এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ০৫ আগস্ট ২০০৯ ১০:৫৩ | 144.160.5.25
  • হ্যাঁ অজ্জিত, বললাম তো আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। মৃত বালিকাটিও পুণেরই। ওর আত্মীয়রা অবহেলার অভিযোগে জাহাঙ্গিরের বিরুদ্ধে স্যু করবে বলেছে।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১০:৪৫ | 61.95.144.123
  • আমার মাঝে মাঝে সন্দেহ হয় সরকারবাবু বেশ ভালো রকমের অটোক্র্যাসী-ভক্ত। আজকের আবাপ-র খবরগুলো আর সম্পাদকীয় পড়ে সন্দেহটা বাড়লো।
  • Arpan | ০৫ আগস্ট ২০০৯ ১০:৪২ | 65.194.243.232
  • অরিজিত, আমি ভেবেচিন্তে কাল বটল্‌নেকই রাখলাম। ঃ-)
  • Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১০:৩০ | 61.95.144.123
  • ও দমু - পুণেতে শুবা-ফ্লু-র এপিডেমিক ঘোষণা করেছে তো!
  • Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • আর ক্রিটিক্যাল পাথ তো প্রো-ম্যা সম্পর্কিত জিনিস - একটা প্রোজেক্ট ক্রিটিক্যাল পাথে চলে যায় মানে সেখানে এখন প্রচুর চাপ ইত্যাদি।

    ভাগ্যিস ক্রিটিক্যাল সেকশন বলেনি! দাইজ্‌কস্ত্রা মারা যেতেন;-)
  • shrabani | ০৫ আগস্ট ২০০৯ ১০:২৫ | 124.30.233.101
  • অনেকদিন পরে হেঁটেছিলাম এখান থেকেই, অনেকের হাত ধরে। সেই কথা, যেমনই হোক তবু ফাঁকা লাগছে।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • কনস্ট্রেইন্ট অ্যাকচুয়ালি অন্য জিনিস - একটা প্রোগ্রাম বা অ্যাপ্লির ক্ষেত্রে কনস্ট্রেইন্ট মানে তাকে যে লিমিটেড facility-র মধ্যে কাজ করতে হচ্ছে - যেমন ধরো মেমরি কনস্ট্রেইন্ট - দুই জিবি র‌্যামের বেশি দিতে পারছো না - ইত্যাদি।

    বট্‌লনেক ব্যাপারটা পারফরমেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় - কোনো কারণে একটা কোথাও পারফরমেন্স ঝুলে যাচ্ছে, মোস্ট লাইকলি রিসোর্স কম বলে - যেমন ডেটাবেজ বট্‌লনেক।

    কনস্ট্রেইন্ট থেকে বট্‌লনেক হতে পারে। কজ/এফেক্ট।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১০:২১ | 61.95.144.123
  • পর পর দুই হপ্তায় দুজন মারা গেলেন - একটা অদ্ভুত মিল আছে...

    দুজনেরই খেলার সঙ্গে বিরাট যোগাযোগ - অবশ্যই একজনের অনেক বেশি ডাইরেক্ট। দুজনেই প্রচণ্ড অ্যাপ্রোচেবল। দুজনের সম্পর্কেই সাধারণ লোকের মনে ভালো ফিলিংস আছে। দুজনেই ক্যানসারে ভুগছিলেন। দুজনেই বর্ণ ফাইটার। একজনের বয়স ৬৭, অন্য জনের ৭৬। দুজনের জন্যেই ঢেলে ট্রিবিউট এসেছে।

    একজন ববি রবসন - টাইনসাইডের লোকের কাছে এসবিআর - wor Bobby। আরেকজন এখানে "সুভাষদা' - প্রতিটা লোক দলমত নির্বিশেষে ভদ্রলোকের অন্যকে সাহায্য করার কথা বলেছেন...

    এসবিআর মারা যাওয়াতে বেজায় খারাপ লেগেছিলো - তার কারণ টাইনসাইডের সাথে অ্যাসোসিয়েশনটা।

    সুভাষ চক্রবর্তীকে অনেক সময়ই তো খিস্তি মেরেছি - ফালতু বিতর্ক তৈরী করার জন্যে - অথচ বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। মিছিলে যেতে পারলে ভালোই হত।
  • d | ০৫ আগস্ট ২০০৯ ১০:১৮ | 144.160.5.25
  • আমিও বটলনেক, ক®¾ট্রইন্ট দুইই ব্যবহার করি।
    কিন্তু "ক্রিটিকাল পাথ'!! বাপরে! ক্লায়েন্ট খাবি খাবে।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৯ ১০:০০ | 61.95.144.123
  • অপ্পনকে - আমি তো বট্‌লনেককে বট্‌লনেকই বলি - ইভেন ক্লায়েন্টকেও - সেদিনই মেল করেছিলুম একটা - তো দিব্যি খুশি হয়ে উত্তর দিলো।
  • d | ০৫ আগস্ট ২০০৯ ০৯:৪৯ | 144.160.5.25
  • পিপিকে তো উত্তাল ক্যালানো উচিৎ। ভিকিকে একটু কম ক্যালালেও চলবে (কারণ ন'মাসে ছ'মাসে এক আধ পিস লেখে)।

    যাই হোক ভিকিকে হ্যাপ্পীঈ বাড্ডে। একশো কৌটো পচা চিজ দিলাম।
  • Bhuto | ০৫ আগস্ট ২০০৯ ০৯:৪৩ | 203.91.193.7
  • গেছিলে? কোথা থেকে জয়েন করলে?
  • h | ০৫ আগস্ট ২০০৯ ০৯:০৬ | 206.195.19.50
  • মিছিলে হাঁটলাম অনেক দিন পরে। ভালো ই লাগলো।
  • Arpan | ০৫ আগস্ট ২০০৯ ০৮:২২ | 122.252.231.12
  • ক্রিটিকাল পাথ বললে কাস্টমার হাঁ করে তাকিয়ে থাকত। ;-)
  • Ishan | ০৫ আগস্ট ২০০৯ ০৭:৫৮ | 173.26.17.106
  • পিপিকে আর ভিকিকে অ্যাকচুয়ালি ক্যালানো উচিত, কিন্তু জন্মদিন বলে ক্যালালাম না।

    ক্যালানো উচিত কেন? এদের দুজনেরই আলাদা (আলাদা ধরণের) এতো ভালো লেখার হাত। কিন্তু এরা কেউই সেটা নিয়ে একটুও লড়ছেনা বলে।
  • arjo | ০৫ আগস্ট ২০০৯ ০৬:৪৮ | 24.42.203.194
  • সব্বাইকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ভিকি, পিপি/এসবি খুব ভালো কাটুক জন্মদিন। এর সাথে যাদের হয়ে গেছে তাদেরও শুভেচ্ছা। আর যাদের আসছে তাদেরও।
  • Tim | ০৫ আগস্ট ২০০৯ ০০:৫৫ | 198.82.192.126
  • পিপির লেখাটা টইতে নিয়ে যাওয়া যায়না? ভাটে পরে আর খুঁজে পাওয়া যাবে?
    পিপিরে, উত্তাল লিখেছিস! আরো হোক!
  • anaamik | ০৫ আগস্ট ২০০৯ ০০:৪২ | 59.164.230.155
  • অপ্পন কি 'ক্রিটিক্যাল পাথ' বলতে চাইছিলো?

    (এই জন্যে আইটি ম্যানেজারদের একটু 'কম ছাই' পড়া ভালো)
  • Du | ০৪ আগস্ট ২০০৯ ২৩:৪৪ | 65.124.26.7
  • ফুলুর জন্য তো রোজই কত বার হ্যাপি বার্থডে গাই - হাত ধুতে গেলেই - তোমরা গাওনা?
  • Du | ০৪ আগস্ট ২০০৯ ২২:২৮ | 65.124.26.7
  • পিপিকে হ্যাবাড্ডি। মজাসে কাটুক সব দিন।
  • d | ০৪ আগস্ট ২০০৯ ২১:৫৬ | 117.195.40.30
  • আমি কিছুতেই আজ ভিকিকে বলব না। ভিকির তো কাল।
  • Tim | ০৪ আগস্ট ২০০৯ ২১:৪৭ | 198.82.192.126
  • দেকেচো! দেরি করে এসে হ্যাবাড্ডি আর শফারের চাগ্রি দুটোই মিস কল্লাম!

    পিপিরে হ্যাপি বাড্ডে। পায়ে আরো আরো ধুলো জমুক। ;-)

    ভিকিদারেও হ্যাবাড্ডি। পাঁইট দীর্ঘজীবি হউক! ঃ)
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ২১:১২ | 219.64.11.35
  • এতদ্বারা সেই মেয়েটির বকলমে দমু আমায় হ্যাটা কল্লো। আমি পোতিবাদ করলাম।
  • d | ০৪ আগস্ট ২০০৯ ২০:৩০ | 117.195.40.30
  • ইপ্পি, বেথে নেহাৎ "সুন্দর' সম্পর্কে দুর্বলতা প্রকাশ করল বলেই বলা। কারণ মেয়েটির উচ্চতা বিষয়ে বিশেষ পছন্দ অপছন্দ আছে। ও ৬ ফুটের নীচের ছেলেদের একটু ইনফিরিয়ার মনে করে এবং সেটা বেশ বারেবারে বলে। ৬ ফুটের চেয়ে বেঁটে ছেলেদের তাকানো এবং দুর্বলতা দেখানো নিয়ে প্রচুর খিল্লি দেয়। মেয়েটা খুব সুন্দর অন্যের নকল করে দেখাতে পারে।
  • Du | ০৪ আগস্ট ২০০৯ ২০:১৭ | 65.124.26.7
  • একটা কথা মনে হয় - ছাত্রনেতাদের এমনই হতে হয় । বেশি কি হনু নেতা নেতা ভাব, আর আমি এক্কেরে বিশ্বের সমস্যা নিয়ে তোমার চেয়ে অনেক বেশি বুঝি আর ভাবি - কিন্তু তোমার সমস্যাকে পাত্তা দিই না - এইটা কলেজেই প্রচুর ছাত্রকে দুরে ঠেলে দেয়। আন্তরিকতা একটা বড় জিনিষ মানুষের কাছে।
  • Arpan | ০৪ আগস্ট ২০০৯ ২০:১৬ | 216.52.215.232
  • ঃ-)

    আপাতত constraints দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। থ্যাংকু।
  • vikram | ০৪ আগস্ট ২০০৯ ২০:১৩ | 193.120.76.238
  • বটলনেকের ভালো ইংরাজি হোলো দা লিমিটেড পরফর্ম্যান্স অফ ব্লা এলিমেন্ট ইজ সিগনিফিকেন্টলি অ্যাফেক্টিং দা পরফর্মেন্স অফ দা সিস্টেম ইন জেনারাল। আরো ভালো ইংরাজি হলো দেয়ার ইজ আ প্রবলেম।
  • intellidiot | ০৪ আগস্ট ২০০৯ ২০:১২ | 220.225.245.130
  • কোডে বটলনেক থাকলে অনেকসময় হট-স্পট বলে। যে পোর্শান অফ কোড বেশী এক্সিকিউট হচ্ছে।

    জেনারেল কেসে তো চোক পয়েন্ট বলা যেতে পারে। বা লিমিটেড আউটফ্লো কায়দা করে।
  • stoic | ০৪ আগস্ট ২০০৯ ২০:১১ | 160.103.2.224
  • কি ধরনের বটলনেক ? constraint(s) বলা যেতে পারে।
  • dipu | ০৪ আগস্ট ২০০৯ ২০:০৮ | 59.164.232.192
  • দক্ষিণ কলকাতার লোকজন বাড়ি যেতে পারল? যা দেখাচ্ছে, পুজোতে এত ভিড় হয় না।
  • Arpan | ০৪ আগস্ট ২০০৯ ২০:০৪ | 216.52.215.232
  • একটুস হেল্প দরকার।

    বটলনেকের এট্টুস মার্জিত ভার্সন কী হবে? ইঞ্জিরিতে? কাস্টমারকে ওদের কিছু ইস্যুজ নিয়ে মেল করতে হবে। ঃ-(
  • intellidiot | ০৪ আগস্ট ২০০৯ ২০:০১ | 220.225.245.130
  • তবে শেখার আছে। কদাপি জার্মান বান্ধবী পাতাবে না। রাত্তির বেলা লাত্থি খেতে হতে পারে ;-)
  • Arpan | ০৪ আগস্ট ২০০৯ ২০:০০ | 216.52.215.232
  • যা তা যা তা।
  • dipu | ০৪ আগস্ট ২০০৯ ১৯:৫৮ | 59.164.232.192
  • দারুণ ঃ-))))
  • san | ০৪ আগস্ট ২০০৯ ১৯:৫৪ | 121.50.4.34
  • দুর্দান্ত ! এঃ এগুলো ভাটের পাতায় হারিয়ে যাবে ঃ-(
  • intellidiot | ০৪ আগস্ট ২০০৯ ১৯:৪৯ | 220.225.245.130
  • জ্জিয়ো জ্জিয়ো জ্জিয়ো

    ভ্রমণ + লেখন দুটোই ঃ-)
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ১৯:৪৩ | 219.64.11.35
  • ডেনমার্কে সম্ভবত খচ্চাপাতি এত বেশি যে কোনো ছেলেপুলে চুল কাটতে যায় না। বাংলা ট্রিমার লাগিয়ে মাথার চুল ছেঁটে নেয় বা টাকে রেজার দিয়ে চুল কামিয়ে নেয়। ডেনমার্কে টাকলুর সংখ্যা বেশ বেশি।
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ১৯:৪০ | 219.64.11.35
  • হো হো হো হো হো হোয়া হোয়া হোয়া হোয়া হোয়া ....
  • sb | ০৪ আগস্ট ২০০৯ ১৯:৩৫ | 141.80.152.168
  • দৃশ্য ৩ঃ হস্টেল ফিরতে ফিরতে রাত ৩ টে। হস্টেল বন্ধ। খুলবে সেই সকাল ৭ টায়। উপায়? শেষমেষ পথের ধূলায় শয়ন? অবশ্য অর্কেষ্ট্রা পার্টির চে সে মন্দ নয় তবে কিনা বাইরে বড় ঠাণ্ডা। জোলো হাওয়া বেশ রোম খাড়া করে দিয়ে যাচ্ছে। টেকিলা/ওজো/স্নাপ ইত্যাদির প্রভাবে দুইজনাই হাক্লান্ত। দোতলার ঘরে কিছু লোক জেগে আছে কারণ আলো জ্বলছে ও গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি ধূলাতেই শয্যা নিলাম। বান্ধবী, আফটারল জার্মান। ছোড়নেওয়ালি নহি। শুরু করল ঢিল ছোঁড়া তার সাথে ডাকাডাকি। ডাকাডাকি শেষটায় চলে গেল গালাগালিতে। অরণ্যে রোদন।
    খেয়াল করলাম ঢোকার দরজার মাথায় যে শেডটা আছে সেটায় চড়া যায় পাশের পাইপ বেয়ে। শেডের মাথায় একটু উঁচু পাটাতন। ওটায় উঠে যেতে পারলে তার উপরেই হাতের নাগালে একটা খোলা জানলা। খচমচ করে গিয়ে পাইপ বাইতে শুরু করলাম। নীচে বান্ধবী যুগপৎ মানা করছে ও চেঁচাচ্ছে। কে শোনে। আমি তখন যারে কয় বেঙ্গল টাইগার। শেডের মাথায় তো চড়লাম। সমস্যা হল উপরের পাটাতনে বেঁটে পা পৌঁছয় না। পাইপ বেয়ে আরো খানিকটা উঠব নাকি নেমেই যাব এইসব ভাবতে ভাবতে হঠাৎ খটাং! বান্ধবীর চীৎকারের ফল ফলেছে। কে যেন দরজা খুলেছে। কিন্তু হায়! আরোহনের চেয়ে অবরোহন যে এত কঠিন সে কে জানত। নারকেল গাছে ঝুনো নারকেলের মত আমি পাইপ আঁকড়ে ঝুলে থাকি, নামতে আর পারি না। নীচে দুজনে সমানে সাহস দিয়ে যাচ্ছে জাস্ট বৃজিট জোনসের মতন সড়াৎ করে নেমে আসার জন্য। একপা নীচে বাড়াই, সাথে সাথে কিসের যেন ভয় এসে পাইপের সাথে আমাকে চেপে ধরে। এই করতে করতে কখন যেন খানিকটা নেমে গেছি। নীচে দুজনা তারপর চেঁচাতে লাগল অ্যাটলিস্ট ঠাংটা যেন বাড়িয়ে দেই, ওরা টেনে নামিয়ে নেবে। কোনদিকেরটা বাড়াব বুঝতে না পেরে দুদিকে দুটো বাড়িয়ে দেই। দিয়েই বুঝি কি কাণ্ডটা বাধালাম কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। দুজনে মিলে আমায় জরাসন্ধ বানিয়ে ফেলেছে। ভয়ের চোটে খচমচ করে পাইপ বেয়ে আরো উপরে ঊঠতে যাই, তারা নীচের থেকে রথের রশির মত টান দেয়। সেশমেষ টাগ-অফ-ওয়ারে ক্ষান্ত দেই। জয় জগন্নাথ স্মরণ করে হাতের বাঁধন আলগা করি এবং পাকা ফলের মত টুপ করে খসে পড়ি। মাধব! মাধব!

    দৃশ্য ৪ঃ ড্যানিশ ছেলেদের বেশীরভাগেরই দেখি মাথায় চুল কম, টাক অথবা রিসিডিং হেয়ারলাইন। বাড়ি ফেরার পথে বান্ধবীকে জিজ্ঞাসা করলাম কোপেনহাভেন কেমন লাগল। বান্ধবী একটা দীর্ঘঃশ্বাস ফেলে বলল এমন টাকের জাত আর দুটো দেখি নি।
  • sb | ০৪ আগস্ট ২০০৯ ১৯:৩৩ | 141.80.152.168
  • শমীক,
    হ্যাঁ, কোহা বড় সুন্দর, বড্ডই সুন্দর লেগেছে। আর সবচে ভাল ব্যাপার হল বাচ্চা বুড়ো কুচো গুঁড়ো জোয়ান মদ্দ সব্বাই ইংরেজী বোঝে ও বলে।এবং ডেনরা খুব ফ্রেন্ডলি। তবে খচ্চার চোটে চোখে সর্ষে ফুল ও পকেট পুরো জুতোর ফাটা সোলের মত হাঁ। বাপরে বাপ!

    স্যান,

    লেখালেখি বড় চাপের ব্যাপার। তারচে ক'টা কুচো গপ্প শোনো।
    দৃশ্য ১ঃ যে হস্টেলে ঊঠেছিলাম সেটা আমার এ পর্যন্ত দেখা সবচে জঘন্য হস্টেল। কিন্তু গোটা কোহাতে তাও মোটামুটি ভাবে শহরের মধ্যে কোন হস্টেলে ঠাঁই নাই হাল বলে অগত্যা ঐখানে উঠতে হয়েছিল। নেটে ফোটো টোটো দেখে ভালই লেগেছিল। সে যা হোক।
    দেখা গেল ওটা একটা পুরনো ফ্যাকট্রি বিল্ডিং। সামার মান্থসে হস্টেল হয়ে যায়। দুটো মস্ত ঘর। কোন জানলা নাই। প্রতিটা ঘরে চল্লিশটা করে ডবলডেকার বিছানা। আশি জনের জন্য বরাদ্দ চারটি টয়লেট। কম্যুনাল শাওয়ার যদিও ছেলে মেয়েদের আলাদা (কি ভাগ্যিস নইলে ৪ দিন চান না করে থাকা যায় কিনা দেখতে হত)।
    আমাদের ঠাঁই হল একদম কোনের দুটো বেডে। ওপরের বাঙ্কে ওঠার কোন সিঁড়ি টুল কিছু নাই। আমার বামন পা নিয়ে চেষ্টাচরিত্র করেও হল না। ৫'৮" জার্মান বান্ধবী অনায়াসে চড়ে বসল। আমি অতএব নীচের বয়লার বেড। ও, কোহাতে বালিশ বিছানা চাদর কিচ্ছু দেয় না, হয় ভাড়া কর নয় ওমনি গদির উপর শয়ন। নাটক শুরু হল রাতে।
    রাত দুটো নাগাদ আবিষ্কার করলাম বিছানা ভিজে। ভাবতে চেষ্টা করলাম আদৌ কখনো বিছানা ভিজিয়েছি কিনা তাও বুড়ো বয়সে। তারপর বুঝলাম ওটা আমার শরীর নিষ্কৃতই বটে তবে ঘাম। তারপরেই খেয়াল করলাম চারদিক কাঁপছে। বললে বিশ্বাস করবে না তবে হঠাৎ ঘুম ভেঙ্গে সত্যি মনে হচ্ছিল ভূমিকম্প টাইপ। মাথাটা একটু কিলিয়ার হতে বুঝলাম কি কনসার্ট চলছে ঘরে। প্রায় খান তিরিশেক বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির যন্ত্রপাতি নিয়ে সেকি অর্কেষ্ট্রা। রয়াল আকাডেমিও মুচ্ছো যাবে। ওর মধ্যে ঘুমের চেষ্টা দেখব অত্ত এনার্জী নাই। চুপচাপ বসে আসেপাশের দৃশ্য দেখতে লাগলাম। অবশ্য দেখার মত দৃশ্যই ছিল বটে। বেশিরভাগ ছেলেমেয়েই জন্মদিনের পোশাকে বা উর্ধাঙ্গ অনাবৃত করে শুতে গেছে বিছানার চাদরটুকু কোনরমে জড়িয়ে। তা ঐ গরমে সে চাদর তো..... ঃ-)))

    উঁ আঁ আওয়াজ শুনে দেখি ওপরে বান্ধবীও ঘুম ভেঙ্গে ছটফট করছে। দুজনে মিলে খেয়াল করলাম মেন চেলোটা বাজাচ্ছে আমাদেরই পাশের বেডের এক পোলিশ ঠাকুর। তারপরেরটুকুর জন্য প্রস্থুত ছিলাম না। চোখের পলক ফেলার আগে বান্ধবী ক্যাৎ করে মোক্ষম একটা লাথ কষাল সটান মহাদেবের কোমর লক্ষ্য করে। মহাদেব তো ধড়মড় করে উঠল। আমি ভয়ে কাঁটা। কিন্তু যা হল সে অবিশ্বাস্য। মহাদেব উঠে বসে ঘুম জড়ানো চোখে বান্ধবীকে দেখল। তারপর একটা হাজার ওয়াটের ফ্ল্যাশ বাল্ব মার্কা হাসি দিয়ে ধপ করে শুয়েই তিনগুন এনার্জী নিয়ে চেলো বাজাতে লাগল।
    বুঝলাম বাড়িতেও তার খ্যাংরাপেটা খাওয়ার অভ্যাস আছে।

    দৃশ্য ২। এক কাফে বারে লাইভ মিউসিক। খুব জমেছে একদল ইটালিয়ান ছেলেমেয়ের সাথে। টেকিলা আর ওজো উঠছে জলের মত। তারা প্রায় সবকটাই হাঁ করে তাকিয়ে থাকার মত দেখতে। বিশেষ করে আমার পাশে যে অ্যাডোনিসটি বসে মনোযোগ সহকারে আমার বেলাগাম বকবক শুনে যাচ্ছিল অমন মাথা ঘোরানোর মত সুন্দর পুরুষমানুষ সচরাচর চেখে পড়ে না। মানে মার্বেল পাথরের মূর্তিটূর্তি হলে মানাত বেশ। বা মিকা নিগ্‌ঘাৎ একে দেখেই ডেভিড বানিয়েছে। (আমার আবার ডেভিদের উপর বরাবরের একটু ইয়ে)।
    তো, সেই এফেক্ট হোক বা ওজো বা লাইভ ব্যাণ্ড, বকবকানির মাত্রাটা একটু মাত্রাতীতই হয়েছিল বটে। টানা ২০-২৫ মিনিট বকার পরে খেয়াল কল্লাম সে একটি কথাও কয় নি। এমনকি, এমনকি আমি তার নামটাও জানি না। যতদূর মিষ্টি করে হাসা আমার পক্ষে সম্ভব, হেসে জিজ্ঞাসা করলাম নাম-কাম-পরিচয়।
    সে একটু হেসিটেট কল্ল প্রথমে তারপরে ইটালিয়ানে গড়গড় কি সব বলে গেল। তার বন্ধুরা হেসে উঠে তর্জমা যা কল্ল তা এইরকম - সে ইংরেজী একদম জানে না। সেই তখন থেকে সেটা সে বলার চেষ্টা করছে কিন্তু আমার ননস্টপ বাকুমবাকুম এর মধ্যে কোন পস খুঁজে পায় নি বলে সে বেচারী বলে উঠতে পারে নি। আমাকে এতক্ষণ ধরে বকতে হল বলে সে খুব দুঃখিত তবে চাইলে আরো বকতেই পারি, শ্রোতা হতে তার আপত্তি নেই!!
    এটাকে কি 'ক্ষমা করিনি' থ্রেডে পাঠানো যায়?
  • pi | ০৪ আগস্ট ২০০৯ ১৯:২৫ | 72.83.199.82
  • আরে না না।
    বুনানকে লিখেছিলাম। টই টা দেখিনি।
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ১৯:২৪ | 219.64.11.35
  • কী করে মানে? মেয়ে আমার থেকে লম্বা হলে আমি তার সাথে কথা বলব মাথা উঁচু করে, আর সে আমার সাথে কথা বলবে মাথা নিচু করে।
  • pi | ০৪ আগস্ট ২০০৯ ১৯:১৭ | 72.83.199.82
  • সেকি !!
    কিকরে ??
  • Samik | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৫৩ | 219.64.11.35
  • পাই, কোনও অসুবিধা নাই। ইন ফ্যাক্ট আমার থেকে লম্বা হলে আমি খুশিই হতাম, বেশ মাথা উঁচু করে কথা বলতে পাত্তাম ...
  • Jay | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৪৭ | 194.176.105.45
  • ছরি, আমি লাচার। আমার ক্ষ্যামতায় নাই। এই endtoenders.co.uk ওয়েবসাইটে আরেক টুকটুকের ছবি আছে, তবে সে একে হলুদ মাথা সবুজ গা (আদি অকিত্তিম নয়), তায় ওপর থিকা নীচে নেমেছেল।
  • Blank | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৪৪ | 170.153.65.102
  • টই টা আমি খুঁজে পাচ্ছি না। কেউ একটু খুঁজে দাও। ('যখন সাহায্য দরকার হয়')।
    মধুমিতা আজ সকালে মারা গেছে
  • pi | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৪০ | 72.83.199.82
  • হুঁ, স্টোয়িক দার সাথে আমি অন্তত একমত ঃ)
  • stoic | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৩৬ | 160.103.2.224
  • *থাকলে
  • intellidiot | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৩৬ | 220.225.245.130
  • আরে এটা বাইরে থেকে খুলবে না... এটা একটা ই¾ট্রানেট... কোন টিএলডি নাই ঃ-)
  • stoic | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৩৫ | 160.103.2.224
  • মিঞা-বিবি দুজনেই একে অন্যের ইঞ্চি-ফুটের হিসেবে খুশি হলেই হল। বাকিদের সে ব্যাপারে 'অসুবিধে' থকলে দ্যাট্‌স দেয়ার প্রবলেম। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত