এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • intellidiot | ১১ আগস্ট ২০০৯ ১১:০২ | 220.225.245.130
  • "কাগুজে গুরুর গ্রাহক হোন' এই পাতার লেখা কি সবাই পড়া যাচ্ছে? নাকি আমার এখানেই সমস্যা।

    আর একটা কথা, ইউনিকোড ভার্সানে এই নোটিসটা নেই তো...
  • quark | ১১ আগস্ট ২০০৯ ১০:৫৫ | 202.141.148.99
  • সেই! নিজে থেকে ইন্‌টক্সিকেটেড না হ'লে টক্সিক কিনা বলা ভারি মুশকিল।
  • Arijit | ১১ আগস্ট ২০০৯ ১০:৫৩ | 61.95.144.123
  • কাগুজে গুরু-র নোটিশে বানান ভুল আছে - **নিষ্কিয়তা** আবার কি জিনিস?
  • Arijit | ১১ আগস্ট ২০০৯ ১০:৪২ | 61.95.144.123
  • একবার ডাক্তার দেখান। এম্নি ফ্লু আর h1n1-এর সিম্পটমে খুব তফাত নাই, তবে আমাকে ডাক্তার বলেছে পরেরটার ক্ষেত্রে শরীর অনেক বেশি টক্সিক হবে। মুশকিলটা হল আমরা সাধারণ লোকেরা এক্সপার্ট নই যে চেহারা দেখে বলবো টক্সিক নাকি টক্সিক নয়। তবে সব ফ্লু-ই ছোঁয়াচে, কাজেই বেসিক নিয়মগুলো মেনে চলাই ভালো।
  • teman keu na. | ১১ আগস্ট ২০০৯ ১০:৩৪ | 122.162.42.146
  • তিনদিন ধরে খুকির সর্দি। স্কুল যাচ্ছে আসছে। স্কুল থেকে বলেছে সর্দি কাশি জ্বর বমির উপসর্গ দেখা দিলে পরীক্ষা নিয়ে মাথাব্যথা না করতে। সব নাকি taken care of করা হবে। কাল রাত থেকে নিজে নাক টানছি। আজ সকালে মাথা যন্ত্রণা এবং জলে জলময় (কুছ লেতে কিঁউ নেহি সিচুয়েশন)। এসবে যে কখোনো ভয় পেতে হবে ভাবিনি। কিন্তু এখন পাচ্ছি। কি করব? ঠিক কি কি করা উচিত। যাদের এই সিজনে 'এ বছরে' এ অভিজ্ঞতা আছে/হচ্ছে তারা একটু বলে দেবেন? নিজের জন্য না, মেয়ের জন্যই চিন্তা হচ্ছে খুব...
  • dipu | ১১ আগস্ট ২০০৯ ১০:০৮ | 207.179.11.216
  • ঃ-)
  • sinfaut | ১১ আগস্ট ২০০৯ ১০:০৭ | 203.91.207.30
  • তবে জোকটা বড় অবভিয়াস। বলতেও হয় না।
  • dipu | ১১ আগস্ট ২০০৯ ১০:০৩ | 207.179.11.216
  • না, ডেবিট কার্ড দিয়েও করা যাবে।
  • dipu | ১১ আগস্ট ২০০৯ ১০:০২ | 207.179.11.216
  • এসেমেস ই পড়েছিলাম। তবে জোক পড়ার সাইটের তো কোনো অভাব ঘটেনি। এই নে .....http://www.jokesgallery.com/
  • Arijit | ১১ আগস্ট ২০০৯ ১০:০২ | 61.95.144.123
  • শুধু ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন করতে হবে নাকি ডেবিট কার্ডও? আমার ক্রেডিট কার্ড নাই, তার মানে কি আমি বেঁচে গেলুম?
  • Arijit | ১১ আগস্ট ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.123
  • দেখবো না কেন - বেসিক ইন্সটিংক্ট প্রথমটা দেখেছিলুম - মাথামুণ্ডু নাই। তাও দু নংটা নিয়ে কেন লোকে চিল্লামিল্লি করে সেটা দেখার।
  • rokeyaa | ১১ আগস্ট ২০০৯ ০৯:৫৩ | 203.110.243.21
  • এইসব "অসব্য জোক' পড়তেও পাওয়া যায় নাকি? আমি তো জান্তাম শুধু কেলাসের ফাঁকে গাছতলায় এগুলো শুন্তে পাওয়া যায়। অবস্য এসেমেস পড়ার কথা হলে আলাদা কেস।
  • dipu | ১১ আগস্ট ২০০৯ ০৯:২৯ | 207.179.11.216
  • পোচন্ড ল্যাদ লোকেরা নাকি এই ভূমিকম্পের আশায় বসে থাকে। এই নিয়ে একটা অসব্য জোক পড়েছিলাম, তবে সাতসকালে অসব্য কথা বলব না।
  • rokeyaa | ১১ আগস্ট ২০০৯ ০৯:১৬ | 203.110.243.21
  • কাল রাত্তিরে ভূমিকম্প হয়েছিলো, ঘুম ভেঙে গেছলো। প্রথমে ভেবেছিলুম যে কেউ বাওয়াল দিচ্ছে, তারপর বুঝতে পেরে " ওঃ! ভূমিকম্প হচ্ছে!' ভেবে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলুম। এইমাত্তর আবাপ দেখে মনে পড়লো।
  • dipu | ১১ আগস্ট ২০০৯ ০৬:১১ | 59.164.189.68
  • হ্যাঁ হ্যাঁ, মনে পড়েচে। থ্যাংকু বাইনারিদা। কিন্তু আমি আবার দেখতে চাই। অনলাইন কোথাও দেখার সুযোগ থাকলে পিলিজ জানাবেন।
  • Binary | ১১ আগস্ট ২০০৯ ০৩:৫৭ | 198.169.6.50
  • দিপুকে 'বিলেত ফেরত' সম্বন্ধে এট্টু জ্ঞান দি, আগে যদি কেহ না দিয়ে থাকে।

    ঐটি আসলে একটি সিনেমা নয়, তিনটি সিনেমার সমাহর। 'ষাঁড়', 'গাধা' আর 'রক্ত'। আর এর মধ্যে, 'রক্তে', সৌমিত্র, অপর্না সেন অভিময় করেছেন।
  • san | ১১ আগস্ট ২০০৯ ০১:০৬ | 123.201.53.130
  • অপ্পন কি ভাষায় মেল পাঠায়? কিসব আঁকিবুকি শুধু দেখা যাচ্ছে।

    আমি বাংলা আর ইংরিজি ছাড়া কিছু পড়তে পারিনা কিন্তু।
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০১:০১ | 122.252.231.12
  • হু।
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০১:০০ | 115.108.25.26
  • ব্যানারের নীচে ঐ যে আইডল হ্যান্ড এর মত হাতকাটা ব্যাপারটা, ওটা কি আগে ছিল?
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:৫১ | 128.231.22.129
  • আহা,গুঁতো হিসেবে গানের এফেক্টিভনেসের ব্যাপারটা তো নিজের ( গুঁতো দেবার) এক্সপেরিয়েন্স থেকেই বলা। ঃ)
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৭ | 143.111.22.23
  • নতুন আই ই ডাউনলোডানোর পর ফন্ট গুলো কেমন পিঁপড়ের পায়ে কালিমাখা পায়ের আঁচড় টাইপ হয়ে গেল। অর্কুটে আবার বাংলা ফন্ট হাফ হয়ে দেখাচ্ছে।
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৭ | 115.108.25.26
  • সাঁতার কেটে এটা করা যায় না?
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৫ | 59.93.214.169
  • বেউলো শিখে ফ্যাল ঃD
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৫ | 122.252.231.12
  • কিন্তু সকালের ট্র্যানস্লেশন এখনো হয়নি? ফেল, ফেল!
  • san | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৪ | 123.201.53.130
  • পাইদি ভাল গান গায় বলে আমারে এমনি অপমান করল ! নাঃ। কালকেই আম্মো বেহালা গিটার কি তবলা কেলাসে ভত্তি হয়েই ছাড়ব ঃ-(((
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:৪২ | 128.231.22.129
  • আর গুঁতোনোর জন্য ও তো শিং প্রিরিক্যুইসিট নয়।
    কনুই আছে, গান আছে।
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:৪০ | 115.108.25.26
  • সত্যি সত্যি ডাকতে গেলো নাকি!
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:৪০ | 59.93.214.169
  • ক্লাসিকাল মেকানিকসে শিংহীন স্যানের পক্ষে গোঁতানো অসম্ভব। কিন্তু কোয়ান্টাম মেকানিকস এলে স্যানের শিং গজানোর সম্ভাবনা তৈরী হয়।
    কিন্ত যেহেতু আগে থেকে ইহা বলা সম্ভব নয় যে স্যান শিং এবং মোষের আপেক্ষিক অবস্থান কি হবে, তাই ইহাও বলা সম্ভব নয় যে স্যান তার শিং দিয়া কোনোদিন মোষেদের গুঁতাইবেনা।
    হেন্স, স্যানের এবং মোষের মুখোমুখি সংঘর্ষের একটি সম্ভাবনা তৈরী হচ্ছে। টিমের কেলাশ শেষ হলে টিম অঙ্ক কষে আপনাদের বাকিটা বলে দেবে। ডায়াগ্রাম চাইলে হুতো কে জিজ্ঞাসা করুন।
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৮ | 122.252.231.12
  • মোষ ভিন্ন আর কারো শিং হয় না নাকি!
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৭ | 115.108.25.26
  • শিং নেই! রাতে ভালো করে বিশ্বকর্ম্মা'কে ডাকো। ভোরের দিকে নাহয় গজিয়ে যাবে'খন।
  • san | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৭ | 123.201.53.130
  • মোষের থেকে রেন্টে শিং নিয়ে আবার মোষকেই গুঁতিয়ে দেব? এথিকস বলে কি কিছুই নেই আমার?
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৬ | 122.252.231.12
  • রেন্টে নাও।
  • san | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৫ | 123.201.53.130
  • কিন্তু আমার যে শিং নেই !!
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৪ | 59.93.214.169
  • ভদকায় দেয় যখন, নিম্বু পানি আর কি দোষ কল্লো
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৩ | 115.108.25.26
  • রাইটো। কিন্তু খুঁজে অলরেডি পাওয়া গেছে তো। স্যান মোষকে বলে গুঁতিয়ে দেবে এমন কি একটা কনসেনশাস চলছিলো তো!
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৩ | 59.93.214.169
  • ইহা এক অতি প্রাচীন সাইকেল। একই বৃত্তে ঘুরে চলে সব। তাড়ায় হারায় আর ফিরে আসে সব শেষে। এই বৃত্তের কোনো শুরু শেষ নেই, শুধু সময়ের প্রেক্ষিতে পরিবর্তন আছে।
    মম্মাম্মো ...
  • san | ১১ আগস্ট ২০০৯ ০০:৩০ | 123.201.53.130
  • সেদিন একটা দোকানে আবার নিম্বুপানিতে লংকা দিয়েছিল !
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:২৯ | 128.231.22.129
  • খাড়ানো নিয়ে আলোচনা হয়নি তো । তাড়ানো, হারানো ও তার্পর খুঁজে আনা নিয়ে আলোচনা চলছে তো।
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:২৭ | 122.252.231.12
  • মাম্মাম্মার বিপ্রতীপে একটি পোমো সাবল্টার্ন অবস্থান? মমামো?
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:২৬ | 115.108.25.26
  • মশা-মামু-মোষ কেস্টা শেষপজ্জন্ত কি খাড়াইল?
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:২৩ | 122.252.231.12
  • দোকানে প্রবলেম হচ্ছে না। দিব্যি তো করছি।
  • san | ১১ আগস্ট ২০০৯ ০০:২০ | 123.201.53.130
  • ওটা না নিলে আর অনলাইন ট্রানজাক্সন করা যাবেনা। দোকানফোকানে করা যাবে কিনা তা অবশ্য জানিনা।

    কাল মেকমাইট্রিপে দেখলাম রেজিস্ট্রেশন নং টা চাইতে শুরু করেছে ঃ-(
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:১৯ | 128.231.22.129
  • আর আমার মনে পড়লো, আমার ক্রেডিট কার্ডের মেয়াদ ফুরিয়ে গেছে ঃ(

    দু সপ্তাহ আগে রিনিয়ু করার কথা ছিল, আর তখন কি সুন্দর মনেও ছিলো। কিন্তু তখন আমার কাছে আমার এক্সিস্টিং কার্ড , ব্যাংকের কার্ড কিছুই ছিলো না।
    নিউ জার্সি থেকে আমার পার্স যখন পোস্ট মারফত অবশেষে ফেরত এলো, তখন ই ঠিক রিনিউ করার কথাটা ভুলে গেলুম ঃ(
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:১৮ | 115.108.25.26
  • আচ্ছা!
    কিন্তু সেটা তো অনেকদিন থেকেই আছে। যেমন, এইচডিএফসি'র নেটসেফ ইত্যাদি। কাঃ কেঃ ফোন করে দেখি। ঝামেলা!
  • san | ১১ আগস্ট ২০০৯ ০০:১৭ | 123.201.53.130
  • রাইট রাইট সোডেক্সো আছে তো। বেঙ্গালুরুর অল্টার্নেট কারেন্সি বলে কথা ! আজ্জোদাকে রাজি করাতে হবে ঃ-)
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:১৫ | 59.93.214.169
  • ভিসা আর মাস্টার কার্ড নেট ট্রানসাকসানের জন্য আলাদা একটা পাসওয়ার্ড দেবে। সেটা নিতে হবে
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:১৪ | 59.93.214.169
  • আমি ভাবলুম সো হোয়াট
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:১৩ | 115.108.25.26
  • এই কার্ড রেজিস্ট্রেশনের ব্যাপারটা কি? ভিসা/ মাস্টার দুটোতেই কি এটা করাতে হবে?

    স্যান, সোডেক্সো দিয়ে কিনবো ভাবছিলাম কিন্তু আজ্জোদা সে আশায় একঘটি নিম্বুপানি ঢেলে দিল ঃ(
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:১৩ | 128.231.22.129
  • মশাদের তো মাসি থাকে।
    তাই মেসো ও থাকতে পারে।
    এবার আমি যেমন মেসোকে মশাই বলতুম। অনএকেই বলে নিশচয়।
    তালে ?
    মশার ভাই, মেসো দুজনের ই এক নোমেনক্লেচার। গন্ডগোল তো।
  • san | ১১ আগস্ট ২০০৯ ০০:১৩ | 123.201.53.130
  • এখনো কেনা যাচ্ছে। অন্তত গতকাল অব্দি যাচ্ছিল ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত