এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৭ জুন ২০০৯ ০১:১১ | 117.195.43.94
  • ময়রাদের পিলে আছে কিনা, সে খবর রাখে কেবল ইন্ডোডাক্তার। আমি জানি ওদের সব্বার ভুঁড়ি থাকে।

    গুন্নাইট।
  • a x | ২৭ জুন ২০০৯ ০১:০৯ | 143.111.22.23
  • ময়রাদের কি পিলে রোগ আছে নাকি, যে এমনিতে রোগা হবে কিন্তু বিশাল ভুঁড়ি থাকবে?
  • d | ২৭ জুন ২০০৯ ০১:০৮ | 117.195.43.94
  • *ঠুসে।

    না না ইপ্পি বড় হয়ে অজ্জিত হবে। কথায় কথায় লিঙ্ক দেয়। পকেটভত্তি লিঙ্ক নিয়ে ভাটে আসে।
  • Tim | ২৭ জুন ২০০৯ ০১:০৭ | 198.82.167.98
  • আরে এতো ক্যাবলা
  • d | ২৭ জুন ২০০৯ ০১:০৭ | 117.195.43.94
  • ইপ্পি আবার বাজেতক্কো করবার চেষ্টা করছে। ইপ্পির মুখে মাছের মুড়ো থুসে দেওয়া হোক। আরে ময়রাদের যে আসল সম্পদ ভুঁড়ি -- এনার সেই ভুঁড়ির ছবিই তো ছাপা হয় নি এখানে।
  • Abhyu | ২৭ জুন ২০০৯ ০১:০৬ | 80.221.49.91
  • রসগোল্লা খাওয়ার সময়ও স্ক্যানিং চলবে। ইভেণ্ট রিলেটেড ফাংকশ্যানাল ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং। এই নিয়ে আমার যুগান্তকারী কাজ আছে। পড়ে নিন।
  • Tim | ২৭ জুন ২০০৯ ০১:০৫ | 198.82.167.98
  • পাই কিরম কথায় কথায় লিংক দ্যায়! বড়ো হয়ে নিঘ্‌ঘাত পয়েন্টার হবে। ঃ-)))
  • pi | ২৭ জুন ২০০৯ ০১:০৪ | 128.231.22.89
  • না না তার আগে যথেষ্ট ডাটা পয়েন্ট সহযোগে প্রমাণ হওয়া দরকার ময়রা মাত্র মোটা হয়।

    এনাকে তো কই এমন কিছু মোটা লাগলো না।

    http://tinyurl.com/lqfr9k
  • Abhyu | ২৭ জুন ২০০৯ ০১:০২ | 80.221.49.91
  • হাসতে হাসতে পড়ে গেলাম। ডিডি এক্কেরে ব্যাকডেটেড। অ্যাক্রোনিমও জানেন না।
  • m | ২৭ জুন ২০০৯ ০১:০০ | 173.26.17.106
  • গরম কালে দুপুর বেলা নিঝুম নিঝুম রাস্তার পাশে মিষ্টির দোকান, শোকেসের সামনে বড় একটা তেলকুষ্টি কালো কি খয়েরি পর্দা ঝুলছে,সামনের লোকটা একটা হাতপাখা হাতে(বিদ্যুৎ নেই) ঢুলছে- আর পেছনের ঘরে ঘামতে ঘামতে এক কি দুজন ছানার গোল্লাগুলো ছুঁড়ে ছুঁড়ে ইয়াব্বড়ো কড়ায় ফেলছে।-এই দৃশ্য টা খুব বেশি বদলায় নি।পাড়ায় পাড়ায় এখনো মিষ্টির দোকান আছে- সঙ্গে ঘেমো ময়রারাওঃ)

    আজ্জো কে খালি গায়ে লুঙ্গি পরে শুদু ঐ দোকানে জুড়ে দিলামঃ))
  • d | ২৭ জুন ২০০৯ ০০:৫৯ | 117.195.43.94
  • উরিব্বাবা! সেই গানটা!! নতুন ভার্সানে কি আজ্জো গাইবে নাপিয়ে নাপিয়ে?
  • pi | ২৭ জুন ২০০৯ ০০:৫৮ | 128.231.22.89
  • অপেক্ষাকৃত সহজ একটা উপায় আছে।
    রিমিদির জামাইয়ের বৌ কে এ নিয়ে সার্টিফিকেট দিতে বলা। বরেদের রান্নাবানার ব্যাপারে জেনেরালি লোকজন বেশ কঠিন পরীক্ষক হয়। পার্শিয়ালিটি করে টরে না।
  • a x | ২৭ জুন ২০০৯ ০০:৫৭ | 143.111.22.23
  • তাতে কি "আমি কলকাতার রসগোল্লা" গানটার একটা রিমিক্স এডিশন থাকবে?
  • Du | ২৭ জুন ২০০৯ ০০:৫৬ | 65.124.26.7
  • সবচেয়ে ভালো ফেডেক্স করে দাওঃ) খেয়ে বলছি।
  • sb | ২৭ জুন ২০০৯ ০০:৫৬ | 92.225.146.139
  • কিরম ছবি? এই গাছ পাতা ফুল রাস্তা বাড়ি লোক কুকুর গাড়ি অথবা বরফ স্নোম্যান স্যান্টা এইরকম কিছু আর কি।
    হ্যাঁ শিল্পীর অটোগ্রাফ সহ, অবশ্যইঃ-)
  • arjo | ২৭ জুন ২০০৯ ০০:৫৫ | 168.26.215.13
  • এই নিয়ে একটা সিনেমা করলে কেমন হয়। কনস্পিরেসি অফ গোল্লা - দা রসগোল্লা? আছেন কেউ সহৃদয় প্রডিউসার?
  • dd | ২৭ জুন ২০০৯ ০০:৫৪ | 122.167.29.224
  • অ বৌমা

    ছেলেমানুষদের কথায় কান দিও নি। আমার কথা শোনো।
    শোনো, নিরন্তর ক্ষীর আর দুধ ঠেসে, আর চেখে চেখে, প্রফেশনাল হ্যাজার্ড, বুইলে না? ময়রা মাত্রেই মোটা হয়, পায়রা মাত্রেই বক বকম করে,শেয়ার মাত্রেই ওঠে নামে।

    এ সব ভগমানের আইন।
  • arjo | ২৭ জুন ২০০৯ ০০:৫২ | 168.26.215.13
  • যেখানে মিষ্টি তৈরী হয়। ও ঘরে ঢুকলে মিষ্টি খাবার ইচ্ছে পালিয়ে যায়।
  • pi | ২৭ জুন ২০০৯ ০০:৫২ | 128.231.22.89
  • দেখ আজ্জোদা, এইসব লোক ভাড়া করা টরা জনিত চিটিং এর হাত থেকে বাঁচতে আর একটাই উপায় পড়ে রইলো। রসগোল্লা খাওয়া কালীন, না সেটা করতে টেকনিক্যালি অসুবিধে হতে পারে,তাহলে খাওয়ার পর পর ই করা যেতে পারে। ফাংশানাল ব্রেইন ইমেজিং। তারপর সেই স্ক্যানের ফোটো স্ক্যান করে আপলোডাতে পারো।

    না না, আরো একটা উপায় আছে।
    ঐ লোকগুলোর ফোটো না তুলে ভিডিও লাগাও। খেয়ে কেমন লাগলো সে বিষয়ে মতামত দিচ্ছেন , এইরকম একখান ভিডিও। আর এই কথাগুলো বলার সময় যেন লাই ডিটেক্টর যন্তর থাকে। ভিডিও তে সেটা ও যেন আসে।
  • m | ২৭ জুন ২০০৯ ০০:৫২ | 173.26.17.106
  • সব্বানী, কি ছবি চাই বলো, ফাউ হিসেবে সেটার আশেপাশে-নীচে(মানে যেখানে জায়গা থাকবে) একটা ছেলে,চোখে চশমা নীচে লেখা থাকবে উজানঃ)
  • a x | ২৭ জুন ২০০৯ ০০:৫১ | 143.111.22.23
  • গন্ধ ঘর?
  • arjo | ২৭ জুন ২০০৯ ০০:৫০ | 168.26.215.13
  • ময়রা কেন মোটা? আরে ওটা পূর্বশর্ত। আগে মোটা তারপরে ময়রা। মোটা না হলে অতক্ষণ ঐ গন্ধ ঘরে বসে থাকার আর কোনো ইন্সেন্টিভ নেই।
  • dd | ২৭ জুন ২০০৯ ০০:৫০ | 122.167.29.224
  • বোঝো।
    আপ্নেরা বুঝুন।
    হাহাপগে কোন ভাষা? মানে কি?
    জানতে চান। উত্তর মিলবে =))

    পুরো রিকার্সিভ লুপ।

    :"?!#%[
  • sb | ২৭ জুন ২০০৯ ০০:৫০ | 92.225.146.139
  • ৪৫ কেজির শমীক চুল ছিঁড়ে টাক ফেলবে!! মানে ফেলতে পারবে কিনা সেই নিয়ে সন্দো হতিছে। এনিওয়ে, কিছুই অসম্ভব নয় এ দুনিয়ায়। নইলে ব্ল্যাঙ্কিকে দেখে কেউ বিশ্বাস করবে যে ওর মেটাবলিসম রেট আলোর গতিবেগের চেয়েও বেশি? বা ওর পেট পেট নয়, কৃষ্ণ গহ্বর??
  • a x | ২৭ জুন ২০০৯ ০০:৪৯ | 143.111.22.23
  • হাসতে হাসতে পড়ে গেলাম। দেখেছ! একবার শ্যাস উদ্ধার করেই খুলে গেছে তালা।
  • Du | ২৭ জুন ২০০৯ ০০:৪৮ | 65.124.26.7
  • হাহাপগে কি? হা দিয়ে কোন ভাল শব্দ মনেই পড়ছে না ঃ)
  • a x | ২৭ জুন ২০০৯ ০০:৪৭ | 143.111.22.23
  • অসগোল্লা মাখবার সময় ঠিক মধ্যিখানে একটা চিনির দানা বা কিউব দিলে নাকি নরম নরম হয়।

    অনেক কষ্টে এতক্ষণের পরিশ্রমে শ্যাস উদ্ধার করলাম।
  • m | ২৭ জুন ২০০৯ ০০:৪৭ | 173.26.17.106
  • আজ্জো, আমি জানতে চাইলাম কেন মোটা,কেউ তার উত্তর দিলে না গাঃ(
  • arjo | ২৭ জুন ২০০৯ ০০:৪৭ | 168.26.215.13
  • এই হাহাপগে মানে কি?
  • arjo | ২৭ জুন ২০০৯ ০০:৪৬ | 168.26.215.13
  • এইডা ডিডি দা ঠিক কয়েছেন। ময়রা মাত্তরই মোটা। দাঁতের ডাগদারের সাগরেদ হওয়া ক্যানসিল আমি এখন থেকে ময়রা হবার চেষ্টা করব। ডিমান্ডও আছে সাপ্লাই ও বেশি নেই। সিওর সাকসেস।
  • m | ২৭ জুন ২০০৯ ০০:৪৫ | 173.26.17.106
  • পারমিতা, একটু চর্বি ঝরাতে চাও কি চাও না জানাও- সেই বুঝে মতামত দিচ্ছিঃ)
  • d | ২৭ জুন ২০০৯ ০০:৪৩ | 117.195.43.94
  • ডাবল ডি,

    =)) == হাহাপগে। ঐ চিহ্নটার মানে হাহাপগে।
  • m | ২৭ জুন ২০০৯ ০০:৪২ | 173.26.17.106
  • ঃ)))
  • d | ২৭ জুন ২০০৯ ০০:৪১ | 117.195.43.94
  • আরে, সর্বাণী জানে না। শমীকের একটা বদভ্যাস আছে তো! বেজায় খুশী হলে শমীক টেনেটেনে লোকের চুল ছিঁড়ে টাক ফেলে দেয়। তারপর এফ সি দেয়। আমাকে একবার এরকম দিতে চেয়েছিল, আমি সেই থেকে সাবধানে থাকি।
  • dd | ২৭ জুন ২০০৯ ০০:৩৯ | 122.167.29.224
  • =))
    এডার মানে কি? অ্যাঁ?
    আমি অ্যাগটা খিচুড়ী + পিলাউ খ্যালাম।
    প্রেস্টিজের রেসিপি বই + আমার আঁতলামী। আর মামলেট।
    উত্তাল হয়েছিলো। যাকে বলে ব্যাপক।
    অ্যাখন জিলিবী খাচ্চি, রামের সাথে।
  • sb | ২৭ জুন ২০০৯ ০০:৩৮ | 92.225.146.139
  • শমীক, শত্তুরের মুখে ছাই দিয়ে এখনো তো টাক পড়ে নি। ঐ এফসিগুলো বরং তোমার কাছে আপাতত রাখ। বছর দশেক বাদে সুদে আসলে চেয়ে নেব। এখন একটা আইচকিরিম খাওয়াও।

    অ মামী, বেলুন আমার ভাল্লাগে তো। নীল চলবে। ঘেনুকে বলো না ওর উপর আঁকিবুকি করে দিতে। ঘ্যাম হবে তাহলে।

    অয়ন, হ্যাঁ ভাই এবারের গরুটা যেন অত বেশি দুষ্ট না হয়।

    দুদি, হাত ফাঁকা কই? মামলা লড়ছি যে এখন। রায় বেরোক, তখন না হয় মোকদ্দমার গপ্পটাই শোনাবঃ-)
  • Paramita | ২৭ জুন ২০০৯ ০০:৩৫ | 63.82.71.141
  • ওসব কেতার জিনিস হবে না এখন।
    অপশানগুলো খুব বাজে - রাজ্যের বার্গার ফ্রেঞ্চ ফ্রাই। স্যালাড। পিজ্জা। স্প্যাগেটি। ঃ(
  • dd | ২৭ জুন ২০০৯ ০০:৩৪ | 122.167.29.224
  • বৌমা
    সব ময়রাই মোটা হয়,সব কড়া আঁতেলরাই দাড়িবাজ হয়, সব চিতাবাঘেদেরই গোল্লা গোল্লা দাগ থাকে, সব দক্ষিনি হীরোদের গোঁপ থাকে, কোনো বলিউডীর হীরোর গোঁপ থাগে না, টেকোরা আজ আর লজ্জিত নয়।
  • d | ২৭ জুন ২০০৯ ০০:৩৪ | 117.195.43.94
  • আমি আলুপটলের ডালনা আর মেথি-মুর্গী দিয়ে খানিক ভাত খেলাম।
  • m | ২৭ জুন ২০০৯ ০০:৩২ | 173.26.17.106
  • আমি ঘি আর কাঁচালংকা মেখে নিজের গাছের কুমড়ো ফুলের বড়া দিয়ে একটু ভাত খেলামঃ)
  • m | ২৭ জুন ২০০৯ ০০:৩০ | 173.26.17.106
  • ডিডি,রিমি র জামাই হলো এপাড়ার বড় ময়রা,যিনি রসোগোল্লা বানিয়ে এইমাত্র হৈ চৈ ফেলে দিয়েছেনঃ)
  • Paramita | ২৭ জুন ২০০৯ ০০:৩০ | 63.82.71.141
  • মনস্থির করতে পারছি না লাঞ্চে কি খাওয়া যায়।
  • d | ২৭ জুন ২০০৯ ০০:৩০ | 117.195.43.94
  • =))
    ক্যান! আপনেই তো শুক্কুরবারের কনফার্মড মাতাল।

    আরে বাংলাদেশের অনেক জেলাতেই বরকে "জামাই' বলে উল্লেখ করে তো।
  • m | ২৭ জুন ২০০৯ ০০:২৯ | 173.26.17.106
  • হোৎকামত টা পড়ে মনে হলো,সব ময়রারাই ঐরকম মোটা হয় কি করে? আর যখন ছানাটা একটা বড়ো কাঠের বারকোষে(কোন স হবে?)করে ঠাসে,আদুল গায়ে(ছোট ঘুপচিতে ,প্রকান্ড গরম লাগে) একটা গামছা বা ছোট প্যান্ট বা লুঙ্গি পরে- আমার সত্যি আর মিষ্টি খেতে ইচ্ছে করে নাঃ((
  • dd | ২৭ জুন ২০০৯ ০০:২৫ | 122.167.29.224
  • রিমির জামাই! রিমির জামাই!!!!!!
    ও সিংগল ডি, তুই মাতাল না মুই মাতাল?
  • m | ২৭ জুন ২০০৯ ০০:২৪ | 173.26.17.106
  • আজ্জো,লোকে হাঁ করে চিবোচ্ছে এইটা আমি দেখতে চাই না- কারুর মুখের ভেতরটা দেখার আমার কোনো বাসনা নেই।(চোখে কালো চম্মা পরেছি)
  • Bratin | ২৭ জুন ২০০৯ ০০:২৩ | 117.194.96.222
  • সে তো আশুতোষ মুখো র একটা গল্পে ছিল শুধু জল খেতে দিয়েছিল বলে খান কতক ডিগবাজি খেয়েছিল ঃ-))
  • d | ২৭ জুন ২০০৯ ০০:২১ | 117.195.43.94
  • অ্যাল! না ডবল ডি, আমার বৌদিরে কিচ্ছু কইবার চাই নাই। ঐ রিমির জামাইটারে কইতাসিলাম আর কি।
  • Bratin | ২৭ জুন ২০০৯ ০০:২০ | 117.194.96.222
  • আচ্ছা ঃ-)))
  • d | ২৭ জুন ২০০৯ ০০:১৯ | 117.195.43.94
  • সেরেছে! তিমির মন্তব্য পড়ে টেনিদার একটা গল্প মনে পড়ে গেল। সেই যে এক ভদ্রলোক লোককে নেমন্তন্ন করে প্রচুর ভালোমন্দ সাজিয়ে তারপর এমন জোকস বলতেন যে লোকে বিষম খেয়ে আর খাবার খেতে পারত না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত