এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৬ জুলাই ২০০৯ ২১:৩৭ | 117.195.39.96
  • অর্পণ,

    আমার মনে হয় দুটো ভার্সান রেডী রাখা ভাল। ই এক্স ই টা নন-টেকিদের জন্য আর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ই এক্স ই ছাড়া।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ২১:৩৬ | 122.252.231.12
  • ওকে। কিন্তু তার সাথে কিছু ছবি, ফন্ট ইত্যাদি জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। সেইটা অ্যাডভান্সড ইউজার না হলে নিজে থেকে করতে পারবে না।

    সেই কারণেই ইএক্সই, ম্যাক্রো ইত্যাদি জিনিসের উৎপত্তি।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২১:৩৩ | 12.163.39.254
  • হরিপালে সিপিএম অফিস পুড়িয়ে দিয়েছে? কি কেলো। এ তো আমার বাড়ির নাকের ডগায়। সিঙ্গুরে কিছু না হলেই বাঁচি।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২১:৩২ | 12.163.39.254
  • ম্যাক্রো নিয়ে তাড়া নেই।
    তবে ওপেন আপিস প্লাগিন থেকে ইএক্স ই টা উড়িয়ে দাও না। ওপেন আফিস খুলে লোকে প্যাকেজটা ইনস্টল করে নিক। ব্যথা কমে।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ২১:২৮ | 122.252.231.12
  • দুদি, একটু সবুর কর। ইন্সটলারটা চেঞ্জ করেছিলাম ভিস্তায় চলার জন্য। কিন্তু ভাল করে টেস্ট করা হয়নি। কারণ আমার কাছে ভিস্তা নেই। দেখি শমীকের হেল্প লাগবে।

    তাছাড়াও নামবে। পাই ও শমীককে করে দিয়েছি। কিন্তু তার জন্য স্কাইপেতে কথা বলতে হবে। ঃ)
  • san | ১৬ জুলাই ২০০৯ ২১:২৮ | 123.201.53.130
  • হানুদা ও জীভসের একটি চমৎকার মিল পাচ্ছি।

    বাইক্যগঠন ।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ২১:২৬ | 122.252.231.12
  • ইতিমধ্যে বিমান বসু দুটি অমূল্য জানকারি পেশ করেছেন।

    ১। ধান্যমুখীর ঘটনার সাথে একজন সিপিয়েম কর্মী সমর্থকও জড়িত ছিলেন না।
    ২। কাল বন্‌ধ বিরোধিতায় সিপিয়েম রাস্তায় নামবে না।
  • Du | ১৬ জুলাই ২০০৯ ২১:২৫ | 65.124.26.7
  • ব্যথা দিলে কি করবো? অদ্মিন হয়েও শুধু বললো -ইন্‌স্‌টল করা যায় নি।
  • sinfaut | ১৬ জুলাই ২০০৯ ২১:২৪ | 117.254.74.136
  • since ২। হ্যাঁ,

    ওটা চলবে না।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ২১:২৩ | 122.252.231.12
  • ১। হ্যাঁ।
    ২। হ্যাঁ।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ২১:২২ | 122.252.231.12
  • সিপিয়েমের পার্টি অফিস পুড়ল। হরিপালে। এই চলবে অনন্তকাল।

    নিয়তি।
  • sinfaut | ১৬ জুলাই ২০০৯ ২১:২২ | 117.254.74.136
  • দাঁড়াও বাপু। এই যেসব তথ্য আমার কাজে লাগেনা, সেগুলো স্কিপ করে যাই বলে পরে বুঝতে পারিনা। এক এক করে বলোঃ
    ১। ওপেনাপিস প্লাগইন মানে যেটা এখানে বাংলা সফটওয়্যারে আছে? সেটা আর বংগলিপি নিশ্চয় আলাদা?

    ২। এই প্লাগইন ইনস্টল করতে গেলে তো ওও লাগবে?
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ২১:১৯ | 122.252.231.12
  • সিফোঁ, ওপেনফিসের প্লাগইনটা ভিস্তায় চলবে। ইন্সটলারটা চলতে একটু ব্যথা দেবে, কিন্তু একবার ইন্সটল হয়ে গেলে দিব্যি চলবে।

    মামু, ম্যাক্রো নামিয়ে পাঠাচ্ছি। একটু সবুর কর। হাড়গুঁড়ো করা খাটুনির পরে এই ফিরলাম। এখন বাড়ির লোকেদের দাবিদাওয়া আগে মেটাই।
  • sinfaut | ১৬ জুলাই ২০০৯ ২১:১৫ | 117.254.74.136
  • কুল ক্লক চাই? এই যেঃ

    http://randomibis.com/coolclock/
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২১:০৫ | 12.163.39.254
  • জাভাস্ক্রিপ্ট দিয়ে ঘড়ি বানানো যায়? কেউ বাতলানেকা হ্যায়?
  • kc | ১৬ জুলাই ২০০৯ ২১:০৩ | 213.132.250.2
  • ধন্যবাদ মশাই, দেখবেন যদি পান।
  • kc | ১৬ জুলাই ২০০৯ ২১:০১ | 213.132.250.2
  • মানে পোস্টগুলো যে টাইম অনুযায়ী টাইম রেকর্ড করছে সেই ঘড়িটা।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২০:৫৯ | 12.163.39.254
  • কেসি বাবু। আমি খুঁজে দেখলাম, আপনার অর্ডার করা বই আমার ডাউনলোড লিস্টি তে নেই। পরে আবার খুঁজব। পেলে জানাবো।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২০:৫৮ | 12.163.39.254
  • ঘড়ি আইএসটি দেবে?
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২০:৫৮ | 12.163.39.254
  • ভিস্তায় করে দেখিনি। ট্রাই মেরে দেখ। না হলে ন্যাড়াদাকে ধরো।

    আর একান্তই না হলে সস্তায় পুষ্টিকর গুরুর জাভা এডিটরটা ইউজ করো। ও মাল সবেতে চলবে। ঃ)
  • kc | ১৬ জুলাই ২০০৯ ২০:৫৭ | 213.132.250.2
  • আচ্ছা, এই ভাটের পাতায় কোনো একটা কোণে ক্যালেন্ডার আর ঘড়ি বা অন্ততপক্ষে শুধু ঘড়িটা রাখা যায়না?
  • sinfaut | ১৬ জুলাই ২০০৯ ২০:৫৬ | 117.254.74.136
  • ওহ, ভুল বললাম, xp নয়, ভিস্তা। বঙ্গলিপি এতেও চলবে?
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২০:৫৩ | 12.163.39.254
  • তাহলে তো সোজা।

    আমাদের ফন্ট ইনস্টল করো। পড়ার জন্য।

    লেখার জন্য আমাদের সফটওয়্যার (বঙ্গলিপিও আমাদের ধরে বলছি) ইন্‌স্‌টল করো। ডান।
  • sinfaut | ১৬ জুলাই ২০০৯ ২০:৪৯ | 117.254.74.136
  • যে কোনোরকম। বাংলা হলেই চলবে।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২০:৪৬ | 12.163.39.254
  • ইউনিকোড?
  • sinfaut | ১৬ জুলাই ২০০৯ ২০:৪২ | 117.254.74.136
  • আচ্ছা, কেউ xp তে কিভাবে বাংলা টাইপ করে ও পড়ে তার একটা ছোটো করে ফান্ডা দিতে পারবে? মোটামুটি পূর্ণ বাক্য না লিখতে ইচ্ছে করলে পয়েন করে দিলেও চলবে।
  • Ishan | ১৬ জুলাই ২০০৯ ২০:২৮ | 12.163.39.254
  • মেয়েরা ছোটো থেকে শালীনতা প্র্যাকটিস করে ( বা সমাজ করায় ঃ) )। ছেলেদের দ্বারা হবেনা।
  • intellidiot | ১৬ জুলাই ২০০৯ ২০:২০ | 59.164.204.149
  • পেরাক্টিস না থাকলে লুঙ্গি পরে শোয়ায় চাপ আছে বস। আমার এক বন্ধু আরেক বন্ধুর বাড়ি আটকে গিয়েছিল ঝড়জলের রাতে। রাতে ওদের বাড়িতে লুঙ্গি পরে শোয়। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগাতে ঐ লুঙ্গিটাই গায়ে তুলে নিয়েছিল। কোমরের বাঁধনটা অ্যাজ-ইট-ইজ রেখে লুঙ্গি গায়ে দেওয়া যায় যেমন করে আরকি। এখনো দেখা হলে ওকে খ্যাপানো হয় ঐ ঘটনা নিয়ে ;-)
  • a x | ১৬ জুলাই ২০০৯ ২০:০৭ | 76.247.247.218
  • মানে আর্য যে সুমধুর অভিজ্ঞতার কথা বলতে চেয়েছে, সেই প্রসঙ্গে বললাম।
  • a x | ১৬ জুলাই ২০০৯ ২০:০৫ | 76.247.247.218
  • সারা জীবন মা মাসিরা শাড়ি পরে, আর দিদি বৌদিরা নাইটি পরে শুলেন, শীত এবং গ্রীষ্ম। এমনকি পাঞ্জাবি মহিলারা কম্যুনিটি স্লিপিং অ্যারেঞ্জমেন্টে খাটিয়া তে লুঙ্গি পরে শুলেন, আর বাঙ্গালি ছেলেদের লুঙ্গি পরলেই ট্রমাটাইজড হবার সম্ভাবনা?
  • d | ১৬ জুলাই ২০০৯ ২০:০৩ | 117.195.39.96
  • রাঙার নিজস্ব চাই, এমন দাবী তো করে নি। বলছে "জেবনেও হল নি'।
  • Samik | ১৬ জুলাই ২০০৯ ১৯:৫৬ | 219.64.11.35
  • শুধু অ্যাডের জন্য এই জন্ম, শুধু অ্যাডের জন্য
    এই খেলা, শুধু অ্যাডের জন্য একা
    হিম সন্ধ্যেবেলা
    ভুবন পেরিয়ে আসা

    ...
    অপলক মুখশ্রীর শান্তি একঝলক ...

    শুধু অ্যাডের জন্য তুমি ভিন্ডি ...

    শুধু অ্যাডের জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১৯:৫২ | 216.52.215.232
  • সে তো আম্মো আম্রিকাতে বাটলারের সার্ভ করা শ্যাম্পেনপাত্রে চুমুক মেরেছি। কিন্তু সে নিজস্ব বাটলার কোথায় হল?
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১৯:৫১ | 216.52.215.232
  • কোনদিন পরি নাই। লুঙ্গি।

    ধুতি সাকুল্যে একবার।
  • d | ১৬ জুলাই ২০০৯ ১৯:৫০ | 117.195.39.96
  • ওরম টেবিলে বাটলারের তুলে দেওয়া খাবার আমি খেয়েছি তো। কোন একটা কোঙের পার্টি যে হয়েছিল কোথায় একটা ভাল হোটেলে। সেখানেই খেয়েছি অমনভাবে।
  • arjo | ১৬ জুলাই ২০০৯ ১৯:৪৫ | 168.26.215.13
  • ইয়ে মানে ধুতি পরে শোয়ার অভিজ্ঞতাটা না তেমন ভালো না। ভাগ্যিস শীতকাল ছিল। পাজামাই ভালো। লুঙ্গির অভিজ্ঞতাও একই রকম হবে মনে হয়।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১৯:৩৩ | 216.52.215.232
  • নিয্যস কথা।
  • r | ১৬ জুলাই ২০০৯ ১৯:২৬ | 125.18.104.1
  • না রে ভাইটি। এ চাওয়ার জিনিষ নয়। শ্রেণী চরিত্তির। বেডরুমে স্লিপিং স্যুট ইস্তিরি করে, ভাঁজ করে রাখা থাকে। রাতে শোবার সময় শার্ট প্যান্ট ছেড়ে ঐ স্লিপিং গাউন পরেন। লুঙ্গিবাজ রিফিউজি রক্তে অত সফি জিনিষ পোষাইব না। ঃ-)
  • h | ১৬ জুলাই ২০০৯ ১৯:২৩ | 206.195.19.58
  • আমি জীভস হতে পারি, তবে বেসি আস্ক কোরো না, আর কথায় কথায় বাও করতে বোলো ন, আর সেলারের চাবিটি আমারে দিয়ো।
  • arjo | ১৬ জুলাই ২০০৯ ১৯:২৩ | 168.26.215.13
  • শুধু অ্যাডে দেখেই আমার সবুজ খাবার ইচ্ছে হয়। একমাত্র অ্যাডেই দেখেছি লুচির থেকে ভিন্ডি দেখতে ভালো লাগে।
  • lcm | ১৬ জুলাই ২০০৯ ১৯:২৩ | 69.236.168.107
  • ...
    আমাদের মধ্যে যে এখন প্রোগ্রামিং করে,
    অনায়াসে সে ক্যাটারিং করতে পারতো।
    যে কবি হতে চেয়েছিল,
    ধোবি হলে তার এমন কিছু ক্ষতি হত না।
    অথচ সকলেরই ইচ্ছেপূরণ হল, এক r ছাড়া।
    r অ্যাড হতে পারে নি।
    সেই r, অ্যাডের কথা ভাবতে ভাবতে
    যে একদিন অ্যাড হতে চেয়েছিল।
  • Arpan | ১৬ জুলাই ২০০৯ ১৯:২২ | 216.52.215.232
  • দাবিটা কী? একপিস বাটলার চাই?
  • r | ১৬ জুলাই ২০০৯ ১৯:২০ | 125.18.104.1
  • *সুন্দর
  • r | ১৬ জুলাই ২০০৯ ১৯:১৭ | 125.18.104.1
  • শিনিমায় দেকিচি লম্বা টেবিলে সাদা ড্রেস পরা বাটলার কি সুদর সাদা সাদা বাসনে খাবার রেখে দেয়। তারপর সবাই চামচে কাঁটাচামচে দিয়ে খায়। আহা! জেবনেও হল নি।
  • P | ১৬ জুলাই ২০০৯ ১৯:১৪ | 163.244.62.122
  • আমি অ্যাড হই বা না , একবার জীবনে আমাগো ফ্রীজটাকে যদি অ্যাডের ফ্রীজ কত্তে পাত্তুম , থরে থরে সুদৃশ্য সব খাবার-দাবার একরঙ্গের ঝাঁচকচকে ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিকের ডিব্বাতে!

    আমাদের মতন কেলে কড়াই , তেবড়ানো অ্যালুমিনি সসপ্যান আর রঙ্গচটা কৌটোর কেওটিক সহাবস্থান নয় ।
  • r | ১৬ জুলাই ২০০৯ ১৯:১৩ | 125.18.104.1
  • ঃ-P
  • P | ১৬ জুলাই ২০০৯ ১৯:১১ | 163.244.62.122
  • আ গেল ! সোনামুই থেকে কোলকেতা যেতে আবার ফেলাইট কিসের লা ?
  • r | ১৬ জুলাই ২০০৯ ১৯:০৫ | 125.18.104.1
  • অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছেলো,
    আমি একটি অ্যাড হতে চাই। ঃ-(

    সন্ধের পরে ফ্লাইট হলে কোনো সমিস্যে নাই।
  • arjo | ১৬ জুলাই ২০০৯ ১৯:০২ | 168.26.215.13
  • এই ডিমের ডেভিল বস্তুটা ঠিক পোষায় না। ওপরের খোলটা ভালো কিন্তু ভেতরে তো সেই ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ আর খেতে পারি না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত