এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:২৫ | 61.95.144.123
  • ইন্টেলি - হ্যাঁ
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:২৪ | 61.95.144.123
  • দাঁড়াও খোঁজ নিই।
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১১:২৪ | 220.225.245.130
  • অরিজিতদার মেল আইডি কি arijit72 জিমেল?
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১১:২৩ | 121.247.232.166
  • দীপু, কাটিয়ে দে। কাল রাতে একটু আর্জেন্ট ইনফো দরকার ছিল। পেয়ে গেছি।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১১:২২ | 121.247.232.166
  • খাইসে! আমি তো মেহনতী মানুষ। উইন্ডোজ আমার মতো কোটি মোটি মেহন্তী মানুষের হাতিয়ার।

    কালকের এনি প্ল্যান? না হলে পরে কিন্তু কেলাবো। ফোং কইর‌্যা জানাইও। এইখানে লিখনের দরকার নাই।
  • dipu | ২১ জুলাই ২০০৯ ১১:২১ | 207.179.11.216
  • অ্যাই অপ্পন্দা, তোমাকে ফোং কল্লে বলচে বিজি। কাল আতে যকন ফোং করেচিলে, আমি ঘুম্যে পড়েচিলাম। শুন্তে পাইনি।
  • d | ২১ জুলাই ২০০৯ ১১:২০ | 121.245.2.226
  • কিন্তু আমায় কেউ বলল না "ভেগোলজি' কী?
    নাহয় আমি একটু কম জানি, নাহয় তেমন কটিন কটিন বই পড়ি না, কটিন কটিন মুভি দেখি না ...... তাই বলে বাঙালী কি অন্ধজনে আলো দেওয়াও ভুলে গেল?
    হায়!!!
  • kc | ২১ জুলাই ২০০৯ ১১:১৯ | 213.132.250.2
  • উকিল ও নই ....... সেটাও নই। তাই পেশা আবার কি?

    ফাজলামো ছেড়ে, পেশা - Prinicipal Design Engineer, General Civil, Equate Petrochemicals, Kuwait

    আমি অপ্পনদের কলেজের মাল। অপ্পনদের থেকে বেশ কিছুটা বড়।
  • d | ২১ জুলাই ২০০৯ ১১:১৮ | 121.245.2.226
  • কিন্তু আমায় কেউ বলল না "ভেগোলজি' কী?
    নাহয় আমি একটু কম জানি, নাহয় তেমন কটিন কটিন বই পড়ি না, কটিন কটিন মুভি দেখি না ...... তাই বলে বাঙালী কে অন্ধজনে আলো দেওয়াও ভুলে গেল?
    হায়!!!
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:১৫ | 61.95.144.123
  • তোমাড্ডা তো জানি - ম্যাঞ্জার লোক;-)
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:১৪ | 61.95.144.123
  • মানে যারা যারা হ্যাঁ বলছো তারা সকলেই এই দুটো জিনিসও বলে দিও। যাদেরগুলো জানি তাদেরগুলো আমি লিখে দিয়েছি।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১১:১৩ | 121.247.232.166
  • আমারে কইলা? না কৌশিকবাউরে?
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:১৩ | 61.95.144.123
  • কৌশিক চক্কোত্তি বলে আমার কলেজের একখান ছোকরা ছিলো - আমার ডিপার্টমেন্টেরই - ডাকতুম কার্টুন বলে। সে ছোকরা এখানে আসতো তো মাঝে মাঝে - এখন কোথায় হাপিস হয়ে গেছে।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১১:১২ | 61.95.144.123
  • পেশা এবং লোকেশন পিলিজ।
  • kc | ২১ জুলাই ২০০৯ ১১:০৯ | 213.132.250.2
  • অরিজিৎ, আমার নামটা জুড়ে দিও।
    কৌশিক চক্রবর্তী।
  • h | ২১ জুলাই ২০০৯ ১১:০৮ | 206.195.19.43
  • *বাঙালি -- বাঙালি সংস্কৃতির ধারক বাহকরা
  • h | ২১ জুলাই ২০০৯ ১১:০৩ | 206.195.19.43
  • ন্যাড়া যে তিনটে পয়েন্ট দিয়েছে, সেটা একটাই পয়েন্ট। সেটা হল ব্যক্তিগত ইন্টিগ্রিটি না থাকলে বেসি বকর বকর না করাই ভালো। দুজন দুজনকে কন্টি, আপনি মশাই বেসি বকবেন না, কারণ আপনার তো দুটো বিয়ে অথবা, আপনি মশাই আর কথা কয়েন না, আপনার তো চুলকুনি আছে, এই জাতীয় অপূর্ব বাণী দিয়ে যাওয়ার প্রেমাইস হল ন্যাড়ার এই মতামত। সুবোধ সরকার-শুভাপ্রসন্ন বিতর্ক মোটামুটি এই মানের।

    এমনি কোনো প্রবলেম নেই, তবে এটা যে জিনিসটার পরিবেশ তৈরী করে তার নাম খেউড় বা খিস্তি। হতে পারে সেটা ন্যাড়ার ব্যক্তিগত পছন্দ। আমারো খিস্তি ভাল্লাগে, তবে সেটাকে বিতর্কের সঙ্গে না গোলানো-ই ভালো। এটাতে ঠিক তর্ক বিতর্ক করা সম্ভব হয় না। আরেকটা ছোটো প্রবলেম হল, মোটামুটি বাজারের যেটা ডমিনান্ট মরালিটি তাই দিয়ে যে কোনো অন্য ধরণের কথাবার্তার বারোটা বাজানো যায়। উদা দিয়ে বল্লে পরিষ্কার হবে।

    ধরেন, কলকাতায় ডমিনান্ট উচ্চবিত্ত হিন্দু মরাল পজিশন হল, মনমোহন 'সিংহ' ভালো লোক আর জেনেরালি অটো ওয়ালারা বাজে লোক। বিশেষতঃ পার্ক সার্কাসের টু স্ট্রোক তদুপরি মুসলমান অটো-ওয়ালারা খারাপ লোক। এইবার এটা এমনিতে হাস্যকর মরাল পজিশন। অটো ওয়ালারা এমিসন রুল না মানলেও এই মরালিটি প্রহসন মাত্র। মনমোহন অক্সফোর্ডের গ্র্যাজুয়েট, অতি সৎ পরিশ্রমী মেধাবী ছাত্র হওয়া সঙ্কেÄও, অটো-ওয়ালাদের লুংগি পরিধান, ট্রাফিক রুল অবমাননা, মাঝে মাঝে চুরি চামারি বা লোডশেডিং হলে কিম্বা তসলিমা কলকাতায় এলে অবরোধ বা মারামারি সঙ্কেÄও প্রহসনের মাত্রা কমে না। উল্টে বেড়ে যায়। এরকম অসংখ্য উদা দেওয়া যায়।

    আর শেষ কথা হল, ন্যাড়া পৃথিবীর সমস্ত লোক-কে অসৎ ধরে নিয়ে খিস্তি করতে পারে প্রবন্ধ লিখতে পারে, বিশেষতঃ সে ন্যাড়ার মহান মরাল প্রোজেক্টে সাবস্ক্রাইব না করলেই। কিন্তু কেস হল সেটা বিতর্ক বা আলোচনা হবে না, নক্সা হবে। হোক ক্ষতি নেই। তবে সকলে তো হুতোম বা কমলাকন্ত নন। আমাদের পাঠকদের দুর্ভাগ্য ন্যাড়া তার প্রতিভার খেউড় প্রেমী দিকটিকেই কেবল আমাদের সামনে আনতে আগ্রহী।

    এতে আমি আশ্চর্য হচ্ছি না, জেনেরালি গত বেশ বছর দশেক ধরেই, যখন থেকে খেয়াল করতে শিখেছি, আমার মনে হয়েছে, বাঙালী ঊনবিংশ শতকীয় কালচারাল মডেলে ফিরে যেতে আগ্রহী, মাইনাস দ্য কন্টেন্ট অফ এনলাইটেনমেন্ট। টেলিগ্রাফ বদ রসিকতা করে ঈশ্বর গুপ্ত কে কোট করছে, কোয়াইট এক্সপেকটেড ইন দিজ টাইম্‌স। এই অপূর্ব বিশ্বে, গ্লোবালাইজেশন কে বীরকেষ্ট দাঁ র উত্তরসূরী করে তুলতে না পারলে আর কিসের সাংস্কৃতিক ঐতিহ্য।
  • Arpan | ২১ জুলাই ২০০৯ ১০:৫৩ | 121.247.232.166
  • এইয়ো, আমি গত চব্বিশ ঘন্টায় কম্পুর সামনে বসার চান্স পাইনি। আমার নামটিও জুড়ে দিও। বহোত শুক্রিয়া।
  • intellidiot | ২১ জুলাই ২০০৯ ১০:৫২ | 220.225.245.130
  • (-ঃ শুভ জন্মদিন ইন্দুরদা ঃ-)
  • Samik | ২১ জুলাই ২০০৯ ১০:৪৮ | 122.162.236.52
  • ১। বেশি পেছনেও যেতে হবে না। এই পাঁচ ছ বছর পেছনে? ব্রাত্য-র উইঙ্কল টুইঙ্কল একাধিকবার একাধিক হলে বুকিং ক্যানসেল হয়ে যাবার কারণে মঞ্চস্থ করা যায় নি। ২০০২-২০০৩ এর আর্কাইভগুলো একটু ঘেঁটে দেখলেই বোঝা যাবে। এমন উদাহরণ অনেক অনেক আছে। কাজেই 'গত এক বছরের আগে' ফান্ডাটা ভুলভাল।

    ২। আজ র‌্যাটাসের বাড্ডে। সবাই ওকে বাম্প দাও।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১০:৩৫ | 61.95.144.123
  • ডাক্তার না, অপ্টোমেট্রিস্ট। বল্ল এখনো তো সেভাবে বোঝা যাচ্ছে না, তাও একবার অ্যাট্রোপিন দিয়ে দেখবো - তিনদিন অ্যাট্রোপিন দিয়ে চার নম্বর দিনে নিয়ে যেতে হবে।
  • d | ২১ জুলাই ২০০৯ ১০:৩২ | 121.245.2.226
  • হ্যাঁতো। আমি আর ব্ল্যাঙ্কি আড্ডা দিচ্ছিলাম। আমার মনে ছিল না যে তুমি কাল ডাক্তারের কাছে যাবে। ব্ল্যাঙ্কি বলল। কী বলল ডাক্তার?
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১০:২৯ | 61.95.144.123
  • ওক্কে। তুমি কাল বিকেলে ফোং করেছিলে - আমি গাড়ি চালাচ্ছিলুম - সুমনা ধরলো, কিন্তু ততক্ষণে কেটে গেছে।
  • d | ২১ জুলাই ২০০৯ ১০:২২ | 121.245.2.226
  • অজ্জিত আমার নামটাও জুড়ে নিও। আমার জিমেল বহুত জ্বালাচ্ছে।
  • Arijit | ২১ জুলাই ২০০৯ ১০:০১ | 61.95.144.123
  • অক্ষ - একটা কাজ করি - আমাকে যারা মেল করেছে তাদের নাম ডকুতে লিখে পাঠিয়ে দিই। তোমাকে কেউ মেল করে থাকলে তাদের নাম জুড়ে দিও - একটা ডুপ্লিকেট চেক লাগবে শুধু।
  • arjo | ২১ জুলাই ২০০৯ ০৯:১৩ | 24.42.203.194
  • এই শেষ তিনপাতার ভাট না বুইতে পারলাম না। হানুদার কথা বুয়েছি। (একটা কারেকশন আমি কর্পোরেটে কাজ করি না)। ন্যাড়াদার কথা বুইলাম। তারপর যে কোথা থেকে কি হইল, এট্টুও বুইলাম না। ঃ(
  • nyara | ২১ জুলাই ২০০৯ ০৪:০৮ | 64.105.168.210
  • প্রথমঃ একপাতা গল্পের কেসটা যে কি, সেটাই বুঝছি না। টেলি/আবাপের বেরোন গল্পের দায় কি আপনি আমার ওপর চাপাতে চাইছেন? ওটা পারলাম না, মাফ করবেন।

    দ্বিতীয়ঃ হলের বুকিং ক্যান্সেল অনেকবার শুনলেই কমন ঘটনা হয়ে যায় না। তবে রাজনৈতিক নাটক বা নাট্যব্যক্তিত্বের ক্ষেত্রে এটা ঘটে থাকেই। বিশেষতঃ যখন শাসকদলের কিছুটা হলেও নাভিশ্বাস উঠেছে। বাংলা রঙ্গমঞ্চের এলোমেলো ইতিহাস পড়লেই দেখবেন, এরকম বহুবার হয়েছে। হচ্ছে।

    তবে আপনি যা বলেছেন সে কথা একশোবার সত্যি। রাজনৈতিক কারণে যেমন হল বুকিং বেমক্কা ক্যান্সেল হয়ে যায় তেমন রাজনৈতিক কারণে হয়তো ফক্কা অভিযোগও হয়। আমি শুনিনি, কিন্তু খুবই সম্ভব। নব্বইয়ের মাঝামাঝি যখন সুমন চট্টোপাধ্যায় প্রায়ই অভিযোগ করতেন ওনার প্রোগ্রামের জন্যে রাজনৈতিক কারণে সরকারী হল বেসরকারীভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আমার কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে স্রেফ পশ্চারিং করছেন।

    কিন্তু কোনটা বিশ্বাস করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি হয়তো ব্রাত্য কি শাঁওলি মিত্রর মুখের কথা বিশ্বাস করব, আপনি করবেন না। সে আলোচনা তো ঠিক দ্বিচারিতার পর্যায়ে পড়েনা। পড়ে কি?
  • Du | ২১ জুলাই ২০০৯ ০৩:১২ | 65.124.26.7
  • শুধু হলের বুকিং ক্যান্সেল এর বিরোধী হলে অবশ্য দ্বিচারিতার অভিযোগ খাটে না। এবং সেক্ষেত্রে ঐ টেলি/আবাপর লেখাতে দুচারলাইন ( সেগুলো গল্পের মতো - অপরপক্ষের ইভন কোন অজুহাতও দেওয়া নেই) বাদ দিয়ে বাকী যে নিমন্ত্রণ না পাওয়ার একপাতা গল্প সেগুলোকে না রাখলেও হত ধরে নিচ্ছি। যদিও ওগুলো না থাকলে বারবার হতে থাকার একস্ট্রাপোলেশনটা একটু কঠিন হয়ে যেত।

    হলের বুকিং ক্যান্সেল যদি ব্যক্তিগতভাবেই বহুবার শুনে থাকেন তাহলে তো এটা খুবই সাধারণ একটা ঘটনা। মানে কমন। কেউ যেমন বিশেষ উদ্দেশ্যে ক্যান্সেল করতে পারে , তেমনি বিশেষ উদ্দেশ্যে অভিযোগও করা যেতে পারে।
  • pi | ২১ জুলাই ২০০৯ ০৩:১১ | 128.231.22.89
  • ওটা তো আবাপ র লেখা।

    জাগো বাংলা হলে নাহয় গণশক্তির সাথে তুলনাটা বুঝতুম ঃ)
  • Binary | ২১ জুলাই ২০০৯ ০৩:০৫ | 198.169.6.50
  • হ্‌ম্‌ম্‌ম্‌ম। আমি আজকাল নিয়মিত ভাটে অসি, উল্টেপাল্টে পড়ি। আবার চলে যাই। ব্ল্যাঙ্কি-র মত খচে যাই না । ঃ)))
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:৪০ | 59.93.198.10
  • আর ঐ প্রেসারের গপ্প ...
    কাটায়ে দাও, তোমাকে গনশক্তির লিংক দিলে তুমি যেমন নাক শিঁটকাবে, আমাকে সংহতির লিংক দিলে আমিও তাই ...
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:৩৭ | 59.93.198.10
  • ইয়ে মানে,
    ক্যালানো হইলো প্রাচীন ভারতীয় সমস্কৃতি। চানক্য অব্দি লিখে গেছিলো। বল্লে হবে !!!
  • pi | ২১ জুলাই ২০০৯ ০২:৩৬ | 128.231.22.89
  • আর হ্যাঁ, কাঁদুনি না গেয়ে এইস প্রেশার যারা দ্যায় তাদের কেলিয়ে পাট পাট করে দেওয়া উচিত।

    ব্ল্যাংকিবাবু কিন্তু আসলে এক্কেরে মাওবাদীদের লাইন ফলো করে, বল্লে হবে ? ঃ)
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:৩৫ | 59.93.198.10
  • চটিলাম কই !!!! এইবারে চটে যাবো কিন্তু ঃ(
  • nyara | ২১ জুলাই ২০০৯ ০২:৩৩ | 64.105.168.210
  • বলতে চইছিলে, কিন্তু বলেছিলে কি? বললে তো অন্য কথা - এক বছরে নতুন কথা বেরিয়েছে "হলের বুকিং ক্যান্সেল"! সেটা নিয্যস ভুলভাল কথা। তা বলায় আবার চটেও গেলে!
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:৩৩ | 59.93.198.10
  • আবপ তেও মনে হয় এমনি কিছু ছিলো।
  • pi | ২১ জুলাই ২০০৯ ০২:৩১ | 128.231.22.89
  • হ্যাঁ, একদম ভুলভাল।

    ?We will not be able to host your play. There?s pressure from the party. Look, I am also an activist of the party. But there are others here and some of them are very rough. And they insist that we should not allow you to perform here.?

    ttp://sanhati.com/articles/780/
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:৩১ | 59.93.198.10
  • এমনকি কিসুই হয় না
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:৩১ | 59.93.198.10
  • ঠিক এটাই আমি বলতে চাইছিলাম। ব্যাক্তিগত অভিজ্ঞতা দিয়ে তর্ক হয় না।
  • nyara | ২১ জুলাই ২০০৯ ০২:২৯ | 64.105.168.210
  • এবার তো নতুন শব্দ আনছ - কাঁদুনি। এনিওয়ে, ব্যক্তিগত অভিজ্ঞতাই শেষ কথা এরকম ভাবার মধ্যে বিচক্ষণতা বেশি নেই, মৌলিকতা তো নেইই।
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:২৬ | 59.93.198.10
  • আমি গত এক বছরেই হলের বুকিং ক্যানসেল নামক কাঁদুনি শুনছি। তার আগে এমনি কাঁদুনি কক্ষুনো শুনিনি
  • nyara | ২১ জুলাই ২০০৯ ০২:২৫ | 64.105.168.210
  • আমি ব্যক্তিগতভাবে গেল এক বছরের আগে 'হলের বুকিং ক্যন্সেল'-এর কথা অনেকবার শুনেছি। কাজেই ভুলভাল কথাকেই ভুলভাল বলা হয়েছে। অসুবিধের তো কিছু নেই।
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:২১ | 59.93.198.10
  • একদল ধান্দা বাজ লোক বোকা প্রচার চালাবে আর সেগুলো না শুনলেই 'ভুল ভাল' হলো !!
  • Ishan | ২১ জুলাই ২০০৯ ০২:১৯ | 12.163.39.254
  • "কল্লোল' এর সময় খবরের কাগজে "বিজ্ঞাপন ক্যানসেল'ও শোনা গিয়েছিল। ঃ)
  • nyara | ২১ জুলাই ২০০৯ ০২:১৩ | 64.105.168.210
  • ব্ল্যাংক, অল্পবয়েস বলে খুব কনফিডেন্টলি ভুলভাল কথা বলে। গণনাট্য সঙ্ঘর সময় থেকে শুরু করে হল না দেওয়া, বুকিং ক্যান্সেল নাটকের দলকে নিয়মিত হজম করতে হয়েছে। কংগ্রেসি আমলে কংগ্রেসবিরোধী দলগুলো রিসিভিং এন্ডে ছিল। এখন সিপিয়েম বিরোধী দলগুলো। বেশি কি কথা, শিশির ভাদুড়ী মশাই গণনাট্য সঙ্ঘকে নবান্ন করার জন্যে হল দেননি।
  • Blank | ২১ জুলাই ২০০৯ ০২:০১ | 59.93.198.10
  • গত এক বছরে বাংলায় একটা নতুন কথা এসেছে 'হলের বুকিং ক্যানসেল'
    এর আগে এমন কথা কেউ কক্ষুনো শোনেনি
  • nyara | ২১ জুলাই ২০০৯ ০১:৫৮ | 64.105.168.210
  • না, না। কাটনোর কিছু নেই। মনে করিয়ে দিন। আমি বিভিন্ন কারণে সুনীলপুজোর বিরোধী। তবে কোন সংগঠন কোন নাটকের দলকে আমন্ত্রণ জানাননি বলে আমি বক্তব্য 'রেখেছি' নাকি? কেলো করেছে! ঠিক কী বলেছি? হলের বুকিং ক্যন্সেল করার বিরুদ্ধে বলেছি ও বলব অবশ্য।
  • Du | ২১ জুলাই ২০০৯ ০১:৫৪ | 65.124.26.7
  • যাউগ্গা, মনে যখন নাই কাটান দেন। ভাটিয়ালিতে বয়ে গেছে সেইসব কথা - যত কম মনে পড়ে ততই ভালো।
  • nyara | ২১ জুলাই ২০০৯ ০১:৩৮ | 64.105.168.210
  • বুঝলাম না। একটু খোলসা করে বলুন। ঠিক কে কি বলেছে টাইপের।
  • Du | ২১ জুলাই ২০০৯ ০১:৩৩ | 65.124.26.7
  • গোল এটাই যে একই লোক দুটো জিনিসই করলে সেটাকে ব্যক্তিগত দ্বিচারিতা বলা হয় ।

    আর না বলার এই- যে আমি ওনার প্রতি ব্যক্তিগত দ্বিচারিতার অভিযোগ আনতে চাইছিলাম না। কারন তাহলে সেটা তর্কের স্পেস থেকে পার্সোনাল স্পেসে চলে যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত