এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৩৯ | 65.194.243.232
  • অরিজিত, টাটা স্কাই নিলে জানাইবা। রেকো করুম, প্রচুর ক্রেডিট পাব/পাবা। ঃ)
  • rokeyaa | ০৭ জুলাই ২০০৯ ১৫:৩৯ | 203.110.243.22
  • একটা ইনফো লাগবে, এখন স্কুলগুলোর পড়ার খরচ কিরকম দাঁড়িয়েছে, কলকাতায়/অন্য জায়গায়? কত বেড়েছে গতবছরের থেকে?
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৩৭ | 65.194.243.232
  • অয়ন, আমি দেখছি কাজ করে কিনা। তারপরে জানাচ্ছি।

    থ্যাঙ্কু।
  • a | ০৭ জুলাই ২০০৯ ১৫:৩৪ | 203.201.231.35
  • অপ্পনদা, একটা উদা দিলে ভালো হয় (এক্ষেলের)

    সাধারণ AND condition এভাবে করতে পারোঃ
    sum(entire range) - {sumif(criteria1) + sumif(criteria2)}


    সবই সেটের খেলা!!!
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৩০ | 216.52.215.232
  • এনসিওর করত না কেউ। কিন্তু বিকেলে খেলে এসে ঘুম পেতই। হোমটাস্ক না করে রাখলে আটটার পরে ঢুলুনি অবধারিত। যার পরিণতি উদোম ক্যাল।

    অতএব নিজের গরজেই আটটার মধ্যে সব পাট চুকিয়ে ফেলতাম। তারপরে হয় গল্পের বই, নয় ওয়ার্ক এডুকেশন বা ড্রয়িঙের কাজ নিয়ে বসা (টিভি ছিল না)। কী আশ্চর্য, ঘুমও পেত না আর! ঃ-)
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:২৫ | 216.52.215.232
  • তার থেকে এইখানে কোথাও এসে যাও না। বাড়ি খুঁজে দিচ্ছি।

    বাই দ্য ওয়ে, তোমার অফিস এখানে চলে এসেছে? তাহলে তো একদিন একসাথে লাঞ্চ করাই যায়।
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৫:২৫ | 61.95.144.123
  • ওই অফার টফার সব করা হয়ে গেছে। বলি হয় দুপুরে ঘুমো, নইলে হোমওয়ার্ক শেষ কর - তাও রোজ থাকে না। ঘুমোলে ভালো - কারণ অনেক সকালে ঠেলে তুলতে হয়। আর আমরা যখন ফিরি তখন ঘুম পায় বলে কিছু করতে চায় না, আর সেই সকালে ওঠার সময় বায়না চলে। গোটা দুপুর টিভি চলে - কার্টুন নেটওয়ার্ক আর পোগো। চ্যানেলগুলো লক করলাম - তো নিজে নিজেই কি করে আনলক করতে শিখে গেলো (ডিটিএইচ তো নয় যে পাসওয়ার্ড লাগবে - পাতি টিভির রিমোট দিয়ে লক করা)। ফ্রিকোয়েন্সী পাল্টে চ্যানেল সরিয়ে দিলাম - সেটাও ফিরি আনতে শিখে গেলো - আর এখন তো আরো অনেকগুলো চ্যানেল এসে হাজির হয়েছে। কেবলের তার খুলে দিলেও লাগিয়ে ফেলে। টিভিটাই বিদেয় করা ছাড়া উপায় নেই।

    অপ্পনের দুপুরে হোমওয়ার্ক না করলে বিকেলে খেলা বন্ধ ব্যাপারটা এনসিওর করতো কে?
  • r | ০৭ জুলাই ২০০৯ ১৫:২৪ | 125.18.104.1
  • কত যুগ হয়ে গেল হোমটাস্ক শেষ করে খেলতে যাই না। ঃ'্‌-(
  • san | ০৭ জুলাই ২০০৯ ১৫:২২ | 121.50.4.34
  • অপ্পন, তোমাদের বাড়িতে একটা রুম আমাকে সোম থেকে শুক্র বেসিসে ভাড়া দেবে? ভলভোয় বসার জায়গা পাওয়া যায়না। মারাথাল্লিতে বাস অনন্তকাল দাঁড়িয়ে থাকে। জীবন তো ভাজাভাজা হয়ে গেল ঃ-((((((
  • san | ০৭ জুলাই ২০০৯ ১৫:২১ | 121.50.4.34
  • আমার ক্লাস টু অব্দি কোনো হোমওয়ার্ক ই ছিলনা ঃ-)নিবেদিতায় এসে থ্রি থেকে সে পাট শুরু হল। তবে নিজে নিজেই করতে হত। নিজে চরে খাও গোছের কেস। না পারলে আবার চেষ্টা কর। তাও না পারলে যা প্রাণে চায় কর। সুখের জীবন ছিল ঃ-(
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:২১ | 65.194.243.232
  • টু না, থ্রি-তে ওঠার আগে। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে।
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:১৯ | 65.194.243.232
  • জিগ্গেস করার কী আছে। আমার পরিষ্কার মনে আছে। ক্লাস টু-তে পড়ার সময় আমরা বাড়ি চেঞ্জ করি। তারপরে খেলার বন্ধুরাও পাল্টে যায়।

    আর ক্লাস থ্রি/ফোরের পরে থোড়ি হোমওয়ার্ক চেক হত।
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ১৫:১৮ | 160.83.96.81
  • তো নাই করুক। একদিন স্কুলে সবার সামনে বকুনি খেলে সেই সময়ে একটু বুঝিয়ে বোলো।
    আর নইলে হোমটাস্ক একটু ইন্টারেস্টিং করতে তাতে কিছু অফার ইনক্লুড করো। মান্থলি বেসিসে। কোনও ভালো কিছু যেটা ও চায়।
    জোর করে আর যাই হোক হোমটাস্ক করালে সে বস্তু টেম্প মগজে ঢুকলেও চটপট উধাও হয়ে যায়। আর হিংস্রতায় বিশ্বাস করার কোনও প্রশ্নই নেই।
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৫:১৬ | 61.95.144.123
  • আরে সে নিশ্চয় আরো বড় বয়সে। ক্লাস ওয়ান টু-র কথা জিগ্গেস কোরো তো।
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:১৪ | 65.194.243.232
  • আমার উল্টো দাওয়াই ছিল। দুপুরে হোমওয়ার্ক না করে রাখলে বিকেলে খেলতে যাওয়া বন্ধ।

    সন্ধেবেলা সেগুলো চেক করা হত। তখনই কেলোগুলো হত।
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৫:১০ | 61.95.144.123
  • কিন্তু সাত বছর বয়সে কি নিজে নিজে করার কথা? ঋককে বহুবার বলেও করানো যায়না - নইলে দুপুরেই তো করে রাখতে পারে, কারণ খুব অল্প অল্পই থাকে - কিন্তু করে না। রাদার একা একা করতে চায় না।
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:০৭ | 65.194.243.232
  • নিজে নিজে হোমওয়ার্ক করাই ভাল। অযথা তুচ্চু কারণে গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে যাবার দুঃসহ স্মৃতি আছে। আমার খুড়তুতো বোনেদেরও। দুইভাইই রগচটা।
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ১৫:০৪ | 160.83.96.81
  • আচ্ছা।
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ১৫:০৩ | 160.83.96.81
  • সেই ইতিহাসের চ্যাপ্টার মুখস্ত করা। আর তখনই যত সব ভালো ভালো টিভির অনুষ্ঠানগুলো। তাও কি ছাই দরজার পাশ দিয়ে একটানা দেখার উপায় ছিল। প্রতি পাঁচ মিনিট পর - "থেমে গেলি কেন? আবার ঢুলছিস?' বলে সিংহনিনাদ! উফ্‌ফ্‌।
  • d | ০৭ জুলাই ২০০৯ ১৫:০৩ | 144.160.5.25
  • ঋক শেখে। অজ্জিত প্র্যাকটিস করায়।
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ১৪:৫৮ | 160.83.96.81
  • কর্ড না, নোট।
    প্র্যাকটিস করাই! তুমিও ধীরে ধীরে ফাঁকিবাজ ম্যাঞ্জার হয়ে যাচ্ছ! ;-)
  • d | ০৭ জুলাই ২০০৯ ১৪:৫৭ | 144.160.5.25
  • আমি নিজে নিজেই হোমওয়ার্ক করতাম, মানে করতে বাধ্য হতাম। কেউ দেখাবার ছিল না। একটু উঁচু ক্লাসে উথে কিছু দুঃখের স্মৃতি আছে হোমওয়ার্ক নিয়ে। ঃ(
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:৫৩ | 61.95.144.123
  • বেউলোর আবার কর্ড হয় নাকি? আর ওটি আমার প্র্যাকটিস নয়। আমি এখন প্র্যাকটিস করাই। আমার নিজের আর হবে নাঃ-(
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ১৪:৫২ | 160.83.96.81
  • গুড। তাইলে এই লেখাটা শেষ হলে ওটা তোমার ব্লগে তুলে দাও আর তার সাথে নিজের বেউলোর কিছু কর্ড রেখো।
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • ওইটে নতুন যোগ হয়েছে যে - ওটাও তো আন-সুপারভাইজড করানো যায় না। সেদিন ঋকের স্যারকে বলাতে বল্ল যে আপনি তো তাও জানেন, যারা জানেনা তারা কি করে? সত্যিই তো - কি করে?
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:৪৭ | 61.95.144.123
  • বেউলো - ব্যায়লা।
  • sayan | ০৭ জুলাই ২০০৯ ১৪:৪৪ | 160.83.96.81
  • বেউলা কি? বেহুলা না ব্যায়লা?
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:৪২ | 61.95.144.123
  • লিখছিলাম - This very day, now a year is run বলে - শেষ হয়নি। কবে হবে ভগা জানে। সাড়ে আটটায় ফিরে হোমওয়ার্ক, বেউলো প্র্যাকটিস, আপিসের কাজ - বেঁচে আছি এই ঢের। আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও নিশ্চয় নিজেরা নিজেরা সব হোমওয়ার্ক করে ফেলতাম না, তাই না? সাত-আট বছর বয়সে আন-সুপারভাইজড পড়াশোনা করতে পারার কথা কি?
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:৩৯ | 61.95.144.123
  • স্টিকি বিট দিয়ে শুধুমাত্র rm-এর ক্ষেত্রে রুট প্রিভিলেজ চেক করা যাবে কি? মনে পড়ছে না। খুঁজে দেখতে হবে।
  • d | ০৭ জুলাই ২০০৯ ১৪:৩৯ | 144.160.5.25
  • তো, অজ্জিত এবারে একটা "দেশে ফেরার এক বছর' লিখে ফেলো।
  • deep | ০৭ জুলাই ২০০৯ ১৪:৩৭ | 129.125.47.226
  • ফোল্ডারে স্টিকি বিট/সুইড সেট করলে হয় না?
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:৩৫ | 61.95.144.123
  • ফাংশন না লিখে হলেও হতে পারে - ওই awk ইত্যাদি কিছু ইউজ করে পাইপ দিয়ে একটা কমপ্লেক্স কম্যাণ্ড বানাতে হবে। সিওর নই। ফাংশনটাই অবভিয়াস মনে হল।
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:৩৪ | 61.95.144.123
  • মেঘ-গণনা (ক্লাউড কম্পিউটিং) নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্যে - http://www.infoworld.com/print/81878

    এর মধ্যে কাভো-র সাথে কথা হয়েছে, ভালো কাজ করেছে। আর আমি যখন নিউক্যাসলে তখন ওই থ্রী-টেরা-র কাজটা হচ্ছিলো - ওদের ফাণ্ডাটা আমার হেব্বি লেগেছে। ভিজুয়ালি ডিজাইন করলে - যে আমার এই এই স্পেকের এতগুলো মেশিন চাই, তাতে অমুক তমুক প্যাকেজ থাকবে, এই রকম কানেকশন হবে ইত্যাদি - দিয়ে বল্লে "ডিপ্লয়' - ও পুরো একটা ভার্চুয়ালাইজড সিস্টেম প্রভিশন করে দেবে।
  • sinfaut | ০৭ জুলাই ২০০৯ ১৪:৩৩ | 203.91.207.30
  • আচ্ছা, মানে ফাংশান না লিখে করা সম্ভব না? এটাই জানতে চাইছিলাম। থ্যাঙ্কু অরিজিতদা।
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৪:৩১ | 65.194.243.232
  • এক্ষেলবিশারদদের জন্য প্রশ্নঃ

    এক্ষেল ২০০৩ ভার্সনে sumif ফাংশন ইউজ করতে চাই দুটো কন্ডিশন ইউজ করে। হ্যায় কোহি সলুশন?

    (ম্যাক্রো লিখব না)
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:১৩ | 61.95.144.123
  • .profile-এ একটা ফাংশন রাখো - তার মধ্যে ফোল্ডার নেম চেক করবে, তাপ্পর প্রিভিলেজ চেক করবে। অন্য ফোল্ডার হলে পাস। তাপ্পর ওই ফাংশন দিয়ে alias করো।
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৪:১২ | 61.95.144.123
  • হ্যাঁ হয়ে গেছে। মে মাসে।
  • Samik | ০৭ জুলাই ২০০৯ ১৩:২২ | 219.64.11.35
  • ফর ডামি'জ?
  • d | ০৭ জুলাই ২০০৯ ১২:৩৬ | 144.160.5.25
  • অজ্জিতের দেশে ফেরার একবছর হয়ে গেছে না?
  • sinfaut | ০৭ জুলাই ২০০৯ ১২:৩৫ | 203.91.207.30
  • ঃ-))))

    আমি শুধু এক্টা ডিরেক্টরিতে এটা করতে চাইছি।
  • lcm | ০৭ জুলাই ২০০৯ ১২:০৫ | 69.236.168.107
  • alias তৈরী করে দাও, alias rm='echo huh.. bawa.. o sob delete felete ekhane cholbe naa'
  • sinfaut | ০৭ জুলাই ২০০৯ ১১:৫০ | 203.91.207.30
  • 5564 পাতায় Date :06 Jul 2009 -- 10:28 PM এর আমার পোস্ট এর উত্তর কোথায়? ঃ((((
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ১০:৫১ | 65.194.243.232
  • তাই মনে হচ্ছে। এও এক ধরণের বিশ্বাস। বিশ্বাসে আস্থা রাখি। শ্রীযুক্ত বসু বিশ্বাসে আস্থা রাখার আবেদন জানিয়েছেন। ;-)
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • অপ্পন - না না ওটা ঠিক করে উচ্চারণ করেছে। ইউসেবিও-র পোর্তুগীজ উচ্চারণ হল পুসকাস ;-)
  • Arijit | ০৭ জুলাই ২০০৯ ০৯:৫৩ | 61.95.144.123
  • ধুৎ। বিলেতে ট্যাক্সো দিতে হয়, তবে রিটার্ন ফাইল করার দরকার পড়ে না। আর বিদেশে থাকলে এখানে ট্যাক্সো ভরবো কেন? শমীক এটা কি বল্ল? ২০০০ সালের পর এই প্রথম আমি এখানে ইনকাম করছি - ট্যাক্স দিচ্ছি। এর মাঝে এখানে কোনো ইনকাম ছিলো না, অফিসিয়ালি আমি রেসিডেন্টও ছিলাম না - রিটার্ন ফাইল করতে যাবো কেন?
  • Arpan | ০৭ জুলাই ২০০৯ ০৮:৫২ | 122.252.231.12
  • স্পোর্টস এডিটরের বোধহয় আবার চোখ লেগে এসেছিল। ঃ-)

    http://www.anandabazar.com/7khela2.htm
  • Samik | ০৭ জুলাই ২০০৯ ০০:৩৩ | 122.162.236.67
  • দময়ন্তী ড্রপডাউন থেকে গু চ সিলেক্ট করেছে। ইউনিকোডওলা urlটা সিলেক্ট করেছে। সেইজন্য আবার ইউনিকোড দেখিয়েছে। এতে কুকির হাত নেই।

    ফেভারিট্‌স থেকে খুললে বাংলাপ্লেন পেত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত