এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ১০:৫৩ | 122.252.231.12
  • এইখানে কিছুই হচ্ছে না। আইটি বাউবিবিদের ঘুম সবে ভাঙল।
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ১০:৫২ | 59.164.99.144
  • আমার বাড়ির সামনের তামিল ইস্কুলে দুজন মোটা দিদিমণি ঢম্‌ঢম্‌ করে ড্রাম পেটাচ্ছে, ছাত্রছাত্রীরা একবার এদিকে-একবার ওদিকে বেঁকে ঝন্‌ঝনি নাড়াচ্ছে আর একজন মাস্টারবাবু প্লাস্টিকের চেয়ারে উঠে তারস্বরে গান গাইছে।
  • dri | ১৫ আগস্ট ২০০৯ ১০:৩৮ | 117.194.224.240
  • রঞ্জনদা, আপনি কি নিজে ফোন ট্যাপ করতে চান, না ফোন ট্যাপ হচ্ছে কিনা জানতে চান? আমাদের মত চুনোপুঁটিদের পক্ষে এটা প্রায় ইম্পসিব্‌ল। এর জন্য সার্ভিস প্রোভাইডারের হেল্প চাই। পুলিশ রিকোয়েস্ট করলে সার্ভিস প্রোভাইডার ফোন ট্যাপিংএর ব্যবস্থা করে দিতে পারে। আপনি আমি করলে করবে কিনা সন্দেহ। আর পুলিশ করছে কিনা সেটা জানা প্রায় ইম্পসিব্‌ল। পুলিশ হল স্টেট। বিগ কোম্পানী সব সময় স্টেটের সাথে আগে কলিউড করবে। পলিটিশিয়ান ধরা একটা আইডিয়া। কোনভাবে যদি মিডিয়ায় কোন চেনাশোনা থাকে তাহলে সেদিক দিয়ে কিছু ট্রাই করতে পারেন।
  • dri | ১৫ আগস্ট ২০০৯ ১০:৩৩ | 117.194.224.240
  • সুভাষ ঘাই অস্কার। অপ্পনের সত্যজিৎ কানে গোল্ডেন পাম। ঈশেনের মৃনাল স্পেশান জুরি অ্যাওয়ার্ড ইন ফেস্টিভ্যাল অফ ক্যানাডা। আর ঈশেনের ঋত্বিক রিট্র্যাক্টেড ফ্রম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল ফর প্ল্যাজিয়ারিজ্‌ম।
  • rokeyaa | ১৫ আগস্ট ২০০৯ ১০:৩১ | 203.110.246.230
  • স্কার্ট দিয়ে চোখের জল মোছার ব্যাপারটা ভাবতে এট্টু চাপ। থাগ্গে। স্বাধীনতা দিবসের সকাল। খারাপ কথা ভাব্বো না।
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ১০:১৫ | 59.164.99.144
  • নিতাইবাউ ঃ-)))))))

    ফাট্যে দেচেন তো মশয়!
  • nitai | ১৫ আগস্ট ২০০৯ ১০:০৫ | 66.57.226.145
  • * ocampo ঃ(
  • nitai | ১৫ আগস্ট ২০০৯ ১০:০৩ | 66.57.226.145
  • মৃণাল মানিক তো হল-এবার অন্তে সুভাষ ঘাই টাও হয়ে যাক।
    রবি ঠাকুর (অমিতাভ) থেমে থেমে স্বাস নিছেন আর হ্নেই হ্নেই করে হেচকি তুলছেন,ওর প্রত্যেক টা হেচকির সাথে, বিদেশীনী o-kampoর কলম থেকে কালির বদলে এক ফোটা করে জল বেরুছে। কাট টু ফরেন লোকেশন-টেলিপ্যথীয় কলে সাড়া দিয়ে আলুথলু বেশে বিদেশীনী (priyanka chopra with makeupছুটছেন,second world war হেতু পথে প্রচুর বাধা বিপত্তি , শেষমেষ অগুনতি জাপানি বোমা tackle করে direct parachute করে জোড়াসাকো তে landing সঙ্গে সঙ্গে courtyard এ রথীন থকুর প্রশান্ত মঃ ইত্যদির দাম দাম করে কিছু গাম্বট ঢাক বজনো শুরু । লাস্ত সিন-o-kampo এসে দেখেন ইন্দিরা দেবির গুরুদেবের বুকের ওপ্র মথ, গুরুদেব এর এক্টা হাত ওর চুলে, এই দেখে কোনোরকমে skirt দিয়ে চোখের জল মুচে যেই turn around কর্ছেন,ওম্নি আর এক হাতে খপ করে গুরুদেব তাকে ধর্লেন এবঙ্গ বক্ষালগ্নার দিকে আড়চোখে ইশারা করে অন্তিম ডইলগঃ 'কুছ কুছ রিস্তে হে জিসকা কৈ নাম নেহি হোতা'
    the end
    ফিলিম tagline
    'love is noble,love is nobel'
  • dipu | ১৫ আগস্ট ২০০৯ ০৮:৪৬ | 59.164.99.144
  • অ্যামন গাঁতিয়ে বন্দেমাতরম চালিয়েছে যে তড়াক্‌ করে ঘুম ভেঙে গ্যালো। একদিন যদি একটু শান্তিতে ঘুমোনোর জো থাকে ঃ-(((
  • Tim | ১৫ আগস্ট ২০০৯ ০৪:০৮ | 198.82.20.241
  • ডিডিদা কবতে না লিখেই চলে গেলেন নাকি? ঃ(
  • Abhyu | ১৫ আগস্ট ২০০৯ ০৩:৫১ | 128.192.7.51
  • রঞ্জনদা সাবধানে থাকবেন একটু।
    তীর্থদা কি লিখছ? ঃ)
    আমার অর্পণের সত্যজিতটাই বেশি পছন্দ হল।
  • Tim | ১৫ আগস্ট ২০০৯ ০৩:৩৪ | 198.82.20.241
  • ইস একগাদা টাইপো হইলো।
  • Tim | ১৫ আগস্ট ২০০৯ ০৩:৩৩ | 198.82.20.241
  • আমরা একটা প্রতিযোগীতা আহ্বান কত্তেই পাঅরি। শর্টফিল্ম। বিষয়ঃ রবিন্দোনাথ, চোন্দিল ও পটল । প্রথম পুরষ্কার ঃ কাগুজেগুরুর ফিরি সাবস্কেইপশান।

    (বাংলা দেখা যাচ্ছে না) ঃ-(
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ০৩:২০ | 122.252.231.12
  • পটল কোন বিষয়ই না। বিষয় হল স্মার্টনেস ও পরিমিতিবোধ। ঃ)
  • a x | ১৫ আগস্ট ২০০৯ ০৩:১৯ | 143.111.22.23
  • বর্ণ এগেইন কবি ঃ-))))
  • a x | ১৫ আগস্ট ২০০৯ ০৩:১৫ | 143.111.22.23
  • আরে অর্পণ আর ঈশানের গল্পে তো ঋত্বিক আর সত্যজিতের পটল পাল্টাপাল্টি হয়ে গেল!! চন্দ্রিল বেদম খচে যাবে কিন্তু এরম করলে!
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ০৩:০৮ | 122.252.231.12
  • আরে। রাতের বেলা বলা ছিল নাকি? অসুখ করলে সেকালে তো নিদান দিত দরজা জানলা বন্ধ করে রাখতে। পাঠক, অমল ও দইওলা স্মরণ করুন। ঃ-(
  • pi | ১৫ আগস্ট ২০০৯ ০৩:০১ | 128.231.22.89
  • :D
    কিন্তু পিলসুজ নিভে গেলে ক্যালেন্ডারের পাতা পড়া যাবে কেমনে ?
    শ্রাবণরজনীর জ্যোৎস্নায় ?
    দমকা হাওয়া মানে তো নিঘ্‌ঘাত ঝড়। মানে মেঘ। তাতেও চাঁদ ঢাকা পড়লোনি ?
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০২:৫৬ | 140.247.29.163
  • সবগুলোই ব্যপক ঃ-)
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ০২:৫০ | 122.252.231.12
  • কলকাতা ১৯৪১ টা হেব্বি হয়েছে। ঃ)
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ০২:৪৯ | 122.252.231.12
  • অথেন্টিক আবার কী? যে যেমন করে শুনেছে, বলেছে ও বুঝেছে। ঃ)
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০২:৪৫ | 12.163.39.254
  • অর্পনের টা অথেন্টিক হতে পারে। কিন্তু আমার টা অনেক ভালো।

    এ ব্যাপারে গণভোট চাইছি। ঃ)
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০২:৪৪ | 12.163.39.254
  • ৪। ঋত্বিক ঘটক।

    দৃশ্য এক। ঘরের বাইরে দিগন্তবিস্তৃত খেত। আর ঘরের মধ্যে একজন খেঁকুরে বুড়ো। তক্তপোশে বসে জ্ঞান বিতরণ করছেন। ইনিই রবি ঠাকুর। "ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো"। ইত্যাদি প্রভৃতি। শুনে ভক্তরা হেবি খচে যাচ্ছে। এবং একে একে বিদয় নিচ্ছে। একজন ভক্ত দুম করে দরজায় লাথি মারল রেগে গিয়ে। দরজাটা কব্জা থেকে উপড়ে এল। রবি ঠাকুর একেবারে একা। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। রবি ঠাকুর মাথা নামালেন। চোখে জল। কাট।

    দৃশ্য দুই। দিগন্ত বিস্তৃত খেতের মধ্যে একা দাঁড়িয়ে রবি ঠাকুর। মুখে অপার্থিব হাসি। মাথা নামিয়ে খেতের গাছ থেকে কি যেন তুললেন। হাত উঁচু করার পর দেখা গেল সেটা একটা পটল।
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ০২:৩৯ | 122.252.231.12
  • সংক্ষেপে বলছি। যেরম শুনেছিলাম।

    সন ১৯৬১। তথ্য ও সংস্কৃতি দফতর রবীন্দ্রনাথ নিয়ে শর্টফিল্ম বানাবার ফরমাস দিল। বিষয় বাইশে শ্রাবণ।

    তো, ঋত্বিক ও সত্যজিৎ দুজনেই তখন প্রতিভার মধ্যগগনে। দুজনের কাছেই অনুরোধ গেল।

    একই দিনে দুজনের ফিল্মের স্ক্রিনিং হবে। লোকজন বেশ রোমাঞ্চিত। প্রথমে ঋত্বিক। অণুছবি। পাঁচ মিনিটের। দেখা গেল রবীন্দ্রনাথ ভগ্নস্বাস্থ্যে মৃত্যুশয্যায়। ঘরের কোণে একটি পিলসুজ জ্বলছে। হঠাৎ করে দমকা হাওয়ায় ঘরের জানলার পাল্লাটা দমাস করে খুলে আছড়ে পড়ল। সেই হাওয়ায় পিলসুজ গেল নিভে আর দেওয়ালের ক্যালেন্ডারের পাতা ফরফর করে উড়তে উড়তে একটা পাতায় এসে স্থির হল। ক্যামেরা জুম করে দেখাল বাইশে শ্রাবণ। শেষ।

    এরপরে সত্যজিৎ। চারিদিকে কোথাও কিছু নেই। নির্মল সকাল। মেঘের ফাঁকে রোদ উঠেছে। পাখপাখালি ডাকছে। মাঠে গরু চরছে। কাট। এবার দেখা গেল আশ্রমের ঘর। ঘরের বাইরে একজোড়া পাদুকা রাখা। দরজা খুলে রবীন্দ্রনাথ বাইরে এলেন। জুতো পায়ে গলিয়ে তিনি নামলেন। মুখ দেখা গেল না কারণ ক্যামেরা তাঁকে পিছন থেকে কভার করছে। এ মাঠ ও পাড়া পেরিয়ে তিনি ঋজু পদক্ষেপে তিনি গ্রামের শেষ মাথায় এসে পৌঁছলেন। এইখানে বসতবাড়ি শেষ হয়ে চাষের জমি শুরু হয়েছে। রবীন্দ্রনাথ সামনে ঝুঁকে খেত থেকে একটি পটল তুলে নিলেন। সমাপ্ত।
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০২:৩৫ | 12.163.39.254
  • তাইলে আমি বলি। গপ্পোটা আমার ঠিক মনে নেই। বানিয়েই লিখি।

    রবি ঠাকুরের মৃত্যু। শুট করবেন চারজন বাঘা বাঘা পরিচালক।

    এক। তপন সিংহ। রবীন্দ্রনাথ শুয়ে আছেন রোগশয্যায়। ঘরের এক কোণে মৃদু আলো। মাথায় এক তরুণী হাত বুলিয়ে দিচ্ছে। দরজার বাইরে অগণিত মানুষের ভিড়। আলো নিভে গেল।

    দুই। সত্যজিত রায়। ঘরের কোনে পিয়ানো। পিয়ানোর সামনে বসে ইন্দিরা দেবী। পিয়ানোর মধ্যে থেকে শট (চারুলতা স্মরণ করুন), স্থানু ইন্দিরা দেবী। এক্সপ্রেশনহীন। গালে হাত। হাতে চুড়ি। গুরুদেব কোথায়? কে একটা এই জাতীয় প্রশ্ন করল, ভালো শোনা গেলনা, শুধু গুরুদেব কথাটা শোনা গেল। হাতটা একটু নড়ে উঠল, চুড়ি পড়ে গেল। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল তারসানাই। ইন্দিরা দেবী কাঁদছেন।

    তিন। মৃণাল সেন। ঘরে অসহ্য ধোঁয়া। রবি ঠাকুর শুয়ে আছেন। কেন ধোঁয়া? বাইরে দেখা গেল কে যেন উনুন ধরিয়েছে। রবি ঠাকুর উঠলেন, কোনোমতে জানলা বন্ধ করলেন। ধোঁয়া কিন্তু কমলনা। বেড়েই চলল। রবি ঠাকুর খকখক করে কাশছেন। ধোঁয়া ক্রমশঃ বাড়ছে। একটু পরে আর রবি ঠাকুরকে দেখা গেলনা। পর্দা জুড়ে শুধু ধোঁয়া। নিচে ক্যাপশান কলকাতাঃ ১৯৪১।
  • arjo | ১৫ আগস্ট ২০০৯ ০২:১৬ | 168.26.215.13
  • কই আমি জানি না, শুনি শুনি।
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ০২:১৫ | 122.252.231.12
  • এই তো জানে সবাই। পটল সংক্রান্তই।
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০২:১০ | 12.163.39.254
  • পটল সংক্রান্ত? না হলে আমি শুনতে চাই। আমরা ঝান্ডাবাজ, ডান্ডাবাজদের ভয়ে ভীত নই।

    তীর্থং, ন্যাড়াদা এখন এলাকায় নেই। তাড়া থাকলে তুমি আপাততঃ বাংলা জারটাই ট্রাই করো।
  • a x | ১৫ আগস্ট ২০০৯ ০২:০৯ | 143.111.22.23
  • শুনি।
  • Arpan | ১৫ আগস্ট ২০০৯ ০২:০৮ | 122.252.231.12
  • ঋত্বিক ও সত্যজিৎ নিয়ে একখানি অখাইদ্য চুটকি আছে বাজারে। সেইটা বলতে গেলে না লোকে ডান্ডা নিয়ে তেড়ে আসে।
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০২:০২ | 140.247.29.163
  • ওহে আর্য, আমি মামুর গ্যাঁড়াকল, থুড়ি, গুরু-র এডিটরের কথা বলিনি - সে তো আজকাল তেল খাওয়া মেশিনের মত সাঁই সাঁই করে চলে। বহু কষ্টে জারের অত্যাচার মুক্ত বলশেভিক হয়ে এখন বঙ্গলিপির টিরানিতে কাঁদো কাঁদো। একটার বেশি দুটো অ্যালফাবেট লিখলেই এরর মেসেজ দিচ্ছে। ন্যাড়াদা-আ-আ-আ-আ!
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০১:৫৮ | 12.163.39.254
  • আপাততঃ গুরু থেকে বাংলা জারটা নামিয়ে লেখো। ন্যাড়াদা এলাকায় এলে ঠিক করে দেবে খন।
  • arjo | ১৫ আগস্ট ২০০৯ ০১:৫৭ | 168.26.215.13
  • এই সব সমস্যা এড়াতে একটা rfe দিই। যদিও একটু ভজঘট। লোকের নামে নামে লগ ইন থাক। সব্বাই লগ ইন করে লিখবে, সেভ করবে, যখন শেষ হয়ে যাবে তখন সেটা ঈশানকে পাঠিয়ে দেবে। ৫০ জিবির বেশি জায়গা কি লাগবে? টেকনিকাল ইমপ্লিমেন্টেশানটা অবিশ্যি ঠিক সহজ নয়।
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০১:৫২ | 140.247.29.163
  • ঈশান বুঝেই ফেলেছে যে আমি বঙ্গলিপি নামাচ্ছি ঃ-)

    কিন্তু এত পরিশ্রম ক'রে লাভ কি হল?

    আবেগে আপ্লুত হয়ে এডিটর খুলে যেই না লিখতে গেছি "পঞ্চু পিসে ছাতের পরে ভূতের সাথে কুস্তি লড়ে', অমনি এডিটর খ্যাঁক খ্যাঁক করে বলল A null pointer error has occured

    বোঝো ঠ্যালা!
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০১:৪৪ | 140.247.29.163
  • ডিডিদা এক্কেরে আমার মনের কথাটাই কয়েছেন। আশেপাশে সব্বাই কেমন টকাটক শিখে নেয় আর নতু ন নতুন ম্যাজিক দেখায়, আর আমি অ্যাকোয়ারিয়ামে লাল-নীল মাছ দেখার মত হাঁ করে তাকিয়ে দেখি।
  • dd | ১৫ আগস্ট ২০০৯ ০১:৩৭ | 122.167.2.54
  • না রে আজ্জোদা,
    ব্যাপারটা ক্যামন য্যানো জটিল।
    তোমরা যখন হামাগুড়ি দিচ্ছো তখন থেকেই আমার ডেস্কে পি সি। কিন্তু ব্যপারটা কিছুতেই রপ্ত হোলো না।

    আমাদের কালের কিছু লোক কিন্তু বেশ টকাটক শিখে নিলো। বেশ কিছু, অনেকেই ক্যামন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। থাকলো তো থাকলোই। পিসি আর সে, মুখোমুখী। কিন্তু কেউ কেউরে বুঝতে পাল্লো না। সে যে কী ট্যাজেডী। মা গো।

    ইইস, ভাবলেই, চোখ ছল ছল করে ওঠে।
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০১:৩৬ | 12.163.39.254
  • চলারই তো কথা। ঃ) এবার তাহলে বাংলা লিখতে আর কোনো অসুবিধে থাকার কথা নয়। তীর্থং এবার আমাদের জন্য একটা লেখা নামাচ্ছে। আগাম থ্যাঙ্কু।
  • arjo | ১৫ আগস্ট ২০০৯ ০১:২৮ | 168.26.215.13
  • হাতে নাতে প্রমাণ দেখে নিন। ;)
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০১:২৬ | 140.247.29.163
  • আজ্জো জিও ওস্তাদ! হয়ে গেছে! আবার, হগ্গলেরে থ্যাঙ্কু, থ্যাঙ্কু!
  • arjo | ১৫ আগস্ট ২০০৯ ০১:২৫ | 168.26.215.13
  • দুর ডিডি জানেন না।

    আমি মনে হয় .২৫ ডিডি। ১০ টা বসন্ত ধরে আইটির চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং।

    জানাটা বড় কথা নয় জানার ভানটাই বড়। ঃ)
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০১:২১ | 140.247.29.163
  • আচ্ছ, এইবার হয়েছে। থ্যাঙ্কু দু। বলছে java version "1.6.0_11"
    Java(TM) SE Runtime Environment (build 1.6.0_11-b03)
    Java HotSpot(TM) Client VM (build 11.0-b16, mixed mode, sharing)
    ন্যাক্সট?
  • arjo | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৮ | 168.26.215.13
  • java -version

    java আর - এর মধ্যে স্পেস আছে। version টা - এর গায়ে লাগানো।

    আমার মনে হয় যেখানে .jar file টা আছে কমান্ড প্রম্পটে cd করে সেখানে গিয়ে

    java -jar <file name>.jar চলে যাবে।
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৮ | 140.247.29.163
  • ওমনাথকেঃ আমার .jar আর্কাইভটা আসলে winzip দিয়ে নয়, powerachiever দিয়ে খুলছে। তা আমি তোমার পরামর্শমত powerachiever খুলে configurations-এ গিয়ে দেখলাম যে সেটা jar ফাইল ফরম্যাটের সঙ্গে অ্যাসোসিয়েট করা আছে। তো, দিলাম জারকে ভাগিয়ে। কিন্তু কিসুই হল না, যেই আবার জার ফোল্ডারে ডাব্‌ল্‌ ক্লিক করেছি, অমনি ধাঁই ধাঁই করে powerachiever খুলে গিয়ে extract করতে চাইছে ঃ-(
  • pi | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৭ | 128.231.22.89
  • ধুর,১০x লাগবে না, ৩x ডিডি হলেই হবে তো !

    ডিডি ! ডিডি! ডিডি!
    ম্যানেজার এক্কেরে চোখ বন্ধ করে ভস্‌সা করে নিয়ে নেবেন।
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৭ | 12.163.39.254
  • হ্যাঁ হ্যাঁ একটা স্পেস থাকবে।
  • Du | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৬ | 65.124.26.7
  • java -version একটা স্পেস দিয়ে
  • Ishan | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৪ | 12.163.39.254
  • টইতে এটা লেখা ঠিক হবেনা। ডিডির ঢঙে এখানেই লিখি ঃ)

    আমার না সত্যজিত রায় আর ঋত্বিক ঘটক, দুজনের ফিলিমই এখন অখাদ্য লাগে। সবকটাই লাগে কিনা বলতে পারবনা। আমার প্রিয়তম ফিলিমগুলো কদিন আগে দিস্তে বেঁধে কিনেছিলাম। তার মধ্যে দেখেছি তিনটে। যুক্তি-তক্কো-গপ্পো, সীমাবদ্ধ, আর প্রতিদ্বন্দ্বী। বাকিগুলো আর সাহস করে দেখতে পারলাম না। অথচ বয়সকালে কি ভালই না লাগত।

    ভাবছি এই নিয়ে একটা লেখা লিখব। ফাজলামি না, সিরিয়াস।
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৩ | 140.247.29.163
  • ঈশানকেঃ কম্যান্ড প্রম্পটে java-method লিখে ঝপাত করে এন্টার মারতে কয়ঃ 'java-version' is not recognized as an internal or external command, operable program or batch file. আমি java হাইফেন method লিখেছিলাম, সেটা কি ঠিক না ভুল?
  • Tirthang | ১৫ আগস্ট ২০০৯ ০১:০৭ | 140.247.29.163
  • ডিডিদা, ঃ-)))))

    একটা মিটিঙে একটু ফেঁসে গেসলাম। ঈশান, ওমনাথ (এবং অক্ষকে ঃ)) থ্যাঙ্কু। এইবার এক এক করে সব মেথডগুলো অ্যাপ্লাই ক'রে ফলাফল জানাচ্ছি।
  • a x | ১৫ আগস্ট ২০০৯ ০০:৫১ | 143.111.22.23
  • আজ মনে হয় তীর্থং এদিকে আর আসবেনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত