এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • quark | ৩১ জুলাই ২০০৯ ১২:০০ | 202.141.148.99
  • বিপ্লব ভিন্ন মুক্তি নাই!
  • d | ৩১ জুলাই ২০০৯ ১১:৫৯ | 144.160.5.25
  • আমাদের ব্যাগ খুলেই চেক করে। ঐজন্যই তো তিপিন ব্যাগে। টিপিন ব্যাগটা কেন যেন চেক করে না। এদিকে আমি টিপিন আনি না। শেষে আমার কার্পাল টানেলের প্রেসক্রিপশান আর রিপোর্ট জমা দিয়ে একটা অফিশিয়াল মাউস কিনিয়ে নিয়েছি।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১১:৫৬ | 61.95.144.123
  • ইয়েস। চিরকালই "ডেভেলপিং কাϾট্র' হয়ে থাকবে, আর ম্যাথু হেডেন বেফাঁস সত্যিটা বলে ফেল্লে মিডিয়া চিল্লামিল্লি করবে/করাবে।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:৫৫ | 65.194.243.232
  • ইনফিতে তো চোর-ডাকাতের মত ব্যাগ খুলে চেক করত। এখানে অন্তত সেইটুকু সম্মান দেয়।
  • quark | ৩১ জুলাই ২০০৯ ১১:৫৪ | 202.141.148.99
  • তাইলে আজি হ'তে শতবর্ষ পরেও আশা নাই বলে মেনে নেব?
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১১:৫৩ | 61.95.144.123
  • এটা Joseph Marie de Maistre-এর। অ্যারিস্টটল বলেছিলেন "গেটস'।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১১:৫২ | 61.95.144.123
  • দ্যাখো - অ্যাডমিনিস্ট্রেশন এবং সিটিজেন - এদের মধ্যে সম্পর্কটা টু-ওয়ে। "Every country has the government it deserves' শুনিয়াছ? এর উল্টোটাও সত্যি।
  • quark | ৩১ জুলাই ২০০৯ ১১:৪৯ | 202.141.148.99
  • তার মানে, অফিসিয়ালি, আইনের মধ্যে থেকেও শ্যাম ও কুল দুইই রাখা যায়? বাহ্‌!
  • san | ৩১ জুলাই ২০০৯ ১১:৪৫ | 121.50.4.34
  • আরে গতকাল আর আজ আমি বই আনিনি। সোমবার তো আমার সঙ্গেও লাগবে। আমি এতখানি যাতায়াতের সময় কি করব কি অ্যাঁ? যত উল্লুকের দল। গপ্পের বই পড়ার জন্যও নাকি ম্যানেজার হতে হবে। খুব রেগে গিয়েছি।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১১:৪৩ | 144.160.5.25
  • উফ্‌ সিকিউরিটির কথা আর কইও না। ল্যাপটপের সাথে মাউস দেয় না। আর বাইরের জিনিষ ব্যবহার করা নিয়ম নয়। তাই অনেকে টিপিনের ব্যাগে করে মাউস নিয়ে আসে।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১১:৪১ | 144.160.5.25
  • পশ্চিমবঙ্গে সবাই জানে তো নিয়ম না মানলেও কিসু হবে না। বরং না মানাটাই ভাল। কোন নিয়ম না মানাটা এমন সর্বব্যপী যে অন্য কোথায়ও বেশ কিছুদিন হয়ে গেলে ওটা বরদাস্ত করা বেশ কঠিন হয়ে পড়ে।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:৪০ | 65.194.243.232
  • অ্যা! তাতে কার বাপের কী!
  • san | ৩১ জুলাই ২০০৯ ১১:৪০ | 121.50.4.34
  • গপ্পের বইতে কি ভয়ানক জিনিস লুকিয়ে আছে। কে জানে বাবা।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১১:৪০ | 121.50.4.34
  • আরে যতসব হাস্যকর সিকিওরিটি মেজার নেয় এরা। গতকাল নিচে দেখলাম হেব্বি চেঁচামেচি হচ্ছে। ম্যানেজার লেভেলের নিচে নাকি গপ্পের বই অ্যালাও করবে না। দুটো ছেলে হ্যারি পটার হাতে নিয়ে তারস্বরে চেল্লাচ্ছে। উফ্‌ফ্‌ফ।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:৩৭ | 65.194.243.232
  • রক্তচক্ষু ক্রমে আসিতেছে।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১১:৩৪ | 121.50.4.34
  • যাঃ তেরি। জিমেল খুলতে গিয়ে দেখি সব ওয়েবমেল আটকে দিয়েছে। এই সব @#$%
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১১:৩৪ | 61.95.144.123
  • এই একজন দুজনই হয়তো বলে - তাই কারো কিসু এসে যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হল অধিকাংশ লোক বরং প্রতিবাদ করলে উল্টে খিস্তি মারে - কারণ তাদের হয়তো দেরি হয়ে যাচ্ছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। অটোতে সামনে না বসার জন্যে অন্য যাত্রীদের "ট্যাক্সিতে গেলেই তো পারেন' বা কালীতলা ব্রিজে গাড়ির পাশ দিয়ে জবরদস্তি অটো নিয়ে ঘষা দেওয়ার পর অটো আটকানো নিয়ে ব্রীজ পার হওয়া অন্য লোকেদের আপত্তি...

    সল্লেক চত্তরে অসংখ্য বেআইনী শাটল চলে - লোকে নিজের গাড়িতে অন্য লোক নিয়ে আসে এবং পয়সা নেয় (নিজে দেখা), সরকারি গাড়ি তো শাটল হিসেবে চলেই...এবং লোকে চড়ে। হ্যাঁ, ট্রান্সপোর্ট সিস্টেমের হাল খারাপ, বাস কম - কিন্তু এই শাটলগুলোতে চড়ে বেআইনী সিস্টেমটাকে এনকারেজ করা হয়। সেম গোজ উইথ অটো। বাস স্টপে না দাঁড়ানো। আরবিট রাস্তা পেরনো। রুবির মতন মোড়ে রাস্তার ওয়ান থার্ডের বেশি দখল করে দাঁড়িয়ে থাকা।

    সবেতে মোল্লা নাসিরুদ্দিনের সেই চিনি খাওয়ার গপ্পোটা বলে না লোকে?
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:৩২ | 65.194.243.232
  • রবিবার বিকেলবেলা। ঃ-)
  • san | ৩১ জুলাই ২০০৯ ১১:৩২ | 121.50.4.34
  • কটায় শো তে যাচ্ছিস ও যাচ্ছ?
  • h | ৩১ জুলাই ২০০৯ ১১:৩০ | 206.195.19.49
  • থাংকু টিম।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:২৯ | 65.194.243.232
  • চাপ নিস না। না নামালে তোকে ক্ষমা করব না।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১১:২৭ | 207.179.11.216
  • btis.in তো সেরকমই দাবি করছে।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:২৭ | 65.194.243.232
  • বার্ধিত ভাড়া নয়, বাড়তি ভাড়া।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:২৫ | 65.194.243.232
  • আরে দক্ষিণেই তো। জেপিনগরে।

    ৪১১ নং একদম সামনে নামিয়ে দেবে? গাড়ি নেব না, কারণ রাস্তা চিনি না।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১১:২৪ | 207.179.11.216
  • আমি ব্যাঙ্গালোর শহরের মধ্যে যাতায়াতের জন্য আজ অবদি একবারও ভলভো চাপিনি।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:২৪ | 65.194.243.232
  • অরিজিতকে। প্রতিবাদ করলেও প্রশাসনের বালটিও ছেঁড়া যায় না। দুইদিন আগে খবর বেরিয়েছে বাগুইহাটির এক যুবক প্রতিবাদ করতে গিয়ে অটোওলাদের হাতে মার খেয়ে জখম হয়েছেন। ইস্যুটা ছিল বর্ধিত ভাড়া নেওয়া নিয়ে।

    এই প্রসঙ্গে সিটু অটো সংগঠনের নেতা (তৃণমূল হলেও একই বক্তব্য হত) জানিয়েছেন আমাদের সংগঠনের কোন অটো এইরকম বেআইনি কাজ (বর্ধিত ভাড়া নেওয়া) করে না। যাত্রীরা অন্য অটোতে ওঠেন কেন? এদিকে তিনি কিন্তু মেনে নিয়েছেন অটো দেখে আলাদা করার উপায় নেই কে সংগঠনের সদস্য আর কে নয়! প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে অটোওলার দৌরাত্ম বন্ধ করার মত পরিকাঠামো তাদের নেই।

    হয়ে গেল। ছাই ফেলবার জন্য জন্য পড়ে থাকলেন নিরুপায় যাত্রীরা। এদিকে অটোওলার দাপটে যে বাসস্ট্যান্ডে বাসও দাঁড়াতে পারে না জায়গাবিশেষে।
  • san | ৩১ জুলাই ২০০৯ ১১:২১ | 121.50.4.34
  • ১) আজকে আমি দিপুর পরামর্শ মেনে একটি সস্তা ও ঝুরঝুরে বাসে এলাম। পুরো ফাঁকা ছিল ঃ-)

    ২) কোনটা উত্তরে না দক্ষিণে? রঙ্গশংকরা? দিক ফিক জানিনা তবে সে পৃথিবীর শেষপ্রান্তে। নাটক দেখতে একবার গিয়েছিলাম। গাড়ি ছাড়া অসম্ভব ব্যাপার।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১১:১৬ | 207.179.11.216
  • আর আমি ছড়িয়েছিলাম। জায়গাটা উত্তরে তো নয়ই, বরং ঘোর দক্ষিণে।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১১:১৬ | 65.194.243.232
  • স্কুলগাড়িগুলি আইনত এই হলুদ নাম্বারপ্লেটের অধিকারী হওয়া উচিত। কিন্তু তাদের এক সংগঠনের সভাপতি জানিয়েছেন তারা নিরুপায়। সাদা নাম্বারপ্লেটকেই বৈধতা দেবার জন্য তারা আবেদন করেছেন এবং সেই নিয়ে কোন সদুত্তর না পাওয়ায় তারা বেআইনি ভাবেই সাদা নাম্বারপ্লেট ইউজ করে যাবেন। আর যেহেতু সাদা নাম্বারপ্লেটের গাড়ি পনেরো বছরের পুরনো হলেও বসিয়ে দেওয়া হবে না সেইজন্য তারা এর বিরুদ্ধে কোন পরিবহণ বন্‌ধে সামিল হবে না।

    দোষ কারো নয়গো মা!
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১১:১৫ | 207.179.11.216
  • অপ্পন্দা, মারাথাহাল্লি থেকে ৪১১ যায়।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১১:১৫ | 61.95.144.123
  • কারণ শ্যাম ও কূল দুইই রাখতে হয় - তাই। আজ যদি অটো পুরো বন্ধ করে দেওয়া হয়, বা কনট্র্যাক্ট ক্যারেজ হিসেবে চালানো হয়, তাহলে সবার আগে প্রবলতম আপত্তি করবে ডেইলি প্যাসেঞ্জারেরা। অটোর সামনে ডানদিকে বসা বেআইনী - কজন মানে? লোকে তো স্বেচ্ছায় বসছে। না বসতে চাইলে অটো-ওয়ালার সাথে কো-প্যাসেঞ্জারেরাও খিস্তি মারছে।

    রাস্তাঘাট নিয়ে আমাদের এত প্রবলেমের জন্য অনেকটা দায়ী পথচারী/যাত্রীদের একটা বড় অংশ - আনফরচুনেটলি সংখ্যাগরিষ্ঠ অংশ। মব। রুবির সামনে সন্ধ্যেবেলা গেলে বুঝবে "মব' ব্যাপারটা কি।
  • Tim | ৩১ জুলাই ২০০৯ ১১:১১ | 71.62.2.93
  • আমরা কি স্পনসর পাবো? তাইলে একটু দরাদরি কত্তে হবে মারামারি করার জন্য।
  • quark | ৩১ জুলাই ২০০৯ ১১:০৭ | 202.141.148.99
  • অরিজিৎ/শমীক

    পারমিট ট্যাক্সির মত, অথচ চলে বাস এর মত (নির্দিষ্ট রুট, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মধ্যে সব জায়গায় থামে, উপরন্তু অথচ দেয় না)।

    প্রশ্ন হ'ল এই নিয়ম না মানাদের কেমন ক'রে নিয়মের মধ্যে থেকে নতুন ক'রে ভর্তুকি, ব্যাঙ্ক লোন ইত্যাদি দেওয়া হচ্ছে?
  • d | ৩১ জুলাই ২০০৯ ১১:০৫ | 144.160.5.25
  • না না আমি আজকাল নিজের হাতে মারামারি খুব একটা করি না।

    ট্যাক্সির তো আলাদা বটেই। অনেক ওমনি বা ইন্ডিকা ট্যাক্সী হিসাবে খাটে, কিন্তু হলদে বোর্ড লাগায় না, কারণ ঐ পারমিট নিতে হয় আর রোড ট্যাক্স বেশী।

    কলকাতায় একটা জিনিষ খেয়াল করলাম। ট্যু হুইলারগুলো কি তীব্র হর্ন বাজায় রে বাবা! কান একেবারে ফেটে গেল মনে হয়। পুণেতে নাকি এশিয়ার মধ্যে (পৃথিবীর মধ্যেও হতে পারে) সবচেয়ে বেশী ট্যু হুইলার চলে। কিন্তু হর্নটন তো কেউ বিশেষ বাজায় না। গাড়ীর হর্নও অনেক আস্তে।
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১১:০৩ | 122.162.236.236
  • হুঁ। মেট্রো সিটিতে অটো শেয়ারে যাবার নিয়ম নেই। কলকাতার কোনও অটোই এই নিয়ম মানে না।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১১:০০ | 207.179.11.216
  • আমি ঘটনাস্থলে ঝালমুড়ি বেচার লাইসেন নিতে আগ্রহী।
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১১:০০ | 61.95.144.123
  • বাস/মিনিবাস আর ট্যাক্সির পারমিট মনে হয় আলাদা। অটোর পারমিট ট্যাক্সির মতন। আমি সিওর নই - তবে সবুজ (পরিবেশ সংক্রান্ত সবুজ;-)) সুভাষবাবুর কোনো ইন্টারভিউতে পড়েছিলাম।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১০:৫৫ | 65.194.243.232
  • তিমি/ব্ল্যাংকি/দমুর ত্রিপাক্ষিক ঝাড়পিট হলে আমি টিকিট বিক্রি করতে রাজি।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১০:৫৪ | 144.160.5.25
  • তিমিকে ক্যালানোর জন্য ফান্ড তুলছে কেউ? আমি চাঁদা দিতে রাজী।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১০:৫৩ | 144.160.5.25
  • বোধি, খুব স্পেসিফিক কোন ফিল্ডের লোক চাইছ কি? মুদ্রণের সাথে জড়িত কেউ?
  • kk | ৩১ জুলাই ২০০৯ ১০:৫৩ | 198.36.32.137
  • তোমরা উপস্থিত হতে না পার নিজের বারিতেই লান্‌চ করে নিও।
    নমস্কারন্তে
  • Tim | ৩১ জুলাই ২০০৯ ১০:৫৩ | 71.62.2.93
  • বোধিদার লেখাটা বড্ডো ভাল্লাগলো। আরো বড়ো করে এইরকম লেখা উচিত। আরো ফ্রিকোয়েন্টলি।
  • quark | ৩১ জুলাই ২০০৯ ১০:৫১ | 202.141.148.99
  • বাস, মিনিবাস স্টেজ ক্যারেজ নয়? তাইলে স্টেজ ক্যারেজ কারে কয়?
  • h | ৩১ জুলাই ২০০৯ ১০:৫০ | 206.195.19.43
  • *দমু, a টা আগে পড়ে গেছিল।
  • h | ৩১ জুলাই ২০০৯ ১০:৪৯ | 206.195.19.43
  • অদ্মু, এটা করার যোগ্যতা আমার নাই।
  • kk | ৩১ জুলাই ২০০৯ ১০:৪৯ | 198.36.32.137
  • আজ দুপুরে তোমাদের নিমন্ত্রণ থাকল।
  • Tim | ৩১ জুলাই ২০০৯ ১০:৪৮ | 71.62.2.93
  • ব্ল্যাংকিটাকে একবার হাতের কাছে পাই, তারপর দেখছি কে কাকে ঠ্যাঙ্গায়!
  • kk | ৩১ জুলাই ২০০৯ ১০:৪৭ | 198.36.32.137
  • শুভ সকাল বেলা, সকলকে
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১০:৪৬ | 61.95.144.123
  • কলকাতায় আদৌ অটো কখনো কনট্র্যাক্ট ক্যারেজ হিসেবে চলেছে বলে মনে পড়ছে না। প্রথম অটো চলতে শুরু করে যে রুটগুলোতে তার মধ্যে একটা হল টালিগঞ্জ-গড়িয়া - এবং শুরু থেকেই এগুলো শেয়ারে। আমি কোথাও যেন পড়েছিলাম যে এই সমস্ত অটোর রেজিস্ট্রেশন হয় কনট্র্যাক্ট ক্যারেজ হিসেবে। মোটর ভেহিকলসে স্টেজ ক্যারেজের রেজিস্ট্রেশন আদৌ আছে কি?
  • d | ৩১ জুলাই ২০০৯ ১০:২৫ | 144.160.5.25
  • বোধি, তুমিই করে ফেলো না। তাহলে তো আর এত কষ্ট করতে হয় না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত