এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪০ | 143.111.22.23
  • বাড়ি থেকে বেরোনোর আগে গুগল ম্যাপ দেখে নিলেই তো হল!

    অবশ্য যদি ডেস্টিনেশন আগে থেকে ঠিক থাকে।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২১:৩৯ | 123.201.53.133
  • না তো !
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২১:৩৫ | 117.195.39.56
  • ল্লেহ! অশ্লীল হতে যাবে কেন?
    তার আগে বল, তুমি কি প্রোজেক্টারের ব্যবহারবিধি জান?
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২১:৩৪ | 123.201.53.133
  • কেউ কি আমাকে ক্ষমাঘেন্না করে বুঝিয়ে দেবে হোম থিয়েটারের সঙ্গে বেডশিটের সম্পর্ক কি?

    শুনতে একটু অশ্লীল লাগলেও আমার প্রশ্নটা ১০০% নির্দোষ ঃ-)
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২১:২৯ | 117.195.39.56
  • আইশ্যর না আইকর না এইশ্যর --- ওদের সিটিম্যাপ বহুত ভাল। ভীষণ কাজের।

    আমির খান কেন এটা তো "মেমেন্টো'র গপ্প।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:২৬ | 122.252.231.12
  • একটা সিটিম্যাপ রাখা খুব জরুরি। কিনে রেখে দেব। নইলে গাঁয়ের লোক শহরের গলিঘুঁজিতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলি।

    এই যেমন এখন ম্যাপ দেখে বুঝলাম আমাদের ডানদিক দিয়ে এসে ম্যাকগ্রাথ রোড নেওয়া উচিত ছিল। ঐখান থেকে এয়ারপোর্ট রোড নেওয়াটা জলভাত।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ২১:২৩ | 219.64.11.35
  • মাথায় চোট লেগেছিল? রিসেন্টলি?

    আমীর খানের কেসটা মনে হচ্ছে। এক ঘন্টা বাদ বাদ ক্যাশ রিফ্রেশ হয়ে যাচ্ছে
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২১:০৯ | 123.201.53.133
  • তার থেকেও খারাপ হল, যার সঙ্গে একঘন্টা আগে আলাপ হল তার মুখ ভুলে যাই। দেখে আর চিনতে পারিনা। কি কেচ্ছা কি কেচ্ছা।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২০:৫৬ | 123.201.53.133
  • দূর আমার এখন স্মৃতিভ্রংশের আগের স্টেজ চলছে। রান্নার পরে সবসময় ভুলে যাই গ্যাস অফ করতে হবে। বাড়ি থেকে বেরোবার সময় ভুলে যাই দরজায় চাবি দিতে হবে। চেনা রাস্তায় এসে মনে হয় এটা আবার কোথায়।

    কম্পাস দিয়ে কি হবে, গঙ্গাজল হলে ভাল হয় ঃ-(
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ২০:৪৫ | 219.64.11.35
  • ডিঃ স্যানকে।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ২০:৪৩ | 219.64.11.35
  • আদ্যোপান্ত সৎ! বলেছিলাম কিনা!
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২০:৪০ | 168.26.215.13
  • আমার যখন ড্রাইভার্স লাইসেন্স ছিল না তখনকার কথা। ডিএমভি থেকে ফিরছি। ফোনে কার সাথে যেন লাইসেন্স কেন নেই তা নিয়ে প্রচন্ড ঝগড়া করছি, গাড়ি চালাচ্ছেন আমার বউ। আমরা মিডল লেনে রয়েছি, যেত হবে এক্সট্রীম লেফট লেনে, আমি ফোন চেপে ধরে বললাম বাঁদিকে। উনি বললেন "ওঃ আগে বলবি তো"। বলে দুটো লেন স্যাটা স্যাট পেরিয়ে একদম ডানদিকের লেন নিয়ে স্মার্টলি অন্য কোনো একটি হাইওয়ে ধরে নিলেন। আমরা মোটামুটি আধঘন্টার জন্য হারিয়ে গেলাম। বেশির ভাগ সময়েই আমি বিদ্যাসাগরীয় স্ট্র্যাটেজী অ্যাপ্লাই করে থাকি মানে ডানে যেতে হলে বাম আর বামে যেতে হলে ডান বলি। কিন্তু কানে ফোন নিয়ে সেদিন মনে ছিল না।
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ২০:৩৯ | 59.164.233.217
  • কিন্তু আজ্জোদা চশমার কথা কি কয়?!! নিঘ্‌ঘাৎ অক্কুট প্রোফাইলের ফটোটার কথা বলছে ঃ-))
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২০:৩৪ | 117.195.39.56
  • আচ্ছা স্যানের সঙ্গে দেখা হলে আমি স্যানকে একটা কম্পাস দেবো।

    আমার অনেক আগের একটা কোং একবার সমস্ত কর্মীকে একটা করে বেশ বড়সড় ভারীমত পিতলের কম্পাস দিয়েছিল। তখন বুঝিনি কেন দিয়েছিল। এখন মনে হচ্ছে ঐ কোং মথুরা রোডে ছিল আর লোকজনকে রাস্তা পেরিয়ে কিম্বা না পেরিয়ে যেতে হত। কাজেই ......
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২০:২৯ | 123.201.53.133
  • যথেষ্ট পারি। খুব ভালই পারি। বললাম তো , দিক গুলিয়ে গিয়েছিল ঃ-((((((
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ২০:২৮ | 59.164.233.217
  • রাস্তা বুঝিয়ে দিয়ে সবে মিনিট খানেক ফোনে কথা বলেছি, দেখি অন্য কোথায় ঢুকে পড়েছে! আমাকেই উদ্ধার করতে হল। কি আর করা যাবে!
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৯:৫৬ | 219.64.11.35
  • আজ্জোর গাড়িতে জিপিএস আছে। আমার তাও নেই।

    মেরে পাস ম্যাপবই হ্যায়। সিটি ম্যাপ।
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১৯:৫১ | 203.91.207.30
  • আমার তো তা লাগেনা। শুধু যার কাছে যাব তার ফোননম্বরটা লাগে।
  • sinfaut | ১৭ আগস্ট ২০০৯ ১৯:৫১ | 203.91.207.30
  • **তাও
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ১৯:৫০ | 168.26.215.13
  • আজকাল আমার শুধু অ্যাড্রেসটা লাগে, তাহলেই যেকোন জায়গায় নিয়ে যেতে পারি। উইদাউট এনি ফেল।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৯:৪৯ | 219.64.11.35
  • আদ্যোপান্ত সৎ মেয়ে। কখনও যেখানে সেখানে রাস্তা পেরোয় না। রং ডিরেকশনে ড্রাইভ তো দূরের কথা, এমংকি হাঁটেও না। এ মেয়েকে সঠিক দিকে নামিয়ে দেওয়াই উচিৎ ছিল।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১৯:৪৩ | 117.195.39.56
  • ইন্টেলিখোকাটার কি সাহস!!

    স্যান বুঝি রাস্তা পেরোতে পার না?
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৯:৩৯ | 219.64.11.35
  • কেউ একবার বেড়াতে এসো দিল্লিতে। কারুর ডাইরেকশন না নিয়ে দিল্লির যে কোনও জায়গায় নিয়ে যাবো।
  • Sayantan | ১৭ আগস্ট ২০০৯ ১৯:১৫ | 115.108.25.26
  • আরেন্নাঃ, কাচাকাচির কিচ্ছু নাই। যা ছিল সব লন্ড্রীতে।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ১৯:০২ | 168.26.215.13
  • হয়ে যাক হয়ে যাক। দীপু খোকা কি চশমা কাটিয়ে দিয়েছে?
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ১৮:৩০ | 216.52.215.232
  • বলে ফেল। সব কাচাকুচি এখানেই হয়ে যাক।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৮:৩০ | 61.95.144.123
  • এরা কেউ কলকাতার ওয়ানওয়ে সিস্টেমের সাথে ওয়াকিবহাল নয়। দুপুর একটা অবধি একদিকে, তাপ্পর উল্টোদিকে। স্যান সকালে ডোমলুর থেকে হোয়াইটফিল্ড না কি যেন - সেই রুটটা চেনে, সন্দেবেলা উল্টোটা। স্যানের কি দোষ? ;-)
  • Sayantan | ১৭ আগস্ট ২০০৯ ১৮:২৮ | 115.108.25.26
  • বলব .... না কি বলব না .... নাঃ। থাক।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৮:২৫ | 121.50.4.34
  • ওরকম হয় ঃ-(
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ১৮:২২ | 216.52.215.232
  • মানে? তুমি তো ডোমলুরে থাকো এবং রোজ হোয়াইটফিল্ডের দিকেই চাকরি করতে যাও!!
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৮:২১ | 121.50.4.34
  • মোটেও আমি তাই বলিনি। ডোমলুর থেকে কোনদিকে গেলে হোয়াইটফিল্ড সেটা গুলিয়ে গেছিল। সে তো যেতেই পারে ঃ-(
  • Sayantan | ১৭ আগস্ট ২০০৯ ১৮:১৯ | 115.108.25.26
  • অপ্পন্দা, ঃ(((( এবং ঃ)))))
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ১৮:১৬ | 216.52.215.232
  • যা বুঝলাম সবাই নিজের পাড়ায় রাজা। তার বাইরে বেশি কিসু রাস্তা চেনে টেনে না। যারা এখানে থেকে টেকে যৌবন পার করে দিল সেইসব ওল্ড ফেলোসদের কথা আলাদা।

    কিন্তু কাল স্যান শেষ বাজারে হেবি দিল। ডোমলুর বাসস্টপ প্রায় এসে গেছে। একটু পরে তাকে নামিয়ে দেওয়া হবে। হঠাৎ করে সে বলে একি তোমরা আমাকে রাস্তার ওপারে নামাবে তো!
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৮:১২ | 121.50.4.34
  • শুধু তাই না। নিজেই ডিরেকশন দিয়ে নিজেই একটু পরে বলে - তোমরা এ কোথায় চলে এলে !

    কিন্তু এই দিপু তিনমাস অন্তর বাড়ি যায়, এর একটা প্রতিকার করা দরকার। এভাবে তো চলতে দেওয়া যায় না। এক বছরে চারবার ! মামার্বাড়ি নাকি !
  • anaamik | ১৭ আগস্ট ২০০৯ ১৮:১২ | 59.164.231.96
  • হাম ভি বোলেগা, বোলেগা। আভি থোড়া সাহস সঞ্চয় করিং।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ১৮:১১ | 216.52.215.232
  • দিপু কিসু করে নাই। খালি সব দিকেই রাস্তা দেখিয়েই বায়াস-৪ আর বায়াস-৬ বলছিল। আর বলছিল এইখান দিয়ে গেলেই শিওর শট ডায়মন্ড ডিস্ট্রিক্ট।

    হায়, এত কনফি নিয়ে সে ছোঁড়া বলল আর তাতে বিশ্বাস করতে ইচ্ছে হল। তারপরে যেই রাস্তা আসার নাম নেই সবাই দেখল সে ছোঁড়া পিছনে বসে কার সাথে ফোনে কথা কইতাসে।
  • Sayantan | ১৭ আগস্ট ২০০৯ ১৮:০৬ | 115.108.25.26
  • সবাই কি এখনও কাজাচ্ছে?
    সোম্বার একটা ছুটি নিলে কী ভালো যে লাগে।
  • Sayantan | ১৭ আগস্ট ২০০৯ ১৭:৫৭ | 115.108.25.26
  • ফিরভি। স্যান খুব লক্ষ্মী মেয়ে।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৭:৫৪ | 219.64.11.35
  • এদিকে আমি গত তিন সপ্তাহে দেড় কিলো ওয়েট গেইন করিয়াছি। কী আনন্দ।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ১৭:৫৪ | 219.64.11.35
  • মেয়েটা আদ্যোপান্ত সৎ। পুরো হোয়াইট। কিন্তু একটুও অঙ্খার নেই।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ১৭:৪৯ | 121.50.4.34
  • লেম্মি এক্সপ্লেন। ম্যায় ওয়েট লস প্রোগ্রাম মে হুঁ ভাইয়া। আভি ভাজাভুজি অওর চিনি পে থোড়া রেস্ট্রিকশন হ্যায়। মাসে এক দিন চল সকতা হ্যায় লেকিন উয়ো এক দিন ম্যায় কাবাব কে খরচ কর চুকা হুঁ। লেকিন কৈ গ্যারান্টি নেহি হ্যায় কে নেক্সট গুরুভোজন কে দিন ভি ম্যায় ব্রত রাখুঙ্গি। ইসি লিয়ে ...
  • Sayantan | ১৭ আগস্ট ২০০৯ ১৭:৪৫ | 115.108.25.26
  • কিন্তু অভতিমা আমাকে ক্রঃওঃ'র এ¾ট্রান্সে দেখেও 'হাই' বলে হাতে ছাতা নিয়ে অমন গটগটিয়ে কেন হেঁটে ভেতরে ঢুকে যাচ্ছিল - দ্যাট রিমেইনস আনঅ্যান্সার্ড!
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৭:৪৩ | 207.179.11.216
  • ট্রিনিটি সার্কল থেকে রাস্তা হাইরে গেসল। যেদিকপানেই যাওয়া হয়, সুদু আলসুর লেকের জল দ্যাকা যায়! শ্যাষে পীড়িত জনতাকে আমি উদ্ধার কল্লুম।
  • Sayantan | ১৭ আগস্ট ২০০৯ ১৭:৪০ | 115.108.25.26
  • এগারোটা!! রেসিডেন্সী থেকে দেভানাহাল্লি হয়ে হোয়াইটফীল্ড ফিরলে নাকি?? আমি ন'টা পঁয়তিরিশে বাড়ি।
    স্যান খুব লক্ষ্মী মেয়ে। কিচ্ছুটি দাঁতে কাটে না। নেকস্ট গুরুভোজনের দিন স্যানের পাশে বসতে হবে। কি ভাগ্যি ভুতো নেই।
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৭:১৫ | 207.179.11.216
  • কিরম ঘ্যাম নিয়ে দাঁইড়ে আচে, ওদিকে যে পুড়ে গ্যালো খ্যাল নেই ঃ-)))
    http://en.wikipedia.org/wiki/George_Cockburn
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১৭:১৫ | 61.95.144.123
  • মানে সলিড খাবারগুলো গপাগপ্‌ গিলে নিলো?
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ১৭:১১ | 216.52.215.232
  • নন-রসালো সব ফল কাসুন্দি দিয়ে খায়। এইটাও জানা গেল।

    কিন্তু কাল কোন ব্রত রেখেছিল মনে হয়। কিচ্ছুটি দাঁতে কাটল না।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ১৭:০৮ | 144.160.5.25
  • বাকী সব পাতা খায়? বিছুটিপাতাও?!
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ১৭:০৭ | 216.52.215.232
  • কিছু করার নেইকো। ১৫ই অগাস্ট এবং মেট্রোর কাজকর্মের জন্য চেনা রাস্তা সব আটকে দিয়েছিল।

    ছিদ্রান্বেষীদের জন্য এই পোস্ট নহে।
  • dipu | ১৭ আগস্ট ২০০৯ ১৭:০২ | 207.179.11.216
  • ইন্ডিয়াতে এলে লোকে পরিচয় করিয়ে দিতে কি আতান্তরেই পড়বে ঃ-))))))
    http://www.spoke.com/info/pBAN41B/AlainBanchot
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত