এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৪ | 115.187.54.55
  • আজ্জোকে শুভ জন্মদিনের ৩০টা রসগোল্লা ভরা শুভেচ্ছা। কালকে রসগোল্লাটা হয়েছে। আগে কী যে ছড়িয়েছিলাম কে জানে!! মনে হয় কনফিডেন্সে...... ঃ)))
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩১ | 59.93.223.195
  • ৩) এমনি দোকানের গুলো না। একটু ভাল বড় দোকানে স্পন্‌জ রসগোল্লা করে। কে সি দাসের টা স্পন্‌জ
  • Sayantan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২০ | 115.108.25.26
  • শুপি জন্মার্থডে অকমরেড আজ্জোদা।
  • I | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৬ | 59.93.219.69
  • পোচ্চুর কাজের কথা আছে।
    ১। আজ্জোকে হেপ্পি বাড্ডে।
    ২। ঈশানের ঐ ফাল্গুনী রায়সংক্রান্ত লাইনটিকে সেকেন্ডালুম। আর কিচ্ছু লিখতে ইচ্ছে করছে না।
    ৩। স্পঞ্জ রসগোল্লা কী? এই পোশ্ন আজ্জোকে। আমরা যে শহুরে রসগোল্লা খাই, তা-ই কী স্পঞ্জ রসগোল্লা?

    ব্যাস। কাজের কথা শেষ।
  • birbal | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪০ | 121.245.95.228
  • বারতি অ যোগ হলেও শুভেচ্ছাটা মন থেকে পাঠানো হয়েছে।অযাক সে কথা।অআপনাদের খবর দিন?আমাকে দলে নিন না!আমিও খেলবো!
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩২ | 71.62.121.158
  • আজ্জোদার জন্মদিন? হ্যাপি বাড্ডে। ঃ)
  • birbal | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৩ | 121.245.95.228
  • জাত পোমো উইশ ?গামোছা পেলাম কই?
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩২ | 203.99.212.224
  • যত অকথা। জন্মদিনের বানান ভুলে তাও থ্যাংকফুলি বাড়তি 'অ'র জায়গায় ঝড়তি 'বে' লেখেনি।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭ | 122.161.62.66
  • জন্মদিন গেল??
    আমি একমুঠো মশা আর একটা বড়বাজারী মশারি দিলুম ঃ-)
    বাকি সবই তো আছে। দেওয়া বাহুল্য হয়ে যাবে ঃ-)। তবে হ্যাঁ, একপশলা শুভেচ্ছাও রইল ঃ-)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৪ | 122.252.231.12
  • জাত পোমো উইশ একেই বলে! অভালোবাসা সমেত শুভেচ্ছা। বিনির্মাণের চূড়ান্ত। ঃ-)

    যাগ্গে, কমরেডের জম্মোদিনে একটি নতুন বাপি গেঞ্জি, অঙ্গ প্রক্ষালনের জন্য একটি নতুন গামোছা আর রসগোল্লা ছাড়বার জন্য ইয়াব্বড় কড়াই দিলাম। ভালো থাকবেন।
  • birbal | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৮ | 121.245.95.228
  • আর্য্যদা শুভ জম্নদিন।অভালোবাষা সহ শুভেচ্ছা গ্রহন করুন।অআপনার বিষয়ে কিছু বলুন।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৯ | 173.26.17.106
  • অক্ষকে।

    এক। বাকি নামগুলো বললেনা বলে কমেন্ট করতে পারলাম না। তবে ফাল্গুনি রায়রাও কিন্তু পশ্চিমী পিতার সন্তান। যেমন মাওবাদীরা মাওবাবার। (মাও তো চিনের লোক বলিবেন না যেন -- পশ্চিম হতে গেলে পশ্চিমেই থাকতে হবে তার কোনো মানে নেই। )

    দুই। পিতাদের স্বীকৃতি না পেলে ল্যালাদের লেখা ল্যালারা পড়েনা। ঠিক কথা। কিন্তু সেটা ঘোরানোর জন্যই তো লেখালিখি। এই যেমন আমার লেখা কেউ পড়েনা। আমি চাইছি তো কেউ পড়ুক। নইলে আর অ্যাতো ফাটাচ্ছি কেন?

    দ্বিতীয়তঃ ল্যালাদের লেখা পিতারা পড়বেনা তো বলিনি। ইন ফ্যাক্ট ওটা তো একটা কাহিনীমে টুইস্ট। জনতা চক্রান্ত করে হাবিজাবি বকিয়ে আমাকে সেসব বলতে দিচ্ছে না মাত্র। ঃ)
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৮ | 24.42.203.194
  • আর এই ক্লাবটা তুলে দিলে হয় না? খামোকা নিজেদের কষ্ট, লোককে কষ্ট। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো।
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৮ | 24.42.203.194
  • টু আরলি ফর দা নেক্সট ইয়ার। ঃ))

    যাক থ্যাংকু, থ্যাংকু।

    আজ শুক্কুরবার, নতুন কি! জানেন তো, আজ রাম খাবারই দিন,
    আজ কিন্তু দুয়ে দুয়ে পাঁচের হিসেব, শিওর তো! ভেবেই নিন
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩০ | 173.26.17.106
  • আর্যর জন্মদিন? একটা হিসেবের খাতা দিলাম। ঃ)

    এই মনে পড়ল পামিতাদির জন্মদিনে উইশ করিনি। অ্যাল।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৮ | 173.26.17.106
  • টইয়ে কিছু ঘাঁটেনি। সবই ঠিক আছে।

    কটা পোস্ট নিয়ে প্রবলেম হচ্ছিল। আমি আর ঝামেলা না করে সব একসঙ্গে নিজের নামেই পোস্ট করে দিয়েছি।
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৮ | 59.93.208.252
  • আর্য্য দা কে হ্যাপি জম্মদিন (সামান্য বিলেটেড)
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:২২ | 59.93.208.252
  • ওরা দেখি মেল করে আমাকে জানিয়েছে যে, ওরা ছবি গুলো আপডেট করে দেবে। এখন দেখলাম করে দিয়েছে ঃ)
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৮ | 122.161.62.66
  • ঃ-))) নাঃ। আমার ওর থেকে মারাত্মক সব বন্ধুরা আছে যারা আচমকা অসময়ে ফোন করে জিগায় "ঘুমোচ্ছিলিস? ডিস্টার্ব করলাম?" তবে ওসবের বাইরেও আমার খুকির ইস্কুল বাস আসে সকাল ছটা পঞ্চাশে। তাই ছটায় উঠতে হয় ঃ-(((। ঘুমের আসা যাওয়া কোনোটাই আমার ইচ্ছায় হয় না ঃ-((। চেষ্টা করি চারটের আগে ঘুমোতে আর শনি রবি বেলা দশটা অবধি না উঠতে। কিন্তু ঐ দিনগুলোতেই ঐ সব বন্ধু আর আত্মীয়দের আমায় মনে পড়ে। কতরকম হেলাফেলা-প্রবলেমই যে ছড়িয়ে আছে জীবনে।

    সন্দেশের পাতুরি? খাইনি কখোনো। আমি আসলে সন্দেশ খুব একটা ভালোবাসিনা। যতরাজ্যের ভাজা মিষ্টি আর জিবেগজা, ক্ষীরের চপ, জিলিপি, শোনপাপড়ি এইসব ভালোবাসি। তবে এটা বেশ ভালো নাম, খাবোখন। কিন্তু কেউ মিষ্টি গল্প লেখে শুনে কিছু মনে করবো কেন?? পড়তে চাইব তো ঃ-)))))
  • h | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০৭:২৮ | 61.95.144.10
  • টই টা কী ঘেঁটে গেছে?
  • kd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০৩:১৫ | 59.93.241.253
  • ডিডি, দ্যাকো, বয়স ভাঁড়িও না। সিনিয়র সিটিজেন? বলি, রেল কোম্পানি তোমায় ৩০% ডিসকাউন্ট দেয় (হেঁ হেঁ, আমি পাই)? যবে দেবে, তখন এসব বোলোঃ-)

    ডিঃ রাত্তিরে একটু ওসুদ খাই, ডাক্তারের অর্ডারঃ-)
  • kd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০৩:০৮ | 59.93.241.253
  • ও হ্যাঁ, টিকেন, তোমার মিস্টি ভালো লাগে জেনে খুশী হলুম। তোমাকে আমি বলরামের সন্দেশের পাথুরি খাওয়াবোই খাওয়াবো - তোমার ঐ মিস্টি গল্প লেখার জন্যে। আর এক জনেরও পাওনা আচে কিন্তু সে বেটি অ্যায়ারল্যান্ডে বসে আচে, দেখাই হয় না। কিছু মনে কোরোনা ভাই, সেও কিন্তু তোমার মতো বড় মনকাড়ানো গল্প লেখে।
  • kd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০৩:০০ | 59.93.241.253
  • টিকেন, আম্মো রাত চারটে নাগাদ দেহ রাখি(ঃ-))। আশা করি তোমার আমার মতো একটি স্যাডিস্টিক বন্ধু নেই যে ভোর দশটায় ফোন করে জিগায় 'কিরে কেমন আছিস?'। আমি ভুল বল্লুম, ও স্যাডিস্টিক না, ম্যাসো...(কি যেন বানামটা), আমার নির্ভেজাল খিস্তি না খেলে বোধহয় ওর দিন ভালো যায় না।

    ছারপোকার কথায় মনে পড়লো। আমি প্রথম চাকরি নিয়ে কেম্ব্রিজ থেকে অ্যাটেলবোরো গেচি, প্রথম রাতে ঐ গাঁয়ের একমাত্র হোটেলে উঠলুম 'পার্ক হোটেল (হায় রে, কলকাতার পার্ক হোটেল শুধু বাইরে থেকেই দেকেচি)' - ছ'টাকা নাইট। পরের দিন আম্রিকায় পেরথম চাকরিতে জয়েন করবো,টেনসন - তাড়াতাড়ি শুয়ে পড়লুম - বাপ্‌ রে, আধ ঘন্টার মধ্যে বিছনা থেকে লাফ - ছারপোকার কামড়ে পিঠ দাগড়া দাগড়া হয়ে গ্যাচে - সারা রাত মেঝেতে শুয়ে পরেরদিন আপিস। আপিসের লোকেদের ঐ কথা বলতে তাদের কি হাসি - ওরা জীবনে প্রথম কাউকে মীট করলো যে ওখানে এমনি এমনি রাত কাটিয়েচে - মানে ওটা নাকি দুস্টু লোকেদের জন্যে, তাদের ওসব কামড় লাগেনা। এনিওয়ে, ঐ হোটেল আর নেই, সত্তর দশকের শেষের দিকে আগুনে পুড়ে গ্যাচে - আশা করি ছারপোকারাও তার সঙ্গে গাঁ থেকে বিদেয় হয়েচে।

    আর ওখানে মশা নেই কে বলে? আমি দেশে আসার সময় ওখান থেকেই Off কিনে আনতুম। হ্যাঁ, আমার এখানে (মানে কলকাতার বাড়ীতে) মশা নেই (মশারীও নেই) - জানি, মফস্বলের (মানে, ঐ সব বালিগঞ্জ, যাদবপুর, গড়িয়ার) লোকে বিশ্বাস করবে না।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩২ | 122.173.176.167
  • অ। পোস্ট ক্যানসেল কল্লুম। ঘিচিমিচি করে কেটেই দিলুম লেখাটা
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩০ | 198.82.26.180
  • আমাদের মানে আমি যেখানে থাকি। ভাটে যারা আছে তারা না।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৯ | 122.173.176.167
  • হ্যাঁ, গরু ছাগলের গায়েও খুব পোকাটোকা হয়। তবে ছারপোকা বোধহয় খালি শোয়া বসার জায়গা বেছেই হয়।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৮ | 122.173.176.167
  • বাঁচে বলেই শোধরায় আর শোধরাতে শোধরাতেই বাঁচে ঃ-)
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৬ | 198.82.26.180
  • কত কত ভুল ধারণা নিয়ে মানুষ বাঁচে। ;-)
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৫ | 122.173.176.167
  • ইয়ে, আমি মোটামুটি চারটে অবধি জাগি ঃ-(
    এদিকে মাঝরাতে একটা মিষ্টিও খাই। কতগুলো ডিসঅর্ডারে যে ফেঁসেছি ঃ-((

    গুন্নাইট
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৪ | 122.173.176.167
  • অ, মশার তৈরী বোমা/ মশাবাহী বোমা। বুঝড ঃ-)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৪ | 122.252.231.12
  • টিকেন এখনো জেগে। আমি ভাবতাম একা আমারই স্লিপিং ডিজঅর্ডার আছে। ঃ-)

    গুন্নাইট।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৩ | 122.173.176.167
  • আমরা তো মশা নই!!
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২১ | 198.82.26.180
  • পাই এখন একটা পেল্লায় মশাবোমা বানাচ্ছে। আমাদের দিকে ধেয়ে এলো বলে। এইটুউ উড়তে আর কত সময়ই বা লাগবে? আর কদিনই বা....
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২০ | 143.111.22.23
  • আরে আমি হিউস্টনে এসেই ছারপোকা দেখলাম, এদ্দিন কোথাও দেখিনি। জানিনা এখানে ক্লাইমেট অনেকটা ট্রপিকাল ক্লাইমেট বলে কিনা। তারপর লোকজন তো এখানে খেত খামার নিয়ে থাকে গরু ও ঘোড়া নিয়ে, তাদের গায়ে নানাপ্রকার পোকা মাকড়।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৯ | 122.252.231.12
  • ও। ঐটা তো আমি ভাবতাম পিতার দেশে লোকজন মধ্যযুগে বানিয়েছিল। সেই যখন প্লেগে দেশের পর দেশ উজাড় হত।
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৯ | 198.82.26.180
  • btw মশা কতদূর অবধি মাইগ্রেট কত্তে পারে?
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৯ | 122.173.176.167
  • আমি তারমানে হয় টাইট ঘুমিয়েছি আর নয়তো জাস্ট চারিচক্ষুর মিলন হয় নাই (ছারপোকাদের সঙ্গে)

    উদাসীন? আমি তো ভাবতাম কুঁড়ে!
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৭ | 198.82.26.180
  • কিছু উদাসীন মশা অবশ্য আম্মো দেখেছি। চুপচাপ দেয়ালে বসে থাকে। সন্ন্যাসী টাইপ।
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৬ | 65.124.26.7
  • স্লিপ টাইট, দোন্ট লেট বেড বাগস বাইট - ইত্যাদি কি এমনি এসেছে?
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৫ | 122.252.231.12
  • পেরিপ্ল্যানেটা আমেরিকানা। ওইটা বংমিডিয়াম স্কুলে ক্লাস সেভেনের লাইফ সায়েন্স দিদিমুনির উচ্চারণ দোষ। গল্পটাও তাঁর থেকেই শোনা।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৪ | 122.173.176.167
  • অর্পণের প্রতি এক রাত্রে দু দফা ঈর্ষাপ্রেরিত হইল ঃ-)

    তবে মশা আছে, এবং কামড়ায়ও। আর্য্যর ঠিকানা এই দিলুম বলে মিনেসোটান মশাদের। আনসিভিলাইজ্‌ড বলা বার করছে এখুনি। ঃ-)

    আমি এখোনো ছারপোকা দেখিনি। দেখলেই pun সম্রাট হব, আশায় আছি ঃ-)
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৪ | 65.124.26.7
  • হিউস্টন এবং ড্যালাস যথাক্রমে মশা এবং মাছির আখড়া
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৪ | 198.82.26.180
  • ব্যস, মশাদের লিডার এসে গেছে, তোমরা যেযার কথা ফিরিয়ে নাও নইলে পরে কামান লাগবে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১২ | 128.231.22.89
  • কে বলেছে বিদেশে মশা নেই এবং কামড়ায় না ?
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১১ | 122.252.231.12
  • আমি আজ অব্দি দেখিনি।

    আর্শোলা নাকি ইউএস থেকে গমের সাথে ইন্ডিয়া পাড়ি দিয়েছিল? প্যারাফ্লিনেটা অ্যামেরিকানা?
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৯ | 143.111.22.23
  • আমি এদেশে এসে প্রথম ছারপোকা চোখে দেখলাম।
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৭ | 168.26.215.13
  • সিভিলাইজড। আমাদের এখানেও তাই।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৫ | 122.252.231.12
  • আমি যেথায় যেথায় থাকিতাম হেথায় সামারেও মশা ছিল না। জানলার কাচ হাট করে তোলা থাকত। লেকের ধারে তেনাদের দেখা পেতাম। মাথার উপরে উঁচু হয়ে গোল গোল ঘুরত। কিন্তু ল্যালাদেশের নয় বলেই বোধহয় জনবসতিতে ঢুকত না।
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৫ | 168.26.215.13
  • ছারপোকা আর উকুন দুচোখে দেখতে পারি না। ছোটবেলায় আমার একবার উকুন হয়েছিল। আর একবার স্কুলে ছারপোকার হামলা হয়েছিল। সে শয়ে শয়ে ছারপোকা। ঘিনে ঘিনে ব্যপার।

    তেকোনা, একদম আরশোলার মতন দেখতে। কি বলে জানি না। জালিয়ে দিলে পুরো। এতদিন ছিল না। কোত্থেকে যে এল তাও জানি না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত