এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০৪ | 78.16.37.13
  • আমি পৃথিবীতে এত লোক থাকতে এক হনুমতীকে ট্রেনিং দিতে যাব কেন লা ?

    সে বিটি এট্টু সাজুগুজু কত্তে এমনি ই ভাল বাসত। আমি অবিশ্যি তাকে মনে মনে হেব্বি উস্কানি দিতুম , সব হয়ে যাবার পরে দিদিদের ক্রীমের কৌটো হাতে নিয়ে সেকি ফুঁপিয়ে কান্না ! ঃ)
    তখন আবার মাসমাইনার স্ট্রিক্ট বাজেটের যুগ , মাসের মাঝখানে ক্রীম শেষ করে ফেল্লে জ্যেঠু দিদিকে মোমতেল মাখতে উপদেশ দিত !
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০৪ | 121.50.4.34
  • কাদায় গড়ানো শুওরছানাকে সুইট না লাগবার কোন কারণ নেই তো।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০৪ | 144.160.5.25
  • জলহস্তীকে মোটেই খারাপ লাগে না দেখতে। বেশ ভুঁচুমত।

    প্যাঁচা আমারও খুব প্রিয়। আমি নানারকম প্যাঁচা জমাই তো।
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০৩ | 125.18.104.1
  • পাল্লিন, ;-))
  • stoic | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০৩ | 160.103.2.224
  • ঈশপ্স ফেবল্‌স্‌ মনে আছে ? তারই একখানা গল্পের এক্সপেরিমেন্টাল প্রুফ।

    http://news.bbc.co.uk/2/hi/science/nature/8181233.stm
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০২ | 125.18.104.1
  • বাচ্চা গোরিলা আর বেবুন- দুইই খুব সুইট। এই দেখ।


  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০১ | 78.16.37.13
  • রপ না রে খ্যাপা , রপ্ত রপ্ত ।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০১ | 207.179.11.216
  • প্যাঁচার মধ্যে একটা পুঁজিবাদী আভিজাত্য আছে।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০০ | 144.160.5.25
  • কিন্তু পাল্লিন ছবি দেখে তো আমার দারুণ কুচ্চিপুচ্চি লেগেছিল।

    আর পাল্লিন, ঐ হনুমতীটারে কি তুমি টেরেনং দেছিলে?

    ইয়ে রাঙা, ইন্টেলির তো কুমীরকে সুইট লাগে। কালকে বলল যে।

    জলহস্তীকে আমার মোটেই খুব একটা খারাপ লাগে। বেশ ভুঁচুমত দেখতে।
  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৬:০০ | 78.16.37.13
  • তা কেউ কেউ যারা আমার মতন এট্টূ গাঁইয়া তারা ঐ শ্রাগ-ট্রাগ করে , ঠোঁট-মোঁঠ বাঁকিয়ে মোক্ষম সময়ে কিউট শব্দটা বেমালুম ভুলে গে স্যুইট বলে ফেলত।

    বাঙ্গালীরা ( আমাদের যুগে) কিউট শব্দটা অতটা তাখোনো রপ কত্তে পারে নি।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫৮ | 121.50.4.34
  • বা প্যাঁচাও আমার খুব সুইট লাগে। কিন্তু প্যাঁচামুখো মানুষকে বিচ্ছিরি দেখতে লাগে ।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫৮ | 61.95.144.123
  • কাদায় গড়াগড়ি দেওয়া শুওরছানাকে সুইট বলেছে এমন ব্যক্তিকে চিনি।
  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫৮ | 78.16.37.13
  • আমি জানি রাঙ্গা কাদের কথা বলছে।

    এককালে আম্মো আমাদের কালেজে শিখেছিলুম যা কিছু দেখেই একটু কাঁধটা হাল্কা শ্রাগের মতন করে , ঠোঁটদুখানি চুমুখাবার মতন পাউট করে , ভুরুদ্বয়কে হাল্কা কপালে তুলে , চোখে দুষ্টুমিষ্টি হাসির ঝিলিক দে বলতে হয় " সো সো ক্কি উ ট ট ট " ।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫৭ | 121.50.4.34
  • আহাহা সে তো কুকুরছানাও খুব সুইট দেখতে ( সে আমি বড় কুকুরকে যতই ভয় পাই)। তা বলে কি আর মানুষের ছানাকে কুকুরছানার মতন দেখালে সুইট লাগবে? যাকে যেমন মানায় ঃ-)
  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫৫ | 78.16.37.13
  • পিপির লজিকে গন্ডগোল। প্রথমে বিটি বল্লে ছানা মাত্রেই স্যুইট , তাপ্পর সদ্যজাত মানুষের ছানার সাথে কম্পেয়ার কত্তে গে ইঁদুরছানাকে বল্লে ভুলভাল। মিলছে না , মিলছে না।

    ইসে দম, তুমি যদি দেখতে আমাদের জিয়া কিন্তু হাল্কা বাঁদরছানা টাইপস হয়েছিল। গা থেকে কেমন যেন কাঁচা চিকেনের গন্ধ ,ফ্যাকাশে ফ্যাকাশে গায়ের রং , মুখখানা কেমন একটু তোবড়ানো আর গোটা গায়ে মিহি লোম।
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫২ | 207.179.11.216
  • বেবুন বা জলহস্তী দেখেও নিশ্চই কেউ সুইট বলেনি। অথবা গরিলা।
  • P | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫১ | 78.16.37.13
  • আমাগো সোনামুই এর বাড়িতে প্রায় একদম হনুমান আসে কোত্থেকে ক জানে। তাদের বেশিরভাগ সব যখন পাইপ-পেয়ারা গাছের ডাল-অ্যান্টেনা ভাঙ্গাভাঙ্গি , রান্নঘরে সব্জী চুরি, লাঠিহাতে লোকজনের দিকে তাকিয়ে খ্যাঁকখ্যাঁকানি ইত্যাদি কত্তে ব্যস্ত থাকতো তখন তাদের নধ্যেই এক লবঙ্গলতিকা সুন্দরী সো ও জা ওপরেরতলার দিদিদের ঘরে গে ড্রেসিংটেবিলের ওপর চড়ে বসে ঐ পোড়ামুখে বেশ করে পাউডার-ক্রীম ইত্যাদি খামচে খামে্‌চ তুলে মেক-আপ করেটরে লজ্জা লজ্জা মুখ করে পেয়ারাগাছের মগডালে বসে এর ওর দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে খানিকবাদে খান্ত দে আশপাশের বাচ্চতাচ্চগুলোর গা থেকে উকুন তোলার কাজে মন দিত।
    এর পরেও ওদের স্যুইট না বলে থাকা যায় ?
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৫০ | 125.18.104.1
  • হতেই পারে। আমি অনেককে দেখেছি অজগর দেখে সুইট বলছে, কাউকে দেখেছি কেঁদো বাঘ দেখে সুইট বলছে। বুলডগের মত হোঁৎকামুখো কুকুরকে তো অনেকেই সুইট বলে। শুধু কাউকে দেখি নি কুমীর দেখে সুইট বলতে।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৪৯ | 144.160.5.25
  • কিন্তু আমার তো র‌্যাটাস, পাল্লিন, অক্ষ, অজ্জিত --- এদের সব্বার ছানার জন্মের পরপর ছবি দেখে খুব সুইট লেগেছে। একটুও ইঁদুরছানার মত লাগে নি। এমনকি ইঁদুরের ছানাটাকেও ইঁদুরছানার মত লাগে নি।
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৪৪ | 141.80.152.168
  • স্যানের সাথে একমত। ঐ ইঁদুরছানা টাইপ ব্যাপারে।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৪৩ | 121.50.4.34
  • তবে এক্ষেত্রে ধাড়ি ধাড়ি পোড়ারমুখো হনুমানকে সুইট বলা হচ্ছিল।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৪২ | 121.50.4.34
  • সদ্যোজাত মানুষের বাচ্চা টিপিকাল ইঁদুরছানার মতন দেখতে হয়। অতি ভুলভাল। এটা বলায় একজন নতুন মা আমার সঙ্গে অনেক দিন অব্দি আর কথা বলে নি ঃ-(
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৪১ | 141.80.152.168
  • আই মিন সদ্যোজাত মানুষের বাচ্চা ছাড়া।
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৪০ | 141.80.152.168
  • বাচ্চা মাত্রেই সুইট। এটা নিয়েও বোধহয় মতানৈক্যের অবকাশ নেই। সদ্যোজাত বাচ্চা ছাড়া।
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৩৬ | 125.18.104.1
  • হনুমান তো সুইট বটেই। বিশেষতঃ বাচ্চা হনুমান। এটা নিয়ে বিশেষ মতানৈক্যের কোনো স্কোপ নাই।
  • shrabani | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৩২ | 124.30.233.101
  • আমাদের ওপরের ফ্লোরে আমারে কলেজতুতো বোন কাম অফিস কলীগের মাছেদের আমাকে দেখতে হয় যখন ওরা বাইরে যায়। ভয়ে কাঁটা হয়ে থাকি সারাক্ষণ এই বোধহয় খেতে দিতে ভুলে গেলাম, এই বোধহয় একটা মাছ মরে গেল। আবার ভুলে দুবার খাবার দিলেও নাকি সমস্যা আছে, বেশী খেয়েও তারা মরে যায় অনেক সময়!
    যা অশান্তিতে কাটে ঐ কদিন!
  • Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৩১ | 216.52.215.232
  • মানে স্যানের বর। খ্যা খ্যা খ্যা।
  • Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১৫:৩১ | 216.52.215.232
  • ঃ-))))

    এইটা হেবি দিল।
  • quark | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২৭ | 202.141.148.99
  • আমি বলামাত্রই বুঝেছিলাম, আমার কী বুদ্ধি!
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২৭ | 121.50.4.34
  • ঃ-)

    আরে, টিকটিকি এবং হনুমানকে সুইট দেখতে শোনার পরে , মানে শক সামলে ওঠার পরে যখন একদিন কথাপ্রসঙ্গে শুনেছিলাম যে আমাকে বেশ সুইট লাগছে , তখন জীবনে ধিক্কার এসে গিয়েছিল , কি বলব ঃ-(
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২৭ | 144.160.5.25
  • হুঁ আম্মো বুঝলাম।

    আমার মামাতো বোন তো আয়ওয়া থেকে নর্থ ক্যারোলাইনা যাবার সময় পোষা বিড়ালকে ঝুড়িতে বসিয়ে পেলেনে করে নিয়ে গেছিল। কত একটা সাইজ পর্যন্ত নাকি অ্যালাও করত।
  • Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২৭ | 216.52.215.232
  • * বাড়িতে
  • Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২৫ | 216.52.215.232
  • কুকুর তো ভালোবাসিই। টিকটিকিও বেশ পছন্দের। বাড়ি থাকলে আরশোলা খেয়ে সাবাড় করে।
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২৩ | 125.18.104.1
  • এবার বুঝলাম- প্রথম বিচিত্র লোকটি কে।
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২২ | 125.18.104.1
  • রিসেন্টলি আমেরিকায় পেট এয়ারওয়েজ চালু হয়েছে। পুষ্যি জন্তুদের জন্য ইস্পেশাল প্লেন। তাদের জন্য আলাদা চেক-ইন কাউন্টার, ওয়েটিং লাউঞ্জ- এইসবও থাকছে।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৫:২২ | 121.50.4.34
  • ওহো দমদির হাইপোথেসিস ভুল । বলা হয়নি। আমার বর তো টিকটিকি আর কুকুর দুটোই প্রচন্ড ভালবাসে। আর হনুমান, হনুমানেরাও নাকি 'সুইট' দেখতে ঃ-০
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৫:১৭ | 121.50.4.34
  • প্রেমে অন্ধ লোকজনকে কিছু বলতে যাওয়া মূর্খামি সে মানুষপ্রেমই হোক আর বিড়ালপ্রেম। প্রেম মাত্রেই অন্ধ। তাইজন্য।
  • shrabani | ০৭ আগস্ট ২০০৯ ১৫:১৬ | 124.30.233.101
  • যা বোঝা গেল স্যানকে যে পশুপাখি চেনাতে যাবে (দ এর কথামত) তাকে অন্তত বেড়াল চেনাতে হবেনা।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১৫:১৬ | 61.95.144.123
  • টম অ্যাণ্ড জেরি দেখে না তো বসে বসে? তাপ্পর টমের মত কীর্তি করবে;-)
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৫:১৬ | 125.18.104.1
  • আমি কোনোদিন কিছু পুষি নি। কচ্ছপ ছাড়া। সেটাও জন্মদিনে উপহার পেয়েছিলাম।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ১৫:১৪ | 144.160.5.25
  • বিড়ালরা পুরুষানুক্রমে বাড়ীতে থাকলে কিছু কিছু স্বভাব ভুলে যায়। আমার ঐ মামাতো বোনের অদিখ্যেতায় ওদের বাড়ীতে একটা বেড়ালের অষ্টম প্রজন্ম চলছে এখন। এই বিড়ালগুলো একটাও ইঁদুরও মারতে পারে না (বা চায় না)। কুকুর দেখলেও রাগে ফুলে ওঠে না। বেশ চুপচাপ শান্ত হয়ে বসে দেখতে থাকে, রবাহুতর কাঠবেড়ালীর মত। একেবারে নির্লিপ্ত। এই প্রজন্মের বিড়ালগুলো এমনকি ডালে ভেজানো পাঁউরুটিও খায়। প্রথম ২ প্রজন্ম তো ফিরেও তাকাত না।
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১৫:১৩ | 61.95.144.123
  • কেন? স্যানের এই দিদি কি স্যানের চেয়েও বড় ভাই? ;-)
  • r | ০৭ আগস্ট ২০০৯ ১৫:১১ | 125.18.104.1
  • শোন্‌, দু রকম জাঠ হয়- বাঙালীদের জাঠ, আর গৌরবোঙ্কÄল জাঠ। সেকেন্ড ক্যাটিগরিটা বেছে নে।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৪:৫৮ | 121.50.4.34
  • এছাড়াও দাবি করত ওর বেড়াল ওর সুখদুঃখ বুঝতে পারে। (বর্তমান) জামাইবাবুর সঙ্গে ঝগড়া হলে নাকি ও এসে বেড়ালকে বিস্তারিত গল্প বলত ( এটা সত্যি) আর বেড়াল নাকি সঠিক জায়গায় দীর্ঘশ্বাস ফেলত ( সত্যিমিথ্যে বুঝতেই পাচ্ছেন) । বলা বাহুল্য আমরা কখনো ওকে চ্যালেঞ্জ করি নি ঃ-)
  • dipu | ০৭ আগস্ট ২০০৯ ১৪:৫৮ | 207.179.11.216
  • আ মোলো যা, শেষে রোব্বার!! তা দাবীটা কি?
  • Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১৪:৫৭ | 61.95.144.123
  • অপ্পন - কাল আবাপ-র সম্পাদকীয় লেখা হবে এই নিয়ে - কেন পঃবঃ বেঙ্গালুরু হবে না - রোববার বন্‌ধ ডাকা কেন হবে না;-)
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ১৪:৫৬ | 141.80.152.168
  • আম্মো মশা মাছি মেরে পিঁপড়েদের বাসার কাছে রেখে দিতাম।

    পশুপাখিরা এই মরার ব্যাপারটা কি করে টের পায় এটা খুব আশর্য্য লাগে। মানে, মৃত্যু ঘনিয়ে আসছে বুঝলেই ওরা হাওয়া যেত বাড়ি থেকে। দিশি কুকুরটাও মারা যাবার আগে বাড়ি থেকে চলে গেল। বিলিতি গুলোর সে লিবার্টি ছিল না। কিন্তু টের পেয়েছিল কোনভাবে। জাস্ট খাওয়া দাওয়া বন্ধ করে দিল!
  • Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১৪:৫৩ | 216.52.215.232
  • কেলো করেছে। লোকজন বেঙ্গালুরুতে বন্‌ধ ডেকেছে, তাও আবার ৯ তারিখ। অর্থাৎ কিনা রবিবার।

    ছ্যা ছ্যা, এদের দ্বারা কিসুই হবে না।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ১৪:৫৩ | 121.50.4.34
  • আমার দিদি ( ওই দিদিই) তো বেড়ালকে ভাইফোঁটাও দিত ঃ-)

    শুধু তাই না, ওর বেড়ালের আবার অ্যাজমা ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত