এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৯ | 12.163.39.254
  • মেয়েরা মোটে ঘুড়ি ওড়াতে পারেনা। ওটা পুঙ্গবদের কাজ। ঃ)
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৫ | 198.82.28.207
  • আরে ১০০% সত্যি! স্ট্যাটস ডিপার্টমেন্টের ছেলে।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৩ | 122.173.176.23
  • ঘড়িতে খানিক রাত হয়েছে এবং বাইরে বেশ অন্ধকার। রাস্তা দিয়ে মাঝে মাঝে খুব হুল্লোড় করে লোকজন বিশ্বকর্মার প্রতিমা নিয়ে যাচ্ছে। ছোটোবেলায় প্রচুর ঘুড়ি ওড়াতাম। কয়েকটা বাড়ি পরে একটা উঁচু তিনতলা বাড়ির মাথায় পায়রাদের বসার জায়গা করা ছিল বাঁশ আর কঞ্চি দিয়ে। সেটাতে অনেক সময় ঘুড়ি আটকে যেত। একবার একটা ঘুড়ি আমাদের ছাদে পড়েছিল তাতে একটা ছড়া লেখা ছিল। চারলাইন। কি লেখা ছিল একটুও মনে পড়ছে না।
    একবার মহালয়ার ভোরে একটা মেয়েকে হঠাৎ ক্লাবের ছেলেরা ধরে নিয়ে এল। সে নাকি সারারাত ক্লাবের পিছনের পাঁচিলে বসে থেকেছে। কাঁদছিল মেয়েটা। কারুর বাড়িতে কাজ করত। তারা ছুটি দেয়নি পুজোয় বড়িতে ফেরার। তাই পালিয়ে এসেছে। সবাই জিজ্ঞেস করছিল ওর বাড়ি কোথায়। মেয়েটা কিছুই বলতে পারছিল না। পরে বোধহয় ওকে থানায় দিয়ে আসা হয়েছিল। নাকি বাড়ির ঠিকানা জেনে পৌঁছে দেওয়া হয়েছিল সেখানে? মনে পড়ছে না এখন আর।

    স্মৃতি খুব অগোছালো

    কাল বিশ্বকর্মা পুজো ... তারপর মহালয়া... শিউলি...
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০২:০২ | 12.163.39.254
  • আপিসে তিনটে মেয়ে এক জায়গায় হলেই বলতে থাকে পুরুষরা কিরকমের অসহ্য। সেখানে কোনো চতুর্থ পুরুষ থাকলে, তাকে শুনিয়ে শুনিয়ে (নইলে আর জানবই বা কিকরে)। আর চাট্টি বিয়ে করা লোক এক হলেই, তারা বৌদের মুন্ডু চিবিয়ে খায়। এর বেশি লিঙ্গবৈষম্য আমি সফটোয়্যার আপিসে দেখিনি। অন্য কেউ দেখে থাকলে বিশদে জানান।

    তবে রিমির এই লাস্ট কথাটা মেনে নিলাম না। এখানে অনেক মহিলাই লেখেন, যাদের বরদের টিকিটিও দেখা যায়না। তবে কি সেই বররাও বৈষম্যের শিকার?
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৯ | 168.26.215.135
  • একটা বিরাট বড় ব্যক্তিগত ডিস্ক্রিমিনেশনের কথা বলে আমি বিদায় নেবঃ

    আমি আর আমার বর মানে আর্য্য, দুজনেই গুরুচন্ডালী পড়তে এবং এখানে লিখতে কিম্বা ভাটাতে বেজায় ভালোবাসি। কিন্তু গুরুতে কার উপস্থিতি প্রতিনিয়ত দৃশ্যমান? আমার নয়। কেন? কারণ আমি সময় পাই না। ওদিকে আর্য্য কতটা সময় দেয় গুরুর পিছনে? দিনে প্রায় ২৪ ঘন্টা।

    একই বাড়িতে একই বয়সি প্রায় একইরকম চাকরি করা একইরকমের শিক্ষা দীক্ষা সম্পন্ন দুজন মানুষের মধ্যে সময়ের এই পার্থক্য কেন? একটাই উত্তর - লিঙ্গবৈষম্য।

    মনের দুঃখ নিবেদন করে আমি ফের কাজে নিমগ্ন হতে গেলাম।
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৮ | 59.164.191.88
  • বার্সেলোনা-ইন্টারমিলান। পঁয়ষট্টি পার্সেন্ট পজেশন রেখেও গোলের আর দ্যাখা নাই।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৫ | 122.173.176.23
  • এটা মোটেও সত্যি গল্প না। নিঘুমুনি বলে কি ভেজাল বুঝব না নাকি!
  • Du | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৪ | 65.124.26.7
  • বিমান বসুকে আবার কাঁদলে শুনতে হয় সেনাইল হয়ে গেছেন। এটা অন্যদিকের বৈষম্য।
    বৈষম্যের বিরুদ্ধে থাকতে চাই - কোন জেন্ডারের বিরুদ্ধে নয়
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৪ | 198.82.28.207
  • এইটা ক্ষমা করিনিতেও লেখা যেত। ঃ)

    দীপু, কিসের খেলা হচ্ছে?
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৩ | 59.164.191.88
  • গোল আর হয়না ঃ-(
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪২ | 198.82.28.207
  • এক বন্ধুর খুব নানানদেশীয় অথেনটিক খাবারের দিকে ঝোঁক। সে প্রায়ই এদিক সেদিক থেকে খোঁজ নিয়ে বিভিন্ন রেস্তোরায় খেতে যায়। এরকমই একদিন কোরিয়ান রেস্তোরায় খেতে গেছে। আগে থেকেই রিসার্চ করা ছিলো কোন খাবার বিখ্যাত, সেইটাই অর্ডার দিয়েছে।

    অর্ডার নিয়ে পরিচারিকা ভেতরে গেছে। ইত্যবসরে বন্ধু চাদ্দিক একটু দেখছে ভালো করে। খুবই অথেনটিক রেস্তোরা সন্দেহ নেই, কাস্টমাররা সব্বাই কোরিয়ান। এমনি করে কিছুক্ষণ কাটার পর খাবার এলো।

    ছেলেটি উৎফুল্ল। প্রচুর খাবার, একবারে খেয়ে শেষ করা যাবেনা।
    এক চামচ খেলো। (মন্দ না)
    দু চামচ.... ( একটু কেমন যেন)
    তিন চামচ ( এই জিনিস খাবো কি করে?!)
    চার চামচের পর জিভ ধর্মঘট কল্লো!

    কিন্তু সবাই খাচ্ছে, বেশ চেটেপুটেই খাচ্ছে, তাই সে আরো একটু চেষ্টা কল্লো। এইভাবে মিনিট কুড়ি নয়ছয় করে যখন খাবার ফেলে চুপি চুপি উঠে পড়ছে, রেস্তোরার মালিক এলেন।
    - একি, আপনি খেলেন না?
    - নাহ্‌, খিদে নেই তেমন!
    - তো নিয়ে যান। দাঁড়ান আমি প্যাক করে দিচ্ছি। এই কে আছিস....
    - না না, নিয়ে গিয়ে লাভ নেই। বুঝলেন না, একেবারেই খিদে নেই।
    -তাইতো! বড়ো মুশকিলে ফেল্লেন। এতটা খাবার। ফেলেও দিতে কষ্ট হচ্ছে। বেশ তাইলে আমার কুকুরটাকেই খাইয়ে দেবো বরং।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩১ | 122.173.176.23
  • ধুত, এখন তো সব টইগুলোতেই কেমন ইয়ে ইয়ে আবহাওয়া। গল্প আর কই? শোনাও, শুনি
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩০ | 198.82.28.207
  • তেকোনা গোল হয়ে গ্যাসে।
    তাচ্ছে দুটো গল্প বলি। আবহাওয়া কেমন দরকচা মেরে যাচ্ছে।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৯ | 168.26.215.135
  • উফ্‌ফ আবার ভুল। দায়িত্বশীল নয়, দায়িত্বপূর্ণ।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৯ | 122.173.176.23
  • হ্যাঁ রিমি। ঐ শোনাটা যথেষ্ট জ্বালা ধরায়।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৮ | 168.26.215.135
  • ধুর বানান ভুল!
    *প্রতিশোধ

    যাই হোক, অধিকাংশ মেয়েই কর্মক্ষেত্রে বিশেষ কিছু ডিস্ক্রিমিনেশনের শিকার। অথচ লোকের ধারণা ঠিক উল্টো, মহিলা বলেই কর্মক্ষেত্রে অনেক বিশেষ সুবিধা নাকি পাওয়া যায় (যেমন সইকে শুনতে হয়েছে)।

    ব্রতীনের বক্তব্য একটা উদাহরণঃ দায়িত্বশীল কাজের ক্ষেত্রে মহিলা কর্মীদের সম্পর্কে পুরুষ সহকর্মীরা কি রকম মনোভাব পোষণ করে। ডিস্ক্রিমিনেশনের প্রথম ধাপ এটাই।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৮ | 122.173.176.23
  • কোটায়? ঈশান টো!
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৭ | 198.82.28.207
  • এ আবার কী! মামুর শেষেই তো ট! ঃ)
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৬ | 198.82.28.207
  • অক্ষ, পাই, পিপি এরা বলতে পারবে ভালো। বা আরো যাঁরা আছেন। হয়ত হয়, জানতে পারিনা।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৫ | 122.173.176.23
  • ঈশান-এর তো কোথাও ট নেই। টবে এটো মাটাব্যাটা কেন??
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৫ | 122.173.176.23
  • সব বুঝতেই হবে নাকি? কে মাথার দিব্যি দিল!!!
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৪ | 198.82.28.207
  • গবেষণাতেও হয়? আমার খুবই অল্প অভিজ্ঞতা, তবু এখনও দেখিনি তো!
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৪ | 12.163.39.254
  • আর এরা কি ট ট করছে? এক বন্নো বুঝছিনা।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৩ | 12.163.39.254
  • নানা রিমি সিরিয়াস বিষয়টাকে লঘু করার চেষ্টা করছে। ঃ)

    ওদিকে আমাকে আবার টইয়ে লিখতে হবে। কখন যে লিখব। উফ।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৩ | 122.173.176.23
  • ঘুম না হওয়াটাও হয়ত ছোঁয়াচে ভেবেছে, তাই যা শত্রু ফোনে ফোনে সেরে দিয়েছে ঃ-))
    অথবা, তার নামও "ট" দিয়ে শুরু
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২২ | 12.163.39.254
  • আমি ১১ টায় বাড়ি ফিরলে আমার বৌ ঝাঁটা নিয়ে তাড়া করবে। তোমার কেসটা জানিনা। ঃ)

    কিশোরবেলায় যা হত, আমরা সেখানে আর নেই অক্ষ। আমি-তুমি আমেরিকায় থাকি। আমরা থার্ড ওয়ার্ল্ডে বিলং করিনা। করলেও আমরা তৃতীয় বিশ্বের প্রথম বিশ্ব। এখানে যে মেয়েরা লেখেন, তাঁরা ইন জেনেরাল প্রিভিলেজড। গবেষণার কথা জানিনা, সফটওয়্যারে লিঙ্গবৈষম্য আমি কখনও দেখিনি। এই পোজিশনে দাঁড়িয়ে "আমরা মেয়েরা সবাই নিপীড়িত' বলে ইকুয়েট করা, আর "আমরা সবাই থার্ড ওয়ার্ল্ডের বঞ্চিত মানুষ' বলে ইকুয়েট করা একদম এক জাতীয় শৌখিন মজদুরি।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 198.82.28.207
  • কনফিডেন্স দেখে অবাক হয়ে গেলাম। বিধান রায়ের মত শুনেই বলে দিলো। তাও ফোনে। ঃ-)
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:২০ | 168.26.215.135
  • ইশান, আমারটা শুধু খিল্লি নয়, খিল্লির উত্তরে প্রতিশোধোমূলক খিল্লি। শমীক আমার বন্ধুকে (মনোবীণা) নিয়ে খিল্লি করেছিল।ঃ-((
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৯ | 122.173.176.23
  • কি নিয়ে স্ট্রেস্‌ড সেটা বুঝতে গিয়ে স্ট্রেস্‌ড হলে না?
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৭ | 198.82.28.207
  • সেদিন ক্যাম্পাস হেলথ ক্লিনিকে ফোন করে জিগালাম ঘুম হচ্ছেনা, কি করবো?
    বল্লো আপনি স্ট্রেসড আউট। কাউন্সিলিং সেন্টারে যান। ঃ-(
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৪ | 143.111.22.23
  • কি আশ্চর্য। নতুন কথা বলছ। একটা কোনো কালেক্টিভ ডিস্ক্রিমিনেশন নেই মেয়েদের?! আমি সোশ্যালি প্রিভিলেজড?! আমি রাত ১১টায় বাড়ি ফিরলে যা হবে, আমার বাড়িতে যিনি কাজ করেন, তার মেয়ে ফিরলে যা হবে তার মধ্যে কোনো সাদৃশ্য নেই? আর তুমি বাড়ি ফিরলে যা হবে, তার সাথে কোনো তফাৎ নেই?

    মমতা মেয়ে বলে তার বিয়ে ইত্যাদি নিয়ে যা শুনতে হয়, বিমান বসু কে শুনতে হয়?
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:১২ | 12.163.39.254
  • আর খিল্লি করে যদি সব কিছু বলা না যায়, তাহলে কথায় কথায় ঘটি তোলাও যাবেনা, একথা পষ্টো বলে দিলাম। ওটা রেসিস্ট। ওরকম পোস্ট দেখলেই রেসিস্ট বলে গাল দেব।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:১০ | 12.163.39.254
  • পৃথিবীর সব মেয়েরা আন্ডারপ্রিভিলেজড নয় যে। মেয়েরা কোনো হোমোজিনিয়াস চাঙ্কও নয়। যেমন থার্ড ওয়ার্ল্ড মানেই আন্ডার প্রিভিলেজড নয়। আমি-তুমি থার্ড ওয়ার্ল্ডের মাল, কিন্তু প্রিভিলেজড। তুমি মেয়ে, কিন্তু প্রিভিলেজড। ইত্যাদি ইত্যাদি।

    আর রিমির পোস্টটা পড়ে দেখলাম। ছেলেদের খিল্লি করে লিখেছিল। প্রতিবাদ করলে সেটা আরও খিল্লিজনক হত। ঃ)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:১০ | 122.173.176.23
  • দুজনের নাম প্রথমেই থাকবে ঃ-)
    আর কি আশ্চর্য্য, দুটোই "ট"-এ শুরু ঃ-)
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৭ | 143.111.22.23
  • আর যার যেটায় লাগবে, সে সেটায় ধরবে, যে যেটার সাথে রিলেট করে।

    আমি একবার খোলা ড্রেন বলতে মফস্বলের কথা বলেছিলাম, শহুরে বড় হওয়ার মধ্যে বড়বাজারের খোলা ড্রেন উবে গেছিল। পামিতা ধরেছিল। মনে হয় রিলেট করেছিল বলেই। এরমধ্যে লজিকাল কন্সিস্টেন্সির ব্যাপার নেই।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৬ | 198.82.28.207
  • স্লিপিং ডিসর্ডার নিয়ে একটা টই খুল্লে হয়। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। দরকারিও বটে।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৫ | 143.111.22.23
  • না। এটা খুব কমন একটা ধারণা যে মেয়েরা ইন জেনেরাল ইনএফিসিয়েন্ট। হার্ভার্ডের অধ্যাপক থেকে গুরুর পাঠক অবধি। খিল্লি করে সব কিছু সবসময় বলা যায়না। একটা প্রিভিলেজড গ্রুপকে খিল্লি করে বলা, আর একটা আন্ডারপ্রিভিলেজডকে বলা এক না। এবং এগুলো সবই তুমি জানো।

    রিমি কি বলেছিল, কোন কনটেক্সটে বলেছিল জানিনা। তখন প্রতিবাদ করলে সেই প্রতিবাদটাও ভ্যালিড হত।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:০১ | 122.173.176.23
  • এমনিতেও কবিতা বোধহয় পড়তেই বেশি ভালো লাগে। শুনতে গেলেই আমার কেমন ঃ-((
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:০০ | 198.82.28.207
  • ঃ-))
    লিল্‌খতে যাচ্ছিলাম।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০১:০০ | 12.163.39.254
  • বীর টির না। শুধু "পুঙ্গব' ছিল। তবে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। খিল্লির মুডে লিখেছে বেশ করেছে।

    পয়েন্টটা হল, লুজলি আমরা অনেক কথা বলি, যেগুলো ঠিক পলিটিকালি কারেক্ট না। সক্কলেই বলে। সেগুলো নিয়ে হইচই করার কোনো মানে নেই। নচেৎ লজিকালি কোহেরেন্ট থেকে সব ব্যাটাকেই ক্যাঁক করে ধরতে হবে। এই আরকি।
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৮ | 168.26.215.13
  • কেসির দেওয়া কবিতাটা যেই পিকচারাইজেশন করে থাকুক অখাদ্য হয়েছে। শুনছি ভাত দে হারামজাদা দেখছি ফল কালারের ছবি।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৪ | 143.111.22.23
  • ডেভিল'স অ্যাডভোকেট প্লে করতে গিয়ে এটা দাঁড়ালোনা।

    কিন্তু তোমার বক্তব্যটা কি? মেয়েরা সেক্সিট কথা বলে কিনা? বলেই তো। কালোরা রেসিস্ট হয়না?
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫২ | 143.111.22.23
  • এরমানে পুং জাতি শ্রেষ্ঠ না। পুং জাতির মধ্যে শ্রেষ্ট। বীরপুঙ্গব মানে বীরেদের মধ্যে শ্রেষ্ঠ।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪২ | 12.163.39.254
  • বেশ তো পুঙ্গব মানে শ্রেষ্ঠ। পুং জাতি শ্রেষ্ঠ। নারীরা তুলনায় নিম্নমানের। সর্বসম্মতিক্রমে গৃহীত হইল।

    আমি খালি ডিডিউস করলাম। অজ্জিনাল বক্তব্য আমার না। আমাকে কেউ গাল দিবেন না। ঃ)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৯ | 122.173.176.23
  • তকাইদের ফার্স্ট কাজিন বোধহয়
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৮ | 143.111.22.23
  • আর্নেস্টদের দাদুর নামও কি আর্নেস্ট?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৫ | 122.173.176.23
  • এটা রসিকতা?
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৩ | 117.195.34.237
  • গুন্নাইট।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩২ | 122.173.176.23
  • বলেই ফেল ঃ-)
    আমি নিজেও গুচ্ছ জানিনা কি আর ? ঃ-)
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩১ | 117.195.34.237
  • "সফ্‌ট্‌ স্কিল' দেখে আমারও একটা অছলিল রসিকতা মনে পড়ল। কিন্তু আমি কি আর বলতে গেছি!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত