দিনশেষে এট্টূ ঢুঁ মাত্তে এসে কিছু হাড়কাঁপানো তথ্য পড়ে অত্যন্ত ভীতু মুখ করে ঘুমুতে গেলুম। এখন ঘুম এলে হয়।
Abhyu | ২৮ জুলাই ২০০৯ ০২:৩৬ | 128.192.7.51
তবে একটা জিনিস খেয়াল রাখা উচিত। অনেক ক্ষেত্রে বায়োলজির ডেটা অ্যানালিসিস করে যা "পাওয়া যায়" তাতে বেশ কিছু ভুল থাকে। ইচ্ছাকৃত নয়, স্ট্যাটিস্টিক্স না জানার জন্যে। এই গুরুতেই একবার দেখেছিলাম লোকজন কি একটা নিয়ে তুমুল তর্ক করছিল, কিন্তু P(A given B) আর P(A intersection B) এর তফাত বুঝলে ব্যাপারটা অতো ঘোরালো হত না ঃ)
এখন, সেটা স্বাভাবিক। নইলে আমাদের চাকরি থাকত না।
Abhyu | ২৮ জুলাই ২০০৯ ০২:২৯ | 128.192.7.51
ঈশান, ওখানে বলাটা ঠিক হবে না, এখানেই বলি। ধরো একজন লোক মৃগী রোগী। সে হঠাৎ রাস্তায় গুলি খেয়ে মরে গেল। তাহলে তার ডেটা, সহজ ভাষায় বলতে গেলে, মিসিং। এগুলোকে কি ভাবে হ্যাণ্ডেল করতে হবে সে সব রাশিবিজ্ঞানে পড়ানো হয়। সার্ভাইভাল অ্যানালিসিস।
কিন্তু সে লোক যদি রাস্তা পার হতে গিয়ে হঠাৎ মৃগীর আক্রমণে উল্টে পড়ে গাড়ি চাপা পড়ে মারা যায় তাহলে তাকে মিসিং ডেটা বললে চলবে না ঃ)
ছাটাই তো এখন শুরু হয়েছে - এমনিতেই সাধারণ পেশার লোকের চেয়ে বা একই বা অনেক বেশি শিক্ষাদীক্ষারও অন্য লোকের চেয়ে মাইনে প্রচুর বেশি হবার সিচুয়েশনটা আমার কাছে কোনওদিনই সেফ মনে হয়ও নি। জেনেরালি বললাম - সব দেশেই।
Paramita | ২৭ জুলাই ২০০৯ ২৩:০১ | 63.82.71.141
ঃ)
agantuk | ২৭ জুলাই ২০০৯ ২২:৫২ | 128.48.203.91
রোববারের আজকাল থেকেঃ 'প্রযোজক, পরিচালক, পরিবেশকদের পাশাপাশি লেখকরাও নিশ্চিন্ত বোধ করতেন উত্তম তাঁদের গল্পের নায়ক হলে। ... রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের চোদ্দোটি ছবির নায়ক উত্তমই।'
লেখকরা উত্তমকে নায়ক হিশেবে পেয়ে নিশ্চিন্ত হয়েছিলেন, আশা করা যায়।
Ishan | ২৭ জুলাই ২০০৯ ২২:৩৯ | 12.163.39.254
আচ্ছা, শাইনিং ইন্ডিয়ার ছাঁটাই নিয়ে আমরা একটা সংখ্যা করিনা কেন? শুধু ইন্ডিয়াই বা কেন, আমেরিকা ইউরোপও আসতে পারে।
যার যা একি্স্পরিয়েন্স একটু গুছিয়ে লিখে ফেলেন না। তারপর এখানে পোস্ট না করে আমাকে পাঠিয়ে দিন।
ranjan roy | ২৭ জুলাই ২০০৯ ২২:০৬ | 122.168.29.221
আসল কারণটা একই। ওদের তিরিশ হাজার দিচ্ছিল, এখন বাইশ হাজারে নতুন তিনজন কে আনছে। এই খেলাটা নাকিওরা প্রতি তিনমাসে খেলছে।
ranjan roy | ২৭ জুলাই ২০০৯ ২২:০৩ | 122.168.29.221
আমার বড় মেয়ে দিল্লিতে একটা মার্কিন কোম্পানিতে কম্পু গেমস্ এর ৩-ডি অ্যানিমেশন করত। ওর টিম লীডার ওর ড্রয়িংকে সেরা বলত। গত মাসে মার্কিন বস দিল্লিতে আসার পর"" এইচ আর'' ওদের তিনজনকে ডেকে ওয়ার্নিং লেটার ধরিয়ে দিয়ে বল্লো-- তিনদিনের মধ্যে ইম্প্রুভ কর, নইলে চাকরি থাকবে না। রাত্তিরে ছোট বোনের সঙ্গে পরামর্শ করে পরের দিন HR কে বল্লো-- আমি নিজেই ছেড়ে দেব, যদি আপনারা এই লেটারটা উইথড্র করে একটা ভালো একস্পিরিয়েন্স সার্টিফিকেট দেন। কোম্পানি রাজি হয়ে গেল। এখন এডুকেশন লোন আমি রিপে করা শুরু করবো। ঃ))))
a x | ২৭ জুলাই ২০০৯ ২১:৪৭ | 143.111.22.23
ওবামা লোকটা এত চালাক এত চালাক যে বলবার না! তৈল, সিগ্রেট, ক্যান্সার সবার থেকে বেশি চালাক।
Samik | ২৭ জুলাই ২০০৯ ২০:২৮ | 219.64.11.35
ব্যাপারটা প্রায় সেদিকেই গেছে। নিতান্ত ইনডিস্পেন্সেব্ল না হলে তুমি যে কোনও দিন রিপ্লেস্ড হয়ে যেতে পারো।
santanu | ২৭ জুলাই ২০০৯ ২০:১১ | 217.196.19.45
শমিকের রিপোর্ট টা তো সাংঘাতিক। আমার কাজ টা একজন হাজার টাকা কমে করে দেবে বলে আমার চাকরি চলে যাবে!!!
তখন তো বলতে হবে, না না স্যর, আমার মাইনে ১০৫০ টাকা কমিয়ে দিন।
Samik | ২৭ জুলাই ২০০৯ ১৯:৪৭ | 219.64.11.35
এই বাজারে আজ আইসিআইসিআই আজ গল্প ছেড়েছে মর্কেটে। কেউ ডিফল্টার হলে তার এমপ্লয়ারকে নির্দেশ দেওয়া হবে তার স্যালারি থেকে ঐ টাকাটা কেটে ব্যাঙ্ককে দেওয়ার জন্য। এমপ্লয়ির এক্ষেত্রে কিছুই বলার থাকবে না। ঃ-)
Samik | ২৭ জুলাই ২০০৯ ১৯:৪৫ | 219.64.11.35
সত্যমের ছেলেপুলেকে ৪০% মাইনে দেওয়া হচ্ছে। যারা বেঞ্চে আছে।
Samik | ২৭ জুলাই ২০০৯ ১৯:৪৪ | 219.64.11.35
আমার দোকানের গল্প বলি। আট মাস আগে যখন জয়েন করেছিলাম, তখন এমপ্লয়ি ছিল প্রায় ছশো। এখন একশো ষাট মত। প্রতি মাসে দলে দলে ছেলেমেয়েকে দরজা দেখানো হচ্ছে। ওপর থেকে নিচ, কেউ রেহাই পাচ্ছে না। মাস দেড়েক আগে একজনকে বের করে দেওয়া হল জাস্ট আরেকজনকে পাওয়া গেছিল যে সেই একই রেস্পন্সিবিলিটির কাজ কম মাইনেতে করে দেবে। যার গেল, তার স্ত্রী এখন সাত মাসের প্রেগন্যান্ট।
লোকজন চাকরি চেয়েও পাচ্ছে না। বাজার ভরে গেছে আনএমপ্লয়েড লোকজনে। তারা এত কম মাইনেতে চাকরি করতে এখন রাজি হয়ে যাচ্ছে যে কোম্পানি আর বেশি মাইনে চাওয়া লোকজনের দিকে ফিরেও তাকাচ্ছে না।
stoic | ২৭ জুলাই ২০০৯ ১৯:৪২ | 160.103.2.224
যাউগ্গা। কাটাইয়া দ্যান। জেনেরালাইজ করেই দেখা হোক বাজারদর অ্যান্ড ইট্স এফেক্টস। ঃ)
Arpan | ২৭ জুলাই ২০০৯ ১৯:৪২ | 216.52.215.232
মাইন্ডট্রির একটি ছেলের কথা জানি যার ভেরিয়েবল অংশ মাইনের প্রায় ৫০%। ছেলেটি বছর দুয়েকের এক্সপেরিয়েন্স। এখন হাতে আসছে হাজার আটেক। বেঙ্গালুরুর মত জায়গায় আটহাজার দিয়ে কিস্যু হয়না।
Samik | ২৭ জুলাই ২০০৯ ১৯:৪০ | 219.64.11.35
গল্পটা এখানেই। আমার তিন লাখ মাইনে বলে আমি সবজিবাজারে মাসে তিন হাজার টাকা খরচা হলে কিছুই মনে করব না, এটা ভাবা উচিত নয়। তিন লাখ টাকাটা তো আমারই টাকা, আমি তো চাইবই তার প্রতিটা পাইপয়সা বাঁচাতে। আমার অন্য কোনও প্ল্যানিং থাকতেই পারে। সব্জিবাজারে বেশি খরচ হয়ে যাওয়ায় আমার সেই প্ল্যানিং মার খাচ্ছে, সঞ্চয় মার খাচ্ছে, চাপ তো আমারও। না-খেতে পেয়ে মরব না ঠিকই। কিন্তু পয়সা আছে বলেই বেশি খরচ কেন করতে চাইব?
Arpan | ২৭ জুলাই ২০০৯ ১৯:৩৮ | 216.52.215.232
আইটি প্রফেশনালদের অবস্থা খুব ভাল না। তাদের নিজেদের স্কেলে অবশ্যই। অনেকেই এদিক ওদিকে হাউস লোন ইত্যাদি নিয়ে রেখেছেন। রিসেশনের বাজারে ভেরিয়েবল কম্পোনেন্ট প্রায় শূন্য হয়ে যাওয়ায় অরিজিনল মাইনের ১/৩ জাস্ট গায়েব হয়ে গেছে। অতএব নানাবিধ কস্ট কাটিং মেজার তারাও চালু করেছেন। যেমন ক্যান্টিনে অধিকাংশ লোক এখন লাঞ্চবক্স নিয়ে আসে।
r | ২৭ জুলাই ২০০৯ ১৯:৩৪ | 125.18.104.1
কিন্তু মোদ্দা কথা হল অত্যাবশ্যক জিনিষের দাম বাড়লে সবার চাপ- কারো সঞ্চয় কমে, কারো অন্যান্য খরচ কমে, কারো খাবার কোয়ালিটি কমে, কারো খাওয়ার পরিমাণ কমে।
san | ২৭ জুলাই ২০০৯ ১৯:৩৩ | 121.50.4.34
বোঝো। আমি তো বললাম দুটি ডালভাত খাওয়া ফ্রেজটার মানে পাল্টে যেতে চলেছে। ডালের দাম খুব আউট অফ প্রোপোর্শন বেড়েছে তাই। কে আইটি প্রফেশনাল, কার কি ডিফিকাল্টি এসব কোত্থেকে এল ?
Arpan | ২৭ জুলাই ২০০৯ ১৯:৩২ | 216.52.215.232
আরে "আমাদের পক্ষে' লেখেনি তো কেউ! আমি দেখে এলাম পাতা উল্টে।
r | ২৭ জুলাই ২০০৯ ১৯:৩১ | 125.18.104.1
আহা! ওটা কথার কথা- অতিশয়োক্তি অলঙ্কার হিসেবে শাস্ত্রে গ্রাহ্য। ;-)
stoic | ২৭ জুলাই ২০০৯ ১৯:২৭ | 160.103.2.224
আমি এগজ্যাক্টলি এই ইনফ্লেশান রেট নিয়ে জিগেস করতে যাচ্ছিলাম। যে ওভারল ইনফ্লেশান রেট এত কম দেখায়, আর এদিকে জিনিসপত্রের দাম বাড়ছে তো বাড়ছেই। গরীব মানুষদের যে যা তা অবস্থা হয়, এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। আমার কমেন্ট টার উদ্দেশ্য ছিল যে দিল্লী, লুরু বা মুম্বাই নিবাসী আইটি প্রফেশনাল রা যদি 'আজকাল ডাল-ভাত খাওয়াও আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে উঠছে' জাতীয় মন্তব্য করেন, তাহলে বলতে ইচ্ছে করে 'হোল্ড অন যাস্ আ সেক......' ।
(ডিঃ কেউ আবার পার্সোনালি নেবেন না দয়া করে।)
san | ২৭ জুলাই ২০০৯ ১৯:২৫ | 121.50.4.34
আমিও তো জানতে চাইলাম আইদার অর কেন।
নিজের কথা ভাবার সময় অন্য কারো কথা ভাবা যাবে না বা উল্টোটা, এরকম কোন নিষেধাজ্ঞা আছে নাকি ? কি মুশকিল। দাম বাড়লে সবার চাপ হয়। আমার কম, কারো বেশি, কারো আরো কম। কিন্তু ব্যাপারটা চাপের এই নিয়ে কমপ্লেইন করা হচ্ছে আর কি।
r | ২৭ জুলাই ২০০৯ ১৯:২৪ | 125.18.104.1
ইন্টারেস্টিংলি, নেটে এত এত পোলিটিকাল ওয়েবসাইট, ফোরাম ইত্যাদি আছে। কোথায় এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। একমাত্র অর্গানাইজ্ড পোলিটিকাল দলগুলো এতদিনে মনে হয় একটু নড়েচড়ে বসেছে।
pi | ২৭ জুলাই ২০০৯ ১৯:২২ | 72.83.196.134
সেটাই তো স্টোয়িক জানতে চাইলেন মনে হল। নিজেদের জন্য কমপ্লেইন না অন্যদের কথা ভেবে কমপ্লেইন ? ঃ)
Arpan | ২৭ জুলাই ২০০৯ ১৯:২২ | 216.52.215.232
পেঁয়াজের দাম ষাট্টাকা হওয়াতে একবার দিল্লিতে সরকার উল্টে গেছিল।
নেক্সট বিধানসভা নির্বাচন কোথায়? কবে?
san | ২৭ জুলাই ২০০৯ ১৯:১৭ | 121.50.4.34
আচ্ছা, নিজের খাবারে টান না পড়লে কমপ্লেইন করা খারাপ দ্যাখায়। বুঝলাম ঃ-)
r | ২৭ জুলাই ২০০৯ ১৯:১৬ | 125.18.104.1
না, একভাবে অ্যাফেক্টেড তো হয়ই না। গরীব মানুষ বহুগুণ বেশি অ্যাফেক্টেড হয়। অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধি মানেই গরীবের উপর বেশি চাপ, কারণ তাদের আয়ের বেশির ভাগ অংশ খরচ হয় ঐ জিনিষ কিনতে। ইন ফ্যাক্ট, এসেনশিয়াল কমোডিটির ইনফ্লেশন রেট ২০% আর ওভার-অল নেগেটিভ ইনফ্লেশন রেট মানে চূড়ান্ত রিগ্রেসিভ ট্যাক্স রেজিম।
কিন্তু, ব্যাপারটাকে যেভাবেই দেখা হোক, বেসিকালি খুব বাজে। সিগারেট খেলে অ্যালজাইমার না হতে পারে শুনছি, কিন্তু লাউয়ের দাম বাড়লে কারো কোনো উপকার হয় না। ঃ-)
Samik | ২৭ জুলাই ২০০৯ ১৯:১৬ | 219.64.11.35
আলু ঃ পনেরো টাকা কিলো, গত হপ্তায় ছিল চোদ্দ। পেঁয়াজ ঃ ঐ সিমলা মির্চ, মানে ক্যাপ্সিকাম ঃ ষাট টাকা কিলো কুমড়ো ঃ কদিন আগেও ছিল দশ টাকা কিলো, কাল দেখলাম কুড়ি টাকা। একমাত্র পালং শাক দেখলাম দশ থেকে পনেরো টাকা কিলো হয়েছে।
আগে একশো টাকার বাজার করলে একমুঠো কাঁচালঙ্কা আর এক আঁটি ধনেপাতা ফ্রি দিত "পন্নি'তে। এখন কাঁচালঙ্কা ফ্রি চাইলে বদলে একটা দশ টাকার নোট চেয়ে নেয়।
সবাই বোধহয় সমান ভাবে অ্যাফেক্টেড হয় না। মানে যাঁর তিন হাজার টাকা মান্থলি ইনকাম, আর যাঁর তিন লাখ টাকা, দুজনেই যদি লাউ এর কিলো পনেরো থেকে কুড়ি হলে কমপ্লেইন করে, তাহলে আমি বিস্মিত হই, এই আর কি। তবে, নেভার মাইন্ড, লেটস কন্টিনিউ দ্য হোয়াইনিং। ঃ)
san | ২৭ জুলাই ২০০৯ ১৯:০৮ | 121.50.4.34
স্টৈক এরকম আইদার অর কন্ডিশন দিয়েছেন কেন?
Arpan | ২৭ জুলাই ২০০৯ ১৯:০৫ | 216.52.215.232
সবার কথা ভেবে।
san | ২৭ জুলাই ২০০৯ ১৯:০৫ | 121.50.4.34
লাউয়ের রস খেলে রোগা হওয়া যায়। বাবা রামদেব বলেছেন।
stoic | ২৭ জুলাই ২০০৯ ১৯:০৪ | 160.103.2.224
বাজারদরের কমপ্লেইনগুলো গরিব মানুষদের কথা ভেবে না নিজেদের কথা ভেবে ? প্রথম টা হলে কোনো কথা নেই, সেকেন কেস হলে কিছু কথা ছিল। ঃ)
Arpan | ২৭ জুলাই ২০০৯ ১৯:০৪ | 216.52.215.232
ঃ))))
san | ২৭ জুলাই ২০০৯ ১৯:০৩ | 121.50.4.34
আরে এই দেড় হাজার টাকাটা তো আবার একবেলার হিসেবে। মানে আমরা তো অফিসে লাঞ্চ করি।
Arpan | ২৭ জুলাই ২০০৯ ১৯:০২ | 216.52.215.232
ভাবা যায় না।
এর মাঝে এফেমে তাপস বারের অ্যাড দিচ্ছে - ১২৫০ টাকায় বাফে লাঞ্চ। ঃ-x
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন