এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ০১ জুলাই ২০০৯ ১৭:০৫ | 203.91.207.30
  • লেটেক ফেটেক খুব ভালো, কিন্তু শুধু লেকার জন্য এত কষ্ট করে কী হবে? যখন থিসিস লিখছিনা, বা সাইন্টিপিক আর্টিকল। আমার কেডিট, গেডিট বা নোটপ্যাড লেকার কাজের জন্য যথেষ্ট। ভালো করে ওয়ার্ড বস্তুটাই জানলাম না।
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৭:০৫ | 216.52.215.232
  • শুধু আমাদের আইটি দোকান? ক্যাপজেমিনাই বা আইবিএম কী করে শুনি!
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৭:০৪ | 61.95.144.123
  • ওইত্তো আমাদের আইটি দোকানগুলোর মুশকিল...কাস্টমার অন্ত প্রাণ। ইণ্ডিভিজুয়ালিটি নাইঃ-(
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৭:০২ | 216.52.215.232
  • ধুর বাওয়া। তা না। ট্র্যাক চেঞ্জের কথা হচ্ছে না। কাটাও।

    মোদ্দা কথা, লেটেক বা ওপেন অফিস কোন কাস্টমার ইউজ করলে সেই প্রোজেক্টে আমরাও তাই ইউজ করব। নইলে নয়। এইবার ওনারা কোনটা ইউজ করবেন কি করবেন না তা জানে তাদের আইটি ডিপার্টমেন্ট। তাতে আমার কী?
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৯ | 80.221.49.91
  • হ্যাঁ এইটে আমারো প্রশ্ন। সেই সঙ্গে কঙ্কালের টঙ্কার গল্পটাও।
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৯ | 61.95.144.123
  • সে জানি যে চেঞ্জ করবে। ট্র্যাক চেঞ্জেস - অন/অফ। কিন্তু সে তো পিডিএফেও কমেন্ট করা যায়। আর সম্ভবতঃ LyX-এ এই ফাণ্ডাটা এসে গেছে - যদ্দুর মনে হচ্ছে দেখেছিলাম - কম্পু বাওয়ালির টইয়ে পাবে।
  • aishik | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৭ | 122.160.115.202
  • টেনিদার গল্পের বই কোথা থেকে ডাউনলোড করবো? র অন্যান্য লেখক দের বই বান্‌গ্‌লায় কোথা থেকে ডাউনলোড করবো?
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৬ | 216.52.215.232
  • কাস্টমার তো ডকু চেঞ্জ করবে। মানে যেগুলি দুইপক্ষে ঔন করে।

    স্ট্যাটিক ডকু SOW, Proposal ইত্যাদি তো পিডিএফ বানিয়েই পাঠানো হয়।

    (বাইরের লোককে বোঝানো কী চাপ!)
  • quark | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৫ | 202.141.148.99
  • ধুয়ে জল খাবে?
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৪ | 216.52.215.232
  • আরে আমি কী জানি। লেটেক ইউজারই ঠিক উচ্চারণ করতে পারেন না!
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৪ | 80.221.49.91
  • লেটেক - টেক টেক না টেক টেক, একবার তো সি?

    (খেয়াল করুন, সী নয়, সি, বিদেশি শব্দ কি না?)
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৪ | 61.95.144.123
  • কাস্টমারকে চাইলে পিডিএফ পাঠানোই যায়। কিন্তু আইটি গাইজরা পরিবর্তনে বিশ্বাস করে না। অপন্না সেনরা এখানে একটা হোর্ডিং দেয় না কেন?
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৪ | 216.52.215.232
  • হুম, হিন্দুস্থান __ লিমিটেড। ;-)
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৫৩ | 61.95.144.123
  • ফের বলে ল্যাটেক্স?
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৫২ | 216.52.215.232
  • ভালো জিনিস দিয়ে আমার কী হবে? আমার কাস্টমার ল্যাটেক্স ধুয়ে জল খাবে?
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৫২ | 61.95.144.123
  • ল্যাটেক্স নয় - লেটেক বা লাটেক। ল্যাটেক্স/লেটেক্স তো অন্য জিনিস;-)
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৫২ | 216.52.215.232
  • আপিসের কেরানিরা আপিস ইউজ করে। আর বিজ্ঞানীরা ল্যাটেক্স।

    পুরোটাই উচ্চ/মধ্যমেধার ব্যপার। ;-)
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৫১ | 80.221.49.91
  • ভালো জিনিস বলে।
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৫১ | 61.95.144.123
  • আপিসে কেউ করে না - আমি একা। একে ওকে তাকে দিতে হয় যে - সবাই এডিট করে। বল্লুম পিডিএফ পাঠিয়ে করো - প্ল্যাটফর্মের ঝামেলা নেই - কে শোনে। আইটি গাইজরা বেজায় সুখী টাইপের হয়ঃ-(
  • Bhuto | ০১ জুলাই ২০০৯ ১৬:৫০ | 203.91.193.5
  • বিল গেটস বলবেন,
    আমাকে আর মেরো না,
    আমাকে আর মেরো না।
    যদি আমাকে আরো মারো
    ওপেন সোর্স ও কিনে নেবো
    ওপেন সোর্স কিনে নিয়ে
    পপ-আপের ফান্ডা দেব।
    পপ-আপ যখন জ্বালিয়ে মারবে
    পপ-আপ যখন জ্বালিয়ে মারবে
    ওপেন সোর্স এ লাভ কি হবে
    আমাকে আর মেরো না
    আমাকে আর মেরো না।
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৫০ | 216.52.215.232
  • খামোখা ল্যাটেক্স করতে যাবো কেন!!
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৫০ | 80.221.49.91
  • আপিসে যাওয়াই উচিত না
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৯ | 216.52.215.232
  • চেক করে বলতে হবে। রাতে অনলাইন থাকলে নক কোরো। দেখে জানাবো।
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৯ | 80.221.49.91
  • ইশ্‌শ কি দুঃখ, এরা কেন যে ল্যাটেক্স করে না?
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৯ | 61.95.144.123
  • তা ঠিক। তাই করবো - মানে আগেও করেছি - কিন্তু ওই মাসে দেড় মাসে একবার করে হ্যাপা পোয়ানোঃ-( টেক্সমেকার নামিয়েছিলুম - কিন্তু WinEdt অনেক সফি।
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৮ | 80.221.49.91
  • ল্যাটেক্স করা যায়। ক্লিক ক্লিক করে ম্যাথ সিম্বল, লাল নীল রং করা যায়, ব্রাকেট ক্লোজ না করলে লাল রং দিয়ে দেখায় - এই সব।
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৭ | 61.95.144.123
  • আপিস এক্সপার্টদের জন্যে - কমপ্যাটিবিলিটি মোডে আপিস ২০০৭-এ ছবি সাঁটতে প্রায়সই ঝামেলা হচ্ছে। ছবিগুলো জেপেগ। ইনসার্ট পিকচার করে করতে গেলে প্রায়ই একটা ডটেড বাক্স ঢুকছে - অদৃশ্য ছবির মতন - ঠিক জায়গায় প্লেস হচ্ছে না। কখনো কখনো রাইট ক্লিক করলে ইনসার্ট ক্যাপশন মেনুটাও দেখাচ্ছে না। পুরোটাই ইনকনসিস্টেন্টলি হচ্ছে। আমাকে মাঝে মাঝে পিওর docx ফরম্যাটে কনভার্ট করে ছবি সেঁটে ফের কমপ্যাটিবিলিটি মোডে ফিরতে হচ্ছে। কেন?
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৬ | 216.52.215.232
  • WinEdt-এর বিশেষত্ব কী?
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৫ | 80.221.49.91
  • না না প্রায় দেড়-দু মাস পর্যন্ত সহ্য করা যাবে। আনইনস্টল করতে লাগে ৩০ সেকেণ্ড, আর ইনস্টল করতে সাড়ে একত্রিশ - তাই নিয়ে আবার এতো কতা কি অ্যাঁ?
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৪৩ | 61.95.144.123
  • সে তো ফের এক মাস পরে আবার একই কাজ করতে হবেঃ-(
  • Abhyu | ০১ জুলাই ২০০৯ ১৬:৪১ | 80.221.49.91
  • অরিজিত, ও কিছু না, WinEdt আনইনস্টল করে রিইনস্টল কর। সব ঠিক হয়ে যাবে। আমার তিন বছরের এক্সপিরিয়েন্স ঃ)
  • intellidiot | ০১ জুলাই ২০০৯ ১৬:৪০ | 220.225.245.130
  • ওরে ব্যাটা বিল
    দি এইবেলা দুটো কিল?

    হাঃ হাঃ হাঃ
  • Bhuto | ০১ জুলাই ২০০৯ ১৬:৩৮ | 203.91.193.5
  • মানসচক্ষে দেখেতে পাচ্ছি, অজ্জিতদা বিল গেটস এর দুটো হাত এক মুঠোয় ধরে আরেক হাতে চপেটাঘাত করছে আর গালমন্দ করছে।
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৩৫ | 61.95.144.123
  • ব্ল্যাংকি - iWorks 9 দেখেছ? আমার আপিসের একজন ট্রায়াল নামিয়েছে - বল্ল দুর্ধর্ষ।
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৩৩ | 61.95.144.123
  • এই মেশিনের সাথে ও-এসটাকে বাণ্ডিল করেই তো মাইক্রোসফট আরো ঝাঁট জ্বালিয়েছে। আমার মেশিন, আমার ইচ্ছে হলে আমি তোকে রাখবো, ইচ্ছে হলে ওড়াবো, চাইলে চারটের জায়গায় আঠারোটা হার্ডওয়্যার চেঞ্জ করবো - তোর বাপের কি রে ব্যাটা?
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৩৩ | 216.52.215.232
  • তবে মুক্ত আপিসে তো ক্ষুদ্রকোমল আপিস খোলে। স্যাম্পল ডকু পাঠাইলে পরীক্ষা করিয়া দেখিতে পারি।
  • Arpan | ০১ জুলাই ২০০৯ ১৬:৩২ | 216.52.215.232
  • ক্ষুদ্র কোমল আপিস লাগাইবা? তাইলে সিডি ভেজ দুঙ্গা।
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:৩১ | 61.95.144.123
  • ক্ষুদ্রকোমল আপিস ডক তো আমার দিব্যি খোলে মুক্তআপিসে। তোমার ডকগুলো ক্ষুদ্রকোমল আপিস ভার্সন ২০০৭ নয় তো? যদিও আমার সেটাও হল দিব্যি।
  • rokeyaa | ০১ জুলাই ২০০৯ ১৬:৩০ | 203.110.240.21
  • লিনাক্ষ করিনি আগে, তাই কনফি ছিলো না, জানলা তো দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, এবার ঘুরে দাঁড়াতেই হবে। পরিবর্তন!
  • rokeyaa | ০১ জুলাই ২০০৯ ১৬:২৮ | 203.110.240.21
  • এক্ষপি-র সিডি পাচ্ছি না। আমার যন্তরে একটা কায়দা করে দিয়েছে, যাতে বারকতক ক্লিকালেই মেশিন ফ্যাক্টরি সেটিংসে চলে যায়, যেটা ভিস্তা।
  • intellidiot | ০১ জুলাই ২০০৯ ১৬:২৬ | 220.225.245.130
  • এসব হ্যাপায় না গিয়ে পাতি লিনাক্সে চলে আসা অনেক ভাল। লাইফ কুল হয়ে যাবে। উবুন্তু লাগিয়ে নাও। যেমন গেটাপ তেমনি রিপোসিটরি। যা চাই তাই পাবে ঐ রিপোসিটরি থেকে। দুটো কিলিক করে দিলে নিজেই ডাউনলোড হয়ে ইনিসটলও হেয়ে যাবে। হ্যাঁ, এক্কেবারে ফিরিতে।
  • d | ০১ জুলাই ২০০৯ ১৬:২৪ | 144.160.5.25
  • রোকেয়াবিবি বস্তায় ফিরবে কেন? এক্সপিতে চলে যাও।

    আচ্ছা আমার বাড়ীতে ক্ষুদ্র নরম আপিস নাই। মুক্ত আপিসে ক্ষুদ্র কোমল ডকগুলো থিকঠাক খোলে না কেন? কেমন যেন হয় ধেবড়ে যায়, নয়ত প্রচুর বাক্স সহযোগে উদয় হয়। এমন কেন?
  • intellidiot | ০১ জুলাই ২০০৯ ১৬:২১ | 220.225.245.130
  • http://www.microsoft.com/windows/windows-7/installation-instructions.aspx

    এইটা দেখলে ফাঁকা আওয়াজ বলে মনে হচ্ছে না। বলেছে ডেডিকেটেড পিসি তে ব্যবহার করতে।
  • Arijit | ০১ জুলাই ২০০৯ ১৬:২০ | 61.95.144.123
  • সব সময় ফাঁকা আওয়াজ দেয় না - ইস্পেশ্যালি যখন পুলিশে খবর দেওয়ার কথা বলেনি - বলেছে শাট-ডাউন করবে। আমি একটা শেয়ারওয়্যার ইউজ করতুম - WinEdt বলে - ইউনিতে লাইসেন্স ছিলো, ঝামেলা ছিলো না - এখানে ইনস্টল করলুম - ট্রায়াল ভার্সন। বলেছিলো ট্রায়াল শেষ হবার পরেও ইউজ করা যাবে, শুধু মাঝে মাঝে পপ-আপ মেসেজ আসবে। মাঝে-মাঝে-র ডিগ্রীটা বলা ছিলো না - মোটামুটি মিনিটে একটা। বেজায় বোরিং।
  • Samik | ০১ জুলাই ২০০৯ ১৬:১৯ | 219.64.11.35
  • জানলা নিয়ে আছে তো গান!

    ঐ জানালার কাছে বসে আছে, করতলে রাখি' মাথা
    তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা।

    একটু ইঙ্গিতবাহী গান, ফুল মালা ইত্যাদিকে সিগনিফিক্যান্ট শব্দাবলী দিয়ে রিপ্লেস করে দিলেই হবে।
  • rokeyaa | ০১ জুলাই ২০০৯ ১৬:১৮ | 203.110.240.21
  • আমার জানলা সাত আর আটঘন্টা পর মরে যাবে।
  • r | ০১ জুলাই ২০০৯ ১৬:১৮ | 125.18.104.1
  • ঐ জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা...
  • intellidiot | ০১ জুলাই ২০০৯ ১৬:১৮ | 220.225.245.130
  • না না ডিরেক্টলি লেকেননি বটে, তবে গবাক্ষ দিয়ে বহির্বিশ্ব অবলোকন করতে করতে তো অনেককিচুই লিকেচেন আরকি
  • Samik | ০১ জুলাই ২০০৯ ১৬:১৭ | 219.64.11.35
  • তেমন হলে ভিস্তা আর এক্সপি দুটোরই ডিভিডি আছে আমার কাছে, তোমায় পাঠিয়ে দেব ঠিকানা দিলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত