এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৩৩ | 65.194.243.232
  • জয়, ওটা বোধহয় ই¾ট্রানেট।
  • Arpan | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৩২ | 65.194.243.232
  • লক্ষ্‌নৌতে বলতে শুনেছি। তালে নিশ্চয় কানপুর হবে।
  • pi | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৩১ | 72.83.199.82
  • কানপুরে, নাকি পুণেতে বলতো ? ভুলেও গেছি ঃ(
    জাম্বো অটোগুলোকে ?
  • Jay | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৩১ | 194.176.105.46
  • http://nuhnet/newsdesk/Pages/030809.aspx-এতে কি হবে/ জানিনা। টেরাই মারো না ব্ল্যাংকি।
  • Arijit | ০৪ আগস্ট ২০০৯ ১৮:২৯ | 61.95.144.123
  • এমনকি নিউক্যাসল থেকে নর্দাম্বারল্যাণ্ড ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে স্কটিশ বর্ডারের কাছেও গাড়ি ফার্স্ট গিয়ার ছাড়া ওঠে না কয়েক জায়গায়...
  • Arijit | ০৪ আগস্ট ২০০৯ ১৮:২৭ | 61.95.144.123
  • বার্মিংহ্যাম না কোথায় কাউন্সিল একখান অটোরিক্সা আনিয়েছিলো বটে। খবরে দেখিয়েছিলো - বছর তিনেক আগে। আর নিউক্যাসলে সেন্টার ফর লাইফের মিউজিয়ামেও একখান আছে।

    তবে অটো নিয়ে ওই রাস্তা টেনে দিলো সেটাই আশ্চর্যের। ডানরবিনস ক্যাসল থেকে জন ও গ্রোটস অবধি বেশ চড়াই তো।
  • pi | ০৪ আগস্ট ২০০৯ ১৮:২৭ | 72.83.199.82
  • আর কানপুরে অটোকে বলতো ভিক্রম ঃ)
  • vikram | ০৪ আগস্ট ২০০৯ ১৮:২৬ | 193.120.76.238
  • ভিয়েৎনাম বা থাইল্যান্ডে যেকোনো অটোকেই টুকটুক বলে। মানে অটোকে বলে টুকটুক
  • pi | ০৪ আগস্ট ২০০৯ ১৮:২২ | 72.83.199.82
  • আচ্ছা, এমনি ই একটা প্রশ্ন। দমদির পোস্ট পড়ে পেল। তারপর শমীকের উত্তর পড়েও।
    মেয়েটি পাঁচ ছয়ে ও ছেলেটি লেস দ্যান পাঁচ ছয় হলে 'অসুবিধা' টা কোথায় ? ঃ)
    আর তাছাড়া এই কেসটাও ধরা যাক, চাক্ষুষ দেখার আগেই আলাপ টালাপ হল, এমনকি ভাব-ভালোবাসাও হল টল, আর তার মধ্যে এই ইঞ্চি-ফুটের মাপজোখ হয় টয় নাই। এবার দেখা হল।
    'অসুবিধা' ?

    ও হ্যাঁ, হ্যা জম্মোদিন।
    দুজনকেই। ঃ)
  • Blank | ০৪ আগস্ট ২০০৯ ১৮:২১ | 170.153.65.102
  • হসপিটালের ওয়েবসাইট বাইরের লোকে দেখতে পায় না? আমরা ছবি দেখতে পাবো না অটো রিক্সার?
  • Jay | ০৪ আগস্ট ২০০৯ ১৮:২০ | 194.176.105.46
  • টু স্ট্রোক কিনা বলতে পারবোনা। হস্পিটাল ওয়েবসাইটে ঐ বন্ননা নাই। বলেছে motorised rickshaw। আর ছবি যা ছেপেছে তাতে ভুল করার উপায় নাই।
    আর টুকটুকের এটাই প্রথম নয়। ২০০৮এও আরেক পাগল একই কান্ড করেছিল। endtoenders.co.uk ওয়েবসাইটে দেকচি। তবে পোশ্নোটা তুমি ভালো করেচ অপ্পন। অন্য কাউকে জিগাব।
  • Arpan | ০৪ আগস্ট ২০০৯ ১৮:০৯ | 65.194.243.232
  • ভুলে যাবার আগে ...

    পিপি আর ভিকিদাকে হ্যাবা হ্যাবা হ্যাবা।
  • Arpan | ০৪ আগস্ট ২০০৯ ১৮:০৮ | 65.194.243.232
  • টু স্ট্রোক অটো চলতে দিল?
  • intellidiot | ০৪ আগস্ট ২০০৯ ১৮:০৮ | 220.225.245.130
  • আমার পাশের কিউবে এক তামিল ভদ্রলোক ফোনে কথা বলতে বলতে নিজের ভাষায় আচমকা চিল্লে উঠলেন একটু আগে... প্রায় গোটা ফ্লোরের লোক উঠে দাঁড়িয়েছে কেসটা দেখার জন্য...

    খিল্লির চুরান্ত
  • Jay | ০৪ আগস্ট ২০০৯ ১৮:০৬ | 194.176.105.46
  • একটা ছোট্ট অটো (মানে অটো যতটা হয় ততটাই)। একদম ট্রাডিশনাল ইন্ডিয়ান অটোরিক্সো। হলদে মাথা কালো গা হামারা বাজাজ। UKর এক পান্তর (ল্যান্ডস এন্ড, কর্নওয়াল, দক্ষিণ-পশ্চিম শেষ সীমা) থেকে আরেক পান্তর (জন ও'গ্রোটস, স্কটল্যান্ড, উত্তর পূর্ব শেষ সীমা) দাপিয়ে ছুটল। ৯০০ মাইল চার দিনে। কিলের বাবা কিথ ক্যান্সার নিয়ে ভর্তি ছিল আমাদের হাসপাতালে। বাবা মারা যাওয়ার পর কিল হাসপাতালকে কিছু ফেরত দিতে চেয়েছিল। দুই বন্ধু সঞ্জয় আর জনি ছিল সঙ্গে। হস্পিটাল চ্যারিটি ফান্ডের জন্যে এই জার্নি করে ওরা তুলে দিয়েছে দুহাজার পাউন্ড। ওদের ধন্যবাদ।

    অটোটার নামটি ভারী মিস্টি- 'টুকটুক'।
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ১৮:০৩ | 219.64.11.35
  • একটু দেরি হয়ে গেল গর্জাতে। এই গর্জালাম। কোন ইয়ের ইসে আমাকে মধ্যবয়স্ক বলে?

    আর দমু, অসুবিধে হবে না। আমি পাঁচ সাড়ে আট।
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৪৯ | 121.50.4.34
  • এই সিকি, তোমাকে মধ্যবয়স্ক বলছে যে । গর্জে ওঠো।
  • d | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৪৭ | 144.160.5.25
  • ঃ))

    কিন্তু আমার প্রোজেক্টের নয় তো। শফার পদপ্রার্থীগণ পুণে এসে নিজেই নিজের ভাগ্য গড়িবার চেষ্টা করিতে পারেন।
  • r | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৪৪ | 125.18.104.1
  • হ্যাঁ, অজ্জিত বা বে থে-র মত মধ্যবয়স্ক, বিবাহিত, এক/দুই সন্তানের বাপ, মদ খায় না, এরকম শোফার রাখাই ভালো।
  • r | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৪৪ | 125.18.104.1
  • *শফার।
  • Blank | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৪৩ | 170.153.65.102
  • ও দম দি, আমি কিন্তু গাড়ি চালাতে পারি
  • Arijit | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৪১ | 61.95.144.123
  • ইয়ে - আমি শফার হলে হবে? আমি দশ বচ্ছর গাড়ি চালাচ্ছি, নিয়ম মেনে - কোনো অ্যাক্সিডেন্ট নাই। আর আমার হাইট ছয় ফুট।
  • vikram | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৩৩ | 193.120.76.238
  • হ্যা, কিন্তু সর্ব্বাণীরও হ্যাবা সেটা যখন জানি কোনও এক্সকিউজ নাই, ফলে হ্যা বা হ্যা বা
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৭:৩০ | 121.50.4.34
  • গায়ে রোদ আর পায়ে ধুলোর গপ্পোটা সর্ষেতে হবেনা?
  • d | ০৪ আগস্ট ২০০৯ ১৭:২৮ | 144.160.5.25
  • হ্যাঁ শমীক সত্যিই সুন্দর। ইয়ে, তোমার প্রায় মাথায় মাথায় হবে যে! ৫ ফুট সাড়ে ৬ ইঞ্চি লম্বা।
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৭:২৬ | 121.50.4.34
  • আমরা একবার কালিম্পং থেকে লাভা যাচ্ছিলাম। বেশ বছর আটেক আগে। সামনের সিটে ড্রাইভারের পাশে আমি, পিছনের সিটে মাবাবা। গাড়ি চলবার একটু পরেই সে অনর্গল অসংলগ্ন কথা বলতে শুরু করল। পুরো ড্রাংক। এদিকে তখন সরু রাস্তায় একদিকে পাহাড়ের গা আরেকদিকে খাদ। ওকে যতই বলা হচ্ছে তুমি গাড়ি থামাও ভাই , সে বলে না না আপনারা সেফ থাকবেন, কিছু হবেনা। আর কিভাবে বাঁকগুলো ঘুরছে জাস্ট ভাবা যায়না। একবার ঘুরতে গিয়ে পাহাড়ের গায়ে বিচ্ছিরি ধাক্কা খেল আর ওর পাশের দরজাটা ধড়াম করে ধাক্কা খেয়ে সেই যে খুলে গেল আর বন্ধ হলনা। তারপরে, সেই পাহাড়ি রাস্তায়, সেই মাতাল অবস্থায় সে একহাতে দরজাটা ধরে রেখে আরেকহাতে এলোমেলো গাড়ি চালাতে চালাতে নিয়ে গেল। আর আমরা অত সুন্দর রাস্তাটা পুরো দমবন্ধ করে কাটালাম। সে জার্নি ভুলবার নয়।

    দমদির লেখা পড়ে মনে পড়ে গেল ।
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ১৭:২২ | 219.64.11.35
  • দমু, আমি মাল খাই না। আমাকে ঐ মেয়েটা শফার রাখবে?

    ইয়ে, খুব সুন্দর দেখতে?
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ১৭:২০ | 219.64.11.35
  • কোপেনহাভেন গেসলে? উল্‌প্‌স্‌!!
  • sb | ০৪ আগস্ট ২০০৯ ১৭:১৬ | 141.80.152.168
  • অজ্জিত, ইন্টেলি, স্যান, দিপু, অভ্যু, ব্ল্যাংকি, ডাগদারদাদা, হানুদা, দমদি, র, ঋজু, শমীক, সিঁফো ও সমগ্র চণ্ডালেরা - শুভেচ্ছার জন্য অনেক অনেক ধইন্যযোগ।

    ডাগদারদাদা - বিলেটেড হ্যাঃ বাঃ (শুভেচ্ছা বাসি হয় না তাও মাত্র ছদিনের পুরনো। বছর দুয়েকের হিমায়িত ইলিশই যেকালে প্রায় টাটকা বলে লোকে খাচ্ছেঃ-)
    ছরি। সেল্ফডিফেন্সে এইটুকুই বলতে পারি যে ঐ দমদি যেমনি গেস করেছে অমনটি, মানে ছিলাম না। বেউবেউ গেছিলাম। মিস হয়ে গেছে গিয়া তাই। যদিও মানছি লেম এক্সকিউজ।

    স্যান - চাপে আছি ভাই তাই আসা হয় না। চাকরি খুঁজতে খুঁজতে পেন্টু হলদে হয়ে গেল। কি দিনকাল রে ভাই। সব জায়গায় শুনি ঠাঁই নাই ঠাঁই নাইঃ-(
    তার মধ্যে আবার পা চুলকোচ্ছিল বলে কোপেনহাভেন - মালমো গিয়ে গায়ে রোদ আর পায়ে ধূলো মেখে এলামঃ-))
  • d | ০৪ আগস্ট ২০০৯ ১৭:১৪ | 144.160.5.25
  • আমরা যেখানে বসি, তার উল্টোদিকের অংশে একটা খুব সুন্দর দেখতে মেয়ে আছে। মেয়েটাকে বাড়ীর গাড়ী এসে নামিয়ে দিয়ে যায়, তুলে নিয়ে যায়। তো কিছুদিন হল নাকি মেয়েটা একলা আছে। তাই গাড়ী অফিসেই থাকে সারাদিন। আজ একটু আগে গেট থেকে সিকিউরিটি ফোন করে ওকে জিজ্ঞাসা করেছে অমুক অমুক গাড়ীর নাম্বার আপনার? মেয়েটা সম্মতি দিতেই বলে আপনার ড্রাইভার ড্রিংক করে চুর হয়ে পড়ে আছে। আপনার গাড়ী গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আপনি কি একবার আসবেন? মেয়ে তো হাঁচড় পাঁচড় করে দৌড়েছে। গিয়ে দ্যাখে গাড়ী নেই, ড্রাইভারও নেই। সে নাকি গাড়ী চালিয়ে নিয়ে চলে গেছে। মেয়ের তো মাথায় হাত। সিকিউরিটির লোকজন ওকে মোবাইলে তোলা ছবি দেখালো বেঁকেচুরে দাঁড়ানো, গাড়ীর দরজা খুলে আয়নার ওপরে ঠ্যাং তুলে লটকে পড়ে আছে ইত্যাদি। মেয়ে ড্রাইভারকে ফোন করছে --- প্রথমে তো কেউ ওঠায়ই না --- শেষে একজন ওঠালো, গলাটা অন্য কারো। যাই হোক ও কোন ঝামেলায় না গিয়ে বললো ওকে অন্য অফিসে যেতে হবে, ড্রাইভার যেন গাড়ী নিয়ে গেটে চলে আসে। সে আর আসেই না --- আসেই না। ফোন করলেও ধরে না, নয়ত বিজি করে দেয় --- মেয়ের তো টেনশানে অবস্থা খারাপ। শেষে প্রায় ১৫ মিনিট পরে এলো, দেখে অন্য একজন চালাচ্ছে গাড়ী আর ওর ড্রাইভারের কোন পাত্তাই নেই। একে জিগ্যেস করেছে তুমি আমার গাড়ীর চাবি পেলে কীকরে? সে বলে ওর বাড়ীতে একটু সমস্যা হয়েছে ---- এ ঝেঁঝে উঠে বলে ইয়ার্কি মারার আর জায়গা পাও না, বাড়ীতে সমস্যা হয়েছে বলে ও গাড়ী নিয়ে ঐ পাহাড়ের দিকে চলে গেল!!! সিকিউরিটিরা সেই নতুন লোককে নামিয়ে নিয়ে গাড়ী নিয়ে পার্কিঙে রেখে দিল। ও চাবি নিয়ে ওপরে এসে এখন ঠকঠক করে কাঁপছে। বলে ও যদি মাতাল হয়ে গাড়ী নিয়ে অ্যাকসিডেন্ট করত! তারপর বলে যদি অ্যাকসিডেন্ট করে ও মরে যেত!! মানে ক্রমশই ওর মনে আরো ভয়াবহ সব সম্ভাবনা উঁকি দিচ্ছে। বাকী পাবলিকও তাতে প্রভুত সাহায্য করছে। বেচারা মেয়েটা চালাতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম সিকিউরিটি গাড়ী বেরোতে দিল কেন? বলে যে অনেকেরই তো গাড়ী বাড়ীতে যায়, আবার আসে, ওদের পক্ষে কিকরে সম্ভব এত ভেরিফাই করা।
  • sinfaut | ০৪ আগস্ট ২০০৯ ১৬:৪৯ | 203.91.207.30
  • হ্যাঁ হ্যাঁ ভিকিং ও পিপিং কে হ্যাপি বার্থডেং।
  • stoic | ০৪ আগস্ট ২০০৯ ১৬:৩৯ | 160.103.2.224
  • যোগাযোগ না থাকলে হ্যাঃ বাঃ উইশ করে আবার যোগাযোগ রি-এস্টাব্লিশ করা যায়। ইন ফ্যাক্ট এই পদ্ধতি টা মন্দ নয়। আমি ট্রাই করে দেখেছি। ঃ)
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৬:৩৬ | 121.50.4.34
  • না না। যাদের সঙ্গে যোগাযোগ থাকেনা তাদের আমি উইশ করার ঝামেলায় যাইনা। বছর দশেকে মনে হয় কভার করে যাবে। মানে ওর বেশি কি আর যোগাযোগ থাকবে? তাও অনেক মার্জিন ধরে বলেছি দশ।
  • kc | ০৪ আগস্ট ২০০৯ ১৬:৩২ | 213.132.250.2
  • জবাফুলের য়্যাকশান শুরু হয়ে গেছে দেখছি। ঃ)
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৬:৩২ | 121.50.4.34
  • খামোখা খচে যাব কেন !!!!!! কথার পিঠে কথা ঃ-)
  • stoic | ০৪ আগস্ট ২০০৯ ১৬:২৯ | 160.103.2.224
  • বছর দশেক বেশ লং টার্ম। আমার পক্ষে এক বছরের বেশি টাইম স্প্যান কনসিডার করাটা বেশ চাপের ব্যাপার।
    (স্যান আমার কমেন্টে খচে গেলেন নাকি ? ওটা মঃ ছিল।)
  • d | ০৪ আগস্ট ২০০৯ ১৬:২৮ | 144.160.5.25
  • বছর দশেকই বা কেন? একেবারে যে যতদিন বাঁচবে ততদিনের জন্য করে দিলেই হয়।
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৬:২৬ | 121.50.4.34
  • একেকজনের একবারে একটা করেই বা কেন।একেবারে সামনের বছর দশেকের জন্য একসঙ্গে উইশ করে দিলেই হয় ঃ-(
  • stoic | ০৪ আগস্ট ২০০৯ ১৬:২৫ | 160.103.2.224
  • বছরের শুরুতেই সব্বাইকে এইজন্য হ্যাপি বাড্ডে উইশ করে দিতে হয়। ল্যাটা চুকে যায়। ঃ)
    (আমার তরফ থেকে গুরুর সবাইকে হ্যাঃ বাঃ)
  • r | ০৪ আগস্ট ২০০৯ ১৬:২৪ | 198.96.180.245
  • আমার জন্মদিন নাই। বড় বড় লোকের থাকে না। তাদের জন্মদিবস আর জন্মবার্ষিকী থাকে। আমারও আছে।
  • vikram | ০৪ আগস্ট ২০০৯ ১৬:১৫ | 193.120.76.238
  • হ্যা বা নিমিত্ত ধন্যযোগ, যদিও একটু আর্লি।
    ডাক্তারের বাড্ডেতে উইশ করবো কিকরে? কবে, তাই তো জানি না - মানে অর্কুটে হয়তো বলেনি বা তখন খুলি নি, মানে অর্কুট খুলি নি।
    যা দিনকাল পড়েছে, কবে শুনবো হনুর কিংবা র এদেরও একটা করে জন্মদিন আছে!
  • kc | ০৪ আগস্ট ২০০৯ ১৬:০৬ | 213.132.250.2
  • "ফুল বলে ধন্য আমি, ধন্য আমি, কড়াইএর উপরে"
  • stoic | ০৪ আগস্ট ২০০৯ ১৬:০৩ | 160.103.2.224
  • দ্রিসেশান, ইনফ্লেশান, বাজারদরের এমন অবস্থা যে লোকজন ফুলভাজা খেতে শুরু করল ? ঃ)
  • dipu | ০৪ আগস্ট ২০০৯ ১৫:২৯ | 207.179.11.216
  • ছটা বাজলেই বাড়ির সামনে দিয়ে পোচুর লোক "কিরে, কিরে' বলে চিল্লোতে চিল্লোতে সব্জি বেচতে যায়। তাদের দাপাদাপিতে আমার ঘুম ভেঙে যায়।
  • kc | ০৪ আগস্ট ২০০৯ ১৫:২৭ | 213.132.250.2
  • শিবকালী ভট্‌চাজ বলেছেন জবাফুল কাঁচা চিবিয়ে খেলে মাথায় ভাল ঘন চুল গজায়, ভেজে খেলে কি হয় তা বলেননিকো।
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৫:২৬ | 121.50.4.34
  • এদিকে আমার কালকের এক্সপেরিমেন্ট সফল। রাত দুটো থেকে সকাল সাতটা ঘুমিয়েছি,আর আজকে আদৌ হাই উঠছে না।

    আরো দু একদিন দেখতে হবে। ব্যাপারটা অদ্ভুত।
  • h | ০৪ আগস্ট ২০০৯ ১৫:২৬ | 206.195.19.43
  • সাথে কি স্যানের পাঠানো নরমুন্ডের সালসা ডিপস।
  • dipu | ০৪ আগস্ট ২০০৯ ১৫:২৫ | 207.179.11.216
  • খুব্বালো
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৫:২৩ | 121.50.4.34
  • দিপু, রোব্বারের প্রোগ্রাম ক্যামন হল?
  • dipu | ০৪ আগস্ট ২০০৯ ১৫:২১ | 207.179.11.216
  • ঃ-)))))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত