এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:১৭ | 203.99.212.224
  • সব হয়ে যাবে। প্যানিক কোরো না, তোমাদের ভালো টিম। এরকম টিম সকলের থাকে না। পুরো নিজে থেকে এই রকম খাটছে ভাবা যায় না। হেবি যত্ন। বানান আরেকটু ঠিক করতে হবে। আর শুধু ছাপা এডিশনের জন্য স্পেসিফিক লেখা নিতে হবে, আর ওয়েবে তার আর্কাইভিং করতে হবে, প্রথম প্রথম একই লুক অ্যান্ড ফিল না থাকলেও চলবে। ব্যাস। আর টিমের বাইরে পার্মানেন্ট সমালোচকের রোলে তো আমি আছি-ই, জাস্ট মন দিয়ে কদিন বাদে বাদে বড় বড় কথা বলে যাবো, সম্পূর্ণ বিনামূল্যে ;-)
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:১৪ | 144.160.5.25
  • ইদিকে পরের সংখ্যা বেরোনর সময় হয়ে এলো। তার কাজ চলছে। এমনকি তার পরের সংখ্যার কাজও কিছু কিছু চলছে। হাতে হ্যারিকেনও না, হাতে পুরো জ্বলন্ত ও গলন্ত মোমবাতি। :-I
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১১:১১ | 216.52.215.232
  • আচ্ছা একটা প্রশ্ন ছিল।

    ভারত থেকে ক্রেডিটকার্ডে $২-এর ট্রানজাকশন করলে টাকায় কত আসছে? এর জন্য কি ব্যাঙ্কের আলাদা কিছু হিডেন চার্জ আছে?

    জাস্ট জানার জন্য জানা।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:১০ | 203.99.212.224
  • ডিস্ট্রিবিউশনের দায়িঙ্কÄ টা প্রথম থেকেই একটা বইয়ের ক্যুরিয়ার করার সেটাপ ওয়ালা লোককে দেওয়ার সিদ্ধান্তটা আমার ভালো লেগেছে। তবে, তারা সৈকত বা অন্য শুভানুধ্যায়ী দের কাছে কিরকম হারে পারিশ্রমিক নিচ্ছে সেটা জানিনা, সে খরচ কি করে উঠছে তাও জানি না।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:০৮ | 203.99.212.224
  • অতএব গুরু লং টার্মে চালাতে গেলে, পার্মানেন্ট স্টাফ লাগবে। অথবা পার্মানেন্ট খাটিয়ে। জেনেরালি লিটল ম্যাঅগের জগতে পুরো পরিশ্রম টাই সম্পাদক-ই করেন, কারণ সম্পাদক -ই প্রকাশক, ডিস্ট্রিবিউটর, প্রুফ রিডার, গ্রাফিক ডিজাইনার, (এক বা একাধিক )লেখক, শুভানুধ্যায়ী বা বিজ্ঞাপনদাতাও হতে পারেন, মুদ্রক নন, কারণ ছাপাখানার মালিকের সংখ্যা বেশি না, অনেক ছাপাখানার মালিক অবশ্য পত্রিকা নিজেরাই বার করেন। এর পরে আছে, বিক্কিরি। এটা অনেকেই জাস্ট নিজে হাতে করেন। কেউ কেউ পত্রিকা দেওয়ার সময় মনে করেন, যে কিনছে সে ধন্য হচ্ছে। যাঁরা করেন না, তাঁরা বেশি বিক্রি করেন। ইত্যাদি। ইট ইজ আ মার্কি ওয়ার্ল্ড অফ হার্ড ওয়ার্ক, অ্যান্ড কমপ্লিট একোনোমিক লস। যদি না অবশ্য পাঠ্য কোন বিষয়কে কেন্দ্র করে কন্টি লেখা ছাপানো হয়, তাইলে ছাত্র রা কেনে, এবং টু পাইস রোজগার হয়। তবু বই, বাংলা বই ছেপে, লিখে, বেচে রোজগার করা খুব কঠিন। হেবি প্রতিভা নইলে হেবী ধক অথবা হেবি পয়সা কোন একটা লাগবে।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:০৩ | 144.160.5.25
  • আরে সে আর বোলো না। পুণেকে প্যান্ডেমিক সিটি ঘোষণা করার আর এপিডেমিক ঘোষণার পর দেখা গেল এই আইনগুলো নাকি ১৮৯৭ না কত সালের। এখন সেইসব মেনে চলা খুব চাপের আর বেশ কিছু ব্যপার ফালতুও বটে। সেই নিয়ে কাগজে কাগজে খুব খিল্লি চলল কদিন।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:০২ | 203.99.212.224
  • হ্যাঁ পত্রিকার রেজিস্ট্রেশন যেকোনো সরকারী পদ্ধতির মতই অত্যন্ত জবরজং এবং ইরিটেটিং। কিন্তু এটা করতে হয়। পত্রিকার প্রকাশক, মুদ্রক এর নাম ছাপাতে হয়, আজকাল কম্পোজিশন যে করে তার নাম-ও দিতে হয়। রেজিস্ট্রেশন হলে, অ্যাকাউন্টস অডিটিং ও করাতে হবে, এবং তার পরে অডিটেড স্টেটমেন্ট ও ফি বছর জুন জুলাই মাসে কোথায় যেন একটা জমা দিতে হয়। থিয়োরেটিকালি ব্যাপারটা তেমন কিছু নয়। প্র্যাকটিকালি, দুপুর রোদে ফি মাসে তিন চারদিন চাক্কি পিসিং।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:৫৯ | 61.95.144.123
  • নিগ্‌ঘাৎ ব্রিটিশ আমলের নিয়ম - আজও চলছে। এর পর দেখবে কলি ইউনির লিস্টি মেনে পদবীর বানান লিখতে বলবে;-)
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১০:৫৮ | 144.160.5.25
  • ঐ তো বোধি জানে। হ্যাঁ পত্রিকা বেরোলেই রেজিস্ট্রেশান লাগে। সে প্রচুর প্রসেস।
    এমনকি বই (ওয়ান টাইম) প্রকাশ করলেও কোথায় যেন কিসব ফর্ম ফিলাপ করে বইয়ের কপি দিয়ে আসতে হয়। সেই "অলিন্দ' বের করে আমরা তো বিন্দাস বসেছিলাম। পরে একজন গেরামভারী কাকে যেন দেওয়া হল। উনি প্রথম কথাই বললেন যে সেই বই ভবানী ভবন না কোথায় যেন দিয়েছি কিনা। তারপর ব্ল্যাংকি গিয়ে কিসব ফর্মটর্ম ভরে বই দিয়ে এলো।
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১০:৫৬ | 207.179.11.216
  • বেসিকালি রেজিস্টার্ড না হলে কোনো বইয়ের দোকান গুচ রাখবে না। মানে রাম-শ্যাম-যদুর সঙ্গে কেউ ব্যবসা করবে না।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১০:৫৫ | 203.99.212.224
  • সেটা জানি না। সোসাইটি রেজিস্ট্রেশনের আপিসে হতে পারে।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:৫২ | 61.95.144.123
  • পত্রিকা হিসেবে রেজিস্ট্রি করতে হয়? নাকি কমার্শিয়ালি বেরোচ্ছে বলে? কার সাথে?
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১০:৫১ | 203.99.212.224
  • হ্যাঁ হলে, তার পরে রেজিস্ট্রেশন নাম্বার ছাপাতে হবে, আর প্রতি সংখ্যার একটা দুটো কপি কোথায় কোথায় যেন দিতে হবে।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১০:৫০ | 144.160.5.25
  • না কোং হিসাবে নয়। "পত্রিকা' হিসাবে।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১০:৪৯ | 144.160.5.25
  • তবে তুমি আরেকটা উপায়েও হতে পার। আমার মেলে বলা আছে সেটা। দেখো।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • রেজিস্টার্ড মানে? কোং হিসেবে?
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১০:৪৮ | 144.160.5.25
  • হ্যাঁ অক্ষ, কলকাতার ভেতরেও গ্রাহক হলে বুকপোস্টেই যাবে।

    অজ্জিত, ঐ দেশের কার্ড বা ব্যাঙ্ক ট্রানসফারের ব্যবস্থা হবে "গুরুচন্ডা৯' রেজিস্টার্ড হওয়ার পর। ঐটা একটু সময় লাগবে এক আধমাস। এরমধ্যে যদি ক্যালকাটাওয়েব কিছু করতে পারে, সেটা দেখছে। আপডেট পেলেই জানিয়ে দেব।
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১০:৪১ | 207.179.11.216
  • এ বিষয়ে পলিটব্যুরো থেকে প্রতিটি রাজ্য কমিটিকে একটি ডিটেইলড এক্ষেল শীট পাঠানো হয়েছে।
  • a x | ১৮ আগস্ট ২০০৯ ১০:৩৫ | 76.247.245.178
  • আচ্ছা উইদিন কোলকাতাও তো সেই ডাকযোগেই যাবে?
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • কি জানি - মনে হয় নয়। তো আমি এদেশে টাকায় পেমেন্ট করবো কি করে?
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • সত্যম রায়চৌধুরি তো টেকনো ইন্ডিয়ার চেয়ারম্যান না কি যেন। আমাদের বিল্ডিং-এর নীচে ছবি লটকে রেখেছে।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১০:২৬ | 144.160.5.25
  • অজ্জিত, তোমার কার্ড নিশ্চয় "ইন্টারন্যাশনাল' নয়। মানে ওতে ডলার ট্র্যানজাকশান করা যায় না।

    আরে এত্তদিনবাদে আপিসে এসে ঝাঁজালো ডিসইনফ্যাকট্যান্টের জন্যই কিনা কে জানে --- আমার কাল হঠাৎ বেদম হাঁচি শুরু হল। আর আমার হাঁচি একবার শুরু হলে ২০ - ৩০টার কমে থামে না। বাপরে! পুরো ফ্লোরের লোকজন সন্দেহজনভাবে দেখছে। পারলে সবাই এসে একবার করে ফিট সার্টিফিকেট চায়। আজ আসার পর অন্তত ৩ জন জিগ্যেস করল "আর্‌রে আজ আফিসে এসেছ?'
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১০:২৪ | 207.179.11.216
  • না :x
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:২৩ | 61.95.144.123
  • আরে মাস আষ্টেক আগে একটানা কিছুদিন ধরে চোখ দিয়ে জল ঝরছিলো - তো ইনফেকশন সন্দেহ করে ডাক্তারের কাছে নিয়ে গেসলুম - চেনা চোখের ডাক্তার, বাড়ির সক্কলে ওঁর কাছে দেখায়। তো তিনি দেখেই বল্লেন খুব অল্প squint আছে বলে মনে হচ্ছে। এই কথাটা একবার বাবাও আগে বলেছিলো - আসলে দিদির lazy eye/amblyopia আছে বলে সবাই একটু ভাবে এগুলো নিয়ে। ঋতির ছবিতেও নাকি বোঝা যেত - সেটা ঋতির মা বলে। অথচ আমি কখনো খেয়াল করিনি। ডাক্তার বলার পরে চেষ্টা করলাম - তাও ধরতে পারিনি। ছবিতে খেয়াল করে দেখলাম - সেখানে বোঝা গেলো। তো ডাক্তার বলেছিলেন আর একটু বড় হলে নিয়ে যেতে - মানে বছর দেড়েক পেরিয়ে গেলে - তাই এবার নিয়ে গেছিলুম। উনি নিজে দেখার পর একজন অপ্টোমেট্রিস্টের কাছে পাঠালেন - সেখানে দুদিন দেখিয়ে ওই সাসপেক্টেড amblyopia - আপাতত +১ পাওয়ারের চশমা দেওয়া হয়েছে। মাস তিনেক পরে আবার দেখাতে হবে।

    এর মধ্যে ভাবছি অন্য কোথাও একবার দেখাবো - দৃষ্টি আছে ব্যারাকপুরে আর এদিকে কোথাও শঙ্কর নেত্রালয়ের একটা সেন্টারও আছে।
  • a x | ১৮ আগস্ট ২০০৯ ১০:২১ | 76.247.245.178
  • হ্যাঁ অরিজিৎ, আমিই জিগালাম। রোহিণীর চোখ দেখাব একবার ভাবছি তাই। কিন্তু সত্যিই তো এতটুকু বাচ্চা চশমা রাখবে কি করে? সঙ্গে সঙ্গে খুলে ফেলবে তো!
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১০:২১ | 216.52.215.232
  • উঃ৩৭৭গত ভাবে?
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১০:১৯ | 207.179.11.216
  • :-P

    হেঁচোরুগীর ঠিক পাশের লোকটা গত সপ্তাখানেক ধরে মুখোশ পরে আছে, তার বিশেষ হেলদোল নেই। আমার পাশের জন আমার দিকে একবার ইঙ্গিতপূর্ণ ভাবে তাকালো ঃ-)
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১০:১৭ | 203.99.212.224
  • গুও - গুলো। সর্দি হলে এরকম হয়।
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১০:১৭ | 216.52.215.232
  • অরিজিত ঋতিকে চোখের ডাক্তারের কাছে এমনি নিয়ে গেছিলে? নাকি কিছু মনে হবার পরে?
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১০:১৬ | 203.99.212.224
  • তুই এবার জাস্ট বারোবার নাক টান, দেখবি মধ্যের লোকগুও জাস্ট বাড়ি চলে গেছে। সে লোকেশনে বস বা কোন এক পিস জার্ক থাকলে এটা ট্রাই কর।
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১০:১৪ | 216.52.215.232
  • সে কে? (গুগল করিনি)
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১০:১৩ | 144.160.5.25
  • এই অরিন্দম চৌ-এর মত আরেকটা লোককেও আবাপ বেশ তোল্লা দেয় আর আমার দেখলেই হাড়পিত্তি জ্বলে যায়। সে হল সত্যম রায়চৌধুরী। ইন ফ্যাক্ট এখনও একটু PNPC করতে ইচ্ছে করছে।
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১০:১১ | 207.179.11.216
  • আমার দুটো কিউব পরের একটা লোক সকাল থেকে এই নিয়ে মোট এগারোবার হাঁচল।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:০০ | 61.95.144.123
  • অক্ষদাই জিগ্গেস করছিলো কি বাচ্চাদের চোখ কি করে দেখে? জাস্ট অ্যাট্রোপিন দিয়ে, আলো ফেলে, আর একখান মেশিনের সামনে মুখ ঠেকিয়ে। পড়তে বলার কোনো গপ্পোই নেই। ঋতির ওইভাবেই পাওয়ার দিয়েছে - আলো-টালো ফেলে কি বল্ল +3.75-এ কনভারজেন্স আসছে - ওদের একটা থাম্ব রুল আছে এভাবে দেখে তার থেকে কিছুটা বাদ দেয় - সেই হিসেবে ঋতির +১ দিয়ে শুরু হল। বড় হলে এই সমস্যা থাকে না - কারণ পড়তে পারে। আমার দিদির তো ১০ মাস বয়স থেকে চোখে গয়না। সেটা একদিক থেকে ভালো ছিলো - বুঝতে শেখার আগেই অভ্যেস হয়ে গেছিলো। এই বাঁদর মেয়েটা চশমা পরতেই চায় না।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ০৯:৫০ | 203.99.212.224
  • মিঠু কী খুব ব্যস্ত ভাটায় না কেন? পারমিতা আর ন্যাড়াও মনে হয় খুব ব্যস্ত।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ০৯:৪৮ | 203.99.212.224
  • আমাকে একজন একটা পার্টিতে বেশ রাতের দিকে আমার বাঁদিক থেকে খুব ঘনিষ্ঠ ভাবে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুমি কি সত্যি-ই বডিশপ বিউটি প্রোডাক্‌ট্‌স ম্যানেজমেন্টে ফ্যামিলির লোক? আই অ্যাম অ্যামেজ্‌ড দে আরে মেকিং ইউ ওয়ার্ক সো হার্ড। আমি আর কী করবো, বেড সাইড ম্যানারিজম এ আমি একটু কাঁচা, বল্লাম, ইয়েস ডিয়ার, আই হ্যাভ রিমেন্ড ভেরি ওয়ার্কিং ক্লাস। তার পরে সে আরো ঘনিষ্ঠ হল, তবে এবার তার বাঁদিকে।
  • Abhyu | ১৮ আগস্ট ২০০৯ ০৩:২২ | 128.192.7.51
  • আড়িয়া ভট্টাচারিয়া তো ভালো। আমাদের একজন সেক্রেটারি মেসেজ রেখেছিলঃ ফ্রম অর্চন ব্যাটারীচার্জ্জার।
  • arjo | ১৮ আগস্ট ২০০৯ ০৩:০০ | 168.26.215.13
  • দ্রিকে তখন উত্তর দেওয়া হয় নি। ১০০ মিটার আমি ১৪ সেকেন্ডে দৌড়তাম। এখন চেষ্টা করলে ৩০ সেকেন্ডে দৌড়ে দেব। হার্মাদ বাহিনীর সে দম নেই। ঃ)
  • Ishan | ১৮ আগস্ট ২০০৯ ০১:০৩ | 12.163.39.254
  • ভালো থেকো দেখে বেরোচ্ছি, মিঠু বলল সৌমিত্রর কি হাল, এই বুড়ো বয়সে পয়সার জন্য কিসব কুকাজে অংশ নিতে হয়। ঃ)
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ০০:৫৭ | 122.252.231.12
  • অরিজিতের (ও বাকিদের) জন্যঃ

    http://www.anandabazar.com/archive/1040108/3cine.htm

    সমালোচকের নাম ভুল বলেছিলাম। রঃ বঃ। গৌঃ চঃ নয়। ঃ-)
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ০০:৩৪ | 122.252.231.12
  • কোথায় যেতে ডাচ্চিলো? ডাচ পার্টি?
  • Tim | ১৮ আগস্ট ২০০৯ ০০:২৯ | 198.82.16.34
  • হাসছিলো না যেতে বলছিলো কেজানে! হয়ত সে ডাচ্ছিলোনা! ঃ)
  • Tim | ১৮ আগস্ট ২০০৯ ০০:২৮ | 198.82.16.34
  • স্যান ডায়েটিং কচ্ছে? বোঝো! এরপর তো পেপার ওয়েট নিয়ে রাস্তায় বেরোতে হবে!
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
  • বাঙালিরা আবার ডাচেদের ঠিক উল্টো। য়াদা য়াদা হি ধর্মস্য কে বাঙালিরা চিরকাল যদা যদা হি ধর্মোশ্যো বলে এসেছে। ঃ-)
  • Samik | ১৮ আগস্ট ২০০৯ ০০:১২ | 122.162.236.171
  • ডাচ ডেনদের যে j আর y একইরকম উচ্চারণ! জাভাকে বলে ইয়াভা। সেমটাইম চ্যাটে হাসি পেলে jajaja করে হাসে, আমার পুরো প-পাঁ-অপুর ইনফ্যান্টবেলা মনে পড়ে যায়।
  • r | ১৮ আগস্ট ২০০৯ ০০:০৪ | 121.245.15.43
  • নাঃ! ঘুমুই। পোচ্চুর টেন্সন। সুভোরাত্তি।
  • r | ১৮ আগস্ট ২০০৯ ০০:০০ | 121.245.15.43
  • সব থেকে ভালো ডাকত আমার এক ডাচ ম্যানেজার। বাইইয়াইয়াইয়াইয়া.. আরে থাম না বাপু! ঠিক করে দেখে নাই কটা জে আর কটা ওয়াই আছে। পুরা রেকারিং চক্করে। সুন্দরী মহিলা ছিল বলে ঠিক কইরা দিই নাই। এতক্ষণ ধইরা কটা সুন্দরী মহিলাই বা ডাকছে, না ডাকব!
  • san | ১৮ আগস্ট ২০০৯ ০০:০০ | 123.201.53.133
  • সিদিন আমারে অ্যাকজনা স্যান-ঝুঠা বলে ডেকেছে ঃ-(

    গুন্নাইট ।
  • arjo | ১৮ আগস্ট ২০০৯ ০০:০০ | 168.26.215.13
  • ভেবেছিলাম একটু কেত নিয়ে এবি রাখব। কিন্তু সে নাম আগেই আর এক বিখ্যাত অ্যাবি নিয়ে নিয়েছে।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 122.162.236.171
  • হুগলি ব্র্যাঞ্চ ইশ্‌কুলে ইংরেজি পড়াতেন বিবিডিসি। ডিসি-টা দত্ত চৌধুরী উনি নিজেই বলেছিলেন; আসল নামটা যে ভূতভাবন, সেটা পরে ইশ্‌কুল ম্যাগাজিন থেকে উদ্ধার করেছিলাম।

    কী রোমাঞ্চকর নাম! ভূতভাবন দত্তচৌধুরী!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত