এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২২ জুলাই ২০০৯ ০৯:৫৫ | 61.95.144.123
  • হাফ ব্লাড প্রিন্স নেমে গেছে কাল রাত্তিরে। আজ এঞ্জেলস অ্যাণ্ড ডেমনস নামবে। এবার একটু সময় বের করতে হবে দেখার জন্যে।
  • lcm | ২২ জুলাই ২০০৯ ০৭:৩৮ | 69.236.168.107
  • আনন্দবাজার লন্ডন সংস্করন বের করছে, প্রত্যেক রবিবার, দাম 1.5 পাউন্ড।
  • lcm | ২২ জুলাই ২০০৯ ০৪:৪৭ | 128.48.7.203
  • হেমন্ত -
  • a x | ২২ জুলাই ২০০৯ ০২:৫০ | 143.111.22.23
  • আব্বে আর্য। নিজেও জানতে না!
  • arjo | ২২ জুলাই ২০০৯ ০২:২৪ | 168.26.215.13
  • এখন তো রাত্তির।
  • Tim | ২২ জুলাই ২০০৯ ০২:০০ | 198.82.167.98
  • বুনু মেল দ্যাখ।
  • Ishan | ২২ জুলাই ২০০৯ ০১:৫৬ | 12.163.39.254
  • ডান। ঃ)
  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ০১:৪৮ | 59.164.3.195
  • একঘর ঃ-))
  • arjo | ২২ জুলাই ২০০৯ ০১:৩৮ | 168.26.215.13
  • এই গানটা কিছুদিন আগে শুনলুম।

  • intellidiot | ২২ জুলাই ২০০৯ ০১:৩৪ | 59.164.3.195
  • সম্বিতবাবুর গাওয়া বিরেন চট্টো'র "পাহাড়িয়া' যাকে বলে সুপার ঘ্যামা। পরপর সতেরো বার শুনে ফেল্লাম। এই ১৮ চলছে এখন...
  • Ishan | ২২ জুলাই ২০০৯ ০১:২৩ | 12.163.39.254
  • শহীদ দিবস হল ২১ শে জুলাই। ঐদিন মমতার মহাকরণ অভিযানে প্রচুর লোক মারা যায়।

    কিন্তু আমাকে এখন কত্তো টাইপাতে হবে। ভাবলেই গায়ে জ্বর। ঃ(
  • arjo | ২২ জুলাই ২০০৯ ০০:৫৯ | 168.26.215.13
  • এঃমাঃ অক্ষ শহীদ দিবস জানে না। ছি ছি।

    ন্যাড়াদা বিড়ি ছেড়ে দিয়েছে। বাঃ বাঃ।

    অজ্জিত হার্ডওয়ার সাইজিং আমি কোনোদিন করি নি। কিন্তু মাইক্রসফটকে একবার করতে দেখেছিলাম। দেখে যা মনে হয়েছিল এক্সপেরিয়েন্স দিয়ে চালাচ্ছে। কোনো মডেল ব্যবহার করেছিল কিনা জানা নেই কিন্তু অ্যাপ্রোচ দেখে মনে হয়েছিল কমন সেন্স আর এক্সপেরিয়েন্স দিয়েই হয়।
  • a x | ২১ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 143.111.22.23
  • আরে কেউ বলেনা কেন শহীদ দিবসের কেসটা? এটা কি এতই অবভিয়াস কিছু?
  • san | ২১ জুলাই ২০০৯ ২২:৪৯ | 123.201.53.134
  • যোগ মানে যোগব্যায়াম না হঠযোগ রাজযোগ জাতীয় কিছু ?

    (সবই সম্ভব)
  • san | ২১ জুলাই ২০০৯ ২২:৪৭ | 123.201.53.134
  • হ্যাঁ হ্যাঁ।
  • a x | ২১ জুলাই ২০০৯ ২২:৪৭ | 143.111.22.23
  • আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। কিরকম মনে হচ্ছে সবাই জানে, না জানলে খুব লজ্জার ব্যপার, তাই কাউকে জিগাতেও পারছিনা।

    এই শহীদ দিবসের ব্যাপারটা কি?

    আরও একটা প্রশ্ন আছে, এটাও জিজ্ঞেস করব কিনা বুঝছিনা, সুনীল গাঙ্গুলীকে কে ডাকেনি? মানে ডাকতেই হবে কেন? আর NABC তে ডেকেছিল বলেই জানি তো। মায় পুলিশ কমিশনারকে ডেকেছে, তাইলে?
  • a x | ২১ জুলাই ২০০৯ ২২:৪৫ | 143.111.22.23
  • সেই জন্যই অভিভাবকদের ইউনিউয়ান বানানো উচিৎ !
  • Blank | ২১ জুলাই ২০০৯ ২২:৩২ | 59.94.2.237
  • মানে আমি যেখানে পড়তাম। বারুইপুর হাই স্কুল। অভিভাবক রা কে কি বলবে? এসব নিয়ে কিছু বলা মানেই অনেক ঝামেলা। এই সব টীচার দের কাছেই তো পরীক্ষার খাতা, সব কিছু ....
  • a x | ২১ জুলাই ২০০৯ ২২:২৯ | 143.111.22.23
  • "আমাদের স্কুল" মানে? অভিভাবকরা কিছু বলেন নি?
  • Blank | ২১ জুলাই ২০০৯ ২২:২৪ | 59.94.2.237
  • আমাদের স্কুলে দুদিন ধরে কোনো এক সাধু বাবা এসে যোগ শেখাচ্ছেন। স্যারেরা আর অনেক স্টুডেন্ট যোগ করতে ছুটছে। দুদিন ধরে শুরুতে কয়েকটা ক্লাশ হয়ে ছুটি। হয় যোগ নয় বাড়ি।
    সরকারী ইস্কুলে এমনি করা যায়? যখন তখন ক্লাশ বন্ধ করে এসব আট ভাট?
    যদি না করা যায় তো কোথায় এর বিরুদ্ধে লেখা যাত?
  • a x | ২১ জুলাই ২০০৯ ২২:০২ | 143.111.22.23
  • স্যান তুমি সেঃ গুঃ তো?
  • a x | ২১ জুলাই ২০০৯ ২২:০১ | 143.111.22.23
  • সোফার পেছনে দলা দলা ঝোলমাখা টিস্যু!! ঃ-)))
  • a x | ২১ জুলাই ২০০৯ ২১:৫৯ | 143.111.22.23
  • সিঁফো আছ? রোকেয়াবিবি আছেন?
  • Samik | ২১ জুলাই ২০০৯ ২১:৪৮ | 219.64.11.35
  • মামুর বাংলা লেখার কলকে html শোভিত করে নিয়েছি। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের বদলে "[' "]'দিয়ে যে কোনও html ট্যাগ লিখলে সেটা লেখায় রিফ্লেক্ট করবে।

    এখানে নয়, আমার পার্সোনাল মেশিনে। মামুকে আজ পাঠাই। মামু যদি গ্রীন সিগন্যাল দেয় তো ওটাকেই শুধুমাত্র বোল্ড ইটালিক্স আর আন্ডারলাইনের জন্য এনেব্‌ল করে দিয়ে এখানে দিয়ে দেওয়া যায়। অরিজিতের দীর্ঘদিনের একটা চাহিদা মিটবে। ঃ-)
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ২১:৪৮ | 117.194.231.226
  • আজ্জো - হ্যাঁ। প্রবলেম হল শিব তৈরী হবে না বাঁদর তা কেউ জানে না। এস্টিমেট করবো কি করে?
  • Samik | ২১ জুলাই ২০০৯ ২১:২৩ | 219.64.11.35
  • আমি সম্ভবত অত্যন্তরকম ছড়িয়েছি। অ্যাজ ইউজুয়াল।

    আজ অন্য কোনও রতনের জন্মদিন। ইন্দুরাসের নয়। রাতে বাড়ি ফিরলে কনফার্ম করতে পারব।
  • arjo | ২১ জুলাই ২০০৯ ২০:৩৩ | 168.26.215.13
  • অ্যাপ্লিকেশন না চালিয়ে এটা জানার দরকার কেন? হার্ডওয়ার এস্টিমেশনের জন্য?
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ২০:২১ | 220.225.245.130
  • P আর অরিজিতদা, ব্যবহৃত চলরাশিসমূহ এবং জটিলতা থেকে একটা কাছাকাছি ধারনা করা যায় কি? (মানছি খুবই চাপের, তবুও, তর্কের খাতিরে)
  • P | ২১ জুলাই ২০০৯ ১৯:২১ | 163.244.62.140
  • কাবলিদার এই খপরটা সকাল থেকে তিনবার আমার ইনবক্সে এসেচে।

    অজ্জিত , সম্ভব না।
  • b | ২১ জুলাই ২০০৯ ১৯:১৩ | 117.193.40.32
  • মুক্তারাম বাবু স্ট্রীটের কথা শুনলেই শিব্রামের কথা মনে পড়ে যায়। সেই মেসবাড়ী কি এখনো আছে?
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৮:৫২ | 61.95.144.123
  • আচ্ছা একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্লি লিখে চালিয়ে দেখার আগেই সেটা কতটা সিপিইউ আর মেমরি খাবে কি করে বলা সম্ভব?
  • arjo | ২১ জুলাই ২০০৯ ১৮:৪৪ | 168.26.215.13
  • মেট্রোয় গেলে মহত্মা গান্ধী মেট্রো স্টেশনে নামতে হবে। তারপর খানিকটা হাঁটতে হবে। ডিপেন্ড করছে মুক্তারামবাবু স্ট্রীটের কোথায় যেতে হবে তার ওপর। যদি কলেজ স্ট্রীট আর সে¾ট্রাল অ্যাভিনিউর মধ্যে কোনো এক জায়গায় হয় তাহলে যেকোনো একটা ধরে গেলেই হল। যদি সে¾ট্রাল অ্যাভিনিউর ওদিকে (গঙ্গার দিকে) হয় তাহলে মেট্রো ধরতে হবে। (পুরনো পাড়া একটু জ্ঞান না দিলে লোকে খারাপ বলবেঃ))
  • h | ২১ জুলাই ২০০৯ ১৮:২৯ | 206.195.19.59
  • মেট্রো করে সে¾ট্রাল এভিনিউ এর পরেরটা বা তার পরের টায় এ নেমেও দেখতে পারো, কি যেন নাম।
  • r | ২১ জুলাই ২০০৯ ১৮:২৫ | 198.96.180.245
  • কলেজ স্ট্রিট ধরে সোজা শ্যামবাজারের দিকে এগিয়ে যাবি। কলেজ স্ট্রিট মার্কেট পেরিয়ে বীণা সিনেমা, ঠনঠনে কালীবাড়ি- তারই পাশ দিয়ে মুক্তারামবাবু স্ট্রিট।
  • P | ২১ জুলাই ২০০৯ ১৭:৫০ | 163.244.62.136
  • দম , জম্মদিনের গপ্প আর কি বলব। যার জম্মদিন সে তো গোলাপী জামা পড়ে সেজেগুজে চাদ্দিকে হামা দে এর-ওর চটী-জুতো চেটে গেল, আর আমি হেসেহেসে এর-ওর সাথে হেব্বি গপ্পো করে গেলুম।
    তারমধ্যেই এত লোকের খাবা-দাবা , বাচ্চাগুলোর দেখাশোনা ইত্যাদি কি করে যেন হয়ে গেল।পুঁটের বাপ করেচে বোধকরি , আমি অত খেয়াল কত্তে সময় পেলুম কই।
    ব্যাস গপ্প শেষ।
    হাতে রইল তেললাগা কার্পেট , পুঁটের নতুন জামাতে কালো গ্রীজ , সোফার পেছনে দলা দলা ঝোলমাখা টিস্যু , ফাটানো বেলুনের টুকরো-টাকরা ,এক গাদা এঁটো বাসন-কোসন আর খাবারের বিল!
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৭:৪৭ | 61.95.144.123
  • কলেজ স্ট্রীট ধরে সোজা এগিয়ে গেলেই পাবে - মেট্রোপলিটন স্কুলের আগে।
  • P | ২১ জুলাই ২০০৯ ১৭:৪৪ | 163.244.62.136
  • অমিত আর ভুতো ,
    ডেলের ল্যাপি। যার ল্যাপি সে লোকাল সার্ভিস সেন্টারে সারাতে চায়। রিলায়েবল সার্ভিস সেন্টার নাম-পাতা জানালে হেব্বি ভালো হয়।
    ধন্যযোগ।
  • d | ২১ জুলাই ২০০৯ ১৭:৪২ | 121.245.0.191
  • আচ্ছা মুক্তারামবাবু স্ট্রীটে কেমন করে যায়? কলেজ স্ট্রীটের রেফারেন্সে বলবে কেউ?
  • shrabani | ২১ জুলাই ২০০৯ ১৭:২৮ | 124.30.233.101
  • তারেগনা তে এদিকে মাওবাদীরা বন্ধের ডাক দিয়েছে কাল। এরা পারেও বটে!
    আমি কিছুক্ষণ চেষ্টা করছিলাম মিস হয়ে যাওয়া টই খুঁজে পড়তে কিন্তু ইচ্ছে করছে না। তাড়াতাড়ি বাড়িই যাই।ঃ(
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১৭:২০ | 220.225.245.130
  • কারো কাছে কি কে-স্টারস আছে। থাকলে দেখুন চাঁদ কিভাবে সূর্যের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। আর বারো ঘন্টা পর সানের উপরে মুন অবস্থান করবে ঃ-)
  • r | ২১ জুলাই ২০০৯ ১৭:১৯ | 198.96.180.245
  • ও, কি সব অয়েলক্লথ, হাগিজ বলছে! তখন দীপু রীতিমত ক্লাসে হাত তুলে বড়বাইরে-ছোটোবাইরে যায়। ঃ-))
  • Blank | ২১ জুলাই ২০০৯ ১৭:১৮ | 170.153.65.102
  • সেই বারে অনেকেই ছবি তুলেছিলো ভালো। পাতি ক্যামেরাতেও সুন্দত হীরের আংটি এসেছিলো।
    আমার তখুন ক্যামেরা ছিলো না ঃ(
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১৭:১২ | 207.179.11.216
  • বয়েস বাড়ানোর ওসুদে বাজার ছেয়ে যাবে। পরের গেরন দেকবেন তো আমাদের ওসুদ গিলুন - এই মর্মে ওসুদের কোংয়েরা শির ফুলিয়ে চিল্লোবে।
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১৭:১১ | 219.64.11.35
  • কিছু দেখেছিলাম সেইবারের্টা। বাড়িতে রঙীন টিভি ছিল না, বন্ধুর বাড়িতে গিয়ে, বারান্দায় টিভি সেট করে, একবার টিভিতে দেখছি, একবার বাইরে বেরিয়ে আকাশে লাইভ দেখছি।
  • san | ২১ জুলাই ২০০৯ ১৭:১১ | 121.50.4.34
  • লোকদুটো !
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১৭:১০ | 207.179.11.216
  • এই লোকদুটো দশ বছর বয়স অব্দি অয়েলক্লথে শুয়ে থাকত! কি কেচ্ছা!
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১৭:০৯ | 219.64.11.35
  • হুঁ ... এর পর ১০৫ বছর পরে ভারত থেকে দেখা যাবে। শতায়ু হলেও সম্ভব নয়।
  • r | ২১ জুলাই ২০০৯ ১৭:০৭ | 198.96.180.245
  • সত্যি! কি যে বলে। দীপুর জন্য অয়েলক্লথের উপর তখন রীতিমত চাদর পাতা হয়।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১৭:০৬ | 61.95.144.123
  • হুঁ - মনে ছিলো না - ওইসময় বাজারে হাগিজ এসে গেছে। কাঁথায় শোবে কেন - বালাই ষাট;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত