ডিডিদার সিম্পল পাঁটার ঝোল আছে তো। সদ্য ম্যাগসেসে প্রাপ্ত (চক্রান্ত করে দেরীতে)।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৪ | 122.162.42.156
কই সে রেসিপি? দেখিনাই তো! আমার এই উইকেন্ডেই পাঁঠার রেসিপি লাগবে একটা, নরম দেখে। মানে হালকা দেখে
sibu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৯ | 66.102.14.1
ঃ) পাঁঠার রেসিপি খেয়ে কার যে পেট ভরল কে জানে।
উফ্ফ্, বড্ডো গরম।
a x | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৭ | 143.111.22.23
অনুদি কউন হ্যায়? ইন্দোকা split পার্সোনালিটি?
এইযে প্রেমের টইতে আমি পাঁঠার রেসিপি লিখলাম, দুর্জনেরা সেটা বেমালুম গাপ করে দিল?
Somnath | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৬ | 117.194.192.138
ইন্দোদা, অনুদি, কাল ফোনাচ্ছি।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 122.162.236.218
আমি একতলাতে রই, আমি দোতলাতে রই, আমি দুই তলেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে ...
pi | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০০:০০ | 128.231.22.89
কিন্তু এতো বেড়ে মজা। আমার যে পোস্টটা এল, সেটা কিন্তু বাআমদি এ করা। অথচ আমি একতলায় !
Ishan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৭ | 12.163.39.254
কয়েকপিস পোস্ট সেভ হয়নি। কেন হয়নি বলতে পারবনা। ভগবানের লীলা।
তবে ঐ দুষ্টু এররটা এখন ঠিক হয়ে গেছে।
d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫১ | 117.195.34.104
সিঁড়ি থেকে নেমে গেছে তো। টইরা তো ওড়ে না। তাদের ব্যাকাপ থাকে ঠিকঠাক। শুধু ভাটেরাই মাঝেমাঝে মায়া হয়ে যায়।
তবে আমার ধরণা এই টইটাকে কান ধরে নামিয়ে দেওয়া।
যাগ্গে ঘুমুতে যাই।
pi | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৯ | 128.231.22.89
উড়েছে কোথায় ? দিব্বি বসে আছে। ছাতের সিঁড়ির নিচে।
d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৯ | 117.195.34.104
এর মানে কি হনু প্রেমকে থিওরিটাইজ করা পছন্দ করে না?
arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৯ | 168.26.215.13
বাপরে কি দাআপঅটঅ
a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৭ | 143.111.22.23
তোমরা কেউ আর ভুলেও কখনও হনুকে রাগাবেনা। কি হয় দেখলে তো?
সার্চটাও রাগের চোটে উড়িয়ে দিল, তাই বলে?
tkn | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৫ | 122.162.42.156
ঃ-))))))) সইতে পারে নি টই ঃ-)
arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৪ | 168.26.215.13
বলতে বলতে উড়ে গিয়েছে সেই টই।
d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৩ | 117.195.34.104
ঠিক আপডেট হচ্ছে না দেখলাম।
কে জানে সম্পর্ক আছে কিনা। এর আগেও বার দুই তিন এরকম হয়েছে তো। সেসব ভাট আর আর্কাইভ হয় নি এবং নেইও। সেই একবার রাত জেগে আমি আর অর্পণ পারমিতাকে বোঝাচ্ছিলাম দেশে ম্যাঞ্জারদের কাজকর্ম, টেকনিক্যাল লোকদের বাজারদর ইত্যাদি ---- সেসব মহামূল্যবান বক্তব্যসমূহ কালের গর্ভেই মিলিয়ে গেছে। তাদের আর ফেরত পাওয়া যায় নিকো।
tkn | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪০ | 122.162.42.156
বসে যাবে??? সেকি??
প্লিজ কেউ একটু পর্বে পর্বে কবিতা থ্রেডটা তুলে দেবে? সার্চিয়ে পাচ্ছি না ঃ০(
arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৬ | 168.26.215.13
ধরে ফেলেছি। সর্বশেষ আপডেট হওয়া বিষয়গুলি আসলে আপডেট হচ্ছে না।
এরসাথে ভাট ওড়ার বা গুরু বসে যাবার কোন সম্পর্ক নেই।
M | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৫ | 59.93.208.118
দ, ঃ(,কি মুস্কিল ওটা আমি ই তো।
M | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৪ | 59.93.208.118
আর পোবোল ঘুম্পাচ্ছে। এখন খাটাখাটনি ঠিক নয়। তেকোনা কি করে তিন ঘন্টা ঘুমাও বলোতো?আমি তো তিনবার ঘুম চোখে অ্যালার্ম বন্ধ করবো আবার দেবো, তারপর নিজেকে ঠেলে নিয়ে উঠবো।
d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৩ | 117.195.34.104
এইযো বড়মা, তুমিই কি অর্কুটে একটা বিশা আ আ আ ল নাম নিয়ে বসে আছ। আমি এক্ষুণি তোমায় ডিলিট করে দিতে যাচ্ছিলাম "এই অচেনা এটা কে আমার ফ্রেন্ডস লিস্টে' ভেবে। তারপর সরেজমিনে তদন্ত করতে গিয়ে অজ্জিতের স্ক্র্যাপ দেখে মনে হল বোধয় তুমি।
অক্ষ, "পূজা' আর "পুজো' মানে দীর্ঘ ঊ ও হ্রস্ব উ যথাক্রমে।
san | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩১ | 123.201.53.4
পিনাকীদার পরে আর কারো মতবাদ গ্রাহ্য নয়। বোঝাই যাচ্ছে। তোমরা শুধুশুধু খেটে মরছ।
M | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৯ | 59.93.208.118
আমিতো দিব্যি লিখে এলুম, আর অক্ষর খুল যা সিম সিম দেখে এলুম।।
d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৮ | 117.195.34.104
টইতে পোস্ট তো হচ্ছে কিন্তু নাম দেখাচ্ছে সেই পিনাকীর। তারপরে কত পোস্ট হয়ে গেল। লক্ষণ দেখে মনে হচ্ছে এরপরে গু চ একবার দড়াম করে বসে যাবে। এই সাড়ে ছ'হাজার ভাট উবে যাবে। ইত্যাদি।
a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৭ | 143.111.22.23
একেই পন্ডিতেরা বলে গেছেন ব্যাক হ্যান্ডেড প্যাট।
আচ্ছা সেদিন পূজা আর পুজো নিয়ে কি বললে তোমরা, আমিও সেটা জানতাম, কিন্তু ত্রিদিব বাবু, একটা লেখায় লিখেছিলেন না? মানে এই নিয়ে খিল্লিও করেছিলেন মনে পড়ছে। দুটোই অ্যাপারেন্টলি পূ?
tkn | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৭ | 122.162.42.156
ডি কাল কাফিলাই যাই। ওটা পরে দেখে নেব। একজন বলল খুব ঝাল দেয়। তা হেঁচকিটা সমেতই খাবো ঃ-) কাফিলা ইট ইজ।
অক্ষ, লিখতে পাল্লুম, তবে নাম আটকে আছে দেখছি
d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২২ | 117.195.34.104
তেকেনা, কলকাতায় বিভিন্ন ভাল খাবারদাবারের ঠেক সম্পর্কে একটা টই আছে। আরও পৃথিবীর ভাল ভাল খাবারের জায়গা সম্পর্কেও আরো খান দুই টই আছে। সময় করে চোখ বুলিয়ে নিলে আরো ইনফো পেয়ে যেতে পার।
স্যান, অক্ষ তো প্রায় বছরখানেক হল বেশ ভাল বানান লেখে। আর "কোথায়ে', "দিয়ি' এসব তো বছর দেড় হল বিসর্জন দিয়েছে। শুধু ব্ল্যাঙ্কি আর ডিডি অকুতোভয়ে বানান বিপ্লব চালিয়ে যাচ্ছে(ন)।
a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২১ | 143.111.22.23
অ্যাই কে রে টইটা তালা লটকিয়ে দিয়েছে! পোস্টই করা যাচ্ছেনা, error processing বলছে। হনু কি পৈতে ছেঁড়া বামুন?
a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৯ | 143.111.22.23
পিনাকী, তুমি কি সিনেমা দেখ? মানে জানিনা, তাই জিগালাম। যদি ইন্টেরেস্ট পাও, kieslowski'র a short film about love দেখ। তারপর আবার এই নিয়ে বলা যাবে ঃ-)
Bratin | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৩ | 117.194.98.149
tkn কাফিলা য় চলে যাও। খুব ভালো..
arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৩ | 168.26.215.13
লিস্টে পিনাকি অথচ টই খুললে অক্ষ। এ কেমন করে হচ্ছে। চক্রান্ত। কমরেড চক্রান্তে কান না দিয়ে এগিয়ে চলুন রুদ্ধশ্বাসে ফলো করছি।
a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৩ | 143.111.22.23
স্কুলের টিচাররা একে বলে পিয়ার প্রেশার, গুচ বলে হেজিমনি, স্যান ঃ-(
san | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১১ | 123.201.53.4
এছাড়াও আমি খেয়াল করলাম অক্ষদি কোথায়ে না লিখে কোথায় লিখল। কেন? কিউঁ? হোয়াই?
san | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১০ | 123.201.53.4
পাখি? দাঁড়ে বসছে না? মন চল নিজ নিকেতনে -
pi | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৪ | 72.83.75.193
ঃ))))))) ঃ))))))))))) কালকে মামুর ঐ মিমিক্রি আর ডিডিদার এই পোস্ট এর জন্যি যথাক্রমে রইলো। ঃ)
M | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০০ | 59.93.208.118
কেন কে জানে পাখি উড়ছেই উড়ছে, কিছুতেই দাঁড়ে বসছে না।
tkn | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৩ | 122.162.42.156
ডি, থাংকু। আগামী তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আর কোনো জোরালো সাজেশন না পেলে "কাফিলা" ইট ইজ ঃ-)
pinaki | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৮ | 67.43.241.179
ডিডিদা যথারীতি টু মাচ। ঃ-))
Tim | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৬ | 198.82.28.70
ছেঁড়া ভাই, বিচূর্ন ভাসুর।
ডিডিদাকে একমাত্তর বুবকার সাথেই তুলনা করা যায়। ঃ-))))))))))
dd | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৬ | 122.167.9.13
তাজ্য পোত্তুর, তাজ্য বাবা সবই হয়। সে তো রাগারাগির ব্যাপার। অভিমান।
কিন্তু পেমিকারে পেলাম না পেলাম না, হায় হায় রে মানে তো আর রাগারাগি নয়। মানে তেঁয়ারে বিয়া কত্তে পাল্লেম না, নিত্যানন্দ আমায় ধরো ধরো।
Bratin | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৪ | 117.194.98.145
কাফিলা র সেই ভেটকি র 'প্রেপ' টা বড় ভালো...
dipu | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১ | 59.164.190.117
:-D :-D:-D
a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৬ | 143.111.22.23
ঃ-)) ডিডি
কিন্তু ভাঙ্গা না হলেও ত্যাজ্যপুত্তুর হয় তো।
dd | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৬ | 122.167.9.13
সম্পুর্ন সোবার অবস্থায় আছি বলে ভুল ভাল যায়গায় পোস্ট করে দিলাম।
ঠিক করে দিইচি।
dd | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৪ | 122.167.45.75
না, মানে। এই বর বউ সম্পর্কটা খুব পার্সোনাল।
পিথিবীর বাকী সব, সব সম্পক্কো শেয়ার করা যায়। মা/বাবা/ভাই/বোন।সেজোশ্বশুর/ভাইপো। স্বচ্ছন্দে কইতে পারেন "আমার বস ঠিকই, কিন্তু য্যানো আমার নিজেরই বড়দা। এম্নি।" বা "আমার ছোটো পিসী তো আমার মায়ের মতনই একজন। হুবহু"
কিন্তু যদি বলেন "উনি শুধু আমার প্রতিবেশীনি ই নন, একেবারে য্যানো আমার নিজেরই বউ"। তাইলে ক্যাচাল হবে।
তাই পেমের আঠাটা বাকী অন্য সম্পক্কের সাথে তুলনা করা যায় না। ভাঙাপেম, পুরোনো পেমিকা,এসব হয় কিন্তু ছেঁড়া ভাই,বা বিচুর্ণ ভাসুর এম্নি তো শুনি নি। প্রাক্তন ছেলে ও নয়।
তাইলে পেম একেবারে ইজিকাল্টু সেক্ষ না হলেও একটা পোর্শন তো রয়েছেই। বিরোধও নেই, তক্কো ও নই। কতো পার্সেন্ট সেক্ষ থাকলে কতোটা পেম? সে নিজের নিজের ব্যাপার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন