এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ২৪ জুলাই ২০০৯ ১৪:১৭ | 203.91.193.7
  • **প্রচলিত।
  • Bhuto | ২৪ জুলাই ২০০৯ ১৪:১৪ | 203.91.193.7
  • দীপু,কেসটা কি? এয়ারটেল কিভাবে অত্যাচার করছে তোর ওপর?

    আগে একটা প্রচল্লিত গল্প ছিল। কারুর আমাশা হলে পেছনে একটা লাল ঝান্ডা একটু বুলিয়ে দিতে বলত। তাতে নাকি স্তব্ধ হয়ে যাবে।

    এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তুই বরং এয়ারটেলের শাটারে দুটো ফুল ফেলে আয় বেঙ্গালুরু ছেড়ে চলে যাবে।
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১৪:১০ | 61.95.144.123
  • ট্রান্সপোর্ট স্ট্রাইক কিনা, তাই ভাটগুনো এই পাতা অবধি পৌঁছচ্ছে না - কীবোর্ডেই থেকে যাচ্ছে।
  • d | ২৪ জুলাই ২০০৯ ১৩:২৯ | 219.64.185.249
  • মিঠু কোথায় গেল? এখনও গাছে ছানাপোনা নিয়ে চড়ে আর জলে ঝাঁপিয়ে বেড়াচ্ছে?
  • h | ২৪ জুলাই ২০০৯ ১৩:২৩ | 206.195.19.42
  • অগ্রন্থিত কমলকুমার পড়লাম। কয়েকটি অসাধারণ পিস। কয়েকটি এত বেশি কমলকুমারীয়, আমি এবং আমার চোদ্দো পুরুষের ক্ষ্যামতা নাই কিসু বোজে।
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১৩:০৫ | 61.95.144.123
  • ঠিকঠাক সুপারি দিলে স্যানভাই ঝাঁটা, খ্যাংরা, শিশি, বোতল, প্রেসার কুকার, ডিনার সেট সব নিয়ে পৌঁছে যাবে;-)
  • dipu | ২৪ জুলাই ২০০৯ ১৩:০৩ | 207.179.11.216
  • স্যানভাইয়ের স্টকে মুড়ো ঝ্যাঁটা আছে?
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১৩:০০ | 61.95.144.123
  • হুঁঃ শওরে একজন বিখ্যাত ভাই থাকতে আবার খুঁজতে বেরোচ্ছে - স্যানভাইকে বলো;-)
  • dipu | ২৪ জুলাই ২০০৯ ১২:৫৮ | 207.179.11.216
  • সিভি পাঠিয়ে দেবেন। অতীতে কোথায় কি মস্তানি করেছেন সেসব দেখে বিবেচনা করব।
  • RATssss | ২৪ জুলাই ২০০৯ ১২:৫৩ | 24.24.228.247
  • আমায় নেবে? মস্তান হিসাবে কেমন হবো কি না জানিনা, তবে কাজটা ডিসেন্ট বলে উৎসাহ বোধ কচ্চি ঃ)
  • dipu | ২৪ জুলাই ২০০৯ ১২:৪৪ | 207.179.11.216
  • btw, আমার কিছু মস্তান চাই। এয়ারটেলের অফিসে চমকাতে নিয়ে যাব। কাগজে অ্যাড দিলে পাওয়া যায়?
  • Arpan | ২৪ জুলাই ২০০৯ ১২:৩৯ | 216.52.215.232
  • বুনান, আমার নং কি তোর কাছে আছে? থাকলে একবার কল করিস। দরকার আছে। তোর নং আমি হারিয়ে ফেলেছি।
  • Bhuto | ২৪ জুলাই ২০০৯ ১২:২৯ | 203.91.193.7
  • যে বনধ ডাকছে, পাবলিক তার ওপর খচে না গিয়ে লাফালাফি করে কেন কে জানে। বনধ ডাকাকে কেমন একটা মস্তানি মস্তানি মনে হয়। যেটা স্যান ছাড়া আর কেউ করলে মনে হয় দি বিছুটি ঘষে ঃ-)
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১১:৫৭ | 61.95.144.123
  • বন্‌ধ বা স্ট্রাইক অ্যাকশন হল "ম্যাক্সিমাম ইমপ্যাক্ট অ্যাকশন'। অনশন/ধর্ণার সেই ইমপ্যাক্ট নেই। রিসেন্টলি দেখিসনি - সব অবরোধগুলো হয় ঠিক ন'টা-সাড়ে ন'টা নাগাদ, চলে বারোটা অবধি - ম্যাক্সিমাম ক্যাওস, ম্যাক্সিমাম ইমপ্যাক্ট।

    যেটা শেষ অপশন হওয়ার কথা ছিলো সেটাকে ফার্স্ট অপশন বানিয়ে দেওয়া হয়েছে, ফলে এই ইমপ্যাক্টও আজকাল কম - বিরক্তি ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়া।
  • Bhuto | ২৪ জুলাই ২০০৯ ১১:৫৩ | 203.91.193.7
  • আচ্ছা বনধের উপকারিতা কি?
    আরো তো অপশন আছে,
    অনশন, ধর্ণা (নির্দিষ্ট স্থানে) ইত্যাদি ইত্যাদি।
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১১:৪৯ | 61.95.144.123
  • এই সাইজিংএর ব্যাপারটা দেখতে দেখতে একটা খুব ইন্টারেস্টিং আর্টিকল পেলাম - কারো আগ্রহ থাকলে দেখতে পারো - cache নিয়ে - http://www.hardwaresecrets.com/article/481
  • lcm | ২৪ জুলাই ২০০৯ ১১:১০ | 69.236.168.107
  • এই দ্যাখো একটা । ১৯৯৮, ১১ ডিসেম্বর, শুক্রবার - ভারত বন্ধের ডাক । http://www.indiatoday.com/itoday/30111998/unions.html
  • lcm | ২৪ জুলাই ২০০৯ ১০:৫৭ | 69.236.168.107
  • বন্ধ কালচার নিয়ে লেখা দেখেছিলাম। গুগলে পাবে। কোথায় দেখেছিলাম, যে, সারা রাজ্য ব্যাপী বন্ধ কেরালা/পশ্চিমবঙ্গে বেশী হয়। কিন্তু, আবার লোকাল, মানে শহর বা জেলা বা একটা এরিয়া জুড়ে বন্ধ অন্য রাজ্যে প্রচুর হয়। কেন্দ্র/রাজ্য সম্পর্ক এখন অনেক ভালো, আগে বেশীর ভাগ রাজ্য জুড়ে বন্ধ হত এই কনফ্লিক্ট নিয়ে।
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১০:৫১ | 61.95.144.123
  • ১৯৮০-১৯৯৫ - এই সময়ের ডেটা আছে? কলেজে সোমবার প্রচুর জল-বাওয়ালি হত বটে, কিন্তু স্ট্রাইক বা বন্‌ধের এরকম দিন ছিলো কিনা মনে পড়ছে না।
  • lcm | ২৪ জুলাই ২০০৯ ১০:৪৮ | 69.236.168.107
  • শক্রু/সোম "বন্ধ" ব্যাপারটা মমতার বহু দিন আগে থেকেই ছিল, এবং, সর্ব ভারতীয়। যেমন, ২০০৮ এ সবথেকে বেশী বন্ধ হয়েছে কেরালা-য়। এর মধ্যে নানা অজুহাতে বন্ধ হয়েছে, ইতহাস বইয়ের টেক্‌স্‌ট নিয়ে বন্ধ হয়েছে। আসাম-এও এক সময় ঘন ঘন বন্ধ হত। এবং, শুক্র/সোম বারে।
  • Samik | ২৪ জুলাই ২০০৯ ১০:৩২ | 122.162.236.253
  • হত না। বল্লাম তো, এটা দিদির অবদান। পরে সিপিএম অ্যাডপ্ট করেছে।
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১০:২৯ | 61.95.144.123
  • এইটে নিয়ে একটু খটকা আছে - আমরা যখন ছোট ছিলুম তখন এই হিসেব কষে শুক্র বা সোমবার বন্‌ধ মনে হয় হত না - মনে করতে পারছি না।
  • Samik | ২৪ জুলাই ২০০৯ ১০:২৭ | 122.162.236.253
  • এটা তো আমাদের ঐতিহ্য। দিদির সৃষ্টি।
  • Bhuto | ২৪ জুলাই ২০০৯ ১০:২৬ | 203.91.193.7
  • প্রতি শুক্কুরবার এরা পেলান করে বনধ ডাকচে। সামনের শুক্কুরবার কাদের বনধ?
  • Samik | ২৪ জুলাই ২০০৯ ১০:২৩ | 122.162.236.253
  • আমরা ভীষণ স্বার্থপর। পরের স্বার্থ ছাড়া আর কিছুই দেখি না। ঃ-)
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ১০:০৫ | 61.95.144.123
  • "It is poor maintenance of buses and taxis that is the primary cause of pollution. Scrapping vehicles that are over 15 years is a short-cut to a temporary reprieve. Even new vehicles will start polluting if they are not properly maintained." - http://tinyurl.com/no3ssr - হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম, চেনা চেনা কথা;-)
  • dipu | ২৪ জুলাই ২০০৯ ১০:০৪ | 207.179.11.216
  • হায়দ্রাবাদ থেকে একজন বিবি লিখতেন না?
  • bb | ২৪ জুলাই ২০০৯ ০৯:৫২ | 198.36.32.137
  • এখন যায়, পরে কথা হবে।
  • bb | ২৪ জুলাই ২০০৯ ০৯:৫১ | 198.36.32.137
  • আমরা কি স্বার্থপর?
  • bb | ২৪ জুলাই ২০০৯ ০৯:৪৯ | 198.36.32.137
  • দেখ, আজ কেও সূর্যের উপর দৃষ্টি পাত করছে না।
  • bb | ২৪ জুলাই ২০০৯ ০৯:৪৫ | 198.36.32.137
  • সকালটা কেমন লাগছেগো?
  • bb | ২৪ জুলাই ২০০৯ ০৯:৪৩ | 198.36.32.137
  • আমার আর খবর! ভাল
  • dipu | ২৪ জুলাই ২০০৯ ০৯:৪০ | 207.179.11.216
  • এইতো বেশ। আপনার?
  • Brtain | ২৪ জুলাই ২০০৯ ০৯:৩৮ | 117.194.98.35
  • দীপু, কি খবর?
  • Arijit | ২৪ জুলাই ২০০৯ ০৯:৩৮ | 61.95.144.123
  • কলি - বইয়ে অনেক কিছু ছিলো - ডাম্বলডোরের সঙ্গে হ্যারি টম রিডলের অতীত সম্পর্কে জানবে - অন্য কয়েকজনের মেমরি দেখে - সেটা বাদ দেওয়া মানে পুরো বিল্ড আপটাই গায়েব - যারা বইটা পড়েনি তারা ধরতেও পারবে না কি হচ্ছে আর কেন হচ্ছে। ইনফ্যাক্ট লাস্ট পার্টের কিছু ব্যাপার কি করে দেখাবে সেটাই কোশ্চেন এখন...

    সত্যিই জাস্ট সিক্যুয়েল বানানোর জন্যে বানানো...
  • bb | ২৪ জুলাই ২০০৯ ০৯:৩৭ | 198.36.32.137
  • তোমরা কেমন আছ?
  • bb | ২৪ জুলাই ২০০৯ ০৯:৩৭ | 198.36.32.137
  • হাই!
    ফ্রেন্ডস।
  • dipu | ২৪ জুলাই ২০০৯ ০৯:৩৪ | 207.179.11.216
  • একটু গলা ঝাড়লাম
  • Brtain | ২৪ জুলাই ২০০৯ ০৯:২৩ | 117.194.98.35
  • কি দিনকাল এলো !! কেউ ভাটাচ্ছে না ঃ-((
  • Du | ২৩ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 65.124.26.7
  • টিম আর কনস্পিরেসি থ্রেডে দ্রি-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায়।
  • sinfaut | ২৩ জুলাই ২০০৯ ২২:৫৯ | 117.254.92.46
  • রদা,
    প্রসন্নর ক'টা গীটারঃ



  • kali | ২৩ জুলাই ২০০৯ ২২:২২ | 69.245.5.71
  • আরে,ঐ হল আর কি!
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ২১:৪৪ | 59.160.206.226
  • অ্যাঃ, দ্য ভিঞ্চি নয়, দা ভিঞ্চি।
  • a x | ২৩ জুলাই ২০০৯ ২১:৩২ | 143.111.22.23
  • ভালো সিনেমা তে খালি সিনেমার নাম, তার বেশি লেখা যাবেনা। ভালো গানে খালি গান না, তার বেশি না লিখলে চলবেনা। এত পোষায় না। আর ইভোল্যুশন বলেও একটা জিনিস আছে তো। তারপর আবার সার্চ কাজ করেনা।

    রঞ্জনদা, এই সুডোকু আর শব্দছকটা কিন্তু সত্যি কাজের। সিরিয়াসলি। আরেকটা জিনিস করতে পারেন, আমি আগে করতাম। স্ফুলিঙ্গ দিয়ে শুরু করে কবিতা মনে রাখা। রোজ একটা করে নতুন, আর রোজ আগের দিনেরটা আরেকবার মনে করা।
  • kali | ২৩ জুলাই ২০০৯ ২১:০১ | 69.245.5.71
  • অরিজিৎ,
    হ্যারী পটারের আমি একটা বইও পড়িনি। তা সত্বেও আমার হাফ ব্লাড প্রিন্স সিনেমাটা ঠিক জমেনি। দেখার সময়ে সব সময়েই মনে হয়েছে যে নিশ্চয়ই বইয়ে এগুলোর এক্সপ্ল্যানেশন ছিলো যেগুলো বাদ হয়ে যাচ্ছে। এটাই পটারের একমাত্র সিনেমা যা দেখে মনে হয় যে শুধুমাত্র সিক্যুয়েল বানানোর জন্যই তৈরী।
    আমার ধারণা 'এঞ্জেল্‌স অ্যান্ড ডিমনস' দেখেও তোমার এই ধরণের কথাই মনে হবে। তবে দ্য ভিঞ্চি কোডের থেকে সিনেমা হিসেবে ভালো হয়েছে।
  • sinfaut | ২৩ জুলাই ২০০৯ ২১:০১ | 117.254.92.46
  • আ কঃ কঃ বাঃ
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ২০:১৭ | 219.64.11.35
  • এখানেও কেউ লিখবে না?
  • Samik | ২৩ জুলাই ২০০৯ ১৯:০৯ | 219.64.11.35
  • আজ সারাদিনে কেউ টইল্যাখেনাই।
  • Arijit | ২৩ জুলাই ২০০৯ ১৮:২৪ | 61.95.144.123
  • ও - আর লাস্টলি - ডার্সলিরা নেইই। একটা কমিক রিলিফ ছিলো, সেও বাদ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত