আমি নটায় ঢুকি, সাড়ে পাঁচটাতে বেরিয়ে যাই। ডট। তারপরে আমাকে থামাতে বুকের পাটা লাগবে। বা বড়ো পাঞ্জা। মধ্যে দুটো দশ মিনিটের কফি ব্রেক। এক ঘন্টা লানচ। তাও দেখি খুবই টায়ারিং কাজ। কিসুই সময় নাই। সব গ্রোন আপ লোকগুলো হাবিজাবি কাজ করে যাচ্ছে।
যাই হোক, কোর ইনজিনীয়ারিং এ এখন মেয়েরা অনেক বেশি আসছে। এত দৈন্যের মধ্যে লোকে শুনলে খুশি হবে যে অন্ততঃ দুটি মেয়েকে আমি জানি যারা বালকো র সাইট করে এসেছে (একজন দু বছর) মধ্যেপ্রদেশের চম্বলে।
যদি সাইটে মেয়েদের কাজ করার সমস্যা থাকে, সেটা সাইটের প্রবলেম। দেশের সিভিল ইনজিনিয়ারিং সাইট নিয়ে যে অসুবিধা, ইভেন আগেকার ইনজিনিয়ারদের অ্যাপ্রোচে তা নিয়ে অনেক কথা লেখা যায়, কিন্তু জেনারাল পাব্লিকের ইন্টারেস্ট হবে না।
সব শেষে আরেকটা কথা, সামাজিক শোষণ হোক আর যাই হোক, মেয়েদের নিজেদেরও বহু সময় দোষ থাকে মাঠে ঘাটে কাজ করায়। জাস্ট বীয়ন্ড ইম্যাজিনেশান। কিন্তু যত সময় যাচ্ছে, অবস্থা ভালো হচ্ছে।
rabaahuta | ২০ আগস্ট ২০০৯ ১৮:৪৪ | 121.241.111.12
আধেক ঘন্টা রয়ে গেল বাকি বিষ্যুদবার সন্ধ্যে কাতর মনটা, দলপতি বলে ফাঁকিবাজ কাজে মন্দে শুক্কুরবার আসিবে কি আর সেই মধুঝরা যামিনী মহাউৎসব জমিবে কি আর রাত্রি অলস-গামিনী
rokeyaa | ২০ আগস্ট ২০০৯ ১৮:৩৬ | 203.110.246.230
অ পাই দিইইইইইই
Arpan | ২০ আগস্ট ২০০৯ ১৮:৩২ | 216.52.215.232
বাড়ি গিয়েও কাজ করি স্যার। আপনাদের মত আয়েসি নই।
তারমানে ভাববেন না খুব উচ্চাকাঙ্ক্ষী। ঃ-)
arjo | ২০ আগস্ট ২০০৯ ১৮:২২ | 168.26.215.13
সাতটার মধ্যে সব বাড়ি চলে যায়, জীবনে অ্যাম্বিশন বলে কিসুই নেই। এমন করলে বড় বড় জায়গায় পৌঁছবে কি করে? হরলিক্স খাও, শরীরে ও মনে বল পাবে।
Arpan | ২০ আগস্ট ২০০৯ ১৮:২০ | 216.52.215.232
ওয়ে, আমিও আর আধ ঘন্টার মধ্যে বাড়ি কাটব। ঃ-)
d | ২০ আগস্ট ২০০৯ ১৮:০২ | 144.160.5.25
এইত্তো শ্রাবণী হচ্ছে একেবারে ঠিক লোক এই নিয়ে বলার। ঝটপট বলে ফেলো তো।
আমি বাড়ী যাই। (এটা অপ্পনের জন্য ঃ) )
shrabani | ২০ আগস্ট ২০০৯ ১৭:৫৯ | 124.124.244.108
প্রচুর লিখতে পারি এ নিয়ে পনের বছরের চাকরি জীবনে। প্রথম ট্রেনিং এর সময়ই এক বং হেডের কাছে রিপোর্ট করতে গিয়ে প্রচন্ড ছি ছি শুনেছিলাম। মেয়েদের নাকি পড়ানো ছাড়া আর কোনো চাকরি করা উচিতই নয়। ছ বছর প্ল্যান্টের ভেতরে একমাত্র মেয়ে (বাইরে HR Contracts Finance এ ছিল।ঃ)
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৭:৫৭ | 61.95.144.123
এসব নিয়ে এত চাপ যে আমার মাঝে মাঝে ধোর বা... বলে ফের বাক্স গোছাতে ইচ্ছে করে।
d | ২০ আগস্ট ২০০৯ ১৭:৪৮ | 144.160.5.25
আইটিতেও আছে, কিন্তু খুব সুক্ষ্মভাবে এবং কোর এঞ্জিনিয়ারিঙের চেয়ে কম। কোর এঞ্জিনিয়ারিঙে অনেক অনেক বেশী।
আমাকে এবারের অ্যা অ্যাতেই আমার তৎকালীন বস জিগ্যেস করেছিল আমি এত বেশী অ্যাম্বিশাস কেন? আমি বললাম কিজানি জিনের মধ্যে আছে মনে হয়।
বোধি, মিঠু বলেছে সে এখন "শীতঘুম'এ আছে আর নাকি অনেক পড়াশোনা করছে।
kc | ২০ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 213.132.250.2
আরে লোহালক্কড় এসবতো সাইট বা শপ ফ্লোরের বা এগজেকিউশনের ব্যাপার, এমনি ডিজাইনের ক্ষেত্রেও যেসব মেয়েরা নাছোড়বান্দা হয়ে কাজ করতে চায়, তাদেরকে দু এক বছর পর প্ল্যানিং নামে একটা প্রায় ক্ল্যারিকাল আধাখ্যাঁচড়া কাজে লাগিয়ে দেওয়া হয়। পৌরুষত্তের এমন নির্লজ্জ আস্ফালন আর দেখা যায়না।
dipu | ২০ আগস্ট ২০০৯ ১৭:৪৬ | 207.179.11.216
ভারতে আমাদের দোকানে জনাসত্তর ব্যাটাছেলে, মোটে চারজন মেয়ে ঃ-((
h | ২০ আগস্ট ২০০৯ ১৭:৪০ | 203.99.212.224
আইন এবং রিড্রেসাল দুটো-ই দরকার।
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৭:৩৮ | 61.95.144.123
এটা বাইরেও আছে। বিলেতে। আম্রিকাতে কি জানি না। মেয়েরা মেনলি কাজ করে এডুকেশন বা চাইল্ড কেয়ার সেক্টরে। বা অফিস জব - সেক্রেটারি ইত্যাদি। মেডিক্যাল সেক্টরেও কিছু আছে - তবে নার্সিং-এ বেশি, ডাক্তারিতে অপেক্ষাকৃত কম। তবে কোর ইঞ্জিনিয়ারিং যারা আসে তাদের ক্ষেত্রে ডিসক্রিমিনেশনটা এদেশের চেয়ে কম। নেই তা বলবো না - কাগজে অনেক কিছু পড়েছি। তবে অ্যাটলিস্ট আইন আছে, বন্ধ করার চেষ্টা আছে।
h | ২০ আগস্ট ২০০৯ ১৭:৩৪ | 203.99.212.224
লোহালক্কড় এর সঙ্গে পৌরুসের একটা সম্পর্ক আছে বলে মনে করা হয়। জেনেরালি সমাজের হিতকর কাজকর্ম মেয়েরা কিসুই পারে না বলে ধরে নেওয়া হয়। তারা মেনলি সংসারের হিতকামনা করবে এরকম ব্যবস্থা। কেন নেই। অ্যাজ ইজ।
h | ২০ আগস্ট ২০০৯ ১৭:৩২ | 203.99.212.224
আমেরিকার কেউ ন্যাড়া,পারমিতা,মিঠু এদের ফোন কোরো। ছেলে মেয়ে গুলোর তো দেখাই নাই। বোজো- বলে যে লিখতো, ওর কথাও আমার খুব মনে হয়। খুব ই ভালো ছেলে।
প্রসঙ্গত, বিক্রম হেবি বদমাস। হঠাৎ ভালো ভালো কবিতার মধ্যে ক্যাওড়ামো করে গেল। শাঃ বঃ হাঃঃ-)
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৭:৩১ | 61.95.144.123
ধাবা নয় - হাইওয়ে/ব্রীজ ডিজাইন।
kc | ২০ আগস্ট ২০০৯ ১৭:৩০ | 213.132.250.2
এটা কিন্তু ঠিক কথা, core engineering (কিছুতেই বাঙলাতে লিখতে পারলামনা) এ মানে হার্ডকোর সিভিল, ইলেক্ বা মেক্ এ মেয়েরা কম থাকে, সব দেশেই, কেন কে জানে?
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৭:৩০ | 61.95.144.123
আছে, কিন্তু সম্ভবতঃ কিছুটা কম।
h | ২০ আগস্ট ২০০৯ ১৭:২০ | 203.99.212.224
এটা আইটি তেও আছে। পৌরুস কোথাও কম পড়ে নাই।
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৭:১৪ | 61.95.144.123
না না - চাকরি আছে প্রচুর - তবে মেইনলি পাওয়ার প্ল্যান্ট আর অয়েল অ্যাণ্ড গ্যাসে। যেটা বুঝলাম এক বছরে সেটা হল আইটিতে তাও সিনিয়র পোস্টে মেয়েরা অনেকটা অ্যাকসেপ্টেড। কোর ইঞ্জিনিয়ারিং-এ একদমই নয়। একটা মেয়ে এজিএম/ডিজিএম পোস্টে যাবে এটা অনেকেই সহ্য করতে পারে না।
আমার বউ একটা চাকরির ইন্টারভিউ দিতে গেসলো - মানে তারাই "কল' করেছিলো। সব দেখে বলেছে - আপনি তো বেশির ভাগ সময় বাইরে কাজ করেছেন, এখানে তো অনেকদিন আগে করেছেন - সবই তো ভুলে গেছেন, আপনার তো মেনলি হাইওয়েতে এক্সপিরিয়েন্স...ইত্যাদি। তো সেগুলো তো সিভি-তেই ছিলো - ডাকলো কেন? ছ্যাঁচড়া পাবলিক।
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৬:৪৬ | 61.95.144.123
লাইসেন্সড ঝুপস হলে একটা নীল রঙের টেবিল গোছের জিনিস - তাতে নম্বর লেখা, আশেপাশে চেয়ার/বেঞ্চি। মাথায় ছাউনি। বেসিক্যালি চায়ের দোকানের মত দেখতে।
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৬:৪৩ | 61.95.144.123
সেক্টর ফাইভের মেন রাস্তা - যেমন ধরো যেটা টেকনোপলিস থেকে ইনফিনিটির দিকে এসেছে - তার শাখাপ্রশাখাগুলোর ওপর খাবারের দোকান। সবচেয়ে বেশি আছে রশমি বিল্ডিং-এর গলিটাতে।
shrabani | ২০ আগস্ট ২০০৯ ১৬:৪১ | 124.124.86.101
আচ্ছা এই ঝুপস মানে ঠিক কিরকম দেখতে দোকান? আমি এখানে এত বর্ণনা শুনে সেবারে সেক্টর ফাইভ পারাবার সময় এদিক ওদিকে দেখলাম কিন্তু মেন রাস্তার ধারে কোথাও সেরম খাবার দোকান দেখলাম না তো। এগুলো কি ভেতরের দিকে?
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৬:২৬ | 61.95.144.123
আজকের ঝুপসটা পোষালো না।
স্বাস্থ্যভবনের ক্যান্টীনটা কি মেন বিল্ডিং-এর মধ্যে? না ওর পাশে?
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৬:২২ | 61.95.144.123
করে - কিন্তু আমি ঝুপস-হপিং করি - একটা একটা করে দেখি কোনটা কেমন।
Blank | ২০ আগস্ট ২০০৯ ১৬:১৬ | 170.153.65.102
সামনের ঝুপস গুলোতে ভেজ-এগ ম্যাগি করে না?
Blank | ২০ আগস্ট ২০০৯ ১৬:১৬ | 170.153.65.102
আরে স্বাস্থ্য ভবনের ঐ ক্যান্টিন টা অনেকটা ভেতরে। তবে বিকেলে কিছু পাওয়া যায় কিনা যায় না। দুক্কুরে খাবার জন্যি ওটা
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৬:০৫ | 61.95.144.123
আমার আজ ফের অম্নি ক্ষিদে পাচ্ছিলো বলে দুপুরে হেঁটে হেঁটে বড় রাস্তার মোড়ে বেনফিশ অবধি গেলুম - কিন্তু পছন্দ হল না - টাটকা মনে হল না দেখে। তাপ্পর মৎস্য দপ্তরের বাইরে বোর্ডে "চীপ ক্যান্টীন' লেখা দেখে ঢুকলুম - কিন্তু তার চেহারা দেখে বেরিয়ে এলুম - ঝুপসগুলো ওচ্চেয়ে পোস্কার। অনেকদিন আগে ব্ল্যাংকি বলেছিলো স্বাস্থ্য ভবনে নাকি ভালো ক্যান্টীন আছে - ঢুকলুম - কিন্তু কিছু খুঁজে পেলুম না। একটা হোস্টেল আছে - সেখেনে একটা ডাইনিং হলে লোকে খাচ্ছিলো - বাইরে থেকে এসেও - কিন্তু সেখানে আগে থেকে বলে রাখতে হয় কিনা বুঝতে পারলুম না বলে কাটিয়ে দিলুম। শেষে ফের এদিকে এসে একটা ঝুপসে পরোটা, আলুভাজা আর চিলি চিকেন (ওচ্চেয়ে আমি ভালো বানাই) খেলুম। তাপ্পর ক্যান্টীনে গিয়ে স্ট্যু আর আপেল+পেয়ারা+কলা।
এখন এট্টুস কফি আর বিস্কুট খাবো।
Samik | ২০ আগস্ট ২০০৯ ১৫:৫৩ | 122.160.41.29
কাল কি খেয়েছিলি?
Blank | ২০ আগস্ট ২০০৯ ১৫:৪৬ | 170.153.65.102
ক্লীয়ার হলো?
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৫:৩৯ | 61.95.144.123
ইস্স্স্স্স্স্স্স্স
dipu | ২০ আগস্ট ২০০৯ ১৫:২৮ | 207.179.11.216
পুঁক
Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৫:১৪ | 61.95.144.123
যারা প্রোজেক্টে কাজ করো - সবখানেই কি এরকম হয়? মানে ডেভেলপমেন্টের জন্যে ধরো একই IDE বলতে পারে - বা একই অ্যাপ সার্ভার - কিন্তু জানলা না অন্য কিছু, ফাফ না আইই, আউটলুক না পাইন - এসবও ঠিক করা থাকে?
ডিঃ - জাস্ট কিউরিওসিটি। টিসিএসে প্রোজেক্টে এই ব্যাপারটা ছিলো না। জানলাটা কমন ছিলো - কারণ তখনও লিনাক্ষ অত পপুলার হয়নি। কিন্তু বাকিগুলো নিয়ে ফ্লেক্সিবিলিটি ছিলো। অবশ্য ক্লায়েন্টের ভিপিএন গোছের ব্যাপার ছিলো না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন