেবে।
Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৮ | 122.252.231.12
হু। আরো আছে। আমরা লন্ডন ডার্বি জিতলাম। সাথে বাইচুংয়ের জন্য দারুণ খবর। অষ্টমী নিশি পোহাইয়ো না। ঃ)
h | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১৬ | 61.95.144.10
আজ মহানবমীর শুভ্র প্রভাতে, সন্ধিপূজার ব্যাপক ডেসিবেলে আদৌ ঘুমোতে না পারার দুঃখ ঘুচে গেল। চেলসি হেরেছে। উইগানের কাছে। আর আমরা জিতেছি, যদিও হালের সংগে। টোরেস হ্যাট্রিক। জয় মা দুর্গতিনাশিনী। মা মাগো, আর কটি ম্যাচ ম্যান ইউ আর চেলসি ছড়াক। মা একটু দেখো মা।
arjo | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ০৬:৩৭ | 24.42.203.194
অপ্পন মেলাতে পার, চেষ্টা করে দেখতে পারি।
স্যানকে বিলেটেড হ্যাবাডে।
Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৭ | 122.252.231.12
JSTOR অ্যাক্সেস কারুর আছে? মেল করে দিও প্লিজ choudhury.arpan at gmail.com। একটু জরুরি দরকার।
Aranya | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪২ | 98.221.52.119
তেকোনা, খুব ভালো খবর। পুজোয় চাই মায়ের মুখের হাসি, এবার মা খুব তাড়াতাড়ি সেরে উঠুন, এই কামনা।
Bratin | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩৯ | 117.194.97.175
শমীক, পুজো কেমন কাটছে?
Samik | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৩ | 117.194.1.93
গুড। এটাই অষ্টমীর সেরা পাওনা।
tkn | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৭ | 122.163.3.121
মা আজ একটু ভালো আছে। কথাও বলছে। ডাক্তার বলছেন পুরো সেরে উঠতে সময় লাগবে, তবু আজ যে মাকে হাসতে দেখেছি সেটাই আমার অষ্টমীর পাওনা।
সকলের শুভেচ্ছা মাকে জানিয়েছি। ভালো সময়ের থেকে খারাপ সময় মানুষকে অনেক বেশি কাছে নিয়ে আসে সেটা আবার টের পেলাম।
সক্কলের পুজো খুব খুব খুব ভালো কাটুক।
anaamik | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৫ | 59.164.186.101
ঐশিক,
সোমবারের সাক্ষাৎ আপাততঃ পিছিয়ে গিয়েছে। পরে ঠিক হলে তোমাকে জানিয়ে দেওয়া হবে।
I | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০০ | 59.93.201.150
স্যানবালিকা কি দেশে (বেঙ্গালুরু) ফিরে গেছে? ফোং করলে রং নাম্বার বলছে। যাগ্গে, এখেনেই হেপ্পি বাড্ডে বলে দিলাম।
sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪২ | 117.242.41.22
গ্যাংটক থেকে একবার টুকি করে গেলাম। গুরুদোংমার আর য়ুমথাং গেছিলাম। ভয়ানক খারাপ রাস্তা, ৫০% ধসে শুধু মাটি আর পাথর। তাও, রাস্তায় পাথর খসে আর কোনো গাড়ি যেতেই পারেনি, আমাদের ডেরাইভার ভগমানের মত খ্যামতা হওয়ায় গিয়ে, দেখে, বেঁচে ফিরে এলাম।
a x | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৩ | 75.53.198.45
তেকোনা, আশা করি আপনার মা'র অপারেশন ভালো ভাবে হয়ে গেছে আর শিগ্গিরি বাড়ি চলে আসবেন।
h | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৩২ | 61.95.144.10
স্টৈক তোমার প্রেসক্রিপশন যাকে বলে হাতে পেটে কাজ দিল ঃ-)
ayan | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৭ | 219.64.189.52
স্যান হ্যা বা। একঝুড়ি সদ্য ভাজা বেগুনি রেখে গেলুম
Aranya | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৩ | 192.128.133.68
কাবলি-দা, সত্য যুগে rutgers-এ পড়েছিলাম বটে, কিন্তু আমি মানুষটাও সত্য যুগের তা তো বলিনি। আমিও আপনারই মতো চিরহরিৎ ঃ-) , দেখছেন না একদিকে ফুটবল খেলছি, অন্যদিকে গুচ-তে বাচ্চাদের সাথে মিশছি। দেহে মনে তারুণ্যের জোয়ার যাকে বলে। আপনারা বোধহয় পূজোর মধ্যে একটা কোলকাতা ভাট করছেন। হিংসে হচ্ছে আপনাদের - দেশের পূজো + ভাট । আমাদের সেই ,weekend-এ আড়াই দিনের পূজো।
Du | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ২০:১২ | 65.124.26.7
হ্যাবাড্ডি স্যান। খুব আনন্দে কাটাও।
vikram | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৪ | 193.120.76.238
হ্যা বা
Samik | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৩ | 117.194.0.170
এদিকে সকাল থেকে কিশোরকুমার আর এই মুহূর্তে ইন্দ্রাণী সেন তাঁদের ভয়ঙ্কর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে আমাদের মাথা খেয়ে রেখেছেন।
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৫ | 65.194.243.232
বাড়ি কাটার সময় হয়ে এল। কত্ত সকালে এয়েছি আজ।
Samik | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৩ | 117.194.0.170
স্যানিণি,
হ্যাবাড্ডি।
Pintu | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৭ | 84.75.98.73
কাল রাত্তিরে খবর পেলাম সুইটজারল্যান্ডে এক পিস পুজো হয়। মন টা বেশ ভালো হয়ে গেল। কাল যাব।
san | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৭ | 121.50.4.34
শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ ঃ-)
san | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৬ | 121.50.4.34
তেকোনাদির সঙ্গে কথাহল। কাকিমার ফিমার বোন ভেঙেছে। আজ সকালে প্লেট লাগানো হয়েছে, অপারেশন শেষ, এখন বেডে দিয়েছে , কথা বলেছেন। এখন মাস দুই একেবারে বেড রেস্ট।
কোনো মানে হয়, এই পুজোর সময়টায় ঃ-(((
em | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৪ | 117.99.0.77
স্যানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা
kd | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫১ | 59.93.241.49
অরণ্য, আপনি যদি সত্যযুগ-টুগ লেখেন, তাহ'লে আমি কি প্রাগৈতিহাসিক? '৯১ সালে আমার চাকরিজীবনের সিলভার অ্যানিভার্সারিঃ(
stoic | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৪৮ | 160.103.2.224
একে শুক্কুরবার তায় মহাসপ্তমী, এর মধ্যে হনুর অ্যালিয়েনেশন ব্লুস হচ্ছে কেন ? 'যদি তোর ডাক শুনে কেউ না আসে' 'এভরি ম্যান ইজ অ্যান আইল্যান্ড' এবং 'নিজ মাল নিজ দায়িত্বে পান করুন' ইত্যাদি ক্লিশেড আর্বান মিডল ক্লাস চিন্তাভাবনায় সময় নষ্ট না করে হ্যাভ আ পাইন্ট মেট ! ;-) স্যান কে শুভ জন্মদিন আর তেকেনার মায়ের চটপট সেরে ওঠার শুভকামনা জানিয়ে গেলাম।
মালের পরে মদ যখন এসেইছে, তখন কি ধরে নেব এই মালের অর্থ মদ নয়? ;-)
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭ | 65.194.243.232
স্যানকে হ্যাপি বাড্ডে। কটিন কৃচ্ছসাধনের দিনে একবাটি মাটন ডাকবাংলা আর একটা ডাবচিংড়ি রইল। ঃ)
h | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৩ | 203.99.212.224
অন্যান্যবার বিশ্বকর্মা পূজোয় অন্ততঃ পাঁচটি নেমোন্তন্ন পাই, হোক মৌখিক তাও পাই, এইবার জাস্ট একটা পেলাম। সেটাও আবার শুধু প্রসাদ, মানে মাল মদ কিছু না। টোটাল অ্যালিয়েনেশন। লিখে কোন লাভ নেই। মানুষকে যদি না চিনি তাদের ফুত্তির আর ঠেকের সঙ্গী না হই, কি নিয়ে বাল লিখবো?
h | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫০ | 203.99.212.224
অনেকদিন পরে এই বার পুজো গেল ঈদ গেল একটাও নেমন্তন্ন পেলাম না মাইরি। লিখে কী লাভ, মানুষ যদি খেতেই না ডাকে। মুষড়ে পড়লাম। এর থেকেই বোঝা যায়, আমরা বেসিকালি অ্যালিয়েনেটেড কতগুলো গন্ডমুর্খ। কেউ আমাদের খাওয়ায় না।
aishik | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৮ | 122.166.22.73
তেকোনা , কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এই আশায় থাকলাম।
M | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৭ | 59.93.195.31
স্যানকে হ্যাবাড্ডে, আর একটা রসগোল্লা, একবাটি কাসুন্দী।
Tim | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১০ | 71.62.121.158
স্যানকে হ্যাপি বাড্ডে। খুব মজা করিস। ঃ)
Bratin | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৬ | 117.194.97.8
স্যান, জন্ম দিনে অনেক শুভেচ্ছা জানাই
Bratin | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৪ | 117.194.97.8
tkn, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি।
Blank | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৬ | 59.93.193.193
স্যান রে, হ্যাপ্পি জম্মদিন। জম্মদিনে অনেক খাবার দাবার খেয়ে ফেল। আর দু পাতা ব্যাকরন ও পড়ে নিস
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:০৪ | 122.252.231.12
ইস, খুবই বাজে ব্যপার। তেকোনা, কাকিমা শীঘ্র সুস্থ হয়ে ওঠেন এই কামনা করি।
pi | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৬:১০ | 128.231.22.89
ঃ)
Aranya | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৩৯ | 98.221.52.119
পাই, তুমি ফোনে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলে, তাই সরী হবার কোনো ব্যাপারই নেই। বরং তোমায় ধন্যবাদ। তুমি উৎসাহ না দিলে হয়ত আরো আড়াই বছর লাগত লেখা শুরু করতে। lcm, আফ্রিকাতে এখনও যাওয়া হয় নি, তবে মৃত্যুর আগে একবার তো যেতেই হবে, চাঁদের পাহাড়ের দেশে না গিয়ে পৃথিবী ছাড়লে নাকি স্বর্গের গেটপাশ পাওয়া যায় না। তখন আমার বন্ধু গুরাণকে জিগ্যেস করবো, অরণ্যদেবের পোস্ট টা খালি আছে কিনা, থাকলে জয় মা বলে একটা application ঠুকে দেবো ঃ-) ন্যাড়া,আমি rutgers-এ comp. science পড়েছি সেই সত্যযুগে, ১৯৮৭-১৯৯১। তুমি/আপনি নিশ্চয়ই তার অনেক পরে ?
Aranya | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০৫:০৬ | 98.221.52.119
তেকোনা, প্রার্থনা করছি তোমার মায়ের জন্য।
Paramita | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:২০ | 216.10.193.23
তেকোনা, মাসিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।
dd | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৪ | 122.167.6.192
ইয়েস। এই বাড়ী ঢুকলাম। এসে গু চ খুলেই তেকোনার খবর পড়ে মন খারাপ হয়ে গেলো। পুজোর এই কদিনে কলকাতায় অসুস্থ পরিজনকে নিয়ে যে কি অসুবিধেয় পরবে সেতো বুঝতেই পারছি।
কেউ কি আছে কলকাতায় যে তেকোনার ফোন বা কোনো কনটাক্ট রাখে? কেউ একজন খবর পেয়ে বাকী সবাইকে জানালে ভালো হতো।
আজ্জোদা শুধুই বাজে খবর। বছর চল্লিশের ও বেশী আগে আমার প্রতিবেশী এবং বন্ধু,এক চোদ্দো বছরের কিশোর একই ভাবে বেওয়ারিশ লাস হয়ে যায়। কুচবিহারে। সংবেদনশীলতার অভাবটা তখন বুঝি নি। নিজেও যে সমবয়সী ছেলেমানুষ ছিলাম। এখন টের পাই। ভয় পাই।
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৪ | 198.82.27.58
তেকোনাদির খবরটা শুনে খুবই খারাপ লাগলো। খুবই বাজে ব্যাপার।
arjo | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৮ | 168.26.215.13
হ্যাঁ তখনো ছেলেটি নিখোঁজ ছিল। আজ খবরটা দেখে উড়িয়ে দিলাম।
a x | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১২ | 143.111.22.23
উৎসবের দিনগুলো একদিকে উদার, অন্যদিকে আবার স্বার্থপর দিনও হয়ে ওঠে। মানুষ সবচেয়ে বেশি একলাও হয় উৎসবের দিনেই।
আর্য, এই ছেলেটির খবর তোমার স্ট্যাটাস মেসেজে ছিল, না? কি অসম্ভব বাজে ব্যাপার।
K | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪০ | 115.240.143.29
খুবই বাজে ব্যাপার। ইদানিং ট্রমা ম্যানেজমেন্ট নিয়েই কাজকারবার আমার, বুঝতেই পারছি আপনাদের মনের অবস্থা। অনেকদিন কলকাতা ছাড়া হলেও কলেজের বন্ধুবান্ধব অনেকেই ওখানে প্র্যাকটিস করে। দরকার মনে করলে নির্দ্বিধায় জানাবেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন