এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ১৬ জুলাই ২০০৯ ১২:২৫ | 59.93.213.179
  • দামিনীর গান।
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১২:২২ | 61.95.144.123
  • এই সাইটটা রঙ্গনের ভালো/কাজে লাগতে পারে - http://violinsheetmusic.org - বেশ কিছু ভালো পিস আছে দেখলুম। আমি ডাউনলোডিয়ে রাখছি।
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১২:১৩ | 61.95.144.123
  • রাইট রাইট দামিনী - উকিল সানি দেওলের পেল্লায় চিৎকার...
  • Samik | ১৬ জুলাই ২০০৯ ১২:১০ | 219.64.11.35
  • সেই নেত্রীকে ১৪ দিনের জেলবাসেরও হুকুম দেওয়া হয়েছে। বেহেন্‌জী আফটার অল্‌!
  • kc | ১৬ জুলাই ২০০৯ ১২:১০ | 213.132.250.2
  • অরিজিৎকে, "দামিনী"
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১২:০২ | 61.95.144.123
  • গাওয়া হ্যায়, চাঁদ তারে গাওয়া হ্যায় - কোন সিনিমার গান বলোতো? বেলাফন্তের "মালাইকা' শুনছি - এটার থেকে ঝাড়া গান তো ওই গাওয়া হ্যায়...
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১১:৫৯ | 61.95.144.123
  • ইউপি-তে কং নেত্রীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে - তিনি নাকি মায়াবতী সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন। TOI প্রথম পাতাতে রয়েছে। সর্বত্র পাওয়ার প্লে। আইস হকির কোর্টে নামিয়ে দিলেই পারে সবকটাকে।
  • I | ১৬ জুলাই ২০০৯ ১১:৫৩ | 59.93.213.179
  • উফ্‌, বেথে না !
    মেদিনীপুর নয়, বর্ধমান। মঙ্গলকোট।
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১১:৫৩ | 61.95.144.123
  • হুঁ - মানে বাড়ি যাওয়ার সময় ঝামেলায় পড়বো।
  • Samik | ১৬ জুলাই ২০০৯ ১১:৫২ | 219.64.11.35
  • এক্স্যাক্টলি এই কথাটাই কাল রাতে টিভি দেখতে দেখতে বলছিলাম। মুষলপর্ব শুরু হয়ে গেছে। যদুবংশ সম্ভবত এইভাবেই ধ্বংস হয়েছিল।
  • Samik | ১৬ জুলাই ২০০৯ ১১:৫১ | 219.64.11.35
  • গতকাল তো হাজরার মোড়ে অবরোধ করেছিল কং আর তিনোমূল।
  • I | ১৬ জুলাই ২০০৯ ১১:৫১ | 59.93.213.179
  • চারিদিকে অবরোধ চলছে। গোটা রাজ্য জুড়ে। অবরোধে আটকা পড়ে ফিরে এলাম।
    সোদপুরে একটা বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে আগুন দিয়েছে গরিয়াহাট আর কান্দিতেও।
    একটা রেজিম ভেঙে পড়ছে । মুষলপর্ব শুরু হয়ে গেল।
  • Samik | ১৬ জুলাই ২০০৯ ১১:৫১ | 219.64.11.35
  • কাল শুক্কুরবার অনেক জায়গায় বন্‌ধ ডাকা হয়েছে। গতকাল মেদিনীপুরে বেশ ব্যাপক ক্যালাকেলি হয়েছে। মানস ভুইঞা সমেত সাতজন কং বিধায়ক পিটুনি খেয়েছে, স্টার কিন্তু, আনন্দবাজার, ইটিভি ... সকল মিডিয়ার লোকজন বেজায় পিটুনি খেয়েছে।
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১১:৪৫ | 61.95.144.123
  • আমি আসার সময় কিছু দেখিনি। পরে শুরু হয়ে থাকতে পারে।
  • Blank | ১৬ জুলাই ২০০৯ ১১:৪৪ | 170.153.65.102
  • শুনতে পেলুম কোলকাতায় নাকি এদিক সেদিক অবরোধ। অজ্জিত দা কিছু টের পেলে কি?
  • dipu | ১৬ জুলাই ২০০৯ ১১:২২ | 207.179.11.216
  • না। আমিই ছড়াচ্ছি।
  • pi | ১৬ জুলাই ২০০৯ ১১:১৮ | 72.83.196.134
  • অপরে তো এটা বেরোয় নি।
    নতুন লেখা তো। মানে, এই লেখাটা তো উনি গুরুর জন্য ই লিখেছেন।
  • kc | ১৬ জুলাই ২০০৯ ১০:৪০ | 213.132.250.2
  • তাইলে pdf টা এখান থেকেই ঝেঁপে বানানো। কারণ সেটাতেও কালিম খান লেখা ছিল।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ১০:৩৬ | 173.26.17.106
  • এ মা। ভদ্রলোকের নাম কলিম খান। বানাম ভুল করেছি। সেটা চোখেও পড়েনি।

    কলিম খান বিখ্যাত ব্যক্তি। পুরো একটা শব্দার্থকোষ বানাচ্ছেন এই ভাবে। তবে এই লেখাটা কোথাও বেরোয়নি তো। মানে নতুন লেখা হিসেবেই দিয়েছেন।
  • dipu | ১৬ জুলাই ২০০৯ ১০:৩২ | 207.179.11.216
  • অপর এ বেরিয়েছিলো মোনয়।
  • kc | ১৬ জুলাই ২০০৯ ১০:৩১ | 213.132.250.2
  • আচ্ছা এবারের বুবুভার কালিম খান এর লেখাটা কেউ আগে পড়েছেন কি? আমি ঐদিনই একটা pdf পেয়েছি। তাতে অবশ্য কালিম খান এর নাম ছিল। "গোরু"র মতন নয়।
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১০:২৯ | 61.95.144.123
  • আগে ম্যাক্রোম্যান হয়ে তাপ্পর আর-টাকে এইচ দিয়ে রিপ্লেস করবে বলছো? নাকি এইচে বোর হয়ে এখন তার জায়গায় আর আনতে চাইছে?
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১০:২৫ | 122.252.231.12
  • কোন ম্যাক্রো?

    (ঈশানও ম্যাক্রোম্যান হতে চায়!)

    অনলাইন হচ্ছি।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ১০:২৪ | 173.26.17.106
  • ক্যানিং এ আবার কি হল?

    যদি বা কিছু হয়ে থাকে, আমার ম্যাক্রো কই, অপ্পন?
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১০:২৩ | 122.252.231.12
  • হু।

    ক্যানিঙের ঘটনাটা খুব শকিং।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ১০:২২ | 173.26.17.106
  • পুঁটের জম্মোদিনটা হোপফুলি তামাদি হয়ে যায়নি। পুঁটের মাকে আরও কিছু নির্ঘুম রাত্তির উইশ করলাম। ঃ)
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ১০:২১ | 173.26.17.106
  • আচ্ছা, ছোট্টো করে একটা গণ ক্ষমা চেয়ে নিই। ওক্কুটে, মেলে কাউকে কিচ্ছু উত্তর দিইনি দু-তিনদিন। সে জন্য কেউ পিলিজ কিছু মনে করবেন না। এট্টু ব্যস্ত ছিলাম ও আছি।

    (যারা জানে, তারা জানে, যে, ব্যস্ত অর নো ব্যস্ত, আমি সব্বোদাই এরকম করে থাকি। কিন্তু যারা ব্যাপারটা এখনও ধরতে পারেননি, তাদেরকে টুপি টা দিলাম আরকি। ) ঃ)
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১০:২১ | 61.95.144.123
  • আমি যে আগের মাসের বিল মিটিয়েছি এই ই-মেল কনফার্মেশনটা বিএসএনএল আমাকে এখুনি আসা আটটা মেল (একসাথে) নিয়ে এগারোবার পাঠালোঃ-(
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১০:১৪ | 61.95.144.123
  • TOI ই-পেপারের কলকাতা ভার্সনের দ্বিতীয় পাতাটা পড়ো।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১০:১৪ | 122.252.231.12
  • তাই বল! ঘাবড়ে গেছিলাম মাইরি! ঃ-)
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১০:১১ | 61.95.144.123
  • খবরের কাগজ আজকাল নয় - আজকাল অর্থাৎ now-a-days
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১০:০৬ | 122.252.231.12
  • আজকাল আবার কী বলল?
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ১০:০৩ | 61.95.144.123
  • আজ আমাদের দোকানের জন্মদিন। কি সব পার্টি টার্টি হবে শুনছি।
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ০৯:৫৫ | 61.95.144.123
  • কালকে র মিডলাইফ ক্রাইসিস বলাতে আমি এট্টু ঘাঁটাঘাঁটি করছিলুম - একটা সাইট থেকে কি একটা পার্সোনালিটি টেস্ট নিতে বল্ল - সেখানে আমাকে গার্ডিয়ান বলে গালি দিলোঃ-(
  • Arijit | ১৬ জুলাই ২০০৯ ০৯:৪৮ | 61.95.144.123
  • আজকাল সত্যি কথা বল্লেও কেউ বিশ্বাস করে না। দুদিন ধরে বলে যাচ্ছি মাইরি কেউ মানতেই চায় নাঃ-(
  • d | ১৬ জুলাই ২০০৯ ০৯:৪৪ | 117.195.41.63
  • গত দেড়দিনের বৃষ্টিতে খড়গ্‌পাসলা ড্যামের জল ৭৮% বেড়ে গেছে। এদিকে জলের রেশন তো চলছেই। তাই লোকে বাইরে বালতি, গামলা বসিয়ে রেখে জল ধরে তাই দিয়ে গাড়ী, বাইক ধুচ্ছে। বারান্দায় যে বৃষ্টির জল পড়েছে, তাকেই ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বারান্দা ছাদ সব সাফ করছে।
  • d | ১৬ জুলাই ২০০৯ ০৯:৩০ | 117.195.41.63
  • খাইসে! তাহলে অজ্জিতের নাম দেখলেই চুলকে ওঠা পাবলিকের দল তো রে রে করে ঝাঁপিয়ে পড়বে।
    আর অপ্পন যা বলল, "যা তা' মানে তো খুব ভাল। ঃ)
  • pi | ১৬ জুলাই ২০০৯ ০১:৪০ | 128.231.22.129
  • আয়লার অরিজিত তো অন্য একজন।
  • nyara | ১৬ জুলাই ২০০৯ ০০:৩৬ | 64.105.168.210
  • রবাবু, থ্যাঙ্কু। আই স্ট্যান্ড কারেক্টেড অ্যাবাউট কানু রায়।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ০০:৩১ | 122.252.231.12
  • ধুর, রঞ্জন্দা যে কী বলে। যাতা মানে তো খুব ভালো। সবচেয়ে ভালো হল বীভৎস ভালো।

    এইখানে বলতে হবে আমি ছড়িয়ে ছত্রিশ করেছি।

    নইলে আবার "গা' আর "ও' কেস হয়ে যাবে। ঃ-)
  • ranjan roy | ১৬ জুলাই ২০০৯ ০০:১৪ | 122.168.69.87
  • দময়ন্তী,
    আমি যাতা। বাংলা লাইভে জোর গলায় বলেছি-- অজ্জিৎ আয়লায় ত্রাণে গেছিল, ওর ফোটো-রিপোর্ট আমি পড়েছি। অজ্জিৎ যথারীতি জোর গলায় অস্বীকার করেছে।
    আমি অজ্জিতের কাছে মাপ চাইছি।
  • ranjan roy | ১৬ জুলাই ২০০৯ ০০:১১ | 122.168.69.87
  • ইন্টেলি,
    না, ভোপাল-ইন্দোর হচ্ছে মালবের মালভূমি। অর্থাৎ, মালবিকার দেশ।
    ভোপালে উর্দূর ছোঁয়া বেশি, ইন্দোরের দিকে হোলকার ইত্যাদির প্রভাবে মারাঠি'র।
    কথ্য ছত্তিশগড়ি ভাষার বিউটি দেখা যাবে হাবিব তনবীরের নাটকে, বিশেষ করে যাঁরা কোলকাতায় বা অন্যত্র ""চরণদাস চোর'' দেখেছেন।
  • intellidiot | ১৫ জুলাই ২০০৯ ২৩:৪১ | 59.164.204.57
  • সত্যি বেশ মিষ্টি এই ভাষাটা।

    আচ্ছা রঞ্জনদা, ভোপাল-ইন্দোরের দিকেও কি এই একই বোলের চল?
  • d | ১৫ জুলাই ২০০৯ ২৩:৪০ | 117.195.41.63
  • রঞ্জনদা কি ৩১শে মে'র "খবর্নয়?'এর কথা জিজ্ঞাসা করছেন?
    না না ওসব আমাদের অজ্জিতের ছবি/লেখা নয়।

    কিন্তু অ্যাদ্দিন বাদে হঠাৎ এই প্রশ্ন?
  • ranjan roy | ১৫ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 122.168.219.27
  • মানে অজ্জিৎ সিরিয়াস? মানে আমি আবার ব্যাপক "যা-তা'' ছড়িয়েছি।
    তাহলে গুচ তে আয়লার ছবি ও রিপোর্ট পাঠানো অরিজিৎ অন্য কেউ? কি কান্ড?
  • ranjan roy | ১৫ জুলাই ২০০৯ ২৩:৩৫ | 122.168.219.27
  • ইন্টেলি,
    হ্যাঁ। এটাই ছত্তিস্‌গড়ি উপভাষা বা বোলী। বেশ মিস্টি। বাংলার সঙ্গে কোথায় যেন সুরে মেলে।
    ছেলেদের বলতে হয় ""গা'', মেয়েদের ""ও''।
    "" কিগো, কোথায় চল্লে''?--
    এটা ছেলেদের বল্লে বলতে হবে " কেইসে গা? কোতি যাথস্‌''?
    মেয়েদের বল্লে-"" কেইসে ও? কোতি যাথস্‌ ও''?
    আমি গোড়ার দিকে ব্যাংকে মেয়েদের "'গা'' আর ছেলেদের "" ও'' বলে ব্যাপক খোরাক হয়েছিলাম।
  • d | ১৫ জুলাই ২০০৯ ২৩:৩৫ | 117.195.41.63
  • অজ্জিত আয়লার ত্রাণে???? কই না তো।
    ক্কি ক্কান্ড! হঠাৎ এই প্রশ্ন???
    (না মানে, রাত সাড়ে্‌গ এগারোটা বাজে ..... জলপথে তো এত নেশা হবার কথা নয়)
  • ranjan roy | ১৫ জুলাই ২০০৯ ২৩:২৯ | 122.168.219.27
  • দময়ন্তী,
    সত্য কথা বলিবে।
    আয়লা'র ত্রাণে গিয়ে ফোটো পাঠানো অরিজিৎ কি আমাদের অজ্জিৎ নয়? অন্য কেউ?
    নাকি অজ্জিৎ আজকাল "" বিনয়ের অড়হর ডাল''?
    "" কমিউনিস্ট'' না হয়ে ""ভদ্রলোক'' হচ্ছে?ঃ)))))
  • intellidiot | ১৫ জুলাই ২০০৯ ২৩:২৬ | 59.164.204.57
  • রঞ্জনদা এই ভাষা/উপভাষাটা কি ছত্তিসগড়ি?
  • ranjan roy | ১৫ জুলাই ২০০৯ ২৩:২৫ | 122.168.219.27
  • ইন্টেলি/পাই/জি,
    ""সঙ্গওয়ারি'' সঙ্গী, সাথি, বঁধুয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়।
    ""গোঠ'' মানে কথা।
    "" টুরা-টুরি''= খোকাখুকি।
    গরিয়াথে= গালি দেয়।
    মুঢ় চকরাথে= মাথা ঘোরে।
    কালা= কাকে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত