এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • intellidiot | ২০ জুলাই ২০০৯ ১১:১৮ | 220.225.245.130
  • আমারো বেজায় ঘুম পাচ্ছে। কিন্তু আমি আপিসে। তাই ঘুম পেলেও ঘুমানো যাবেনা। বত্তমিজ ক্লায়েন্ট সারা সপ্তাহান্ত ধরে মেল করেছে কোটি কোটি। খুব দুঃখ পাচ্ছে ঃ-(
  • Arpan | ২০ জুলাই ২০০৯ ১১:১৭ | 121.247.232.148
  • অরিজিত, ইয়েস, ইয়েস।
  • d | ২০ জুলাই ২০০৯ ১১:১৬ | 219.64.146.103
  • যারা একতা কাপুরকে নিয়ে চেঁচাচ্ছে, তারাই কি ঘরে ঘরে "করতে হয়' আর "করতে নেই' মেনে নিচ্ছে? আমার অবজার্ভেশান তো ভিন্ন কথা বলছে।
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১১:১৬ | 61.95.144.123
  • অপ্পন - তোমার নম্বরটা কি নয় আট আট ছয় এক ইত্যাদি? মানে একই আছে?
  • Tim | ২০ জুলাই ২০০৯ ১১:১৪ | 71.62.2.93
  • ঘুম পেয়ে গ্যালো। কাল থেকে আবার সোসন। য্‌যাই! গুন্নাইট।
  • Tim | ২০ জুলাই ২০০৯ ১১:১০ | 71.62.2.93
  • অ্যাই স্যান, মেল দ্যাখ।
  • san | ২০ জুলাই ২০০৯ ১১:০৭ | 121.50.4.34
  • মায়ের বেলায় নস্টালজিয়া, একতা কাপুরের বেলায় কুসংস্কারাচ্ছন্ন ইয়ের ইয়ে ঃ-))))))
  • san | ২০ জুলাই ২০০৯ ১১:০৭ | 121.50.4.34
  • একতা কাপুর যা দেখায় বলে এত হৈহল্লা , বাড়ির আত্মীয়স্বজন সত্যি সত্যিই সেসব মানলে তাদেরও এত নিন্দে করি তো?

    ঘরে ঘরে লোকে গুচ্ছ গুচ্ছ 'করতে হয়' আর 'করতে নেই' চালাবে, বেশিরভাগই মহিলারা (আমার অবজার্ভেশন, চেঁচাবেন না), তাতে দোষ নেই, একতা কাপুর সিরিয়ালে সেসব দেখালেই দোষ !!
  • Arpan | ২০ জুলাই ২০০৯ ১১:০৪ | 121.247.232.148
  • * একটা
  • Arpan | ২০ জুলাই ২০০৯ ১১:০৪ | 121.247.232.148
  • কাল হোয়াইট টাইগার পড়ে শেষ করলাম। কতদিন পরে এঅটা আস্ত বই শেষ করেছি!

    অরভিন্দ আদিগা অ্যাবসোলিউটলি ব্রিলিয়ান্ট। জনগণ পারলে পড়ে নিও।
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১১:০৩ | 207.179.11.216
  • একতা কাপুর রমরমিয়ে ব্যবসা করছে, সুদু সবিতা ভাবীর বেলাতেই দোষ।
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১১:০২ | 207.179.11.216
  • অন্যভাবে একতা কাপুর যা দেখায় পাবলিক তাই দেখে। ভিসিয়াস সার্কল।
  • Arpan | ২০ জুলাই ২০০৯ ১১:০১ | 121.247.232.148
  • অরিজিত আমি এখন কলকাতায়। আমারে একটা কল করবা? এখনকার ফোনে তোমার বা বোধির নম্বর নাই।
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • এটা একটা সার্কল। লোকে দেখতে চায় বলে একতা দেখায় না একতা দেখায় বলে লোকে দেখে?
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১১:০০ | 207.179.11.216
  • ভোডাফোনের বিজ্ঞাপনে দেখায়। অবশ্য সে তো কতকিছুই দেখায়।
  • Tim | ২০ জুলাই ২০০৯ ১০:৫৯ | 71.62.2.93
  • প্রাকৃতিক সেতু দেখে এলাম। বেশ ভালো জায়গাটা।
  • shrabani | ২০ জুলাই ২০০৯ ১০:৫৯ | 124.30.233.101
  • একতা কাপুরকে খালি খালি দোষ দিয়ে কি হবে। সে তো শুধু তাই দেখায় যা পাবলিক দেখতে চায়!
  • Arpan | ২০ জুলাই ২০০৯ ১০:৫৯ | 121.247.232.148
  • না না। আছে তো, এই ধরো 'সর উঁচাকে জিও' (অ্যাভিভা?) অ্যাডটাতে তো এক শিশুকন্যাকে দেখানো হয়।

    একটু একটু হলেও পাল্টাচ্ছে।
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • পুতুলের বিজ্ঞাপনে দেখায়।
  • d | ২০ জুলাই ২০০৯ ১০:৫১ | 219.64.146.103
  • একতা কাপুর ছাড়াও বিজ্ঞাপনগুলোরও বেশ ভাল ভূমিকা আছে। বিজ্ঞাপন দেখলে তো মনে হয় ভারতে গ্রাম মানে বেশ সবুজ ক্ষেত ইত্যাদির মাঝে একখান আলিশান হাভেলী। তাতে থাকে সব দারুণ সাজাগোজা লোকজন। স্করপিও বা সাফারী চালিয়ে চমৎকার সব ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে লোকজন সেইসব হাভ্লীতে পৌঁছালে তাদের চমৎকার কাঁচের গ্লাসে, অসম্ভব সুন্দর সব কাপডিশে খাবারদাবার দেওয়া হয়। শাইনিং ইন্ডিয়ার শাইনিং গ্রাম।

    আর হ্যাঁ বিজ্ঞাপনে একমাত্র সন্তানটি প্রায় সর্বদাই একটি পুত্রসন্তান। রান্নাবান্না বা কাপড়কাচার জিনিষপত্র ছাড়া শিশুকন্যাদের খুব একটা বিজ্ঞাপনে দেখা যায়?
  • d | ২০ জুলাই ২০০৯ ১০:৪৪ | 219.64.146.103
  • আহা শুধু মায়াবতী কেন? মমতা ব্যনার্জীকেও তো মোটা কালো অবিবাহিত হওয়ার জন্য গাল খেতে হয়। এই ভাটের পাতাতেই তো মমতা'র অবিবাহিত থাকা নিয়ে রসালো আলোচনা পড়েছিলাম। বিমান বোসেত জন্য যে আলোচনা ৩টে পোস্টে সীমাবদ্ধ, সেটাই মমতা'র ক্ষেত্রে প্রায় দেড় দুই পাতা ধরে চলেছিল।

    আমার মনে হয়, মেয়েরা পাওয়ারে এলেই অটোক্র্যাট হয়, তার একটা কারণ মেয়েদের ভয়েসটা শোনাতে গেলে অনেক বেশী জোরে চেঁচাতে হয়।
  • d | ২০ জুলাই ২০০৯ ১০:৩৯ | 219.64.146.103
  • ইয়ে, ভেগোলজি কী? কেউ একটু সহজ ভাষায় বল না।
  • h | ২০ জুলাই ২০০৯ ১০:৩৭ | 206.195.19.49
  • ম্যাগি থ্যাচার আর ইন্দিরা গান্ধী আর গোল্ডা মেয়ার , এদের সমসাময়িকতার কারণে কিনা জানি না, এদের পোচুর লোকে ফেমিনিস্ট আইকন হিসেবে দেখতো। আমার ধারণা ফেমিনিস্ট রা নিজেরা দেখতেন কিনা আমার ঘোর সন্দেহ আছে। ঘোর রিয়াকশনারি বাজে পলিটিক্স প্রথম দুজনের। আর তৃতীয় জন তো মেনলি ইজরায়েল যেটা গম্ভীর ভাবে করে গেছে, প্যালেস্তাইনে ক্রমাগতঃ বর্ডার বাড়ানো, সেটাই প্রচুর করে গেছে। ইজরায়েলের লেবার আর লিকুদে এই লাইনে খুব পার্থক্য আসে বলে মনে হয় না। আমার আন্দাজ হল , মিডল ইস্টে অন্য দেশ গুলোতে সে আমলে হয় রিলিজিয়াস পেট্রিয়ার্কি নয় সেকুলার ফান্ডামেন্টালিজম থাকাতে মেয়ারের এই ইমেজ টা আরো ভালো কনট্রাস্ট পেয়েছে। আমি গোল্ডা মেয়ার সম্পর্কে আলাদা করে কিসু পড়ি নি।
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১০:৩৩ | 61.95.144.123
  • জোহানা সিঙ্গুরদাত্রী
  • dipu | ২০ জুলাই ২০০৯ ১০:৩১ | 207.179.11.216
  • আইসল্যান্ডের ঐ মহিলার নাম Jóhanna Sigurðardóttir। বাংলায় কি (কী) উচ্চারণ হবে?
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১০:২৯ | 61.95.144.123
  • ইন্দিরা গান্ধীর সময়ে এরকম বলা হত কিনা মনে নেই, তবে ম্যাগি থ্যাচারের আমলে বলা হত। ফরসাইথের নভেলে আছে - জোয়ান কার্পেন্টার, দশ নং ডাউনিং স্ট্রীটে বাস - ব্রিটিশ ক্যাবিনেটের একমাত্র পুরুষ।
  • h | ২০ জুলাই ২০০৯ ১০:২৫ | 206.195.19.49
  • আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মহিলা, নাম ভুলে গেছি, উনি -ই বোধহয় একমাত্র ডিক্লেয়ার্ড ফেমিনিস্ট, সোশালিস্ট, হোমোসেকসুয়াল মহিলা জিনি ঐ দেশে ভোটে জিতেছিলেন। তথ্যটায় অল্প স্বল্প ভুল থাকতে পারে, কিন্তু চেক করে নিতে ইচ্ছে করছে না। ব্যাংক অফ আইসল্যান্ড ফেল করার আগে পর্যন্ত এনার নিন্দে চট করে কেউ করে নি। এফিসিয়েন্ট হিসেবে পরিচিত ছিলেন। পরে ইমেজ ব্যাটারিং কী হয়েছে জানিনা।
  • Arijit | ২০ জুলাই ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • http://www.anandabazar.com/20cal3.htm

    আমার বউ কদিন আগে আমাকে একচোট গাল দিলো - যে আমি এত কাগজ পড়ি অথচ এই ফ্ল্যাটের খোঁজটা রাখিনি - কত্ত কম দামে দিচ্ছে...জানলে ওই ফর্ম তুলে আনা যেত। তখনই সন্দেহ হয়েছিলো - একটা এনজিও ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছে, ওরকম কম দামে - সামথিং মাস্ট বি রঙ - আজ এই খবর। ওদের আপিসে নাকি অনেকেই ফর্ম তুলে এনেছিলো।
  • h | ২০ জুলাই ২০০৯ ১০:১৭ | 206.195.19.42
  • মেয়েদের একটা চাপ আছে। যদি বেশি ক্ষমতার পদে থাকেন, তাইলে হয় লোকে বলবে, ফেমে ফেটালে। যেটা বেসিকালি ডোমিনেট্রিক্স সেক্স গেমের নায়িকা দের ইমেজের মত। ধরেন ক্লিওপেট্রা র পপুলার ইমেজের মত। কারণ ক্ষমতা র জায়গায় মেয়েরা থাকাটা ট্র্যাডিশনালি অ্যাবারেশন। এখনো তাই বলা চলে। তাই বলে লোকের ধারণা তৈরী হয়ে গেছে, মেয়েরা ক্ষমতায় থাকলেই অটোক্রাট হবে। যদিও ইন্দিরা গান্ধী খুব বড় মাপের অটক্রাট, কিন্তু তার সঙ্গে মেয়েদের সম্পর্ক কোথায়, সেটার সঙ্গে স্রেফ ভারতের বিচিত্র পরিবারতন্ত্রের সম্পর্ক।

    আরেকটা চাপ আছে, ফেমিনিস্ট মেয়েরা জিন্দেগীতে পাওয়ারে আসবে না। পাওয়ারে আসতে গেলে অ্যায়সা ট্র্যাডিশনাল উওমান অফ সাবস্টেন্স মার্কা ভেগোলোজি করতে হবে, যে কোনো ফেমিনিস্ট মেয়ের পক্ষে সেটা জিন্দেগীতে মেনে নেওয়া সম্ভব নয়। মায়াবতী উঙ্কÄল একসেপশন। তবে মায়াবতী কে স্রেফ মোটা কালো অবিবাহিত মেয়ে হওয়ার জন্য গাল খেতে হয়, সেটা শুধু কোরাপট পুরুষ হলে খেতে হত না। ছেলেরা মোটা আর কালো হলে সেটা সামহাউ অথেন্টিসিটির প্রমাণ। কি বালের পাবলিক কালচার। ভারতে ফেমিনিস্ট হতে গেলেও শালা আর্বান হতে হবে। চাপের ব্যাপার। নইলে শা বানো। এই একতা কাপুরের সিরিয়াল গুলো ভারতের একটা বিরাট ক্ষতি করেছে। মেয়েদের ট্র্যাডিশনাল রোল গুলোকে আবার নতুন করে গ্ল্যামারাইজ করে দিয়েছে। এইটা খুব ই চাপের হয়েছে। পশ্চিমে হেজাব পরার অধিকারের আন্দোলনেও একটা এই এলিমেন্ট নেই তা নয়। কিন্তু ইন্টারেস্টিং হল, ইরাণে আর ইজিপ্ট আর তুরস্কে বা অনেক মুসলিম প্রধান পেট্রিআর্কাল দেশেই ফেমিনিস্ট রা এই কো-অপ্‌শন টা করে নিয়ে , অনেক লোকের কাছে পৌঁছে যাওয়ার একটা চেষ্টা করেছেন। কতটা সফল হয়েছেন, জানিনা। শুধু মেয়ে বলেই লোকের অকারণে অনেক চাপ।

    তবে শিবুদা আগে ইশানকে চুড়ি পড়তে বলেছিল বলে, (যেটা বাজে লুজ টক) আর আর ইন্দিরা কে ক্যাবিনেটের একমাত্র পুরুষ বলা হত বলে (জানিনা হত কিনা) টেলিগ্রাফের গ্রাফিক্স এর নিন্দে করা যাবে না, এটা দমু বা স্যান কোথাও বলে নি। এটা জাস্ট একটা ব্যাড জার্নালিজম, অ্যাস এক্সপেক্টেড ফ্রম আ ট্যাবলয়েডাইজ্‌ড মিডিয়া। বিরাট হই হই করার কিছু না থাকলেই, দিসেন্ট রেকর্ড করা দরকার। সেটা অনেকেই করেছে। ফালতু কাগজ।
  • d | ২০ জুলাই ২০০৯ ০৯:০৬ | 59.161.154.197
  • প্রথম পাতার গেট আপ বদলেছে নাকি? মোটেই ভাল দেখাচ্ছে না। ঃ(
  • nyara | ২০ জুলাই ২০০৯ ০৯:০৪ | 64.105.168.210
  • বাংলাপ্লেন ভার্সানে প্রথম পাতা আমার সিস্টেমে চুলকে আলু ।
  • Blank | ১৯ জুলাই ২০০৯ ২২:৫১ | 59.93.193.138
  • আরে ডেলে ই ফোন করো না। ওয়ার‌্যান্টি নেই মানেই তো দু জায়গাতেই টাকা নেবে। লোকাল লোক ও টাকা নেবে আবার ডেলের লোক ও নেবে। তো ডেলেই তো দেওয়া ভালো।
  • P | ১৯ জুলাই ২০০৯ ২১:৫১ | 212.2.168.6
  • ও হ্যাঁ , অভ্যুকে একটা সরি বলার ছিল। এত মনযোগ দে সেদিন কোর্মার রেসিপে লিখে দিলে আর আমার এখনো টেরই দেবার সময় পজ্জন্ত হল না।
    নেক্সট উইকেন্ড ফো' শো' !
  • P | ১৯ জুলাই ২০০৯ ২১:৪৯ | 212.2.168.6
  • ব্ল্যাংকি , ওমনাথ , অজ্জিত বা অন্য কেউ ,
    ডেলের একটি ল্যাপি কোলকাতায় খারাপ হয়ে বসে অছে ,ওয়ার‌্যান্টি নেই। সারাবার জন্যে কোনো রিলায়েবল সার্ভিস সেন্টার নাম-পাতা দিতে পারবে ?
    আগাম ধন্যযোগ।
  • intellidiot | ১৯ জুলাই ২০০৯ ২০:৫৭ | 59.164.205.63
  • এই দীপাংশুর, সায়নের সাথে এবং সোলো, দেখে আমি মুগ্‌ধ। সব দেখে ডাউনলোড করা হয়ে গ্যাছে ঃ-)

    সিম্পলি অসা...
  • kc | ১৯ জুলাই ২০০৯ ২০:১৮ | 91.140.140.131
  • কিন্তু ইন্দিরা গান্ধীর আমলে "গুচ" ছেল কি? থাগলে লোকে লিচ্চই রাইগ্যা যাইত।
  • arjo | ১৯ জুলাই ২০০৯ ১৮:৫৬ | 24.42.203.194
  • ও দীপাংশু সোলো **
  • arjo | ১৯ জুলাই ২০০৯ ১৮:৪৩ | 24.42.203.194
  • সায়ন সোলো।

  • san | ১৯ জুলাই ২০০৯ ১৮:৪১ | 123.201.53.134
  • এর মধ্যে নতুন কথাটা কি ! ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে ইন্দিরা গান্ধীই একমাত্র পুরুষ - এরকম একটা কি বলা হত না ?
  • Bratin | ১৯ জুলাই ২০০৯ ১৮:২৫ | 59.95.169.117
  • সে কি লোকজন রেগে যাচ্ছে কেন??
  • kc | ১৯ জুলাই ২০০৯ ১৭:৩৬ | 213.132.250.2
  • সবাই এত রেগে গেছে যে, কেউ ভাটাচ্ছে না গো।
  • Samik | ১৯ জুলাই ২০০৯ ১৫:০৩ | 122.162.236.14
  • ওয়েল, পাই, এতে অবাক হবার বিশেষ কিছু নেই। হাতের পাঁচ আঙুল তো সমান হয় না। সবাই এক রকম ভাববেই বা কেন?
  • pi | ১৯ জুলাই ২০০৯ ১৩:২৬ | 72.83.196.134
  • কিছু কম্যুনিটিতে এনিয়ে হুল্লাট তক্কাতক্কি হচ্ছিলো।
    প্রথমে অবাক হয়েছিলাম, এ নিয়ে ও লোকে তক্কো করতে পারে দেখে। পরে দেখি ,বহু জন ই টেলিগ্রাফের ঐ ইমেজ দেখে শুধু নির্মল আনন্দ পেয়েছেন নাকি , ঐ টেলিগ্রাফ যা লিখেছে, জাস্টিফিকেশনে।
    উল্টে শাড়ি পড়ার সাথে নারী হওয়া ও কাপুরুষতাকে অ্যাসোসিয়েট করা হয়েছে বলে আমাদের যে আপত্তি উঠছে, সেই অ্যাসোসিয়েশনটাকেই অনেকে মনে করছেন কষ্ট কল্পিত !

    তবে,মজার ব্যাপার, এই মনে হওয়াগুলো শুধু পুরুষদের ই না।
    একজনের কাছে শুনলাম, তার মা আর পিসিমাদের মধ্যে এটা নিয়ে খুব আলোচনা হয়েছে।
    ওয়েল, আলোচনাটা হয়েছে, কাকে কোন শাড়িটা পরে বেশি মানিয়েছে তাই নিয়ে।
    আর তাই নিয়ে বিশেষ ঐক্যমত্যে না পৌঁছালেও একটা বিষয়ে তাঁরা সবাই একমত। সেটা হল, বুদ্ধবাবুর কোমর সরু হওয়াতে তাঁকেই শাড়িতে সবচে বেশি মানিয়েছে।
    মাক্কালী।
  • kd | ১৯ জুলাই ২০০৯ ১৩:১৪ | 59.93.211.134
  • কয়েকপাতা আগে চোখের চিকিৎসা নিয়ে লেখালেখি হচ্ছে পড়লুম। আমি বাইপাস এক্সটেন্‌শনে অজয়নগরে 'সুনেত্র' নামে একটি জায়গায় চোখের চিকিৎসা করাচ্ছি। quite impressed। এটি শঙ্কর নেত্রালয়ের সঙ্গে যুক্ত, অমিতাভ বিশ্বাস প্রাইমারী ডাক্তার, অন্য আরও অনেকে আছেন। মডার্ণ যন্ত্রপাতি এবং সকলের ব্যবহার খুব ভালো, very professional। খোঁজখবর নিয়ে দেখতে পারো।
  • sinfaut | ১৯ জুলাই ২০০৯ ১০:১৩ | 117.254.91.46
  • সার্চ কালকে কাজ করেছে, এখন করছেনা। 0 রেসাল্ট দেখাচ্ছে।
  • Arijit | ১৯ জুলাই ২০০৯ ১০:১১ | 117.194.224.101
  • বল্লুমই তো জাস্টিফিকেশনটা আরোই জঘন্য। যাই হোক - আমি অক্ষকে মেল করেছি। যাদের মনে হয় এটা নিয়ে একচোট ঝাড় দেওয়া উচিত (এখনও) তারা অক্ষকে মেল করে দাও।
  • d | ১৯ জুলাই ২০০৯ ১০:১০ | 121.245.18.198
  • হেঃ তাতেও বোঝা গেল না, কেন শাড়ি? অবশ্য বেকায়দায় পড়লেই সবাই এরকমই অজুহাত দেয় বটে।
  • Arijit | ১৯ জুলাই ২০০৯ ১০:০০ | 117.194.224.101
  • http://www.telegraphindia.com/1090719/jsp/frontpage/story_11255765.jsp

    নীচের দিকে টেলিগ্রাফের উত্তর আছে।

    সার্চ কালও কাজ করেছে - এখন করছে না। কেন জানি না। মানে কাজ করছে কিন্তু নো রেজাল্ট বলছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত